একজন ঈমানদার কখনো এই কথাতে বিশ্বাসী হতে পারে না যে পাগলা মসজিদ এ দান করলে মনের আসা পূর্ণ হয় সকল সমস্যা ও মনের আশা পুরণ করার মালিক আল্লাহ ❤❤❤আমাদের মুসলমান ভাই বোনদের কে এসব ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ পাক হেফাজত করুক আমিন❤❤❤
Are vai koti tk khoros kore masjid dea ki korben.Ei juger masjid gulo eto bashi rajokiyo kora hosche je sekhane r rastar ekta vikari ba krisok dui donno bisrsm nebe sei sujog nei ei voye jodi tails nogra hoy.namaz ses howar age mussullira baire dariye thake gete tsla dewar jonno jofi kono dami samoggri curi hoye jai.Ekhonkar masjid gulo manus er kache vromoner jaiga hoye jasche nobiji bole gechen keyamoter age emon hobe tai hosche.Tai rajokiyo masjid na baniye amader gorib manus der sahajjo kora uchet jate tara ektu khete pai aro onk kaje lagano jete pare.Sorbopori masjid er songkha na bariye namaider songkha barano tai uttom.
আমি মনে করি সারা বাংলাদেশের অনুন্নত মসজিদ গুলোকে এই টাকা দিয়ে উন্নত করার দরকার। গ্রামের 80%মসজিদের বেহাল অবস্থা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে যেন আল্লাহতায়ালা এই ব্যবস্থা করে দেয় গ্রামের মসজিদ গুলোকে উন্নত করার মত।
আরে ভাই দুনিয়াতে তিনটি মাসজিদ ছাড়া অন্য সকল মজসিদের ফজিলত সমান। কেউ যদি ভাবে পাগলা মাসজিদে দান করলে মনের আশা পুরন ক্রবে সেটা ইসলাম সম্মত না, এবং মানত করা উচিৎ না। ভাল করে ধর্ম নিয়ে জ্ঞান না থাকলে যা হয়
মসজিদ তৈরির জন্য এত টাকা কোনভাবেই দেওয়া প্রয়োজন নাই ম নিজের আত্মীয়-স্বজন গরিবদের মধ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দেবে এবং রিজিকের মধ্যে বরকত দিবেন।।
আপনাকে কে বলেছে মসজিদ করার জন্য টাকা দিয়েছে মানুষ পাগলা মসজিদের ইতিহাস আপনি জানেন না ওখানে গিয়ে মানুষ মানত করে সেই আশা যখন পূরণ হয় তখন মানুষ সেই মানতের টাকাটা দিয়ে আসে আগে দেয় না তাহলে ভাবুন মানুষের মনের আশা যদি পূরণ না হতো তাহলে মানুষ এত টাকা দেয় কেনো। টাকা তো পরে দেয় আগে আশা পূরণ হয় তারপরে টাকা দেয় এটা বহু বছর ধরে চলছে
একজন নিঃস্বার্থ পাগল সাধকের জন্য লক্ষ মানুষের ভালোবাসা ও ভক্তি সত্যিই আর্শ্চজনক। অথচ একজন প্রধানমন্ত্রী ও তার দল ২৫বছরের বেশী ক্ষমতায়, অর্থবিত্ত ও ক্ষমতা কোনটির অভাব নেই, কিন্তু নেই ৯৫% মানুষের কোন বিশ্বাস বা ভালোবাসা, শুধু ঘৃণা আর ঘৃণা, মরলে সবাই বলে আলহামদুলিল্লাহ।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত নিষেধ করেছেন এবং বলেছেন যে, মানত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মানতের মাধ্যমে কেবল কৃপণদের কাছ থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়।’ -সহিহ বোখারি: ৬৬০৮
