ঢাকা পঞ্চম দিন | রাসেল ভাই এর ডাকে মুন্সীগঞ্জ সাথে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @TanzirRahman
    @TanzirRahman 2 ปีที่แล้ว +172

    পশ্চিম বাংলার অনেক ইউটিউবার বাংলাদেশ এসে ঘুরে গিয়েছে। কিন্তু শিবাজীদার মত এত সুন্দর করে কেউ Cover করতে পারে নি। এক কথায় দাদার পুরো সিরিজটাই অস্থির।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ 🌹❤️

    • @hakunamatata3935
      @hakunamatata3935 2 ปีที่แล้ว +1

      ঠিক। এই ভিডিওগুলো অনেক বেশি ডিটেইলড

    • @rashelmediapoint1763
      @rashelmediapoint1763 2 ปีที่แล้ว

      🌹♥️

    • @JahangirAlam-ow2lt
      @JahangirAlam-ow2lt ปีที่แล้ว

      ❤❤❤ do CT
      ,

    • @rezaulkhan9809
      @rezaulkhan9809 ปีที่แล้ว +3

      শিবাজি ও পৃথ্বীরাজ দু'জন কে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা। আমি বহুদিন থেকে আপনার ভিডিও দেখছি। আপনার পরিবেশনা ও বিশ্লেষণ খুব মনোগ্রাহী। আমার পূর্ব পুরুষের বাড়ি এই বিক্রমপুর। তবে এখন নদীতে বিলীন। কাছেই দোহার উপজেলার বসতি গড়ার হয়েছে। এখন সেটাই আমার পৈতৃক ঠিকানা। তবে আমি ঢাকায় থাকি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা
      এক ভাই ও বোন ভারতীয় আসামের শিলচরে থাকে।

  • @titobhowmick1237
    @titobhowmick1237 2 ปีที่แล้ว +21

    এটা সেরা এপিসোড ।রাসেল ভাই এর সুস্থতা কামনা করি ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ।

  • @prasenjitbanerjee3523
    @prasenjitbanerjee3523 2 ปีที่แล้ว +112

    রাসেল ভাইয়ের মতো মানুষরা আছে বলেই হয়তো পৃথিবীটা আজও বাঁচবার জন্য উপযুক্ত....ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

  • @dwijendralalsur6768
    @dwijendralalsur6768 2 ปีที่แล้ว +56

    বাংলাদেশকে নতুন করে চিনছি, জানছি আপনার এই সিরিজটা দেখে। রাসেল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ভালো থাকুন উনি।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @PM58ful
    @PM58ful 2 ปีที่แล้ว +76

    খেয়াল করেছেন বাংলাদেশের নদীগুলোর কি অসাধারণ সুন্দর সুন্দর নাম ! সুরমা, কুশিয়ারা ,ধলেশ্বরী, কীর্তনখোলা, সন্ধ্যা, পায়রা , তিতাস,মহানন্দা, মাতামুহুরী....।
    একটি বিষয় স্মতর্ব, শুক্রবার ও শনিবার বিকেল থেকে ঢাকায় কয়েকটি এলাকায় ভয়াবহ জ্যাম হয়।

    • @shamsrhmn256
      @shamsrhmn256 2 ปีที่แล้ว +1

      দুধকুমার, ধরলা,আত্রাই,ধানসিঁড়ি, মধুমতী, ইছামতী, কালীগঙ্গা ইত্যাদি,,,

    • @abirakbar8885
      @abirakbar8885 2 ปีที่แล้ว

      Shob kisur milonsthol Padma,Meghna,jamuna.

    • @shamsrhmn256
      @shamsrhmn256 2 ปีที่แล้ว +3

      @@abirakbar8885 না। তিস্তার মিলনস্থল ব্রক্ষ্মপুত্র যমুনা সেতুর দক্ষিণে এসেই তা আবার যমুনা নাম ধারণ করেছে। পদ্মা রাজবাড়ীর গোয়ালন্দে এসে যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামে চাদপুরে এসে মেঘনায় মিশেছে। কুশিয়ারা,কালনী,সুরমা কিশোরগঞ্জের হাওর এলায়ায় এসে মেঘনায় মিশেছে। আবার সেখান থেকে গোতমির জন্ম হয়ে তা চাঁদপুর এসে মেগনায় মিশেছে। ধলেশ্বরী টাঙ্গাইলে জন্মে তা মুন্সিগঞ্জে এসে মেঘনায় মিশেছে পথে কালিগঙ্গা ও ইছামতীকে সাথে নিয়ে এসেছে। আবার মাদারীপুরের কাওরাকান্দী তে পদ্মা থেকে আড়িয়াল খাঁ নদের জন্ম হয়ে তা বরিশালে গিয়ে কীর্তনখোলা নদীতে মিশেছে। বাংলাদেশের নদী গুলো একেকটা একেক জায়গা থেকে উৎপত্তি হয়ে অন্য জায়গায় গিয়ে পতিত হয়েছে। সবগুলোই যে পদ্মা,মেঘনা,যমুনায় গিয়ে পতিত হয়েছে তা নয়।

    • @nhrahat188
      @nhrahat188 2 ปีที่แล้ว +1

      @@shamsrhmn256 যমুনা সেতুর পরে নয় বরং পুরাতন ব্রহ্মপুত্রের ভাগ হওয়ার পরেই যমুনা নাম ধারণ করেছে। গোমতি ত্রিপুরা থেকে কুমিল্লা ও দাউদকান্দি হয়ে মেঘনায় পতিত হয়েছে। চাঁদপুরের সাথে গোমতির যোগাযোগ নেই

    • @shamsrhmn256
      @shamsrhmn256 2 ปีที่แล้ว

      @@nhrahat188 বাংলাদেশের নদী সম্পর্কে নূন্যতম জ্ঞান থাকলে এই মন্তব্য করতেন না।

  • @subhasengupta4699
    @subhasengupta4699 2 ปีที่แล้ว +38

    এক কথায় অসাধারণ। এখন অবধি ঢাকা পর্বের সেরা। রাসেল ভাই কে দেখে ও শুনে চোখে জল এসে গেল। কি আন্তরিক মানুষ। এই ঢাকা পর্ব দেখতে দেখতে ভাবছি যে রাজনীতি কি নির্মম । একই মানুষ, একই মাটি তাও আলাদা। বাঙালির রক্তে ভেজা পুন্যভূমি। ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন।

    • @waliullah7483
      @waliullah7483 2 ปีที่แล้ว +1

      Dada ekdom thik kotha bolsen..moner Kotha

    • @rashelmediapoint1763
      @rashelmediapoint1763 2 ปีที่แล้ว +1

      অনেক অনেক ভালোবাসা 🌹♥️

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      @@waliullah7483 🌹❤️

  • @prabalparkrasi9585
    @prabalparkrasi9585 2 ปีที่แล้ว +103

    ভীষণ ভাল লাগল,আরো অনেক দিন বাংলাদেশে।প্রাণভরে চোখভরে পূর্বপুরুষের দেশটাকে দেখতে পারি।নিজেতো আর কোনোদিন যেতে পারবনা,সত্তর বছর বয়স হয়ে গেছে। আমার দাদার দেশ ছিল মুনসীগণজ।

