স্বামী বিবেকানন্দ আদালতে | Swami Vivekananda Court Case | Bengal Empire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • স্বামী বিবেকানন্দ আদালতে | Swami Vivekananda Court Case | Bengal Empire
    • শ্রীরামকৃষ্ণ ও স্বামী ...
    In this video I have explained a life story if Swami Vivekananda. Heare I have mentioned following points. Biography of Swami Vivekananda. Swami Vivekananda Chicago speech on Hinduism. Swami Vivekananda Belur Math. Ramkrishna Mission and Swamiji. Ramkrishna Paramhans and Maa Sarada Devi. Sister Nivedita with Swami Vivekananda. Swami Vivekananda motivation. Swami Vivekananda meditation. Swami Vivekananda story. Birth place of Swami Vivekananda. Swami Vivekananda house.
    স্বামী বিবেকানন্দ ও কোর্ট কেস । কিভাবে হয়েছিল স্বামী বিবেকানন্দের মৃত্যু ? স্বামী বিবেকানন্দের জীবনী । স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা । স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংস দেব । স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবী । স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা । স্বামী বিবেকানন্দ ও বেলুড় মঠ । স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশন । স্বামীজীর বানী । অচেনা অজানা বিবেকানন্দ ।
    স্বামী বিবেকানন্দের জন্ম ভিটা । স্বামী বিবেকানন্দ বসত বাড়ি ।
    Source of information:
    Achena Ajana Vivekananda.
    Ami Bibekananda Bolchi.
    Abiswasya Vivekananda.
    All these books are written by Mani Sahankar Mukhopadhyay ( Shankar ).
    Video credits:
    I frankly admit that in this video some photos and clips are used, which are not mine.These are all taken from Google, for educational purpose only, under TH-cam fair use policy. So thanks to all respected owners.
    #swamivivekananda #biography #bangla

ความคิดเห็น • 555

  • @TheBengalEmpire
    @TheBengalEmpire  ปีที่แล้ว +180

    স্বামিজীর পৈতৃক বাড়ি গৌরমোহন মুখার্জি স্ট্রিটে অবস্থিত ছিল। ভয়েস রেকর্ডিং করার সময়, একবার আমি গৌরমোহন বসু বলে ফেলেছি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। 🙏🙏🙏🙏

    • @aniruddhasen6609
      @aniruddhasen6609 ปีที่แล้ว +13

      সুন্দর হয়েছে। শুনে আরও অনেক তথ্য জানতে পারলাম। যদিও সিমলা স্ট্রীটের ওই বাড়িতে শৈশবে আমার পারিবারিক পরিচিতি থাকায় অনেকবার গিয়েছি ও মহেন্দ্রনাথ দত্তের সান্নিধ্য লাভ করেছি।

    • @avapradhan2397
      @avapradhan2397 ปีที่แล้ว +2

      ধন্যবাদ অনেক তথ্য জানতে পারায়

    • @rameswarchakraborty3596
      @rameswarchakraborty3596 ปีที่แล้ว +2

      অনেক ধন্যবাদ আপনাকে।আমাকে অজানা তথ্য জানতে।পারলাম।।এরকম পারলে।আরো অজানা তথ্য পাঠালে ভালো লাগবে

    • @jutandebnath6339
      @jutandebnath6339 ปีที่แล้ว

      ​@@avapradhan2397p
      😊
      😊pp
      Pp
      P
      P😊😊

    • @meteora-pf1py
      @meteora-pf1py ปีที่แล้ว

  • @chetanabanerjee8304
    @chetanabanerjee8304 ปีที่แล้ว +52

    খুব ভালো লাগলো স্বামীজির জীবনের এই অধ্যায় জানতে পেরে প্রকৃত তেজী বীর অন্তর থেকে সশ্রদ্ধ প্রনাম জানাই এই বীর সন্ন্যাসী কে

  • @debasishnag7030
    @debasishnag7030 ปีที่แล้ว +20

    জয় জ্যোতিরাজায় স্বামীজী মহারাজ কী 👏🙏অনবদ্য ভীষণ আন্তরিকতার সঙ্গেই উপভোগ করলাম, ঈশ্বর তোমাই ও তোমার প্রিয়জনদের সুস্থ ও আনন্দে,
    জয় ঠাকুর, ওঁ মা 👏🙏

