আমি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হিসেবে ভারত থেকে লিখলাম, কন্যা তুল্য sayan কথায় ও গানের মাধ্যমে যে রক্তপাত হীন বিপ্লব ghatache তার জন্যে নোবেল পাওয়ার দাবিদার।
দেশ বিজ্ঞদের মর্যাদা দিতে পারেনা,,,,ইসলাম শান্তির ধর্ম,যেখানে বলা নেই কোনো ধর্মের অবমাননা করতে,,,সায়ান,,,আপনাকে ধন্যবাদ,,আপনি এদেশের এই প্রজন্মের সেরা বাস্তবিক শিল্পি,,
@@pranay2129 ধর্মগুলো আদিম মানূষের মনের সৃষ্ট।প্রতিটি ধর্মই শিখায়, তার নিজ ধর্ম ব্যতিত বাকিরা জাহান্নাম/নরকে যাবে। অন্য ধর্মাবলম্বীরা আমাদের শত্রু, ওদের জন্যে প্রার্থনা করতে নেই। সে জন্যই সে বলেছে, ধর্মের কাটাগুলো গেছি ভুলে
উহ! এত্ত সুন্দরভাবে মানবতার কিথা কিভাবে বলা যায়? গর্বিত যে, উনি বাঙ্গালী, বাংলাদেশি, মানবিক ও প্রকৃতিবাদি। এভাবেই কিছু মহান ব্যক্তি লক্ষ প্রাণের অব্যক্ত কথা বলে যায়! বেঁচে থাকুক এমন শিল্পী আর শিল্প। তাদের দেখে বাঁচার আশ্বাস পাক সাধারণ মানবিক হৃদয়গুলো।
মানবসভ্যতার ইতিহাসে এই গান হেমন্তের শিশিরে লেখা হয়ে থাকবে! ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, শান্তিনিকেতন (বোলপুর) থেকে সায়ান আপনাকে প্রণাম,সালাম,ভালবাসা জানাই সায়ান।
আমরা বাঙ্গালী হিসেবে গর্বিত যে একজন "ফারজানা ওয়াহিদ সায়ান" কে পেয়েছি। কিন্তু জাতি হিসেবে আমরা খুব ই লজ্জিত যে আপনার মর্যাদা আমরা দিতে পারিনি🥺 আপনার দীর্ঘায়ু কামনা করছি লিজেন্ড 🖤
কিছু কথা যেমন বলে বোঝানো যায় না। তিনি শুধু একজন গায়ক নন, একজন বাঙালি নাগরিক হিসেবে বলতে পারি তিনি আমাদের রত্ন। তার গানের সুর শুধু কানে পৌঁছায় না পুরো হৃদয়কে নাড়িয়ে দেয়।
আহা, কি সুর, কি কথা। লোকজন তোমার গানের কথা নিয়ে অনেক কথা বলে। তোমার গায়কী, মুরকী, মীড়, সুরের মূর্ছনা, এসব নিয়ে খুব একটা কেউ কথা বলে না। আসলে তো লোকজনের কান পচে গেছে...
এই গানটি আমি বাসের মধ্যে আমার পাশের সিটের এক ভদ্রলোকের মোবাইলে শুনেছি।ওনি ফেইসবুকে গানটি দেখছিল আর আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম,ভালো লেগেছে তাই আজকে সার্চ করে বের করলাম।❤🙏
@@chowdhurymdishmamrahman3842 bhai ami non muslim kintu Quran pori tai jani , du rokom sura achche ekta niriho arekta hingshro . Quran mani tai sotto kothai bolbo
আপনার মত একজন মহান শিল্পীর সাথে এত দেরিতে পরিচয় হবে এটা আমাদের দুর্ভাগ্য। আজকের সমাজে মানবতার গান কজন বাঁধে? কজন গায়? কজন সরল ভাবে এই রকম সত্য কে প্রকাশ করতে পারে আপনাকে দেখে সত্যি তাজ্জব বনে যাই। কথা সুর ও গান সব কিছু দিয়ে আপনি মুগ্ধ করেছেন, অনুপ্রাণিত হয়েছি,মনে হলো অশান্ত এই পৃথিবীকে শান্ত করার করার জন্যই ঈশ্বর আপনাকে পাঠিয়েছে। কিছুদিন ধরে বাংলাদেশের ঘটনায় খুব কষ্ট হচ্ছিল,আমাদের অনেক আপন জন কাকা জ্যাঠা ওখানে থাকে, কিন্তু আপনার গান শুনে অনেক শান্তি পেলাম। ভালোবাসা রইলো দিদি। ইন্ডিয়া তে আপনার লাইভ পারফরম্যান্স শুনতে ইচ্ছা রইল।
আহা কি গেয়েছেন! কী লিখেছেন! আপনার এই গানটা শুনতে শুনতে বার বার কবিগুরুর কয়েকটা কবিতা মনে পড়েছে। যেন সেই তেজ ঠিকরে বেরোচ্ছে গানে। পশ্চিমবঙ্গ তথা থেকে ভালোবাসা 😀 আরো লিখতে থাকুন এরকম ❤️❤️ প্রণাম 🙏🏼
কি বলে যে অাপনার গানের প্রশংসা করবো,ভাষা পাচ্ছি না...যতই শুনি,অভাক হই,কি কথা কি গায়কি....হায়দার ভাই এবং অাপনাকে যে কত ভালবাসি,শুধু এমন গানের জন্যই...যদিও জানি অাপনারা ভালবাসা পাবার জন্য গান করেন না,বিবেক থেকেই করেন,চালিয়ে যান,শুভকামনা রইল......
