প্রাইভেট মেডিকেলে সরকারি খরচে পড়াশোনা | দরিদ্র ও মেধাবী কোটা | Merit Quota | MediSity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2023
  • আসসালামু আলাইকুম
    বেসরকারি মেডিকেল কলেজে সরকারি খরচে পড়াশোনা --- বিস্তারিত আলোচনা.
    আমাদের সাথে কথা বলেছেন....
    মুনীরুল হাসান
    এমবিবিএস ২য় বর্ষ
    আদ দীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা
    এক্স:সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ(ডেন্টাল ইউনিট)
    ভিডিওতে কিছু বিষয় নিয়ে বিস্তারিত বলার সুযোগ হয়নি কারণ ভিডিও অনেক বড় হয়ে যেতো।যে বিষয় বাদ পড়েছে সেটা এখান থেকে পড়ে নিলে উপকৃত হবে।
    ★★৫% দরিদ্র ও মেধাবী কোটা★★
    আসসালামু আলাইকুম।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো বেসরকারি মেডিকেল কলেজ এর ৫% দরিদ্র ও মেধাবী কোটা সম্পর্কে। আজ আমরা সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো-
    #৫% দরিদ্র ও মেধাবী কোটা কি?
    প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ডেন্টাল কলেজে ৫% স্টুডেন্ট সরকারি মেডিকেল কলেজের সমান খরচে পড়ার সুযোগ।
    এই সুযোগ প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ডেন্টাল কলেজ দিয়ে থাকে।সরকারি নিদর্শনা এটা।
    #যোগ্যতা?
    জাতীয় মেডিকেল ও ডেন্টাল এডমিশন টেস্টে পাশ কৃত সকল স্টুডেন্ট এর জন্য পছন্দের মেডিকেল কলেজে আবেদন করতে পারবে।
    #বাছাই কিভাবে করে?
    তোমরা যে মেডিকেল এ ভর্তি হতে চাও সে মেডিকেল কলেজ থেকে এই কোটার জন্য আলাদা ফরম দেয়া হবে।ফরম ফিলআপ করে সাথে প্রয়োজনীয় কাগজ পত্র সহ দিলে একটা নির্দিষ্ট তারিখে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে অভিভাবক সহ।
    সরকারি বেসরকারি সাধারণ সকল ভর্তি শেষে সাধারণত এই ভাইভা পরীক্ষা হয়
    ভাইভাতে সাধারণত বিষয়ভিত্তিক প্রশ্ন করা হয় না।আপনি এই কোটার উপযুক্ত কিনা তা দেখবে।মানে স্কোর এবং আর্থিক অবস্থা বিবেচনা করবে।সাথে কাগজ পত্র চেক করবে।
    আপনি উপযুক্ত বিবেচিত হলে ঐ দিন রাতে বা দু একদিনের মধ্যে ভর্তির তারিখ জানিয়ে দিবে।
    ★★কি কি কাগজ লাগে?
    ১/সকল পরীক্ষার সার্টিফিকেট
    ২/ ভর্তি পরীক্ষার রেজাল্ট সীট,প্রবেশ পত্র
    ৩/এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কতৃক দারিদ্র্যতার সার্টিফিকেট
    ৪/ নোটারী পাবলিকের কোন এডভোকেট কতৃক দারিদ্র্যতার এভিডেভিড পেপার।
    ৫/জন্মসনদ
    #কত নম্বর পেলে সিউর সুযোগ পাব?
    এটা নিশ্চিত করে বলা যায় না।পাশ করলেই ফরম তুলতে পারবেন।
    তবে পাশ করলেই এই কোটায় চান্স পাওয়া পসিবল না।
    ৬ হাজার এর মধ্যে মেধাতালিকায় থাকলে সম্ভাবনা বেশি।
    তবে তার বেশি হলেও হয় কিছু কিছু মেডিকেল এ।
    মনে করেন আপনি "ক" মেডিকেল থেকে কোটার ফরম তুলছেন।সেখানে সিট আছে পাচ টা। কিন্তু ফরম তুলছে ১০০ টা। তার মধ্যে যদি আপনি স্কোর এ ৫/৭ এর মধ্যে থাকেন তাইলে সিউর চান্স হবে।পিছন থেকেও হয়। তবে তা খুবই কম।
