৪" পাইপ ফিটিং এর সঠিক পদ্ধতি ||4" pipe fittings under the house floor | Bathroom design | plumbing
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- ৪" পাইপ ফিটিং এর সঠিক পদ্ধতি ||4" pipe fittings under the house floor | Bathroom design | plumbing
Contact,,, imo-01955776050
WhatsApp -01889350271
ভালো লাগলো ভাই পরামর্শ
ধন্যবাদ
ভাই নিচের পাইপ ছয় ইঞ্চি দিলে ভালো হতো, বাকি সব দিক থেকে কাজটা ভালো হয়েছে,,,
আপনার কাজ খুবই ভালো লাগলো ভাই,,,সাবস্ক্রাইব করে পাশেই রইলাম
@@sagormahmud5601 অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য। ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️
প্রথম কমেন্টে টা আমি করলাম ❤
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,,, ভালোবাসা রইলো ❤️❤️❤️
খুব সুন্দর কাজ। এভাবে ৪৫° ব্যান্টের ব্যবহার করা অভিজ্ঞ মিস্ত্রির কাজ।
প্রথম বাথরুম যেটা দেখালেন, সেখানে ময়লার লাইনটা একটু উঁচু করে দেওয়ায় কখনো দোতলার বাথরুমের ময়লা লং ট্রাপে যাবে না। একদম যৌক্তিক কথা। তবে এখানে T এর জায়গায় Y ফিটিংস ব্যবহার করে পাইপ সমতল করে টানলেও কখনো লং ট্রাপের দিকে ময়লা যাবে না। ভুল ধরতেছি না ভাই। কিছু মনে করবেন না। ইতালিতে এভাবেই কাজ করি আমি। তাই অভিজ্ঞতা শেয়ার করলাম মাত্র।
বাংলাদেশে ১১০ এমএম Y ফিটিংস, ১১০ এমএম ৪৫° ফিটিংস, ১১০ এমএম ইউনিয়ন ফিটিংস, ৫০ ও ৪০ এমএম ৪৫° ফিটিংস এর ব্যবহার বাড়া উচিৎ। কোম্পানিগুলোর উচিৎ এসমস্ত ফিটিংস তৈরী করে বাজারজাত করা।
দোতলার জন্য যে পাইপগুলো রেখেছেন, সেগুলোর নিচে ব্যাক ডোর ব্যান্ট ব্যবহার করা অনুচিত হয়েছে। সরাসরি ডোরের উপর যেন কখনো ময়লা না পড়ে। ডোর একটা পর্যায়ে লিকেজ করবেই করবে। এখানে ব্যান্ট না দিয়ে T ফিটিংস ব্যবহার করলে পারফেক্ট হতো। T এর এক মাথায় ছোট একটু পাইপ লাগিয়ে প্লেন প্লাগ অথবা ডোর প্লাগ লাগবে। ভবিষ্যতে পাইপ জ্যাম হলে ডোর খুলে হাওয়া দিয়ে অথবা যে কোনো মাধ্যমে পাইপের জ্যাম সারানো যাবে। যদিও আপনার এই লাইন কখনো জ্যাম হবে না। কারণ, পাইপে জ্যাম লাগার মতো কোনো ফিটিংস নাই। একদম পারফেক্ট কাজ। তবে কিছু বাড়িঅলা আছে বাথরুমে বাচ্চাদের পেম্পাস সহ আজেবাজে জিনিস ফেলে দেয়। যার ফলে পাইপ স্ট্রেইট ভাবে টানা থাকলেও জ্যাম হয়ে যায়। যা সত্যি দুঃখজনক। মানুষের এটুকু কমনসেন্স থাকা উচিৎ যে কোথায় কী ফেলতে হয়।
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।আপনি যে ভাবে বোঝিয়ে দেন, সেটা থেকে অনেক কিছু শিখেছি।।।দোয়া এবং ভালোবাসা রইলো ❤️❤️❤️
কোথায় বাড়ি আপনার ?
শার্শা,যশোর
বাথরুমের ফ্লোর ঢালাইয়ে ইটের সলিং করে দিলে ভালো হবে না কি ডাইরেক্ট ৩" ঢালাই করলেই হবে?
সলিং করে দিলে ভালো হয়