প্রিয় সনাতন ধর্ম অবলম্বন কারি নর নারী গন , আপনারা অনুসন্ধান করে দেখুন , প্রাচীন গীতায় শ্লোকের সংখ্যা ৭০(সত্তর )। অর্থাৎ প্রথমে যে গীতা টি পাওয়া যায়, সে গীতায় শ্লোকের সংখ্যা ছিল সত্তর টি মাত্র। বর্তমানে পবিত্র গীতার শ্লোকের সংখ্যা ৭০০ ( সাত শত) টি । এখন প্রশ্ন পরে ৬৩০ ( ছয় শত ত্রিশটি ) শ্লোক কোথা থেকে আসল , এটা কি কিন্তু চিন্তা করার বিষয় । সুতরাং সকল দিকে লক্ষ্য রেখে ধর্ম কর্ম বা বিচার বিশ্লষণ করে পড়ুন এবং জানুন। আপনিই চেস্টা করলেই প্রাচীন গীতা পেটে পারেন । জ্ঞান সীমা বাড়াতে জ্ঞান সমুদ্র বেদ পড়ুন, বেদ সংগ্রহ করুন,বেদোগ্য পণ্ডিতের স্মরণাপন্ন হন। মিথ্যা পুস্তকে ডুবে থেকে সময়ে নষ্ট করবেন না। অনেক জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হেলায় সময়ে নষ্ট না করে মুক্তির লক্ষ্যে সনাতন ধর্মের প্রধাম ধর্ম গ্রন্থ পবিত্র বেদ কিনুন, নিজে পড়ুন,প্রজন্ম দের ঐ পথে অনুসরণ করার নির্দেশনা দান করুন, । নিজে বাঁচুন এবং সনাতন ধর্মকে রক্ষা করুণ। নমষ্কার। ওম
গিতায় ভগবান একটি কথা বলেছিল অল্প বুদ্ধি মানুষ আমাকে সাধারণ মানুষ বলে মনে করবে । আর আপনার মত এরকম মানুষ কখনও ভগবান কে জানতে ও পারবেনা চিনতে ও পারবে না আপনি কোন ছাই । দেবতারা এখন পযন্ত ভগবানকে বুঝতে পারেনাই । এরকম আলতু পালতু কথা বল্লে আপনাদের হরি চাঁদকে ভগবান বলে মানুষকে বুঝাতে চাইছেন । ওনি সাধক হিসাবে পুজনীয় শ্রদ্ধার ভগবান নয় দেবতাও নয় ।
***Ami Nurul Islam bolesi...Iswar abatar newar kunu prayujan nei. Iswar iswarei . Se biswas brahmander jekhanei thakuk na ken ,sabkisui se dekhte pai jante pai . Se sarbasaktiman yaijanyei bola hoy. Ke ki bhabe dile dile mone mone Iswar tai jante pare babe se Iswar, sei janyei se sarbasaktiman. Manus rup loiya kidare sristikarta nije banua putlar sange bibahe korbar janye akrista hote pare . Jadi akristai hote pare tabe se kirakam Iswar hote parbe ta ami manab hoye ki nijer gyan diye bujbar sesta korba na ken?* *Seijanye apnara anyatha Upanisader yai sabdhankarbar i slok / mantra ekbar gambhir dhyan diye pore dekhun :::- Hutaro MINDRU Hutaro mindra , mohashurindra . Allu zyesthang sresthang paramang purnang brahmana alam . Ala rasul Muhammadang barasya Allu Allam. Upanisad.* *Abar ATHARBA veder oi akoi sabdhan bani , hi Kum dekhen ki bola hoyese:::- Tasya illojitra barunuraja tasmatatani da byani punastang dudhyu. Habayami milang qabar Illolang.* *Allu rasul MUHAMMADANG BARASYA ALLU ALLAM...illolloti illalla.* *Akhon yaitau jene rakhen je yaguli mantrakei hinduke mrityur samay Kane Kane panditra mone me ne sunai jate se swarga lav korte pare. Tate hinduder sara jibane puja kore thaka kunu akjanu dev devta nam ullekh nei. Kena nei seta nijer bibek bibedana diye chinta kore dekhen . """"{{{{Yai slok go li dheke rakhar janyei satur panditra murti puja prasalan kore buli by ssas kortei hobe. Ja rakam Biharer Sakit namer jaiga take kirakam Ajudhya nam diyebadlaite seyedilen ta hindura bhalakare janen.""""}}}}.* *Dheke rekhe panditra na jekei hai ndu samajer ganya Manya mohagyani sajiye baki bhag bhagbkore rakha hinduke dashan korte ase ta bola darkar nei. Yaiguli slok ke tara ""ANKAHA mantra"" bole ( KAUKEI bola jete pare na mantra) bole ajkeu sadharan hindur kas theke dure ,anek anek dure yai mantrer bhed na jante pai tar janyei oi murti tsiri kore munske he bibhranta kore rekhese tar ar ek sathik praman yai je yai mantragili je hinduke morar samay Kane Kane sunai swarga pawar janye. Kena tabe sara jiboner banner pujyagulike takhan dure rakha hoye thake ta ki hindu khuje ber kora kartabya noy??? Koren tatkhanik bhabe yajanyei je ja manle swarga pete para take dure rekhe murti kena khara korlo pandit ra? Morar samay tader aktiru nam lowa joy na kena ?? Jiggasa korleu pandit bolbe na. More geleu bolbe na. Apnara na je alpa kasta kore bujhe nin.* * Sab manab jatir mangal houk . Yai amar ekmatra kamana. Ekhane amar kisutai asa jawa , lav nuksaner bepar noy. Sudhu manab jatir narke na jauk . Nark oti oti oti bhayanak aguner jaiga. Keu dajya korte parbe na na na na na na. Ananta kal ukhanei thakte hobe agune jaliya jaliya. Keu bachabe na. Takhan kunu farista/ devtaru sakti hobei na. Ek Allah ke jara manbe oi mantrer hum m anujayi ,sei jete parbe swarge . Baki keu na na na na.* *Mone rakhen je oi Matra tai Musalmanrau Arbite yairakam """La ilaha illallah Muxhammadur rasulullah"""QALMA Jake bola hoy, mrityur khanik age sunai ar oi luk janjeu nije mujhe pore nibar janye tagid korte thake. Parthakya yai je hindura nije porbar kunu abakashei pai na . Karan se jantei na ki morar purbe ki pora abasya kironiya swarga laver janye. Karan oi mattar namei rakha hoyese ,""ANKAHA", KAUKEI koite pare na mantra. Bujhe nao.***
জয়হরিবোল আমি দেরাদুন মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে আপনাকে অসংখ্য প্রণাম জানাই জয়হোক মতুয়া ধর্মের জয়হোক মানবতার সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যাক চালিয়ে যান সত্যের চাবুক। জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেন বলছি বুঝতে পারেছেন মনে হয়। আর একটা কথা আপনার পরিচয় খুঁজেছেন কখনো আপনি কে ।আগে আপনি কে খুঁজে দেখুন পরে ভগবান শ্রীকৃষ্ণ নেবেন
@@HaribhaktiTv হারামজাদার পাঁঠা তোর সাহস কি করে হয় রাম কে কৃষ্ণ কে ব্যাক্তি বলছিস আরে হারামজাদার শন তোকে একটা কথা বলি তোর ওই হরি চাঁদ বাকা চাঁদ গল্পঃ আমার সামনে দিবি না বুঝেছিস হারামজাদার
@@HaribhaktiTvআপনারা কি নিজেদেরকে চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ বিবেকানন্দ মীরা হরিদাস এর উপরে মনে করেন নাকি বাঙলাদেশ থেকে তারা খেয়ে এসে হিন্দুদের দেশে প্রাণ রক্ষা পেয়েছেন সেই ধর্ম কে বিন্যাস করতে বেইমানি করতে লজ্জা লাগে না
জয় শ্রী রাম ❤ জয় হনুমান ❤❤❤ দাদা আপনাকে সম্মান করে বলছি আপনি এসব বন্ধ করুন । হনুমান'জি কিন্তু সব ভুলের ক্ষমা করে। কিন্তু ,, শ্রী রাম চন্দ্রের ,, অপমান ক্ষমা করবে না । তাই বলছি সময় থাকতে আপনার ভুলের জন্য ,, হনুমান'জির কাছে ক্ষমা চেয়ে নিবেন। তাতেই আপনার মঙ্গল । আপনার সুমতি হোক। ❤❤ ❤ জয় শ্রী রাম ❤ জয় হনুমান ❤❤❤
🙏🙏 ❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র আদিস্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর আগে প্রথম সূর্যদেব বিবস্বানকে এই অমৃত গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং পরবর্তীতে আজ থেকে প্রায় 5200 বছর আগে কুরুক্ষেত্রে অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করছিলেন। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে এই জ্ঞান বর্ণনা করা হয়েছে। 🙏❤❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বললেন.... 