    তার মধ্যে যদি কেউ স্কোর ভালোথাকে, সত্যি ই দরিদ্র, বাবা নাই, বা বাবার উপার্জন কম,ইত্যাদি হয় তখন তার চান্স পাওয়া সহজ।কারন এটা মূলত দারিদ্র্যদের জন্য ই।যারা দারিদ্র্য কিন্তু অল্প নাম্বারের জন্য সরকারি তে হয় নি।কিন্তু সারাজীবনের ইচ্ছে ডাক্তার হওয়া। এটা তাদের জন্য। কিন্তু বিগত ২/৩ বছর মেডিকেলের ভর্তি পরীক্ষার স্কোরকে বেশি গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজ।
    আর একটা বিষয়।
    আপনার এলাকার আশে পাশের মেডিকেল এ আপনাকে অগ্রাধিকার দেয়া হবে।মানে আপনি খুলনার স্টুডেন্ট, খুলনার মেডিকেল গুলো তে বেশি গুরত্ব দেয়া হবে।সব জায়গায় ই দিতে পারবেন।গত কয়েক বছর এমন অগ্রাধিকার দেয়া হয় দেখছি।এটা অভিজ্ঞতা থেকে বলা।তবে স্কোর ভালো থাকলে খুলনার হয়েও ঢাকা বা অন্য এলাকায় ও সুযোগ পাবেন।
    মূল হলো স্কোর।
    আপনি যতখুশি তত মেডিকেল থেকে এই ফরম তুলতে পারবেন।এই ফরম ফ্রী দেয়া হয় সব মেডিকেল এ।
    #খরচ?
    সরকারি মেডিকেল কলেজ এর সমান খরচ।
    মানে ভর্তির সময় ৩০/৪০ হাজার টাকা লাগবে।
    তারপর শুধু খাওয়ার খরচ। কিছু মেডিকেল এ থাকা ফ্রী আবার কিছু মেডিকেল এ থাকার খরচ দিতে হয়।
    আর পাঁচ বছরে চারটি প্রফেশনাল পরীক্ষার ফি যত হয় তা দিতে হবে।এগুলো সরকারি মেডিকেল এর সমান ই।
    গড়ে ১৪/১৫ হাজার টাকা প্রতি টি পরীক্ষার ফি হতে পারে।
    আর বই খাতা তো আর পারসনাল খরচ তো নিজের ই।
    বই খাতা এতো বেশি খরচ হয় না।অনেক বলে মেডিকেল এ বই খাতা, কংকাল ইত্যাদির জন্য নাকি অনেক খরচ হয়। তাই বললাম। এগুলো মানুষ যতটা বলে ততটা নয়।
    ভর্তির পর কোটা আর সাধারণ স্টুডেন্টদের মধ্যে কোন পার্থক্য করা হয় না।সব সুযোগ সুবিধা সমান ই পাবে।বরং কোটার তারা হয় ঐ মেডিকেল এর টপ স্টুডেন্ট।
    এগুলো হলো অফিসিয়াল কথা।
    এবার আসি ভিন্ন কিছু কথা। এগুলো একান্ত নিজের অভিজ্ঞতার কথা। অনেক বছর ধরে দেখছি।
    বেশির ভাগ মেডিকেল ই লিগাল ভাবে এই কোটায় ভর্তি করায়।
    অনেকে বলে এই সিটে চান্স পেতে হলে টাকা দিতে হয়।ভুল কথা।কেউ এমন লোভ দেখালে বুঝতে হবে তা ভুয়া।এমন ভুল করবেন না আশা করি।
    আপনি উপযুক্ত হলে একটা না একটা মেডিকেল এ হয়ে ই যাবে।অবশ্যই ৫/৬ টা মেডিকেল থেকে ফরম তুলবেন।
    তাইলে মিস হবে না ইনশাআল্লাহ।
    হুম। এটা সত্যি যে এই কোটার জন্য সবাই দরিদ্র সাজে।মানে যদের অঢেল টাকা আছে বেসরকারি তে টাকা দিয়ে পড়ার ক্ষমতা আছে। তারাও ভালো পয়েন্ট থাকলে এটার জন্য এপ্লাই করে।হয়েও যায়।কিন্তু তা সংখ্যায় খুব ই কম।
    যাই হোক,
    সবার সাফল্য কামনা করছি।
    আসসালামু আলাইকুম
    নাম:মুনীরুল হাসান
    এমবিবিএস ২য় বর্ষ
    আদ দীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা
    এক্স:সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ(ডেন্টাল ইউনিট)
    #medical #privatemedicalcolleges #meritquota