    • @latifbepary8738
      @latifbepary8738 2 ปีที่แล้ว +12

      কি যে বলেন !! সত্তর বয়স মাত্র একটি নাম্বার মাত্র। আসুন পূর্ব পুরুষদের মাটিতে । ভালো লাগবে

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +7

      আপনার দাদা বিক্রমপুরের কোন অংশে বসবাস করতেন? আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপ্রান চেষ্টা করবো ওই অঞ্চলের ভিডিও ধারণ করে আপনাকে দেখাতে।

    • @nurulislam3034
      @nurulislam3034 2 ปีที่แล้ว +19

      দাদা সত্তর বছর বয়েসে ঘুরা ফেরা ভ্রমনের জন‍্যে সমস্যা হওয়ার কথা নয়। মনের জোর বজায় রাখুন, নিয়মিত হাটা চলা করুন। আর বাংলাদেশ এমন কোন দূরের দেশ নয় যে এ'দেশে আসতে হলে স্বাস্থগত দিক নিয়ে এতটা ভাবতে হবে। দিনক্ষণ ঠিক করে বাংলাদেশে বেড়াতে চলে আসুন। আমরা আপনারই বাঙালি ভাই। এখানে এসে শরীর খারাপ হলে আমরা আপনাকে পথে ফেলে রাখবনা। নিজেরা হাসপাতালে নিয়ে আপনাকে ডাক্টার দেখাব এবং চিকিৎসা করাব। অনেক ভালো থাকবেন দাদা, দোয়া ও শুভকামনা নিরন্তর

    • @MrKaramba101
      @MrKaramba101 2 ปีที่แล้ว

      গেলেই পারেন! ট্রেন বাস কিংবা বিমান সব অপশনই তো আছে , স্বীকার করুন বা না করুন আপনারা পশ্চিম্বঙ্গের দাদারা একটু নাক উঁচু ভাবটা কমালেই পারবেন

    • @sudipmukherjee2317
      @sudipmukherjee2317 2 ปีที่แล้ว +10

      @@nurulislam3034 আপনার কথা শুনে চোখে জল চলে এলো।

  • @khandkersdiary3138
    @khandkersdiary3138 2 ปีที่แล้ว +38

    আমি একজন বাংলাদেশি। তবে ভ্রমণের জন্যে অনেকবার কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি গিয়েছি। তবে যখনই কেউ জেনেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তখনই তাদের চোখের তারায় আলোর ঝলকানি দেখেছি। অন্যরকম এক ভাললাগা কাজ করতে দেখেছি। কারন, তাদের বেশিরভাগেরই আদিবাড়ি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বিক্রমপুর, চাঁদপুর, ময়মনসিংহ, নরসিংদী, কুমিল্লা (তৎকালিন ত্রিপুরা) কিংবা বরিশালে। দেশ বিভাগ যে কত মানুষের জন্য একটা নিদারুণ কষ্টের ব্যাপার ছিল তা এখন ভিনদেশে এসে টের পাই। নিজের ভিটের প্রতিটা বালুকনা নিজের অস্তিত্বের সাথে মিশে থাকে। এই মাঠ-ঘাট, পুকুর, সবুজ খেতে হেঁটে বেড়িয়েছে অনেকের বাবা, তার বাবা, তার বাবা। এই মাটিতে মিশে আছে কত পূর্বপুরুষের দেহ। অনেক ভালোবাসা সেই মানুষগুলোর জন্যে। বাংলাদেশের মানুষ অবশ্যই আপ্যায়ন করতে ভুলবে না যারা শিকড়ের খোঁজে ফিরে আসেন। ❤

    • @anjaliroy1666
      @anjaliroy1666 2 ปีที่แล้ว +4

      84 age no chance to go there again .so I am enjoying through your eyes
      ...Thanks for such videos.

    • @mehrubaamin2568
      @mehrubaamin2568 2 ปีที่แล้ว

      ❤️

    • @truthisbitter7086
      @truthisbitter7086 ปีที่แล้ว +3

      একদম।এখান থেকে যারা ওখানে গেছে এবং ওখান থেকে যারা এখানে এসেছে তাদের জন্য খুবই কষ্টকর ছিল।মোটকথা এই পৃথিবীতে যারা নিজের ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে ভিনদেশে যায় তাদের কষ্টটা বলার মত না।

    • @RatanChandraDas-y4q
      @RatanChandraDas-y4q หลายเดือนก่อน

      ভাই মুন্সিগঞ্জ বিক্রমপুর একই

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 2 ปีที่แล้ว +64

    অভাবনীয় !! বাংলা দেশের অফুরন্ত প্রাকৃতিক
    সৌন্দর্য দেখে আমি আপ্লুত। অসুস্থ রাসেল ভাইয়ের সাক্ষাৎকার , আন্তরিকতা আর পৃথ্বীজিত দার গান .....মনে রাখার মতো। শুভেচ্ছা রইলো।

    • @rashelmediapoint1763
      @rashelmediapoint1763 2 ปีที่แล้ว +1

      ভালোবাসা নিবেন ♥️🌹

  • @delipdas9851
    @delipdas9851 2 ปีที่แล้ว +34

    শিবাজী দা, আপনারা বাংলাদেশ কে ভারতের জনসাধারণের অনেক কাছাকাছি পৌঁছে দিচ্ছেন । বিশয়টি অনেক সাস্থকর । ধন্যবাদ আপনাদের সবাইকে ।

  • @sudeshnagupta1309
    @sudeshnagupta1309 2 ปีที่แล้ว +11

    আজ আপনার ভিডিওটা আমার আবেগকে এক আলাদা মাত্রা দিল।অপূর্ব । আমার পিতৃপুরুষের দেশ সোনারঙ। এইমঠের সামনে আমাদের বাড়ীর অনেকের ছবি ছিল, তবে কালের নিয়মে সেগুলি নষ্ট হয়ে গেছে। তবে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ী হুগলীর জিরাটে গিয়ে দেখলাম, একটি বাড়ীর দুর্গাপূজো, যারা বললেন,তাঁরা সোনারঙের এই মঠ বাড়ীর। পূর্ববঙ্গের নিয়ম মেনে, মাদুর্গার সামনে মালক্ষী ও কার্ত্তিক, মা সরস্বতী ও গণেশের অবস্থান। কি আশ্চর্য। যা পশ্চিমবঙ্গে একদম অদ্ভুত ব্যাপার তাই না ?
    আবার টঙ্গীবাড়ী আমার বাবার মামাবাড়ী। আমার ঠাকুর্দা মারা যাবার পর আমার ঠাকুমা ভারত ভাগের‌ আগে অবধি ছিলেন। আমার পিসিদের নিয়ে। আমার বাবা আনন্দবাজার‌ পত্রিকাতে কর্মরত ছিলেন, তাই তিনি কলকাতায় ছিলেন।
    বাবা বাংলাদেশ যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির হয়ে অংশ নেন এবং অনেকদিন ঢাকা ছিলেন, তখন ভিটে দেখে আসেন,যা তখন অন্য কারো হয়ে গেছে।
    বাবার অত্যন্ত প্রিয় ছিলেন সুবর্ণরেখা খ্যাত ইন্দ্রনাথ মজুমদার যিনি বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ সুত্রে, বাবার বিশেষ পরিচিত ছিলেন। বারবার কথা হয়ে ও শান্তিনিকেতন যাওয়া হয়নি, ওনার ব্যবস্থাপনায়। তুষার মজুমদারকে দেখেও ভীষণ ভালো লাগল।
    লেখাটি অনেক বড় হল কি করব ? অদ্ভুত সমাপতন পেলাম যে !! ছোট থেকে বাবা ঠাকুমা সবার কাছে শুনেছি,সোনারঙ জোড়ামঠ, বজ্রযোগিনী দীপঙ্কর অতীশ শ্রীজ্ঞানের কথা। আমার সব আবেগকে একসাথে দেখে আপ্লুত হলাম।
    আপনার সবকটি ভিডিওসবসময় দেখি খুব ভালো লাগে। শুভকামনা রইল।