@@স্বাধিনমাইন্ড আমি মুসলমানের মেয়ে, উঠি আযানের সুরে গেয়ে বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসী-পিসী যাবো খেরেষ্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি...নেই আমার ধর্মে আড়ি... যত ধর্মের ফুল তুলে, তার কাঁটাগুলি গেছি ভুলে আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে গাই, আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে চাই আমি সাচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা আমি বলি না নিপাত যাক, বলি সব থাক সব থাক যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে তবু তারও অধিকার রাখি...আমি তারও তো বিপদে থাকি, তাকে মানুষ বলেই ডাকি... বলি যারা আছো যেইখানে, থাকো সকলে স্ব-সম্মানে আমি ছাড়ি না কারোর দাবী, আমি সব্বার কথা ভাবি... আমি বিধাতার সাথে চলছি আমি তারই সুরে কথা বলছি এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য, আমি প্রকৃতির সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি, এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য......... এই মানুষ জন্ম ধন্য আমি গাইছি পাখীর জন্য আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য এই মানুষ জন্ম ধন্য, আমি গাই আকাশের জন্য, আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য, আমি গাই চাকমার জন্য, আমি গাই ইহুদীর জন্য, আমি গাই গরীবের জন্য, আমি গাইছি ধনীর জন্য আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি বুড়োর জন্য আমি গাইছি নারীর জন্য , আমি গাই পুরুষের জন্য এই মানুষ জন্য ধন্য আমি গাই আসামীর জন্য আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য এই মানুষ জন্ম ধন্য , আমি গাই জীবীতের জন্য আমি গাইছি মৃতের জন্য, গাই জীবন্মৃতের জন্য এই মানুষ জন্য ধন্য, আমি গাই সমতার জন্য, আমি গাইছি প্রেমের জন্য, গাই সবার প্রেমের জন্য এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য, আমি গাইছি তোমার জন্য, আর গাইছি আমার জন্য, এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য আমি গাইছি গানের জন্য......আর গাই......জীবনের জন্য......
@@স্বাধিনমাইন্ড আমি মুসলমানের মেয়ে, উঠি আযানের সুরে গেয়ে বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসী-পিসী যাবো খেরেষ্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি...নেই আমার ধর্মে আড়ি... যত ধর্মের ফুল তুলে, তার কাঁটাগুলি গেছি ভুলে আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে গাই, আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে চাই আমি সাচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা আমি বলি না নিপাত যাক, বলি সব থাক সব থাক যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে তবু তারও অধিকার রাখি...আমি তারও তো বিপদে থাকি, তাকে মানুষ বলেই ডাকি... বলি যারা আছো যেইখানে, থাকো সকলে স্ব-সম্মানে আমি ছাড়ি না কারোর দাবী, আমি সব্বার কথা ভাবি... আমি বিধাতার সাথে চলছি আমি তারই সুরে কথা বলছি এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য, আমি প্রকৃতির সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি, এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য......... এই মানুষ জন্ম ধন্য আমি গাইছি পাখীর জন্য আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য এই মানুষ জন্ম ধন্য, আমি গাই আকাশের জন্য, আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য, আমি গাই চাকমার জন্য, আমি গাই ইহুদীর জন্য, আমি গাই গরীবের জন্য, আমি গাইছি ধনীর জন্য আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি বুড়োর জন্য আমি গাইছি নারীর জন্য , আমি গাই পুরুষের জন্য এই মানুষ জন্য ধন্য আমি গাই আসামীর জন্য আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য এই মানুষ জন্ম ধন্য , আমি গাই জীবীতের জন্য আমি গাইছি মৃতের জন্য, গাই জীবন্মৃতের জন্য এই মানুষ জন্য ধন্য, আমি গাই সমতার জন্য, আমি গাইছি প্রেমের জন্য, গাই সবার প্রেমের জন্য এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য, আমি গাইছি তোমার জন্য, আর গাইছি আমার জন্য, এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য আমি গাইছি গানের জন্য......আর গাই......জীবনের জন্য...... Sayan