    • @archanasom146
      @archanasom146 ปีที่แล้ว

      অনেকেই স্বল্প জেনে বলে যে ঐ তো সংসারের ঝামেলার ভয়ে সন্যাসি হয়। স্বামিজী দেখালেন যে
      সত্যি কারের সন্যাস নেন তাঁরকাছে ,কর্তব্য'ঠিকই থাকে। মা -ই হোন আর যেই হোন না কেন।

    • @subhashghosh9051
      @subhashghosh9051 ปีที่แล้ว

      যতিরাজ

  • @mdabdunnaim8899
    @mdabdunnaim8899 ปีที่แล้ว +11

    স্বামী বিবেকানন্দ এক জন সত্যি কারের বিশ্ব বরেণ্য মানুষ ছিলেন , তাই তিনি সকলকে মানুষ হওয়ার আহ্বান করতেন ।

  • @subhaschatterjee7110
    @subhaschatterjee7110 ปีที่แล้ว +9

    সুন্দর তথ্য সমৃদ্ধ ,মহান ব্যাক্তিদের নানা দিক থেকে বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হয়, তা এই ঘটনা থেকে পরিষ্কার।

  • @sbanerjee4617
    @sbanerjee4617 ปีที่แล้ว +11

    বীর সন্ন্যাসীবিবেকানন্দ এর বহু অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম শতকোটি প্রণাম জানাই বীর সন্ন্যাসীবিবেকানন্দকে।

    • @KoushikMandol
      @KoushikMandol 6 หลายเดือนก่อน

      Not keep gorment information🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 police stap lokap👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓 pikasthan arrested😊😊😊

  • @biswaskkumar8355
    @biswaskkumar8355 ปีที่แล้ว +7

    খুবই মর্মান্তিক ঘটনা স্বামীজীর জীবনের। যে ঋন গৃহতাগী সননাসীকে ও অদালতে চক্কর কাটতে হযেছে। খুব সুন্দর ভিডিও।

  • @banglasolution2949
    @banglasolution2949 11 หลายเดือนก่อน +8

    অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ 💐👍🇮🇳

  • @user-yi5uu3qo5r
    @user-yi5uu3qo5r 3 หลายเดือนก่อน +1

    খুব সুন্দরভাবে বলেছেন। খুব ভালো লাগল। জয় স্বামীজী

  • @akhiladhikari8178
    @akhiladhikari8178 ปีที่แล้ว +5

    Beautiful. Known many stories of family members of Swami Vivekananda.

  • @somnathmitra2448
    @somnathmitra2448 ปีที่แล้ว +2

    ভীষণ ভীষণ ভালো লাগল অনেক কিছু জানতে পারলাম। স্বামী বিবেকানন্দর শ্রীচরনে শত শত কোটি প্রনাম। 🙏🌷🙏🌷🙏🌷

  • @rakeshmandal6231
    @rakeshmandal6231 ปีที่แล้ว +6

    দারুণ তথ্য দিলেন ভাই গুরু সম্বন্ধে

  • @pratimabhattacharya508
    @pratimabhattacharya508 ปีที่แล้ว +2

    অপূর্ব এই video দেখলাম, আর অজানা তথ্য জানতে পারলাম। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভীষন ভালো লাগলো। জয় ঠাকুর জয় মা জয় স্বামী জী।🙏🙏🙏🙏

  • @gautamray7044
    @gautamray7044 ปีที่แล้ว +99

    আমাদের বিশ্বের সকল মানুষের মনে বিবেকানন্দ প্রকৃত নায়ক, যারা তাঁকে জেনেছেন।

  • @suklamajumder132
    @suklamajumder132 ปีที่แล้ว +4

    দারুণ উপস্থাপনা..প্রণাম স্বামীজি 🙏

  • @captainblood8095
    @captainblood8095 ปีที่แล้ว +5

    স্বামীজীর একান্ত ভক্ত হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই video র জন্য। ভগবান আপনার মঙ্গল করুন।আপনি সঠিক ঘটনা পরিবেশন করেছেন যথাযথ তথ্যপ্রমাণসহ।আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন।