    • @wipavel
      @wipavel ปีที่แล้ว

      I am emotional 😢

  • @sudiproy5062
    @sudiproy5062 2 ปีที่แล้ว +35

    আমরা বাঙালি এটাই আমার গর্ব! আমরা এক ই ভাষায় আমাদের সুখ দুঃখ সবটাই প্রকাশ করি।

  • @amitbhattacharya820
    @amitbhattacharya820 2 ปีที่แล้ว +30

    মানুষ মানুষের জন্য তা আবার প্রমাণ হল। বাংলাদেশের সব ভিডিও গুলো পশ্চিম বঙ্গ থাকে দেখছি। ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।

  • @utpaldutta9982
    @utpaldutta9982 2 ปีที่แล้ว +14

    সত্য রাসেল ভাই ,আপনার মতো মানুষ আছে বলেই মনে হয় মাটির টানে একবার বাংলাদেশ ঘুরে আসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      নিশ্চয়ই পূর্বপুরুষের বসতভিটা ঘুরে যাবেন। বাংলাদেশের কোথায় আপনার পূর্বপুরুষের বাড়ি?

    • @rashelmediapoint1763
      @rashelmediapoint1763 2 ปีที่แล้ว

      Love from heart ❤️

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 2 ปีที่แล้ว +35

    বিক্রমপুর বা মুন্সীগঞ্জ এর নাম শুনলে মন প্রাণ আনন্দে ভোরে ওঠে - এর প্রধানত কারণ আমার এই স্থানের সাথে নাড়ীর যোগ । আমার ঠাকুরমার এই জিলায় জন্ম এবং এখানেই বড় হয়ে ওঠেন । আমার সোভাগ্য যে ২০১০ সালে আমি এই জিলা পরিদর্শন করি । আজ শিবাজিবুর লেন্সে আবার এই জিলা কে দেখে অসাধরণ আনন্দ পেলাম । দীপ এর সঙ্গে কাটানো মুহূর্ত গুলিও ভীষণ ভাবে ভালো লাগলো ।
    যেকোনো দেশের নানান প্রদেশ বা বড় দেখতে গেলে সেখানকার মানুষ দের সাথে আলাপ পরিচয় বিশেষ ভাযে প্রয়োজন। শিবাজী বাবু আপনি যে ভাবে এই দৃষ্টিকোণ পরিপূর্ণ করছেন তা এক কোথায় অতুলনীয় । আমরা এর আগের আগের পর্বেও দেখেছি কি ভাবে রিকশা চালক "কাকার" সঙ্গে কথোপকথন করেছেন। এ বারের পর্বে আরো ভালো অভিজ্ঞতা হলো রাসেল ভাই এর সাথে আলাপ আলচনায়। এত ভাল মানুষের সান্নিধ্য পাওয়া লাভের।
    পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম । খুব খুব উপভোগ করছি আপনার এই সিরিজ ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +6

      ধন্যবাদ আপনাকে শিবাজী দা'র সাথে থাকার জন্য। আপনি আপনার দাদুর কথা বলেছেন যে মুন্সীগঞ্জ ওনার জন্মভূমি। মুন্সিগঞ্জ জেলার কোন অংশকে দেখতে ইচ্ছে হলে আমাকে জানাবেন আমি ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব।

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta 2 ปีที่แล้ว +3

      @@bikrampurtv550 আপনাকে অসংখ্য ধন্যবাদ । ঠাকুরমার বাড়ি টঙ্গীবাড়ীর আমতলী গ্রামে। এই বাড়িটি উমাকান্ত সেন এর তৈরি । এখন ধলু মিযা ও তার পরিবার এই বাড়িতে থাকেন । আমি ২০১০ সালে ওখানে যাই এবং ধলু মিয়ার পুত্রের সঙ্গে সাথৎ হয়। বর্তমানে ওনারা কেমন আছেন জানালে খুব খুশি হবে। আপনার নাম ও যোগাযোগের ব্যবস্থা জানাবেন সম্ভব হলে ।

    • @priyankapaul4740
      @priyankapaul4740 2 ปีที่แล้ว +2

      @@tathagatadasgupta Khub sundar laaglo aapnar comment ta. Ektu janaben je ki kore barita okhane khnuje ber korlen. Aamar purbapurush Bikrampur chamardi gram er. 1939 e Assam e chole aashen chakri sutre. Partition er por okhane ke achen kichui janina kintu khub icche okhane ekdin jaabo aar oi bhiti dekhbo.

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta 2 ปีที่แล้ว +1

      @RASHEL BT একদম এই গ্রামটি - আমাকে দেখালে খুব আনন্দ পাবো ।

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta 2 ปีที่แล้ว +2

      @@priyankapaul4740 অনেক ধন্যবাদ আপনাকে । আমি ২০১০ সালে কর্ম সূত্রে বাংলাদেশ যাই এবং ওখানকার স্থানীয় এক ভদ্রলোক আমাকে আমাদের পূর্বপুরুষের বাড়ি নিয়ে যান ।

  • @arindamdatta8533
    @arindamdatta8533 2 ปีที่แล้ว +6

    খুব ভালো করেছেন, রাসেল ভাই এর সাথে দেখা করতে গিয়ে।
    আপনাদের এই সিদ্ধান্ত টি মন ছুঁয়ে গ্যালো।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভাল থাকবেন, ভালোবাসা নিবেন 🌹❤️

  • @kailashtewari7178
    @kailashtewari7178 2 ปีที่แล้ว +12

    রাসেল ভাইয়ের আমন্ত্রন রক্ষা করে, ওনার বাড়ি যাওয়াটা খুব ভালো লাগলো। আমার চোখ জলে ভোরে গেল।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      হৃদয় স্পর্শ করা মন্তব্য, ভালো থাকবেন দাদা।

  • @fyhddghhhdfgh5662
    @fyhddghhhdfgh5662 2 ปีที่แล้ว +18

    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।

  • @samitabasu9629
    @samitabasu9629 2 ปีที่แล้ว +17

    প্রকৃতি যেনো উজার করে দিয়েছে। একদিক থেকে শিবাজীদা আর আমি এক‌ই দেশের লোক সেটা এই ভিডিও দেখার পরে বুঝতে পারলাম। আমার পূর্ব পুরুষদের বাসা ছিল ঢাকা বিক্রমপুর লৌহজং। বাবাও আজ না ফেরার দেশে চলে গেছে নয়তো এই video দেখলে আনন্দ পেতো। রাসেল ভাইয়ের আন্তরিকতা ভোলার নয়। আপনার চোখ দিয়েই দেখে সন্তুষ্ট হলাম। এগিয়ে চলুন।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      বিক্রমপুরে আপনাকে স্বাগতম, যেকোনো সময় বিক্রমপুর ভ্রমণে আসবেন।