12:106 وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ Bengali - Bayaan Foundation তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে (ইবাদাতে) শিরক করা অবস্থায়। [১] এখানে এমন লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যারা আল্লাহ্র অস্তিত্বে বিশ্বাসী, কিন্তু তাঁর সাথে অন্য বস্তুকে অংশীদার সাব্যস্ত করে। বলা হয়েছেঃ (وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ) অর্থাৎ তাদের মধ্যে যারা আল্লাহ্র উপর বিশ্বাস করে, তারাও শির্কের সাথে করে। তারা আল্লাহ্ তা'আলাকে রব, জীবনদাতা, মৃত্যুদাতা স্বীকার করে, কিন্তু তা সত্বেও তারা ইবাদাত করার সময় আল্লাহ্র সাথে অন্যান্যদেরও ইবাদাত করে। [তাবারী; কুরতুবী; বাগভী; ইবন কাসীর; সাদী] তাদের ঈমান হল আল্লাহ্র প্রভূত্বের উপর, আর তাদের শির্ক হল আল্লাহ্র ইবাদাতে। এ আয়াতের মধ্যে ঐ সমস্ত নামধারী মুসলিমও অন্তর্ভুক্ত, যারা আল্লাহ্র ইবাদাতের পাশাপাশি পীর, কবর ইত্যাদির ইবাদাতও করে থাকে। ইবনে কাসীর বলেনঃ যেসব মুসলিম ঈমান সত্ত্বেও বিভিন্ন প্রকার শির্কে লিপ্ত রয়েছে, তারাও এ আয়াতের অন্তর্ভুক্ত। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি তোমাদের জন্য যেসব বিষয়ের আশঙ্কা করি, তন্মধ্যে সবচাইতে বিপজ্জনক হচ্ছে ছোট শির্ক। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে তিনি বললেনঃ রিয়া (লোক দেখানো ইবাদাত) হচ্ছে ছোট শির্ক। [মুসনাদে আহমাদ ৫/৪২৯] এমনিভাবে অন্য এক হাদীসে আল্লাহ্ ব্যতীত অন্যের কসম করাকেও শির্ক বলা হয়েছে। [সহীহ ইবনে হিব্বানঃ ১০/১৯৯, হাদীস নং ৪৩৫৮] আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা এবং যবেহ্ করা শির্কের অন্তর্ভুক্ত। হাদীসে আরও এসেছে, ‘মুশরিকরা তাদের হজের তালবিয়া পাঠের সময় বলত: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহূ ওমা মালাক। (অর্থাৎ আমি হাযির আল্লাহ্ আমি হাযির, আমি হাযির, আপনার কোন শরীক নেই, তবে এমন এক শরীক আছে যার আপনি মালিক, সে আপনার মালিক নয়) এটা বলত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদের এ শির্কী তালবিয়া পড়ার সময় যখন তারা (‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা) পর্যন্ত বলত, তখন তিনি বলতেন যথেষ্ট এতটুকুই বল। [মুসলিম: ১১৮৫] কারণ এর পরের অংশটুকু শির্ক। তারা ঈমানের সাথে শির্ক মিশ্রিত করে ফেলেছে। [ইবন কাসীর] অধিকাংশ মানুষ জেনে বা না জেনে শিরক করে আর কুসংস্কার বিশ্বাস করে পাগলা মসজিদে দান করে যা ভয়ানক গুনাহের কাজ😢😢😢 শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে দান করলে গুনাহ নেই বরং নেক ও পুণ্য কাজ। মহান আল্লাহ আমাদের সবাইকে কুসংস্কার ও শিরকের মত কঠিন গুনাহ থেকে হেফাজত করুন।
আমি যানতে চাই এই মসজিদে দান করলে কি লাভ এটাকি সুদুই মসজিদে দান করলাম এমন নাকি বিসেস কিছু উদ্দেশ্যে আছে এখানে দান করার মাধ্যমে দয়া করে যে যানেন সে বলবেন
উক্ত টাকা দিয়ে ঐ পাগলা সাধকের নামে প্রতিটা জেলা ও থানায় ঐ রকম মসজিদ নির্মাণ করা হোক, যাতে সবাই মনের আশা পূরন করার সুযোগ পায়। এবং দেশের হাজার হাজার বেকার যুবকদের ঐ সকল মসজিদ পরিচর্যার জন্য নিয়োগ দেওয়া হোক।
মানুষ নিজের অজান্তে অথবা শিরক কে ছোট মনে করে পাগলা মসজিদে পাগল হয়ে ছুটে যাচ্ছে। অথচ শিরক ছোট কোন অপরাধ নয়,শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন
একটি কথা মনে আসলো তাই বলে ফেললাম এইসব দানের টাকাগুলো দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ সোনারু পাখিরা মুক্তা জহিরানা সবকিছু দিয়ে করো এতে মনে করে দানের টাকা সার্থক হবে ❤❤❤
