মনু নদে মাছ ধরা উৎসব । Fishing Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • মৌলভীবাজারের কুলাউড়ার মনু নদে তিন দিনের ‘হাত বাওয়া’ উৎসব হয় প্রতি বছর ডিসেম্বরে।সৌখিন ও পেশাদার মাছ শিকারি এক সঙ্গে আনন্দ করে পলো, কুচা, ঝাকি জাল, প্লেন জাল, টানা জাল নিয়ে নদীতে মাছ শিকারে নামেন।আইড়, বোয়াল, রুই,কার্প, বাছাসহ নানাজাতের মাছ ধরা পড়ে। অনেকেই মাছ শিকার দেখার পাশাপাশি মাছ কেনার জন্য সেখানে উপস্থিত হন মনুর পাড়ে। শিকারিরা নিজের চাহিদা শেষে উদ্বৃত্ত মাছ সেখানে বিক্রি করে থাকেন।
    হাত বাওয়া নামকরনের পিছনে রয়েছে নানান জনস্রোতি।কেউ বলছেন, হাট বারে মাছ ধরা হয় বলে এর নাম হয়েছে হাত বাওয়া।অন্য পক্ষ বলছে, তাড়িয়ে মাছ ধরা হয় বলে নাম হয়েছে ‘হাত বাওয়া’। ঐতিহ্যর ধারাবাহিকতায় এই প্রতিযোগীতা এখন এক উৎসবের নাম।
    প্রতি বছর ডিসেম্বরে কুলাউড়ায় মনু নদে এ উৎসব পালন করা হয়। তখন নদীর দুপাড়ে হাজারো উৎসুক জনতা মাছ ধরা দেখতে ভিড় করেন।

ความคิดเห็น •