আড়াইশো বছর পুরোনো কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকার মানত যেন এক রহস্য | Info Hunter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 376

  • @MdMamun-wg8vt
    @MdMamun-wg8vt ปีที่แล้ว +46

    মাঝরাতে ঘুম থেকে উঠে তাহজ্জতের নামাজ পড়ে চোখের পানি ফেলে চাও আল্লাহর কাছে আল্লাহ মনের সব আসা পুরন করবে ইনশাআল্লাহ

  • @shoayebhossain2134
    @shoayebhossain2134 3 ปีที่แล้ว +106

    আল্লাহর কাছ হতে কিছু চাইতে গেলে বিনিময় লাগে না কারো সুপারিশ লাগে না আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হল সরাসরি, নামাজের মাধ্যমে তা সবচে নিকটবর্তী হয়।
    আল্লাহর কাছে কিছু চাইতে গেলে সেরা সময় হলো তাহাজ্জুত এর নামাজ।

    • @azizmanna9944
      @azizmanna9944 2 ปีที่แล้ว +2

      মাশালাহ আপনার কথাটা আমার খুব খুব ভালো লেগেছে

    • @fahimsojib1511
      @fahimsojib1511 2 ปีที่แล้ว

      দান খয়রাত অবশ্যই করতে হবে।কিন্তূ দান খয়রাত আয় মানত এক না।

    • @delwarrasal6473
      @delwarrasal6473 ปีที่แล้ว

      সহমত

    • @mustafizazad4652
      @mustafizazad4652 ปีที่แล้ว

      আল্লাহর রাস্তার ১ এর বিনিময়ে ১০ কমপক্ষে দেন আল্লাহ তালা যা হাদিস কোরান দ্বারা প্রমাণিত। আর আল্লাহর নিকট মানুষের কোরবানি দান সদকা কোন কিছুই পৌঁছে না।োপৌছায় শুধু তাদের তাকওয়া।

    • @towfiqueiqbalchowdhury7855
      @towfiqueiqbalchowdhury7855 ปีที่แล้ว

      বোকার দল।

  • @kawsarali5346
    @kawsarali5346 3 ปีที่แล้ว +35

    সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এগুলো কিছুই না

    • @tariqaziz1088
      @tariqaziz1088 ปีที่แล้ว

      Ekdom shothik.

    • @SakilRader
      @SakilRader 4 หลายเดือนก่อน

      আরে বোখাচোদা আমার ধোনের ঘোড়ার বালটাও লাড়াইতে পারবে না তোগো হিজলা আল্লায় মাগি রবে😂😂😂

  • @SajibBanik1971
    @SajibBanik1971 3 ปีที่แล้ว +20

    পরমকরুনাময় সৃষ্টিকর্তা আমাদের সকলের মঙ্গল করুক 🙏

  • @runar7906
    @runar7906 2 ปีที่แล้ว +9

    আল্লাহ্ কে ডাকতে কোথায় যাওয়া দরকার
    হয় না ঘরে বসে ডাকলে আল্লাহ্ শুনে

  • @mohammadhafizurrahaman67
    @mohammadhafizurrahaman67 2 ปีที่แล้ว +33

    দান খয়রাত কখনও শিরক নয়। এটা উওম কাজ। যেখানে গেলে আল্লাহ দয়া করে মনের আশা পূরন করেন মানুষ তো সেখানে যাবেই। এটা আল্লাহ পাকের অশেষ দয়া।

    • @nadimislam183
      @nadimislam183 2 ปีที่แล้ว +6

      ভাই কুরআন পরুন ভুল দূর হয়ে যাবে

    • @ImranKhan-er4zp
      @ImranKhan-er4zp ปีที่แล้ว

      দান খয়রাত কি মসজিদে করবে বারবার,,,,এই মসজিদের বাইরে শতশত ভিক্ষুক দাড়িয়ে থাকে,, তাদেরকে দওয়া যায়।।।এই মসজিদের টাকা কোথায় রাখে, জানেন?