এ তো আরেক লালসালু,,, কোন মসজিদ বা মাজারে দান করে যদি মনের চাওয়া পুর্ণ হতো তবে কেউ আর আল্লাহর কাছে চাইতোনা বরং মসজিদ মাজারে টাকা দিয়েই পেয়ে যেতো,,আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেয়ার তৌফিক দান করুন আমিন
ক্রয় ক্ষমতা না বাড়লে ৭০/- কেজি চালের ভাত খাওয়ার পর ২০,০০০/- দামের মোবাইল কিনলা কিভাবে???? আগে ১০/- কেজি চাল খাইয়াও কেউ ৫০০/- টাকা দিয়া একটা রেডিও কিনতে পারে নাই,,,,,,অন্যের বাড়ির রেডিও শুনতে হইতো।
একজন ঈমানদার কখনো এই কথাতে বিশ্বাসী হতে পারে না যে পাগলা মসজিদ এ দান করলে মনের আসা পূর্ণ হয় সকল সমস্যা ও মনের আশা পুরণ করার মালিক আল্লাহ ❤❤❤আমাদের মুসলমান ভাই বোনদের কে এসব ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ পাক হেফাজত করুক আমিন❤❤❤
Right vai আমার মনের কথা কইছেন
ভাই এসব মূর্খদের মনের ভাষা
রাইট
@@2ndliberation-ofbangldesh? ((My phone- 9û9a7
কিছু টাকা ফিলিস্তিনিদের জন্য দেওয়া উচিত তাদের পাশে দাড়ানো উচিত
😂😂😂
যাতে শিয়া ইরানের সুবিধা হয়!
মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবে
এখানে কোন দলাদলি নেই
কিছু না সব
Toder kothay hobe tai nah ar 1 Takao dibe nah mosjit komety
আল্লাহতালা একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া মানেই শিরকের অন্তর্ভুক্ত।
Right❤❤❤
এই টাকা গুলো ফিলিস্তিনের ভাইবোন দের কে দেওয়া হোক ❤❤
আল্লাহ এদের হেদায়েত দাও সঠিক ভাবে ইসলামের পথে আনো।
❤❤
😂😂😂
আরে মগা ব্যাটা মসজিদে দান না করলে কি মাজারে দান করবো😂
Ki re
Tumi e ki shudu hedayet er pothe acho?
MASHALLAH , NEED TO SPREADE IT FOR POOR AND HELPLESS PEOPLES IN BANGLADESH 🇧🇩
আহারে মানুষ কি ভ্রান্ত বিশ্বাস। মুর্খই থেকে যাবে বাঙালী।
মসজিদে দোয়া করবে না তো কোথায় করবে???
দোয়া এক জিনিস মানত এক জিনিস দান এক জিনিস
কত মানুষের ঘরবাড়ি নেই সেইসব মানুষকে ঘর তৈরি করে দিলে অনেক অনেক উপকার হতো।
Tmr ki kosto koitass
moszide dibe na to kotai dibe
আলহামদুলিল্লাহ
আহারে বাঙালি কবে যে আমাদের জ্ঞান বুদ্ধি হবে
😂😂😂😂😂
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ
এ সকল টাকা দিয়ে পৃথিবীর সব চেয়ে বড় মসজিদ তৈরি করা হোক।
রাইট
এরকম টাকা প্রতিদিন পাইলেও মক্কা মদিনার মতো দামি মসজিদ তৈরী হবে না
Vai agey amader deshe ekta dorkar jeikhane lakh manush jeno namaj aday korte pare
Are vai koti tk khoros kore masjid dea ki korben.Ei juger masjid gulo eto bashi rajokiyo kora hosche je sekhane r rastar ekta vikari ba krisok dui donno bisrsm nebe sei sujog nei ei voye jodi tails nogra hoy.namaz ses howar age mussullira baire dariye thake gete tsla dewar jonno jofi kono dami samoggri curi hoye jai.Ekhonkar masjid gulo manus er kache vromoner jaiga hoye jasche nobiji bole gechen keyamoter age emon hobe tai hosche.Tai rajokiyo masjid na baniye amader gorib manus der sahajjo kora uchet jate tara ektu khete pai aro onk kaje lagano jete pare.Sorbopori masjid er songkha na bariye namaider songkha barano tai uttom.