    • @samitabasu9629
      @samitabasu9629 2 ปีที่แล้ว +1

      @RASHEL BT আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারলে খুশি হবো।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      @@samitabasu9629 ❤️🌹

  • @subirbiswas6611
    @subirbiswas6611 2 ปีที่แล้ว +5

    ধন্যবাদ শিবাজীদা কে । সুন্দর ভাবে উপস্থাপনা হয়েছে ।
    এতো অসুবিধা সত্ত্বেও রাসূল ভাই এর আতিথেয়তা ,ভালোবাসা ,আন্তরিকতায়
    মুগ্ধ ।
    ঈশ্বরের কাছে কামনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও ❤️🌹

  • @sujaybasu9714
    @sujaybasu9714 2 ปีที่แล้ว +9

    ভিটের টানে মনের যানে/যায়‌ ছুটে মন আপন মনে/ভিটেই শেখায় সংস্কৃতি/জ্বালায় মনে প্রীতির বাতি/সেই সে টানেই ছুটছে আজো দুই বাঙলায় ইছামতী। সবিশেষ ধন্যবাদ রাসেল ভাইকে,যার প্রেরণায় শিবাজীর এই উপস্থাপনা।চমৎকার! ধন্যবাদ বাবা‌-পৃথ্বী সহ দীপকেও।তার সাথে অবশ্যই বাবুল ভাইকে,আজকের এই টানাটানিকে পিছনে ফেলে সেই টানকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। টান টা থাকুক,টানাটানি নয়।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      অসাধারণ ছন্দে উপস্থাপিত হয়েছে অনুভূতি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

  • @iknowiamwrong.butstill...2073
    @iknowiamwrong.butstill...2073 หลายเดือนก่อน

    রাসেল ভাইয়ের জন্য ভালোবাসা। এই অমানুষের দুনিয়ায় একজন সত্যিকারের মানুষ দেখে ভেতরে এক অন্যরকম শান্তি পেলাম। ভালো থাকবেন রাসেল ভাই❤❤❤

  • @juthikabarua3599
    @juthikabarua3599 2 ปีที่แล้ว +17

    আপনার পূর্ব পুরুষের ভিটা বাড়ি মুন্সী গন্জ জেনে ভালো লাগলো । অতীশ দীপঙ্কর বাড়ি এবং বৌদ্ধ বিহার আগে দুবার দেখেছি । আপনার মনের উদারতা রাসেল খান সম্পর্কে যা বললেন মনের গভীরে ছুয়ে গেল ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      গভীর মনোযোগ দিয়ে দেখেছেন তাই পর্বটির গভীরতা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 2 ปีที่แล้ว +11

    খুব ভালো হয়েছে পর্বটি।রাসেল ভাইয়ের আবেগ উপলব্ধি করতে পারছিলাম।তার সাথে বিদায়ের মূহুর্তটি আমাকেও আবেগ আপ্লুত করেছে।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      এতোটা গভীর মনোযোগ দিয়ে পর্বটি উপলব্ধি করবার জন্য আপনাকে ধন্যবাদ।

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 আপনাকেও ধন‍্যবাদ। মানবতার জয় হোক।

  • @sahelibagchi436
    @sahelibagchi436 2 ปีที่แล้ว +4

    বিক্রমপুর আমার ঠাকুমার দেশের বাড়ি। অনেক গল্প শুনেছি ঠাম্মার কাছে। তাই আজ এই পর্ব ভীষণ ভালো লাগলো।

  • @lipicachatterjee7852
    @lipicachatterjee7852 2 ปีที่แล้ว +2

    অসাধারন এপিসোড খুব ভালো লাগলো দেখতে । আর পৃথ্বী জিত দা গান তো দারুন ছিল রাসেল ভাই কে জানাই আমার আন্তরিকশুভেচ্ছা ও ভালোবাসা।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, ভালো থাকবেন সবসময়।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 2 ปีที่แล้ว +11

    সত্যি ই রাসেল ভাই খুব খুব ভালো মনের মানুষ। কিন্তু ভাগ্যের এরকম পরিহাস। ভালো থাকবেন রাসেল ভাই।

    • @avikmajumder7034
      @avikmajumder7034 2 ปีที่แล้ว +1

      @RASHEL BT সত্যি ভগবান আপনাকে ভালো রাখুন। সত্যি বাংলাদেশের মানুষ একেবারে মাটির মানুষ হয়। (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত 🇮🇳 থেকে বলছি)

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      @@avikmajumder7034 ধন্যবাদ আপনাকে, ভালো মানুষ সবজায়গাতেই ভালো আর খারাপ মানুষ সবজায়গাতেই খারাপ। ভালো থাকুক ভালো মানুষগুলো আর খারাপ মানুষগুলো ভালো হয়ে যাক। ভালো থাকবেন সব সময়।

    • @avikmajumder7034
      @avikmajumder7034 2 ปีที่แล้ว

      @@bikrampurtv550 একদম

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 2 ปีที่แล้ว +21

    আজকের পর্ব - প্রথম থেকেই এক আশ্চর্য আবেগে, ভালোবাসায় আপ্লুত। আর তাকে বোঝাতে কোনো আড়ম্বর লাগে না, এই অসামান্য উপস্থাপনার। কখনো ভাবতেই পারিনি প্রাণের শহরের ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকা স্থাপত্য, বিস্ময় নৈসর্গিক এমনভাবে দুচোখ ভরে দেখব। ছুঁয়ে থাকব।ভিডিও দেখতে দেখতে মায়ের কথা মনে পড়ছে। মনে পড়ছে দেশের জন্য এখনও কী ব্যাকুল ভালোবাসা। প্রতিটি ভিডিও আমি মায়ের জন্য সেভ করে রেখে দিলাম। বড় সিক্ত হল মন-প্রাপ্তির ঔদার্যে ।
    অসংখ্য ধন্যবাদ আমার।

  • @parthasarathimandal9281
    @parthasarathimandal9281 2 ปีที่แล้ว +3

    একটি অন্য রকমের মন কেমন করা ভিডিও তো বটেই, তার সঙ্গে অনেক অজানাকে সামনে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষের আতিথেয়তা কে না স্বীকার করে উপায় নেই যে ওনারা সত্যিই খুব বড় মনের মানুষ।

  • @rashelmediapoint1763
    @rashelmediapoint1763 2 ปีที่แล้ว +2

    Bikrampur is my love 💕

  • @forekansikder8471
    @forekansikder8471 2 ปีที่แล้ว +32

    মানুষ মানুষের জন্য তার প্রমান রাখলেন শিবাজি দাদা ও তার সঙ্গীরা।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      শিবাজী দা অনন্য অমায়িক অসাধারণ।

  • @debdattapaul8505
    @debdattapaul8505 2 ปีที่แล้ว +5

    সত্যি আন্তরিকতার টান সবচেয়ে বড়।যারজন‍্য এক দেশ থেকে অন‍্যদেশে যাওয়া যায়।
    অসাধারণ গান।
    বিক্রমপুর আমারও দেশের বাড়ি।তবে আজ আর কোনো অস্তিত্ব নেই।তবু শিকড়ের টান তো।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      বিক্রমপুরের কোন এলাকাতে আপনার পূর্বপুরুষের বাড়ি ছিল? জানাবেন, ভালো থাকবেন আপনি, ধন্যবাদ।

