দাদা এটাই তো মুসলমানরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছে আপনারা যদি ধরনের ইসলাম গ্রহণ করলেন মুসলমানদের কি কোন লাভ আছে কিংবা আপনারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টানের কোন লাভ আছে শুধু সত্য ধর্ম কোনটা সেটাই আপনার গবেষণা করে প্রচার গ্রহণ করুন মানব জনম একবারই হবে সত্য জানা সবার অধিকার জ্ঞান বিজ্ঞানে ছাড়া যে ধর্ম সেটা আমরা কেন মানবো
কথা হচ্ছে সনাতনের আপনি আসেন কথা থেকে। যদি কেউ মূর্তিপূজা করে সেই অনুমতিও সনাতন দেয় যদি কেউ মূর্তিপূজা না করে সেই অনুমতি ও সনাতন দেয় আপনার ধর্ম মানার কোন দরকার নাই
মানুষ বানর থেকে আসেনি পৃথিবীতে প্রথম মানুষ আসে আদম ও হাওয়া আদম আর হাওয়া তেকি মানুষের জন্ম। এটা আপনি কত পারসেন্ট গ্যারান্টি চান আমি আপনাকে দিতে পারবো কিন্তু আপনি পারবেন না.দাউদ আলাই সালাম উনার কন্ঠ অনেক সুন্দর ছিল দাউদ আলাই সাল্লাম এর ছেলে বাদশা সোলায়মান উনি মজিদুল আল-আকসা তৈরি করেছিলেন জিনদের মাধ্যমে-বাদশা সুলাইমান বাদশা সুলাইমান এর আব্বা ছিলেন-দাউদ আলাই সালাম উনার কন্ঠ অনেক সুন্দর ছিল পৃথিবীতে যত পশুপাখি ছিল তার দাউদ আলাই সাল্লাম এর কণ্ঠ শোনার জন্য আসতো এবং সমুদ্র নদী নালা থেকেও মাছরা উনার কন্ঠের পড়া শুনতে আসতো। এজন্য দাউদ আলাই সাল্লাম ওই দিনটা মাছ মারা নিষেধ করে-তারা মাছ মারত না কিন্তু মাছ গলা যখন আসতো তখন তারা ওখানে ঘিরে রাখতো আর এই ঘিরে রাখার কারণে তারা দুনিয়াতে উপর আলার হুকুমে তারা মানুষ থেকে বানর হয়ে যায়-হাই আফসো। এজন্য জ্ঞান এত সহজ না জ্ঞান শিক্ষা করতে হলে গোটা পৃথিবী ইতিহাস জানতে হবে আমি যে কথাগুলো বললাম গোটা পৃথিবীর সফর করলে আপনি প্রত্যেকটা জায়গায় আমার এই কথার দলিল আপনি স্পষ্টভাবে পাবেন. ইতিহাস এখনো আছে। উপরওয়ালা সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক-এবং আদম আলাই সাল্লাম উনি ইবলিশ শয়তানের পাল্লায় পড়ে গন্ধম খেয়েছিলেন যেটা উপরওয়ালা নিষেধ ছিল আদম আলাই সাল্লাম ছিলেন ওই জায়গার নাম হল বেহেশতে আর বেহেশতে কোন নাপাকির জায়গা নাই-গন্ধম ফল খাওয়ার পরে উনার টয়লেট লাগে যেটা আর এটা খাওয়া হয়েছি ইবলিশ শয়তান বিবি হাওয়া কে দিয়ে যখন আদমকে পারল না তখন বিবি হাওয়াকে দিয়ে খাওয়ালেন-উপরওয়ালা তখন পৃথিবীতে নিক্ষেপ করেন তারপরে উনি এই ভুলের জন্য উপর আলার কাছে অনেক ক্ষমা চান অনেক বছর পরে আদম আলাই সাল্লাম এর মনে পড়ে উপর আলার আরশে একটা নাম আছ সে নামটা হলো-মোহাম্মদ যিনি আখেরি নবী ওই নামের উসিলায় যখন দোয়া করেন আদম আলাই সাল্লাম তখন আদম আলাই সাল্লাম কে উপরওয়ালা মাপ করেন-আফসোস আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না-তাই কমেন্ট করে আপনাকে সব জানালাম যেটা আখেরি নবীর উম্মতের উপরে দেওয়া হয়েছে.যদি আমি না জানাই তাহলে কাল কিয়ামতে আমাকে জিজ্ঞেস করা হবে তুমি জানতা কেন তুমি তাদেরকে দাওয়াত দাওনি যারা উপর আল্লাহকে বিশ্বাস করে না কাল কেয়ামতে তারা বলবে আমাদেরকে তো কেউ দাওয়াত দেয়নি এজন্য কাল কেয়ামতে পৃথিবীতে মানুষকে পাঠাইছে একমাত্র পরীক্ষার জন্য আর এই পরীক্ষার প্রিন্সিপাল হবে ইবলিশ শয়তান 😈 আর এই ইবলিশ শয়তান ছিল কে ফেরেশতাদের সর্দার এই দুনিয়াতে নিঃশ্বাসের বিশ্বাস নাই কেউ এক সেকেন্ডের জন্য লিখিত দিতে পারবে না আমি এক সেকেন্ড পরে বাচবো না মরবো দুনিয়াটা হল মরণের জায়গা মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করা হবে তাকে আগুন দেয়া হোক আর যাই দেওয়া হোক উপরওয়ালা বলবে হওয়ার হয়ে যায় মানুষকে পুড়িয়ে ছাই করে দিলাম আর আমি মানুষ জীবিত হবে না এটা ভুল কথা তারা উপর আলার হুকুমে ছাই হওয়ার পরেও তারা আবার জীবিত হয়ে যাবে এবং দুনিয়ার হিসাব শুরু হয়ে যাবে মরার পর পর পর পর পর পরই। হাই আফসো উপরওয়ালা সবাইকে সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক।
ধর্ম এমন একটি বিষয়, যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। নিজের বিশ্বাস ও বিশ্বাসের শিকড়ের সাথে এমন এক গভীর সম্পর্ক তৈরি হয় যে, কোনো যুক্তি বা প্রমাণই তেমন প্রভাব ফেলে না, যদি তা নিজ ধর্মের বিপক্ষে যায়। এই পৃথিবীতে সব মানুষের মধ্যে কিছু মৌলিক অভিন্নতা রয়েছে-জন্ম, মৃত্যু, হাসি, কান্না, খাওয়া, ঘুম ইত্যাদি। এসব অভিন্নতা আমাদের একটি গভীর সত্যের ইঙ্গিত দেয়: সৃষ্টিকর্তাও এক এবং অভিন্ন। এই বিশাল মহাবিশ্বে যদি স্রষ্টা একজনই হন, তবে সত্য ধর্মও একটাই হবে, কারণ স্রষ্টার সত্য একটাই। যদিও পৃথিবীর কোনো ধর্মই অকল্যাণের কথা বলে না, তবুও সেই এক সত্যের সাথে সম্পর্কিত ধর্মই প্রকৃত পথ। সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান, বুদ্ধি, এবং যুক্তিবোধ দিয়েছেন যাতে আমরা চিন্তা করতে পারি, বিচার করতে পারি। এ সামর্থ্য ব্যবহার করে আমাদের সবারই উচিত শুধু নিজের ধর্ম নয়, অন্যান্য ধর্ম সম্পর্কেও জানার চেষ্টা করা, সেই সত্যের সন্ধান অব্যাহত রাখা, যা সর্বজনীন এবং শাশ্বত। যারা সেই সত্য ধর্মকে চিনতে পেরেছে এবং তাকে গ্রহণ করেছে, তাদের জন্যই রয়েছে পরলোকে সত্যিকারের সাফল্য ও শান্তির পথ।