@@mouakter6021 আপনার কথা গুলো একদম ঠিক
আমি মনে করি সারা বাংলাদেশের অনুন্নত মসজিদ গুলোকে এই টাকা দিয়ে উন্নত করার দরকার। গ্রামের 80%মসজিদের বেহাল অবস্থা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে যেন আল্লাহতায়ালা এই ব্যবস্থা করে দেয় গ্রামের মসজিদ গুলোকে উন্নত করার মত।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
আহারে আর আমাদের গ্রামে একটা মসজিদ কত বছর ধরে কত চেষ্টা করছে মসজিদ টা হতে পারছে না টাকার অভাবে 😭😭
আলহামদুলিল্লাহ গর্ব করি আমি কিশোরগঞ্জে সন্তান এবং আমাদের গর্ব করার মতো পাগল মসজিদ আছে
আরে ভাই দুনিয়াতে তিনটি মাসজিদ ছাড়া অন্য সকল মজসিদের ফজিলত সমান। কেউ যদি ভাবে পাগলা মাসজিদে দান করলে মনের আশা পুরন ক্রবে সেটা ইসলাম সম্মত না, এবং মানত করা উচিৎ না। ভাল করে ধর্ম নিয়ে জ্ঞান না থাকলে যা হয়
এতো কুসংস্কার আপনাদের এলাকায় মানুষ বুঝে না
এগুলো কুসংস্কার
@@Hellobhai19 mosjide a Dan korbe na to koi korbe??
হে মসজিদে দান করবেন, ইচ্ছে পূরণের জন্য শুধু পাগলা মসজিদ ঐ কেন🤔,কতো মানুষ খাবার কাওয়া কষ্ট তাদের টাকা দাউ, ,মসজিদ তো অনেক সুন্দর, গরিবকে দিন
মাশাআল্লাহ ❤
আলহামদুলিল্লাহ আমাদের কিশোরগঞ্জ এর গর্ব ❤
এতো বছরেও 100 কোটি টাকা হয় নাই
আল্লাহু আকবার ❤
মসজিদ তৈরির জন্য এত টাকা কোনভাবেই দেওয়া প্রয়োজন নাই ম নিজের আত্মীয়-স্বজন গরিবদের মধ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দেবে এবং রিজিকের মধ্যে বরকত দিবেন।।
আপনাকে কে বলেছে মসজিদ করার জন্য টাকা দিয়েছে মানুষ
পাগলা মসজিদের ইতিহাস আপনি জানেন না
ওখানে গিয়ে মানুষ মানত করে সেই আশা যখন পূরণ হয়
তখন মানুষ সেই মানতের টাকাটা দিয়ে আসে আগে দেয় না
তাহলে ভাবুন মানুষের মনের আশা যদি পূরণ না হতো
তাহলে মানুষ এত টাকা দেয় কেনো। টাকা তো পরে দেয়
আগে আশা পূরণ হয় তারপরে টাকা দেয়
এটা বহু বছর ধরে চলছে
টাকা দেয় কমিটির পেট ভরে টাকা মানুষের কোন কাজেই লাগেনা
একজন নিঃস্বার্থ পাগল সাধকের জন্য লক্ষ মানুষের ভালোবাসা ও ভক্তি সত্যিই আর্শ্চজনক। অথচ একজন প্রধানমন্ত্রী ও তার দল ২৫বছরের বেশী ক্ষমতায়, অর্থবিত্ত ও ক্ষমতা কোনটির অভাব নেই, কিন্তু নেই ৯৫% মানুষের কোন বিশ্বাস বা ভালোবাসা, শুধু ঘৃণা আর ঘৃণা, মরলে সবাই বলে আলহামদুলিল্লাহ।
❤❤❤❤❤
Alhamdulillah
আল্লাহু আকবার আমিন আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤
সুবহানআল্লাহ
এই টাকা গুলো এভাবে মাটিতে রাখা ঠিক হয়নি, কারন দেখলাম একজন এর উপর দিয়ে হেটে যাচ্ছে, দশ টাকার উপর কিন্তু আল্লাহর নাম লেখা আছে।
90% টাকা কমিটি খেয়ে নেয়,, কারণ টাকা ছাড়া ও সব মিলিয়ে বছরে 50 কোটি টাকা হয় এতো টাকা যায় কোথায়
আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন ❤❤❤
আল্লাহ এদের হেদায়েত দান করেন
আলহামদুলিল্লাহ ❤❤❤
আল্লাহু আকবার আমাদের সহীহ বুঝ দান করুন আমীন ❤
দান পাইছ ভাল হইছে এই দান দিয়ে ভাল কাজ করতে হবে
আমাদের Kishorganj 🥰
গাইটাল নামাপাড়া সফির উদ্দিন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের পাগলা মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি সময় টিভির মাধ্যমে