    • @Fahimhasancoxmc
      @Fahimhasancoxmc ปีที่แล้ว +2

      অন্য কোন মসজিদে গেলে আল্লাহ দয়া করেন না?
      তাহলে এই মসজিদেই কেন?
      সব মসজিদগুলোই তো আল্লাহর ঘর।

    • @tomalkhan5908
      @tomalkhan5908 ปีที่แล้ว

      সহি বুখারি পরুন।
      কোরআনে সব কিছু লেখা নাই।
      আব্বাসি হুজুর এর সরনাপন্ন হোন

  • @ehsanullah4676
    @ehsanullah4676 2 ปีที่แล้ว +10

    আপনার পাশের অথবা আপনার সমাজে অনেক অসহায় অনাহার অসুস্ত এতিম মিসকিন দুখী মানুষকে দান করেন ।খুধার যন্ত্রনায় মনের অজান্তে অশ্রু ঝরে তবুও ক্ষুধা নিবারণ হই না তাদেরকে দান করুন ।

  • @md.shahalam6390
    @md.shahalam6390 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ, মারহাবা।

  • @kazimahmud8536
    @kazimahmud8536 ปีที่แล้ว

    ভাই এরকম একটা প্রতিবেদন এর অপেক্ষায় ছিলাম

  • @shihabkhan3980
    @shihabkhan3980 ปีที่แล้ว +1

    আললাহ কে বুলবেনা সবাই❤❤❤

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 3 ปีที่แล้ว +20

    অনেক ভালো লাগলে। এত আয় আর কোন মসজিদে হয় না। মানুষ পাগল হয়েই এই মসজিদে আসেন, এমন করে যদি ৫ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতো!

  • @mindrelaxing7401
    @mindrelaxing7401 ปีที่แล้ว +10

    মানত একমাত্র আল্লাহ নামে

    • @Mkimhc
      @Mkimhc ปีที่แล้ว

      তিনটি মসজিদ ছাড়া ভ্রমণ করা নিষিদ্ধ। মসজিদুল হারাম, মসজিদে রাসূল (ছাঃ) এবং মসজিদুল আক্বছা।[ বুখারী, ১১৮৯]। তাই অধিক সওয়াবের আশায় কিংবা মানতের জন্য বিশেষভাবে কোনো মসজিদে যাওয়া যাবেনা ঐ তিন মসজিদ ছাড়া। তাই শুধু এই মসজিদে দান না করে অন্যান্য মসজিদ, ইয়াতীমখানায় দান করার চেষ্টা করুন।

  • @mdprobat4899
    @mdprobat4899 3 ปีที่แล้ว +20

    আল্লাহ ঘরে দান করলে, দন টাকা কমে না,

  • @say_inshaAllah
    @say_inshaAllah 2 ปีที่แล้ว +2

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ❤️🥰
    আপনার ভিডিওটি সুন্দর হয়েছে 👌
    ভিডিওটির মাধ্যমে আমরা অনেক ধরনের শিরকের প্রকারভেদ জানতে পেরেছি 🥰ইনশাআল্লাহ এ গুলো থেকে বেঁচে থাকতে পারব

  • @shakilbro1765
    @shakilbro1765 3 ปีที่แล้ว +9

    এই পোস্ট টা যে পোরছে তার বাবা মা যেন জান্নাত বাসি হয়❤️,আমিন,😍.,

  • @MDUzzalChowdhori
    @MDUzzalChowdhori ปีที่แล้ว +1

    পাগলা মসজিদে গিয়ে নামাজ পড়ে আমার মন মত কবুল করে গো আল্লাহ আমিন

  • @sdtushar111
    @sdtushar111 2 ปีที่แล้ว +6

    হাস্যকর
    আমার এলাকায় কিন্তু আমি কখনো যাইনি।
    এই দান যদি গরিবদের করা হতো তবে কতইনা ভালো হতো।

    • @sohag9991
      @sohag9991 2 ปีที่แล้ว

      amio aj porjonto jai nai

    • @taramiamiatara8009
      @taramiamiatara8009 2 ปีที่แล้ว +1

      এগুলা দানের টাকায় গরীব রা পায়,মূর্খ

    • @mamunkhan6883
      @mamunkhan6883 4 หลายเดือนก่อน

      কে যেন বলছিলো মক্কার মানুষ হজ পায় না

  • @iebadislam6546
    @iebadislam6546 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ 🤲
    আই ❤️ কিশোরগঞ্জ

  • @satyajitroy701
    @satyajitroy701 3 ปีที่แล้ว +4

    Valo laglo.iswar allah sobaike kripa karuk.Bengali culture is unique.

