বেহুলা লক্ষিন্দরের বাসরঘর || প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা || Behular Bashor Ghor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • বগুড়া শহর থেকে প্রায় ১১কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিস্কৃত হয় এই প্রত্ন নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাঁথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেধও বলা হয়।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose :
    sumonmcj@yahoo.com
    সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরবো বহুলা লক্ষিন্দরেই সেই কাহিনীতে।
    বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তররের মতে আনুমানিক খৃস্টিয় ৬/৭ শতাব্দির মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল। যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। এরপর খ্রিষ্টিয় ১১-১২শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিবমন্দির নির্মিত হয়েছিলো।
    ১৯৩৪-৩৬ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে ১৭২টি প্রকোষ্ঠের সমন্বয়ে ১৩মিটার উঁচু এ পুরাকীর্তির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়।
    এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খন্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি একটি স্বর্ণ পত্র পাওয়া গিয়েছিল।
    এ থেকে ধারণা করা হয়, এটি একটি বর্গাকৃতির শীব মন্দির ছিলো। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন।
    আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেধকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে, এটি নির্মাণ করা হয়েছিলো প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পৌণ্ড্রবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য।
    কিন্তু সবকিছু ছাপিয়ে লোককথার সেই বেহুলার বাসর হিসেবেই অধিক পরিচিত এই পুরাকীর্তিটি। প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা, এখানেই হয়েছিলো বেহলার বাসর।
    চলুন, এবার জেনে নিই মনসামঙ্গল কাব্যের সেই লোককথা।
    বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লখিন্দরের স্ত্রী।
    চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোন দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তাঁর পিতা শিব তাঁকে বলেন যে যদি কোন শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্ত্যে তাঁর পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য।কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাঁকে শাপ দেন যে, তাঁর সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি। এরপর একে একে লখিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের ৬ছেলে সাপের ছোবলে মারা যায়।
    বেচে থাকা একমাত্র ছেলে লখিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়।
    কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসর ঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা।
    ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষিন্দরকে হত্যা করে মনসা দেবী।
    এরপর মৃত স্বামীকে নিয়ে ৬ মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার ওপর সন্তুষ্ট হন মনসা দেবী।
    বেহুলার অনুরোধে মনসাপূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী।
    এই নিদর্শনটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে তিন কোণ বিশিষ্ট ১৭২ টি কক্ষ আছে।
    এ কক্ষগুলো দেখতে বেশ অস্বাভাবিক আর দুর্বোধ্য এর নির্মাণশৈলী। এর পশ্চিম অংশে আছে বাসর ঘরের স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে ২৪ কোন বিশিষ্ট চৌবাচ্চাসদৃশ একটি গোসলের ঘর। গোসলের ঘরের মধ্যে ছিল ৮ ফুট গভীর একটি কুপ।
    প্রত্নতাত্বিক ইতিহাস আর লোককথার সেই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাইতো দূর দূরান্তর থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা।
    যেভাবে আসবেন :
    বগুড়া শহরের চারমাথা থেকে গাইবান্ধা কিংবা রংপুরগামী যেকোনো বাসে করে গোকুল বাজারে নামতে হবে। ভাড়া নেবে ১০/১৫টাকা। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বেহুলার বাসরে যেতে খরচ হবে ১০টাকা। বগুড়া ৪মাথা থেকে ইচ্ছে করলে এক/দেড়শ টাকায় সিএনজি অটোরিকশাও রিজার্ভ করে আসতে পারেন এখানে। প্রবেশের সময় দেশী দর্শনার্থী ২০টাকা ও বিদেশী দর্শনার্থীকে নিতে হবে ২০০টাকার টিকিট।
    কোথায় থাকবেন
    বগুড়া শহরে অল্প খরচে থাকার অনেক হোটেল পাবেন।
    #behular_bashor_ghor #bogra #gokul_medh

ความคิดเห็น • 1.1K

  • @sav1566
    @sav1566 3 ปีที่แล้ว +101

    শূন্য ব্র্যান্ডের বেহুলা গান শুনার পর বেহুলা নিয়ে কৌতূহল সৃষ্টি হয় তা থেকে এইখানে আসা

