আগমনী # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : আগমনী (Agomony)
    কবি : কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Foysal Aziz)
    একি রণ-বাজা বাজে ঘন ঘন-
    ঝন রনরন রন ঝনঝন!
    সেকি দমকি দমকি
    ধমকি ধমকি
    দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি
    ওঠে চোটে চোটে,
    ছোটে লোটেফোটে
    বহ্নি-ফিনিকি চমকি চমকি
    ঢাল-তলোয়ারে খনখন!
    একি রণ-বাজা বাজে ঘন ঘন
    রণ ঝনঝন ঝন রণরণ!
    হৈ হৈ রব
    ঐ ভৈরব
    হাঁকে, লাখে লাখে
    ঝাঁকে ঝাঁকে ঝাঁকে
    লাল গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে
    ওই পালে পালে,
    ধরা কাঁপে দাপে।
    জাঁকে মহাকাল কাঁপে থরথর!
    রণে কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত,
    শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর!
    'গুরু গরগর' বোলে ভেরী তূরী,
    'হর হর হর'
    করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!
    ওঠে ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি
    হু-হু-হু-হু-হু-হু-শনশন!
    ছোটে সুরাসুর-সেনা হনহন!
    তাতা থৈথৈ তাতা থৈথৈ খল খল খল
    নাচে রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে,
    ধকধক জ্বলে জ্বলজ্বল
    বুকে মুখে চোখে রোষ-হুতাশন!
    রোস্ কোথা শোন্!
    ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,
    ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
    মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে
    ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া
    নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে
    সৃষ্টি সে টলে টলমল!
    ওকি বিজয়-ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল!
    ওঠে কোলাহল,
    কূট হলাহল
    ছোটে মন্থনে পুন রক্ত-উদধি,
    ফেনা-বিষ ক্ষরে গলগল!
    টলে নির্বিকার সে বিধাত্রীরো গো
    সিংহ-আসন টলমল!
    কার আকাশ-জোড়া ও আনত-নয়ানে
    করুণা-অশ্রু ছলছল!
    বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁজর ঝম্‌ঝম,
    নাচে ধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্‌বম্!
    লাল লালে-লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের,
    ওঠে ওঙ্কার রণ-ডঙ্কার,
    নাদে ওম্ ওম্ মহাশঙ্খ বিষাণ রুদ্রের!
    ছোটে রক্ত-ফোয়ারা বহ্নির বান রে!
    কোটি বীর-প্রাণ
    ক্ষণে নির্বাণ
    তবু শত সূর্যের জ্বালাময় রোষ
    গমকে শিরায় গম্‌গম্!
    ভয়ে রক্ত-পাগল প্রেত পিশাচেরও
    শিরদাঁড়া করে চন্‌চন্!
    যত ডাকিনী যোগিনী বিস্ময়াহতা,
    নিশীথিনী ভয়ে থম্‌থম্!
    বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্‌ঝম্!
    ঐ অসুর-পশুর মিথ্যা দৈত্য-সেনা যত
    হত আহত করে রে দেবতা সত্য!
    স্বর্গ, মর্ত, পাতাল, মাতাল রক্ত-সুরায়;
    ত্রস্ত বিধাতা,
    মস্ত পাগল পিনাক-পাণি স-ত্রিশূল প্রলয়-হস্ত ঘুরায়!
    ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়!
    চিতার উপরে চিতা সারি সারি,
    চারিপাশে তারি
    ডাকেকুক্কুর গৃহিনী শৃগাল!
    প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!
    প্রলয়-দোলায়দুলিছে ত্রিকাল!!
    আজ রণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্মহারণ,
    দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ!
    পদতলে লুটে মহিষাসুর,
    মহামাতা ঐ সিংস-বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে-
    শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর!
    ‌‌'নাই দানব
    নাই অসুর,-
    চাইনে সুর,
    চাই মানব!'-
    বরাভয়-বাণী ঐ রে কার
    শুনি, নহে হৈ রৈ এবার!
    ওঠ্ রে ওঠ্,
    ছোট্ রে ছোট্!
    শান্ত মন,
    ক্ষান্ত রণ!-
    খোল্ তোরণ,
    চল্ বরণ
    করব্ মা'য়;
    ডর্‌ব কায়?
    ধরব পা'য় কার্ সে আর,
    বিশ্ব-মা'ই পার্শ্বে যার?
    আজ আকাশ-ডোবানো নেহারি তাঁহারি চাওয়া,
    ঐ শেফালিকা-তলে কে বালিকা চলে?
    কেশের গন্ধ আনিছে আশিন-হাওয়া!
    এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ,
    সরসিজ-নিভ শুভ্র বালিকা
    এল বীণা-পাণি অমলা ঐ!
    এসেছে গনেশ,
    এসেছে মহেশ,
    বাস্‌রে বাস্!
    জোর উছাস্!!
    এল সুন্দর সুর-সেনাপতি,
    সব মুখ এ যে চেনা-চেনাঅতি!
    বাস্ রে বাস্‌ জোর উছাস্!!
    হিমালয়! জাগো! ওঠো আজি,
    তব সীমা লয় হোক।
    ভুলে যাও শোক- চোখে জল ব'ক
    শান্তির- আজি শান্তি-নিলয় এ আলয় হোক!
    ঘরে ঘরে আজি দীপ জ্বলুক!
    মা'র আবাহন-গীত্ চলুক!
    দীপ জ্বলুক!
    গীত চলুক!!
    আজ কাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম্!
    স্বা-গতম্!
    স্বা-গতম্!!
    মা-তরম্!
    মা-তরম্!!
    ঐ ঐ ঐ বিশ্ব কণ্ঠে
    বন্দনা- বাণী লুণ্ঠে-'বন্দে মাতরম্!!!'

