Beautiful Bangladesh | Bandarban | Episode - 03 | আমিয়াখুম | নাফাখুম | রেমাক্রি ফলস | রাজা পাথর

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.5K

  • @zillurrahman2927
    @zillurrahman2927 3 ปีที่แล้ว +83

    আজ ২০ মার্চ ২০২১। এই ভ্রমণের তিনটি পর্বই আজ দেখলাম। এক কথায় সব কিছুই চমৎকার। আমি ২০১৭ এর মার্চে প্রথম বগালেক, কেওক্রাডং, জাদিপাই ট্র‍্যাকিং করি। ২০১৭ এর অক্টোবরে ট্র‍্যাকিং করি নাফাখুম। সেসময় বৃষ্টি ছিল। সাঙ্গু নদী তখন ছিল রোমাঞ্চকর। নাফাখুম ফল ছিল অসাধারণ। বিপদজনক হওয়ায় আমরা আর সামনে যাইনি। আমি অমিয়াখুম যেতে পারিনি। তবে আমাদের দেশের যে কটি ঝরণায় আমি গিয়েছি, তার মাঝে জাদিপাই ঝর্ণা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। ২০১৮ এবং ২০২১ সনের ফেব্রুয়ারিতে আরো দুবার বেশ কজন বন্ধু সপরিবারে তিন্দু হয়ে রেমাক্রি পর্যন্ত যাই। ইচ্ছে আছে পদ্মমুখ হয়ে থুইছাপাড়া, ভেলাখুম, সাতভাইখুম, অমিয়াখুম ট্র‍্যাকিং করার। বয়স প্রায় পঞ্চান্ন ছুঁইছুঁই। চিন্তা কেবল দেবতা পাহাড় নিয়ে। সব ঠিক থাকলে ২০২২ সনে ইনশাআল্লাহ যাব। বিদেশের অনেক এলাকার চেয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চল, সুন্দরবন এবং দক্ষিনের দ্বীপাঞ্চল বহুগুনে সুন্দর এবং রোমাঞ্চকর। পর্যটনের সুযোগ খুব কম থাকায় এজাগাগুলো এদেশের বেশিরভাগ মানুষের আর দেখা হয়ে উঠে না। ভ্রমণ পিপাসু সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

    • @mohammadmintu9493
      @mohammadmintu9493 3 ปีที่แล้ว +3

      - আপনে যে একজন পিউর ভ্রমণ পিয়াসী তা বোঝা যাচ্ছে, দোয়া করবেন 🖤

    • @Sam-jf5nt
      @Sam-jf5nt 3 ปีที่แล้ว +2

      আপনি অনেক সুন্দর করে এবং গুছিয়ে লিখতে পারেন✌️

    • @zillurrahman2927
      @zillurrahman2927 3 ปีที่แล้ว

      @@mohammadmintu9493 বটে, তবে কোভিড আমার ভ্রমনের গতি কিছুটা কমিয়ে দিয়েছে। আসলে ইট-পাথরের শহর থেকে প্রকৃতি, পাহাড়, বনভূমি, সাগর, আকাশ.. এগুলো আমাকে বেশি টানে। কাজে হাপিয়ে উঠিলেই তাই নানাজাগাতে ঘুরতে বের হয়ে পড়ি। নাগরিক কষ্ট ভ্রমণের আনন্দে দ্রুতই মিলিয়ে যায়। পাই নুতন করে প্রাণশক্তি। ভাল থাকবেন।

    • @zillurrahman2927
      @zillurrahman2927 3 ปีที่แล้ว +1

      @@Sam-jf5ntকমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। তবে সুযোগ পেলেই ভ্রমনের নেশা আমার আছে। কোভিডের প্রভাবে কিছুটা কম হলেও আশা রাখছি আবারো আগের মতই সুযোগ পেলে বেরিয়ে পরবো। ভাল থাকবেন।

    • @mdmokter8868
      @mdmokter8868 3 ปีที่แล้ว +2

      ভাই আমার এক বড় ভাই আপনার চেয়েও দুই বছরের বড় তিনি এরকম একটি ট্রুরে যেতে চায়

  • @yesminakter3327
    @yesminakter3327 4 ปีที่แล้ว +11

    নিজের জন্মস্থান বান্দরবান কে দেখলেই চোখে পানি চলে আসে। এতো সুন্দর একটা জায়গায় থাকাতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়।

  • @abdullhaalabir9266
    @abdullhaalabir9266 4 ปีที่แล้ว +80

    ভাই আজ আমেরিকা ৫ বছর কিন্তু বিশ্বাস করেন নিজের দেশটাকে দেখলে চোখের কোনে জল চলে আসে
    ভালোবাসি হে প্রিয় বাংলাদেশ।😍

  • @assumaiya4221
    @assumaiya4221 4 ปีที่แล้ว +4

    প্রাকৃতিক সৌন্দর্য এতো সুন্দর, আল্লাহর সৃষ্টি সুবহানাল্লাহ

  • @ahamedmasud3662
    @ahamedmasud3662 4 ปีที่แล้ว +114

    আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ধন্যবাদ।
    বরাবরই আপনার ভিডিও সেরা হয় love u boss❤❤

    • @ivankace3541
      @ivankace3541 3 ปีที่แล้ว

      i know Im randomly asking but does anyone know a method to log back into an Instagram account??
      I was dumb forgot the login password. I appreciate any tips you can give me.