  • @jhumurbala9857
    @jhumurbala9857 2 ปีที่แล้ว +13

    প্রতিটি ধর্মকে উপযুক্ত সম্মানে সম্মানিত করাটা ভীষণ ভালো গুন সুমন ভাইয়ের, ইশ্বর আপনাকে সুস্থ রাখুন।

  • @susantapramanik1789
    @susantapramanik1789 3 ปีที่แล้ว +20

    বেহুলা লখিন্দরের বাসরঘর যেখানে ছিল ওখানে একটা শিবমন্দির ছিল। চম্পকনগর (বর্তমান নাম কসবা- পশ্চিমবঙ্গ) এ বাসরঘরটির অবশিষ্ট আছে।

  • @redwanrony534
    @redwanrony534 3 ปีที่แล้ว +142

    শূণ্য ব্যান্ডের গান শুনে বেহুলা সার্চ দেয়া আমার মত আর কেউ আছে!?

  • @suvojitdey8281
    @suvojitdey8281 4 ปีที่แล้ว +13

    আমি কলকাতায় থাকি. বাংলাদেশ কে খুব মিস করি. কারণ আমাদের অনেক অতীত আছে . সেটা ইতিহাস খুঁজলে পাওয়া যায়. দেশ এখন ভাগ হয়ে গেছে, আমরা আলাদা দেশের আপনারা আলাদা দেশের কিনতু মন টা বাঙালী আছে. শুধু একটা কাঁটা তারের বেরা. এই বাঙালি কে সারা পৃথিবী চেনে. কত মহান মানুষ এই বাংলা থেকে উঠে এসেছে. সে আজ ইতিহাস...

    • @SohelRana-zu4kr
      @SohelRana-zu4kr 4 ปีที่แล้ว

      Dada apnak Bangladeshe asar jonno unurut kora holo

  • @tumpajoshimjoy2846
    @tumpajoshimjoy2846 3 ปีที่แล้ว +69

    বেহুলা গান শোনার পর আমার মত কে কে এইখানে আসছো

  • @bhootstoryxx
    @bhootstoryxx 3 ปีที่แล้ว +34

    ✮ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে;
    তাই হলো শিক্ষা।।--আইনস্টাইন

  • @bebangladeshi7916
    @bebangladeshi7916 3 ปีที่แล้ว +447

    শুন্য ব্যান্ডের "ও বেহুলা" গান শুনতে এসে এই ভিডিও কি কেউ দেখছেন?

  • @guywithlesshope356
    @guywithlesshope356 3 ปีที่แล้ว +57

    শুন্য ব্যান্ড আমাকে এখানে নিয়ে আসছে।

  • @payepayepothchola4640
    @payepayepothchola4640 4 ปีที่แล้ว +51

    আমি কোলকাতায় থাকি
    ভাই আপনার ভিডিওটি থেকে আনে কিছু জানলাম
    পুরো ভিডিওটি দেখলাম
    "আমন্ত্রণ রইল'

    • @MDRobin-pt7fd
      @MDRobin-pt7fd 4 ปีที่แล้ว +3

      বাংলাদেশে এশে দেখে যাবেন একবার

  • @surajitdutta9740
    @surajitdutta9740 4 ปีที่แล้ว +45

    আপনার প্রতিটি তথ্যচিত্র ভীষণ তথ্যসমৃদ্ধ। অসাধারণ আপনার শ্রম ও সদিচ্ছা। খুব ভালো থাকবেন ও আরো অনেক তথ্যচিত্র তৈরী করবেন।

  • @MRCMUSICPLUS
    @MRCMUSICPLUS 4 ปีที่แล้ว +25

    অনেক মনে আশা ছিল বেইলা লক্ষিন্দরের কাহিনী জানার জন্য আজকে জানলাম ধন্যবাদ ভাই আপনাকে

    • @ankitsaha2128
      @ankitsaha2128 3 ปีที่แล้ว

      Eta mitthe, asol ta ache purbo borsho mane

    • @zxyea5279
      @zxyea5279 2 ปีที่แล้ว

      Ai sob fake.manusher bananu

  • @09871230able
    @09871230able 5 ปีที่แล้ว +29

    Thanks for uploading this video which contain the real history of Mahastan Ghor and other historic places in this area.

