বিদ্রোহী কবিতার সহজ ব্যাখ্যা - সেলিম রেজা স্যার।। Bidrohi kobitar bekkha by Selim Reza sir.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2021
  • বিদ্রোহী বাংলাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কবি কাজী নজরুল ইসলাম এর অনবদ্য সৃষ্টি এই বিদ্রোহী কবিতা। এই কবিতা মাধ্যমে কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। কবিতার মধ্যে বিদ্রোহ প্রকাশ করার জন্য কবি অনেক আরবি-ফারসি শব্দ ও ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন কুরআন, পুরাণ, বেদ, ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত থেকে অসংখ্য চরিত্রের আশ্রয় নিয়েছেন।
    এখানে অনেক কঠিন শব্দ ও পৌরাণিক চরিত্র থাকায় ছাত্র-ছাত্রী কবিতাটা বুজতে অসুবিধা হয়। আমি এখানে খুব সহজভাবে কবিতার প্রতিটা লাইনের প্রতিটা শব্দের ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছি। আশা করছি এতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।
    ভিডিও টা কেউ পুরোটা দেখলে বিদ্রোহী কবিতা লাইনের ব্যাখ্যা করতে পারবে। যেকোন লাইনের বা চরণের ব্যাখ্যা বুঝে অনুধাবনমূলক লাইনের ব্যাখ্যা লিখতে পারবে।
    উচ্চমাধ্যমিক শ্রেণির( HSC)নতুন সিলেবাস অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অর্থ,ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা খুব সহজে এ কবিতাটি বুঝতে আয়ত্ত করতে পারবে।

ความคิดเห็น •