Love from kolkata!! This song needs more popularity from Bangladesh media ... erom gaan likhte gele ekrokom shotota thaka dorkar.. sheta shokoler thaake na
Bangladesh er sab theke priyo singer amar kache. Onek onek valobasha apnar jonno. Arekjon achen apnar mota Bangladesh er Haider Hussain. Apnar gaan a ami revolution khuje pai protita akkhore. Jalamoyee gaan
এই অসাধারণ কথা সুর গায়কীর আজ নয় কাল মূল্যায়ন হবেই। অনবদ্য আকর্ষনীয় কন্ঠস্বর। কারো সাথে তুলনা করার প্রয়োজন নেই,সায়ানের প্রতিভাকে ছোটো করে দেখছে যারা তারা আর য2ই হোক সঙ্গীতপ্রেমী নয় !! জয়গুরু 🤲🤘🙏
আমার কাছে অসাধারণ লাগে সায়ান আপুর গানগুলো।গানের প্রতিটি কথা একবারে বাস্তবিক। যা প্রতিটি মানুষের হৃদয়কে বিগলিত ও শিহরিত করে তোলে।প্রতিটি গান বারবার শুনতে মন চাই। অনেক অনেক ভালোবাসা সায়ান আপুর জন্য।
বোন, তোমার গানের ব্যপারে কিছু বলছি না, তবে ভেবে দেখ, একদিন মরণ হবেই, মেয়ে কিনা ছেলে এমন সুরতহাল সব সময়ই চলে যাচ্ছ,এটির জন্য আল্লাহ্র কাছে জবাবদিহি করতে হবে ।আল্লাহ তোমাকে হিদায়েত নসিব করুক, আমিন ।
আহাারে এই গান গুলি যদি ভারতের নছিকতা গাইতো সবাই কত নাম করতো আর আমাদের বাংলাদেশের এই অসাধারন গাইয়ীকাকে কেই মুল্যায়ন করলোনা
indian ocean k shunen dada . shudhu nachiketa alone does not represent india. amader aro onek bhasha achey bharath e.
like kabir suman
Na bondhu,Amra Bharatiya ra o Sayan Didir andho bhakto.
কে বলেছে? শায়ানের গানের আমি ফ্যান। শায়ান সেরার সেরা❤️ আমি ভারত থেকে বলছি।
গুণী মানুষ সর্বদা পূজিত, সে দেশ কাল সময় এর গণ্ডি যে আটকে থাকে না। অনেক ভালোবাসা এক ভারতীয় নাগরিক এর তরফে।
আমি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হিসেবে ভারত থেকে লিখলাম, কন্যা তুল্য sayan কথায় ও গানের মাধ্যমে যে রক্তপাত হীন বিপ্লব ghatache তার জন্যে নোবেল পাওয়ার দাবিদার।
অসাধারন একটা সামাজিক গান।।।ধন্যবাদ,,আমি মুসলাম,আমার ভাই হিন্দু আমার খ্রীস্টান আমার ভাই বৌদ্ধ, আমরা বাংলাদেশি।
দেশ বিজ্ঞদের মর্যাদা দিতে পারেনা,,,,ইসলাম শান্তির ধর্ম,যেখানে বলা নেই কোনো ধর্মের অবমাননা করতে,,,সায়ান,,,আপনাকে ধন্যবাদ,,আপনি এদেশের এই প্রজন্মের সেরা বাস্তবিক শিল্পি,,
Thanks
কোনো ধর্মই অশান্তির বার্তা প্রেরণ করেনা।
@@soumyadyutisaha6732 ঠিক
যত ধর্মে ফুল তুলে আমি কাঁটা গুলি গেছি ভুলে কথা টার মানে বুঝতে পারছেন
@@pranay2129 ধর্মগুলো আদিম মানূষের মনের সৃষ্ট।প্রতিটি ধর্মই শিখায়, তার নিজ ধর্ম ব্যতিত বাকিরা জাহান্নাম/নরকে যাবে। অন্য ধর্মাবলম্বীরা আমাদের শত্রু, ওদের জন্যে প্রার্থনা করতে নেই। সে জন্যই সে বলেছে, ধর্মের কাটাগুলো গেছি ভুলে
*আমি ভারতীয় এবং আমি এই গায়িকাকে মূল্য দিতে বাধ্য এত সুন্দর একটা গান যে, যে-কেউ মূল্য দিতে বাধ্য হবেন।*
সঠিক মুল্যায়িত বাণী,
শ্রদ্ধা ও ভালোবাসা রইলো.....
She has a name "Shayan" in case you don’t know or anything. Btw learn to give respect rather than calling somebody anonymous "এই গায়িকাকে"...
যদি শয়তানেরাও সাথে থাকে,
লড়ে পরাজিত করি তাকে
তবু তারও অধিকার রাখি
আমি তারও তো বিপদে থাকি
তাকে মানুষ বলেই ডাকি।
অনবদ্য, খুবই ভাল লেগেছে লাইনগুলো।
love u shayan
Ai lyric ta amaro valo lage!