🙏❤ হে অর্জুন যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ---- (ভগবদ্গীতা ৪র্থ অধ্যায়, শ্লোক ৭ ও ৮) 🙏❤ হে অর্জুন ! যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথ জানেন, তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ----- (ভগবদ্গীতা 4/9) 🙏❤ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে অর্জুন! সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। ---- (ভগবদ্গীতা 4/11) 🙏❤ আমিই এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমিই ঋক, সাম ও যজুর্বেদ। ---- (ভগবদ্গীতা 9/17) 🙏❤ আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপৃর্বক আমাকে ভজনা করেন, তাঁরা আমাতে অবস্থান করেন এবং আমিও তাঁদের মধ্যে বাস করি। ---- (ভগবদ্গীতা 9/29) 🙏❤ হে অর্জুন! যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তাঁরা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নীচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। ------ (ভগবদ্গীতা 9/32) 🙏❤ পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা? তাঁরা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করেন। অতএব, তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজন করো। ---- (ভগবদ্গীতা 9/33) 🙏❤ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রনাম করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবদ্গীতা 9/34 শ্রীকৃষ্ণই আবার কলিযুগে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ - ১৫৩৩ খ্রিঃ) ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে (অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা) হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রীজগন্নাথমিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন। [২] তাঁকে শ্রীরাধাকৃষ্ণের যুুুগল প্রেমাবতার বলা হয়। [৩] শ্রীকৃষ্ণচৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। [৪] তিনি বিশেষত পরম সত্ত্বা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম, ভক্তি ও হরেকৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রীকলিসন্তরন উপনিষদে ও শ্রীপদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে। পাপের এই কলিযুগে শুধুমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় গোলকধামে যাবার সূযোগ লাভ করবেন। রাধে রাধে 🙏🙏🙏
হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন পরম কৃষ্ণ ভক্ত তার গলায় তুলসীর মালা ছিল অহরহ তিনি কৃষ্ণ নাম জপ করতেন তিনি কখনও নিজেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন নি কারণ কেন বলবেন তিনি তো ভগবান নন কিন্তু তার যতো ভক্ত ও চেলারা তার নামে একটি ধর্ম গ্রন্থ তৈরি করে তাকে কৃষ্ণ সাজিয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আট কিলোমিটার দীর্ঘ চার কিলোমিটার চ ওড়া একটি গোবর্ধন পর্বত কে একটি কড়ে আঙ্গুলের সাহায্যে সাত দিন সাত রাত বৃন্দাবনের গোপ গোপীনীদের এবং। লক্ষ্য লক্ষ্য গাভী মাতা ও শাবকদের ইন্দ্রের সৃষ্টি ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন। আরো অনন্ত অপারকৃত লীলা করে ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা মানুষ প্রচন্ড শক্তিশালী মুনিরিষিরা দুরের কথা দেব দেবীরাও বুঝতে ও ব্যাখা করতে পারে নি আর আপনার মতো ছারপোকা সমতুল্য মুর্খেরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক সৃষ্টি লীলা ব্যাখা করে সন্দেহ ও দুর্নাম করছে এরকম ভন্ডামি করবেন না। আপনি ও আপনার ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো মাত্র পাঁচ কিলো একটি পাথরকে একটি কড়ে আঙুল তো দুরের কথা দুহাত দিয়ে ধরে উঁচু করে মাত্র দুই ঘণ্টা রাখতে পারবেন তাহলে ও আপনাকে ও ও আপনার ভগবান কে একজন শক্তিশালী আধ্যাততিক সাধু বলে মনে করা যাবে একটু চেষ্টা করে দেখেন তো।
আপনার কথা শুনলে কেউই হিন্দুধর্মে থাকবে না। তারা অন্য ধর্ম গ্রহণ করবেন। আর একটা কথা আমাদের হিন্দুধর্মে চারজন কৃষ্ণের কথা হয়েছেন। আমরা যে কৃষ্ণকে ভালোবাসি আপনি সেই কৃষ্ণের তথ্য তুলে ধরেন দাদা। নমস্কার 🙏🙏🙏
আপনি কি নিজে নিজেই কি বিশ্ব গুরু হতে চান,, আপনার মতে আসলে,, ভগবান কে,?, এ কথা বলেছেন, যে অবতার সে সাধারণ,, ভগবান অবতার হলে,, কখন পূর্বের কথা,, ভুলে যান না,,
কৃষ্ণ নিজেই স্বীকার করে বলেছেন যে তিনি পরমাত্মা নন পরমাত্মা জ্যোতিস্বরূপ যিনি সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা ও সংহারকর্তা গীতা ১৫/১৭, ১৩/১৭-১৬. কৃষ্ণ সত্যযুগের প্রথম যুবরাজ next to GOD
ভালো করে গীতা পড় । গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই সৃজন করি, পালন ও সংহার কর্তা আমিই। সাধুগনের পরিত্রাণ, দুষ্কৃতীকারীদের এবং অধর্ম নাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠারজন্য আমি নিজেই নিজকে সৃজন করি। জ্যোতি কি কণা ছাড়ি আছে? জ্যোতি কনার ভিতরেএবং, কণা জ্যোতির মধ্যে রয়েছে । একই পদার্থ কঠিন তরল ও বায়বীয় এই তিনটি রুপে পরিবর্তন হতে পারে । কণায় সঙ্গে কণার সংঘর্ষে আলোর বিচ্ছুরন ঘটে।সেই আলোতেও বস্তুকণা বর্তমান। জ্যোতির মাঝে বস্তুকণা নেই তুমি প্রমাণ কর।
আরে দাদা এই সব গীতা ফিতা দেখিয়ে লাভ কি ।ইনি তো প্রমাণ করে দিয়েছেন স্বয়ং কৃষ্ণের ই অস্তিত্ব ছিল না বা নেই তাহলে কে কোথায় কি শিখে গেছে তা নিয়ে আর কথা কি । এখানেই ঝাঁপ বন্ধ । আপনি ও একটা বই লিখে বলতে পারেন অত পৃষ্ঠায় অত নাম্বার শ্লোকে এই লেখা আছে ।এতে কি আর সত্যটা ঢাকা যাবে ।
ভাবার্থ মানেই তো " ঢপে চপ "। যেমন RSS চেলারা বলে, তারা নাকি দেশপ্রেমী। তারা নাকি ধর্ম মানে। অথচ বাস্তবে দেখুন যত অধার্মিক কাজ বা নৃশংস কাজ তার করে। মুচলেকা বীর সাভারকর নাকি দেশপ্রেমিক ছিল। এরই নাম ভাবার্থ। মানে বলবে এক আর করবে আর এক।🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
🙏❤❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বললেন.... বিভূতি-যোগ 🙏❤ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা, সর্বতোভাবে আমিই দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবদ্গীতা 10/2 🙏❤ যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবদ্গীতা 10/3 🙏❤ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস। সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পন্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। ভগবদ্গীতা 10/8 🙏❤ হে অর্জুন! আমিই সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমিই সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। ভগবদ্গীতা 10/22 🙏❤ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। ভগবদ্গীতা 10/21 🙏❤ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবীকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। ভগবদ্গীতা 10/34 🙏❤ ঐশ্বর্যযুক্ত, শ্রী-সম্পন্ন ও বল-প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজাংশসম্ভূত বলে জানবে। ভগবদ্গীতা 10/41 বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বললেন.... 🙏❤ হে অমিত প্রভাব! তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে ? ভগবদ্গীতা 11/43 🙏❤ তুমি সমস্ত জীবের পরমপূজ্য পরমেশ্বর ভগবান। তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপাভিক্ষা করছি। হে দেব! পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। ভগবদ্গীতা 11/44 ভগবান শ্রীকৃষ্ণ বললেন.... 🙏❤ হে অর্জুন! অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। ভগবদ্গীতা 11/54 🙏❤ হে অর্জুন! যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। ভগবদ্গীতা 11/55 ভক্তিযোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন.... 🙏❤ শ্রীভগবান বললেন, যাঁরা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবদ্গীতা 12/2 গুনত্রয়-বিভাগ যোগ 🙏❤ হে অর্জুন! প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। ভগবদ্গীতা 14/3 🙏❤ সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনিই তাদের জননী-স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ভগবদ্গীতা 14/4 পুরোষোত্তম-যোগ 🙏❤ হে অর্জুন! সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর ফিরে আসতে হয়না। ভগবদ্গীতা 15/6 🙏❤ হে অর্জুন! এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। ভগবদ্গীতা 15/7 রাধে রাধে🙏🙏
এই আমি বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে, ব্যক্তি কৃষ্ণ নয়।ধ্যানে আত্মা পরমাত্মায় যুক্ত হলে পরমাত্মার অনুভব ই তার অনুভব হয়। শ্রী কৃষ্ণ অর্জুন কে যে কথা গুলো বলেছেন তা ধ্যানে থেকেই বলেছেন।যেমন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিলে আপনার মোবাইল এই বলতে পারে আমিই সমস্ত ভার্চুয়াল জগত,যা খুশি দেখ।কিন্তু কানেকশন কেটে দিলে আর ভার্চুয়াল জগত থাকল না,একটা সাধারণ মোবাইল হয়ে গেছ।
Yes, if they are historical personalities,they are humans,but with great qualities and honours. If they are mythological heroes, poets singers story tellers and Bayatis have used them to popularise their own stories like Arabian Nights. Some of these story tellers have destroyed characters with sex oriented gossips to attract audience and readers.