Thanks 🙏🙏🙏🙏🙏 সত্য জানার জন্য ।কোনো জানি না, আপনার কথা শুনলে মনের মধ্যে শান্তি আসে। কারণ , আপনি যুক্তি ছাড়া কথা বলেন না । আপনি একদম প্রমাণ দেখিয়ে দেখিয়ে কথা বলেন, আমি বৈজ্ঞানিক কে বিশ্বাস করি , ইতিহাস কে বিশ্বাস করি , আর সত্য শুনতে পছন্দ করি , সত্য শুনলে মনের মধ্যে সত্যি আসে। আমি কুসংস্কার পছন্দ করি না। আমি অনেক সত্য বুঝতে পেলাম , কারোর ভালো লাগুক আর না লাগুক , আমার খুব ভালোলাগে সত্য শুনতে । আপনি কুসংস্কার দুর করুন আর সত্য ছড়িয়ে দিন সারা বিশ্বে। আরো অনেক কুসাস্কার দুর করার জন্য সত্য প্রচার করুন God আপনার মঙ্গল করবেন । খুব সুন্দর হয়েছে, জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ জয় হরিবোল জয় দাদা আপনার জয় 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আগে আপনার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাবার নাম ও অস্তিত্ব ছিল কি খুঁজে বলুন এবং প্রমাণ দিন । যদি আপনি বলতে পারেন তাহলে বুজবো অপনার বাবার পরিচয় আছে। নাহলে আমি যা বোঝার বুঝে যাব।
সত্যি কি সত্য জানার ইচ্ছা নাকি নিজের পছন্দ অনুযায়ী সত্য জানার ইচ্ছা ।সত্যি জানতে হলে আর সকল ধর্ম গুলোকেও ঘাটতে হবে তবেই তো লুকানো সত্য বেরিয়ে আসবে দাদা।
আপনার বক্তব্য প্রায় সবটাই ঐতিহাসিক ও নৃতত্ত্ব বিদ্যার উপড়ে ভিত্তি করেই, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে বেশ কিছু পড়াশোনা আমারও আছে। কাজেই রামচন্দ্র ও রামায়ন যে কাল্পনিক কাহিনী মাত্র, এ নিয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। শ্রীকৃষ্ণের বিষয়েই (৫০০০ বছর) যেখানে ঐতিহাসিক ভাবে সম্ভব নয়, রামচন্দ্রের (৮ লক্ষ)তো প্রশ্নই নেই।
আসসালামু আলাইকুম বা আদব।কেমন আছেন।আমি হিন্দু ভাইদের কিছু প্রশ্ন করবো।আপনাদের কিছু জানার জন্য অনুরোধ জানাবো। ১-আপনাদের ধম গ্রন্থ কি পড়েছেন? ২-মানুষ কিভাবে প্রভু হয়? ৩-মুতি আপনাকে বানায় নাকি আপনি মুতিকে বানান।এবং এর মধ্য আপনি নাকি মুতি বড়? বেদে ঈশ্বরের একত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। যেমন, ঋগ্বেদ ১০.৪৮.১-এ বলা হয়েছে, "ঈশ্বর সর্বত্রই বিদ্যমান এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন" এবং অর্থবেদ ১৩.৪.১৬-২১-এ উল্লেখ আছে, "তিনি একজন এবং শুধুই একজন"। তাই আপনি আপনার ধম গ্রন্থ এবং কুরআন পড়েন। তার পড় বুঝতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। পরিশেষে সবাই কে ইসলামে দাওয়াত রইলো। .
প্রথমে আপনি নিজেকে জানতে চেষ্টা করুন । তারপর রাম ও কৃষ্ণ শব্দের অর্থ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ( ৩) যুগের কথা মানুষ কে বলে কলিযুগে থেকে ঐ (৩) যুগে কথা বলার মতো ও শোনার মতো মানুষের কাছে সময় নেই । আর একটু বিজ্ঞান বলে দেবে কি করে এতো পূর্নাঙ্গ হিসেবে কথা। ধন্যবাদ
আরে বোকা ভাই বাহুবলী সিনেমা দেখেছো কি ।এই সিনেমার নায়ক বিভাস তেমনি রামায়ণ উপন্যাসের নায়ক রাম।তুমিও মনে মনে রাম টাম যাহোক একটা ধরে নিয়ে গল্পঃ লিখে বাজারে ছেড়ে দাও কারোর ভালো লাগলে সে তাকে ভগবান মনে করবে পুজা করবে সেটা তার ইচ্ছা ।এ নিয়ে মাতামাতি করার তো কিছু নেই ।
দাদা আপনাকে অসংখ্য, ধন্যবাদ, সঠিক' বক্তব্যটা''প্রসার'করার জন্য বিশেষ করে'সঠিক' ইতিহাসকে' তুলিয়ে ধরার জন্য,বিশেষ করে ধর্ম সম্বন্ধে, মূল ইতিহাস জানার জন্য,
You are a learned person and have a vast knowledge on different languages and religions of ancient Hindustan . Thank you for your thoughtful and informative analysis. May God bless you.
আমার একটা প্রশ্ন..... দয়া করে বলবেন কেউ তাহলে বুদ্ধের আগে কেউ ছিল না??? বুদ্ধ তাহলে সনাতন ধর্মের পরিবারে জন্মগ্রহন করেছিলেন কেন???? বুদ্ধের পরিবার কার উপাসনা করতো???? বুদ্ধের সময় মানুষ কোন দেব দেবী পুজা করতো??? রাম, কৃষ্ণ এরা কি মিথ্যা নাকি??? বুদ্ধের জন্মের আগে যে মন্দির গুলো আছে সে গুলো কার উপাসনা করা হতো???