ความคิดเห็น • 111

  • @medisityofficial
    @medisityofficial  5 หลายเดือนก่อน +1

    এই ভিডিওটা ২০২১-২২ সেশনের নিয়ম অনুযায়ী করা হয়েছিলো, ২০২২-২৩ থেকে নিয়ম পরিবর্তন হয়েছে৷
    আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে চলে আসছে। নতুন নিয়ম নিয়ে চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবে।
    Link: th-cam.com/video/NBw1HOilfu8/w-d-xo.htmlsi=6I8Mew4FuuAutrqX

  • @mdmehedihasanmillat1542
    @mdmehedihasanmillat1542 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ খাইরান ভাইয়া।আপনার ভিডিও টা দেখে উপকৃত হলাম ❤️

  • @user-mk6et6mu5v
    @user-mk6et6mu5v 5 หลายเดือนก่อน

    Vaia doridroo ba medha kotay na tiklee ki tokhon generally kono kota chara private medical a apply kora jabe na?

  • @jannatulsadia7300
    @jannatulsadia7300 ปีที่แล้ว +1

    Vaiaa dornity hoy ai sector e??

  • @alaminhossain1003
    @alaminhossain1003 ปีที่แล้ว +2

    Vaiya apber position koto celo?

  • @nusratridi3956
    @nusratridi3956 ปีที่แล้ว +1

    Accha vaiya sob private medical e to 10k serial er moddhe apply kore na?? D catagoryr medical gulote ki 15k position niye medha kothay apply korle asa Kora Jay?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Apply korte parba but chance howa niye ektu confusion thakbe.
      Ei position e chance howa luck er bepar.
      Merit e apply korle jodi chance na hoy tokhon general e r admit howa jabe na.
      Ejonno jodi ability thake tahole ektu cinta vabna kore dekhte hobe.

  • @nafeezasunehra5590
    @nafeezasunehra5590 ปีที่แล้ว +1

    Vaiya general r medha quotay from ki eksthe charbe??

  • @abusiddique-jx9el
    @abusiddique-jx9el ปีที่แล้ว

    Assalamualaikum...
    Vaiya koto diner modde abedon korte hobe....
    Kindly bolben...

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      ওয়ালাইকুম আসসালাম
      যে মেডিকেলগুলোতে আবেদন করতে চাও সরাসরি তাদের অফিসে ফোন করে জেনে নেওয়া ভালো হবে।

  • @AlaminHossen-mv7ml
    @AlaminHossen-mv7ml ปีที่แล้ว

    Vaiya vibate ki amr baba kao daka hobe? Mane take kono psn kora hobe kina? Please replay❤

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      হ্যাঁ, স্টুডেন্টকে অভিভাবকসহ যেতে হবে।
      নোটারিতে যে তথ্য দেওয়া সেগুলো যাস্ট শুনে ক্রস চেক করবে।

  • @saifealafridi
    @saifealafridi 5 หลายเดือนก่อน

    Amar position 15554 amr ki howar chance ase??

  • @user-ru3ff5iv3z
    @user-ru3ff5iv3z 10 หลายเดือนก่อน +2

    একোটায় ২০% সিট রাখা উচিৎ।

  • @AlaminHossen-mv7ml
    @AlaminHossen-mv7ml ปีที่แล้ว

    vaiya oneke bole medha cutate taka studentder kase sit bikry kore deowa hoi😢.Apni ai bapare keso bolen please ❤