ভগবান,সাধারন মানুষের বেশে এসেই,সাধারন মানুষকে শিক্ষা দেন।যদি অন্য প্রাণীর বেশে শিক্ষা দিতেন বা অসাধারণ রূপ ধরে ঞ্জান দান করতেন তা সাধারন মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব হতনা।
একদম ঠিক এই পাপিষ্ঠ কিভাবে মানুষকে পাপের পথে নিয়ে যাচ্ছে আজ সনাতন ধর্মের মানুষ কিছু বলেনা সনাতন মানুষকে এসব শিক্ষা দেয়না অন্য ধর্ম নিয়ে এসব কথা বলে দেখেন । বলতে বাদ্য হলাম হরিচাঁদ ঠাকুরের কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন ।
কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃষ্ণ যখন দ্বারকায় ফিরে যাচ্ছিল তখন অর্জুন এসে তাকে বললো, তুমি তো ফিরে যাচ্ছ কিন্তু যুদ্ধের সময় তুমি যে সমস্ত জ্ঞানের কথা আমাকে বলেছিলে আমিতো তা ভুলে গেছি। সুতরাং যাবার আগে আমাকে তা আর একবার বলে যাও। কিন্তু কৃষ্ণ বললো, যুদ্ধের সময় আমি যে সকল কথা তোমাকে বলেছিলাম তা আমি ধ্যানযুক্ত হয়ে বলেছিলাম, সুতরাং এখন আমি তা বলতে পারবো না। তখন কৃষ্ণ আরেক মুণি তার শিষ্যকে কি বলেছিল কৃষ্ণ তা অর্জুনকে বললো। তাহলে এখন প্রশ্ন কৃষ্ণ তাহলে কেমন ঈশ্বর বা ভগবান যে নিজের বলা কথা পুনরায় বলতে পারে না বা মনে রাখতে পারে না কিন্তু অন্যের বলা কথা বল মনে রাখে? ঈশ্বর কি কারো পূজা করেন না পূজা নেন? তাহলে কৃষ্ণ কেন তার স্ত্রীদের গর্ভে সন্তান আনবার জন্য শিব-পার্বতীর পূজা করেছিল? এরকম আরও অনেক বিষয় আছে যা প্রমান করে কৃষ্ণ মোটেও ঈশ্বর নয়।
দেবীভাগবত এই কৃষ্ণকে ভগবান বলে আখ্যা দিয়েছে। যদি তিনি ভগবান না হতেন তাহলে শ্রী কষ্ণকে ভগবান বলে সম্বোধন করলেন কেন। ওখানে লেখাআছে যে ভগবান কৃষ্ণ অতিমধুর?????
দাদা আপনি আপনার ইষ্ট দেবতা নিয়ে থাকেন। যে যার ইষ্ট দেবতা আছে,তাকে তা নিয়ে থাকতে দিন। আপনি সব যানেন এটা কি যানেন না ,, যত মত,তত পথ ,, আপনি তো ঠিক মত পাঠ করতে ই পারেন না । আপনার সুমতি হোক । ❤❤❤ জয় শ্রী রাম ❤❤❤
মুর্খ রা যখন যুক্তি প্রমাণে হেরে যায় তখন পাগলের মতো আবোলতাবোল কমেন্ট করে। এই ধরনের পাগল গুলো কে পাগলা গারদে পাঠানো দরকার। জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ। সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যাক চালিয়ে যান সত্যের চাবুক।
আরে ভাই একবার বলুন আপনার বা আপনার মতুয়াদের কাছে ভগবান কে বলুন। আপনারা যে হরি বোল হরি বোল করে নাচেন সেই হরি কে ? শেষে বলি আপনার ধর্মের নাম কি? আপনার উপাস্য ভগবান কে? আপনার ধর্ম গ্রন্থের নাম কি? তাড়াতাড়ি উত্তর চাই।
তোর মতো পাপী পৃথিবীতে থাকলে, মানুষ সুখে থাকতেই পারেনা, আমার মতো অনেক মানুষ তোর কথা শুনে কেও সুখে নেই, তুই কি করে জানলি আমরা সুখে আছি, তুই কি সয়ং হরিচাঁদ নাকি? হরিচাঁদকে আমার প্রণাম জানাই, কিন্তু তোর মতো ভক্তের প্রয়োজন নেই, আর এটা যেদিন বুঝে জাবি, সেদিন প্রকৃত ভক্ত হতে পারবি
@@NathSontosh ভগবানকে যেদিন জানতে পারবেন, ভগবান আর আপনার মধ্যে, কোনো পার্থক্য থাকবেনা, কেননা আপনি সেই, আমরা সকলেই এক, জগতের মায়ার কারণে প্রভেদ দেখি, তাই আপানিই যে সেই ঈশ্বর সেটা জানা হয়না
দাদা যে কথাগুলো আমি বললাম সেটা কি আমার কথা?? এটাতো ব্রাহ্মণদের রচিত শাস্ত্রের কথা। ব্রাহ্মণরা শ্রীকৃষ্ণকে শাস্ত্রে অপমান করেছে আমি সেটাই দেখাচ্ছি। যত যত শাস্ত্র গ্রন্থ দেখছেন সমস্তই ব্রাহ্মণরাই রচনা করেছেন, তারা তাদের সার্থ কায়েম করবার জন্যই এগুলো করেছেন। আপনি শিক্ষিত মানুষ হলে আশা করি এগুলো বুঝতে পারবেন 🙏🙏🙏 কোন শ্রীকৃষ্ণ আমাদের সকলের আরাধ্য সে বিষয়ে কিছুদিন পরে একটা ভিডিও প্রকাশ করব। তার আগে আর্যদের রচিত শাস্ত্র থেকে দেখাবো কৃষ্ণের চরিত্র তারা কিভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে 🙏🙏
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ,,নারদ আদি ব্যাসদেব দিতে নারে সিমা,,,এই শাস্ত্র গুলো আপনাকে ই লেখার দায়িত্ব দিতে হতো,,, কারন তাদের থেকে আপনার জ্ঞান অনেক বেশি ,,,,,,,
যাই বলুন না কেন উনি তো শাস্ত্র সবার সামনে দেখিয়ে দিল এবং সবাই দেখেও নিয়েছে ।এখন এই সত্যটাকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায় সেটাই ভাবি চলুন কোন উকিল কুকিল ধরে ।
🙏আপনার পড়বার উচ্চারণ,ভাষা র কথা একবার ভেবে দেখেছেন কি ? নিজের video টি একাধিকবার দেখুন,ভাবুন,,নিজের উত্তর হয়তবা পেয়ে যেতে পারেন,,আপনার মতো যারা আছেন, utube এর পয়সাই কি একমাত্র জীবনের কাম্য? লক্ষ্য ?ধর্ম-অধর্মের সঠিক ঠিকানা খোঁজার পথ কি শুধু আপনার দেখানো পথ !!! দোষ আপনার নয়,, আপনার মতো ওই মানুষগুলোর যারা ধর্ম-অধর্ম নিয়ে নানান কিছু লিখে সঠিক কর্মের সন্ধান না দিয়ে সময়ের অপব্যাবহার করে গেছেন,,যাইহোক নেমেছেন যখন নিজেকে update করেই নামুন না,,
দাদা এই গরমে তারাহুরো করে করতে গিয়ে কিছু উচ্চারণগত ত্রুটি হয়েছে। এই কথা গুলো আমার নয় শাস্ত্রের কথা। শাস্ত্রে কিরকম ভুলভাল কথা আছে তাই দেখাতেই এই ভিডিও করা।🙏🙏
Great... Explanation. Thanks. Now I have few questions.. You said horibol.... Who is hari? Have you seen him or her? If not, why do you follow him then? You said that God can't introduce as God... If so, then how do you introduce yourself to a animal... Would you say you are a human being... If so then you can't introduce yourself as humanbeing... Answer me
''অবজানন্তি মাং মূঢ়া,মানুষীং তনু-মাশ্রীতম্''৷ মূঢ় লোকেরা পরমেশ্বর আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। (গীতা ৯/১১)
Vai ei kotha poromessor bolechen, sri krisner mukh dia,karon oi somoy poromessor tahar upor vor koris chilo.