ความคิดเห็น • 48

  • @MokabbarMokabbar
    @MokabbarMokabbar 4 หลายเดือนก่อน +2

    আমার মনে হয় কাজী নজরুল ইসলাম পৃথিবীর সেরা কবি এরকম দুর্দান্ত লিখনি আর কেইবা লিখতে পারে আমার শ্রদ্ধেয় ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম

  • @MdRakib-vb3uz
    @MdRakib-vb3uz 3 หลายเดือนก่อน +2

    একটা মানুষ এভাবে কীভাবে লিখতে পারে।
    এককথায় আমি স্তম্ভিত পুরাই হতবাক 😮

  • @almamun-o3b
    @almamun-o3b 5 หลายเดือนก่อน +5

    তোদের ডিজিটাল ডিজের চেয়ে আমার এই আবৃত্তি শুনে রক্তে আগুন লাগে। ❤ভালোবাসায় নজরুল❤

    • @penmuni3833
      @penmuni3833 5 หลายเดือนก่อน +1

      Actually Kazi Nazrul Islam is the DJ. He was not digital, but he was the original RAP composer. ভালোবাসায় নজরুল

  • @badrulahsankhan4248
    @badrulahsankhan4248 5 หลายเดือนก่อน +3

    অসাধারণ হয়েছে আবৃত্তি।

  • @mohammadfoysal3951
    @mohammadfoysal3951 5 หลายเดือนก่อน +2

    একটা মানুষের লিখনী কিভাবে এতটা সুন্দর হতে পারে।

  • @mohammadbinabdulmannan977
    @mohammadbinabdulmannan977 5 หลายเดือนก่อน +7

    একজন গণিত শিক্ষক!! অভাবনীয়!!

  • @penmuni3833
    @penmuni3833 5 หลายเดือนก่อน +1

    Kazi Nazrul Islam is the original RAP composer. Amazing recitation Foysal Aziz.

  • @RinaBera-t9j
    @RinaBera-t9j 4 หลายเดือนก่อน

    এক কথায় অনবদ্য উপস্থাপনা 👌👍🙏চেতনায় নজরুল আজ সার্থক ।❤

  • @anowarrobbins2278
    @anowarrobbins2278 3 ปีที่แล้ว +3

    অসাধারন বল্লেও আপনার প্রশংসা কম হয়ে যায়। অনুমান করছি আপনার এই চমৎকার কন্ঠের মতই আপনার আচার।😊

  • @MdRasadulIslam
    @MdRasadulIslam 3 ปีที่แล้ว +1

    এক কথায় অসাধারণ । সত্যিই অনেক সুন্দর ।

  • @সত্যধ্বনি
    @সত্যধ্বনি 3 ปีที่แล้ว +10

    এটি কিভাবে আবৃত্তি করলেন ফয়সাল ভাই! সত্যিই আপনার মুখে যাদু আছে বলতে হয়।

  • @travel-of-time
    @travel-of-time 5 หลายเดือนก่อน +3

    উপসর্গেরটাই সেরা।

    • @rabiulsjunction
      @rabiulsjunction 5 หลายเดือนก่อน +1

      ভাই এটা আবৃত্তি। আর উপসর্গেরটা রেপ মিউজিক। উপসর্গেরটা জাস্ট আগুন, সন্দেহ নেই।

  • @Sifa3ullah1fif
    @Sifa3ullah1fif 5 หลายเดือนก่อน

    কী দারুণ আর অপূর্ব অসাধারণ!