Bishshow maner Haspatal toiri koren l Elakar manush er joono ai Taka dia ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
পাগলা মসজিদে দান করলে যদি মনের আশা পূরণ হয় তাহলে কেউ গরিব থাকতো না সবাই বড়লোক হওয়ার জন্য দান করত এগুলো ধান্দা কথা ।
এমপি খায় আর কমিটি আর বাকিটা ব্যয়
মাশাআল্লাহ
দানের নিয়ত যদি আল্লাহকে বাদ দিয়ে হয় এটা নুশ্চিত শিরক
আমি যদি তোকে এক টাকা দান করি এটা শিরিক
কি যে মানুষের ভিতরে অন্ধ আবেগ তৈরি হলো।আল্লাহর মসজিদ সকল এক, শুধু মক্কা মদিনা ও আকসা ছাড়া
Hea bai
চাইলে সরাসরি আল্লাহ্র নিকট চাও। কারণ আল্লাহ্র নিকট কিছু চাইতে অন্য কোন মাধ্যম লাগেনা। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
Amin
ঈমানের দূর্বলতা বাংলাদেশের জনগণের মাঝে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ;
মসজিদে দান করে কোনো লাভ নেই 😢গরীব অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য দান করুন।যেমনটি নবী করিয়াছে
মাশাল্লাহ্ মাশাল্লাহ্ মাশাল্লাহ্।
এ টাকার একটি অংশ পাহাড়ের এবং নব মুসলমানদের জন্য ব্যায় করার জন্য আকুল আবেদন করছি।
আল্লাহর সন্তুষ্টি অর্জন বাদে অন্য কোনো উদ্দেশ্যে দান করলে সাবধান।
যদি শহীদ পাগলার জন্য দান করা হয়ে থাকে তবে কুফরী হবে এতে সন্দেহ নাই
আহারে আবেগ, মুসলমান কেন বুঝেনা যে আল্লাহ ছাড়া আর কেউ মনের আশা পুরণ করে না। পাগলা মসজিদে দান করলেই যে মনের আশা পুরন হবে এটা শিরক
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত নিষেধ করেছেন এবং বলেছেন যে, মানত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মানতের মাধ্যমে কেবল কৃপণদের কাছ থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়।’ -সহিহ বোখারি: ৬৬০৮
জেলার সকল ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেয়া উচিত।
কিন্ত সরকার কি করে আল্লাহ জানে😔
ওরে টাকা টাকা আর টাকা 💸💸💰💰😮😮
এসকল টাকা গরিবদেরকে দিয়ে দেওয়া হোক।
ভালোভাবে খোঁজ করা হোক এই টাকা কোথায় কোথায় ব্যয় হয়।
এই টাকা সেই এলাকার এতিমখানার হাফেজ ও আলেম গণের কল্যাণে ব্যায় করা উচিত।
এই টাকা দিয়ে কোনো হাপাতাল খুলে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া উচিৎ।
12:106
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ
Bengali - Bayaan Foundation
তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে (ইবাদাতে) শিরক করা অবস্থায়।
[১] এখানে এমন লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যারা আল্লাহ্র অস্তিত্বে বিশ্বাসী, কিন্তু তাঁর সাথে অন্য বস্তুকে অংশীদার সাব্যস্ত করে। বলা হয়েছেঃ
(وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ)
অর্থাৎ তাদের মধ্যে যারা আল্লাহ্র উপর বিশ্বাস করে, তারাও শির্কের সাথে করে। তারা আল্লাহ্ তা'আলাকে রব, জীবনদাতা, মৃত্যুদাতা স্বীকার করে, কিন্তু তা সত্বেও তারা ইবাদাত করার সময় আল্লাহ্র সাথে অন্যান্যদেরও ইবাদাত করে। [তাবারী; কুরতুবী; বাগভী; ইবন কাসীর; সাদী] তাদের ঈমান হল আল্লাহ্র প্রভূত্বের উপর, আর তাদের শির্ক হল আল্লাহ্র ইবাদাতে। এ আয়াতের মধ্যে ঐ সমস্ত নামধারী মুসলিমও অন্তর্ভুক্ত, যারা আল্লাহ্র ইবাদাতের পাশাপাশি পীর, কবর ইত্যাদির ইবাদাতও করে থাকে।