  • @enjoyingmyexistence5427
    @enjoyingmyexistence5427 4 ปีที่แล้ว +53

    ভারত থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইলো

  • @bishantaroy
    @bishantaroy 4 ปีที่แล้ว +11

    ভিডিও দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

  • @KHAJA_BARIA
    @KHAJA_BARIA ปีที่แล้ว +1

    অনেক সুন্দর প্রতিবেদন। আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে, আমিও ভিডিও বানাচ্ছি। আমি নতুন ইউটিউবার।

  • @md.mahmudulhasantuhin2748
    @md.mahmudulhasantuhin2748 5 ปีที่แล้ว +43

    সুমন ভাই আপনার উদ্যোগ খুব ভালো। এমন চ্যানেল দেখব এটা অনেকদিনের স্বপ্ন ছিল। আমি ২০১৮ সালের মার্চ মাসে গিয়েছিলাম ঐখানে।

  • @diptibiswas9216
    @diptibiswas9216 3 ปีที่แล้ว +1

    Ei video ta dekhe khub vlo laglo......monta vore gelo 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏dhonno bad dadavai ........om namha shivay

  • @shilabiswas344
    @shilabiswas344 3 ปีที่แล้ว +2

    বেহুলার বাসরঘর দেখার সুযোগ করে দিয়েছে এই ভিডিও র মাধ্যমে । ধন্যবাদ । খুব ভালো লাগলো ।

  • @kushdas1749
    @kushdas1749 4 ปีที่แล้ว +17

    TH-cam প্রথম দেখলাম এই ভিডিও । খুব সুন্দর লাগলো । আমি ভারত থেকে বলছি । thanks

  • @Jontro_Prithibi
    @Jontro_Prithibi 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো । ইতিহাসে যেন বাস্তব ফুটে উঠেছে । ধন্যবাদ । আমি সৌমেন, কলকাতা।

  • @user-uu6wl2qm6e
    @user-uu6wl2qm6e 2 ปีที่แล้ว +1

    Nice video.
    বিভিন্ন অজনা তথ্য জানতে আপনাকে তথ্যকণিকা চ্যানেলে স্বাগতম।

  • @nr7648
    @nr7648 4 ปีที่แล้ว +21

    লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসাদেবী..! নাউযু্বিল্লাহ্ 😯😯😯

    • @arunnakshatra1003
      @arunnakshatra1003 3 ปีที่แล้ว +4

      এই এখানে কোনো উট্টা পাট্টা কথা বলবেন না

    • @nr7648
      @nr7648 3 ปีที่แล้ว +1

      @pranto das may allah hedayat to you

    • @nr7648
      @nr7648 3 ปีที่แล้ว

      @Saffron Gangariddai ঐ খানকি মাগির পোলা, তর নাম্বার দে অর কোথায় থাকিস বল,, তোরে জবাই করুম

    • @sumonbala215
      @sumonbala215 8 หลายเดือนก่อน

      নাউযুবিল্লাহ্ কি আছে,,,?

  • @dr.mdarafathasan4340
    @dr.mdarafathasan4340 4 ปีที่แล้ว +6

    ২০১৪ সালে আমি গিয়েছিলাম। খুবই উত্তেজনা কাজ করছিলো মনের ভিতর। অসম্ভব সুন্দর স্থাপনা

  • @user-bp6tu9wu6z
    @user-bp6tu9wu6z 4 ปีที่แล้ว +20

    খুব ভালো,জায়গাটা দেখতে খুব সুন্দর,আশা করি সবাই একবার হলেও দেখবেন 👍👍👍👍👍👍👍

    • @smfschannel8032
      @smfschannel8032 4 ปีที่แล้ว +1

      👍Sub 🔔done so nice video👍 stay connected👉🔔👈👌👌👍👍

  • @abulbashar3684
    @abulbashar3684 4 ปีที่แล้ว +12

    ভাইয়া আপনার ভয়েসটা অনেক সুন্দর আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে।