    • @DOITYOEKTA
      @DOITYOEKTA 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/AF0d6qgi_sE/w-d-xo.htmlsi=Sc0wVdCMrUdgoukl

  • @ChhayaMookherjee-uz5cy
    @ChhayaMookherjee-uz5cy ปีที่แล้ว +13

    শতকেটি প্রণাম জানাই স্বামী বিবেকানন্দ কে.

  • @supriyachakraborty5974
    @supriyachakraborty5974 ปีที่แล้ว +13

    খুব সুন্দর উপস্থাপনা হয়েছে।

  • @suparnadhar8934
    @suparnadhar8934 ปีที่แล้ว +7

    আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো।

  • @himadribanerjee4577
    @himadribanerjee4577 ปีที่แล้ว +7

    আপনার উপস্থাপনা তো ভালই হয় |অনেক কিছু খবর পাওয়া যায় যেগুলো আমরা জানি না আবার জানতাম না |আপনার বলার ভঙ্গি তো আমার ভালই লাগে |আমি শুধু আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখি, খুব ইন্টারেস্টিং লাগে |এই ধরনের ঐতিহাসিক ভিডিও আপনি বারবার বানাবেন |

    • @TheBengalEmpire
      @TheBengalEmpire  ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @premanandachattopadhyay7246
    @premanandachattopadhyay7246 11 หลายเดือนก่อน +4

    অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে স্বামী বিবেকানন্দ ও তাঁর পরিবারের ইতিহাস তুলে ধরার জন্য।স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হলেও তিনি তখন বাধ্য হয়েই পারিবারিক কারণে বিষয় সম্পত্তি উদ্ধারে ব্রতী হয়েছিলেন।যদি তিনি তখন এই বিষয়ে উদ্যোগী না হতেন তাহলে পরবর্তী সময়ে তাঁর জন্মভূমি উদ্ধার করা সম্ভব হতো না।এটা তাঁর দূরদর্শিতার পরিচয়।

  • @tapaskumarjana5119
    @tapaskumarjana5119 ปีที่แล้ว +17

    খুব,খুব,খুব সুন্দর। মহামানবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ।

  • @samarchatterjee1970
    @samarchatterjee1970 9 หลายเดือนก่อน +1

    সত্য ঘটনা নির্ভর ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সিমলায় স্বামিজীর বসত বাটি দেখার সৌভাগ্য হয়েছে। রামকৃষ্ণ মিশনের প্রচেষ্টাকে ধন্যবাদ।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 9 หลายเดือนก่อน +2

    স্বামী বিবেকানন্দের ওপর যেকোনো তথ্যই বাঙালীর জীবনে অমৃতসমান! বেঁচে থাকতে মানুষটা কতো সংগ্রামই না করেছেন!
    পরিশেষে, আপনার বাচনভঙ্গি খুব স্পষ্ট ও উপযোগী! ❤❤

  • @chaitalimukherjee4706
    @chaitalimukherjee4706 11 หลายเดือนก่อน +4

    I salute your innovation clarity. Today Swamivivekananda is the ideal hero of India to establish the Sanatan Hindu Dharma. The great philosopher. 🙏🙏🙏🙏

  • @Im_rrc
    @Im_rrc 11 หลายเดือนก่อน +6

    হে প্রভু শতকোটি প্রনাম তোমায় ❤️🙏🙏🙏❤️❤️❤️

  • @sujoydas3577
    @sujoydas3577 10 หลายเดือนก่อน +2

    খুব ভালো প্রচেষ্টা, ধন্যবাদ।

  • @sattyaranjanbaruri-qb3dn
    @sattyaranjanbaruri-qb3dn ปีที่แล้ว +1

    আপনার এই ভিডিও এর মাধ্যমে স্বামী জী ও তার পরিবারের অনেক অজানা তথ্য জানতে পারলাম এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @pranabsen4034
    @pranabsen4034 9 หลายเดือนก่อน +1

    কিছু বলার ভাষা নেই। অনেক কিছু জানতে পারলাম। ভুবনজয়ী এই সন্যাসীকে প্রনাম জানাই।

  • @Bhaumikpk
    @Bhaumikpk ปีที่แล้ว +14

    Swamiji was not an ordinary person.A saint but extraordinary human .