  • @sabbirahamed1553
    @sabbirahamed1553 3 ปีที่แล้ว +14

    আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করুক আমিন

  • @ziavlogs2022
    @ziavlogs2022 3 ปีที่แล้ว +1

    আমাদের কিশোরগঞ্জে আপনাকে স্বাগতম

  • @tenwalls5414
    @tenwalls5414 3 ปีที่แล้ว +6

    আমি অবাক হলাম। আপনার সাবস্ক্রাইব এতো কম কেন। আপনি এক মিলিয়ন সাবস্ক্রাইব Deserve করেন।

  • @moriomarwa3127
    @moriomarwa3127 7 หลายเดือนก่อน

    আল্লাহ রহমতে ভালো কিছু হয়

  • @Zaman.M1984
    @Zaman.M1984 2 ปีที่แล้ว +2

    ধর্মান্ধ এক জাতি আমরা!যারা এই মসজিদে বিভিন্ন আশা পূরনের জন্য দান করছে অথচ তারা কি কুর আন বুঝার জন্য এতটা আগ্রহ আছে?
    আল্লাহ কুর আনে দানের ব্যাপারে কি বলেছে তারা কি জানে?
    আহারে মুসুলমান আমরা আর মুসলিম হতে পারলামনা,মুসুলমান ই রয়ে গেলাম।।

  • @-.-335-.-
    @-.-335-.- 2 ปีที่แล้ว +6

    আল্লাহ সব কিছুর উর্ধ্বে। শিরক না করলেই হয়৷

  • @Freemitionbykobir
    @Freemitionbykobir 9 หลายเดือนก่อน

    আল্লাহ সব কিছুর মালিক

  • @TheFilmTraveller
    @TheFilmTraveller 3 ปีที่แล้ว +1

    First view ✨

  • @AbulKalam-lv4kn
    @AbulKalam-lv4kn 3 ปีที่แล้ว +32

    এটা শির্ক গুনাহ
    আল্লাহ সবাই কে হেদায়েত দান করুক।

    • @mazharulislam9621
      @mazharulislam9621 2 ปีที่แล้ว

      এখানে কাওকে সেজদাহ করা হয় না কোন কবর পূজা করা হয় না। এটা কেবলই মসজিদ আর মসজিদে দান করা শিরিক হয় কিভাবে এ বিষয়টি আমার জানা নাই

    • @aminuldidar7020
      @aminuldidar7020 6 หลายเดือนก่อน

      খবিশ তুই নিজেই, তুই জানোস শির্ক কাকে বলে?

    • @mamunkhan6883
      @mamunkhan6883 4 หลายเดือนก่อน

      অই বলদের ঘরের বলদ মসজিদে দান করা শিরিক তরে কে শিখাইছে রে বলদের ঘরের বলদ

  • @abdurrohimmurad3135
    @abdurrohimmurad3135 4 หลายเดือนก่อน

    বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

  • @dipbabu1884
    @dipbabu1884 3 ปีที่แล้ว +6

    সব কিছু ই মালিক ই আল্লাহ,
    যেহেতু এইডা কোন মাজার কিংবা দরগা না, এইটা একটা মসজিদ, এখানে গিয়া আল্লাহ র কাছে কিছু চাওয়া টা আমি খারাপ কিছু মনে করছি না।
    বাকি ডা সব আল্লাহ র ইচ্ছা

    • @jiboniitihas
      @jiboniitihas 2 ปีที่แล้ว +1

      আপনি খাস দিলে আপনার অন্তর থেকে ডাকলে যে স্থান থেকে ডাকুন না কেন আল্লাহ অবশ্যই তা শুনতে পায়

  • @zainabdin5765
    @zainabdin5765 2 ปีที่แล้ว +5

    আল্লাহ আপনি হেদায়েত দিন আপনার বান্দাদের কে

  • @ChoyonExpress
    @ChoyonExpress 3 ปีที่แล้ว +4

    ভাই আপনি কিশোরগঞ্জ আসছিলেন মিছ করলাম ভাই ❤️

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว +1

      আবার আসবো ইনশাআল্লাহ

    • @ChoyonExpress
      @ChoyonExpress 3 ปีที่แล้ว +1

      @@InfoHunter ভাই আমি ময়মনসিংহে থাকি, শুক্রবার এ ঢাকায় থাকি ,আমি আপনার সাথে দেখা করতে চাই প্লিজ ভাই।

  • @mdkanchon2818
    @mdkanchon2818 ปีที่แล้ว

    এটা আমাদের কিশোরগঞ্জ বাসির গর্বিত স্থান

  • @sohanbd1491
    @sohanbd1491 ปีที่แล้ว

    ভাইয়া আপনার উপস্থাপনা খুব সুন্দর আমার অনেক পসন্দ হয়..!!
    আপনি কোন জেলার ভাইয়া...!!??