  • @sumanmitra5709
    @sumanmitra5709 4 ปีที่แล้ว +14

    অসাধারণ, ধন্যবাদ 🙏🙏🙏

  • @dolidas7130
    @dolidas7130 3 ปีที่แล้ว +2

    সুমন দাদা খুব সুন্দর ভিডিও।।।।।। মহিষাদল।। পূঃ মেদিনিপুর থেকে দেখছি।।।

  • @md.arifulislam5153
    @md.arifulislam5153 3 ปีที่แล้ว +5

    সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই দিশ্য গুলো দেখানো জন্য

  • @BANDHUMEDIA
    @BANDHUMEDIA 4 ปีที่แล้ว +12

    এগুলা বিশ্বাস করলে ইমান থাকবেনা আল্লাহ ছাড়া কেউ বাচাতে পারেনা

  • @dipusikder0000
    @dipusikder0000 2 ปีที่แล้ว +2

    বেহুলা নাটকটা আমি দেখেছি।ইতিহাসের সত্যি কাহিনী কেমন যেন গল্প মনে হয়।তবু ও খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

  • @lokhiranidas558
    @lokhiranidas558 3 ปีที่แล้ว +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জেনে শুনে সঠিক এবং সত্য তথ্য দিয়েছেন তার সাথে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পূজা কমিটির প্রধান কে আমাদের এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বা রাজা চন্দ্রোরবাড়িটিকে সংরক্ষণ করে একটি মন্দির স্থাপন করার জন্য

    • @mdsha784
      @mdsha784 2 ปีที่แล้ว

      ধুর সালা আমরা চাই বাংলাদেশে মন্দির কমে যাক, এখানে মসজিদ বানানো দরকার যাতে করে বেহুলা লখিন্দর যে কুকর্ম এখানে করেছে তার জন্য এ জায়গা পবিত্র হোক, 😂

  • @Sdnath24
    @Sdnath24 4 ปีที่แล้ว +21

    দাদা আপনার ধারাবাস্য খুব সুন্দর, এবং আপনি যা বলেছেন সঠিক জেনে বলছেন।

  • @kawsarmia-ei2oi
    @kawsarmia-ei2oi 5 หลายเดือนก่อน

    অসাধারণ একটি কাহিনী ধন্যবাদ আপনাকে ভাইয়া

  • @pappumohonto7393
    @pappumohonto7393 3 ปีที่แล้ว +7

    আমাদের প্রানের বগুড়া।

  • @rinkasactivity4442
    @rinkasactivity4442 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলি অসাধারণ। পাশাপাশি অনবদ্য বলার কায়দায় ইতিহাস যেনো জীবন্ত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে কত জানা-অজানা তথ্য। আমি আপনার ফ্যান।
    আপনার এই ভিডিও গুলি দেখেই আমি বর্ধমান নিয়ে ভিডিও বানানোর উৎসাহ পেয়েছি।
    আপনাকে আমি ভীষণ follow করি।
    ভালো থাকবেন। আর আরো অজানা ইতিহাস জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন।

  • @avoidscavenger7825
    @avoidscavenger7825 3 ปีที่แล้ว +4

    This historical site will be a popular attraction for visitor after Shunno's song.
    & Thanks to your video people will also get some idea before visiting this place. ♥

  • @nandinichakraborty5178
    @nandinichakraborty5178 4 ปีที่แล้ว

    Bah khub bhalo laglo, eto prachin sthan dekhabar jonnyo osesh dhonnyobad .

  • @rcntv8331
    @rcntv8331 4 ปีที่แล้ว +4

    ভাই অনেক ভাল লাগলো ভিডিও টি দেখে।

  • @bishnubiswas7220
    @bishnubiswas7220 3 ปีที่แล้ว +2

    কাহিনি খুব ভালো লাগলো দাদা

  • @romelm.rahman8942
    @romelm.rahman8942 4 ปีที่แล้ว +8

    তৎকালীন মানুষের জ্যামিতিক জ্ঞান সত্যিই অবাক করার মত . . .