পৃথিবীর প্রথম মানুষ আদম (আ) ও তার সহধর্মিণী মা হাওয়া (আ) থেকে দুনিয়ার সকল মানুষের জন্ম। গ্রীক রোমানরা আগে বিভিন্ন দেবদেবীর পুজা করতো,তারও আগে মিশর, শামদেশে মুসা নবীর সময় ইহুদিরা গরুর পুজা করতো ও আরব দেশে বিড়ালের,অগ্নি পুজা, সূর্য পুজা ও বিভিন্ন মুর্তির পুজা হতো কালের বিবর্তনে সব মুছে গেছে। কিন্তু আদম (আ) পর ১লক্ষ ২৪ হাজার পয়গম্বর আল্লাহ পৃথিবীতে একেশ্বরবাদী ধর্মের প্রচার করেছেন যা এখনও বিদ্যমান আছে। পয়গম্বরের এই ধারাবাহিকতায় শেষ নবী মোহাম্মদ (সা) ১৪০০ বছর আগে পৃথিবীতে এসেছেন শেষ নবী হিসেবে।
সংস্কৃত ভাষার বয়স 4000 বৎসর যা হিন্দু ধর্ম গ্রন্থর ভাষা ।। একটা যূগের বয়ষ 12 লক্ষ্য96 হাজার বছর ।মানে আগে কোনো গ্রন্থ ছিলনা এই ধর্ম চলত কি করে । Oooo ধর্ম
আমরা যারা ইতিহাস জানি, জানলে এই কথা সত্য হওয়া সত্যেও বলতে পারি না।বললে অনেক মানুষের মনে কষ্ট হবে। এবং অনেকে মনে করবে হিন্দু সম্প্রদায়ের মনে কষ্ট দিচ্ছে।আমি মানুষের মধ্যে ভেদাভেদ করি না। আমরা হিন্দু বাড়িতে ও ছেলেদের বাবাহ করিয়েছি।
আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা খুবই সহজ, বড় প্রমাণ হল তুমি নিজেই। যেমন তুমি কোন মূর্তি বানালে এবং সেই মূর্তির প্রতিষ্ঠাতা এবং সেই মূর্তির সৃষ্টিকর্তা তুমি নিজেই। ঠিক তেমনি তোমাকে কেউ না কেউ সৃষ্টি করেছেন এবং সে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন।
@@নতুনদিগন্তেরসন্ধানেইসলাম ধর্মের উপাস্য আল্লাহ আর ইসলাম ধর্মের পূর্বেই খৃষ্টান এবং ইহুদী দের ধর্ম প্রচলিত হয়েছিল তাহলে তাঁদের মতে আল্লাহ সব কিছুর স্রষ্টা নিশ্চই নয়। আপনি আপনার ধারণা অন্যের উপর চাপানোর চেষ্টা করেছেন তাছাড়া আর কিছু নয়।
সামনে তাকান অনেক দুরে শিশুর মতো মানুষিকতার নিয়ে পবিত্র মনে । দেখেছেন কি ,আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি দেখতে না পেলে সেটা আপনার দুর্বলতা আপনার ব্যর্থতা
দাদা, ধর্মীয় বিষয় গুলো বিশ্বাসের ব্যাপার। এতেই বেশির ভাগ মানুষ খুশি থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। বিজ্ঞানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে গেলে সব গোলমেলে হয়ে যাবে, খেই খুঁজে পাবেন না। আসলে ধর্মীয় বিষয় গুলি মানুষ যুক্তি দিয়ে নয় বরং ভক্তি দিয়ে বিচার করতেই বেশী ভালোবাসে। যে যাতে খুশি সে তাই নিয়েই থাকুক। আপনি আপনার কাজ চালিয়ে যান।
দাদা আপনার কাছে,প্রশ্ন: রইল' সেটা আপনাকে উদ্দেশ্য করে নয় কথা' বলা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ ছিল, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের ধর্মর কাচে,?. হযরত আদম আলাইহি সাল্লাম আসার আগে কোন মানব জাতি পৃথিবীতে ছিল কিনা,?.???. কিনা,????.
সমাজকে কুসংস্কার মুক্ত করতে দিনোকৃষ ঠাকুর এবং আপনার মতো মানুষের খুবই দরকার।
দাদা এটাই তো মুসলমানরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছে আপনারা যদি ধরনের ইসলাম গ্রহণ করলেন মুসলমানদের কি কোন লাভ আছে কিংবা আপনারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টানের কোন লাভ আছে শুধু সত্য ধর্ম কোনটা সেটাই আপনার গবেষণা করে প্রচার গ্রহণ করুন মানব জনম একবারই হবে সত্য জানা সবার অধিকার জ্ঞান বিজ্ঞানে ছাড়া যে ধর্ম সেটা আমরা কেন মানবো
❤❤a😅
বলুন,তিনি আল্লাহ,এক,আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।আমিন
কথা হচ্ছে সনাতনের আপনি আসেন কথা থেকে। যদি কেউ মূর্তিপূজা করে সেই অনুমতিও সনাতন দেয় যদি কেউ মূর্তিপূজা না করে সেই অনুমতি ও সনাতন দেয় আপনার ধর্ম মানার কোন দরকার নাই
@snehasishsaha3475 আমি মনে করি আপনি অনেক জ্ঞানি কিন্তু সনাতনে আপনি বিপক্ষে
আল্লাহু আকবার-
আল হামদুলিল্লাহ-
সুবাহান আল্লাহ -
লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ❤❤❤
আমীন ছুম্মা আমীন 🤲❤️
Janab,khushamadeed.
@@snehasishsaha3475জাগতিক যত উপাসনা আছে সব উপসনা বাদ দিয়ে; সেই এক ও অদ্বিতীয় মহান সত্তার উপাসনা উত্তম নয় কি?????
