Pendrive কিনার আগে এই বিষয় গুলো অবশ্যই দেখবেন | Best pendrive in 2024 | Aponhut

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Pendrive কিনার আগে এই বিষয় গুলো অবশ্যই দেখবেন | Best pendrive in 2024 | Aponhut
    Best Pendrives 2024 | 128 GB | Best USB Flash drives for windows & mac
    পেন ড্রাইভ কেনার সময় যে সকল বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন
    বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ডিভাইসে হলো পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে কোনো তথ্য বা প্রয়োজনীয় ফাইল, ছবি, অডিও, ভিডিও আদান প্রদান করতে পারি এবং পেন ড্রাইভ এ তা সংরক্ষণ করে রাখতে পারি। আপনি কোন ধরণের পেনড্রাইভ কিনবেন?
    সাধারনত সস্তা এবং স্টোরেজ বেশি এমন পেনড্রাইভ না কেনাই ভালো। এটি হয়তো আপনার সাময়িক চাহিদা পূরণ করতে পারে কিন্তু দীর্ঘ সময় ব্যবহার উপযোগী না।
    বাজারে বিভিন্ন কোম্পানির পেনড্রাইভ পাওয়া যায়, একটি ভালো কোম্পানির পেনড্রাইভ কিনবেন কারণ ভালো মানের পেনড্রাইভ কিনলে এটি বেশি দিন সার্ভিস দিবে।
    বাজারে বিভিন্ন কোম্পানির পেনড্রাইভ পাওয়া যায়, তাই পেনড্রাইভ কেনার সময় পেনড্রাইভের সৌন্দর্যের পাশাপাশি গুরুত্ত দেয়া উচিত, পেনড্রাইভটি ভালো কোম্পানির কি না, এটি ব্যাবহারে সুবিধা আছে কি না, এটি শক্ত ও মজবুত কি না। অনেক ধরণের পেনড্রাইভ আছে যেগুলো পানিতে পড়লেও নষ্ট হয় না আপনি চাইলে এগুলো কিনতে পারেন।
    বর্তমান সময়ে ৪ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পেনড্রাইভ আছে অথবা এর বেশি ক্যাপাসিটি পেনড্রাইভে ও বাজারে পাওয়া যায়। আপনি যদি ছবি, অডিও, ভিডিও , ফাইল রাখতে চান তাহলে একটু বেশি স্টোরেজএর পেনড্রাইভ নেয়াই ভালো।
    ভালো ব্রান্ডের পেনড্রাইভ হলে আর ভাইরাস থেকে মুক্ত রাখতে পারলে অনেকদিন পেনড্রাইভ ব্যবহার করা যায়। যেখানে সেখানে ফেলে রাখা, অনেকদিন যাবত ব্যবহার না করা, ভাইরাজনিত কম্পিউটারে সরাসরি পেনড্রাইভ ব্যবহার করা, বেশি বেশি ফরমেট দেয়া এ সকল কারণে পেনড্রাইভ তারতারি নষ্ট হয়ে যেতে পারে।
    আশা করছি এই সকল বিষয় বিবেচনা করে আপনি নিজের জন্য একটি পেনড্রাইভ বাছাই করতে পারবেন।
    #Pendrive #Pendrive 2024 #Flash #SSD #USBflashdrive #128GBPendrive #USB3PenDrive #FingerPrintProtection #Hppendrive#PendriveBuyingGuide#Aponhut

ความคิดเห็น • 7

  • @NishiBegum-pd6ji
    @NishiBegum-pd6ji 6 หลายเดือนก่อน +3

    কত GB pendrive দিয়ে windows setup করা যাবে?

    • @aponhut
      @aponhut  6 หลายเดือนก่อน +1

      কমপক্ষে ৮ জিবির হতে হবে।

  • @kobitaghor1
    @kobitaghor1 4 หลายเดือนก่อน +1

    ভাইজান কোন কোম্পানির পেইন্ডাইব বেস্ট বললেন না তো।
    আর ১ TB এর দাম কত হবে ব্রান্ড এর একটা পেন্ড্রাইব এর

  • @shektariqulislam3556
    @shektariqulislam3556 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @soponmh3320
    @soponmh3320 29 วันที่ผ่านมา

    ৫০০-১৫০০ টাকার মধ্যে কোন পেনড্রাইভটি ভালো হবে?

    • @aponhut
      @aponhut  3 วันที่ผ่านมา

      all in 1

  • @shahedchowdhury6211
    @shahedchowdhury6211 3 หลายเดือนก่อน +1

    ভিডিওতে অনেক কথা আসে নাই আর ভিডিওটা কমপ্লিট নয়,,,,