  • @shrimantamurmu7778
    @shrimantamurmu7778 3 ปีที่แล้ว

    Kub sundor laglo Bangaladesh behula
    Shiv mandir...

  • @gmtajgmtaj5423
    @gmtajgmtaj5423 4 ปีที่แล้ว +1

    আমি মাটির নিচ থেকে বলছি খুব ভালো হইছে

  • @bedarulislam7513
    @bedarulislam7513 4 ปีที่แล้ว +9

    আমি নিজেও এটি দেখেছি, ভালো লেগেছে যদিও এর সঠিক ইতিহাসটা কাল্পনিক চরিত্রের সাথে মিশে আছে।

    • @shahadathossaindali9703
      @shahadathossaindali9703 4 ปีที่แล้ว

      এটা কোন জেলায়

    • @user-zh8br7bp4u
      @user-zh8br7bp4u 4 ปีที่แล้ว

      Nijer dadur babar babakeo tumi apni dekhen nai tabole se kalponik? ??

    • @যমদূত
      @যমদূত 2 ปีที่แล้ว +1

      কিংবদন্তি আর ইতিহাস এক জিনিস না, তবে কিংবদন্তির মধ্যে অনেক সময়ই ১০০% না হলেও কিছু না কিছু সত্যতা থাকতেই পারে। কিংবদন্তিকে সেভাবেই দেহতে হয়।

  • @rabinmajumder9795
    @rabinmajumder9795 4 ปีที่แล้ว +2

    সুমন ভাই আমি ভারতের কলকাতা থেকে ,আপনার ইতিহাসিক ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে। আপোনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @abulkhair224
    @abulkhair224 4 ปีที่แล้ว +14

    ভাই আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে এরকম ভিডিও আরো দেখতে চাই

    • @loakolh5593
      @loakolh5593 4 ปีที่แล้ว +1

      ভালো হয়েছে

  • @souravchar99
    @souravchar99 4 ปีที่แล้ว

    Dada apnar jonno banglar onek kichu Jana itihas gulo ke ekdm alada Kore chinte parchi....dhonnyobad

  • @theabhishekofficial
    @theabhishekofficial 3 ปีที่แล้ว +2

    Thank you sir for this information love from India Kolkata ❤️

  • @ABUBAKAR-zb4tn
    @ABUBAKAR-zb4tn 3 ปีที่แล้ว

    এই।রকম।নতুন।ভিডিও।দেওয়ার।জন্য।ধন্যবাদ।

  • @siddharthsaha5487
    @siddharthsaha5487 3 ปีที่แล้ว +7

    ভাই video এর background music টা একটু কমিয়ে দিয়েন... কথা বুঝা যায়না

  • @md.akassardar7431
    @md.akassardar7431 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখতে আমার বেশ ভালো লাগে। আপনার প্রায় বেশ কিছু ভিডিও দেখছি লাইক কমেন্ট করতে পারি নাই তাই এখন সব ভিডিও তে লাইক কমেন্ট করলাম। লাভ ইউ ভাইয়া

  • @tamilhossain1945
    @tamilhossain1945 4 ปีที่แล้ว +4

    সুমন ভাই আপনাকে ধন্যবাদ।

  • @meshtarua
    @meshtarua 4 ปีที่แล้ว +2

    এই ভিডিও টা দেখার ইচ্ছে ছিলো। দেখালাম।

  • @esam71
    @esam71 4 ปีที่แล้ว +5

    এই জায়গাগুলা কঠোরভাবে সংরক্ষণ করা দরকার।
    আমাদের শিক্ষার হার বাড়ানো দরকার যাতে জনগণ এগুলার গুরুত্ব বুঝে।