  • @shiblukhanblog3828
    @shiblukhanblog3828 2 ปีที่แล้ว +3

    মহিলা আশা টিক নয় আললা সবাই কে হেদায়েত করোন আমিন

  • @farjanaazadema7955
    @farjanaazadema7955 2 ปีที่แล้ว +6

    সবই আল্লাহর কারিশমা

  • @jahidul015
    @jahidul015 ปีที่แล้ว +1

    হায়রে মানুষ 😂😂😂😂

  • @noorhussain3127
    @noorhussain3127 2 ปีที่แล้ว +2

    Mr imam Saab make sure this money that people are giving goes to every mosque in the whole country this charity money is not for you guys to spend also try and help the poor people is well they haven't got a roof over their head try and build a house for older poor people in the country alhamdulillah Allah will bless you with more money mashallah

  • @emranhossain4281
    @emranhossain4281 3 ปีที่แล้ว +1

    দারুণ চমৎকার লাগছে ভিডিও টা

  • @BadalBhuiyan-q9o
    @BadalBhuiyan-q9o 3 หลายเดือนก่อน

    যে যা সমস্যা নিয়ে আসুক চাইতে হবে আল্লাহর কাছে

  • @rahatulsardarrahatulislam1007
    @rahatulsardarrahatulislam1007 ปีที่แล้ว +2

    🚯🚯🚯🚯🚯🛑🛑🛑🛑জাহান্নামে যাওয়ার জন্য এই শিরকই যথেষ্ট ৷

  • @OmarVlog01611700007
    @OmarVlog01611700007 3 ปีที่แล้ว +6

    মাশাআল্লাহ ভাই ভিডিওটা অনেক সুন্দর হইছে,ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি যাব যদি পারি একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব, আপনার মত তো অবশ্যই হবে না আপনি তো অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন,আল্লাহ আপনাকে ভালো করুক আর আশুগঞ্জে আসার দাওয়াত রইল।

    • @InfoHunter
      @InfoHunter  3 ปีที่แล้ว +2

      জানুয়ারিতে আসবো ইনশাআল্লাহ।

    • @OmarVlog01611700007
      @OmarVlog01611700007 3 ปีที่แล้ว +3

      ইনশাআল্লাহ ভাই আমি অপেক্ষায় থাকলাম

    • @shikhabhowmik7715
      @shikhabhowmik7715 2 ปีที่แล้ว +1

      @@OmarVlog01611700007 পাগলা বাবার ফোন নাম্বার টা দেওয়া যাবে আমার বাড়ি অনেক দূর ভাই

    • @মোঃআকরামহোসেন-ভ১ণ
      @মোঃআকরামহোসেন-ভ১ণ 2 ปีที่แล้ว +1

      বাই পাগলা বাবা নাম্বারটা দেওয়া যাবে ভাই আমি খুব বিপদে আছি ভাই আল্লাহ রাস্তা দিয়েন ভাই

  • @shakhnazmul8715
    @shakhnazmul8715 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ

  • @mdjahed6489
    @mdjahed6489 3 ปีที่แล้ว +2

    আমি গিয়ে ছিলাম চট্টগ্রাম থেকে

  • @MdRakib-su8mt
    @MdRakib-su8mt 9 หลายเดือนก่อน

    আল্লাহু আকবার

  • @opbh7167
    @opbh7167 ปีที่แล้ว +1

    আল্লাহ মানুষ যে কবে এগুলা থেকে বের হবে

  • @jahidul0562
    @jahidul0562 ปีที่แล้ว +2

    দারুণ ব্যবসা,

    • @MDSanyrajMDsany
      @MDSanyrajMDsany 3 หลายเดือนก่อน

      ভাই না জেনে না শুনে কিছু মন্তব্য করা ঠিক না

  • @MdJalala-pr9fw
    @MdJalala-pr9fw 4 หลายเดือนก่อน

    সব সমাধান কারি মালিক আল্লাহ। এখন আল্লাহ যুদী এই পাগলা মসজিদের উসিলায় কাউকে উপুকার করেন আলহামদুলিল্লাহ