বাঙালি মুসুলমানের দর্শন, কুরআনের দর্শন এবং মহানবীর আদর্শ , সবকিছুর প্রতিফলন এই অসাধারণ গান। সায়ান ধন্যবাদ আপনাকে এই অসধারণ গানটি সৃষ্টি করার জন্য।
সায়ান তুমি সত্যিই মুসলমানের মেয়ে। আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন ।
গাহি সাম্যের গান. .. বিদ্রোহী কবি নযরুলকে মনে করিয়ে দিলেন
উহ! এত্ত সুন্দরভাবে মানবতার কিথা কিভাবে বলা যায়? গর্বিত যে, উনি বাঙ্গালী, বাংলাদেশি, মানবিক ও প্রকৃতিবাদি।
এভাবেই কিছু মহান ব্যক্তি লক্ষ প্রাণের অব্যক্ত কথা বলে যায়!
বেঁচে থাকুক এমন শিল্পী আর শিল্প। তাদের দেখে বাঁচার আশ্বাস পাক সাধারণ মানবিক হৃদয়গুলো।
মানবসভ্যতার ইতিহাসে এই গান হেমন্তের শিশিরে লেখা হয়ে থাকবে!
ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, শান্তিনিকেতন (বোলপুর) থেকে সায়ান আপনাকে প্রণাম,সালাম,ভালবাসা জানাই সায়ান।
আমরা বাঙ্গালী হিসেবে গর্বিত যে একজন "ফারজানা ওয়াহিদ সায়ান" কে পেয়েছি।
কিন্তু জাতি হিসেবে আমরা খুব ই লজ্জিত যে আপনার মর্যাদা আমরা দিতে পারিনি🥺 আপনার দীর্ঘায়ু কামনা করছি লিজেন্ড 🖤
Shohomot
খুব সুন্দর
আফসোস আপনার মত শিল্পী কে বাংলাদেশ যথাযথ মুল্যায়ন দিতে পারলো না😢😢
সেলুট বোন। তোমাকে 😍😍
😍
🇧🇩💕
Nice
Oshadharon
আমি একজন মৌলিক ইসলামী আদর্শে বিশ্বাসী ---
এই গানে আমি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো লাইন খুজে পায় নাই।
মাশ আল্লাহ সায়ান আল্লাহ তুমার ভালো করুন।
এই সাম্প্রদায়িক কলহের সময় অাপনার এই গান এক অমূল্য রতন।অামার জীবনে এত চমৎকার মানবতার গান অামি শুনি নাই।হাজার কোটি নমস্কার দিদি 😍😍😍
আমরা হিন্দু মুসলমান ভাই ভাই
Right
কথায় বলে বিদ্বান সর্বত্র পূজ্যতে। সায়ান বিদ্বান ই বটে নাহলে এরম খোলা মনের গান গাইতে পারতেন না! পশ্চিমবঙ্গ থেকে বলছি, গুণের কদর আমরাও করতে পারি!
যেমন অসাধারণ লেখনীর ভাবনা,তেমনই অসাধারণ গায়কী,এত প্রতিভাবান ব্যক্তি ইনি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের মানুষ এই সায়ান ম্যাম।
কিছু কথা যেমন বলে বোঝানো যায় না। তিনি শুধু একজন গায়ক নন, একজন বাঙালি নাগরিক হিসেবে বলতে পারি তিনি আমাদের রত্ন। তার গানের সুর শুধু কানে পৌঁছায় না পুরো হৃদয়কে নাড়িয়ে দেয়।
আমি বাংলাদেশী
বাংলাদেশে এই সময়ের থেকে এগিয়ে থাকা শিল্পীকে স্যালুট ❤
Salute apnake....akjon osomvob bastobik gayok apni.
কমেন্ট রেখে গেলাম।
যেদিন এই গান মিলিয়ন ভিউ পাবে সেদিন ভেবে নিবো বাংলার মানুষ কোরআন বুঝে পড়তে শিখছে বা সৃষ্টিকর্তার পথে চলছে।
কোন ধর্মই অন্য ধর্মকে ছোট করে দেখে না। আপনি ইসলামকে সঠিকভাবে দেখেছেন। সায়ান আপনার জন্য শুভকামনা 🌹🏵💮🌸🌺🌻🌼🌷। বাংলাদেশ থেকে আপনার ছোট্ট এক ফ্যান।
ভারত থেকে অফুরন্ত ভালোবাসা ❤️❤️
ভারতের কোথায় আছেন ভাই
Awesome
ভারতের বর্তমান অবস্থা অনুযায়ী উপযুক্ত গান।
অত্যন্ত যুগোপযোগি একটি গান, বর্তমান সময়ের এই অস্থির পরিস্থিতিতে ধর্মীয় বিভাজন ভুলে যে সাম্যের গান আপনি গাইলেন তা এক কথায় অনবদ্য। নমস্কার দিদি।
কেন এই জাত পাতের বেড়াজালি,এসোনা একসঙ্গে বাস করি।কেন ধর্মীয় লড়াই,আমরা তো সকলে ভাই ভাই ।
এসোনা বাঁচি একসঙ্গে 🙏🌻
গানটা যতবারই শুনি, অদ্ভুতভাবে বুকের ভিতর উথালপাতাল করে.. গা শিউরে ওঠে। কথা আর সুরের অদ্ভুত মেলবন্ধন। অনেক ভালোবাসা। ❤ (-From India🇮🇳)
আহা, কি সুর, কি কথা। লোকজন তোমার গানের কথা নিয়ে অনেক কথা বলে। তোমার গায়কী, মুরকী, মীড়, সুরের মূর্ছনা, এসব নিয়ে খুব একটা কেউ কথা বলে না। আসলে তো লোকজনের কান পচে গেছে...