  • @InMyLifeBD
    @InMyLifeBD 4 ปีที่แล้ว +1

    ভাই আমি চট্টগ্রামেরি ছেলে...জীবনে বড় ধরণের শখ বলতে একটাই আমার মাতৃভূমি বাংলাদেশকে ইঞ্চি ইঞ্চি সারা বিশ্বের মানুষের জীবনযাত্রা গুলো কাছ থেকে দেখা...আর আপনারই মতো করে সে আনন্দটা সবার সাথে ব্লগের মাধ্যমে ভাগাভাগি করা...আমিও প্রভাসে আছি সংযুক্ত আরব আমিরাতে অনেকে শুধুমাত্র (দুবাই) নামে চিনে থাকেন...আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাতৃভূমিকে এভাবে দেখার সুযোগ করে দেওয়ার জন্য...!!!

  • @IftheharParvez
    @IftheharParvez 4 ปีที่แล้ว +30

    জানুয়ারিতেই গিয়েছিলাম, আল্লাহ এতো সুন্দর করে যে সাজিয়েছেন তা না দেখলে কখনো হয়তো জানতাম নাহ। খুব মন জলে এই জায়গা গুলোর জন্য। ধন্যবাদ

    • @jmalulquranbd658
      @jmalulquranbd658 4 ปีที่แล้ว

      ভাই এখানে কিভাবে কার মাধ্যমে যাওয়া যাবে

  • @mohinaim5292
    @mohinaim5292 3 ปีที่แล้ว

    হৃদয়ের গহীন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রিয় রূপসী সোনার বাংলাদেশের পাহাড়ি সবুজের সমারোহ বিমোহিত মনোরম দৃষ্টিনান্দনিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আমাদের দেশের সোনার ছেলে বীর সেনা বাহিনীর সাহসী বীরত্ব অসাধারণ, যার ফলে বিশ্বে জাতিসংঘ শান্তি মিশনে অনেক সুনাম অর্জন করেছেন। এখন আমাদের প্রিয় অকুতভয় সাহসী বীর সেনাবাহিনী আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের ও বাংলাদেশের যে সব এলাকায় বিদেশি সন্ত্রাসী বাহিনী রা বাংলাদেশের স্বারভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে দয়া করে বাংলাদেশ সরকার ঐ সব এলাকায় পুলিশ, বি জি বি, সেনা বাহিনী ক্যাম্প তৈরি করুন। বিদেশে গিয়ে জাতিসংঘের শান্তি নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করার চেয়ে আমাদের প্রিয় মাতৃভূমি পার্বত্য চট্টগ্রামের অঞ্চল গুলো রক্ষা করা একান্ত দরকার। আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ কে ভালোবাসুন, দেশের মানুষ কে ভালোবাসুন।💚❤️

  • @fanbox8329
    @fanbox8329 4 ปีที่แล้ว +37

    শিশির ভাই আপনার ভিডিও গুলো আসলেই অনেক সুন্দর হয়,জায়গা গুলো দেখলে হারিয়ে যেতে হচ্ছে করে,আপনার জন্য দেশের রোমাঞ্চকর জায়গা গুলো মানুষ দেখতেছে জানতেছে বুঝতেছে,ধন্যবাদ ভাই, সমনে আরো ভালো কিছুর আশায় থাকলাম,,,,??

  • @sharmimasharmin3412
    @sharmimasharmin3412 8 หลายเดือนก่อน

    এতো সুন্দর যায়গা বাট দেখার মতো আশে পাশে কেউ নাই কত নির্জন কত শান্ত কত অপরুপ দৃশ্য,,,, আল্লাহ্ তায়ার সৃষ্টি ঠিক কত টা সুন্দর,,,,,আমি আগে ভাবতাম বাংলাদেশে সুন্দর যায়গা তেমন নেই বললেই চলে আপনার এই ভিডিও দেখার পর আমার ধারনা পাল্টে গেছে

  • @trainntours
    @trainntours 4 ปีที่แล้ว +75

    আমি সৌদিআরব থেকে।শেষের কথাগুলোয় মন ভরে গেলো ভাই।
    লাভ ইউ ভাই😍😍😍😍

    • @RoadToHijaz
      @RoadToHijaz 4 ปีที่แล้ว

      আমারও, মক্কা থেকে।

  • @shahinmalik8807
    @shahinmalik8807 4 ปีที่แล้ว +1

    অনেক অনেক ভালো লাগে যখন দেখি অনেক কস্ট করে আমাদের মতো ভিউয়ারদের জন্য এরকম সুন্দর ভিডিওগুলো বানান। আজকের ভিডিওতার শেষদিকে আপনি যখন প্রবাসিদের জন্য কিছু কথা বলেছেন তখন সত্যই আমার চোখ দিয়ে অনেক পানি পরেছে...অনেক ভালোবাসি আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ

  • @nehaislam6104
    @nehaislam6104 4 ปีที่แล้ว +40

    শেষের পতাকা দেখে চোখে পানি চলে আসলো দেশকে অনেক ভালবাসি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @mosharrofhossain9951
    @mosharrofhossain9951 4 ปีที่แล้ว

    আগে কমবেশি ইউটিউব দেখলেও বর্তমানে লকডাউনে বসে অনবরত ইউটিউব দেখি। আমি অন্যান্য চ্যানেল দেখার থেকে ভ্রমন চ্যানেল বেশি দেখি তবে আজ তোমাদের এক ঝাঁক তরুন তরুনীর অনন্য ভ্রমন, চিত্র গ্রহন এবং ধারা বর্ণনায় মনে হলো যে, এটিই আমার দেখা সব থেকে ভাল ইউটিউব। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ভাল থেকো সবাই।