  • @NiropMia-ie2lu
    @NiropMia-ie2lu 3 หลายเดือนก่อน

    আল্লাহ আমার ভাইয়ের শাকিলের মনের আশাটা পূরণ করলা আমি আপনার পাগলা মসজিদে আপনার ঘরে আল্লাহ আমি এত রাতে মানত্র কবুল করুন আমিন

  • @meghdutexpress542
    @meghdutexpress542 3 ปีที่แล้ว +5

    ধন্যবাদ সাকিব ভাই।

  • @mdmidul6268
    @mdmidul6268 2 ปีที่แล้ว +1

    Allah jeno amak akta sele den sobi duya korben

  • @poisiali7968
    @poisiali7968 2 ปีที่แล้ว +2

    আমার বাড়ি অসটগাম
    আমার জীবনে‌ কোনো দিন। যাই‌নাই‌
    আজ‌ 12বছর‌ অভাবের কারণে জীবিকার তাগিদে দেশানতর হইলাম‌
    যদি‌আললহ‌ আমাকে‌ বাচিয়া‌ রাখূ তবে।নামায পড়তে‌ আসব‌ ইনশাআল্লাহ
    আছমত আলী সাউথ কোরিয়া থেকে দেখতাছি
    13/04/2022

  • @MackdadHussainMashhad-uq3eb
    @MackdadHussainMashhad-uq3eb ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জে পাগলা মসজিদ দেখলাম মসজিদে র।ইমাম।সাহেব। কাছে দোয়া চাই আমার ফেমেলির। জন্য আমরা বড়। কষ্টে আছি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন

  • @delwarrasal6473
    @delwarrasal6473 ปีที่แล้ว +11

    আমি তো শয়তানের নেক সুরতে ধোঁকা ছাড়া আর কিছুই দেখতে পারলাম না।
    আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক!

    • @idris-vo5np8bx1f
      @idris-vo5np8bx1f ปีที่แล้ว

      শয়তান কিছু্ই দেখে না মানুষ দেখে বলেই এখানে আসে।

    • @aftabquazem2599
      @aftabquazem2599 ปีที่แล้ว

      Delsarrasal ভাই এর সাথে এক মত আমি। আল্লাহ অস্বাাবিকভাবে কিছু দেন না।

  • @mdhossain-gi3yo
    @mdhossain-gi3yo ปีที่แล้ว +1

    এই ব্যাবস্থাপনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।।

  • @konikaakterborsha7899
    @konikaakterborsha7899 ปีที่แล้ว +1

    আমার বাড়ি কিশোরগঞ্জ

  • @rubelsarder3314
    @rubelsarder3314 3 ปีที่แล้ว +6

    আল্লাহ তাদের হেদায়েত করুন, এ গুলো শিরক ! দেওয়ার মালিক আল্লাহ কিছু চাইলে নামায পরে চান

  • @farhanaaktar1484
    @farhanaaktar1484 ปีที่แล้ว +1

    দোয়া করি এখানের খাদেমগন যেন আল্লাহতাআলার সৎপতে থাকেন। শিরক তেকে সাদারন মানুষ দূরে থাকে।

  • @mdshohagahmedmdshohag6523
    @mdshohagahmedmdshohag6523 2 ปีที่แล้ว +8

    আমার মা নিজে মাননত করছিল ফল পাওয়া গেছে। আর অনেকে বলেছে ফল পাইছে

    • @shazmiah6510
      @shazmiah6510 2 ปีที่แล้ว +1

      Bhaiyah Apnar Amma ke aktu jegesh koren je uni Je geslo seikane ar Mannat korsilo unar Niyat/mannat koi din pore purno hoiseh. Aktu janaben plz , beshi baag manush to bole 3 mash bole. Akok jon er icha akok rokom apnar amma ke jegesh kore reply diben bhai