  • @dr.jnanankurghosh9707
    @dr.jnanankurghosh9707 ปีที่แล้ว +2

    একটি অভূত পূর্ব তথ্য সমৃদ্ধ ভিডিও যার এতদিন পরেও আমাদের জ্ঞানচোখ খুলে দেয় । অসাধারন পরিবেশনা । নমস্কার নেবেন । ভালো থাকবেন । 🙏🙏

  • @gourisankarpatra9948
    @gourisankarpatra9948 ปีที่แล้ว +57

    স্বামী বিবেকানন্দ ছিলেন প্রতিবাদী পৌরুষ দীপ্ত চরিত্র।সত্যের প্রতি চির আস্থাশীল।

  • @DebasishSingha-bd9jv
    @DebasishSingha-bd9jv ปีที่แล้ว +2

    ভিডিও টা খুবই ভালো লাগলো।স্বামী বিবেকানন্দ কে আমার কোটি কোটি প্রনাম জানাই 🙏🙏🙏

  • @nanakbhattacharjya5755
    @nanakbhattacharjya5755 ปีที่แล้ว +1

    খুব সুন্দর মনোরম উপস্থাপনা।তুমি জয়ী হ ও।

  • @prabirray9189
    @prabirray9189 ปีที่แล้ว +6

    Good effort . After all we are human beings , Sir , you have tried to open the past with his highness.Thanks👍🙏

  • @prosundutta9666
    @prosundutta9666 9 หลายเดือนก่อน +1

    Very unique information thank you for this information.Jay Swami Vivekanand ki jay🙏🙏

  • @krrishnendughosh2976
    @krrishnendughosh2976 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো এই ভিডিওটি। এই সকল অজানা তথ্য জানতে পারে আমি সমৃদ্ধ হলাম।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।🙏🏻❤

  • @bikashkarfa2858
    @bikashkarfa2858 ปีที่แล้ว +2

    সংক্ষেপে খুব সুন্দর পরিবেশন করেছেন।

  • @ujjwalkumarray9818
    @ujjwalkumarray9818 ปีที่แล้ว +2

    ভালো লাগলো অনেক অজানা তথ্য!! জয়তু স্বামীজী 🙏🙏🙏🙏

  • @sandipbhar702
    @sandipbhar702 10 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর ভাবে আপনি বিষয় টা তুলে ধরলেন,,,ধন্যবাদ

  • @upal1234
    @upal1234 ปีที่แล้ว +3

    জয় স্বামীজি মহারাজ জি কি জয়।

  • @user-ie7lg3bc7z
    @user-ie7lg3bc7z ปีที่แล้ว +13

    অজানা তথ্যটি বিষদ ভাবে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @nimaikhata6552
    @nimaikhata6552 ปีที่แล้ว +3

    স্বামীজির পুরনো ইতিহাস জানতে পারলাম, ধন্যবাদ,,,, খুব ভালো লাগলো ভাই,,,

  • @user-bq6ej2qw9y
    @user-bq6ej2qw9y ปีที่แล้ว +4

    Very knowledgeable video. Thanks for making such type of very useful videos.