    • @sumonbala215
      @sumonbala215 8 หลายเดือนก่อน

      মাথায় যদি ধর্মীয় জ্ঞান প্রবেশ করে তখন আর সংরক্ষন নয়,ইতিহাস ধংসে পরিতন হয়।।।

  • @farukemdad2827
    @farukemdad2827 3 ปีที่แล้ว +2

    প্রামাণ্য চিত্রটি ভালো,
    তবে অডিওর চেয়ে
    মিউজিক বেশি লাউড।
    তাই ধারা বিবরণ শুনতে
    সমস্যা হচ্ছে।

  • @kingshukroy4779
    @kingshukroy4779 4 ปีที่แล้ว +12

    দারুণ দাদা। love from Kolkata❤❤👍👍

  • @LovetoTravelsouvik
    @LovetoTravelsouvik 4 ปีที่แล้ว +2

    অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আপনার জন্য from Vietnam

  • @mehtajhossainbd1203
    @mehtajhossainbd1203 4 ปีที่แล้ว +5

    আপনি বাংলাদেশের বিভিন্ন হিন্দু দের পরিত্যাক্ত ধর্মস্থান নিয়ে ভিডিও করেন তা খুব ভালো লাগে, নাহলে আমরা বাংলাদেশী মুসলিম রা তো ভুলেই গিয়েছি যে আমরা আসলে হিন্দু

    • @tuhinmazumder6624
      @tuhinmazumder6624 4 ปีที่แล้ว +1

      Kafer...

    • @siddiqui8953
      @siddiqui8953 4 ปีที่แล้ว

      Mata thik ase apnar 😂😂😂
      Apni name muslim kame onno kichu 😒

  • @AMClubBD
    @AMClubBD ปีที่แล้ว

    অসাধারণ, ধন্যবাদ ভাইয়া আপনাকে। 💚💚💚💚

  • @avoidniloy
    @avoidniloy 3 ปีที่แล้ว +5

    শুন্য ব্যান্ড 😍😍

  • @AbdurRahman-ku9tk
    @AbdurRahman-ku9tk 3 ปีที่แล้ว

    এইরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ

  • @shukdebgoswami7393
    @shukdebgoswami7393 3 ปีที่แล้ว +13

    ব্যাকগ্রাউন্ড মিউজিক টা বন্ধ করলে করুন

  • @anik1612
    @anik1612 3 ปีที่แล้ว

    খুবই সুন্দর উপস্থাপনা। খুবই ভালো লাগলো। আরো আরো ভিডিও চাই এইরকম । নমস্কার। 🙏

  • @MrsKOLEY
    @MrsKOLEY 4 ปีที่แล้ว +18

    Bhai background music ta ektu aste korle, shunte aro bhalo lagto

  • @opuhossain3754
    @opuhossain3754 3 ปีที่แล้ว +1

    শূন্য ব্যান্ড সত্যিই অসাধারণ একটি গান গেয়েছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী দেব নতুন রূপে তুলে ধরছে এক কথায় বলতে গেলে অসাধারণ খুব ভালো লাগছে এন্ডএই ভিডিও টা ও🥰🥰

  • @user-mn1qp9mh8c
    @user-mn1qp9mh8c 5 ปีที่แล้ว +6

    প্রতিবারের মত এবারও উপস্থাপনা টা খুব ভালো ।। ভালোবাসা ❤❤

    • @amarandukoley2803
      @amarandukoley2803 4 ปีที่แล้ว

      লোহার বাসর ঘর কোথায় গেল

  • @basantitutorial
    @basantitutorial 4 ปีที่แล้ว +1

    Khub Valo

  • @shathijui9658
    @shathijui9658 5 ปีที่แล้ว +5

    ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে অাছে এই জায়গা ঘিরে। মামা বাড়ি গেলেই সব ভাই বোন মিলে প্রায় প্রতিদিনই যেতাম।

    • @shyamapadabauri4926
      @shyamapadabauri4926 ปีที่แล้ว

      Address দিলে ভালো হয় যাইবার ইচ্ছে আছে।

    • @shathijui9658
      @shathijui9658 ปีที่แล้ว +1

      @@shyamapadabauri4926 বগুড়ার মেইন শহর থেকে উত্তরের দিকে প্রায় ১০কিলো গিয়ে গোকুল নামক স্থানে পৌঁছে লোকজনকে জিজ্ঞেস করলেই বলে দিবে।