  • @environmentandnatureblogs5977
    @environmentandnatureblogs5977 2 ปีที่แล้ว +8

    এটা আল্লাহর উদ্দেশ্য মসজিদে দান করছে,,এখানে সিজদা,বা মাজার নাই,,সো সিরক নয়

    • @MasudRana-rm2kn
      @MasudRana-rm2kn 2 ปีที่แล้ว +1

      Ami jete chai bt vaiya ata ki shirok hbe

    • @farzanashahin3328
      @farzanashahin3328 2 ปีที่แล้ว +1

      না

    • @sumaiyaakther3422
      @sumaiyaakther3422 2 ปีที่แล้ว

      আমিও আপনার মতে এক মত

    • @md.moshedkhan7008
      @md.moshedkhan7008 ปีที่แล้ว

      ভাইয়ে কার জন্য হলো নামটা কার, পীর, শায়েখ, ওস্তাদ,

  • @azizulislam9147
    @azizulislam9147 ปีที่แล้ว

    যখন বিপদে পড়ি তখন যে যায় বলুক তাই করি,যদি আললাহ সুস্থ করে

  • @Mkimhc
    @Mkimhc ปีที่แล้ว

    এখানে অনেকে দান করে। মাঝে মাঝে কারও মনের আশা পূরণ হলে সে প্রচার করতে থাকে এই মসজিদে দান করায় তার আশা পূরণ হয়েছে। আর আবেগ কিন্তু অজ্ঞ বাঙালি এই ভ্রান্ত বিশ্বাস ধারণ করে। কাবা, মসজিদ নববী ও মসজিদে আকসা ছাড়া অন্য কোনো মসজিদে বিশেষ ফযিলতের উদ্দেশ্য যাওয়া নিষিদ্ধ ( বুখারী, ১১৮৯)

  • @rubelislam4816
    @rubelislam4816 ปีที่แล้ว +1

    আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত কর বনা

  • @mdjamaluddinsordar9015
    @mdjamaluddinsordar9015 2 ปีที่แล้ว +3

    আল্লাহর রহমতে আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি। মানত করে সুস্থ রোগ মুক্তি পেয়েছি এখনো যায়নি। তার চেয়ে বেশি আর কি বাস্তবতা বলতে পারি।

  • @মোহাম্মদঅপু
    @মোহাম্মদঅপু 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ্

  • @thinkingdifferent525
    @thinkingdifferent525 3 ปีที่แล้ว

    আমিও একদিন সব ইনশাআল্লাহ

  • @nafskafss3750
    @nafskafss3750 3 ปีที่แล้ว +2

    My 🌿 Place

  • @mdsamimkhanmdsalimkhan1881
    @mdsamimkhanmdsalimkhan1881 2 ปีที่แล้ว +1

    ভাল ইনকাম

  • @md.alomgirhossain2636
    @md.alomgirhossain2636 ปีที่แล้ว +1

    ভাই ঢাকা থেকে বাসে পাগলা মসজিদ যেতে কতো সময় লাগে একটু জানাবেন

  • @sstredars6496
    @sstredars6496 2 ปีที่แล้ว +5

    এটা কোন মাজার নয়। আল্লাহর ঘর।

  • @trrdrr5104
    @trrdrr5104 2 ปีที่แล้ว +3

    এগুলি নিয়ে বাজে মন্তব্য না করাই উত্তম
    এটা কোন মাজার নয় এটা আল্লহর ঘর মসজিদ। অতএব আল্লহর ঘর মসজিদ নিয়ে কারো বাজে মন্তব্য আমি মনে করি না করাই উত্তম।
    এটা অলৌকিক একটা বিষয় যে আল্লহর ওলি এখানে নিজে থেকে কান্নাকাটি করে এই মসজিদ তৈরি করে গেছেন এবং এতে যারা সতস্ফুর্ত অংশগ্রহন করেছিলেন এবং ভবিষ্যতে এখানে কিছু একটা দান করবেন ঐ আল্লহর অলী হয়ত বা সবার জন্য দোয়া করে গেছেন।
    কিছুত একটা রহস্য অবশ্যই আছে

    • @jiboniitihas
      @jiboniitihas 2 ปีที่แล้ว

      তাহলে তো আল্লাহকে বাদ দিয়ে ওই মসজিদে গিয়ে ওখানে মানত করতে হবে ।কারন আল্লাহ শুধু ওখানেই থাকেন। আর মনে হয় কোথায়ও থাকেন না?