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      না, এটার সুযোগ নেই।

  • @esprince9869
    @esprince9869 ปีที่แล้ว +1

    বেসরকারি মেডিকেল কলেজে সাধারণ কোটার মতো অনলাইনে একটা আবেদন নাকি প্রতিটি মেডিক্যাল কলেজে দরিদ্র কোটার জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। শোনা যাচ্ছে কেন্দ্রীয় ভাবে অটোমেশন পদ্ধতিতে ভর্তি করা হবে। তাহলে আমি দশটা কলেজে দশটাতেই আবেদন কেমনে করবো?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      ভিডিওটা অটোমেশনের সার্কুলারের আগে করা, এখানে গত বছরের সিস্টেম বলা হয়েছে।
      অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের সময় যেভাবে কলেজ চয়েস দেওয়া হয় সেভাবেই বেসরকারি মেডিকেল কলেজের চয়েস দিতে হবে।
      বিস্তারিত সার্কুলার আসলে তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে।

  • @Moonsua-417
    @Moonsua-417 5 หลายเดือนก่อน

    bhaiya, form jehetu college theke nite hobe tahle ki online application korbo na?

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน +1

      এই ভিডিওটা ২০২১-২২ সেশনের নিয়ম অনুযায়ী করা হয়েছিলো, ২০২২-২৩ থেকে নিয়ম পরিবর্তন হয়েছে৷
      আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে চলে আসছে। নতুন নিয়ম নিয়ে চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবে।

  • @user-ix3ms8em1b
    @user-ix3ms8em1b ปีที่แล้ว +2

    ভাইয়া এবার থেকে কি নতুন নিয়েম চালু হইছে?...মানে সব নাকি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে শুনছিলাম। একটু জানাবেন...

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      হ্যাঁ, এবার সেন্ট্রালি আবেদন গ্রহণ করবে।

    • @learnenjoy3480
      @learnenjoy3480 ปีที่แล้ว

      ​@@medisityofficialapplication ki online a naki offline a college a giye korte hobe?
      Please bolun vaiya

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      @@learnenjoy3480 অনলাইনে টেলিটক এর মাধ্যমে।
      সকল মেডিকেল চয়েস লিস্টে রাখতে হবে,পরবর্তীতে সেন্ট্রাল এলোটমেন্ট দিবে।
      তখন সংশ্লিষ্ট মেডিকেলে সরাসরি যেতে হবে।

  • @jumaakter-fe7ve
    @jumaakter-fe7ve ปีที่แล้ว

    ভাইয়া খুলনা অনুমোদন আছে এমন প্রাইভেট মেডিকেলে কলেজের নাম বলবেন আর দশটার বেশি যদি আমি বিশটা প্রাইভেট মেডিকেল কলেজের নাম চয়েজ দেই সেটা কি দেয়া যায় দয়া করে জানাবেন

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Khulna
      *Gazi Medical College
      *AdDin Akij medical College
      * Khulna city medical College
      Kotota College choice dewa jabe seta circular dile details bola jabe.

  • @nazneenjemi2302
    @nazneenjemi2302 5 หลายเดือนก่อน

    Vaiya ami 2nd timer serial 7800 ami ki apply korte parbo ei kota te. eibar exam disi rki.kindly akto bolben

  • @IsratJahanYeasmin-hh1ie
    @IsratJahanYeasmin-hh1ie ปีที่แล้ว

    vaiya private medical er medha quotai ki zela quota fact kore? .. Jemon amr home district Mymensingh.. Kintu ami porte cai tairunnesa medical College... Sei khetre ki Gazipur er student der seat deye jode thake tahole amk debe... Bepar ta ki emn?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Na, emon na.

    • @IsratJahanYeasmin-hh1ie
      @IsratJahanYeasmin-hh1ie ปีที่แล้ว

      @@medisityofficial tahole kmn? Ami Mymensingh er holeu. Tairrunnesa medical a porte parbo? .. R vaiya tairunnesa te porte hole koto serial a thakte hobe? ...

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      @@IsratJahanYeasmin-hh1ie District quota te kono District theke jate medical e kew bad na jai ejonno prottek district theke student chance pai.
      Majhe majhe dekha jai marks kom thaka sotteo oneke chance pai seta ei district quota diye.
      Tairunnesa medical besh valo akta College. Position valo thakle hoye jabe. Tobe ebochor viva system e maybe ektu change asce. Ejonno position er bepare exact bola jacce na.