  • @al-aminhossen2165
    @al-aminhossen2165 4 ปีที่แล้ว +23

    সবসময় অপেক্ষায় থাকি কখন দাদার ভিডিও পাবো এবং হারিয়ে যাবো দাদার সাথে সর্গের রাজ্যে♥️
    ভালোবাসা অবিরাম দাদা আপনি আছেন বলেই প্রকৃতিকে এত নিকট থেকে দেখতে পারি। এগিয়ে যান দাদা সেই ১০k থেকে সাথে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

  • @SaddamHossain-qc7ft
    @SaddamHossain-qc7ft 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ বাংলাদেশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য,আমি সুধু একটা কথাই চিন্তা করতেছিলাম যে সৃষ্টিকর্তা পৃথিবীরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে না জানি জান্নাত/স্বর্গ এর থেকে কত বেশি সুন্দর 😇🤔😍

  • @MdShahalomkhan-pw8iw
    @MdShahalomkhan-pw8iw 4 ปีที่แล้ว +175

    আসায় থাকি ভিডিও গুলোর জন্য আমার মতো কে কে আসায় থাকে শিশির ভাইয়ের এপিশোড গুলোর জন্য,,, সারা দিয়ে জান

    • @farifari5493
      @farifari5493 4 ปีที่แล้ว +2

      Amio

    • @sajibgazi4583
      @sajibgazi4583 4 ปีที่แล้ว +2

      Nice place

    • @ajoydas5717
      @ajoydas5717 4 ปีที่แล้ว +1

      ভাই আমি

    • @muhamadhassan5615
      @muhamadhassan5615 4 ปีที่แล้ว

      ভাই আমি ও

    • @cornalraj9180
      @cornalraj9180 4 ปีที่แล้ว

      বড় ভাই আপনার সাথে জোগা জোগ করবো কি ভাবে

  • @daanpitey
    @daanpitey 4 ปีที่แล้ว +1

    ইউটিউব এর কোন ভিডিওতে এটাই আমার প্রথম কমেন্ট। আমি মুগ্ধ। করোনাকালের এই বিষন্নতায় আমি গত রাত ভোর করেছি আপনার পোস্ট করা ভিডিওগুলো দেখে দেখে। কিছু যায়গা আমারও দেখা। তবু আপনার চোখে নতুন করে দেখলাম। ক্যামেরা চালানো, ড্রোন শট, সাবলীল বর্ণনা, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক....আমি অভিভূত।
    শিশির দা, অশেষ ধন্যবাদ।
    শেষে একটাই কথা, এবার আমি যেতে চাই আপনার সাথে।

  • @anowarhossen4707
    @anowarhossen4707 4 ปีที่แล้ว +128

    শেষের ২/৩ মিনিট বুকে ব্যাথা লাগলো , কারন আমরা প্রবাসী ।

    • @md.aminulislamamin291
      @md.aminulislamamin291 4 ปีที่แล้ว +10

      মিস করি বাংলাদেশ,,, দেশ কে ছেড়ে এখন বুজতেছি,,, মাতৃভূমি কি জিনিস।
      I MISS YOU BANGLADESH
      MISS YOU LOT...💗💗

    • @MDKHAN-ro7yc
      @MDKHAN-ro7yc 4 ปีที่แล้ว

      r8 me2

    • @shamimh45
      @shamimh45 4 ปีที่แล้ว +5

      Anowar Hossen আমার চোখে পানি চলে এসেছে ভাই

    • @InMyLifeBD
      @InMyLifeBD 4 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাই

    • @RoadToHijaz
      @RoadToHijaz 4 ปีที่แล้ว +1

      আমারও

  • @SaifulIslam-bp2dh
    @SaifulIslam-bp2dh 4 ปีที่แล้ว

    আপনার এই বান্দরবান ভ্রমণের দৃশ্য গুলো আমার খুব ভালো লেগেছে আমি মালয়েশিয়া থেকে দেখছি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন

  • @soyfurrahman8613
    @soyfurrahman8613 4 ปีที่แล้ว +23

    এত সুন্দর আমার মাতৃভূমি❤আগে যদি জানতাম, তাহলে নিজের দেশ আগেই ভমন শেষ করতাম। ধন্যবাদ আপনাদের
    সুন্দর জায়গা দেখানোর জন্য ।

  • @rifatrakib8216
    @rifatrakib8216 2 ปีที่แล้ว

    আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে একদিন (শিশির ভাইয়া) আপনার ভ্রমণ এর কিছু ভিডিও দেখতে পাই।
    আমার কাছে অত্যন্ত ভাললাগে আপনার ভ্রমণ ভিডিও গুলো। তারপর আমি প্রতিনিয়ত আপনাকে ফলো করা শুরু করি, আজ অবসর সময়ে ইউটিউব ঘাটতে ঘাটতে আপনার বান্দরবান সিরিজ এর ভিডিও চোখে পড়ে। আর কিসের দেরি, দেখা শুরু করলাম, একে একে ৩ টা সিরিজ দেখা শেষ করলাম। সত্যি, আমাদের মাতৃভূমি এক অনন্য সুন্দর্যের উদাহারন। আপনার ড্রোন ভিডিও, প্রত্যেক টি যায়গা সম্পর্কে সঠিক ভাবে আলোচনা প্রতিনিয়ত ই আমাকে মুগ্ধ করে ভাইয়া। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🧡🧡🧡🧡 আপনাদের জন্য ভালবাসা অবিরাম।