সত্য সন্ধানে ইসলাম, সত্য প্রকাশে ইসলাম ।সত্যকে জানার জন্য ইসলাম ।সৃষ্টিকর্তা(আল্লাহ) একজনই প্রমাণ করে ইসলাম ।
হ্যাঁ বুঝেছি। তুমি মরূদস্যুর ফলোয়ার। তোমার ধর্ম আরব্য রজনী।
রাম না আসলেই তার সময় মুদ্রার ছিল আজ ও আমরা দেখতে পাই রাম লখন সিতা হনুমানের ছবি সহ মুদ্রার
হাজার হাজার বছরের মিথ্যা ভণ্ডামি দুর হোক।
Younger Tapas apnder teacher Haye galo
মানুষ বানর থেকে আসেনি পৃথিবীতে প্রথম মানুষ আসে আদম ও হাওয়া আদম আর হাওয়া তেকি মানুষের জন্ম। এটা আপনি কত পারসেন্ট গ্যারান্টি চান আমি আপনাকে দিতে পারবো কিন্তু আপনি পারবেন না.দাউদ আলাই সালাম উনার কন্ঠ অনেক সুন্দর ছিল দাউদ আলাই সাল্লাম এর ছেলে বাদশা সোলায়মান উনি মজিদুল আল-আকসা তৈরি করেছিলেন জিনদের মাধ্যমে-বাদশা সুলাইমান বাদশা সুলাইমান এর আব্বা ছিলেন-দাউদ আলাই সালাম উনার কন্ঠ অনেক সুন্দর ছিল পৃথিবীতে যত পশুপাখি ছিল তার দাউদ আলাই সাল্লাম এর কণ্ঠ শোনার জন্য আসতো এবং সমুদ্র নদী নালা থেকেও মাছরা উনার কন্ঠের পড়া শুনতে আসতো। এজন্য দাউদ আলাই সাল্লাম ওই দিনটা মাছ মারা নিষেধ করে-তারা মাছ মারত না কিন্তু মাছ গলা যখন আসতো তখন তারা ওখানে ঘিরে রাখতো আর এই ঘিরে রাখার কারণে তারা দুনিয়াতে উপর আলার হুকুমে তারা মানুষ থেকে বানর হয়ে যায়-হাই আফসো। এজন্য জ্ঞান এত সহজ না জ্ঞান শিক্ষা করতে হলে গোটা পৃথিবী ইতিহাস জানতে হবে আমি যে কথাগুলো বললাম গোটা পৃথিবীর সফর করলে আপনি প্রত্যেকটা জায়গায় আমার এই কথার দলিল আপনি স্পষ্টভাবে পাবেন. ইতিহাস এখনো আছে। উপরওয়ালা সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক-এবং আদম আলাই সাল্লাম উনি ইবলিশ শয়তানের পাল্লায় পড়ে গন্ধম খেয়েছিলেন যেটা উপরওয়ালা নিষেধ ছিল আদম আলাই সাল্লাম ছিলেন ওই জায়গার নাম হল বেহেশতে আর বেহেশতে কোন নাপাকির জায়গা নাই-গন্ধম ফল খাওয়ার পরে উনার টয়লেট লাগে যেটা আর এটা খাওয়া হয়েছি ইবলিশ শয়তান বিবি হাওয়া কে দিয়ে যখন আদমকে পারল না তখন বিবি হাওয়াকে দিয়ে খাওয়ালেন-উপরওয়ালা তখন পৃথিবীতে নিক্ষেপ করেন তারপরে উনি এই ভুলের জন্য উপর আলার কাছে অনেক ক্ষমা চান অনেক বছর পরে আদম আলাই সাল্লাম এর মনে পড়ে উপর আলার আরশে একটা নাম আছ সে নামটা হলো-মোহাম্মদ যিনি আখেরি নবী ওই নামের উসিলায় যখন দোয়া করেন আদম আলাই সাল্লাম তখন আদম আলাই সাল্লাম কে উপরওয়ালা মাপ করেন-আফসোস আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না-তাই কমেন্ট করে আপনাকে সব জানালাম যেটা আখেরি নবীর উম্মতের উপরে দেওয়া হয়েছে.যদি আমি না জানাই তাহলে কাল কিয়ামতে আমাকে জিজ্ঞেস করা হবে তুমি জানতা কেন তুমি তাদেরকে দাওয়াত দাওনি যারা উপর আল্লাহকে বিশ্বাস করে না কাল কেয়ামতে তারা বলবে আমাদেরকে তো কেউ দাওয়াত দেয়নি এজন্য কাল কেয়ামতে পৃথিবীতে মানুষকে পাঠাইছে একমাত্র পরীক্ষার জন্য আর এই পরীক্ষার প্রিন্সিপাল হবে ইবলিশ শয়তান 😈 আর এই ইবলিশ শয়তান ছিল কে ফেরেশতাদের সর্দার এই দুনিয়াতে নিঃশ্বাসের বিশ্বাস নাই কেউ এক সেকেন্ডের জন্য লিখিত দিতে পারবে না আমি এক সেকেন্ড পরে বাচবো না মরবো দুনিয়াটা হল মরণের জায়গা মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করা হবে তাকে আগুন দেয়া হোক আর যাই দেওয়া হোক উপরওয়ালা বলবে হওয়ার হয়ে যায় মানুষকে পুড়িয়ে ছাই করে দিলাম আর আমি মানুষ জীবিত হবে না এটা ভুল কথা তারা উপর আলার হুকুমে ছাই হওয়ার পরেও তারা আবার জীবিত হয়ে যাবে এবং দুনিয়ার হিসাব শুরু হয়ে যাবে মরার পর পর পর পর পর পরই। হাই আফসো উপরওয়ালা সবাইকে সঠিক পথ দেখানোর তৌফিক দান করুক।
বাস্তবতাহীন,কল্পনা নির্ভর ধর্ম এক সময় বিলীন হয়ে যায়।
ধন্যবাদ তাপস বাবু ভাল ভালো আলোচনা ।
মানব সমাজের কল্যাণের জন্য বাস্তব ইতিহাস দরকার
একেই বলে কলিযুগ।
পৃথিবীর পথম মানুষ কে এবং কতো বছর আগে আল্লাহ সেই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে সেই ইতিহাস আগে জানুন
অন্ধ বিশ্বাসী মানুষ গুলি আপনাদের গালা গাল করবে তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান মানুষ সত্য টা জানুক।
Eta ekta bhanda
সত্য জানার জন্য পবিত্র কোরআন পড়ুন ইনশাআল্লাহ
ধর্ম এমন একটি বিষয়, যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব।
