@@tohominaakhter-b9k বগুড়া থেকে সরাসরি বান্দরবানে যাওয়ার জন্য সরাসরি বাস সেবা সীমিত। তবে, আপনি বগুড়া থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবানে যেতে পারেন। বগুড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন পরিবহনের বাস রয়েছে, যেমন ইউনিক পরিবহন, হানিফ, শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন ইত্যাদি। এই বাসগুলোর ভাড়া সাধারণত ৪২০ টাকা।
বান্দরবান ভ্রমণের জন্য বাস ব্যবহার করা যায়। আপনি যদি বাসে যাওয়ার কথা বলে থাকেন, তাহলে শুধু বান্দরবান যাওয়ার জন্য টিকিট কাটবেন। কতোদিন বান্দরবান থাকবেন, সেটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আসা এবং ফেরার টিকিটও একসঙ্গে করে রাখা ভালো। এতে ভালো সিট পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি চাঁদের গাড়ির কথা বলেন, তাহলে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে বান্দরবান শহর থেকে রিসোর্ট পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে হবে। চাঁদের গাড়ি রিজার্ভ করতে চাইলে ভাড়া সাধারণত ৩,৫০০-৪,৫০০ টাকার মধ্যে হয় (আসা-যাওয়া)। তবে ভাড়া সময় এবং পর্যটকদের চাপের ওপর নির্ভর করে কিছুটা বাড়তেও পারে। ভালো যাত্রা এবং নীলগিরির অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন!
চাঁদের গাড়ি ভাড়া ইভেন্ট থেকে রিজার্ভ করা হয়েছিল, তাই নির্দিষ্ট ভাড়া তখন নির্ভর করেছিল চুক্তির ওপর। তবে বর্তমানে সাধারণত চাঁদের গাড়ির ভাড়া রুট, সময় ও ব্যবহারের ধরন অনুযায়ী ৬০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনি বিস্তারিত জানতে লোকাল কাউন্টারে যোগাযোগ করতে পারেন।
এখন বান্দরবান যেতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। রিলাক্স ট্রাভেল গ্রুপের সাথে বুকিং দিতে পারেন, তাদের টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো, ফ্রেন্ডলি বাজেটে টেনশন মুক্ত বেস্ট ট্যুর হবে ইনশাআল্লাহ 💚 +880 17 4845 1599 এটা রাকিব ভাইয়ের নাম্বার, আমার কথা বললে ৩-৪% ডিসকাউন্ট ও দিতে পারে😁
ভিডিওটি বেশ ভালো লাগলো 😊 thumbnail, content সব কিছুই বেশ ভালো ছিল... Best wishes 🎉
ধন্যবাদ 💚
@Travel_With_MOKKI 😊
অসাধারণ ভিডিও ভাই ❤
ধন্যবাদ ভাই💚
Informative
💚 ধন্যবাদ
❤❤❤
❤️
সব মিলিয়ে ঠিক ঠাক
💚🌤️
bhai onek sundor hoisa ❤❤🎉
ধন্যবাদ 💚
nice presentation! go ahead🎉 ভাই, আপনি ভিডিও এডিট করেন কোন কোন অ্যাপস দিয়ে? জানালে উপকৃত হব। 😊
ধন্যবাদ 💚 Capcut PC / premier pro দিয়ে
Sonno mondir kno jan nai ?
সময়ের মধ্যে এই যায়গা গুলোই ঘুরতে পারছি🫤
কত তারিখের ভিডিও
২১ নভেম্বর ২০২৪
@@Travel_With_MOKKIভাইয়া বগুড়া থেকে সরাসরি বান্দরবানে যাওয়ার বাস কি পাওয়া যায় প্লিজ রিপ্লে দিয়েন আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি
@@tohominaakhter-b9k বগুড়া থেকে সরাসরি বান্দরবানে যাওয়ার জন্য সরাসরি বাস সেবা সীমিত। তবে, আপনি বগুড়া থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবানে যেতে পারেন। বগুড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন পরিবহনের বাস রয়েছে, যেমন ইউনিক পরিবহন, হানিফ, শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন ইত্যাদি। এই বাসগুলোর ভাড়া সাধারণত ৪২০ টাকা।
ওখানে যাওয়া নিরাপদ কেমন?
এখন কনো ধরনের সমস্যা নেই👌
Jdi nilgiri te resort e takte chai tahole gari kivabe newa jabe?? Gari ki just jawar jnnoi bara krle hbe?.
বান্দরবান ভ্রমণের জন্য বাস ব্যবহার করা যায়। আপনি যদি বাসে যাওয়ার কথা বলে থাকেন, তাহলে শুধু বান্দরবান যাওয়ার জন্য টিকিট কাটবেন। কতোদিন বান্দরবান থাকবেন, সেটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আসা এবং ফেরার টিকিটও একসঙ্গে করে রাখা ভালো। এতে ভালো সিট পাওয়ার সম্ভাবনা থাকে।
আর যদি চাঁদের গাড়ির কথা বলেন, তাহলে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে বান্দরবান শহর থেকে রিসোর্ট পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে হবে। চাঁদের গাড়ি রিজার্ভ করতে চাইলে ভাড়া সাধারণত ৩,৫০০-৪,৫০০ টাকার মধ্যে হয় (আসা-যাওয়া)। তবে ভাড়া সময় এবং পর্যটকদের চাপের ওপর নির্ভর করে কিছুটা বাড়তেও পারে।
ভালো যাত্রা এবং নীলগিরির অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন!
Vai lagona bara koto porse?
চাঁদের গাড়ি ভাড়া ইভেন্ট থেকে রিজার্ভ করা হয়েছিল, তাই নির্দিষ্ট ভাড়া তখন নির্ভর করেছিল চুক্তির ওপর। তবে বর্তমানে সাধারণত চাঁদের গাড়ির ভাড়া রুট, সময় ও ব্যবহারের ধরন অনুযায়ী ৬০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনি বিস্তারিত জানতে লোকাল কাউন্টারে যোগাযোগ করতে পারেন।
Vai sob miliye apnar koto tk lagsilo?
গ্রুপের সাথে ২০০০ টাকার প্যকেজে গেছিলাম
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাইজান,
ভিডিওটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই,
ভাই আগামী 13 তারিখ রোজ শুক্রবার বান্দরবান যাচ্ছি,
বান্দরবান নিয়ে বিস্তারিত জানাবেন প্লিজ,
এখন বান্দরবান যেতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। রিলাক্স ট্রাভেল গ্রুপের সাথে বুকিং দিতে পারেন, তাদের টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো, ফ্রেন্ডলি বাজেটে টেনশন মুক্ত বেস্ট ট্যুর হবে ইনশাআল্লাহ 💚 +880 17 4845 1599 এটা রাকিব ভাইয়ের নাম্বার, আমার কথা বললে ৩-৪% ডিসকাউন্ট ও দিতে পারে😁