প্রিয় সনাতন ধর্ম অবলম্বন কারি নর নারী গন ,
আপনারা অনুসন্ধান করে দেখুন , প্রাচীন গীতায় শ্লোকের সংখ্যা ৭০(সত্তর )। অর্থাৎ প্রথমে যে গীতা টি পাওয়া যায়, সে গীতায় শ্লোকের সংখ্যা ছিল সত্তর টি মাত্র। বর্তমানে পবিত্র গীতার শ্লোকের সংখ্যা ৭০০ ( সাত শত) টি ।
এখন প্রশ্ন পরে ৬৩০ ( ছয় শত ত্রিশটি ) শ্লোক কোথা থেকে আসল , এটা কি কিন্তু চিন্তা করার বিষয় ।
সুতরাং সকল দিকে লক্ষ্য রেখে ধর্ম কর্ম বা বিচার বিশ্লষণ করে পড়ুন এবং জানুন। আপনিই চেস্টা করলেই প্রাচীন গীতা পেটে পারেন ।
জ্ঞান সীমা বাড়াতে জ্ঞান সমুদ্র বেদ পড়ুন, বেদ সংগ্রহ করুন,বেদোগ্য পণ্ডিতের স্মরণাপন্ন হন। মিথ্যা পুস্তকে ডুবে থেকে সময়ে নষ্ট করবেন না।
অনেক জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হেলায় সময়ে নষ্ট না করে মুক্তির লক্ষ্যে সনাতন ধর্মের প্রধাম ধর্ম গ্রন্থ পবিত্র বেদ কিনুন, নিজে পড়ুন,প্রজন্ম দের ঐ পথে অনুসরণ করার নির্দেশনা দান করুন, । নিজে বাঁচুন এবং সনাতন ধর্মকে রক্ষা করুণ। নমষ্কার। ওম
গিতায় ভগবান একটি কথা বলেছিল অল্প বুদ্ধি মানুষ আমাকে সাধারণ মানুষ বলে মনে করবে । আর আপনার মত এরকম মানুষ কখনও ভগবান কে জানতে ও পারবেনা চিনতে ও পারবে না আপনি কোন ছাই । দেবতারা এখন পযন্ত ভগবানকে বুঝতে পারেনাই । এরকম আলতু পালতু কথা বল্লে আপনাদের হরি চাঁদকে ভগবান বলে মানুষকে বুঝাতে চাইছেন । ওনি সাধক হিসাবে পুজনীয় শ্রদ্ধার ভগবান নয় দেবতাও নয় ।
অনেক অজানা তথ্য জানতে পারছি। ধন্যবাদ।🙏
Manush besi jante jante janower hoye jachhe bole na besi buddir golay dari.
শাস্ত্রে বলেছে কলিযুগের শেষে কোন ধর্ম থাকিবে না তারা আগেই জানতো একদিন না একদিন সত্যটা মানুষ জানবে এখন জানা শুরু হয়েছে শাস্ত্রে কি লেখা আছে। সাধু সাধু
শাস্ত্র বলে না রে বামুনদের বানানো গল্প তোমাদের দাস বানিয়ে রাখায়
সত্যকে বিকৃতভাবে জেনে মনুষ্যত্ব ধর্মেরও বিসর্জন হয়ে যাবে।
তাপস বিশ্বাস ও প্রশান্ত রায়ের বক্তব্য সঠিক ও যুক্তিযুক্ত এবং গ্রহন যোগ্য ও বাস্তব , বিজ্ঞান সম্মত ।
লরেন্স বিষ্ণু দরকার
আমি সাক্ষ্য দিচ্ছি।
আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য নাই।
হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর বান্দা ও রাসুল।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Hare krishna hare krishna krishna krishna hare hare.... Ami o sakkho dilam.
গনিতের মাল কি।জিজিয়া কর কি। আজমল কি।
Islamic ulemader kotha sono detail bujhte parbe@@TutanchandraSaha-bo2dy
ভুল ভাল বকছেন আপনি। শ্রীকৃষ্ণই ছিলেন ঈশ্বরের পুর্নাবতার। বেদব্যাস না হয় মিথ্যা বলেছেন কিন্তু গৌরংগ মহাপ্রভু ও ত তাকেই ঈশ্বর বলেছেন।
***Ami Nurul Islam bolesi...Iswar abatar newar kunu prayujan nei. Iswar iswarei . Se biswas brahmander jekhanei thakuk na ken ,sabkisui se dekhte pai jante pai . Se sarbasaktiman yaijanyei bola hoy. Ke ki bhabe dile dile mone mone Iswar tai jante pare babe se Iswar, sei janyei se sarbasaktiman. Manus rup loiya kidare sristikarta nije banua putlar sange bibahe korbar janye akrista hote pare . Jadi akristai hote pare tabe se kirakam Iswar hote parbe ta ami manab hoye ki nijer gyan diye bujbar sesta korba na ken?*
*Seijanye apnara anyatha Upanisader yai sabdhankarbar i slok / mantra ekbar gambhir dhyan diye pore dekhun :::- Hutaro MINDRU Hutaro mindra , mohashurindra . Allu zyesthang sresthang paramang purnang brahmana alam . Ala rasul Muhammadang barasya Allu Allam. Upanisad.*
*Abar ATHARBA veder oi akoi sabdhan bani , hi Kum dekhen ki bola hoyese:::- Tasya illojitra barunuraja tasmatatani da byani punastang dudhyu. Habayami milang qabar Illolang.*
*Allu rasul MUHAMMADANG BARASYA ALLU ALLAM...illolloti illalla.*
*Akhon yaitau jene rakhen je yaguli mantrakei hinduke mrityur samay Kane Kane panditra mone me ne sunai jate se swarga lav korte pare. Tate hinduder sara jibane puja kore thaka kunu akjanu dev devta nam ullekh nei. Kena nei seta nijer bibek bibedana diye chinta kore dekhen . """"{{{{Yai slok go li dheke rakhar janyei satur panditra murti puja prasalan kore buli by ssas kortei hobe. Ja rakam Biharer Sakit namer jaiga take kirakam Ajudhya nam diyebadlaite seyedilen ta hindura bhalakare janen.""""}}}}.*
*Dheke rekhe panditra na jekei hai ndu samajer ganya Manya mohagyani sajiye baki bhag bhagbkore rakha hinduke dashan korte ase ta bola darkar nei. Yaiguli slok ke tara ""ANKAHA mantra"" bole ( KAUKEI bola jete pare na mantra) bole ajkeu sadharan hindur kas theke dure ,anek anek dure yai mantrer bhed na jante pai tar janyei oi murti tsiri kore munske he bibhranta kore rekhese tar ar ek sathik praman yai je yai mantragili je hinduke morar samay Kane Kane sunai swarga pawar janye. Kena tabe sara jiboner banner pujyagulike takhan dure rakha hoye thake ta ki hindu khuje ber kora kartabya noy??? Koren tatkhanik bhabe yajanyei je ja manle swarga pete para take dure rekhe murti kena khara korlo pandit ra? Morar samay tader aktiru nam lowa joy na kena ?? Jiggasa korleu pandit bolbe na. More geleu bolbe na. Apnara na je alpa kasta kore bujhe nin.*
* Sab manab jatir mangal houk . Yai amar ekmatra kamana. Ekhane amar kisutai asa jawa , lav nuksaner bepar noy. Sudhu manab jatir narke na jauk . Nark oti oti oti bhayanak aguner jaiga. Keu dajya korte parbe na na na na na na. Ananta kal ukhanei thakte hobe agune jaliya jaliya. Keu bachabe na. Takhan kunu farista/ devtaru sakti hobei na. Ek Allah ke jara manbe oi mantrer hum m anujayi ,sei jete parbe swarge . Baki keu na na na na.*
*Mone rakhen je oi Matra tai Musalmanrau Arbite yairakam """La ilaha illallah Muxhammadur rasulullah"""QALMA Jake bola hoy, mrityur khanik age sunai ar oi luk janjeu nije mujhe pore nibar janye tagid korte thake. Parthakya yai je hindura nije porbar kunu abakashei pai na . Karan se jantei na ki morar purbe ki pora abasya kironiya swarga laver janye. Karan oi mattar namei rakha hoyese ,""ANKAHA", KAUKEI koite pare na mantra. Bujhe nao.***
চাড়াল জীবনে প্রথম দেখলাম আপনাকে
Apni সত্যি bolen ke apnar shatru dekhe labh nei apni chaliye jan. I support u Tapash Da❤❤. Apnar vdo ami daily dekhi khob bhalo lage eguli amar 24/7 mone hoy. ❤❤ Iswar apnar mangal karun ❤ ❤ 🙏 🙏 🙏🙏 🙏.