নিজের বিশ্বাস ও বিশ্বাসের শিকড়ের সাথে এমন এক গভীর সম্পর্ক তৈরি হয় যে, কোনো যুক্তি বা প্রমাণই তেমন প্রভাব ফেলে না, যদি তা নিজ ধর্মের বিপক্ষে যায়।
এই পৃথিবীতে সব মানুষের মধ্যে কিছু মৌলিক অভিন্নতা রয়েছে-জন্ম, মৃত্যু, হাসি, কান্না, খাওয়া, ঘুম ইত্যাদি।
এসব অভিন্নতা আমাদের একটি গভীর সত্যের ইঙ্গিত দেয়: সৃষ্টিকর্তাও এক এবং অভিন্ন।
এই বিশাল মহাবিশ্বে যদি স্রষ্টা একজনই হন, তবে সত্য ধর্মও একটাই হবে, কারণ স্রষ্টার সত্য একটাই।
যদিও পৃথিবীর কোনো ধর্মই অকল্যাণের কথা বলে না, তবুও সেই এক সত্যের সাথে সম্পর্কিত ধর্মই প্রকৃত পথ।
সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান, বুদ্ধি, এবং যুক্তিবোধ দিয়েছেন যাতে আমরা চিন্তা করতে পারি, বিচার করতে পারি।
এ সামর্থ্য ব্যবহার করে আমাদের সবারই উচিত শুধু নিজের ধর্ম নয়, অন্যান্য ধর্ম সম্পর্কেও জানার চেষ্টা করা, সেই সত্যের সন্ধান অব্যাহত রাখা, যা সর্বজনীন এবং শাশ্বত।
যারা সেই সত্য ধর্মকে চিনতে পেরেছে এবং তাকে গ্রহণ করেছে, তাদের জন্যই রয়েছে পরলোকে সত্যিকারের সাফল্য ও শান্তির পথ।
Alhamdulillah, I am a Muslim
আমি এটাই বিশ্বাস করি।
আলহামদুলিল্লাহ আমি মুসলিম
দূর হোক অন্ধবিশ্বাস জয় হোক মানবতার জয় হোক সত্য দূর কর অন্ধ বিশ্বাস
Eta ekta bhanda
নাস্তিকদের চিন্তাভাবনা
Thanks 🙏🙏🙏🙏🙏 সত্য জানার জন্য ।কোনো জানি না, আপনার কথা শুনলে মনের মধ্যে শান্তি আসে। কারণ , আপনি যুক্তি ছাড়া কথা বলেন না । আপনি একদম প্রমাণ দেখিয়ে দেখিয়ে কথা বলেন, আমি বৈজ্ঞানিক কে বিশ্বাস করি , ইতিহাস কে বিশ্বাস করি , আর সত্য শুনতে পছন্দ করি , সত্য শুনলে মনের মধ্যে সত্যি আসে। আমি কুসংস্কার পছন্দ করি না। আমি অনেক সত্য বুঝতে পেলাম , কারোর ভালো লাগুক আর না লাগুক , আমার খুব ভালোলাগে সত্য শুনতে । আপনি কুসংস্কার দুর করুন আর সত্য ছড়িয়ে দিন সারা বিশ্বে। আরো অনেক কুসাস্কার দুর করার জন্য সত্য প্রচার করুন God আপনার মঙ্গল করবেন । খুব সুন্দর হয়েছে, জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ জয় হরিবোল জয় দাদা আপনার জয় 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bangladeshi anuprobeshkari der ferot pathate hobe
😂😂😂 আপনি নিজেকে ছাগল প্রমাণ করলেন??
আগে আপনার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাবার নাম ও অস্তিত্ব ছিল কি খুঁজে বলুন এবং প্রমাণ দিন ।
যদি আপনি বলতে পারেন তাহলে বুজবো অপনার বাবার পরিচয় আছে।
নাহলে আমি যা বোঝার বুঝে যাব।
আপনি বাসতববাদী তাহলে God এর নাম নিচ্ছেন কেন God তো কলপনা সে রাম আল্লাহ যাই হোক
সত্যি কি সত্য জানার ইচ্ছা নাকি নিজের পছন্দ অনুযায়ী সত্য জানার ইচ্ছা ।সত্যি জানতে হলে আর সকল ধর্ম গুলোকেও ঘাটতে হবে তবেই তো লুকানো সত্য বেরিয়ে আসবে দাদা।
আপনার বক্তব্য প্রায় সবটাই ঐতিহাসিক ও নৃতত্ত্ব বিদ্যার উপড়ে ভিত্তি করেই, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে বেশ কিছু পড়াশোনা আমারও আছে। কাজেই রামচন্দ্র ও রামায়ন যে কাল্পনিক কাহিনী মাত্র, এ নিয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। শ্রীকৃষ্ণের বিষয়েই (৫০০০ বছর) যেখানে ঐতিহাসিক ভাবে সম্ভব নয়, রামচন্দ্রের (৮ লক্ষ)তো প্রশ্নই নেই।
ধন্যবাদ দাদা, আপনার আলোচনা অনেক যুক্তিযুক্ত। মানুষের কাছে সত্যিটা পৌঁছাতে পারে। ❤
আপনাকে অসংখ ধন্যবাদ
বিজ্ঞান ভিত্তিক চমৎকার আলোচনা।
আপনাকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ
বিজ্ঞান ও আল্লাহর সৃষ্টি
আসসালামু আলাইকুম বা আদব।কেমন আছেন।আমি হিন্দু ভাইদের কিছু প্রশ্ন করবো।আপনাদের কিছু জানার জন্য অনুরোধ জানাবো।
১-আপনাদের ধম গ্রন্থ কি পড়েছেন?
২-মানুষ কিভাবে প্রভু হয়?
৩-মুতি আপনাকে বানায় নাকি আপনি মুতিকে বানান।এবং এর মধ্য আপনি নাকি মুতি বড়?
বেদে ঈশ্বরের একত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। যেমন, ঋগ্বেদ ১০.৪৮.১-এ বলা হয়েছে, "ঈশ্বর সর্বত্রই বিদ্যমান এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন" এবং অর্থবেদ ১৩.৪.১৬-২১-এ উল্লেখ আছে, "তিনি একজন এবং শুধুই একজন"।
তাই আপনি আপনার ধম গ্রন্থ এবং কুরআন পড়েন। তার পড় বুঝতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। পরিশেষে সবাই কে ইসলামে দাওয়াত রইলো।
.
