‘মার্চ টু কাকরাইল’ কর্মসুচিকে ঘিরে রাজধানীতে তাবলীগ জামায়াতের সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 516

  • @mdsirajulislam9665
    @mdsirajulislam9665 12 ชั่วโมงที่ผ่านมา +124

    সাদ/ জুবায়ের, বাদ দিয়ে, একটাই আওয়াজ তুলো যে আমরা মুসলিম, এটাই হোক সবার আসোল পরিচয়। তাহলে শান্তি আসবে।

    • @checkingnasmaja01
      @checkingnasmaja01 11 ชั่วโมงที่ผ่านมา

      দারুল উলূম দেওবন্দ ও হক্বানী উলামায়ে কেরামের মতে, যে সমস্ত কারণে মাওলানা সাদ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না।
      কারণগুলি নিম্নরূপঃ
      ১. ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামায পড়লে তার নামায শুদ্ধ হবে না।
      ২. যেই উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন, তাঁরা উলামায়ে ছূ। বারবার কসম করে বলেন, তাঁরা হলেন উলামায়ে ছূ। এমন আলেমরা হল গাধা।
      ৩. মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা, প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। পেসাবদানী ছে পানি পিনা হাঁয়'।
      ৪. কুরআন শরীফ শিখিয়ে যাঁরা বেতন গ্রহণ করেন, তাঁদের বেতন বেস্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন, তাদের আগে বেস্যারা জান্নাতে প্রবেশ করবেন।
      ৫. মাদরাসা গুলোতে যাকাত না দেয়া হোক। মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। সারা আলমের মাদরাসা গুলো যাকাত নিয়ে হারাম কাজ করতেছে।
      ৬. রাসূল স. এর বাই'আতের পর কেবল তিন জনের বাই'আত পূর্ণতা পেয়েছে, আর সবার বাই'আত অপূর্ণ। তিনজন হলেন, (ক) শাহ ইসমাঈল শহীদ রহ. (খ) মাও. মুহা. ইলিয়াছ রহ. (গ) মাও. মুহা. ইউসূফ রহ.।
      ৭. মাও. সা'আদ বিভিন্ন ইজতিমায় একাধিকবার সুন্নাতকে তিন প্রকার বলে বয়ানে বলে থাকেন, ইবাদাতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার-আচরণের সুন্নাত।
      ৮. দাওয়াতের পথ নবীর পথ, তাছাউফের পথ নবীর পথ নয়।
      ৯. আযান হল-তাশকীল, নামায হল-তারগীব আর নামাযের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হল-তারতীব।
      ১০. রাসূল স. দাওয়াত ইলাল্লাহ'র কারণে ইশারের নামায দেরীতে পড়ছেন। অর্থাৎ নামাযের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি।
      ১১. হযরত ইউসূফ আ. 'উযকুরনী ইনদা রাব্বিক' বলে গাইরুল্লাহ'র দিকে নযর দেয়ার কারণে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে।
      ১২. হযরত মুসা আ. দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচলক্ষ সাতত্তর হাজার লোক মুরতাদ হয়েগেছেন।
      ১৩. হযরত যাকারিয়া আ. আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হল।
      ১৪. হযরত মূসা আ. থেকে এক বড় ভুল হয়েগেছে (এই ইবারতাটা হুবাহু মওদুদী সাহবের ইবারত)। এবং তিনি অপরাধ করে বসছেন। এই জন্য তিনি ক্বওমকে ছেড়ে আল্লাহর সান্বিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন।
      ১৫. আমাদের কাজের (তাবলিগী) সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াছ ও মাওলানা ইউসূফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোন কিতাব পড়বে না।
      ১৬. হযরত মূসা আ. কর্তৃক হযরত হারুন আ. কে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয় নি।
      ১৭. সকাল সকাল কুরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামায পড়ার একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কী অর্জন হয়? কিছুই হয় না।
      ১৮. এ-তাবলীগী কাজ, এছাড়া দীনের যত কাজ আছে-দীনি ইলম শিখানো, দীনি ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা; কোনটাই নবুওয়াতী কাজ না।
      ১৯. মাদরাসার শিক্ষকগণ মাদরাসায় খিদমাত করার কারণে দুনিয়াবী ধ্যান্দায় জড়িয়ে পড়ছে, এই জন্য তাদের দীনের মেহনতে সময় দেয়া দরকার।
      ২০. কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাকে জিজ্ঞাস করবেন, তা’লীমে বসছিলে কি না, গাস্ত করছিলে কি না?
      ২১. প্রত্যেক সাহাবী অপর সাহাবীর ‍বিরুদ্ধাচরণ করছেন।
      ২২. হিদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো, তাহলে নবী পাঠাতেন না।
      ২৩. আপনাদের কাছে সবচাইতে বড় গোনাহ চুরি-যেনা, এর চাইতে বড় গোনাহ হল, খুরুজ না হওয়া। তাই হযরত কা’ব ইবনে মালেকের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত কথা-বার্তা বন্ধ রাখা হয়।
      ২৪. কুরআন শরীফ বুঝে-শুনে তেলাওয়াত করা ওয়াজিব। না বোঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গোনাহ হবে। ইত্যাদি ইত্যাদি।