  • @manideepamukherjee4565
    @manideepamukherjee4565 ปีที่แล้ว +11

    স্বামী বিবেকানন্দ সকলে নমস্য ।🙏🙏🙏

  • @samarsamadder8784
    @samarsamadder8784 4 หลายเดือนก่อน

    খব তথ‍্য সমৃদ্ধ ভিডিও, খুব ভালো লাগল, আপনাকে অভিবাদন।

  • @mrinalkantasengupta7989
    @mrinalkantasengupta7989 6 หลายเดือนก่อน

    ভালো লাগল অনেক কিছু সং এ পে আলোকপাত করা হলো , অনেক তথ্য জানতে
    পারলাম,স্বামীজি শ্রী চরণে
    শতকোটি প্রণাম।
    সত্য এবং বাস্তব কে আলোকপাত করার জন্যে
    ধন্যবাদ।

  • @bijaypatra7820
    @bijaypatra7820 9 หลายเดือนก่อน +2

    Sami Vibakanand ji ki jai ho jai hind Banday ma taram jai shree Ram jai shree krishna jai shree विष्णु jai shree Bajrangbali jai 🙏🏻🇮🇳💯❤️🌸🌼🌻🔥🐅🌺🌾🥥🌞🕉🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🙏🙏🙏

  • @arinkumarbhaduri26
    @arinkumarbhaduri26 ปีที่แล้ว +4

    আপনাকে ধন্যবাদ জানাই 🙏

  • @tamalbanerjee4081
    @tamalbanerjee4081 ปีที่แล้ว +1

    অনেক অজানা তথ্য জানতে পারলাম।প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। সারা জীবন স্বামীজি ঘৃনা,অপবাদ,আর অসন্তোষের মধ্যে কাটিয়েছেন,,,,এ হেন উজ্জ্বল মহাপুরুষের যদি এই পরিণতি হয়, তবে আমরা তো চুনো পুঁটি,,,,জয় মা ভবতারিণী,,,

  • @manas1954a
    @manas1954a ปีที่แล้ว +1

    খুবই ভালোকথা, সত্যি, রামকৃষ্ণর কথায় বুড়ি ছোঁয়া ।

  • @kabitapratihar4775
    @kabitapratihar4775 ปีที่แล้ว +3

    Most valuable and important performance, many Many Many thanks for your collection

  • @basude4330
    @basude4330 10 หลายเดือนก่อน +2

    Fantastic presentation of true story of Swamiji. Great going.

  • @samiransarkar9571
    @samiransarkar9571 9 หลายเดือนก่อน +1

    এ-এক দারুন অনুভূতি!

  • @3see572
    @3see572 9 หลายเดือนก่อน +1

    চমৎকার বলা-বক্তব্য ❤

  • @Abhishek...89
    @Abhishek...89 ปีที่แล้ว +1

    পুরাটা দেখে বুঝলাম অনেক গবেষণার ফসল এই ভিডিওটা
    Thank you

  • @KishoreKumar-te5lb
    @KishoreKumar-te5lb ปีที่แล้ว

    Khub bhalo laglo 1 ta sotti katha a toh sundor bhabey bekto korar jonno thank you

  • @ashisbiswas8611
    @ashisbiswas8611 ปีที่แล้ว +2

    খুব ভাল লাগল,বিশেষ করে আপনার বলার ধরন,ধননবাদ,

  • @namitadutta2295
    @namitadutta2295 11 หลายเดือนก่อน +2

    স্বামিজীর জীবনে এতো বিড়ম্বনা ছিল ভাবা যায় না ।প্রণাম স্বামীজী 👃🌷👃🌷👃🌷👃🌷👃🌷

    • @DOITYOEKTA
      @DOITYOEKTA 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/AF0d6qgi_sE/w-d-xo.htmlsi=Sc0wVdCMrUdgoukl

  • @ashishdeysarkar5856
    @ashishdeysarkar5856 ปีที่แล้ว +5

    My pronam to Swami Ji Maharaj!

  • @aratrikatitli
    @aratrikatitli ปีที่แล้ว +4

    Joy shree Ramkrishna paramhans joy Shree Swami Vivekananda 💛💙❤️🙏

  • @shyamalighosh1255
    @shyamalighosh1255 ปีที่แล้ว +1

    এসব কথা অল্প অল্প জানতাম, আজকে খুব ভালোভাবে জানলাম.
    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @MalayJ14
    @MalayJ14 ปีที่แล้ว +5

    My Inspiration Swami Vivekanand Ji 🙏🙏🙏🙏

  • @tandraachatterjee7778
    @tandraachatterjee7778 ปีที่แล้ว +1

    অনেক অজানা তথ্য জানতে পারলাম।খুব ভালো লাগলো। আরও অনেক কিছু জানার অপেক্ষায়র রইলাম 🙏

  • @dipankarghosh4518
    @dipankarghosh4518 9 หลายเดือนก่อน

    প্রেজেন্টেশন ta খুব ভালো ...জেনে খুশি হলাম..ধন্যবাদ.