😊
প্রথমে আপনি নিজেকে জানতে চেষ্টা করুন । তারপর রাম ও কৃষ্ণ শব্দের অর্থ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ( ৩) যুগের কথা মানুষ কে বলে কলিযুগে থেকে ঐ (৩) যুগে কথা বলার মতো ও শোনার মতো মানুষের কাছে সময় নেই । আর একটু বিজ্ঞান বলে দেবে কি করে এতো পূর্নাঙ্গ হিসেবে কথা।
ধন্যবাদ
মূল কাহিনী, রাম একজন মানুষ রাজা, তার প্রশংসা করতে করতে বাল্মীকি কল্পনার আশ্রয় নিয়েছিলেন,, এবং রামকে দেবতারূপে উপস্থাপন করে। -- রবীন্দ্রনাথ
ধন্যবাদ
মুল কথা= হরি চাঁদ একজন সাধারণ মানুষ,রাজাও নয়। তাকে তারক চন্দ্র সরকার নিজের কল্পনায় ভগবান মনে করে শ্রীশ্রীহরি লীলামৃত রচনা করেছেন।😂😂😂😅😅😅
Tahole Ram chilen tahole ei tapas abar bhanda praman hoy
আরে বোকা ভাই বাহুবলী সিনেমা দেখেছো কি ।এই সিনেমার নায়ক বিভাস তেমনি রামায়ণ উপন্যাসের নায়ক রাম।তুমিও মনে মনে রাম টাম যাহোক একটা ধরে নিয়ে গল্পঃ লিখে বাজারে ছেড়ে দাও কারোর ভালো লাগলে সে তাকে ভগবান মনে করবে পুজা করবে সেটা তার ইচ্ছা ।এ নিয়ে মাতামাতি করার তো কিছু নেই ।
রাম হয়তো কোন প্রফেট ছিলেন। নবীরা মানুষ ছিলেন। পরবর্তী তে মানুষ তাকে ইশ্বর বানিয়েছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা শুনলাম। ভালো লাগলো। বর্তমান অবস্থায় এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা খুবই প্রাসঙ্গিক।
ধন্যবাদ দাদা সত্য নিয়ে কথা বলার জন্য।।।
সত্য যোগে আপনার হরি চাঁদ কোথায় ছিল বলবেন দাদা
হরি চাঁদ ত আধুনিক যুগের মানুষ
হরিচাঁদ স্বয়ং পূর্ণব্রহ্ম। আপনার মতো গাড়লরা হরিচাঁদ ঠাকুরকে অবতার বানিয়েছে। সত্যযুগে তার অস্তিত্ব কেন থাকবে? নির্বোধ না হলে এমন প্রশ্ন কেউ করে না।
সত্য যুগ শুধু ভারতে হিন্দু দের জন্য আসছিল তাইনা?
Harey Krishna 🕉 🛕 ❤ , harey Krishna 🛕❤🕉 . Harey Ram 🛕❤🕉 . Joy Ma Bhabatarini 🕉🛕❤ .
দাদা আষাঢ়ে গল্পের প্রমাণ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
দারুন তুমাদের মছুলমান থেকে জনমো তা প্রমান করতে জা দরকার করো ভাই
এতোবড় সত্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
ভালো আলোচনা! সকলের অনুসরণ করা উচিৎ।
দাদা আপনি একজন গবেষক। আপনি কোরান নিয়ে গবেষণা করবেন প্লীজ, আশা রাখি আপনি সত্য খুজে পাবেন যা আপনি প্রত্যাশা করি।
আগামীর পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
সনাতন ধর্মের মুখোশ খুলে দিয়েছেন।
আল্লাহ এই ধরণের অমুসলিম ভাই দের হেদায়েত দান করুন ইনশাআল্লাহ
এই অমুসলিম ভাই আল্লাহর উপাসক নাকি ঈশ্বরের উপাসক কি করে জানলেন? হরি ভক্তি tv কি আভাস দেয় ভেবে দেখুন।
খুব খুশি?
আজাইরা।
অনার কথা বুঝলে এই কমেন্ট করতেন না।
আল্লাহ আপনার হেদায়েত দিক।
ইসলাম ধর্মের আল্লাহ মুহাম্মাদের সৃষ্টি
শুভকামনা রইল, আপনার আলোচ্যবিষয় খুব সুন্দর লাগলো।
সুন্দর লাগল বলে লাভ কি বিষয় টা মানতে হবে এবং অন্যকেও মানতে বলতে হবে ।
দাদা আপনার শুভ কামনা করছি এগিয়ে যান
ধন্যবাদ
তুমি দেখছি আরেক ভুদাই
ভুদাই উনি না নিজে
@@monojitkumar8997সত্য বেরিয়ে আসছে ।ভয় পাচ্ছ কেন মেনে নাও ভয় কেটে যাবে । খুব সমস্যায় পড়েছ দেখছি ।ভোদাই বোঝাই বলে কি আর আটকানো যাবে ।
সবকিছুর পেছনে শুরুতেই আল্লাহ 😢 সবাই আল্লাহর সৃষ্টি দাপর যুগ যাই বলি 😢সবকিছুর পিছনে একজন অদ্বিতীয় আল্লাহ 😂😢😅
আপনার সব কিছুর সত্যতার উপর আমার যথেষ্ট সন্দেহ আছে ।
বিজ্ঞানভিত্তিক যুক্তিভিত্তিক গ্রহণযোগ্য আলোচনা এটাকে আমি স্যালুট করি দাদা কে ধন্যবাদ।
দারুন উপস্থাপনা। সত্যের নির্ভয় স্বীকারোক্তি।
ভারত যে পুরোটা বৌদ্ধ ময় ছিল, সে সম্পর্কে কিছু বললেন না।
জয় গুরু দাদা, আপনাকে ধন্যবাদ, আপনার সাথে একমত,❤❤
জয় গুরু 🙏🙏
Brilliant presentation and insight. I salute you.
ধর্মে অন্ধ ভাবে পালন করা যায় না।এ ভদ্রোলোক সুশিক্ষিত।
একদম সঠিক কথা বলেছেন ধন্যবাদ আপনাকে
কর্ম এই ধর্ম, কথা টা বলার জন্যে কি পড়া শুনা করা দরকার, আপনার যুক্তি গুলো খুবই দারুন - চমৎকার মানুষ আপনি😊😊😊🙏🙏🙏
ধন্যবাদ তাপস বাবু।
আসল সত্যটা মানুষ জানুক,ইসলাম ধর্মই সত্য ধর্ম।
দাদা আপনাকে অসংখ্য, ধন্যবাদ, সঠিক' বক্তব্যটা''প্রসার'করার জন্য বিশেষ করে'সঠিক' ইতিহাসকে' তুলিয়ে ধরার জন্য,বিশেষ করে ধর্ম সম্বন্ধে, মূল ইতিহাস জানার জন্য,
মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদেরকে বোকা বানানো হয়েছে।
শিল্প, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন এই সব গুলো কে একসাথে চিন্তা করতে শিখুন।
You are a learned person and have a vast knowledge on different languages and religions of ancient Hindustan . Thank you for your thoughtful and informative analysis. May God bless you.