  • @farhanayasmin3373
    @farhanayasmin3373 8 หลายเดือนก่อน

    ভাইয়া মেধা কোটায় টোটাল ছয় বছরের মোট খরচ কত হবে?আর প্রত্যেক ইয়ারে কি ভর্তি হতে হয় নাকি একবার প্রথম বর্ষে হলেই চলে একটু জানাবেন?

    • @medisityofficial
      @medisityofficial  8 หลายเดือนก่อน

      চার প্রফের ফি প্রত্যেক প্রফের আগে দিতে হয়।
      টোটাল ফি মেডিকেলভেদে ভিন্ন হয়, স্টুডেন্ট সংখ্যার উপর নির্ভর করে। আনুমানিক ( চার প্রফে) টোটাল ১,২০,০০০ খরচ হতে পারে।
      ভর্তি একবারই হতে হয়।

  • @AlaminHossen-mv7ml
    @AlaminHossen-mv7ml ปีที่แล้ว

    vaiya amr position 4822. Ami arthik vabe osossol. Amr hower somvabona koto toko

  • @swarnaferdous6214
    @swarnaferdous6214 5 หลายเดือนก่อน

    Vaiya 11720 serial ee ki shahbuddin ba holy family medical college possible??

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน

      Medical College specific kore to akhni bola jacche na.

  • @JannatulMawa-gy3lt
    @JannatulMawa-gy3lt ปีที่แล้ว +1

    ভাইয়া মেধা কোটায় ভর্তির পর কি সত্যিই কি সরকারি কলেজের মত খরচ হয়??? নাকি ভর্তির পর আরও অতিরিক্ত ফ্রি ধরবে???

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      আসলেই সরকারি মেডিকেলের খরচ। বাড়তি খরচ নেই।

  • @ummeahabiba9829
    @ummeahabiba9829 ปีที่แล้ว

    আচ্ছা ভাইয়া একটা জিনিস বুঝছি না প্লিজ হেল্প করেন আজকেই লাস্ট ডেট।কম্পিউটার দোকানে গেলে ওরা বলতেছে poor কোটায় অ্যাপ্লাই এর সময় নোটারি লাগবে না ।এগুলো নাকি পরে লাগবে

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      হ্যাঁ,পরে লাগবে। তবে যে তথ্যগুলো নোটারীতে উল্লেখ করবা সেটা যেনো অনলাইনেও সঠিক থাকে। যেমন ইনকাম, সম্পত্তি এগুলা।

    • @ummeahabiba9829
      @ummeahabiba9829 ปีที่แล้ว

      তারমানে এখন আমি নোটারি ছাড়াই অ্যাপ্লাই এর কাজ টা করতে parbo?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      @@ummeahabiba9829 হ্যাঁ,কিন্তু যত দ্রুত সম্ভব নোটারী করে নাও।

  • @khaleelrubaiyat2668
    @khaleelrubaiyat2668 5 หลายเดือนก่อน

    জদি মেধা তালিকায় কোথা ও না পায় তা হলে টাকা দিয়া পড়া যাবে কি না। আর যদি এমন জয়গায় পাওয়া গেল যেখানে আমার দ্বারা পড়া সন্বব না তা হলে আমি টাকা দিয়া অন্য জায়গায় পরতে পারবো কি না দয়া করে বলবেন কি।

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน

      কোটায় আবেদনের পর কোটায় না পেলে জেনারেলে টাকা দিয়ে পড়ার সুযোগ নেই।

  • @mahadiatmaria-oc3ne
    @mahadiatmaria-oc3ne ปีที่แล้ว

    vaiia er kotar jonno ki khub gorib hoite hoi?
    Middle class kintu private e porar moto tk nei emon hoile nei na? :(

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      না, একদম গরীব হতে হবে এমন কোনো কথা নেই। রেজাল্ট ভালো থাকলে তখন বিষয়টা কর্তৃপক্ষ বা যারা ভাইভা বোর্ডে থাকেন তারা বিবেচনা করতে পারেন।