  • @SculptureandArt
    @SculptureandArt 4 หลายเดือนก่อน +1

    Thanks brother your speaking power well done

  • @dadarclass9038
    @dadarclass9038 10 หลายเดือนก่อน +2

    My super hero Swami Vibekananda..........

  • @sajalkumarpoddar7324
    @sajalkumarpoddar7324 ปีที่แล้ว +4

    I am very grateful to you for your great presentation.

  • @anitapaul971
    @anitapaul971 ปีที่แล้ว +1

    Swamiji shamndhe aitoko jante pere khovi valo laglo Joy Thakur, Joy Maa, Joy Swamiji r charane Pranam

  • @rakhalrajahazrachowdhury1488
    @rakhalrajahazrachowdhury1488 ปีที่แล้ว +1

    নতুন তথ্য জানলাম অনেক ধন্যবাদ জানাই আপনাকে🙏
    জয়তু স্বামীজী🙏🙏🙏🙏

  • @BashuMaji-ji7xh
    @BashuMaji-ji7xh 9 หลายเดือนก่อน

    স্বামী বিবেকানন্দ চিরন্তন সত্যের সন্ধানে গৃহ ত্যাগ করেছিলেন,তাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলি তুলে ধরা হলে তাতে সকলে আনন্দ পাবেন এটাই আমার ধারনা এবং এতে স্বামীজিও খুব খুশি হবেন।

  • @user-op5ik7eg1j
    @user-op5ik7eg1j 8 หลายเดือนก่อน

    খুবভালো লাগলো,ভাইদের সমন্ধে আরোজানতে চাই।

  • @pradiptamukherjee1750
    @pradiptamukherjee1750 ปีที่แล้ว +49

    ভারতকে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন স্বামীজি। হিন্দু ধর্মকে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন স্বামীজী। জয় ঠাকুর,জয় মা জয় স্বামীজী 🙏🙏🙏🙏🙏

  • @bulagoswami7799
    @bulagoswami7799 ปีที่แล้ว

    Khub bhalo laaglo jene anek dhonyobaad. Pronam nio swamiji tumi suryar moto ujwal o tejoswi dhonyo jonom baba🙏🙏🙏🙏🙏🙏

  • @chhanditachakraborty9863
    @chhanditachakraborty9863 ปีที่แล้ว +3

    Koti koti pranam Swami ji 🙏🙏

  • @parthodas6483
    @parthodas6483 ปีที่แล้ว +1

    Shamijir ai oshadharon oviggotar kotha jante pere boro bhalo laglo.shamiji ka ontor theke amar pronam janai!

  • @MrAdorable10
    @MrAdorable10 ปีที่แล้ว

    Khub bhalo video, very informative

  • @dalikarmakar8637
    @dalikarmakar8637 9 หลายเดือนก่อน

    ভেঙ্গে ভেঙ্গে সব বুঝিয়ে দিয়েছেন।
    খুব ভালো লাগলো।

  • @shiulisen7953
    @shiulisen7953 ปีที่แล้ว +1

    আপনাকে অনেক ধন্যবাদ, নতুন নতুন অনেক অজানা তথ্য জানানোর জন্য,

  • @user-fh1gw6ob8r
    @user-fh1gw6ob8r ปีที่แล้ว +2

    স্বামী বিবেকানন্দের কথা মহাভারতের মত অমৃত সমান

  • @kabarinayak965
    @kabarinayak965 ปีที่แล้ว +1

    বিবেকানন্দের সম্পর্কে অনেক কিছুই জানলাম। উনাকে আমার নমস্কার।

  • @dilipkumardas8207
    @dilipkumardas8207 ปีที่แล้ว +7

    I THINK MOST MOST MOST RESPECTED SWAMIJI IS ONE OF THE GREAT PERSON IN THE WORLD. TUTOR OF THE WHOLE WORLD.