  • @abubakarshah4307
    @abubakarshah4307 4 ปีที่แล้ว +6

    Best wishes Mr.Shishir Dev আমার দেখা বেস্ট ট্রাভেল ভিডিও কন্টেন্ট নির্মাতা আপনি। ভবিষ্যতে আপনার মাধ্যমে নিজের দেশ পাশাপাশি সারাবিশ্ব দেখতে চাই।

  • @mhontu247
    @mhontu247 4 ปีที่แล้ว

    হে খুব চমৎকার উপভোগ করলাম আপনার ভিডিও গুলো।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আর আল্লাহ্ তালা আপনাকে অনেক বরো একটা বিপদ থেকে রক্ষা করেছে তাই মালিকের দরবারে হাজার শুকরিয়া।যেখানে থাকেন ভালো থাকবেন ভালোবাসা অবিরাম।😍😍❤️👍🏼

  • @tanmayroy5262
    @tanmayroy5262 4 ปีที่แล้ว +49

    দাদা আমি গিয়েছি ওখানে
    আরো মজার ব্যাপার হচ্ছে ওখানে আমার বন্ধু বোন একটা তার পরিবার আছে

  • @abdurrahimjoy6930
    @abdurrahimjoy6930 4 ปีที่แล้ว +1

    Xoss cilo vai....Sttti outstanding... atu Madventurous journey upload krar jnno....Bandarban gesilm but atu vetore jawa hoi ni....tnx vai oporup shundorjo golo dekanor jnno!!!

  • @hindurastra4084
    @hindurastra4084 4 ปีที่แล้ว +8

    দাদা আপনার ভিডিও দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই।আমাদের দেশে যে এতো সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আপনার চ্যানেল কেউ না ঘুরে গেলে জানতেই পারবে না।
    ভালোবাসা অবিরাম।❤

  • @shamsulislam7016
    @shamsulislam7016 4 ปีที่แล้ว

    ছুবহানাল্লাহ। আল্লাহ তায়ালার অপুর্ব সৃষ্টি দেখে অবিভুত হলাম

  • @mahmudolhasan6827
    @mahmudolhasan6827 4 ปีที่แล้ว +36

    আমাদের বাংলাদেশ কে এমন ভাবে রিপ্রেজেন্ট করার জন্য
    অনেক ধন্যবাদ ভাই
    আর শেষের কথা গুলা খুব ভাল লাগল।
    আপনার শুভাকাঙ্ক্ষী
    কাতার থেকে 🇧🇩😇🇧🇭

  • @uttamray4876
    @uttamray4876 4 ปีที่แล้ว +14

    ভাই শেষে তো চোখের জল এনে দিলেন অসংখ্য ধন্যবাদ সহ শুভ কামনা রইলো সবসময় 🎈

  • @samimmirza3702
    @samimmirza3702 3 ปีที่แล้ว +2

    শেষটা অসাধারণ সৌন্দর্যে ভরা ছিল।
    দেশকে আরো তুলে ধরুন পৃথিবীর কাছে এটাই আশা।
    ❤️🇧🇩❤️বাংলাদেশ❤️🇧🇩❤️

  • @lalbubo2947
    @lalbubo2947 4 ปีที่แล้ว +1

    Bro bolar motu kicoi nei apnake onek onek donno vat... video golo dekhle mon choye jay.. ami Malaysia theke apnar video dekhi?♥♥

  • @Suman-ms3ws
    @Suman-ms3ws 4 ปีที่แล้ว +4

    Video dekhar age e Thank you bolbo dada ke j ato taratari video ta deor janno..
    Love you from India❤️❤️🥰

  • @arifshumu135
    @arifshumu135 4 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিওগ্রাফি...!! আমি বান্দরবান এর সব এপিসোড দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম...!! অনেক শুভকামনা চ্যানেলটার জন্য!!!

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 4 ปีที่แล้ว +10

    খুবই অসাধারণ,বাংলাদেশের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে,ভাই আপনাকে ধন্যবাদ(পশ্চিমবঙ্গ থেকে)🌷🌷🌷

  • @monjilajuba118
    @monjilajuba118 4 ปีที่แล้ว +1

    Tnxx vai.. Bangladeser soundorjo gula amader samne tule dhorar jonno..kono din jantei partam na j amader deseo ato sundor jayga ace.. Nijeke bangali vabte akhon proud fell hocce

  • @hafsatulona686
    @hafsatulona686 4 ปีที่แล้ว +11

    😍 just amazing
    আর আপনার মতন ট্রাভেলার থাকলে তো কথাই নাই 😍 আপনি তিহাম ভাই আরও অনেকে আমার খুব প্রিয় 😍 আমি নাটক, মেইক আপ ভিডিও এর চেয়ে আপনাদের ভিডিও এই সব সময় দেখি 😍

  • @tipsbanglavideo4652
    @tipsbanglavideo4652 4 ปีที่แล้ว

    অনেক ভালোবাসা আপনার প্রতি অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ করে দেওয়ার জন‍্য আমি গৃহিনি ঘরের মধ‍্যে বনদী জীবন আপনার ভিডিও গুলো দেখে আমার মন যত খরাপ ই থাক ভাল হয়ে যায় অনেক স্রধা আপনার প্রতি।😍😍😍😍