হরে কৃষ্ণ, হে পরমাত্মা শুমতি দেও।
তাঁর ইচ্ছা এবং নির্দেশে আপনি আপনার কাজ চালিয়ে যান.👍👍 অসাধারণ খুব সুন্দর 👏👏
জয়হরিবোল আমি দেরাদুন মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে আপনাকে অসংখ্য প্রণাম জানাই জয়হোক মতুয়া ধর্মের জয়হোক মানবতার সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যাক চালিয়ে যান সত্যের চাবুক। জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ।
হরিবোল
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেন বলছি বুঝতে পারেছেন মনে হয়। আর একটা কথা আপনার পরিচয় খুঁজেছেন কখনো আপনি কে ।আগে আপনি কে খুঁজে দেখুন পরে ভগবান শ্রীকৃষ্ণ নেবেন
অসাধারণ আলোচনা চালিয়ে যান ধন্যবাদ
ধন্যবাদ
@@HaribhaktiTv হারামজাদার পাঁঠা তোর সাহস কি করে হয় রাম কে কৃষ্ণ কে ব্যাক্তি বলছিস আরে হারামজাদার শন তোকে একটা কথা বলি তোর ওই হরি চাঁদ বাকা চাঁদ গল্পঃ আমার সামনে দিবি না বুঝেছিস হারামজাদার
সাহোস থাকলে স্কিনে ফোন নম্বরটা দিতে বলেন ।দেখি কতো বড়ো বাল ছেঁড়া পন্ডিত হয়েছে
ধন্যবাদ
@@HaribhaktiTvআপনারা কি নিজেদেরকে চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ বিবেকানন্দ মীরা হরিদাস
এর উপরে মনে করেন নাকি বাঙলাদেশ থেকে তারা খেয়ে এসে হিন্দুদের দেশে প্রাণ রক্ষা পেয়েছেন
সেই ধর্ম কে বিন্যাস করতে বেইমানি করতে লজ্জা লাগে না
তোমরা যে ব্যবসা শুরু করেছ আমাদের আর বুজবার বাকি নাই।
আপনাকে ধনবাদ এই সত্য তথ্য সনাতন সমাজকে পৌছে দেওয়ার জন্য কৃষ্ণকি শুধূ টিককি ধারির কৃষ্ণ সবার অন্ধ ভক্তর অন্ধ গ্রন্ত সংশোধন করে নুতন প্রজন্মের হাতে দেওয়া হোক।
বাওনদের ভন্ডামি প্রকাশ করূন
রাক্ষসী রা রাক্ষসী দের কথায় সায় দেয়।
আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গীতার ভাষায় আপনারা হচ্ছেন মূঢ়ো । গীতা ৭/১৫
Akdom shothik bolechen dada oh ki bollen dada arektu bolle ami aro beshi khushi hotam asole era rakhir thekei bhoiongkor
খুব সুন্দর হয়েছে ❤❤❤ জয় হরি বল
তোমাকে বোঝাইতে গেলে ভগবানের ও পারা কষ্ট। তুমি ভক্তদের টিকিধারী বলছ। তমি নিজেই প্রকৃত অসুর। তোমার তামাশা বেশি দিন চলবে না।।
রামকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ যদি সাধারণ মানুষ হয় তুমি কি অসাধারণ মানুষ ভাই !
তাপসবাবু আপনার প্রচেষ্টা কে সাধুবাদ জানাই৷
ধন্যবাদ
তাপস বিশ্বাসের যদি এতো সাহস থাকে স্কিনে ফোন নম্বরটা দিতে বলেন ।কথা দিচ্ছি কাঁচা খালে দেবো
@@AmitBiswas-qp3kf তাপস মানবতাবাদী | আপনি কি নরঘাতী না আত্মঘাতী হতে চান?
@@pankajpurkait7940 gando murkho. Taposh babu budho dharmo bissasi. Andho hindu biddesi..
@@pankajpurkait7940তোর ঠিকানা টা বলে যা!!!
সাধু সাধু ধ্ন্য বাদ।তাপস গোসাই।সত্যকে জাগিয়ে তুলুন আমরা সবাইআপনাদেসংঙ্গে আছি। আমিসুরেশ বিশ্বাস বাদকুল্লা নদীয়া।😊
হরিবোল 🙏
উৎসাহ দিতে থাকুন। যতসব ফালতু বিশ্বাসের দল।
সত্য বললে বড় গায়ে লাগে বুঝি
তোর হরি চাঁদ ও তো সাধারোন মানুষ
জয় শ্রী রাম ❤ জয় হনুমান ❤❤❤ দাদা আপনাকে সম্মান করে বলছি আপনি এসব বন্ধ করুন । হনুমান'জি কিন্তু সব ভুলের ক্ষমা করে। কিন্তু ,, শ্রী রাম চন্দ্রের ,, অপমান ক্ষমা করবে না । তাই বলছি সময় থাকতে আপনার ভুলের জন্য ,, হনুমান'জির কাছে ক্ষমা চেয়ে নিবেন। তাতেই আপনার মঙ্গল । আপনার সুমতি হোক।
❤❤ ❤ জয় শ্রী রাম ❤ জয় হনুমান ❤❤❤
চালিয়ে যান সত্য শুনতে খারাপ ই লাগে God is one. Thanks dada
তাও আবার বিকৃত সত্য
🙏🙏 ❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র আদিস্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর আগে প্রথম সূর্যদেব বিবস্বানকে এই অমৃত গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং পরবর্তীতে আজ থেকে প্রায় 5200 বছর আগে কুরুক্ষেত্রে অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করছিলেন।
মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে এই জ্ঞান বর্ণনা করা হয়েছে।
🙏❤❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বললেন....
🙏❤ হে অর্জুন যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।
সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।
---- (ভগবদ্গীতা ৪র্থ অধ্যায়, শ্লোক ৭ ও ৮)
🙏❤ হে অর্জুন ! যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথ জানেন, তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন।
----- (ভগবদ্গীতা 4/9)
🙏❤ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে অর্জুন! সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে।
---- (ভগবদ্গীতা 4/11)
🙏❤ আমিই এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমিই ঋক, সাম ও যজুর্বেদ।
---- (ভগবদ্গীতা 9/17)
🙏❤ আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপৃর্বক আমাকে ভজনা করেন, তাঁরা আমাতে অবস্থান করেন এবং আমিও তাঁদের মধ্যে বাস করি।
---- (ভগবদ্গীতা 9/29)
🙏❤ হে অর্জুন! যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তাঁরা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নীচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে।
------ (ভগবদ্গীতা 9/32)
🙏❤ পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা? তাঁরা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করেন। অতএব, তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজন করো।
---- (ভগবদ্গীতা 9/33)
🙏❤ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রনাম করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবদ্গীতা 9/34
শ্রীকৃষ্ণই আবার কলিযুগে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন।
শ্রীচৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ - ১৫৩৩ খ্রিঃ) ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে (অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা) হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রীজগন্নাথমিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন। [২] তাঁকে শ্রীরাধাকৃষ্ণের যুুুগল প্রেমাবতার বলা হয়। [৩] শ্রীকৃষ্ণচৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। [৪] তিনি বিশেষত পরম সত্ত্বা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম, ভক্তি ও হরেকৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রীকলিসন্তরন উপনিষদে ও শ্রীপদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে। পাপের এই কলিযুগে শুধুমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় গোলকধামে যাবার সূযোগ লাভ করবেন।
রাধে রাধে 🙏🙏🙏
যার কোন অস্তিত্ব ছিল না বা নেই সে কি বলে গেল তার নিয়ে ফালতু মাথা ঘামানো কেন ।
আপনার নাম্বারটা দিন সরাসরি কিছু জানার আছে
দীন কৃষ্ণ অসুরের বড় ভাই তাপস বিশ্বাসুর।
Right.
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 Hare Krishna joy Radhe Radhe 🙏😃🕉️❤️
সত্যিটা বললে। অসুর কথা শুনতে হয় মিথ্যা বললে তারে মাথায় তুলে রাখতে হয় ঠিক বলছিনা হরেকৃষ্ণ
প্রমান দিলেই আপনাদের ______!