  • @mdrupom5165
    @mdrupom5165 2 ปีที่แล้ว +3

    আপনাদের দেখে ও মুখের ভাষা শুনে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বসবাস করেন।ভারতের বাংলা ভাষার মানুষ কথা বলার শেষে ছ এর উচ্চারণ করে ।আপনার ভাষাই সেটা নেই ।অনেক অনেক ধন্যবাদ আবার আসবেন ।

  • @bappirahmanpiyas1329
    @bappirahmanpiyas1329 ปีที่แล้ว +1

    মুক্তারপুর ব্রীজের উপর সৌন্দর্য সাথে ব্রেক গ্রাউন্ড মিউজিক টা জাস্ট অনবদ্য দাদা। অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আর ভালোবাসা রইলো।

  • @sanjukundu2082
    @sanjukundu2082 2 ปีที่แล้ว +9

    অসাধারণ একটি এপিসোড, সাথে পৃথ্বিজীত দার গান অন্য মাত্রা দিল❤️❤️🙏🙏

  • @chandranathmajumdar7584
    @chandranathmajumdar7584 2 ปีที่แล้ว +9

    বন্ধু এই রকমই হতে হয়,যেখানে প্রাণ বাঁচাতে প্রয়োজন ছাড়াই যতদূর ই হোক যাব দেখলেন শিবাজি রাসেল ভাই কে দেখা দিয়ে মুন্সিগঞ্জে গিয়ে,salute sibaji কে,মানবতার জয় হোক

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ভালোবাসা ও মানবতা মিলেমিশে একাকার।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      মানবতার জয় হোক, পৃথিবী হোক শান্তির। শিবাজি দা'র সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন।

    • @chandranathmajumdar7584
      @chandranathmajumdar7584 2 ปีที่แล้ว +1

      Love you Rashel bhai be Happy be safe,we always with shibaji & now you with 💖💖thank you for remembering 👌🏽👌🏽

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      @@chandranathmajumdar7584 পৃথিবীটা অনেক সুন্দর দেখতে ইচ্ছে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুড়ে, সীমাবদ্ধতার কারণে আটকে থাকি এক কোণে। শিবাজী দার মত মানুষরা আছেন বলেই দেখতে পারি জগৎটাকে। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, বেঁচে থাকার প্রেরণা পাই। ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য।

  • @sudipmukherjee2317
    @sudipmukherjee2317 2 ปีที่แล้ว +13

    এই সেই ধলেশ্বরী নদী ক্লাস ফোরের আমার মেয়ের বই এ উল্লেখ আছে।দেখলাম খুব খুশি হল।অনেক ধন্যবাদ শিবাজী দা।অনেক অনেক মানুষের ভালোবাসা ও আশীর্বাদ রইল।পূর্ব পুরুষের ভিটে দেখার সুযোগ করে দিলে।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว

      পশ্চিমবঙ্গের বইয়ে???

    • @sudipmukherjee2317
      @sudipmukherjee2317 ปีที่แล้ว

      @@MasudRana-dd6hz ha vai

    • @RatanChandraDas-y4q
      @RatanChandraDas-y4q หลายเดือนก่อน

      মুন্সিগঞ্জের কোথায় আপনাদের বাড়ি ছিল

  • @kishorechaudhuri9180
    @kishorechaudhuri9180 2 ปีที่แล้ว +12

    গত আগষ্ট মাসে ঢাকা গিয়েছিলাম, তবে এত জায়গা দেখার সুযোগ হয়নি।আপনার চোখ দিয়ে দেখার সুযোগ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।

  • @krishnabhattacharya6995
    @krishnabhattacharya6995 2 ปีที่แล้ว +3

    আপনার চোখে ঢাকা শহরকে দেখছি আর কতকিছু জানছি, খুবই আনন্দ পাচ্ছি। রাসেল ভাইয়ের মত মানুষ খুব কমই হয়।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।

  • @chandanasingha5906
    @chandanasingha5906 2 ปีที่แล้ว +9

    কী যে ভালো লাগলো! জানিনা কোনোদিন যেতে পারব কিনা। আপনার দেওয়া তথ্য, ভিডিও, ও মানুষের আতিথেয়তা অতুলনীয়। মিরাকেল গাছ আছে, আমাদেরও ছিল বাঁচেনি। ভালো থাকবেন সবাই।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      আপনিও ভালো থাকবেন, সুযোগ করে একসময় বাংলাদেশ ঘুরে যাবেন।

  • @kaziershadali
    @kaziershadali 2 ปีที่แล้ว +28

    মুন্সীগঞ্জ ভ্রমণের জন্য ধন্যবাদ! আরো যেসব স্থাপনা যেতে পারলে হয়তো ভালো লাগতো সেগুলো হলো:
    বল্লাল সেনের দীঘি, রামপাল
    হরিশ্চন্দ্র রাজার দীঘি, রামপাল
    রাজা শ্রীনাথের বাড়ি, সিরাজদিখান
    ভাগ্যকূল রাজবাড়ি
    রাঢ়ীখালে আচার্য্য জগদীশচন্দ্র বসুর বাড়ি
    মিরকাদিম পুলঘাটা সেতু
    বাবা আদমের মসজিদ
    ইদ্রাকপুর কেল্লা

    • @azizulhakim9106
      @azizulhakim9106 2 ปีที่แล้ว

      Thanks 😍

    • @2010anindita
      @2010anindita 2 ปีที่แล้ว

      ভাই আমি মুন্সীগঞ্জে আইচ পরিবারকে খুঁজছি। কেউ আমাকে সাহায্য করতে পারেন দয়া করে

  • @FerdausAlAmin
    @FerdausAlAmin 10 หลายเดือนก่อน

    আপনার সুন্দর উপস্থাপনা, ভ্রমণ এলাকার সাবলীল বর্ণনা সবই দৃষ্টিনন্দন ও শুনতে ও ভাল লাগে।
    ধন্যবাদ

  • @sanjidaaktermukta48
    @sanjidaaktermukta48 2 ปีที่แล้ว +2

    অপূর্ব লাগলো ভিডিওটি! বিক্রমপুর নাম শুনেই একটু আবেগে আপ্লুত হয়ে যাই সবাই।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      বিক্রমপুর নিয়ে এতো সুন্দর ভাবনা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

  • @faysalahmed5796
    @faysalahmed5796 2 ปีที่แล้ว +2

    ভাইজান জেনে ভালো লাগলো আপনার শিকর আমাদের মুন্সিগঞ্জে💝💝💝

  • @sudipbharati3883
    @sudipbharati3883 2 ปีที่แล้ว +4

    Bhai e Bhai e eto rokom mil ...sudhu majhe ekta baro pachil.. ...r ki bolbo..
    khub sundor laglo.... Shivaji da...