আমি খুবই সৌভাগ্যবান,
উনার মত মানুষকে সামনাসামনি দেখার সুযোগ আমার হয়েছে।
আমার ক্ষমতা থাকলে একে পৃথিবীর সব থেকে বড় পুরুস্কার দিতাম।
মহান আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক।বেঁচে থাক
এই গানটি আমি বাসের মধ্যে আমার পাশের সিটের এক ভদ্রলোকের মোবাইলে শুনেছি।ওনি ফেইসবুকে গানটি দেখছিল আর আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম,ভালো লেগেছে তাই আজকে সার্চ করে বের করলাম।❤🙏
মোসলমানরাই প্রথম পৃথিবীকে সাম্যবাদ শিক্ষা দিয়েছে। আপনার গানে তারই প্রতিধ্বনি, অনেক ধন্যবাদ।
Sammobad er Islam ke ami somman kori but jehad er naam e norohotta r Islam ke noy . Joy Hind
joks of the year
@@baburao6381 opobad diben na jihad mane norohotta na vai.apni chaile AL-QRAN pore dekte paren vai.Valobasha roilo vai apnar jonno.
@@chowdhurymdishmamrahman3842 bhai ami non muslim kintu Quran pori tai jani , du rokom sura achche ekta niriho arekta hingshro . Quran mani tai sotto kothai bolbo
@@mariatabbasum742 চুদা বুট খা বান্চুদ
অসাধারণ ... চমৎকার ... হাজার বছর বেঁচে থাকার চেয়ে সায়ানের মত সত্য কথা বলে একদিন বেঁচে থাকাও ভালো । অনেক অনেক ধন্যবাদ তোমাকে
আপনি সব সময়ই একটু অন্যরকম ভাল মানুষ।
আহা, কি সুন্দর একটি গান! এর চেয়ে বড় ক্যানভাস আর কি হতে পারে!! একটি আলোকিত সত্ত্বার অপূর্ব মানবিক উচ্চারণ।
আপনার আওয়াজ শুনলে চোখ দিয়ে আপনা আপনিই জল বেরিয়ে আসে।। জানি না কেন!! এক হারিয়ে যাওয়া বন্ধু শুনে আমি খুব কেঁদেছিলাম ।। আপনাকে অনেক ধন্যবাদ
আমি সত্যিই লজ্জিত এই দেশের সন্তান হয়ে আপনার মত এমন অসাধারণ একজন প্রতিভাবান শিল্পী কে এতো দেরি তে চিনলাম
কেন আপনার সংগে আরো আগে পরিচয় হলো না
অসাধারণ হয়েছে আপু,,তোমার প্রতি শুভ কামনা ও অভিনন্দন
অসাধারন গান, সায়ান আপনি আমাদের জাতীয় শিল্পী।
ভালোবাসা সায়ান আপা। আরও যুগ যুগ ধরে আলোকিত করে যান এই অভাগা জাতীকে।
আপনার মত একজন মহান শিল্পীর সাথে এত দেরিতে পরিচয় হবে এটা আমাদের দুর্ভাগ্য। আজকের সমাজে মানবতার গান কজন বাঁধে? কজন গায়? কজন সরল ভাবে এই রকম সত্য কে প্রকাশ করতে পারে আপনাকে দেখে সত্যি তাজ্জব বনে যাই। কথা সুর ও গান সব কিছু দিয়ে আপনি মুগ্ধ করেছেন, অনুপ্রাণিত হয়েছি,মনে হলো অশান্ত এই পৃথিবীকে শান্ত করার করার জন্যই ঈশ্বর আপনাকে পাঠিয়েছে। কিছুদিন ধরে বাংলাদেশের ঘটনায় খুব কষ্ট হচ্ছিল,আমাদের অনেক আপন জন কাকা জ্যাঠা ওখানে থাকে, কিন্তু আপনার গান শুনে অনেক শান্তি পেলাম। ভালোবাসা রইলো দিদি। ইন্ডিয়া তে আপনার লাইভ পারফরম্যান্স শুনতে ইচ্ছা রইল।
অসাধারণ। মুগ্ধতা বেড়ে গেল আপনার প্রতি।
Awesome.. R ki bolbo bujte parcena.. Sheraa
সত্যি,, মনটা ছুঁয়ে গেল😍
সাবার উপর মানুষ সত্য,, তাহার উপর নাই😍
সায়ান ম্যাম এর প্রতি সম্মান বেড়ে গেলো।
আমার দেখা অন্যতম সেরা শিল্পী। অনেক ভালোবাসা রইল এই মহীয়সী শিল্পীর জন্য।
A true compassionate non communal Bengali spirit , full of loving kindness, ideology of Ma Sharadamani and sister Nibedita living in Shayan.