    • @MdShojol-oj3od
      @MdShojol-oj3od 9 ชั่วโมงที่ผ่านมา +1

      জুবায়ের পন্থী হক্কানী আলেম ওদেরকে কিভাবে বাদ দিবেন

    • @Nargishsultana-c7q
      @Nargishsultana-c7q 9 ชั่วโมงที่ผ่านมา +5

      ​@@MdShojol-oj3odসবাই দিনশেষে মুসলিম।আমরা সাদ আর যুবায়ের নিয়ে পড়ে আছি।আর ওইদিকে ফিলিস্তিনে মানুষ মরছে।

    • @shamolmamun8877
      @shamolmamun8877 9 ชั่วโมงที่ผ่านมา

      আপনি কিছু বিঝেন?​@@MdShojol-oj3od

    • @AbuHanif-dc7nt
      @AbuHanif-dc7nt 7 ชั่วโมงที่ผ่านมา +1

      আসুন আমরা সবাই মাদ্রাসা গুলো পুড়িয়ে দিয়ে তিন চিল্লাচিল্লির হুজুর হয়ে যাই

  • @MdsakoyatSakoyat-g5s
    @MdsakoyatSakoyat-g5s 12 ชั่วโมงที่ผ่านมา +38

    ইনশাআল্লাহ সত্যিটা সার্থক হয় ইসলামের জন্য জয় হয় ইনশাআল্লাহ সবাই মিলেমিশে চলে ভাই

    • @nazmulhazari5977
      @nazmulhazari5977 11 ชั่วโมงที่ผ่านมา

      মহানবী (সঃ) বলেছেন, “তোমরা কুরআন শিক্ষা কর এবং তার মাধ্যমে আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা কর তাদের পূর্বে, যার কুরআন শিক্ষা করে তার মাধ্যমে দুনিয়া যাচাই করবে। যেহেতু কুরআন তিন ব্যক্তি শিক্ষা করে, প্রথমতঃ সেই ব্যক্তি, যে তার দ্বারা বড়াই করবে। দ্বিতীয়তঃ সেই ব্যক্তি, যে তার দ্বারা উদরপূর্তি করবে এবং তৃতীয়তঃ সেই ব্যক্তি, যে কেবল আল্লাহর উদ্দেশ্যে তেলাঅত করবে।” (আবু উবাইদ, হাকেম, সিলসিলাহ সহিহাহ ২৫৮ নং)
      তিনি বলেন, “তোমরা কুরআন পাঠ কর এবং তার নির্দেশ পালন কর, তার ব্যাপারে অবজ্ঞা প্রদর্শন অ অতিরঞ্জন করো না এবং তার মাধ্যমে উদরপূর্তি ও ধনবৃদ্ধি করো না। (সহিহুল জামে ১১৬৮ নং)
      তিনি আর বলেন, “যে ব্যক্তি আখেরাতের কর্ম দুনিয়া লাভের উদেশ্যে করবে, তার জন্য আখেরাতের কোন ভাগ থাকবে না।” (আহমাদ )
      তিনি আরও বলেন, “ যে ব্যক্তি কোন এমন ইলম অন্বেষণ করে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করা হয়, যদি সে তা কেবল মাত্র পার্থিব সম্পদ লাভের উদ্দেশ্যেই অন্বেষণ করে তবে সে কিয়ামতের দিন জানাতের সুগন্ধও পাবে না।” (আবি দাউদ, আহমাদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান)