  • @sandipduttaroy6193
    @sandipduttaroy6193 ปีที่แล้ว +1

    আপনার পূর্বপুরুষের ভিটেমাটি বাংলাদেশে ছিল জেনে ভালো লাগলো।আপনি বাংলাদেশ কে যেভাবে পসেটিভলি তুলে ধরেন এটাও খুব ভাল লাগে

  • @jayadas8798
    @jayadas8798 2 ปีที่แล้ว +3

    Osadaron Osadaron vlog। ঢাকা Bikrompur munshigung আমার শহুরে বাড়ি জায়গা দেখে খুবই ভালো লাগলো। Wonderful journey।

  • @ncdam2399
    @ncdam2399 2 ปีที่แล้ว +1

    অপুর্ব খুব ভালো লাগল । রাসেল ভাইয়ের ওখানে দেখা করায় আপনার একটা বড় মনের পরিচয় আবারো পেলাম। আমরা আছি আপনার সাথে । মনটা ভরে গেলো ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @Dk01-s4d
    @Dk01-s4d 2 ปีที่แล้ว +3

    আপনাকে অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর করে বাংলাদেশকে তুলে ধরার জন্য।

  • @pokemongameplay7787
    @pokemongameplay7787 ปีที่แล้ว +1

    আমার জন্মভুমি টঙ্গিবাড়ী বাজারের পাশে আমতলী গ্রামে। এই ভিডিওটা দেখে চোখেরজল ধরে রাখতে পারলাম না। মনের আয়নায় ভেসে উঠলো ছোট্ট বেলার স্মৃতির পাতা। বাবা তোমাদের ভ্রমন সুন্দর হোক।

  • @nabendumahalanobis4450
    @nabendumahalanobis4450 2 ปีที่แล้ว +19

    আমার দাদুর আদি নিবাস ছিলো বিক্রমপুর মুন্সীগঞ্জ..... মন প্রাণ ভোরে দেখলাম... ভালো থাকবেন 👍

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +2

      মুন্সীগঞ্জের কোন অঞ্চলে আপনার দাদুর বাড়ি ছিল? এখানে কমেন্ট করে আমাকে জানান, আমি ঐ অঞ্চলের ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব।

    • @Toonscartoon20
      @Toonscartoon20 2 ปีที่แล้ว +1

      দাদা, আবার বাংলাদেশে আসলে আমাদের গাজীপুরে আসবেন।

    • @suprabhabanerjee6886
      @suprabhabanerjee6886 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 Dada amaar purbapurusher aadi nibaas chhilo Bikrampurer Sukhabaspur graam

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      @@suprabhabanerjee6886 সুখবাসপুর একটি বড় পুকুর বা দিঘি আছে। ঐ দিঘির কোন পাশে আপনাদের আদি নিবাস?

    • @suprabhabanerjee6886
      @suprabhabanerjee6886 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 kichhu janina dada, aapni please Sukhabaspur gram niye ekta video banaan

  • @prabirgupta7340
    @prabirgupta7340 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো। দেশের বাড়ি তো দেখা হয়ে ওঠেনি । আপনাদের চোখ দিয়ে তাই যতটা পারি দেখে নিলাম। শুনেছি আমাদের ও পূর্ব পুরুষের ভিটে ছিল Bikrampur পরগণার Munshiganj সাব ডিভিশনের Tongibari থানার অন্তর্গত Purba-Shimulia গ্রামে।
    অনেক ধন্যবাদ আপনাদের।
    ঐ অঞ্চলের মাটির গন্ধ বাতাসের গন্ধ বুক ভরে নেবার ইচ্ছে রইল ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      শিমুলিয়া গ্রামের যোগাযোগব্যবস্থা এখন খুব ভালো। শিমুলিয়া গ্রাম কোন এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন ধন্যবাদ।

    • @prabirgupta7340
      @prabirgupta7340 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 অনেক অনেক ধন্যবাদ।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো ভিডিওটা। রাসেল ভাইকে অনেক শুভেচ্ছা,আপনি সুস্থ থাকুন,ভালো থাকুন।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনিও। ❤️🌹

  • @mdsiddiqurrahman2596
    @mdsiddiqurrahman2596 2 ปีที่แล้ว +4

    দাদা আপনার এই এপিসোডটা আমার খুব ভালো লেগেছে। কারন যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য নাই তারা আপনার মাধ্যমে বিভিন্ন স্থান দেখে মনের ক্ষুধা মেটাতে পারছে।

  • @mohdarifurrahman8927
    @mohdarifurrahman8927 2 ปีที่แล้ว +3

    আপনাদের বিক্রমপুরের ট্রিপ দেখে বেশ ভালো লাগলো। আপনি অরিজিনাল ক্ষীর খেতে হলে যেতে হবে নারায়ণগঞ্জের উকিল পাড়ার গলির নিকটবর্তী জগতবন্ধু মিষ্টান্ন ভান্ডারে। ওখানকার মিষ্টি খেয়ে আপনি সত্যিই অভিভূত হয়ে যাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিক্রমপুরের মানুষ যদিও ঢাকায় বসবাস করি জন্ম লগ্ন হতে। ভালো থাকবেন।

  • @satyabrataghosh8420
    @satyabrataghosh8420 2 ปีที่แล้ว +9

    শিবাজী বাবু এই মুন্সীগঞ্জেই আমাদের পূর্বপুরুষের বাস ছিলো।আবেকপ্রবন হয়ে পরলাম।সাথে ওনার সঙ্গে আলাপচারিতা ভীষন ভীষন ভালো লাগল।🙏🙏🙏

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, মুন্সিগঞ্জের কোথায় আপনার পূর্বপুরুষের বাড়ি?

  • @samiranroy712
    @samiranroy712 ปีที่แล้ว +2

    আমার পূর্বপুরুষের বাড়ী মুন্সীগঞ্জে, থানা সিরাজদীঘা, মুন্সীগঞ্জের হাট, চরবিশ্বনাথ 🇮🇳🙏

  • @shampamutsuddi4850
    @shampamutsuddi4850 2 ปีที่แล้ว +2

    টিনের বাড়ির concept দারুন লাগলো।

  • @rumpa74
    @rumpa74 2 ปีที่แล้ว +4

    আজকের পর্ব টা যেন অন্য রকম ভাবে মনটা ছুঁয়ে গেল রাসেল ভাই এর জন্য। কি বলব আপনাদের ভিডিও গুলো যে মন কে কি ভাবে ভালো করে দেয় বলে বোঝাতে পারব না। সুস্থ থাকুন ভালো থাকুন।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা, আপনিও ভালো থাকবেন।

  • @samitaaich4571
    @samitaaich4571 2 ปีที่แล้ว +1

    Ek kothai anobodyo laglo ajker vlog... Khub emotional laglo
    Bhalo thakun ar erokom manusher sange.. Manusher jonyo vlog korun

  • @subhasishray9207
    @subhasishray9207 2 ปีที่แล้ว +5

    রাসেল ভাইকে দেখে মনে হয় কত চেনা |ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে যেন ভালো রাখেন |
    আর শিবাজী - এবার সত্যি মনে হয় তোমার চ্যানেলটা নিয়মিত দেখতে হবে |

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      দারুণ উপলব্ধি, ধন্যবাদ আপনাকে, শিবাজী দা'র সঙ্গে থাকুন, ভালো থাকবেন।

    • @subhasishray9207
      @subhasishray9207 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 হ্যাঁ ভাই ধন্যবাদ |শিবাজীর চ্যানেলের কিছু ভালো বৈশিষ্ট আছে ,যেমন ওর বাচন ভঙ্গি,সংগীতের ব্যবহার ,অনর্থক বড়ো ভিডিও না বানানো তাই ভালো লাগে দেখতে |অনেকেই ভীষণ বড়ো video বানান আর তাতে খাওয়াদাওয়া ছাড়া সার বস্তু খুব কম |