    • @mahadiatmaria-oc3ne
      @mahadiatmaria-oc3ne ปีที่แล้ว

      Amar serial 5005
      2nd timer chilam..70.25 kete 65.25 asche :)
      Amar kon medical College gulate ei kothai aste pare?
      Bardem, ibn sina, BMC, holy family ei clg gulate ki kono chance ache?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      @@mahadiatmaria-oc3ne শিওরলি বলাটা মুশকিল তবে শুধু ঢাকার মধ্যে এপ্লাই করলে চান্সের সম্ভাবনা কমে যায়।
      এক্ষেত্রে ঢাকার বাইরের মেডিকেলগুলোতেও এপ্লাই করলে চান্সের সম্ভাবনা বাড়বে ইনশাআল্লাহ

  • @anika5366
    @anika5366 ปีที่แล้ว

    Vaiya amr serial 5336 .Amar baba bahire thake.amar ki chnce pawa possible?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      হ্যাঁ সম্ভাবনা আছে।
      অবশ্যই যত বেশি সংখ্যক মেডিকেলে আবেদন সম্ভব ততটা করবেন। কোনোটাই বাদ দিবেন না

  • @sumayasami9493
    @sumayasami9493 2 หลายเดือนก่อน

    আমার ভাই ২য় বার মেডিকেল এ আসছে,দরিদ্র ও মেধা কোটায় আজকে BGC Trust medical এ।নীতিমালা তে তো বলা যে সরকারি খরচে পড়তে পারবে।আজকে ওখানে বলল ২.৫ লাখ টাকা ভর্তির সময় দিতে হবে মেডিকেলকে ইন্টার্নশিপ করার সময় ১লাখ ২০হাজার এর মতো ফেরত দিবে।এটা কি নীতিমালা অনুসারে ঠিকাছে? দয়া করে জানাবেন কারন এই ২.৫ লাখ টাকাটা আমাদের অনেক কস্ট করে দিতে হবে😭তাই জানতে চাচ্ছি, এই টাকা দার করতে হবে।দয়া করে জানাবেন

    • @medisityofficial
      @medisityofficial  2 หลายเดือนก่อน

      না, নীতিমালা অনুযায়ী তারা এ টাকা দাবি করতে পারেনা।
      তবে ইন্টার্নী ফি নিয়ে অনেক ক্ষেত্রে চুক্তি থাকে যে-- ইন্টার্নী ফি দিলে তারা ইন্টার্নীর সময় বেতন হিসেবে টাকা ফেরত দিবে। ১ লাখ ৮০ হাজারের একটা চুক্তি করে থাকে কোনো কোনো মেডিকেলে। যদিও এই চুক্তিও নীতিমালা অনুযায়ী বেআইনি। আবার কোথাও এটা বলা থাকে যে- ইন্টার্নি ফি জমা না দিলে ইন্টার্নির সময় বেতন পাবেন না।
      এখন আমি বলবো কলেজে কথা বলে ইন্টার্নী ফি না দিয়ে চুক্তিবদ্ধ হওয়া যায় কিনা সেই চেষ্টা করে দেখতে। আর একান্ত যদি এটা করা না যায় সেক্ষেত্রে একটু কষ্ট করে হলেও টাকাটা ম্যানেজ করে ভর্তি হয়ে যাও। এই টাকাটার জন্য ভর্তি না হওয়ার মতো কোনো ডিসিশন নিওনা।

    • @sumayasami9493
      @sumayasami9493 2 หลายเดือนก่อน

      @@medisityofficial আমাদের বলা হয়েছে ২.৫ লাখ দিতে হবে ভর্তির সময়, ইন্টারনির সময় ১লাখ ৮০হাজার ফেরত দিবে, আমার প্রথমে ভুল হয়েছে বলাত।এখন ১লাখ ৮০ হাজার ছাড়া বাকি টাকা যেটা এটা কি নীতিমালার বাইরে?,প্রাইভেট এ পরে ভবিষ্যৎ কেমন হবে স্যার?

  • @sojibbabu8486
    @sojibbabu8486 5 หลายเดือนก่อน

    Vaiya ami 23-24 session a exam dilam...6317 position.. medical sear to 5340...poor quota apply korle any hope?

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน +1

      অবশ্যই সম্ভাবনা আছে

    • @sojibbabu8486
      @sojibbabu8486 5 หลายเดือนก่อน

      @@medisityofficial jani na ki hobe 😐

  • @sharminnazee1934
    @sharminnazee1934 5 หลายเดือนก่อน

    Vaiya amr position 6129th .medha quota e apply korle chance howar possibility kemon ?