    • @checkingnasmaja01
      @checkingnasmaja01 11 ชั่วโมงที่ผ่านมา

      দারুল উলূম দেওবন্দ ও হক্বানী উলামায়ে কেরামের মতে, যে সমস্ত কারণে মাওলানা সাদ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না।
      কারণগুলি নিম্নরূপঃ
      ১. ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামায পড়লে তার নামায শুদ্ধ হবে না।
      ২. যেই উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন, তাঁরা উলামায়ে ছূ। বারবার কসম করে বলেন, তাঁরা হলেন উলামায়ে ছূ। এমন আলেমরা হল গাধা।
      ৩. মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা, প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। পেসাবদানী ছে পানি পিনা হাঁয়'।
      ৪. কুরআন শরীফ শিখিয়ে যাঁরা বেতন গ্রহণ করেন, তাঁদের বেতন বেস্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন, তাদের আগে বেস্যারা জান্নাতে প্রবেশ করবেন।
      ৫. মাদরাসা গুলোতে যাকাত না দেয়া হোক। মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। সারা আলমের মাদরাসা গুলো যাকাত নিয়ে হারাম কাজ করতেছে।
      ৬. রাসূল স. এর বাই'আতের পর কেবল তিন জনের বাই'আত পূর্ণতা পেয়েছে, আর সবার বাই'আত অপূর্ণ। তিনজন হলেন, (ক) শাহ ইসমাঈল শহীদ রহ. (খ) মাও. মুহা. ইলিয়াছ রহ. (গ) মাও. মুহা. ইউসূফ রহ.।
      ৭. মাও. সা'আদ বিভিন্ন ইজতিমায় একাধিকবার সুন্নাতকে তিন প্রকার বলে বয়ানে বলে থাকেন, ইবাদাতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার-আচরণের সুন্নাত।
      ৮. দাওয়াতের পথ নবীর পথ, তাছাউফের পথ নবীর পথ নয়।
      ৯. আযান হল-তাশকীল, নামায হল-তারগীব আর নামাযের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হল-তারতীব।
      ১০. রাসূল স. দাওয়াত ইলাল্লাহ'র কারণে ইশারের নামায দেরীতে পড়ছেন। অর্থাৎ নামাযের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি।
      ১১. হযরত ইউসূফ আ. 'উযকুরনী ইনদা রাব্বিক' বলে গাইরুল্লাহ'র দিকে নযর দেয়ার কারণে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে।
      ১২. হযরত মুসা আ. দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচলক্ষ সাতত্তর হাজার লোক মুরতাদ হয়েগেছেন।
      ১৩. হযরত যাকারিয়া আ. আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হল।
      ১৪. হযরত মূসা আ. থেকে এক বড় ভুল হয়েগেছে (এই ইবারতাটা হুবাহু মওদুদী সাহবের ইবারত)। এবং তিনি অপরাধ করে বসছেন। এই জন্য তিনি ক্বওমকে ছেড়ে আল্লাহর সান্বিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন।
      ১৫. আমাদের কাজের (তাবলিগী) সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াছ ও মাওলানা ইউসূফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোন কিতাব পড়বে না।
      ১৬. হযরত মূসা আ. কর্তৃক হযরত হারুন আ. কে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয় নি।
      ১৭. সকাল সকাল কুরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামায পড়ার একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কী অর্জন হয়? কিছুই হয় না।
      ১৮. এ-তাবলীগী কাজ, এছাড়া দীনের যত কাজ আছে-দীনি ইলম শিখানো, দীনি ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা; কোনটাই নবুওয়াতী কাজ না।
      ১৯. মাদরাসার শিক্ষকগণ মাদরাসায় খিদমাত করার কারণে দুনিয়াবী ধ্যান্দায় জড়িয়ে পড়ছে, এই জন্য তাদের দীনের মেহনতে সময় দেয়া দরকার।
      ২০. কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাকে জিজ্ঞাস করবেন, তা’লীমে বসছিলে কি না, গাস্ত করছিলে কি না?
      ২১. প্রত্যেক সাহাবী অপর সাহাবীর ‍বিরুদ্ধাচরণ করছেন।
      ২২. হিদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো, তাহলে নবী পাঠাতেন না।
      ২৩. আপনাদের কাছে সবচাইতে বড় গোনাহ চুরি-যেনা, এর চাইতে বড় গোনাহ হল, খুরুজ না হওয়া। তাই হযরত কা’ব ইবনে মালেকের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত কথা-বার্তা বন্ধ রাখা হয়।
      ২৪. কুরআন শরীফ বুঝে-শুনে তেলাওয়াত করা ওয়াজিব। না বোঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গোনাহ হবে। ইত্যাদি ইত্যাদি।