এই গান দেশকালের সীমানা ছাড়িয়ে হৃদয় স্পর্শ করে যায় ...
Right
আমি চাচ্চা মানুষ কিনা?
তাই কাউকে ঘৃণা করিনা,
অসাধারণ লাইন
আমি সাচ্চা মানুষ কিনা তাই কাউকে করিনা ঘৃনা আমি বলিনা নিপাত যাক বলি সব থাক সব থাক ❤
অসাধারন একটি গান। ধন্যবাদ সায়ান আপনিকে।
আহা কি গেয়েছেন! কী লিখেছেন!
আপনার এই গানটা শুনতে শুনতে বার বার কবিগুরুর কয়েকটা কবিতা মনে পড়েছে। যেন সেই তেজ ঠিকরে বেরোচ্ছে গানে। পশ্চিমবঙ্গ তথা থেকে ভালোবাসা 😀
আরো লিখতে থাকুন এরকম ❤️❤️
প্রণাম 🙏🏼
Right
কি বলে যে অাপনার গানের প্রশংসা করবো,ভাষা পাচ্ছি না...যতই শুনি,অভাক হই,কি কথা কি গায়কি....হায়দার ভাই এবং অাপনাকে যে কত ভালবাসি,শুধু এমন গানের জন্যই...যদিও জানি অাপনারা ভালবাসা পাবার জন্য গান করেন না,বিবেক থেকেই করেন,চালিয়ে যান,শুভকামনা রইল......
সায়ানের গান গুলো সবার থেকে আলাদা।
একদম মনে লাগে।
ইসলাম শুধু ধর্ম না বরং সাম্য ও মানবতার আহবান। ধন্যবাদ শায়ান আপু। ❤
হঠাৎ করেই গানটা শুনলাম আজ অনেক ভালো লাগলো।
অসাধারণ সায়ান আপুর গায়কী ধরণ ,অসাধারণ গানের কথা গুলো • স্যালুট আপু তোমাকে
Right
অসাধারণ গান ,অসাধারণ শিল্পী ,এটাই আসল বাংলাদেশ ,বাকিটা নকল ,চাইবো বাংলাদেশ আর ভারতের মানুষ আবার ধর্মের আপাত ভেদ ভুলে একসাথে বাস করবে ,salute,
"আমি হিন্দুর সাথে মিশি,তারা আমারই তো মাসি পিসি, যাবো খ্রিস্টানের বাড়ী আমার ধর্মে নেই তো আড়ি "..😍😍😍
🙏🙏
ভাই পুরো গানটি লিখে দেওয়া যাবে
,আমি কিছু কিছু শব্দ বুজিনা,
@@স্বাধিনমাইন্ড আমি মুসলমানের মেয়ে, উঠি আযানের সুরে গেয়ে
বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক
আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসী-পিসী
যাবো খেরেষ্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি...নেই আমার ধর্মে আড়ি...
যত ধর্মের ফুল তুলে, তার কাঁটাগুলি গেছি ভুলে
আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে গাই,
আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে চাই
আমি সাচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা
আমি বলি না নিপাত যাক, বলি সব থাক সব থাক
যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে
তবু তারও অধিকার রাখি...আমি তারও তো বিপদে থাকি,
তাকে মানুষ বলেই ডাকি...
বলি যারা আছো যেইখানে, থাকো সকলে স্ব-সম্মানে
আমি ছাড়ি না কারোর দাবী, আমি সব্বার কথা ভাবি...
আমি বিধাতার সাথে চলছি আমি তারই সুরে কথা বলছি
এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য,
আমি প্রকৃতির সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি,
এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য.........
এই মানুষ জন্ম ধন্য আমি গাইছি পাখীর জন্য
আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য
এই মানুষ জন্ম ধন্য, আমি গাই আকাশের জন্য,
আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য,
আমি গাই চাকমার জন্য, আমি গাই ইহুদীর জন্য,
আমি গাই গরীবের জন্য, আমি গাইছি ধনীর জন্য
আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি বুড়োর জন্য
আমি গাইছি নারীর জন্য , আমি গাই পুরুষের জন্য
এই মানুষ জন্য ধন্য আমি গাই আসামীর জন্য
আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য
এই মানুষ জন্ম ধন্য , আমি গাই জীবীতের জন্য
আমি গাইছি মৃতের জন্য, গাই জীবন্মৃতের জন্য
এই মানুষ জন্য ধন্য, আমি গাই সমতার জন্য,
আমি গাইছি প্রেমের জন্য, গাই সবার প্রেমের জন্য
এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য,
আমি গাইছি তোমার জন্য, আর গাইছি আমার জন্য,
এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য
আমি গাইছি গানের জন্য......আর গাই......জীবনের জন্য......