তুই কি অসুর রাজা নাকি রে
দাদা আপনার কাজ চালিয়ে জান ধন্যবাদ ❤❤
আপনি মুখের ভাষা ঠিক করুণ
যে মানুষ কে সম্মান করে কথা বলতে পারে না তার মুখে এ সব কথা মানায় না
তুই কৃষ্ণ নাম কর তোর ভালো হবে
এরাসবাই সাধারণ মানুষছিলেন আর আপনার হরিচাদঠাকুরি পূর্ণ ব্রহ্ম ভগবান ছিলেন ,তাইনা ।
একজন আ পাও ধোয়া মানুষ ও ভগবান হলো কীভাবে? দাদা
হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন পরম কৃষ্ণ ভক্ত তার গলায় তুলসীর মালা ছিল অহরহ তিনি কৃষ্ণ নাম জপ করতেন তিনি কখনও নিজেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন নি কারণ কেন বলবেন তিনি তো ভগবান নন কিন্তু তার যতো ভক্ত ও চেলারা তার নামে একটি ধর্ম গ্রন্থ তৈরি করে তাকে কৃষ্ণ সাজিয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আট কিলোমিটার দীর্ঘ চার কিলোমিটার চ ওড়া একটি গোবর্ধন পর্বত কে একটি কড়ে আঙ্গুলের সাহায্যে সাত দিন সাত রাত বৃন্দাবনের গোপ গোপীনীদের এবং। লক্ষ্য লক্ষ্য গাভী মাতা ও শাবকদের ইন্দ্রের সৃষ্টি ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন। আরো অনন্ত অপারকৃত লীলা করে ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা মানুষ প্রচন্ড শক্তিশালী মুনিরিষিরা দুরের কথা দেব দেবীরাও বুঝতে ও ব্যাখা করতে পারে নি আর আপনার মতো ছারপোকা সমতুল্য মুর্খেরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক সৃষ্টি লীলা ব্যাখা করে সন্দেহ ও দুর্নাম করছে এরকম ভন্ডামি করবেন না। আপনি ও আপনার ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো মাত্র পাঁচ কিলো একটি পাথরকে একটি কড়ে আঙুল তো দুরের কথা দুহাত দিয়ে ধরে উঁচু করে মাত্র দুই ঘণ্টা রাখতে পারবেন তাহলে ও আপনাকে ও ও আপনার ভগবান কে একজন শক্তিশালী আধ্যাততিক সাধু বলে মনে করা যাবে একটু চেষ্টা করে দেখেন তো।
Krishna Asol Bhogoban noy,Hari Lilamrita porhe dekh,Hari Chand Thakur er pujo korto Krishna,Ram, Goutam Buddha and Shiva
Horcand.nijey.swmpunno.uni.karo.sdhona.korey.nai
😅 37:09 😂❤😢😮😅😊❤❤😂🎉😢😮😅😊
Pura baje katha.
1
দেখেছ ভাই তোমার এই ভিডিওর যাদুতে তার ধর্মের দাওয়াত দিয়ে গেল।
সব দেবতারা বলেন কৃষ্ণ ভগবান আর আপনি বলেন সাধারণ মানুষ ্আমার দরকার আপনার মাকে কোন বিজে আপনার জনম টা হয়েছে
এই ৺পাঠাটা আবার কোন গ্রহ থেকে এলো রে😂
আপনার কথা শুনলে কেউই হিন্দুধর্মে থাকবে না। তারা অন্য ধর্ম গ্রহণ করবেন। আর একটা কথা আমাদের হিন্দুধর্মে চারজন কৃষ্ণের কথা হয়েছেন। আমরা যে কৃষ্ণকে ভালোবাসি আপনি সেই কৃষ্ণের তথ্য তুলে ধরেন দাদা। নমস্কার 🙏🙏🙏
দাদা ওর জনম কুকুরের বিজ দিয়ে ওর মা কে বেলেন কার বিজে ওর জনম
অবশ্যই পরে তুলে ধরব
ধন্যবাদ🙏
আপনি কি নিজে নিজেই কি বিশ্ব গুরু হতে চান,, আপনার মতে আসলে,, ভগবান কে,?, এ কথা বলেছেন, যে অবতার সে সাধারণ,, ভগবান অবতার হলে,, কখন পূর্বের কথা,, ভুলে যান না,,
আপনি একটা বড়ো মূর্খ,, আপনার পতন খুব তাড়াতাড়ি,,
এদের কথা শুনলে পাপ হবে।
সত্য কথা
ধন্যবাদ আমরা আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য শুনতে পাই সত্য মিথ্যা বোঝা কঠিন হয় রিচার্জ করতে হবে।
ধন্যবাদ
তাপস বিশ্বাস কলিযুগের ভগবান 😂😄
Tor vagoban. Gadha
কৃষ্ণ নিজেই স্বীকার করে বলেছেন যে তিনি পরমাত্মা নন পরমাত্মা জ্যোতিস্বরূপ যিনি সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা ও সংহারকর্তা গীতা ১৫/১৭, ১৩/১৭-১৬. কৃষ্ণ সত্যযুগের প্রথম যুবরাজ next to GOD
ভালো করে গীতা পড় । গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই সৃজন করি, পালন ও সংহার কর্তা আমিই। সাধুগনের পরিত্রাণ, দুষ্কৃতীকারীদের এবং অধর্ম নাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠারজন্য আমি নিজেই নিজকে সৃজন করি। জ্যোতি কি কণা ছাড়ি আছে? জ্যোতি কনার ভিতরেএবং, কণা জ্যোতির মধ্যে রয়েছে । একই পদার্থ কঠিন তরল ও বায়বীয় এই তিনটি রুপে পরিবর্তন হতে পারে । কণায় সঙ্গে কণার সংঘর্ষে আলোর বিচ্ছুরন ঘটে।সেই আলোতেও বস্তুকণা বর্তমান। জ্যোতির মাঝে বস্তুকণা নেই তুমি প্রমাণ কর।
পরমাত্মা কাকে বলে? কেন পরমাত্মা বলা হয়? জানলে বল।
সঠিক গীতা সঠিক ভাবে পড়। তহলে নিজেই বুঝ যাবে আসল সত্যি কি?
আরে দাদা এই সব গীতা ফিতা দেখিয়ে লাভ কি ।ইনি তো প্রমাণ করে দিয়েছেন স্বয়ং কৃষ্ণের ই অস্তিত্ব ছিল না বা নেই তাহলে কে কোথায় কি শিখে গেছে তা নিয়ে আর কথা কি । এখানেই ঝাঁপ বন্ধ । আপনি ও একটা বই লিখে বলতে পারেন অত পৃষ্ঠায় অত নাম্বার শ্লোকে এই লেখা আছে ।এতে কি আর সত্যটা ঢাকা যাবে ।
সঠিক ভাবে বলতে ইনি ভুল পড়ছেন। এনাকে একটু শিখিয়ে দিন তাহলে আমরা ও শিখে যাব।
আপনি এগিয়ে চলুন। অনেক অনেক শুভেচ্ছা রইল
শাস্ত্রের শব্দার্থ জেনে কি হবে আপনি তো ভাবার্থই জানেন না 😂😂😂
Right
মূর্খ অপদার্থ
Kon bhabartha ?
ভাবার্থ মানেই তো " ঢপে চপ "।
যেমন RSS চেলারা বলে, তারা নাকি দেশপ্রেমী। তারা নাকি ধর্ম মানে।
অথচ বাস্তবে দেখুন যত অধার্মিক কাজ বা নৃশংস কাজ তার করে। মুচলেকা বীর সাভারকর নাকি দেশপ্রেমিক ছিল।
এরই নাম ভাবার্থ। মানে বলবে এক আর করবে আর এক।🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
এ শালারা শাস্ত্র জ্ঞানহীন গরু।
আমি শুধু কৃষ্ণ ও রামের কাহিনি পড়েই বুঝেছিলাম এটা মানুষের লেখা। এটা দৈব কিছু না।
🙏❤❤ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বললেন....
বিভূতি-যোগ
🙏❤ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা, সর্বতোভাবে আমিই দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবদ্গীতা 10/2
🙏❤ যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবদ্গীতা 10/3
🙏❤ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস। সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পন্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। ভগবদ্গীতা 10/8
🙏❤ হে অর্জুন! আমিই সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমিই সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। ভগবদ্গীতা 10/22
🙏❤ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। ভগবদ্গীতা 10/21
🙏❤ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবীকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। ভগবদ্গীতা 10/34
🙏❤ ঐশ্বর্যযুক্ত, শ্রী-সম্পন্ন ও বল-প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজাংশসম্ভূত বলে জানবে। ভগবদ্গীতা 10/41
বিশ্বরূপ দর্শন যোগ
অর্জুন বললেন....
🙏❤ হে অমিত প্রভাব! তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে ? ভগবদ্গীতা 11/43
🙏❤ তুমি সমস্ত জীবের পরমপূজ্য পরমেশ্বর ভগবান। তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপাভিক্ষা করছি। হে দেব! পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। ভগবদ্গীতা 11/44
ভগবান শ্রীকৃষ্ণ বললেন....
🙏❤ হে অর্জুন! অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। ভগবদ্গীতা 11/54
🙏❤ হে অর্জুন! যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। ভগবদ্গীতা 11/55
ভক্তিযোগ
ভগবান শ্রীকৃষ্ণ বললেন....