  • @purnimabarui430
    @purnimabarui430 ปีที่แล้ว

    Khub sundor vai
    Thanks you so much ato sundor video korar jonno

  • @mythologygru3563
    @mythologygru3563 ปีที่แล้ว +4

    He is inspired my life....

  • @madhumitamitra1141
    @madhumitamitra1141 ปีที่แล้ว +4

    খুব ভাল লাগল আজকের এই সামীজীর জীবনের vdo টি।অনেক কিছু জানতে পারলাম।
    সামীজীর জীবনের সম্বন্ধে আরও তথ্য পেলে,আমাদের জানাবেন,আশা করি।
    জয় সামীজীর জয়।

    • @debashisde7508
      @debashisde7508 ปีที่แล้ว +1

      একজন বাঙালি হয়ে স্বামীজী বানানটা ভুল লিখলেন।

  • @BiswaBanglaSuspense553
    @BiswaBanglaSuspense553 ปีที่แล้ว +1

    মুগ্ধ হলাম. সমৃদ্ধ হলাম. অসংখ্য ধন্যবাদ..

  • @bijoyachakraborty4664
    @bijoyachakraborty4664 ปีที่แล้ว +1

    Khub valo information

  • @user-gq4zr8vp5i
    @user-gq4zr8vp5i ปีที่แล้ว +1

    Khub bhalo laglo, Swamiji ke amar pranam!!!

  • @jyotidas2734
    @jyotidas2734 9 หลายเดือนก่อน +2

    Cslcutts= Thanks for video . Although my family ive in next mahalla, all these were unknown to us.Feel sorry, to know that He had to face so much family trouble ? And the Lawyers became fatty out of long legal battle ! Sr.citizen.

  • @pampabhattacharjee5086
    @pampabhattacharjee5086 ปีที่แล้ว +1

    এত ইতিহাস নির্ভর তথ্য জানার পর (যদি সম্পূর্ণ সত্যি হয়)আশ্চর্য হয়ে যেতে হয় এই ভেবে মানুষের জীবনের মোড় কার কি ভাবে ঘুরে যায়,এখনকার চিকিৎসার সুযোগ স্বামী বিবেকানন্দ পাননি,আর অত কম বয়সে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে হয়ত এই কারণে ,খুব করুণ পরিণতি স্বামীজির ।নমস্কার।

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 7 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো অজানা তথ্য জেনে 👌

  • @ananyagangopadhyay2604
    @ananyagangopadhyay2604 ปีที่แล้ว

    ধন‍্যবাদ। অনেক অজানা তথ‍্য জানতে পারলাম।

  • @j7nxt925
    @j7nxt925 7 หลายเดือนก่อน

    এককথায়,
    ভিডিওটি আমার খুবই
    ভালো লেগেছে ।
    ধন্যবাদ
    🙏

  • @user-de9kt3yr7s
    @user-de9kt3yr7s 11 หลายเดือนก่อน +1

    Today I know many things samiti from your video. Thank you very much.

  • @chayabaji5672
    @chayabaji5672 8 หลายเดือนก่อน

    Khub bhalo informative kaaj

  • @loveheart9186
    @loveheart9186 29 วันที่ผ่านมา

    Anek kichu jante parchi Vedio theke... thank you

  • @ashischakraborty5151
    @ashischakraborty5151 ปีที่แล้ว +1

    অনেক নতুন তথ্য জানতে পারলাম ❤। খুব সুন্দর ভিডিও। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @s.maitra
    @s.maitra ปีที่แล้ว +3

    প্রণাম স্বামীজি শত শত কোটি প্রণাম🙏🙏🙏

  • @sreepadabapari8315
    @sreepadabapari8315 ปีที่แล้ว +1

    অনেক অজানা তথ্য জানতে পারলাম, ধন্যবাদ ভাই আপনাকে।

  • @KajalDas-cj1lt
    @KajalDas-cj1lt ปีที่แล้ว +3

    বিবেক + আনন্দ --🙏🙏🙏জয় স্বামীজি