  • @AzMunna
    @AzMunna 4 ปีที่แล้ว +4

    কি আর বলবো, এরকম সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় আছে। অসাধারণ ♥।
    শিশির ভাই, শ্রীমঙ্গল নিয়ে ব্লগ করুন।
    চা বাগান, রাবার বাগান, লেক,পাহাড়, মিনি চিড়িয়াখানা আপনার ক্যামেরায় দেখতে চাই।

  • @immrzakaria3586
    @immrzakaria3586 4 ปีที่แล้ว

    সত্যি ভাই আমাদের বাংলাদেশটা সোনার চেয়েও দামী আপনার চ্যানেলকে ধন্যবাদ।

  • @aiworld4351
    @aiworld4351 4 ปีที่แล้ว +3

    অসাধারণ ❤ আসলে আমি বাসায় বসে উপভোগ করতে ছিলাম যে কতটা মজার একটা ট্যুর ছিল এটা | আমি ভিডিও দেখে ইনজয় করতে ছিলাম | আর এটা রিয়েলাইজ করতেছিলাম যে আপনি কতটা ঐখানে এনজয় করছেন এবং কতটা এডভেঞ্চার স্টোরি টা খুব ইনজয় করছি ইনশাআল্লাহ আপনার সাথে ভবিষ্যতে কোনো একদিন কোনো true দেওয়া হবে আর ততোখন stay cool stay happy 😊❤

  • @mdrafiqulislam4564
    @mdrafiqulislam4564 4 ปีที่แล้ว

    পরিশেষে আমাদের কথা স্বরণ করায় অশেষ ধন্যবাদ। প্রবাসীদের কথা মণে করায় অনেক ভালো লাগল। আপনার সু স্বাস্থ্য কামনা করি

  • @km8346
    @km8346 4 ปีที่แล้ว +2

    শেষের কথাগুলো হৃদয় কেড়ে নিয়েছে
    লাভ ইউ ভাই ❤❤❤
    আর হ্যাঁ আমিও একজন প্রবাসী ✋

  • @mdkhalidhasan9636
    @mdkhalidhasan9636 3 ปีที่แล้ว

    ভিডিও টি অসাধারন ছিল।
    ভিডিও টির শেষে আমার দেশের পতাকা দেখে চোখে পানি চলে এলো।
    আমার দেশে এতো সুন্দর সুন্দর জায়গা আছে তা এই ভিডিওটি না দেখলে জানতে পারতাম না।
    ধন্যবাদ ভাই❤️❤️❤️

  • @bibhasdas6137
    @bibhasdas6137 4 ปีที่แล้ว +5

    Congratulations for exploring wild Bangladesh Tour. God bless you for good & healthy mind.

  • @mdmozaffar797
    @mdmozaffar797 4 ปีที่แล้ว

    বান্দরবানের এই জলপ্রপাত যে এত সুন্দর হবে কল্পনাও করিনি কখনো।

  • @khadijatulkubra1380
    @khadijatulkubra1380 4 ปีที่แล้ว +7

    এত্তো সুন্দর আমাদের দেশ!!! যাতায়াতের ব্যবস্থা সহজ থাকলে অনেক মানুষ জানতো!

  • @muhammadsalmantr9709
    @muhammadsalmantr9709 3 ปีที่แล้ว

    ভাইয়া খুব চমৎকার হয়েছে, জীবনে অন্য কারো ভিডিও দেখে চোখের কোনে জল আসেনি আপনার ভিডিও দেখার পর নিজের দেশের প্রতি ভালোবাসা অনেক বৃদ্ধি পেল, সাথে সাথে বৃদ্ধি পেল ওই অঞ্চলে ধাকা অনেক মা-বাবা এবং শিশুদের প্রতি যারা প্রতিদিনই জীবন সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছে, আমিও ইনশাআল্লাহ কোন একদিন যাব।

  • @sujonmiya9019
    @sujonmiya9019 4 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ,,, ভাই,,, এত কষ্ট করে ভিডিও বানিয়ে প্রকৃতি দেখার সুযোগ করে দেওয়ার জন্য,,,, আমি প্রবাসি আপনাকে এবং আপনার টিম কে সালাম

  • @mahmudulhasanbiplob8591
    @mahmudulhasanbiplob8591 3 ปีที่แล้ว

    ২০২১ এ এসে ভিডিও টি দেখছি! মনে হচ্ছে পুরো ট্যুর এ আমি আপনাদের সাথে ছিলাম! আপনার ট্যুর গুলোতে মিশে থাকে এডভেঞ্চার, আবেগ, অনুভূতি! শেষের অংশ টা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পরছিলো! খুব আফসোস হচ্ছে নিজের জন্মভূমির কোনোকিছুই এখন পর্যন্ত দেখতে পারিনি, তবে ইনশাআল্লাহ একদিন দেখবো! ভালোবাসা রইলো আপনার জন্য!
    আমার দেখা বাংলাদেশের সেরা ব্লগার আপনি! আপনাকে স্যালুট জানাই ❤️

    • @shishirdeb
      @shishirdeb  3 ปีที่แล้ว

      আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @LETHALSHOT-g3l
    @LETHALSHOT-g3l 3 ปีที่แล้ว +7

    i m from india and bandarban is almost same like dawki which is in meghalaya india. and in dawki there is a lot of tourist crowd including international tourist because the transport is very good and also the supporr from local people as the palce act as a livelihood for them.but in bangladesh the condition is different despite of having natural rosources and views govt is not doing anything for betterment of the place and there is no transport.idk wt govt is actually doing.i m glad that u visited such remote area and make it available for the world
    love from india🇮🇳🇮🇳🇮🇳