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      @@subhasishray9207 ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আর ভালোবাসা নেবেন। 🌹❤️

    • @subhasishray9207
      @subhasishray9207 2 ปีที่แล้ว +1

      @@bikrampurtv550 তুমিও ভালো থেকো ভাই |আর তোমার নামটা কিন্তু জানা হয় নি |

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      @@subhasishray9207 আমি শিভাজী দা'র সেই রাসেল খান। আপনার সাথে যোগাযোগে ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 2 ปีที่แล้ว +9

    এক্সপ্লোরার শিবাজী কে ধন্যবাদ। এত ভালো বাংলা ভ্রমণ আগে তো দেখিনি কখনো। আবার ধন্যবাদ জানাই।

  • @afreenhoq
    @afreenhoq 2 ปีที่แล้ว +7

    অনেকদিন আপনার ভিডিও দেখি। শিবাজি আপনি একজন সাদা মনের মানুষ। আপনার বাবা মা কে শ্রদ্ধা

  • @SaroarHosenSowrov-zq5ut
    @SaroarHosenSowrov-zq5ut ปีที่แล้ว

    ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি। অসাধারণ এক কথায় মনোমুগ্ধকর। আমিও একদিন এভাবেই সারা পৃথিবী ঘুরব।

  • @tsamanta7063
    @tsamanta7063 2 ปีที่แล้ว +4

    মীরাক্কেল ফল এই প্রথম দেখলাম ,ভালো লাগলো।🙏🙏

  • @lubnamonira5647
    @lubnamonira5647 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশ থেকে লিখছি আপনার ব্লগ সব সময় দেখি আজকেরটা দেখে কেনো জানি চোখে পানি এসে গেল আর prithijit দার গান অসাধারণ

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন❤️🌹

  • @milkisharmin6
    @milkisharmin6 2 ปีที่แล้ว +7

    আমার জন্মস্থান আমার প্রাণের মুন্সিগঞ্জ। দাদা, খুব ভাল লাগলো যখন শুনলাম আপনার পূর্ব পুরুষদের ভিটা আমাদের এই মুন্সিগঞ্জে। অনেক অনেক ভাল থাকবেন দাদা ।

  • @sandhikanjilal
    @sandhikanjilal 2 ปีที่แล้ว +2

    বরিশালের গল্প শোনার জন্য ভীষণ অপেক্ষা য় আছি। পূর্ব পুরুষ এর স্হান। নস্টালজিয়া। শিবাজী দা অনবদ্য বাংলাদেশ সিরিজ। হিট হিট সুপার হিট। প্রানাধিক প্রিয় তুমি ও পৃথ্বীজিৎ দা।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ঢাকা বরিশাল রুটে প্রচুর লঞ্চ ভ্রমণ দেখেছি, এখন শিবাজী দা'র লঞ্চ ভ্রমণ দেখার অপেক্ষায় আছি।

  • @anwarulmalek8390
    @anwarulmalek8390 2 ปีที่แล้ว +2

    Really you have got the success. Your Munshigonj trip is the most wonderful and awesome.

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      Thanks for watching our Bikrampur Munshiganj. ❤️🌹

  • @snigdhamitra2968
    @snigdhamitra2968 2 ปีที่แล้ว

    Video ta khubvalo laglo r Prethjitdar ganto khubvalo laglo

  • @ummahskitchenbd
    @ummahskitchenbd 2 ปีที่แล้ว +8

    এইবারের ভ্লগটাও ভাল লেগেছে। অন্যভাবে নিজের বাংলাদেশকে দেখছি। বেশ ভাল লাগছে।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      শিবাজী দা'র ঢাকায় চতুর্থ দিন হাতিরঝিল ভ্রমণ ও আপনার বাড়ির ব্লগ টাও দারুন ছিল। আসলে শিবাজী দার সব ব্লগই ভালো লাগে তার মধ্যে কোনটা বেশি ভালো লাগে এই আর কি। শিবাজী দা অনন্য।

  • @mdgoni9784
    @mdgoni9784 ปีที่แล้ว

    আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ থানা সদর বর্তমানে প্রবাসে আছি খুব ভালো লাগলো আপনার এই ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়ে গেছি রাসেল ভাইয়ের কথা শুনে উনার সাথে দেখা করাতে খুব ভালো লাগলো অনেক আনন্দ পেয়েছি আপনাদের ভিডিও দেখে দাওয়াত রইল আবার আসবেন আমাদের জ্বালায় মুন্সীগঞ্জে মুন্সিরহাটের মিষ্টি আল্দি বাজারের মাঠা খেতে

  • @saroarmondal3198
    @saroarmondal3198 2 ปีที่แล้ว +3

    আপনাকে ধন্যবাদ দেওয়ারও ভাষা নেই । এই অসাধারণ উপস্থাপনা শুধু মন প্রাণ ভরে উপভোগ করতে করতে যেন আপনার সাথেই বাস্তবে হারিয়ে যাই । আর এই অনুভবটা কোনো ভাবেই ভাষা দিয়ে বোঝানো যাবে না ।🙏

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      অসাধারণ উপলব্ধি, অসাধারন অভিব্যক্তি। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।

  • @montilabanerjee7601
    @montilabanerjee7601 2 ปีที่แล้ว +1

    দুর্দান্ত লাগলো. মিরাক্কেল ফল টা দেখে সত্যজিৎ রায় এর মাকেঞ্জি ফ্রুট এর কথা মনে পড়লো.

  • @ayansengupta4811
    @ayansengupta4811 2 ปีที่แล้ว +6

    শুধু একটাই লাইন
    হাট বসেছে শুক্রবারে
    মুন্সী গঞ্জের পদ্মা পারে
    আমিও বাঙাল কত্তা অসাধারণ🥰

  • @tanusreeganguly5162
    @tanusreeganguly5162 2 ปีที่แล้ว

    Ashadharon video, eta best ..

  • @eleaskhan3843
    @eleaskhan3843 2 ปีที่แล้ว +21

    আমার কি আনন্দ লাগছে বলে বুঝানো যাবে না দাদা -- তুমি যে রাসেল খানের ডাকে মুন্সিগঞ্জে গিয়েছো ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জ শহরের ভেতরে দিয়ে তোমার গাড়ী চলে যাচ্ছে তা দেখে মনের ভিতর দিয়ে শিহরিত হয়েছি। বঙ্গবন্ধু সড়কের পাশে আমার দোকান কিন্তু না জানার কারণে দেখা পেলাম না।অনেক হতাশ হয়ে গেলাম। জিও হাজারো সাল পরিবারের সদস্যদের নিয়ে সুখে শান্তিতে সাথে পৃথিজিদ দা কে সাথে নিয়ে।

  • @nahidanaz4321
    @nahidanaz4321 ปีที่แล้ว +1

    আপনার মতো আমার তার বিপরীত, আমার পূর্বপুরুষ ভারতীয় ছিলেন ত্রিপুরাতে তারপর ১৯২০ এর দিকে বাংলাদেশে ব্যবসা করতে করতে এখানে সব কিছু করে ফেলে এখন আমরা বাংলাদেশের নাগরিক। নারায়ণগঞ্জ অবস্থান এখন আমাদের বংশধর।

