ব্যাটারী নষ্ট হওয়ার কারন ও তার প্রতিকার।বাইকের ব্যাটারী কিভাবে সুরক্ষিত রাখবেন। Motorcycle Battery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2024
  • ব্যাটারী নষ্ট হওয়ার কারন ও তার প্রতিকার।বাইকের ব্যাটারী কিভাবে সুরক্ষিত রাখবেন। Motorcycle Battery
    ব্যাটারি লোড টেস্টিং :
    একটা সহজ প্রশ্ন, নতুন মোটরসাইকেল কেনার পর বাজার থেকে এলইডি হেডলাইট বাল্ব, ফগ লাইট, ডাবল পি৯০ হর্ন প্রভৃতি ইনস্টল করলাম। এখন জানতে চাচ্ছি এসব কিছুর লোড আমার মোটরসাইকেল ব্যাটারি কোনো সমস্যা ছাড়া নিতে পারবে কী? দীর্ঘ মেয়াদে সব কিছু নিরাপদে ব্যবহার করতে পারব কিভাবে বুঝব?
    উত্তর : ব্র্যান্ড এর একটা মূল্য আছে। অসরাম ফিলিপস এর লাইট যে সার্ভিস দিবে, তা সস্তা চাইনিজ বংশাল লাইট কখনো দিবে না। এক্ষেত্রে আপনার মোটরসাইকেলের কোনো দোষ নাই। ব্যাটারি লোড টেস্টিং হলো সব কিছু চালানো, জ্বালানো অবস্থায় ব্যাটারি তা হাসি মুখে গ্রহণ করছে কি না তা জানা। এজন্য আমাদের দরকার হবে একটা ভোল্ট মিটার। আসে পাশের কোনো ইলেকট্রনিক্স এর দোকানে মোটরসাইকেল নিয়ে কাজটা করতে পারেন। মোটরসাইকেল চালু করুন। হেডলাইট, পার্কিং লাইট, এলইডি লাইট আর যা আছে সব অন করুন। এখন ব্যাটারির ভোল্টেজ মাপুন।
    ব্যাটারির ভোল্ট ১২.৬০ = ব্যাটারি খরচ এবং রিচার্জ সমানে সমান। এটা ভালো। ব্যাটারির ভোল্ট ১২.৬০ থেকে কম = ব্যাটারি যতটুকু রিচার্জ হচ্ছে, তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। এটা খারাপ। মোটরসাইকেল লোড নিতে পারছে না। ব্যাটারির ভোল্ট ১২.৮০ থেকে বেশি = ব্যাটারি যতটুকু খরচ হচ্ছে , তার থেকে বেশি রিচার্জ করতেছে। এটা ভালো লক্ষণ। মোটর সাইকেল নিশ্চিন্তে লোড নিতে পারছে।
    বাইকের সাইড নোটস পদ্ধতি :
    ১ ) মোটরসাইকেল স্টক ওয়ারিং কাটাকাটি করবেন না।
    ২ ) নতুন কিছু এমন ভাবে ইনস্টল করুন, যাতে যে কোনো সময় পূর্বের অবস্থায় ফেরত যাওয়া যায়।
    ৩ ) তার জোড়া এমন ভাবে দিন যা হবে মজবুত পানিরোধী, তাইলে দীর্ঘমেয়াদে কিছু হবে না।
    ৪ ) তার এলোমেলো না রেখে স্টক ওয়ারিং এর পাশে পাশে টানুন।
    বাইক কত জোরে রিচার্জ করে :
    ব্যাটারি রিচার্জ হয় অলটারনেটর থেকে উৎপন্ন শক্তি দিয়ে। পালসার এই শক্তি উৎপাদন করতে পারে মাত্র ৬০ ওয়াট, অন্যদিকে এফ জি / ফেজার উৎপাদন করে ১২৫ ওয়াট, ইয়ামাহা আর১৫ করে ১৬০ ওয়াট। বোঝাই যাচ্ছে আর১৫ অনেক জোরে কারেন্ট উৎপাদন করে। এই কারেন্ট এসি অবস্থায় থাকে। আমাদের দরকার ডিসি কারেন্ট।
    প্রতিকার :
    * প্রতি মাসে ব্যাটারির কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত।
    * ব্যাটারিতে ফুটো আছে কি না পরীক্ষা করতে হয়।
    * লং ড্রাইভে যাওয়ার আগে ব্যাটারি পরীক্ষা করা উচিত।
    * হেড লাইট জ্বালানো অবস্থায় সেল্ফ দেওয়া যাবে না।