  • @MasudRana-lg9zl
    @MasudRana-lg9zl 4 ปีที่แล้ว +1

    ভাই সব গুলো পর্ব দেখছি,খুব উপভোগ করেছি,,কিন্তু লাস্ট মূহর্তে চোখে পানি চলে অাসছে সাথে অামি একজন সেনাবাহিনীর সংঘঠন এর সদস্য,,স্যালুট করলাম দেশের পতাকা এবং দেশকে,,,সাবসক্রাইব করলাম চ্যানেলটি,,,ভাল থাকবেন

  • @incomeincomeincomeincome8109
    @incomeincomeincomeincome8109 4 ปีที่แล้ว +4

    ভিডিওগুলি এত ভাল লাগে কে😍😍
    কিল্লাই এত ভাল লাগে😆😆✌

  • @mdsaifullahislam110
    @mdsaifullahislam110 4 ปีที่แล้ว +10

    অনেক ধন্যবাদ ভাই ভিডিও টা দেওয়ার জন্য 👍👍

  • @omorfaruk5055
    @omorfaruk5055 4 ปีที่แล้ว

    ভিডিওটা দেখে যতনে ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে শেষের দুই তিন মিনিট দেখে আমাদের প্রবাসীদের কে নিয়ে কিছু কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @mahedihasan1085
    @mahedihasan1085 4 ปีที่แล้ว +3

    প্রবাসে থেকে সত্যিই নিজের মাতৃভূমিকে অনেক মিস্ করছি🇧🇩❤

  • @joyliton915
    @joyliton915 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর, অসাধারন দৃশ্য দেখে মন ভরে গেলো, ধন্যবাদ 😍😍😍

  • @syedahuq4686
    @syedahuq4686 4 ปีที่แล้ว +8

    Strange how did you know that we'r also stuck at home missing fun from back home? As if, you already knew that we all needed your uplifting video in World's most devastating period of time. Countless Thanks & Wish you all the Best.

  • @mdshafiqulislam5358
    @mdshafiqulislam5358 ปีที่แล้ว

    সত্যি মনোমুগ্ধকর পরিবেশনা আমার দেখা সেরা ট্যুর ভিডিও ছিলো এটা 🙏🙏💗💗💗🌺🌺🌺🌺💙💙💙💙💙

  • @arifistiaque4033
    @arifistiaque4033 4 ปีที่แล้ว +4

    presentation is absolutely fine. well done bro. feel the thrill

  • @hridoymhhridoy1492
    @hridoymhhridoy1492 4 ปีที่แล้ว +1

    Apnar guide line follow kore ami khub sohoje onek jayga gure asechi..thank you dada

  • @mojartravelking874
    @mojartravelking874 4 ปีที่แล้ว +11

    ভাইয়া আপনার ফুল ভিডিওটা দেখলাম দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও গুলো তৈরি করেন

    • @shishirdeb
      @shishirdeb  4 ปีที่แล้ว +4

      mobile

    • @mojartravelking874
      @mojartravelking874 4 ปีที่แล้ว +3

      @@shishirdeb প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনার পুরো ভিডিওটি দেখে তো মনে হলো না যে মোবাইল দিয়ে তৈরি করেছেন আমার কাছে তো মনে হয়েছিল আপনি ভিডিওগুলো ক্যামেরা দিয়ে তৈরি করেছেন তবে আপনার ড্রোন শর্ট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে

    • @anzirmahmud111
      @anzirmahmud111 4 ปีที่แล้ว

      @@shishirdeb ডিভাইস কোনটা ভাইয়া?

  • @travelwithme4694
    @travelwithme4694 4 ปีที่แล้ว

    অসাধারণ অসাধারণ এবং অসাধারণ।
    মনটা ভরে গেল আর চোখের জল দিয়ে ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
    দেশ ছেড়ে দুরে বসে এমন সুন্দর দৃশ্য সত্যিই মন ভরে দেয়।
    ধন্যবাদ শিশির ভাইকে।

  • @gayokantor8581
    @gayokantor8581 4 ปีที่แล้ว +6

    Love you Brother &Love Bangladesh 😍

  • @tssohan9345
    @tssohan9345 4 ปีที่แล้ว +1

    Video golo dekte dekte jeno ami nijei sekhane cole gesilam, Tnx vaiya eto sundor vabe tule dhorar jonno

  • @mdiqbal8747
    @mdiqbal8747 4 ปีที่แล้ว +4

    ভাইয়া আপ্নারে অন্নেক ভাল্লাগে।
    LOVE YOU BRO
    ❤❤❤❤❤❤❤💓❤❤❤❤❤❤

  • @sharminritu5728
    @sharminritu5728 3 ปีที่แล้ว

    আপনার প্রত্যেকটা ভিডিও অনেক ভালো লাগে। সব কিছু ডিটেইলস এ থাকে। আর সবকিছু আপনার উপস্থাপন করাও চমৎকার।

  • @ABRAR_U_B_S
    @ABRAR_U_B_S 4 ปีที่แล้ว +5

    vai international standerd video hoice. english subtitle den .❤❤❤

  • @algalib7667
    @algalib7667 4 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ ও অনেক শুভকামনা রইল ভিডিওর মাধ্যমে এত সুন্দর বাংলাদেশকে তুলে ধরার জন্য

  • @hasnat951
    @hasnat951 4 ปีที่แล้ว +14

    ভাই আপনার জন্য আমরা এত সুন্দর জায়গা দেখতে পারছি।ইনশাআল্লাহ যাওয়ার চেস্টা করব।দোয়া করবেন।....Thank you...