  • @souravbiswas1828
    @souravbiswas1828 2 ปีที่แล้ว +3

    এই ভিডিও টা মনের মণিকোঠায় থেকে যাবে।নিজের কাজ,নিজের ভাবনা যদি কাউকে প্রভাবিত করে,যদি কাউকে সুখে থাকতে সাহায্য করে,এখানেই তো কর্মের সফলতা।

  • @yeasinkhan-ke4jj
    @yeasinkhan-ke4jj ปีที่แล้ว

    রাসেল চাচ্চু বলাতে ভিডিওটা দেখলাম। দেখে খুব ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করে দিলাম।

  • @traveleye2201
    @traveleye2201 2 ปีที่แล้ว +6

    আজকের পর্ব সত্যিই অসাধারণ

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      বিক্রমপুর নিয়ে পর্ব আপনার ভালোলাগায় অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @rovermithu
    @rovermithu ปีที่แล้ว +1

    আপনি যে একজন প্রকৃত ভালো মানুষ এই ভিডিওটা তার উজ্জ্বল দৃষ্টান্ত ❤

  • @ritakar5683
    @ritakar5683 2 ปีที่แล้ว +5

    সিরাজদিখান এর সুনীল ঘোষের পাত ক্ষীর খুব বিখ্যাত।আমার বাড়ি ছিল বিক্রমপুরে শ্রীনগর জেলা। খুব ভালো লাগলো।

    • @sharik1767
      @sharik1767 2 ปีที่แล้ว

      আপনার তো আসল পাতক্ষিরের সন্ধান পান নাই, আসল পাতক্ষিরে হলুদ দেয় না। ৮/১০ কেজি দুধ জ্বাল করে ১কেজি পাতক্ষির তৈরি করে তাতে মাত্র ৫০ গ্রাম চিনি দেয়।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      হ্যাঁ শিবাজী দ্যা হয়তো আসল পাতক্ষীর পাননি। পাতক্ষীর একটি ঐতিহ্যবাহী খাবার, যার সুনাম ছড়িয়ে আছে দেশে।

  • @85426411
    @85426411 ปีที่แล้ว

    অত্যান্ত সুন্দর লাগল বিশেষ করে রাশেল ভাইয়ের মতো মানুষ এবং বাংলাদেশের সমস্ত মানুষের প্রতি আমার ভালোবাসা রইল❤❤❤❤❤

  • @sohanahmed693
    @sohanahmed693 2 ปีที่แล้ว +32

    পুরো বাংলাদেশের সিরিজ টা খুব ভালো লাগছে দাদা❤️, আগামি দিনের জন্য অনেক শুভকামনা রইল 😍

  • @raju79876
    @raju79876 2 ปีที่แล้ว +1

    আজ একটা গল্প পড়লাম সমরেশ বসুর শহীদের মা।। এই ধলেশ্বরীর কথা আছে।। খুব ভালো লাগলো

  • @diyabiswas3807
    @diyabiswas3807 2 ปีที่แล้ว +10

    সৌরভের মিল্ক cake খাবার পর স্বাভাবিক ভাবেই expectation টা বেড়ে যায়। হলুদ দেওয়া ক্ষীর ঠিক জমলো না বোঝা গেলো। খুব ভালো লাগছে Bangladesh series। যাওয়ার ইচ্ছে টা অনেকটা বেড়ে গেলো।

  • @LeloSalima
    @LeloSalima ปีที่แล้ว

    Darun laglo vlog... mon chuye gelo video ta.. valo thakben r aro eram video chai❤

  • @ushashreenandinandi948
    @ushashreenandinandi948 2 ปีที่แล้ว +2

    রাসেল খানের মতো আমারও সেই অবস্থা আপনাদেরই দেখে সময় কাটাই।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ❤️🌹ভালো থাকবেন

  • @subhasishbhatta4323
    @subhasishbhatta4323 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর এপিসোড, শিবাজী দা। আপনার পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত মুন্সীগঞ্জ থেকে শুরু করে.. রাসেল ভাইয়ের জীবনযাপন.. পোর্টৈব্যল টিনের বাড়ি.. সবটাই অসাধারণ। আর, '100 & Above" চ্যানেলের দ্বীপকে বেশ সপ্রতিভ লাগলো।

    • @explorershibaji
      @explorershibaji  2 ปีที่แล้ว +1

      😁🙏❤️

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @pratimabandyopadhyay2018
    @pratimabandyopadhyay2018 2 ปีที่แล้ว +7

    আমার বাবা র বাড়ি ছিল, লৌহজং, যা পদ্মায় বিলীন হয়ে গেছে, আর মায়ের বাড়ি নারায়ণগঞ্জের ইছাপুর ।আজ বাবু-মা কেউই নেই, ওনারা এইভাবে ছবি তে জন্মভূমি দেখতে পেতেন কি আহ্লাদিত ই হতেন আমি আমার পূর্ব পুরুষের জন্ম স্থান দেখলাম ।অনেক ধন্যবাদ ।

  • @rasheduzzamanzaman5085
    @rasheduzzamanzaman5085 2 ปีที่แล้ว

    আপনার দরদভরা কন্ঠ সত্যি ভালো লাগছে

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 2 ปีที่แล้ว +3

    দারুন হয়েছে ভিডিও টি ❤️❤️❤️ দ্বীপ দা (চ্যাংড়া দা) কে সাথে দেখে আরো ভালো লাগলো 👍
    (Pranab Traveller's)

  • @durlovghosh9309
    @durlovghosh9309 2 ปีที่แล้ว +1

    Akta darun blogging korlen sibajida, Rasel vai er kothi choke jol chole elo, apnar blogging er onnodok khule gelo ei jonnoi apni Explorer sibajida, aro valo valo eirakom blog korun, asadharan presentation.

  • @abhishekbose8107
    @abhishekbose8107 2 ปีที่แล้ว +25

    The flying human spirit cannot be chained by the barriers of the physical world. Rassel bhai is a symbol of the same. May the undaunted spirit keep soaring high. The sweets made me hungry in the middle of the night, without nothing to vouch for. ❤️❤️❤️

  • @rashedulislam8522
    @rashedulislam8522 2 ปีที่แล้ว

    ভাই আমি ও মুন্সিগঞ্জ শহরের ছেলে আপনার ব্লগ টা ভালো লেগেছে। তাই আপনাকে ধন্যবাদ।

  • @nittamohanta950
    @nittamohanta950 2 ปีที่แล้ว +14

    দাদা বাংলাদেশ সিরিজ এর ভ্লোগ প্রতিটা এপিসোড জাক জমক ভাবে উঠেছে।।। মিস করছি না একটিও 💗💗❤

  • @subratakghosh5330
    @subratakghosh5330 2 ปีที่แล้ว

    দারুণ শিবাজিভাই, আপনার দুর্দান্ত বিবরনী আর বাচনভঙ্গি, গলার স্বর।

  • @parthaganguly1239
    @parthaganguly1239 2 ปีที่แล้ว +4

    ভাই শিবাজী আপনি শুধু Travel Vlogger নন । আপনি একজন মনের মানুষ প্রতিটি ভ্রমনপ্রমীর জন্য ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      ঠিকই বলেছেন ❤️🌹

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 2 ปีที่แล้ว +1

    রাসেল ভাই এর আন্তরিকতা অসাধারণ।

    • @bikrampurtv550
      @bikrampurtv550 2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ, বিক্রমপুর ঘুরে যাবেন, ভালো থাকবেন।