Good analysis
তাপস বিশ্বাস পৃথিবীর সেরা ঐতিহাসিক গন ও ইতিহাস বিদের সাথে আপনার কথা মিলে।
যার যেমন ভাব তার তেমন লাভ।
বিবর্তনের মাধ্যমেই সভ্যতা এগিয়ে এসেছে আর সবই গাল গল্প।
জয় হরিচাঁদ গুরুচাদের জয় । সাধু ও বৌসনবের গুন গুলি বলবেন?কৃপা করে
আমি মুসলিম হিসাবে বলছি৷ আপনার কতাগুলা ভালো লাগে
Prottek manusher uchit Ondhobisshash theke berie shotter shondhan kora,,,onek onek shuvokamona❤
জয় সনাতন ধর্মের জয় সত্যের সন্ধানে তাপস বিশ্বাস জয় হোক
আপনি সবটাই সত্যি বলেছেন। একদম ঐতিহাসিক।
রামায়ণ লেখা হয়েছিল, বৌদ্ধ জাতক কথা থেকে। আর তখন ভাষা ছিল পালি প্রাকৃত। লিপি ছিল খারস্টি।
Excellent scientific analysis.
আমার একটা প্রশ্ন.....
দয়া করে বলবেন কেউ
তাহলে বুদ্ধের আগে কেউ ছিল না???
বুদ্ধ তাহলে সনাতন ধর্মের পরিবারে জন্মগ্রহন করেছিলেন কেন????
বুদ্ধের পরিবার কার উপাসনা করতো????
বুদ্ধের সময় মানুষ কোন দেব দেবী পুজা করতো???
রাম, কৃষ্ণ এরা কি মিথ্যা নাকি???
বুদ্ধের জন্মের আগে যে মন্দির গুলো আছে সে গুলো কার উপাসনা করা হতো???
কারো কাছে উত্তর নেই????
হরিভক্তি চ্যানেল কই আমার প্রশ্নের উত্তর
Are eta ekta bhanda
পৃথিবীর প্রথম মানুষ আদম (আ) ও তার সহধর্মিণী মা হাওয়া (আ) থেকে দুনিয়ার সকল মানুষের জন্ম।
গ্রীক রোমানরা আগে বিভিন্ন দেবদেবীর পুজা করতো,তারও আগে মিশর, শামদেশে মুসা নবীর সময় ইহুদিরা গরুর পুজা করতো ও আরব দেশে বিড়ালের,অগ্নি পুজা, সূর্য পুজা ও বিভিন্ন মুর্তির পুজা হতো কালের বিবর্তনে সব মুছে গেছে। কিন্তু আদম (আ) পর ১লক্ষ ২৪ হাজার পয়গম্বর আল্লাহ পৃথিবীতে একেশ্বরবাদী ধর্মের প্রচার করেছেন যা এখনও বিদ্যমান আছে। পয়গম্বরের এই ধারাবাহিকতায় শেষ নবী মোহাম্মদ (সা) ১৪০০ বছর আগে পৃথিবীতে এসেছেন শেষ নবী হিসেবে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্মর
এই মহাবিশ্বের সৃষ্টি কর্তা কি জন্মায় আর মরে প্রেম লিলা রংগ করে?
Thanks You
১৪ শত বছর আগে কুর'আনে বলা হয়েছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
ভাট বকবেন না
১৪০০ বছর আগে কোরআন শরীফে লেখা হয়েছে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে।
আপনি কোরআন শরীফ নিয়ে গবেষণা করবেন। মনোভাব অনেকটাই চেঞ্জ হয়ে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম
কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটি গবেষণা করবেন প্লিজ
দাদা নমস্কার আপনার ভিডিওগুলো শুনে থাকি আপনি খুব সাহসী তার জন্য আন্তরিক ধন্যবাদ। আমার প্রশ্ন রাধাকৃষ্ণের মন্দির একটা শিব কালীর মন্দির আলাদা কেন ।
সংস্কৃত ভাষার বয়স 4000 বৎসর যা হিন্দু ধর্ম গ্রন্থর ভাষা ।। একটা যূগের বয়ষ 12 লক্ষ্য96 হাজার বছর ।মানে আগে কোনো গ্রন্থ ছিলনা এই ধর্ম চলত কি করে । Oooo ধর্ম
আপনার ধর্ম হয়তো কিতাবে আবদ্ধ কিন্তু সনাতন ধর্ম তেমন নয় এটা পুরুষানুক্রমে বহু যুগ মৌখিক ভাবে চলতো পরে তা মুনি ঋষি গণের দ্বারা লিখিত রূপ পেয়েছে।
জয় হরি বোল গৌর হরি বোল
মানুষ মানুষই ছিল,যদি তাই হতো তাহলে সকল প্রানীর বির্বতন হতো,,সেই হিসাবে ছাগল আগে কি ছিল,,বা অন্যান্য প্রানী যা আমরা বর্তামন দেখি তারা আগে কেমন ছিল??
আপনার হরি চাঁদ কোথা থেকে আসছে আপনি জানেন
রামকানতো কে মার খেতে হোযেছিল কেনো কৃষ্ণ পূজা ইত দিয়েছিল বলবেন প্লিজ
তাপস বাবুর আলোচনা খুবই অর্থবহ ও বিজ্ঞান ভিত্তিক । এ আলোচনা ও তথ্য গুলি কে নির্মুখভাবে বিশ্লেষণ করলে আমরা নতূন সিদ্ধান্ত নিতে পারবো খুবই অর্থবহভাবে।
আপনি যে সনাতন ধর্মাবলম্বী সে বিষয়ে আপনার প্রতি আমার যথেষ্ট সন্দেহ আছে
কিন্তু উনি সত্যিই বলছেন ।
1:28
আপনিই তার কথা মিথ্যা প্রমাণ করুন
সত্য কথা bolele তো আপনাদের সহ্য হয়না
বিজ্ঞান ও মানে Power/god.
Eti akti bhand .
সত্যমেব জয়াতে । যুক্তিমেব জয়তে । তমেব জয়তে।
অতি বুঝদার শ্যামা কান্ত। ইনারা ঈশ্বরকে মানুষ বানায় আর মানুষ কি ঈশ্বর বানায়। অদ্ভুত ধরনের জ্ঞানপাপী।
,,,তুমার কথায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মন অস্থির হয়ে উঠেছে।
বিজ্ঞান এর ব্ই গুলি পড়ুন। একবিংশ শতাব্দীতে আবালের কথা কেউ শুনবে না।
বিজ্ঞান পডে বিজ্ঞানচেতা হবে ধার্মিক হবে কি? তুমি কি নাস্তিক?