  • @UntoldCineTale
    @UntoldCineTale 3 ปีที่แล้ว +1

    ছোটকাল থেকেই স্বপ্ন দেখি পাহাড়ার চুড়ায় মেঘে ঢাকা এক নির্জন জায়গায় এমন একটি স্কুল তৈরি করব যেখান থেকে বের হওয়া ছাত্ররা পৃথীবিকে বদলে দিতে সাহায্য করবে। তোমার এই ভিডিও দেখে আমার স্কুলের লোকশন ঠিক হয়ে গেছে, এখন শুধুমাত্র অপেক্ষায় আছি সামর্থ পর্যন্ত।
    মৃত্যুর আগে যদি আমি সামর্থ অর্জন করতে পারি, তাহলে আমি আমার স্বপ্ন পুরন করেই ছাড়ব।

  • @obamtv7295
    @obamtv7295 4 ปีที่แล้ว +3

    ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দেশটাকে দেখতে ও জানতে পারতেছি। কত অপুরুপে সাজানো আমার মায়ের আচল!!!
    প্রবাসে থেকে দেশটাকে কত ফিল করি তা লিখে বুঝানো পসিবল না!!

  • @advkhondoker
    @advkhondoker 3 ปีที่แล้ว +1

    দেশের মধ্যে চমৎকার ভ্রমণ/অভিযান ভালো লাগলো, ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্ত, অভিনন্দন

  • @sakhawathossain8464
    @sakhawathossain8464 4 ปีที่แล้ว +4

    আমি কুয়েত থেকে আপনার ভিডিও দেখতেছি

  • @rajkumarnahid6672
    @rajkumarnahid6672 2 ปีที่แล้ว

    আল্লাহ পাক আমাকে এই রুপকথার মতো সুন্দর আমিয়াখুম নাইক্ষাংমুখ সাতভাইখুম রেমাক্রিতে একরাত শিলগিরি কটেজে থাকা এতো এতো বিনোদন। আমার দেশ আমার গর্ব। - ভাই আপনারা হয়তো নাইক্ষাংমুখ যায়গাটা মিস করেছেন। 🥰

  • @khalekaliahmed4494
    @khalekaliahmed4494 4 ปีที่แล้ว +4

    Thanks for this Toor's video. Very nice and amazing natural beauty. I m from Assam, India. I want to visit this place. Is this possible for an Indian tourist. If yes, then please reply comment to me. I have seen so much water falls and hills stations in North East, India. But I have not seen this type of road adventure and amazing water falls. Really I m very very happy for this video. Thanks bro.

  • @mishtychowachowa67
    @mishtychowachowa67 4 ปีที่แล้ว +1

    Vaiya oshadharon r apnar presentation shob amar onek valo lage....apni betha peyesen dekhe khub koshto laglo Vaiya ro onek video chai inshallah

  • @abdurrahmansakeeb3289
    @abdurrahmansakeeb3289 4 ปีที่แล้ว +2

    এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য যদি কোন সহজ রাস্তা তৈরি করা যেত তাহলে খুব ভাল হতো, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি

  • @redwanroni2234
    @redwanroni2234 4 ปีที่แล้ว

    শেষের কথা টা শুনে চোখে পানি চলে আসলো আমিও বিদেশে থাকি দুয়া করি ভালো থাকেন।
    love u bro
    love u Bangladesh...

  • @mscompare1837
    @mscompare1837 4 ปีที่แล้ว +6

    সরকার একটু পর্যটন শিল্পতে গুরুত্ব দিলে হতে পারে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র।

  • @learnkoreaninbangla4684
    @learnkoreaninbangla4684 4 ปีที่แล้ว

    জ্বি ভাই, সঠিক বলেছেন।
    সারাদিন কাজ করে রাতে আপনার চ্যানেলে বাংলাদেশ দেখি।
    অনেক অনেক শুভ কামনা করি, ভাল থাকবেন😍😍

  • @susmitasarkar1346
    @susmitasarkar1346 4 ปีที่แล้ว +24

    This video is really amazing from india 🙂

  • @nymulislamfahim5351
    @nymulislamfahim5351 3 ปีที่แล้ว

    আপনার ভিডিওগুলা আসলেই অনেক ভালো হয়।সাথে আপনার উপস্থাপনা।
    এক কথায় অসাধারণ

  • @nicehassanrubby9394
    @nicehassanrubby9394 4 ปีที่แล้ว +7

    আমি ওমানে থাকি বাড়ীতে ঘিয়ে তার পর বান্দবোন যাবো। আপনাদের গাডের নামবারটা একটু দেন ভাই

  • @masumtalukder4263
    @masumtalukder4263 4 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ ভাই আমি মালয়েশিয়া থেকে ইনশাল্লাহ দেশে আসলে এরকম একটা টুর হবে

  • @tanjibahmedrifat2622
    @tanjibahmedrifat2622 4 ปีที่แล้ว +11

    যে ১৯ জন আনলাইক দিসে ওরা মনে হয় পর্ণ খুজতে গিয়ে ভুল করে এখানে এসেছিল!🙂

    • @CowBazar
      @CowBazar 2 ปีที่แล้ว

      Tik bolechen.