🙏❤ শ্রীভগবান বললেন, যাঁরা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবদ্গীতা 12/2
গুনত্রয়-বিভাগ যোগ
🙏❤ হে অর্জুন! প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। ভগবদ্গীতা 14/3
🙏❤ সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনিই তাদের জননী-স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ভগবদ্গীতা 14/4
পুরোষোত্তম-যোগ
🙏❤ হে অর্জুন! সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর ফিরে আসতে হয়না। ভগবদ্গীতা 15/6
🙏❤ হে অর্জুন! এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। ভগবদ্গীতা 15/7
রাধে রাধে🙏🙏
এই আমি বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে, ব্যক্তি কৃষ্ণ নয়।ধ্যানে আত্মা পরমাত্মায় যুক্ত হলে পরমাত্মার অনুভব ই তার অনুভব হয়। শ্রী কৃষ্ণ অর্জুন কে যে কথা গুলো বলেছেন তা ধ্যানে থেকেই বলেছেন।যেমন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিলে আপনার মোবাইল এই বলতে পারে আমিই সমস্ত ভার্চুয়াল জগত,যা খুশি দেখ।কিন্তু কানেকশন কেটে দিলে আর ভার্চুয়াল জগত থাকল না,একটা সাধারণ মোবাইল হয়ে গেছ।
গীতায় তো কোন রাধার উল্লেখ নেই, এতো যৌন আলোচনা পূর্ণ ব্রহ্ম বৈবর্তপুরানের কল্পিত কেচ্ছা কাহিনি যা আদর্শ পুরুষ কৃষ্ণ চরিত্রকে ভয়ানক ভাবে কুলষিত করেছে।
Yes, if they are historical personalities,they are humans,but with great qualities and honours. If they are mythological heroes, poets singers story tellers and Bayatis have used them to popularise their own stories like Arabian Nights. Some of these story tellers have destroyed characters with sex oriented gossips to attract audience and readers.
ভাই আপনাকে সবিনয় নিবেদন করছি।আপনি একজন সনাতন ধর্মের মানুষ আপনার এভাবে সনতন ধর্মের অবমাননা ঠিক নয়।।
ভগবান,সাধারন মানুষের বেশে এসেই,সাধারন মানুষকে শিক্ষা দেন।যদি অন্য প্রাণীর বেশে শিক্ষা দিতেন বা অসাধারণ রূপ ধরে ঞ্জান দান করতেন তা সাধারন মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব হতনা।
ধন্যবাদ
তুমি অন্ধভক্ত
Vogoman sadi sex keno kore amake bolo
Vai tomi bolo tomi manos tomi ki tomar toylet kete parbe parbe na ta hole tomi bolo vogoman insan hoye keno asbe
@@majumder.821apni muhro
ভগবান একমাত্র তাপস বিশ্বাস।
আজগবী গল্প দেবেন না।মহা পাপ হবে
একদম ঠিক এই পাপিষ্ঠ কিভাবে মানুষকে পাপের পথে নিয়ে যাচ্ছে আজ সনাতন ধর্মের মানুষ কিছু বলেনা সনাতন মানুষকে এসব শিক্ষা দেয়না অন্য ধর্ম নিয়ে এসব কথা বলে দেখেন । বলতে বাদ্য হলাম হরিচাঁদ ঠাকুরের কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন ।
আপনার কথা শুনতে খুব ভালো লাগে?
মানুষ কখনও ইশ্বর হতে পারে না। উনি ইশ্বরের দুত হতে পারেন।
আমি দেহ এই জ্ঞান থাকতে ভগবানকে জানা যায় না😂😂😂😂🎉
দেবী ভাগবত কথাটি ব্যাকরণগতভাবে ভুল এটি একটি অর্বাচিন😂😂😂😂😂🎉🎉😂😂😂🎉🎉🎉 শাস্ত্র
তোমার মতে ভগবান কে ? 7:34
পিপীলিকার পাখা গজায় মরিবার তরে😂 আপনি এতো বরো কথা বলার যোগ্য নন
সত্যকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
মানুষ আর মানুষ নেই তাপস অসুর
আপনি কি বুঝে এটা লিখলেন?
দিনোকৃষ্ণ 2
দিনকৃষ্ণ নয় দিন কুকুর ২
একজন চ্যালা উভয়েই।
Right right right❤❤❤❤
পুরো কালো পাঠার মতো দেখতে
কেষ্টর চেয়েও?
😂ka ra
তাহলে বুঝি আপনি ভগবান ছিলেন ।
বিষ্ণু মায়ায় আপনি মহাগ্রস্থ ভগবানের স্মরণ নিন আপনার কল্যাণ হবে 😮😮😮
Dino kukorer chela 🎉
ভাই এই লোকটা কি বলে 😂 কৃষ্ণ যদি সুদর্শন চক্র নিয়ে এর সামনে দাড়ায় তাহলে মাথা খুঁজে পাওয়া যাবে না 😁 রাধে রাধে ❤️
কৃষ্ণ সাধারন মানুষ ছিল তা আমি ও জানি কিন্তু শ্রী কৃষ্ণ যে অসুর ছিল তার প্রমান দিয়ে যাবি নয় বোঝবো তু সনাতন ধর্মী না।
সে ভিডিও চ্যানেলে একাধিক আছে
@@HaribhaktiTv কি আছে ভাই বলনা। প্রমান দে বাপের বেটা হলে।
সাধারন আর অসাধারন আপনি হলেন অসাধরন তাই আপনি ভগবান ।
জন্ম যার আছে সে কখনো নিজেকে ভগবান বলে দাবি করতে পারেন না
অন্ধভাবে ভক্ত বাঘের থেকে ও ভয়ঙ্কর
অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতা- আমি মানুষ রুপে আবির্ভূত হই বলে, মূঢ়রা আমাকে জানতে পারে না
তা হলে কি বেদব্যাস কি মূখ্য ছিলেন??
Apni thiki bolechen kaku amaro tai mone hoy 👌🏻👌🏻👌🏻👌🏻
জয় হরিচাঁদ
Jay radheshyam ❤
হরিবোল
কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃষ্ণ যখন দ্বারকায় ফিরে যাচ্ছিল তখন অর্জুন এসে তাকে বললো, তুমি তো ফিরে যাচ্ছ কিন্তু যুদ্ধের সময় তুমি যে সমস্ত জ্ঞানের কথা আমাকে বলেছিলে আমিতো তা ভুলে গেছি। সুতরাং যাবার আগে আমাকে তা আর একবার বলে যাও। কিন্তু কৃষ্ণ বললো, যুদ্ধের সময় আমি যে সকল কথা তোমাকে বলেছিলাম তা আমি ধ্যানযুক্ত হয়ে বলেছিলাম, সুতরাং এখন আমি তা বলতে পারবো না। তখন কৃষ্ণ আরেক মুণি তার শিষ্যকে কি বলেছিল কৃষ্ণ তা অর্জুনকে বললো। তাহলে এখন প্রশ্ন কৃষ্ণ তাহলে কেমন ঈশ্বর বা ভগবান যে নিজের বলা কথা পুনরায় বলতে পারে না বা মনে রাখতে পারে না কিন্তু অন্যের বলা কথা বল মনে রাখে? ঈশ্বর কি কারো পূজা করেন না পূজা নেন? তাহলে কৃষ্ণ কেন তার স্ত্রীদের গর্ভে সন্তান আনবার জন্য শিব-পার্বতীর পূজা করেছিল? এরকম আরও অনেক বিষয় আছে যা প্রমান করে কৃষ্ণ মোটেও ঈশ্বর নয়।
ধন্যবাদ
দূর পাগল
তাহলে ইশ্বর কে বল
ঈশ্বর হচ্ছে তামস অসুরের বানানো ভগবান হরিচাঁদ ঠাকুর দীন অসুরে বলেছে আরেক অসুরে শুনেছে ভগবান বলেছে আমার মনেনাই তোদের মত অসুরা কুটি জনমে ভগবানকে চিনতে পারবিনা জানতে পারবিনা ।
তাহলে কে ঈশ্বর,গুরুচাঁদ,নাকি হরিচাঁদ?
Ram Hari Krishna Hari Sri Gouranga Hari Hari Chand Asol Hori Purnabramba Hari,Hari Chand Thakur Asol Bhogoban
Tumi valo hoye jao ,taratari.
বহুদিন পর সঠিক তথ্য পেলাম।
সৃষ্টি কর্তা আর স্রষ্টা কখনো এক হতে পারে না, সত্যি অপুর্ব সুন্দর বলেছেন।
ধন্যবাদ
বলতে থাকুন এটা তো কলিযুগ আপনার কথা সবাই গ্রহন করবে ভগবানের কথা নয় ।
হরিচাঁদ ঠাকুর ভগবান সেটা কোন শাস্ত্রে আছে?
জয় হরিবোল। আপনি তো নিজে কিছু বলছেন না। শাস্ত্রের পৃষ্ঠা তুলে ধরেছেন সত্য ভাবে। সুতারাং চরৈবেতি। সত্য কে যারা হজম করতে পারে না,তারা কোলাহল করুক
ধন্যবাদ 🙏🙏
"জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া "
জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম
কৃষ্ণ অবতার ছিলেন❤❤❤❤
দেবীভাগবত এই কৃষ্ণকে ভগবান বলে আখ্যা দিয়েছে। যদি তিনি ভগবান না হতেন তাহলে শ্রী কষ্ণকে ভগবান বলে সম্বোধন করলেন কেন। ওখানে লেখাআছে যে ভগবান কৃষ্ণ অতিমধুর?????