    * দিনের প্রথম রাইডের সময় কিক ব্যবহার করতে হবে।
    * রাতের বেলায় যদি ট্রাফিক জ্যামে বা সিগন্যালে আটকে থাকতে হয় লম্বা সময় তখন হেড লাইট বন্ধ করে রাখতে
    এখন অনেক Motorcycle-এ কিক স্টার্ট নেই। শুধুই Self Start অপশন রয়েছে। ফলে মোটরসাইকেলের ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখাটা আবশ্যিক হয়ে পড়েছে। কারণ মাঝরাস্তায় ব্যাটারি গোলমাল করলে মুশকিল হতে পারে
    এখন বেশিরভাগ মোটরসাইকেলে ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করে প্রস্তুতকারক সংস্থা। এই ব্যাটারির পারফরম্যান্স এমনিতে ভালই। এই ব্যাটারি তাড়াতাড়ি চার্জও হয়। তবুও কিছু ক্ষেত্রে ব্যাটারি ঘন ঘন খারাপ হয়। অনেকের সঙ্গেই হয়তো
    বারবার Battery খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাইক চালকের কিছু ভুল থাকে। কয়েকটি ব্যাপার মাথায় রাখলে মোটরসাইকেলের ব্যাটারি ভাল রাখা সম্ভব।
    আফটার মার্কেট Headlight এখন Trending. এই হেডলাইটের রেঞ্জ ভাল। দেখতেও আকর্ষণীয়। তবে এই ধরণের হেডলাইট ব্যাটারিতে প্রভাব ফেলে। কারণ, এই হেডলাইট জ্বালানোর ক্ষেত্রে ব্যাটারিতে জোর পড়ে
    স্পার্ক প্লাগ অনেক পুরনো হলে সমস্যা তৈরি করে। স্পার্গ প্লাগ খারাপ হলে মোটরসাইকেল স্টার্ট নিতে সময় নেয়। ফলে ব্যাটারিতে চাপ পড়ে। তাই নিয়মিত ব্যবধানে স্পার্ক প্লাগ পরীক্ষা করা প্রয়োজন।
    হাই ফ্রিকোয়েন্সি হর্ন অনেক সময় ব্যাটারিতে চাপ ফেলে। দেশের বহু শহরে এই ধরণের হর্ন এখন নিষিদ্ধ করেছে প্রশাসন। এই হর্ন অনেক পাওয়ার টেনে নেয়। ফলে ব্যাটারির চার্জ শেষ হয় দ্রুত।
    মোটরসাইকেলে সস্তার ওয়ারিং ব্যবহার করলে সমস্যা হতে পারে। After Market ওয়ারিং কিনলে সব সময় ব্র্যান্ডেড কেনার চেষ্টা করবেন। না হলে ব্যাটারিতে চাপ পড়তে বাধ্য।
    আমরা অনেকেই সারা সপ্তাহ মোটরসাইকেল চালানোর সময় পাই না। সেক্ষেত্রে মোটরসাইকেল গ্যারাজে থাকে অনেকটা সময়। মাঝেমধ্যে তাই মোটরসাইকেল স্টার্ট দিতে পারলে ভাল। এতে ব্যাটারি সচল থাকে।
    Battery Basics, Charging, RMATVMC, Deltran Battery Tender, Motorcycle Battery Maintenance, ATV Battery, Motorcycle Battery, UTV Battery, Dirt Bike Battery, How-to, Motorcycle, motocross, Dirt Bike, Charge, Change, Replace, Battery maintenance, rocky mountain atv, tusk, Dual sport, Trickle charger, side x side, Refill, Battery, fill
    how to charge bike battery, how to charge motorcycle battery at home, charge battery at home, charge 12 volt battery at home, motorycle battery charger, charging battery of motorcycle at home, battery
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 23