  • @bdjerinislam6367
    @bdjerinislam6367 2 ปีที่แล้ว

    সুব্বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশআল্লাহ🤲🤲 ভাইয়া আসসালামু আলাইকুম আমি আল্লাহর কাছে নিয়ত করলাম 🤲🤲ইনসা আল্লাহ 🤲আল্লাহ জুদি আমার মনের নেক আশা পুরন করে দেন🤲 তাহলে আমি রাত ৩টা বাজে ঘুম থেকে জেগে চার রাকাত নফল নামাজ পরবো🤲আর এই মসজিদে গিয়ে একটা কোরান সরিফ দিবো ১০০টাকা দিবো আমিন সুম্মা আমিন 🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🤲🤲🤲🤲💞💞

  • @BadalBhuiyan-q9o
    @BadalBhuiyan-q9o 3 หลายเดือนก่อน

    ধান করা ভালো কাজ

  • @awsarawsar988
    @awsarawsar988 2 ปีที่แล้ว +1

    আমিন

  • @rimjhim5238
    @rimjhim5238 2 ปีที่แล้ว

    আমাদের কিশোরগঞ্জ জেলা,আমি এই পাগলা মসজিদে গেয়েছি

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 3 ปีที่แล้ว +1

    গত বছর গিয়ে ছিলাম। সময়ের অভাবে দেখা হয় নি।

  • @AlAminKhan-bk4jo
    @AlAminKhan-bk4jo 2 ปีที่แล้ว +2

    Dhaka thekhe Kishorganj pagla masjid a ki babe jabo,??? ঢাকা থেকে বাসের মাধ্যমে কি বাভে পাগলা মসজিদে যেতে পারবো???

    • @OYON_FF
      @OYON_FF 2 ปีที่แล้ว

      Dhaka to kishoregonj bas e ashben pore bus station theke 30-40 taka Vara lagbe pagla mosjid aste

  • @বাংলাদেশ-র১প
    @বাংলাদেশ-র১প ปีที่แล้ว +2

    হে আল্লাহ এই দেশের সব ভন্ডদের গজব দিয়া ধ্বংস করে দেও।

  • @mdsiym9238
    @mdsiym9238 11 หลายเดือนก่อน

    Subahan allah

  • @masudurrahman1325
    @masudurrahman1325 ปีที่แล้ว +1

    মানুষ কতটা মুর্খ হতে পারে

  • @FayzulIslam-ys7mu
    @FayzulIslam-ys7mu ปีที่แล้ว +1

    অবশ্যই কোন ব্যাপার আছে। এতলোক শুধু শুধু এখানে দান কেন করবে?

  • @AbdullahShakil-hw9jk
    @AbdullahShakil-hw9jk 7 หลายเดือนก่อน

    চট্টগ্রাম থেকে কিভাবে আমি দান করব ওইখানে না যেয়ে কারো জানা থাকলে দয়া করে জানান 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bokul8820
    @bokul8820 ปีที่แล้ว

    এখানে গজব দেখলেন কই আপনারা এটা মসজিদ আল্লাহর ঘর।এখানে মানুষ দান করে।

  • @rehanmohammed1455
    @rehanmohammed1455 2 ปีที่แล้ว +2

    এদের আইনে আনা হক /

  • @atc7557
    @atc7557 2 ปีที่แล้ว +1

    সব কিছু দেওয়ার মালিক এক মাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। কোন পীর বাবা মাজার বা দরগা না। আল্লাহ সবাইকে সঠিক আমল দান করুক। আমিন।আল্লাহ অসীম দয়ালু। আল্লাহর কাছে চাইলে দেন। বিনিময় কিছু দিতে হয় না।

  • @mamunrahman798
    @mamunrahman798 3 ปีที่แล้ว +4

    Who ever is going there and who ever is working there, every single person doing great sin and Shirk, may Allah give us towfiq to understand

    • @quetTV
      @quetTV 3 ปีที่แล้ว +1

      yes
      sir

  • @abbasuddin3732
    @abbasuddin3732 ปีที่แล้ว +9

    ব্যবসা ভালোই চলতেছে।মানুষ এখনো জাহেলিয়াত জমানার মতো জাহেল রয়েগেছে।আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল শির্ক থেকে হেফাজত করেন।