ইবনে কাসীর বলেনঃ যেসব মুসলিম ঈমান সত্ত্বেও বিভিন্ন প্রকার শির্কে লিপ্ত রয়েছে, তারাও এ আয়াতের অন্তর্ভুক্ত। এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি তোমাদের জন্য যেসব বিষয়ের আশঙ্কা করি, তন্মধ্যে সবচাইতে বিপজ্জনক হচ্ছে ছোট শির্ক। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে তিনি বললেনঃ রিয়া (লোক দেখানো ইবাদাত) হচ্ছে ছোট শির্ক। [মুসনাদে আহমাদ ৫/৪২৯] এমনিভাবে অন্য এক হাদীসে আল্লাহ্ ব্যতীত অন্যের কসম করাকেও শির্ক বলা হয়েছে। [সহীহ ইবনে হিব্বানঃ ১০/১৯৯, হাদীস নং ৪৩৫৮] আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা এবং যবেহ্ করা শির্কের অন্তর্ভুক্ত। হাদীসে আরও এসেছে, ‘মুশরিকরা তাদের হজের তালবিয়া পাঠের সময় বলত: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহূ ওমা মালাক। (অর্থাৎ আমি হাযির আল্লাহ্ আমি হাযির, আমি হাযির, আপনার কোন শরীক নেই, তবে এমন এক শরীক আছে যার আপনি মালিক, সে আপনার মালিক নয়) এটা বলত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদের এ শির্কী তালবিয়া পড়ার সময় যখন তারা (‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা) পর্যন্ত বলত, তখন তিনি বলতেন যথেষ্ট এতটুকুই বল। [মুসলিম: ১১৮৫] কারণ এর পরের অংশটুকু শির্ক। তারা ঈমানের সাথে শির্ক মিশ্রিত করে ফেলেছে। [ইবন কাসীর]
অধিকাংশ মানুষ জেনে বা না জেনে শিরক করে আর কুসংস্কার বিশ্বাস করে পাগলা মসজিদে দান করে যা ভয়ানক গুনাহের কাজ😢😢😢
শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে দান করলে গুনাহ নেই বরং নেক ও পুণ্য কাজ।
মহান আল্লাহ আমাদের সবাইকে কুসংস্কার ও শিরকের মত কঠিন গুনাহ থেকে হেফাজত করুন।
শনিবার সকাল শারে সাতটায় এতো টাকা পাওয়া গেছে
অনেক মানুষ আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে, কিন্তু তারা শিরক করে। (সুরা : ইউসুফ, আয়াত : ১০৫-১০৬)
যেখানে দান করা দরকার সেখানে দান করেনা সবখানে শুধু নিজের লাভই খুঁজলো মানুষ
কোটি কোটি টাকার মসজিদ
আল্লাহর জমিনে আল্লাহর আইন চলেনা তার জন্য কিছু করতে পারেনা এই দান
মানুষের এধরণের ভ্রান্ত ধারণা ও বিশ্বাস নিয়ে সংবাদ প্রচার করলে তা আরোও প্রকট আকার ধারণ করবে
শিরকের আতুর ঘর 😄
আল্লাহর ঘরে দিলেও শিরিক হও আহারে আহলে খবিশ
র৮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি যানতে চাই এই মসজিদে দান করলে কি লাভ এটাকি সুদুই মসজিদে দান করলাম এমন নাকি বিসেস কিছু উদ্দেশ্যে আছে এখানে দান করার মাধ্যমে দয়া করে যে যানেন সে বলবেন
বিশেষ কিছু উদ্দেশ্য থাকে।
এরা পাগল, মানব সেবায় খরচ করুন। মসজিদ অনেক হয়েছে, গোটা দেশে কুরআন শিক্ষার ব্যবস্থা করতে অর্থ খরচ করুন।
যারা টাকা গুনছে তাদের পারিশ্রমিক দিয়েন -----
উক্ত টাকা দিয়ে ঐ পাগলা সাধকের নামে প্রতিটা জেলা ও থানায় ঐ রকম মসজিদ নির্মাণ করা হোক, যাতে সবাই মনের আশা পূরন করার সুযোগ পায়। এবং দেশের হাজার হাজার বেকার যুবকদের ঐ সকল মসজিদ পরিচর্যার জন্য নিয়োগ দেওয়া হোক।
Kishoreganj ❤❤
মানুষ নিজের অজান্তে অথবা শিরক কে ছোট মনে করে পাগলা মসজিদে পাগল হয়ে ছুটে যাচ্ছে। অথচ শিরক ছোট কোন অপরাধ নয়,শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন
এত টাকা যায় কই????