ধর্ম আপনাকে কি দিয়েছে? বিজ্ঞান আপনাকে সব দিয়েছে। এই বিজ্ঞানের দৌলতে কমেন্ট করতে পারলেন এখানে।
@@sureshbiswas9769দুটো একটা ভালো বই ও লেখক/লেখিকার নাম বলুন। 🙏 কিনব।
তাপস বিশ্বাস এর সাথে সত্যের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে।
এই ধরাধামে এক মাএ সত্য হল রাম কৃষ্ণ। এর চেয়ে বড় সত্যি আর কিছু নাই।পাগলে কি বলে তাতে কারর কিছু যায় আসে না।
ভাই আমি বাংলাদেশ থেকেই ভাই আমাদের তোমাদের আল্লাহ কোনও জন্ম নেন নি বা মহান আল্লাহ কে কেউই জন্ম দেন নি ।
আপনাকে অনুরোধ করি পবিত্র কুরআন অধ্যয়ন করেন
আপনার কাজ কি রামায়ন মহাভারত কে
অমান্য করে হরিচাঁদ ঠাকুরের গুন গান করা ।
আমরা যারা ইতিহাস জানি, জানলে এই কথা সত্য হওয়া সত্যেও বলতে পারি না।বললে অনেক মানুষের মনে কষ্ট হবে। এবং অনেকে মনে করবে হিন্দু সম্প্রদায়ের মনে কষ্ট দিচ্ছে।আমি মানুষের মধ্যে ভেদাভেদ করি না। আমরা হিন্দু বাড়িতে ও ছেলেদের বাবাহ করিয়েছি।
দীন কৃষ্ণ ও পরম পুরুষে, আগের জন্মে নিয়ে অনেক গবেষণা করতে করতে গর্তে চলে যাওয়ার মতো
তাপস দা আপনার ঠাকুর দার ঠাকুর দা কবে জন্ম হয়েছিল অনার দলিল আছে
এমন কিছু কথা বলার চেষ্টা কোরো না যাতে সনাতনের বদনাম হয়।আগুন নিয়ে খেলা বন্ধ করো।
আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিন
আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা খুবই সহজ,
বড় প্রমাণ হল তুমি নিজেই।
যেমন তুমি কোন মূর্তি বানালে এবং সেই মূর্তির প্রতিষ্ঠাতা এবং সেই মূর্তির সৃষ্টিকর্তা তুমি নিজেই।
ঠিক তেমনি তোমাকে কেউ না কেউ সৃষ্টি করেছেন এবং সে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন।
@@নতুনদিগন্তেরসন্ধানেbhogoban baniyechen
@@abhijitroy6953 আমি ঠিক বলেছেন ভগবান এবং আল্লাহ দুজনেই এক
@@নতুনদিগন্তেরসন্ধানেইসলাম ধর্মের উপাস্য আল্লাহ আর ইসলাম ধর্মের পূর্বেই খৃষ্টান এবং ইহুদী দের ধর্ম প্রচলিত হয়েছিল তাহলে তাঁদের মতে আল্লাহ সব কিছুর স্রষ্টা নিশ্চই নয়। আপনি আপনার ধারণা অন্যের উপর চাপানোর চেষ্টা করেছেন তাছাড়া আর কিছু নয়।
সামনে তাকান অনেক দুরে শিশুর মতো মানুষিকতার নিয়ে পবিত্র মনে । দেখেছেন কি ,আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি দেখতে না পেলে সেটা আপনার দুর্বলতা আপনার ব্যর্থতা
জয় হরি বোল প্রনাম দাদা। রাম সেতু টা কি একটু বলবেন।।
রাম সেতুটা এই তাপসের বাবা তৈরি করেছে। এটা জানেন না আপনি।
BUDDHO KE RAM BANEA DEACHE BEDESE BRSMMON JONGI RA
ধন্যবাদ তাপস বাবু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে
Hollo❤❤
Tumi vai ekjon prochondo gyan pipashu manush. Tomar ekhon o boyosh achhe. Chalia jao. Onek ashirbaad.
এর থেকেও উন্নত ছিল । যেগুলো থেকে বলছেন তার সঙ্গে এক তিলও মেলে না । মানুষকে বিভ্রান্ত না করায় সমীচিন। যাহাকে ও আসনে বসাতে চায়ছেন তিনিও তাই ।
আপনি এতো পরিশ্রম করে যে তথ্য খাড়া করতে চেষ্টা করলেও আর এস এস রা কোনো দিন মানবেন না।🎉
দাদা নমস্কার। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কিপ্রমাণ আছে একটু দেখান
দেখিয়ে ভিডিও করে দেব 🙏
দেখীয়ে ভিডিও করে দিবে,
বইটার লেখকে,বইটার নাম সহ দিবেন
আপনার বলার মধ্যে আর বইয়ের মধ্যে কতটা সত্য সেটা সকলেই দেখবেন,
দাদা, ধর্মীয় বিষয় গুলো বিশ্বাসের ব্যাপার। এতেই বেশির ভাগ মানুষ খুশি থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। বিজ্ঞানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে গেলে সব গোলমেলে হয়ে যাবে, খেই খুঁজে পাবেন না। আসলে ধর্মীয় বিষয় গুলি মানুষ যুক্তি দিয়ে নয় বরং ভক্তি দিয়ে বিচার করতেই বেশী ভালোবাসে। যে যাতে খুশি সে তাই নিয়েই থাকুক। আপনি আপনার কাজ চালিয়ে যান।
Allah apnake hedayet dan korun.ameen
Very correct information.
তা বাবা, রাম রহিমের বাবা মা কে ছিলো?
Hare.krishna
Absolutely right advice
আপনার উৎপত্তি কবে হলো ? নিজের ব্রেন কোথায়?😂😂😂
You can see him & his head too, so his brain. You are not blind, are you? 😅
ঠাকুরদের সাথে বৈরাগীদের জিন যখন মিলিত হলো, সেখান থেকেই উনার উৎপত্তি 😂😂
মাসে মুদির প্রচারে ৩০লাখ টাকা ? DYFI jindabad
ধন্যবাদ❤
জয়হরিবোল শ্রীহরি কাছে প্রার্থনা করি তাপস বাবু মত😮 আরো কিছু মানুষ হলে সত্যি কথা জানাতে পারেন হরি বোল হরিবোল ধন্যবাদ
দাদা আপনার কাছে,প্রশ্ন: রইল' সেটা আপনাকে উদ্দেশ্য করে নয় কথা' বলা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ ছিল, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের ধর্মর
কাচে,?. হযরত আদম আলাইহি সাল্লাম আসার আগে কোন মানব জাতি পৃথিবীতে ছিল কিনা,?.???. কিনা,????.