    • @musefahmed6383
      @musefahmed6383 ปีที่แล้ว +1

      ভারতবর্ষে হাজার হাজার বছর থেকে মানুষ এইরকম দানখয়রাত করেই চলছে এবং এই সংস্কৃতি চলবেই।কত সরকার এলো গেল কিন্তু কোনো সরকারই ইহা বেআইনি কূফরি বলে নি। সুতরাং ইহাও আল্লাহ্ আল্লাহ্ তায়ালার এক কুদরতি খেলা। আমি কূফরি বলব না।👍👍👍🤲🤲🤲🕌🕌🕌🕌

  • @saimxmawa
    @saimxmawa ปีที่แล้ว +1

    ধর্ম ব্যাবসা বড় ব্যাবসা 😂

  • @apuahmad1690
    @apuahmad1690 4 หลายเดือนก่อน

    রাস্তার অসহায় মানুষ বেশি বেশি খাওয়ান ও তাদের সেবা করেন দেখবেন আপনার মনের আশা এমনি পূরণ হয়ে গেছে

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 2 ปีที่แล้ว

    darun

  • @najmussakibsaycot7454
    @najmussakibsaycot7454 ปีที่แล้ว

    ওয়াশতাকফিরুল্লাহ ওয়াশতাকফিরুল্লাহ ওয়াশতাকফিরুল্লাহ

  • @ShahAlam-dh5cx
    @ShahAlam-dh5cx ปีที่แล้ว +1

    হে রাব্বুল আলামিন আপনার এই পবিত্র পাগলা মজিদের উসিলায় আমাকে আপনি বিপদ থেকে রক্ষা করুন আমিন।আমার আশা পূরণ হলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবো ইনশাআল্লাহ

  • @amdad4333
    @amdad4333 8 หลายเดือนก่อน

    বাংলাদেশের সবচেয়ে বেশী ইনকাম হওয়া মসজিদ.

  • @Poetmehesi5747
    @Poetmehesi5747 3 ปีที่แล้ว +1

    Allah ae sob soytan der hat takay hafazot korok amin

  • @ehsanullah4676
    @ehsanullah4676 2 ปีที่แล้ว +4

    এই টাকা কই যাই ।কেরামতি বলতে কিছুই নেই ।সব টাকার হিসাব দেওয়া হোক ।ওখানে টাকা দিবেন না না না ।আপনার পাশেই অসহায় মানুষের অভাব নেই ।আল্লাহর কসম আল্লাহর দোহাই ওখানে টাকা দিবেন না ।

  • @troump2079
    @troump2079 ปีที่แล้ว

    ভিডিও তে আরো মানুষের সাক্ষাৎ কার নেওয়া উচিত ছিলো ও ভিডিও বড় করা উচিত ছিল

  • @ibrahimkhalil1669
    @ibrahimkhalil1669 3 ปีที่แล้ว +4

    এতো টাকা যায় কই!!!!

  • @tusarkhan7773
    @tusarkhan7773 ปีที่แล้ว

    দান করা ভালো কিন্তু সেটা যেন শিরকে পরিণত না হয়। মসজিদে দান করেন কোন সমস্যা নেই, কিন্তু সেটা যেন কোন ব্যক্তি কেন্দ্রিক না হয় । আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন.... কোন জীবিত বাবা কিংবা কোন মৃত বাবা কারো কোন উপকার করতে পারে না.... এটাকে যেন কেউ মাজারের মত না বানিয়ে ফেলে.... হায় আফসোস

  • @mdtitu3866
    @mdtitu3866 ปีที่แล้ว

    বরগুনা থেকে আমরা সাত তারিখে এমপি হিসাবে দেখতে চাই তাঁকে নিয়ে দশ তারিক আমরা পাগলা মরজিদে খলিল ভাই কে নিয়ে জাবো এটা আমার প্রথম ওয়াদা

  • @shaponshaan8645
    @shaponshaan8645 ปีที่แล้ว +2

    ভাবতেই অবাক লাগে,এই যুগেও লোকজন এসব শিরকি কাজ না বুঝেই করছে।
    এই জন্য মসজিদের লোকজনকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।