কমিটিদের পেটে
একটা বৃদ্ধা আশ্রম করতে পারে।
ফিলিস্তিন এ দান করা হউক
টাকা এতদিন যে কাজে ব্যবহৃত হয়েছিল এখনও সে কাজেই ব্যবহৃত হবে।
একটি কথা মনে আসলো তাই বলে ফেললাম এইসব দানের টাকাগুলো দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ সোনারু পাখিরা মুক্তা জহিরানা সবকিছু দিয়ে করো এতে মনে করে দানের টাকা সার্থক হবে ❤❤❤
পাগলা মসজিদে দান করলে সব হয়,তাহলে আল্লাহ ভুলে গেলো সবাই।
বেশির ভাগ দশ টাকা বিশ টাকার নোট,
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়,ওগুলো দেখার কেউ নাই।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কত মানুষ অনাহারে দিন পার করছে সেখানে এক টাকা দিতে হাড় কাপে,
পুরো বাংলাদেশ গাছ লাগানে উচিত।,আর ফিলিস্তিনে দেয়া উচিত
1:20 ay baccha tak e keke dekso😂
যদি সমাজের দারিদ্র্যই দূর না হয় এই টাকায়,কমপ্লেক্স কি আল্লাহ চায়?
আহারে অপচয়
দান টা কোন জায়গায় করা হয় সেটা জেনে বুঝে কমেন্ট করা উচিৎ।
প্রতিটি রেল স্টেশনে অনেক লোক কে দেখা যায় তাদের কে এই টাকা দিয়ে অপকার করা উচিত অনেক পাগল পাগলি ও দেখা যায় তাদের কে সেবা দিলে ভালো হত
এসব টাকা এতিমদের ও দরিদ্র রোগীদের মধ্যে দান করে দেওয়ার দাবি জানাচ্ছি।
জীবনেও না এসব টাকা কমিটিরা খাইবে
তুমি নিজে কয় টাকা দিয়েছো?
যত টাকা তত ঈমাণ নষ্ট।
এখান থেকে অর্ধেক টাকা ফিলিস্তিনের ফিলিস্তিনিদের মধ্যে দিলেই তো ভালো হতো তারা কত একটু খাবার পেত আর কি।
জানিনা আমার ইচ্ছা পূরণ হয় না কেন 😭
এ তো আরেক লালসালু,,, কোন মসজিদ বা মাজারে দান করে যদি মনের চাওয়া পুর্ণ হতো তবে কেউ আর আল্লাহর কাছে চাইতোনা বরং মসজিদ মাজারে টাকা দিয়েই পেয়ে যেতো,,আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেয়ার তৌফিক দান করুন আমিন
পাগলদের পাগলামী আর কি!! এই টাকা কারা খায় আঁশে পাশের কোন গরিব কি এর ভাগ পায়??
লীগ থেকে সাবদান।
লাভাংশ ও খায় আবার, এ তো সুদ
😢😢😢😢 সুদের মধ্যে টাকা রাখা 😂😂
এই টাকা এবার গাজা বাসির জন্য দেওয়া হোক
সব পাগল যায় এখানে 😅
দিন দিন মানুষের আয় বাড়ছে !?
আয় ক্ষমতা বাড়লেও ক্রয় ক্ষমতা বাড়ছে নাহ ! এটাই কষ্ট !
ক্রয় ক্ষমতা না বাড়লে ৭০/- কেজি চালের ভাত খাওয়ার পর ২০,০০০/- দামের মোবাইল কিনলা কিভাবে????
আগে ১০/- কেজি চাল খাইয়াও কেউ ৫০০/- টাকা দিয়া একটা রেডিও কিনতে পারে নাই,,,,,,অন্যের বাড়ির রেডিও শুনতে হইতো।
@@Footballuror8
ধর্ম ব্যবসায়ীদের পকেটে ৮০% যাবে।
r8
অভিশপ্ত দেশ
Ei mosjid er sokol hisab nikas online kora houk,
This is business bro 😂😂
Ata to dekhi sirker karkhana