@@স্বাধিনমাইন্ড আমি মুসলমানের মেয়ে, উঠি আযানের সুরে গেয়ে
বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক
আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসী-পিসী
যাবো খেরেষ্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি...নেই আমার ধর্মে আড়ি...
যত ধর্মের ফুল তুলে, তার কাঁটাগুলি গেছি ভুলে
আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে গাই,
আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে চাই
আমি সাচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা
আমি বলি না নিপাত যাক, বলি সব থাক সব থাক
যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে
তবু তারও অধিকার রাখি...আমি তারও তো বিপদে থাকি,
তাকে মানুষ বলেই ডাকি...
বলি যারা আছো যেইখানে, থাকো সকলে স্ব-সম্মানে
আমি ছাড়ি না কারোর দাবী, আমি সব্বার কথা ভাবি...
আমি বিধাতার সাথে চলছি আমি তারই সুরে কথা বলছি
এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য,
আমি প্রকৃতির সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি,
এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য.........
এই মানুষ জন্ম ধন্য আমি গাইছি পাখীর জন্য
আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য
এই মানুষ জন্ম ধন্য, আমি গাই আকাশের জন্য,
আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য,
আমি গাই চাকমার জন্য, আমি গাই ইহুদীর জন্য,
আমি গাই গরীবের জন্য, আমি গাইছি ধনীর জন্য
আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি বুড়োর জন্য
আমি গাইছি নারীর জন্য , আমি গাই পুরুষের জন্য
এই মানুষ জন্য ধন্য আমি গাই আসামীর জন্য
আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য
এই মানুষ জন্ম ধন্য , আমি গাই জীবীতের জন্য
আমি গাইছি মৃতের জন্য, গাই জীবন্মৃতের জন্য
এই মানুষ জন্য ধন্য, আমি গাই সমতার জন্য,
আমি গাইছি প্রেমের জন্য, গাই সবার প্রেমের জন্য
এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য,
আমি গাইছি তোমার জন্য, আর গাইছি আমার জন্য,
এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি প্রেমের জন্য
আমি গাইছি গানের জন্য......আর গাই......জীবনের জন্য...... Sayan
সবাই এই রকম মনে করলে কে বলবে "কোনো অমুসলিম মুসলিমের বন্ধু হতে পারে না"।ভাই তোমার মানসিকতার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আমি ছাড়ি না কারোর দাবি, আমি সব্বার কথা ভাবি, অসাধারণ।
তিনার সকল গান শুধু গান নয় প্রতিবাদ ' শান্তির আহবান ' অর্থের মিছিল' স্নিগ্ধ স্পর্শ।
"শৈল্পিক "
তুমি বাংলার নচিকেতা
বাংলার কীর্তানীয়া
সুন্দর পৃথিবী গড়তে প্রত্যেকটা কথা যেন এক একটা বিদ্রোহ।
Right
খুব সুন্দর গান। ধন্যবাদ প্রিয় শিল্পীকে ।
সত্যিই অসাধারণ আপু❤️
আপনার গানগুলো হৃদয় ছোঁয়ে যায়।
খুব কম সংখ্যক শিল্পী এই ধরনের গান গাই।🇧🇩
দর্শনের দিক থেকেও আমার মনে হয় একই উপলব্ধি,
আপনার একটা সাক্ষাৎকারে শুনেছিলাম কিছু দর্শন-তত্ত্ব।
শ্রদ্ধা ও ভালোবাসা রইলো.....
bah! khub sundor, khub bastabik o apriyo satyo gaan. 👏👏👏👏👏
২৩ সালে এসে গান সুন লাম ওনার 🎉🎉
গানের কথা,সুর অসাধারন।।বরাবরই আমার প্রিয় শিল্পী।। 🥰🥰
এমন শিল্পী আজ বিলুপ্তির পথে। (Big fan of you mam)
Love from kolkata!! This song needs more popularity from Bangladesh media ... erom gaan likhte gele ekrokom shotota thaka dorkar.. sheta shokoler thaake na
Bangladesh er sab theke priyo singer amar kache. Onek onek valobasha apnar jonno.
Arekjon achen apnar mota Bangladesh er Haider Hussain.
Apnar gaan a ami revolution khuje pai protita akkhore. Jalamoyee gaan
বাংলার এক যুবক হয়ে আমরা বাঙালি নেই আমরা হিন্দু আর মুসলমান হয়ে গেছি
আপনার মতো মানুষের সংখ্যা যত বৃদ্ধি পাবে পৃথিবীটা মানুষের হবে
Love u shayan আপু ❤️❤️❤️❤️❤️ from west bengal...