  • @plabonvlogs6284
    @plabonvlogs6284 3 ปีที่แล้ว +1

    Onek shundor hoiche vai😍

  • @mamunchawdhray1074
    @mamunchawdhray1074 3 ปีที่แล้ว +2

    জনাব ফয়সাল সাহেব ,
    আপনার সাথে দেখা করার ইচ্ছে প্রবল হচ্ছে দিন দিন ۔۔۔۔

  • @mdabdurraupask5223
    @mdabdurraupask5223 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @-----6464
    @-----6464 3 ปีที่แล้ว

    দারুণ লাগল ভাই 💓💓

  • @emamulhossain3292
    @emamulhossain3292 3 ปีที่แล้ว +30

    একটা অনুরোধ, ভাই। কখনোই নজরুল ইসলাম এর কবিতা আবৃতি বন্ধ করবেন না। কারন যাদের বুকে নজরুল বাস করে, একদিন তাদের বুকে ও হইত আপনার জন্য একটু চিরস্থায়ী যায়গা হয়ে যাবে হইত। শুভ কামনা সব সময় আপনার জন্য।

  • @mdrazzakali6424
    @mdrazzakali6424 ปีที่แล้ว +1

    সুন্দর লাগলো,, তবে কবিতার লাইন গুলো সাব টাইটেল আকারে হলে ভালো হত

  • @ডলারমিডিয়া
    @ডলারমিডিয়া 3 ปีที่แล้ว +1

    সুন্দর উপস্থাপন

  • @smakkas6933
    @smakkas6933 3 ปีที่แล้ว

    দারুণ করেছেন

  • @musfikahossian654
    @musfikahossian654 7 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ

  • @srabanis.g.chakraborty76
    @srabanis.g.chakraborty76 ปีที่แล้ว +1

    অসাধারণ!!!!

  • @jamilaaminzara
    @jamilaaminzara 3 ปีที่แล้ว +1

    আমি আপনার কাছে কাজী নজরুল ইসলাম এর কবিতা আবৃত্তি শিখতে চাই।

  • @abusayedgazi5050
    @abusayedgazi5050 2 ปีที่แล้ว +1

    nice

  • @moniruzzaman_maruf
    @moniruzzaman_maruf 8 หลายเดือนก่อน

    জাদুকর আপনি। আপনার কণ্ঠে জাদু আছে।

  • @animeboy4162
    @animeboy4162 5 หลายเดือนก่อน +13

    মহিলার টা শুনে হাসি পাইছে। তাই আসলাম।

    • @Umme-t8l
      @Umme-t8l หลายเดือนก่อน

      আমিও তাই আবার শুনতে আসলাম

  • @aleya2426
    @aleya2426 5 หลายเดือนก่อน

    একি রণ-বাজা বাজে ঘন ঘন-
    ঝন রনরন রন ঝনঝন!
    সেকি দমকি দমকি
    ধমকি ধমকি
    দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি
    ওঠে চোটে চোটে,
    ছোটে লোটে ফোটে
    বহ্নি-ফিনিকি চমকি চমকি
    ঢাল-তলোয়ারে খনখন!
    একি রণ-বাজা বাজে ঘন ঘন
    রণ ঝনঝন ঝন রণরণ!