Apni asadharan
Book ti apnar guru deber lekha
Apni Dina krishna( Dina sur er chamcha)
Hare krishna, jay Hari chand
Pata tor jarmer thik nei 😡😡😡😡😡😡
Aei tui dada ke gali dichish....tor janmer thik aache
Tor jonmer thik nei
দাদা আপনি আপনার ইষ্ট দেবতা নিয়ে থাকেন। যে যার ইষ্ট দেবতা আছে,তাকে তা নিয়ে থাকতে দিন। আপনি সব যানেন এটা কি যানেন না ,, যত মত,তত পথ ,, আপনি তো ঠিক মত পাঠ করতে ই পারেন না । আপনার সুমতি হোক ।
❤❤❤ জয় শ্রী রাম ❤❤❤
জয় হরি বোল গৌর হরি বোল অসাধারণ অসাধারণ
হরিবোল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সংগে সাধারণ মানুষের মতো আচারন করে ছিলেন । কিন্তু তার কার্যকলাপ ছিল অসাধারণ।
TUI DEKHE CHILI SEI SAMAYE
Parameswar bhagobanke dekhat janno man darkar bhakti darkar
Pagol anek rakam hoi
মুর্খ রা যখন যুক্তি প্রমাণে হেরে যায় তখন পাগলের মতো আবোলতাবোল কমেন্ট করে। এই ধরনের পাগল গুলো কে পাগলা গারদে পাঠানো দরকার। জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ। সমাজ থেকে কুসংস্কার ব্রাহ্মন্যবাদ চিরোতরে নিপাত যাক চালিয়ে যান সত্যের চাবুক।
সাস্ত্রে কি আছে এটাতো সবার জন্য না।সাধারণ হিন্দুদের কিতাব জানা নিষেধ।
আপনার সত্য বলার সাহস আছে। আপনাকে সাধুবাদ জানাই। প্রভু যীশু আপনাকে ভালবাসেন। তাঁর সন্ধান করেছেন কি?
😂😂😂😂😂😂 পথভ্রষ্ট
Jesus christ allah nobi silen
@@nuhunali2281 তুমি ঈশ্বর দেখেছ? ঈশ্বর আছে বুঝলে কি করে? অলীক বস্তুর কল্পনা কিভাবে করলে।
এক অন্ধকার থেকে অন্য অন্ধকার জগতে পাঠাতে চাচ্ছেন।
হরিচাঁদ ঠাকুর কে তার জন্ম দাতা কে, হরিচাঁদ ঠাকুরের গুরু কে,,,, জয় হরিচাঁদ।
আরে ভাই একবার বলুন আপনার বা আপনার মতুয়াদের কাছে ভগবান কে বলুন। আপনারা যে হরি বোল হরি বোল করে নাচেন সেই হরি কে ? শেষে বলি আপনার ধর্মের নাম কি? আপনার উপাস্য ভগবান কে? আপনার ধর্ম গ্রন্থের নাম কি? তাড়াতাড়ি উত্তর চাই।
সংগঠনের গ্রন্থ নিজেদের মনগড়া হয়েছে বেশি
সংগঠনের ভক্ত হয়ে তাদের গ্রন্থ গুলি পড়ে
সবাই আসল গ্রন্থ গুলি পড়ুন অন্ধবিশ্বাস মোচন করুন
Apnar ae Reding para sabai sunben naki?
ঐ যত দিন পৃথীবি থাকবে ততদিন কৃষ্ণ ভগবান হবে
ইউটিউবে ছেড়েছেন কেন জনসাধারণের সামনে এসো কথা বলেন যদি বুকের পাটা এতো হয়ে থাকে
ধন্যবাদ প্রিয় দাদা ভাই ঝুলার বিড়াল বের করে দিন
তোর মতো পাপী পৃথিবীতে থাকলে, মানুষ সুখে থাকতেই পারেনা, আমার মতো অনেক মানুষ তোর কথা শুনে কেও সুখে নেই, তুই কি করে জানলি আমরা সুখে আছি, তুই কি সয়ং হরিচাঁদ নাকি? হরিচাঁদকে আমার প্রণাম জানাই, কিন্তু তোর মতো ভক্তের প্রয়োজন নেই, আর এটা যেদিন বুঝে জাবি, সেদিন প্রকৃত ভক্ত হতে পারবি
আসল ভগবান কে জানাবেন
@@NathSontosh ভগবানকে যেদিন জানতে পারবেন, ভগবান আর আপনার মধ্যে, কোনো পার্থক্য থাকবেনা, কেননা আপনি সেই, আমরা সকলেই এক, জগতের মায়ার কারণে প্রভেদ দেখি, তাই আপানিই যে সেই ঈশ্বর সেটা জানা হয়না
এত আলোচনা এতো বই,চার কৃষ্ণ তাদের নাম ,ও গুন কৃওন করুন,কোন বইতে আছে জানান, গোলকের কৃষ্ণ,আর অশুর কৃষ্ণ কি এক, জানাবেন প্লিজ 😮
দাদা যে কথাগুলো আমি বললাম সেটা কি আমার কথা??
এটাতো ব্রাহ্মণদের রচিত শাস্ত্রের কথা।
ব্রাহ্মণরা শ্রীকৃষ্ণকে শাস্ত্রে অপমান করেছে আমি সেটাই দেখাচ্ছি।
যত যত শাস্ত্র গ্রন্থ দেখছেন সমস্তই ব্রাহ্মণরাই রচনা করেছেন, তারা তাদের সার্থ কায়েম করবার জন্যই এগুলো করেছেন।
আপনি শিক্ষিত মানুষ হলে আশা করি এগুলো বুঝতে পারবেন 🙏🙏🙏
কোন শ্রীকৃষ্ণ আমাদের সকলের আরাধ্য সে বিষয়ে কিছুদিন পরে একটা ভিডিও প্রকাশ করব।
তার আগে আর্যদের রচিত শাস্ত্র থেকে দেখাবো কৃষ্ণের চরিত্র তারা কিভাবে বর্ণনা করেছেন।
ধন্যবাদ আপনাকে 🙏🙏
এই বেটাকে কি বলে বকা দিলে মন শান্তি পাওয়া যায় ভাই বলুন তো।
Oke holachoda bolun😂😂
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ,,নারদ আদি ব্যাসদেব দিতে নারে সিমা,,,এই শাস্ত্র গুলো আপনাকে ই লেখার দায়িত্ব দিতে হতো,,, কারন তাদের থেকে আপনার জ্ঞান অনেক বেশি ,,,,,,,
যাই বলুন না কেন উনি তো শাস্ত্র সবার সামনে দেখিয়ে দিল এবং সবাই দেখেও নিয়েছে ।এখন এই সত্যটাকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায় সেটাই ভাবি চলুন কোন উকিল কুকিল ধরে ।
এর কথা শোনা মহাপাপ
আজ সত্যিই একটা অজানা তথ্য জানলাম
🙏আপনার পড়বার উচ্চারণ,ভাষা র কথা একবার ভেবে দেখেছেন কি ? নিজের video টি একাধিকবার দেখুন,ভাবুন,,নিজের উত্তর হয়তবা পেয়ে যেতে পারেন,,আপনার মতো যারা আছেন, utube এর পয়সাই কি একমাত্র জীবনের কাম্য? লক্ষ্য ?ধর্ম-অধর্মের সঠিক ঠিকানা খোঁজার পথ কি শুধু আপনার দেখানো পথ !!! দোষ আপনার নয়,, আপনার মতো ওই মানুষগুলোর যারা ধর্ম-অধর্ম নিয়ে নানান কিছু লিখে সঠিক কর্মের সন্ধান না দিয়ে
সময়ের অপব্যাবহার করে গেছেন,,যাইহোক নেমেছেন যখন নিজেকে update করেই নামুন না,,
দাদা এই গরমে তারাহুরো করে করতে গিয়ে কিছু উচ্চারণগত ত্রুটি হয়েছে।
এই কথা গুলো আমার নয় শাস্ত্রের কথা। শাস্ত্রে কিরকম ভুলভাল কথা আছে তাই দেখাতেই এই ভিডিও করা।🙏🙏
@@HaribhaktiTv একবার আপনার মতো চরিত্র বান মানুষ কে হাতের সামনে পাই
লেখাটা তো আপনিও পড়তে পারছেন । ভালো করে পড়ে নিন ।বয়স হলে চোখে দেখার সমস্যা হতেই পারে ।
দিন কৃষ্ণ ও তাপস কৃষ্ণ দুই ভাই,,,,,,,,,,,,,,,
ভায়রা ভাই।
আপনার চেয়ে বর বর মতুয়া আছে কৃষ্ণ কে অপমান করে না। আপনার বিশ্বাস কে অপমান করলে কেমন লাগবে।
Great... Explanation. Thanks. Now I have few questions.. You said horibol.... Who is hari? Have you seen him or her? If not, why do you follow him then? You said that God can't introduce as God... If so, then how do you introduce yourself to a animal... Would you say you are a human being... If so then you can't introduce yourself as humanbeing... Answer me