  • @mdeaminsikder1118
    @mdeaminsikder1118 3 ปีที่แล้ว +2

    Thankyou brother

  • @SumonMotiversity2.5
    @SumonMotiversity2.5 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার এসিড় ব্যাটারি ৩ মাস হলো নতুন লাগানো কয়েক দিন ধরে সেলফ নিচ্ছেনা আগে সকালে সেলফ মারলে নিতো আর এখন কিক মারতে হচ্ছে একটু গরম হলে সেলফ নিচ্ছে হটাঠ করে সেলফ নিচ্ছেনা কেনো। কি সমস্যা বলবেন ওয়ালটন ১২৫ সিসি গারি আমার।

  • @sabujhowlader9693
    @sabujhowlader9693 ปีที่แล้ว

    ভাই এখন ত শীতকাল বাইক দুইদিন পর পর চালাইলেকি কোনো সমস্যা হব। rtr 160

  • @Samfahim.
    @Samfahim. 2 ปีที่แล้ว

    bike ta Matro 500 Km + Cholsa
    Just 1 din Chalainai
    2nd day Sokal a Start Deta Gasi Ar start hoi na ..Onk Kosta Start Daoar por 1 hours + Chalaic Tao Kono Lav Hoi Nai agar moto (self start)hoi na . Last a Battery Charge Dea Use korta C ...
    Emon Kano Hoisa Please Amk janan ?
    Gixxer Fi Abs 2021

  • @JashimUddin-qo3il
    @JashimUddin-qo3il 6 หลายเดือนก่อน

    ভাই বাইক একদিন বাইক চালাইনি,এর পর, কিক দিয়ে ও সেল্প দিয়ে স্টাট হয় না কারন কি জানাবেন

  • @mdimtiazahmedrockey1509
    @mdimtiazahmedrockey1509 ปีที่แล้ว

    পালসার সিংগেল ডিস্ক এবং এবিএস এর ব্যাটারী কি একই না পার্থক্য আছে থাকলে জানাবেন কিভাবে চিনবো।

  • @SumonMotiversity2.5
    @SumonMotiversity2.5 2 ปีที่แล้ว +1

    ভাই ব্যটারির পানি ফুল লোড় করলে কি সমস্যা হবে।

  • @labibarusafi2470
    @labibarusafi2470 10 หลายเดือนก่อน

    UPS এর ব্যাটারি কি বাইকের ব্যাটারি হিসেবে ব্যবহার করা যাবে কি ভাই?

  • @chanchalhalder8473
    @chanchalhalder8473 2 ปีที่แล้ว

    গাড়ির অরিজিনাল লাইটের তুলনায় এল ইডি লাইটে বেটারীর উপর বেশী চাপ পড়ে কী?

  • @al-mamun3530
    @al-mamun3530 10 หลายเดือนก่อน

    Dyang 80 মোটরবাইক কত এম পি আর?
    এই গাড়ির ব্যাটারির দাম কত?

  • @tarekujjaman7687
    @tarekujjaman7687 2 ปีที่แล้ว

    Price koto ?

  • @mdsagor5411
    @mdsagor5411 2 ปีที่แล้ว +2

    ভাই আমার বাইক R15 v3. কিন্তু আমার বাইক টার ব্যাটারীতে চার্জ দেওয়া লাগে বার বার নয়তো বাইক চালানো যায় না।যতখুন চার্জ থাকবে ততোকখুন বাইক চলবে।এর কারন,,,?

    • @motorvlogsmijansetabganj
      @motorvlogsmijansetabganj  2 ปีที่แล้ว

      ভাইজান ভালো হবে ব্যাটারীটা পরিবর্তন করে নিলে

    • @mdsagor5411
      @mdsagor5411 2 ปีที่แล้ว +1

      @@motorvlogsmijansetabganj ভাই আমি ব্যাটারী তো পাল্টানোর পরো এই সমস্যা করে।

    • @motorvlogsmijansetabganj
      @motorvlogsmijansetabganj  2 ปีที่แล้ว

      ভালো মানের নিতে হবে ভাইজান আর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে একটু চেক করে নিয়েন

  • @tarektrk7945
    @tarektrk7945 ปีที่แล้ว

    আমার গাড়িতে ২.৫ এম্পিয়ার ব্যাটারি ছিল এখন আমি ৫ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে চাই কোন সমস্যা হবে কি

  • @raih713
    @raih713 2 ปีที่แล้ว

    আমি এক মাস পরপর মোটরসাইকেল চালায় তাহলে ব্যাটারি বসে যায় কেন

    • @motorvlogsmijansetabganj
      @motorvlogsmijansetabganj  2 ปีที่แล้ว

      ভাইজান গাড়ি না চললে বেশিদিন বসে থাকলে ব্যাটারি বসে যাবে

  • @mijanurrahman4132
    @mijanurrahman4132 2 ปีที่แล้ว

    ভাই ব্যাটারির জাইগা থেকে কটকট শব্দ করে কেন

  • @shakilshan3043
    @shakilshan3043 2 ปีที่แล้ว +1

    ভাই পালসার ২০১৭ মডেলের বাইকে কত এম্পায়ার ব্যাটারি থাকে?

    • @motorvlogsmijansetabganj
      @motorvlogsmijansetabganj  2 ปีที่แล้ว

      ভাইজান আগে ব্যাটারি এম্পায়ার যত ছিল এখনো ব্যাটারি এম্পায়ার সেটাই আছে

  • @user-eq4in8ss3n
    @user-eq4in8ss3n 4 หลายเดือนก่อน

    lucas led battery best.Drycell khub kharap