  • @Monerkarigar
    @Monerkarigar 12 ชั่วโมงที่ผ่านมา +52

    এতো পন্থি কেন 🤔 আমরা সবাই নবী পন্থি হতে চাই।।
    আল্লাহ সুবহানাতায়ালা সকলকে হেদায়েত দান করুক আমিন 🤲🤲

    • @checkingnasmaja01
      @checkingnasmaja01 11 ชั่วโมงที่ผ่านมา

      দারুল উলূম দেওবন্দ ও হক্বানী উলামায়ে কেরামের মতে, যে সমস্ত কারণে মাওলানা সাদ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না।
      কারণগুলি নিম্নরূপঃ
      ১. ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামায পড়লে তার নামায শুদ্ধ হবে না।
      ২. যেই উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন, তাঁরা উলামায়ে ছূ। বারবার কসম করে বলেন, তাঁরা হলেন উলামায়ে ছূ। এমন আলেমরা হল গাধা।
      ৩. মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা, প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। পেসাবদানী ছে পানি পিনা হাঁয়'।
      ৪. কুরআন শরীফ শিখিয়ে যাঁরা বেতন গ্রহণ করেন, তাঁদের বেতন বেস্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন, তাদের আগে বেস্যারা জান্নাতে প্রবেশ করবেন।
      ৫. মাদরাসা গুলোতে যাকাত না দেয়া হোক। মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। সারা আলমের মাদরাসা গুলো যাকাত নিয়ে হারাম কাজ করতেছে।
      ৬. রাসূল স. এর বাই'আতের পর কেবল তিন জনের বাই'আত পূর্ণতা পেয়েছে, আর সবার বাই'আত অপূর্ণ। তিনজন হলেন, (ক) শাহ ইসমাঈল শহীদ রহ. (খ) মাও. মুহা. ইলিয়াছ রহ. (গ) মাও. মুহা. ইউসূফ রহ.।
      ৭. মাও. সা'আদ বিভিন্ন ইজতিমায় একাধিকবার সুন্নাতকে তিন প্রকার বলে বয়ানে বলে থাকেন, ইবাদাতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার-আচরণের সুন্নাত।
      ৮. দাওয়াতের পথ নবীর পথ, তাছাউফের পথ নবীর পথ নয়।
      ৯. আযান হল-তাশকীল, নামায হল-তারগীব আর নামাযের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হল-তারতীব।
      ১০. রাসূল স. দাওয়াত ইলাল্লাহ'র কারণে ইশারের নামায দেরীতে পড়ছেন। অর্থাৎ নামাযের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি।
      ১১. হযরত ইউসূফ আ. 'উযকুরনী ইনদা রাব্বিক' বলে গাইরুল্লাহ'র দিকে নযর দেয়ার কারণে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে।
      ১২. হযরত মুসা আ. দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচলক্ষ সাতত্তর হাজার লোক মুরতাদ হয়েগেছেন।
      ১৩. হযরত যাকারিয়া আ. আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হল।
      ১৪. হযরত মূসা আ. থেকে এক বড় ভুল হয়েগেছে (এই ইবারতাটা হুবাহু মওদুদী সাহবের ইবারত)। এবং তিনি অপরাধ করে বসছেন। এই জন্য তিনি ক্বওমকে ছেড়ে আল্লাহর সান্বিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন।
      ১৫. আমাদের কাজের (তাবলিগী) সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াছ ও মাওলানা ইউসূফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোন কিতাব পড়বে না।
      ১৬. হযরত মূসা আ. কর্তৃক হযরত হারুন আ. কে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয় নি।
      ১৭. সকাল সকাল কুরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামায পড়ার একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কী অর্জন হয়? কিছুই হয় না।
      ১৮. এ-তাবলীগী কাজ, এছাড়া দীনের যত কাজ আছে-দীনি ইলম শিখানো, দীনি ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা; কোনটাই নবুওয়াতী কাজ না।
      ১৯. মাদরাসার শিক্ষকগণ মাদরাসায় খিদমাত করার কারণে দুনিয়াবী ধ্যান্দায় জড়িয়ে পড়ছে, এই জন্য তাদের দীনের মেহনতে সময় দেয়া দরকার।
      ২০. কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাকে জিজ্ঞাস করবেন, তা’লীমে বসছিলে কি না, গাস্ত করছিলে কি না?
      ২১. প্রত্যেক সাহাবী অপর সাহাবীর ‍বিরুদ্ধাচরণ করছেন।
      ২২. হিদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো, তাহলে নবী পাঠাতেন না।
      ২৩. আপনাদের কাছে সবচাইতে বড় গোনাহ চুরি-যেনা, এর চাইতে বড় গোনাহ হল, খুরুজ না হওয়া। তাই হযরত কা’ব ইবনে মালেকের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত কথা-বার্তা বন্ধ রাখা হয়।
      ২৪. কুরআন শরীফ বুঝে-শুনে তেলাওয়াত করা ওয়াজিব। না বোঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গোনাহ হবে। ইত্যাদি ইত্যাদি।