  • @Sazzatulsami
    @Sazzatulsami 6 หลายเดือนก่อน

    ফয়সাল আজিজ স্যার,, ❤️❤️

  • @penmuni3833
    @penmuni3833 5 หลายเดือนก่อน +2

    My attempt at translating this un-translateable poem. This translation protects both the structure and rhythm, while keeping the essence intact.
    Poem: Agomoni
    Poet: Kazi Nazrul Islam
    What’s that war-drum beating again and again-
    Jhono ronoron ron jhonjhon!
    What’s that pounding, pounding,
    That thundering, thundering,
    Dama-drimi-drimi ghamaki-ghamaki,
    Rising, crashing,
    Surging, thrashing,
    Flames flicker in a fiery flash,
    Swords and shields ring with a clash!
    What’s that war-drum beating again and again-
    Jhono ronoron ron jhonjhon!
    The cry rises high,
    That fierce Bhairab's sigh,
    Lakh upon lakh,
    In throngs they attack,
    Soldiers clad in red rush forth, step by step,
    In ranks they march,
    The earth shakes at their step.
    Eternity trembles in his seat of might!
    In battle, thunder strikes like steel,
    Heads are crushed, as the chariots reel,
    The chariots roar with a dreadful hum,
    As they cry aloud, “Here we come!”
    The drums beat ‘Guru GarGar,’
    The trumpets scream,
    “Hara Hara Har,”
    As gods and demons race, a wild stream!
    Storms lash, whirl, twist,
    Hu-Hu-Hu-Hu-Hu-Hu-ShonShon!
    Gods and demons clash with a rush!
    The war goddess dances, a fiery flame,
    In a wild whirl, no soul the same.
    Her eyes blaze with furious light,
    Her heart burns in battle’s might.
    Can you hear the roar,
    The clash of swords and more?
    The sky swings with the drum’s deep sound,
    As creation sways, all around.
    The ocean roars, the skies turn red,
    Destruction rules as death spreads.
    Red banners wave in battle’s sky,
    A hymn of victory soars on high!
    Warriors fall, one by one,
    Yet the sun's fierce fire is never done!
    In their veins, a mighty pulse beats,
    Even in fear, they do not retreat.
    The demons falter, torn apart,
    By the gods’ truth and warriors’ art.
    Blood flows like a storm of wine,
    As the Creator trembles in time.
    Shiva laughs with fury, wild,
    His trident spins, the storm defiled!
    All is ablaze, engulfed in flame,
    In the fire of war, all becomes the same.
    But from the ashes, a call arises,
    As the goddess speaks with clear surprises:
    “No demon shall live forever,
    No force of darkness will rule, never!
    I seek not gods nor demonic might,
    I seek the human heart, pure and bright!”
    Her voice of peace, a calming sound,
    Silences the war all around.
    “Rise, rise, men of peace,
    Let this battle, this madness, cease!
    Open your gates, welcome her in,
    Fear no more, for love shall win!"
    The goddess stands with eyes so deep,
    Her gaze softens as the world weeps.
    The wind carries a sweet scent of peace,
    As lotus blooms and fears cease.
    Ganesh has come, and Shiva too,
    The gods appear, bringing joy anew.
    Mountains wake and limits break,
    As the skies bow for peace’s sake.
    Let every home light a flame,
    Let songs of peace declare her name.
    Today the world tremble with joy,
    As goddess comes, no one can destroy.
    Let peace reign, and songs of love,
    Fill the earth and skies above!
    Let the heavens echo the hymn of calm,
    with a soulful psalm!
    "Vande Mataram",
    "Vande Mataram".
    (c) Zaraf Bow, MMXXIV

  • @p.sho4399
    @p.sho4399 6 หลายเดือนก่อน +1

    ঝন্ ঝন্ রন্ রন্ হবে নাকি রনোরনো ঝনো হবে??

    • @KawserAhmmed-ii6tt
      @KawserAhmmed-ii6tt 5 หลายเดือนก่อน

      রণো রণো ঝণো হবে

  • @mdabuhuriya9041
    @mdabuhuriya9041 ปีที่แล้ว

    কবিতার লাইগুলো বুঝিয়ে বললে ভালো হতো।

  • @pannaakter-ny4zl
    @pannaakter-ny4zl 4 หลายเดือนก่อน

    এত কঠিন উচ্চারণ গুলো 😅😅😅 আমার দাত ভেঙে যাচ্ছে 😅😅😅

  • @gangchil447
    @gangchil447 4 หลายเดือนก่อน

    খুবি ভালো আবৃতি করেছেন৷

  • @SRPANDAL
    @SRPANDAL 2 ปีที่แล้ว

    দারুন কবিতা ۔۔۔দারুন কণ্ঠ ۔۔۔কিন্তু অনেক উচ্চারণ ভুলভাল বলেছেন ۔۔۔কানে বড়ো বাজে

    • @ar4661
      @ar4661 ปีที่แล้ว

      কোনটা কোনটা?

    • @pinakiroy1051
      @pinakiroy1051 ปีที่แล้ว

      ​@@ar4661 নাচে ধূর্যটি সাথে প্রমথ ববম বোম বোম।
      ......উনি প্রমথ কে প্রথম বলেছেন। এই একটা ভুল আমার কানে ধরা পড়ল।

  • @panchmishalibrittanto
    @panchmishalibrittanto 5 หลายเดือนก่อน

    এই কবিতার মহত্ত্ব প্রজন্ম বুঝবে না

    • @ipantho
      @ipantho 5 หลายเดือนก่อน

      Sorry brother .. bujhte perece bolei to National Anthem Change chai...

  • @user-ashik007
    @user-ashik007 5 หลายเดือนก่อน +9

    এটাও আবৃত্তি আর একটা মহিলাও করছে আবৃত্তি

    • @imranhossain-fr6pj
      @imranhossain-fr6pj 5 หลายเดือนก่อน +5

      মহিলারটা শুনলে হাসি পায়

    • @Umme-t8l
      @Umme-t8l หลายเดือนก่อน

      ​@@imranhossain-fr6pjআমি উনার টা শুনে এখানে আবার শুনতে আসলাম