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน

      Ha,valo possibility ache.

    • @sharminnazee1934
      @sharminnazee1934 5 หลายเดือนก่อน

      @@medisityofficial vaiya ashole amr family beshi doridro o na. Onkta moddhobitto family. Abbu govt employee. Kintu private e porar samortho nei. E obosthae e position e hobe amar?

  • @nurajannattanvi5229
    @nurajannattanvi5229 ปีที่แล้ว

    Vaia amr position 4503.Dhakar vitor abedon krle ki chance hoite pare.

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      হ্যাঁ, হবে ইনশাআল্লাহ

    • @mdmehedihasanmillat1542
      @mdmehedihasanmillat1542 ปีที่แล้ว

      আপনার মেরিট স্কোর কত ছিল? ফার্স্ট টাইম নাকি সেকেন্ড টাইম???

    • @nurajannattanvi5229
      @nurajannattanvi5229 ปีที่แล้ว

      266

    • @user-rr3pv2yk9u
      @user-rr3pv2yk9u 6 หลายเดือนก่อน

      Apu kontai chance pailen

  • @khadizaaktermim9136
    @khadizaaktermim9136 ปีที่แล้ว

    Vhaiya ae bar tho centrally automation er maddhome Medha kotay vhorti nibe

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      হ্যাঁ, এবার ভর্তি সেন্ট্রালি নিয়ন্ত্রিত হবে। তবে অনলাইন অফলাইন সম্মিলিতভাবেই হবে। সেক্ষেত্রে উল্লিখিত প্রসিডিওর ফলো করবে

    • @khadizaaktermim9136
      @khadizaaktermim9136 ปีที่แล้ว

      @@medisityofficial ow acca..vhaiya 12 k theke ki Dhaka bad a Jodi onno jelar Medha kotar jonno apply kori tahole ki ashte pare vhaiya

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      @@khadizaaktermim9136 এটা আসলে শিওরলি বলাটা মুশকিল। তবে এপ্লাই করে রাখলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে।

    • @learnenjoy3480
      @learnenjoy3480 ปีที่แล้ว

      ​@@medisityofficialonek dhonnobad vaiya ❤

  • @user-pr2mo9pp8w
    @user-pr2mo9pp8w 5 หลายเดือนก่อน

    Vaiya amar position 6969 ami ki dhakar moddhe chance paite pari kindly janaben

  • @bokthearhossain2743
    @bokthearhossain2743 ปีที่แล้ว

    বেসরকারি মেডিকেলে যারা আবেদন করসে, তারা ও কি মেধাবি কৌটায় আবেদন করতে পারবে?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Merit quota & general seat er abedon alada vabe hoy.
      Jara general e abedon korbe tara merit quota te abedon korte parbe na, abar merit quota te jara abedon korbe tara general e abedon korte parbe na.

  • @ummeahabiba9829
    @ummeahabiba9829 ปีที่แล้ว

    ভাইয়া আপনাদের কারো সাথে একটু পার্সোনালি কন্টাক্ট করা যাবে?খুব সমস্যায় পড়ে গেছি ভাইয়া

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      facebook.com/medisity.khulna?mibextid=ZbWKwL
      Page e inbox korbe.

  • @muhammadumar6465
    @muhammadumar6465 ปีที่แล้ว

    Vaiah serial 47000.. Akon ki abedon korbo?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Ebochor 35k er ashepashe jader position ache tara private medical er jonno apply korte parbe.
      Jodi authority discission change kore tahole apply korte parbe.

  • @rintikabiswas6580
    @rintikabiswas6580 ปีที่แล้ว

    Vaiya 8455 mark 61.5 medha quotai asbe?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Aste pare,Last Year onek medical ei erokom position e chance hoyechilo.
      tobe ekhetre kono medical College e apply kora bad dewa jabena. Sob gula te choice dite hobe.