    • @shortsforlove786
      @shortsforlove786 11 ชั่วโมงที่ผ่านมา

      তরা সবাই জঙ্গিপন্থী 😂 মানুষ হ কাংলুদেশিরা। Advice from Great India.

    • @snihprovost
      @snihprovost 9 ชั่วโมงที่ผ่านมา

      এই জন্য দায়ী হেফাজতে ইসলাম, রাজনৈতিক উলামায়ে কেরাম, যারা নোট ভোটের বিনিময়ে, টাকার বিনিময়ে দিনের প্রচার কার্য করেন তারা।
      নবীওয়ালা আসল তাবলীগের মেহনত এর নোট ভোট টাকার কোন উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই নিজের হেদায়েত এবং সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে জাহান্নাম থেকে বেশি জান্নাতে যেতে পারে।
      কিন্তু বাধ্য হয়ে আজকে মারকাজ উদ্ধারের জন্য সারা বাংলাদেশ থেকে 5% এর মত তাবলীগের সাথে কাকরাইল মারকাজ এসে তাদের প্রাণের আবেগকে বুঝাতে চেয়েছে।
      এই মার্কাজ যদি রাজনৈতিক নোট ভোটের, টাকার বিনিময় ওয়াচ করনেওয়ালা ভাইরাল বক্তারা দখল করে নিতো, পরের দিনে সারা বাংলাদেশের সমস্ত মসজিদে আসল তাবলীগের মেহনত যারা 90 টাকার বিনিময়ে মেহনত করে না তাদেরকে মেহনত করতে দিত না

  • @MdsaifulIslam-b8g3v
    @MdsaifulIslam-b8g3v 12 ชั่วโมงที่ผ่านมา +24

    সাধারণ মানুষ এত বিভক্তি চায় না,,,
    আমাদের পরিচয় আমরা মুসলমান,,

    • @JamesBond-hm3bw
      @JamesBond-hm3bw 9 ชั่วโมงที่ผ่านมา

      কাদিয়ানীদের মেনে নিবেন, ওরাও মুসলিম?

  • @mdrahad6644
    @mdrahad6644 11 ชั่วโมงที่ผ่านมา +23

    আমি মাওলানা সাদ চিনিনা জুবায়ের কেউ চিনি না,
    তবে এতটুকু মনে করি যে বাংলাদেশের আলেমদের/মুরুব্বীদের অবজ্ঞা করা হচ্ছে একজন বাহিরের আলেম এনে।

    • @ShamimIslam-xb1tp
      @ShamimIslam-xb1tp 9 ชั่วโมงที่ผ่านมา +1

      তাবলীগ এর কাজ কোথা থেকে শুরু জানেন ভাই

    • @mdhabiburrahman1593
      @mdhabiburrahman1593 8 ชั่วโมงที่ผ่านมา

      আহাম্মক 😂

    • @discoverworld25
      @discoverworld25 8 ชั่วโมงที่ผ่านมา

      কথা বলেই মুর্খের পরিচয় দিলেন। তাবলীগের সাথে সম্পর্ক না থাকলে তাবলীগ নিয়া কথা বলেন কেন?