  • @learningpoint260
    @learningpoint260 4 ปีที่แล้ว

    সেই সন্ধ্যা থেকে দেখা শুরু করি,,এখন রাত ২:০০ তবুও মন যেন চায় সারা রাত আপনার ভিডিও গুলো দেখি।

  • @masudhasan3104
    @masudhasan3104 4 ปีที่แล้ว +15

    ১৯ টা আবালের কাছে পচন্দ হয়নাই?

  • @johirkhan5847
    @johirkhan5847 4 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম... জহির খান.. প্রবাসী.. মালয়েশিয়া থেকে..ফেনী শহর.. নিজের দেশের সুন্দর দেখে আসলে মুগ্ধ... অসাধারণ ভাই.. দেশের সুন্দর তুলে দরার জন্য অনেক২ ধন্যবাদ ❤❤❤

  • @Amibangladeshipublic
    @Amibangladeshipublic 4 ปีที่แล้ว +13

    পর্যটকের কারণে পাহাড়ি এইসব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ঃ(

    • @Abulkalam-oh2yf
      @Abulkalam-oh2yf 4 ปีที่แล้ว +1

      ghada halar pot.. kmne nosto hoibo. porjotok na dekle tor bape,dekbo

    • @Amibangladeshipublic
      @Amibangladeshipublic 4 ปีที่แล้ว +1

      @@Abulkalam-oh2yf তুর বাপরে পাটাই দে।। তুর মারে সহ পাটাই দিস।। বইংগে মাদারিচ্চুদ এর কারণে চট্টগ্রাম এর প্রাক প্রাকৃতিক সুন্দর্য নষ্ট হচ্ছে।।
      বেইশ্যার পুলা

  • @mdshahjahanpravasi180
    @mdshahjahanpravasi180 4 ปีที่แล้ว

    ভাইয়া প্রাকৃতিক দৃশ্য গুলো ভিডিওর মাধ্যমে এত সুন্দর করে সবাইকে দেখাচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও এবং ড্রোন শট এত ভাল লেগেছে দোয়া রইল ভাই

  • @redhoyanvlog888
    @redhoyanvlog888 4 ปีที่แล้ว +4

    তুমি কি ঢাকা থাকো বাংলাদেশের আমি তোমার সাথে মিট করব

  • @ShahAlam-zd6ms
    @ShahAlam-zd6ms 4 ปีที่แล้ว

    এখ কতাই অসাধারণ ভালো নইশুদো ভাসায় বলে বুঝানো জাবেনা অসাধারণ সবাইকে অনেক ধন্যবাদ ছালিজান আমরাতো দেখে মুগ্ধ।। সেলুট আপনাদের।।

  • @zahidulislam4132
    @zahidulislam4132 4 ปีที่แล้ว +1

    Amar dekha bangladesh er best travel video silo ai 3ta episode love u brother🥰

  • @md.yousuf2035
    @md.yousuf2035 4 ปีที่แล้ว

    💔💔💔💔💔💔💔💔💔💔আমি ইরাক প্রবাসী, কাটাতারের বেড়ার মধ্যে থাকি ঠিক যে ভাবে আমাদের লাভবার্ড গুলো খাচায় বন্দি থাকে 😢😥😥
    আপনার পতাকা উড়ানো দেখে
    আমার চোখে পানি চলে আসে।
    আমার অনুভুতি পুরোটা সময় আপনাদের সাথে ছিলাম।
    আমরা প্রবাসী দেশের চাকা ঘুরিয়ে যাই। 🤔কিন্তু🤔 কোন দিকে যাবে ( ভালো / মন্দ ) সেটা আপনাদের ( যুব সমাজের ) হাতে।
    খুব ভয় হয় কখন যেন পরাধীন হয়ে যাই।🤐🤐🤐🤐
    আল্লাহ আপনাদের সবাই কে ভালো রাখুন।💝💝💝💝
    আমিন।

  • @trounkhalroma610
    @trounkhalroma610 4 ปีที่แล้ว

    MA Sha Allah good Job.... I think very adventurous journey...

  • @truelovers8002
    @truelovers8002 4 ปีที่แล้ว

    বানদরবান আসলে অনেক সুন্দর, আমি আমার জীবনের আট বছর দিন ও রাত বানদরবান সফর করেছি।এক কথায় অপূর্ব ।

  • @shatinazma4405
    @shatinazma4405 2 ปีที่แล้ว

    প্রায় সব গুলো দেখলাম। অসাধারণ। আমার ঐ খানে যাওয়ার তীব্র ইচ্ছা করছে। জানিনা আমি পারবো কিনা। অনেক ভালো থাকবেন।

  • @sktmedia6330
    @sktmedia6330 4 ปีที่แล้ว

    শিশির ভাই আপনাদের টিমের সবাইকে ধন্যবাদ জানাই
    আমাদের দেশের এতকিছু হয়তো দেখতে পেতাম না আপনাদের জন্য দেখতে পারলাম খুবই ভালো লাগলো প্রবাস থেকে খুব মিস করছি দেশকে

  • @najirshaikh7061
    @najirshaikh7061 4 ปีที่แล้ว +1

    bai bideshe pore thake jokhon amon kico bidio dekhi tokhon sotti mone mone khob gorbo kori amar sokhol probashi.afnake onekh onekh donnubad ai bidiote afni probashi der kotha bole sen.sotti bai bokta bore gelo,asha kori afni valo thakven ar amader amon sundor sundor vidio diben.