আপনি একজন কন্ঠযোধ্যা... আপনি শুধু বাংলাদেশকে নয় ,আপনি দুই বাংলাকেই পরিবর্তন করে দিলেন।
কি বলবো আমি, আপনার প্রতিটি গান যতবার শোনি, ততবার নিজেকে নতুন করে ভাবায়।ভাষা খুঁজে পাইনা আপনার প্রশংসা করার,যতবার ভাবি ততই শব্দ কম মনে হয়।
স্যালুট গুরু,
জয় হউক মানবতার।।
yes
সায়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ।তোমি তোমার গানের মধ্যে গোটা বাংলাদেশকে প্রকাশ করেছো।
এই অসাধারণ কথা সুর গায়কীর আজ নয় কাল মূল্যায়ন হবেই। অনবদ্য আকর্ষনীয় কন্ঠস্বর। কারো সাথে তুলনা করার প্রয়োজন নেই,সায়ানের প্রতিভাকে ছোটো করে দেখছে যারা তারা আর য2ই হোক সঙ্গীতপ্রেমী নয় !! জয়গুরু 🤲🤘🙏
Right
টানা তিন বার শুনলাম
আপনি সেরাদের সেরা ম্যাম
কেউ মানুক না মানুক তাতে আমার কিছু যায় আসে না
গানও বাস্তব জিবনের কথা বলে, শুধু মনকে নাড়া দেইনা মনকে নতুন স্বপ্ন নিয়ে ভাবার আর এক নাম সায়ান
অনেক অনেক ধন্যবাদ-সুন্দর এবং বাস্তবধর্মৗ গান গাওয়ার জন্য।
কি বলবো বলার কিছু নাই এক কথায় অসাধারণ অসাধারণ
অসামান্য প্রতিভাবান শিল্পী এবং একজন খাঁটি দেশপ্রেমি আপনি।
অনেক অনক শুভকামনা আপনার জন্য।
আপনার প্রেমে পড়ে গেছি... একগুচ্ছ ভালোবাসা💝... Hats off
কিছু বলার নেই,শুধুমাত্র একটা রিয়্যাক্ট দিয়ে গেলাম...♥
দারুণ! একবাক্যে দারুণ! 😍😍🙏🙏🙏 জানিনা এত দেরীতে কেন আপনার নামটি জানলাম!
অসাধারণ একজন গায়িকা। অথচ এই মানুষ টাকে এতোদিন চিনতাম না।
শুধু গান বললে হবে না গানের প্রতিটি কথা বুঝতে হবে। কিছু বলার নাই সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ ছিলো গানের কথা গুলো
আমার কাছে অসাধারণ লাগে সায়ান আপুর গানগুলো।গানের প্রতিটি কথা একবারে বাস্তবিক। যা প্রতিটি মানুষের হৃদয়কে বিগলিত ও শিহরিত করে তোলে।প্রতিটি গান বারবার শুনতে মন চাই।
অনেক অনেক ভালোবাসা সায়ান আপুর জন্য।
মানবতা ও ভালোবাসায় পরিপূর্ণ একটি গান💜💜💜💜💜..
গান তো নয় আহা, যেন এক পবিত্র জীবনবোধ।
আপনার গানটা স্পর্শ করুন পৃথিবীর প্রত্যেক মানুষের হৃদয।
তুমি বাংলার নচিকেতা, বলেছো মানুষের কথা।
মঙ্গলবার করুন তোমায় আমদের বিধাতা।
লালন, নজরুল, সায়ান। ❤️
এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর একটা গান শুনেছি। আপনার কন্ঠে।
এক কথায় অসাধারণ।।। ❤
বোন, তোমার গানের ব্যপারে কিছু বলছি না, তবে ভেবে দেখ, একদিন মরণ হবেই, মেয়ে কিনা ছেলে এমন সুরতহাল সব সময়ই চলে যাচ্ছ,এটির জন্য আল্লাহ্র কাছে জবাবদিহি করতে হবে ।আল্লাহ তোমাকে হিদায়েত নসিব করুক, আমিন ।
ধ্যাত ছাগল! 🙄
ভাই তুই কে
Vabchi comment korbo na ...but comment na Kore parlamna...ak kothai MasaAllha darun ,osadharon..
সাম্যবাদ ও সমতার লড়াই দীর্ঘজীবী হোক !
yess
Right
আমরা এমন মহৎ গায়িকার মূল্য দিতে অপারগ।
কেবলমাত্র কতিপয় মানুষের হৃদয়ে প্রতিধ্বিত হবে এই সুর।
পছন্দের শিল্পীদের ভেতরে সায়ান এবং হায়দার স্যার তাদের ভেতর অন্যতম ❣️🥰
Oshadharon apnar chinta
Valo thaken shob shomoy