    • @shyamapadabauri4926
      @shyamapadabauri4926 ปีที่แล้ว +1

      @@shathijui9658 Thanks. ভালো থাকুন।

  • @nayon3604
    @nayon3604 2 ปีที่แล้ว

    আমি অনেকবার ওখানে গেছি। কিন্তু তার পরও আপনার ভিডিও দেখতে ভালো লাগে।

  • @sandipmukherjee6725
    @sandipmukherjee6725 4 ปีที่แล้ว +5

    মনসা মঙ্গল কাব্যের সঙ্গে মিল কোথায়.
    সেখানে কসবা_চম্পাইনগরের কথা আছে সেখানে দামদর নদের একটি শাখা নদীর উল্লেখ আছে.

    • @skjasimuddin4821
      @skjasimuddin4821 4 ปีที่แล้ว

      বেহুলার আসল ঘটনা বধমানের কসবার।।

    • @pradipruidas3290
      @pradipruidas3290 3 ปีที่แล้ว

      একদম সত্যি

  • @mayapurdham100
    @mayapurdham100 2 ปีที่แล้ว

    aj odekha dekha hoye gelo
    thanks

  • @antormondolpriya8395
    @antormondolpriya8395 4 ปีที่แล้ว +1

    দাদা অসাধারণ এমন "আরও বিডিও দেখতেচাই♥♥♥

  • @rimonislam1633
    @rimonislam1633 3 ปีที่แล้ว +7

    আমাদের বগুড়া❤️❤️❤️❤️

  • @mathmcqpractice3374
    @mathmcqpractice3374 3 ปีที่แล้ว

    সুন্দর বলেছেন। আপনার মাধ্যমে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যে রেললাইন রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য বনবিভাগ ও রেলওয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি

  • @skjfilm7828
    @skjfilm7828 4 ปีที่แล้ว +4

    Nice.

  • @pradipjana817
    @pradipjana817 4 ปีที่แล้ว +1

    দাদা খুব ভালো লাগল

  • @mdmamunhossain4054
    @mdmamunhossain4054 4 ปีที่แล้ว +35

    ভাই আপনার মাদ্দোমে জানতে পারলাম ইতিহাস ভালোলেগে আপনাকে ধন্যবাদ

  • @tmmusic7214
    @tmmusic7214 3 ปีที่แล้ว +1

    Onek Fine Ekta Video
    Ar O Chai

  • @anandakalindi5295
    @anandakalindi5295 4 ปีที่แล้ว +5

    আমি ভারতের থেকে বলছি দাদা আপনার ভিডিও গুলো খুব সুন্দর লাগে।

  • @happycoupleblog9947
    @happycoupleblog9947 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    ভাইজান আপনার ভিডিও গুলো মাশাল্লাহ অনেক সুন্দর
    এতো ভালো উপস্থাপনা দেখে মুগ্ধ না হয়ে পারি না🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @bonybarman1381
    @bonybarman1381 4 ปีที่แล้ว +3

    Thanks Bhai.... From W.B.