  • @shakilshovon8762
    @shakilshovon8762 ปีที่แล้ว

    ভাইয়া পজিশন ৫৯৭৮!আমার কি কোনো সম্ভাবনা আছে?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      হ্যাঁ,ভালোই সম্ভাবনা আছে।
      হয়ে যাবে ইনশাআল্লাহ

  • @sumiyanijhum4483
    @sumiyanijhum4483 10 หลายเดือนก่อน

    ভাইয়া কেউ সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষা দিয়ে এই আবেদন করতে পারবে?

  • @nishiakter9034
    @nishiakter9034 ปีที่แล้ว

    Apply কখন করতে হয়?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      সরকারি মেডিকেলে ভর্তি শেষ হওয়ার পর সাধারণত বেসরকারি মেডিকেলে সার্কুলার দিয়ে থাকে, তখন এপ্লাই করতে হয়।
      সতর্কতা হিসেবে যে মেডিকেলে এপ্লাই করতে ইচ্ছুক সেই মেডিকেলের অফিসে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়া যেতে পারে।

  • @naimashowkatsetu7212
    @naimashowkatsetu7212 5 หลายเดือนก่อน

    Merit Score : 261.5
    Merit Position : 10158
    Chance হবে কি?

    • @medisityofficial
      @medisityofficial  5 หลายเดือนก่อน

      Hote pare, probability ache.

  • @abusayem126
    @abusayem126 ปีที่แล้ว

    Dental 1600 position e medha qouta asbe

  • @mahadimarshal9159
    @mahadimarshal9159 ปีที่แล้ว

    10 er besi ki medical college e deya jabe selection?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Ha jabe.
      Circular er por aro details bola jabe

    • @mahadimarshal9159
      @mahadimarshal9159 ปีที่แล้ว

      @@medisityofficial vaya amar serial 4383
      Tahole to vlo non government medical e merit kotai asbe.

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      @@mahadimarshal9159
      100% asbe. InshaAllah

    • @mujg_ykjf
      @mujg_ykjf ปีที่แล้ว

      ​@@mahadimarshal9159 আপনাকে কি ভাইভার জন্য ডাকা হয়েছে?

  • @adhora3977
    @adhora3977 9 หลายเดือนก่อน

    ভাইয়া যারা বিবাহিত তারা কি এই কোঠায় সুযোগ পাবে????

    • @medisityofficial
      @medisityofficial  9 หลายเดือนก่อน +1

      সার্কুলারে বিবাহিত বা অবিবাহিত সম্পর্কে
      আলাদাভাবে কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে আশা করা যায় সুযোগ পাবে।

    • @adhora3977
      @adhora3977 8 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই❤

  • @user-pn9vv8gc3x
    @user-pn9vv8gc3x ปีที่แล้ว +2

    ভাইয়া, আপনি সরকারি ডেন্টাল থেকে বেসরকারি মেডিকেলে কেন আসলেন ?

    • @Ayesha-cp4ub
      @Ayesha-cp4ub ปีที่แล้ว +2

      Amar oo same question...govt pawa shotte oo private eh pora...mone hoi uni mbbs korte chaito...dentist hoite chai na maybe

  • @bibisahara5428
    @bibisahara5428 ปีที่แล้ว

    Vaiya form nite kono tk lagbe......?

    • @munirulhasankhan6283
      @munirulhasankhan6283 ปีที่แล้ว +1

      মেরিট কোটার ফরম ফ্রী দিবে সব মেডিকেল কলেজ থেকে..

  • @hkshuddha9010
    @hkshuddha9010 5 หลายเดือนก่อน

    Mark 57 merit 15k any chance??

  • @esprince9869
    @esprince9869 ปีที่แล้ว

    মুনির ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া যাবে কি?

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว

      Na phone number dewar permission nai.
      Jodi FB link nite cao tahole MediSity WhatsApp 01831054835 e knock korle id link diye dibe

  • @nafeezasunehra5590
    @nafeezasunehra5590 ปีที่แล้ว

    Amr position 5413 amr ki quotay aste pare vaiyaaaa?????

    • @medisityofficial
      @medisityofficial  ปีที่แล้ว +1

      হ্যাঁ, আসার সম্ভাবনা আছে।

    • @user-rr3pv2yk9u
      @user-rr3pv2yk9u 6 หลายเดือนก่อน

      Apu kontai Chance pailen?