  • @rupalidevi4297
    @rupalidevi4297 2 ปีที่แล้ว

    Very good God bless you 👌👍👍🌹💝🌻

  • @yasin914
    @yasin914 3 ปีที่แล้ว +4

    আসল ভালোবাসা ♥️

  • @tapatihaldar8123
    @tapatihaldar8123 4 ปีที่แล้ว +1

    ভাই তোমার সব কয়টি এপিসোড আমি দেখি এবং আমার খুব ভালো লাগে।নিউ দিল্লির থেকে।

  • @tawratyami8181
    @tawratyami8181 3 ปีที่แล้ว +4

    আমাদের বগুড়া 😍

  • @poltonpul979
    @poltonpul979 3 ปีที่แล้ว +1

    ভাই আমি মোহনগঞ্জ থেকে দেখছি খুব সুন্দর লাগলো

  • @neelahusain4866
    @neelahusain4866 5 ปีที่แล้ว +10

    আমাদের বগুড়ার ঐতিহ্য ❤

    • @selimkhan6370
      @selimkhan6370 4 ปีที่แล้ว

      Neela Husain হ ! দই’র মতো ; আবাল

    • @babyadrija4739
      @babyadrija4739 4 ปีที่แล้ว

      Neela didi...sotti apnara khub lucky..nijeder oitihyo ke dhore rakhun

    • @hridoykhanraj1449
      @hridoykhanraj1449 4 ปีที่แล้ว

      amaro bogra

  • @keyabhuiyan6538
    @keyabhuiyan6538 4 ปีที่แล้ว +1

    Sob e kalponik kahini...but taoo valo laglo

    • @user-zd6bd8lf6l
      @user-zd6bd8lf6l 4 ปีที่แล้ว

      Ke bolese kalponik...ata..sotti....sotti hoyesilo..

  • @khorshedalomkhokon7369
    @khorshedalomkhokon7369 4 ปีที่แล้ว +16

    বেহলার বাসর ঘরে অনেকগুলো কনডম দেখতে পাইছি এগুলোকে অাইনের অাওতায় অানা দরকার

  • @lakshmigoswami9719
    @lakshmigoswami9719 4 ปีที่แล้ว

    Video ti khub valo laglo. Dhannobad.

  • @LalSabujOne
    @LalSabujOne 4 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিন্তু আপনার ভক্ত।

  • @yousufsarkar6211
    @yousufsarkar6211 4 ปีที่แล้ว +2

    আপনার উপস্থাপনা প্রশংসার দাবি রাখে, যদি ব্যগরাউন্ডের সাউন্ডটা মৃদুস্বরে হতো, অত্যান্ত ভালো এবং সুন্দর লাগতো।

  • @user-qn7hg8eq1q
    @user-qn7hg8eq1q 4 ปีที่แล้ว +17

    ভাইআপ্নার ভিডিও গুলো জোস

    • @smfschannel8032
      @smfschannel8032 4 ปีที่แล้ว +1

      👍Sub 🔔done so nice video👍 stay connected👉🔔👈👌👌👍👍

    • @MdRajib-dr6os
      @MdRajib-dr6os 4 ปีที่แล้ว

      ধজগভঞ্জগবক

    • @nahidsarder8578
      @nahidsarder8578 4 ปีที่แล้ว

      Khanki chele. Bangladeshi Khanki chele

    • @hasansamy9794
      @hasansamy9794 3 ปีที่แล้ว

      @@smfschannel8032 yhdk

    • @maohabrubel5306
      @maohabrubel5306 3 ปีที่แล้ว

      অামার বাড়ির পাশে

  • @sheikh8198
    @sheikh8198 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনার সব ভিডিও আমি দেখি

  • @MDRobin-pt7fd
    @MDRobin-pt7fd 4 ปีที่แล้ว +25

    ভাই ব্যাগরাউনড সাউনট আরো কমিয়ে দিবেন

  • @anupsarkar4157
    @anupsarkar4157 4 ปีที่แล้ว +2

    জয় মা মনসাদেবীর জয় প্রনাম মা

  • @humayunkabirronytalukdar7151
    @humayunkabirronytalukdar7151 4 ปีที่แล้ว +5

    ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।

  • @anamulhaque5565
    @anamulhaque5565 4 ปีที่แล้ว +2

    আমার বাড়ির কাছে খুব সুন্দর হয়েছে

  • @Unknownvlog-w6n
    @Unknownvlog-w6n 4 ปีที่แล้ว +7

    ভাই কিছুই বুঝলাম না । এটা কি সত্য ঘটনা নাকি রূপকথার কাহিনী? যতদূর জানি এটা তো বৌদ্ধ মঠ ছিল।

    • @OnlineEnglishCoachingbymbsir
      @OnlineEnglishCoachingbymbsir 4 ปีที่แล้ว

      Ami to jani... Burdwan ee Ai kahini hai. Okhane giyechilam... Sekhane basar ghar amader dekhalo

  • @golamrabbani8755
    @golamrabbani8755 2 ปีที่แล้ว

    আমাদের মাঝে খুব সুন্দর একটা ঐতিহাসিক স্থান