    • @aayathasan9271
      @aayathasan9271 8 ชั่วโมงที่ผ่านมา

      Vai duniar ek konai jodi ekjon musolman thake seo amader vai,bahirer kew na.ar saad sab to pora bisher ameer.musolman der sodo ek desh noy pora dunia.amader nabi(s:) ke kono wk deaher jonno pathan nai,pora bishser hedayet er jonno pathaichilen.ar ai nabi wala mehnot o pora duniar.apni ek desh niya pore achen.

  • @mdatikhowladar5484
    @mdatikhowladar5484 12 ชั่วโมงที่ผ่านมา +21

    আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীনের যন্য কবুল করুন ❤❤❤❤

  • @কামিয়াবীরশ্রেষ্ঠপথ
    @কামিয়াবীরশ্রেষ্ঠপথ 12 ชั่วโมงที่ผ่านมา +23

    সত্যকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ উভয় দলের মুরুব্বিদেরকে আল্লাহ তাআলা একসাথে বসে সমস্যা সমাধান করার জন্য তৌফিক দান করুন

  • @sadequrrahman1885
    @sadequrrahman1885 12 ชั่วโมงที่ผ่านมา +19

    মাওলানা জুবায়ের সাহেব ও আমাদের সকল পুরাতন সাথী ভাইদের প্রতি অনুরোধ আসুন আমরা সবাই আবার একত্রে আল্লাহর দীন কে বিশ্বের সব জায়গায় পৌঁছানোর কৌশিশ করি। আমরা একে অপরের ভাই আমরা আখেরাত এর জন্য নিজামুদ্দীন এর এতায়াত করে দাওয়াতের কাজ করি। আল্লাহ তায়ালা আমাদের এক করে দিন। আমিন।

    • @salauddinahmedsajid4196
      @salauddinahmedsajid4196 11 ชั่วโมงที่ผ่านมา

      Nijamuddin atatet ata ki bolen, towbar koren

    • @salauddinahmedsajid4196
      @salauddinahmedsajid4196 11 ชั่วโมงที่ผ่านมา

      Nijamuddin atatet ata ki bolen, towbar koren

    • @shahidullahbhuiyan8842
      @shahidullahbhuiyan8842 11 ชั่วโมงที่ผ่านมา

      নিজামুদ্দিনের এতাত কেন করতে হবে? সাদ সাহেবের এতাত কেন করতে হবে? মাওলানা যুবায়ের সাহেব কি বলেছেন ওনার এতাত করতে? কোরআন ও হাদিসের আলোকে পরামর্শ করে চললে কি অসুবিধা? সাদ সাহেব কি নবী নাকি( আস্তাগফিরুলাহ)? ওনাকে নিয়ে যেহেতু লোকমা দেওয়া হয়েছে তাহলে আপাতত ওনাকে ছাড়া একসাথে চলতে অসুবিধা কোথায়? নিজামুদ্দিন মার্কাজে কি অন্যদের ঢুকতে দেয়? দেয়না জানি। আল্লাহ সবাইকে সঠিক দ্বীন বুঝার তৌফিক দান করুন, আমিন।

    • @mdlutforrahman7541
      @mdlutforrahman7541 11 ชั่วโมงที่ผ่านมา +2

      সাদকে হকের পথে ফিরে আসতে হবে

    • @mdhabiburrahman1593
      @mdhabiburrahman1593 8 ชั่วโมงที่ผ่านมา

      ​@salauddiআহাম্মক😂nahmedsajid4196

  • @MdsakoyatSakoyat-g5s
    @MdsakoyatSakoyat-g5s 12 ชั่วโมงที่ผ่านมา +18

    আলহামদুলিল্লাহ সত্যের জয় হবে ইনশাআল্লাহ

  • @ShafiqHasan-y7z
    @ShafiqHasan-y7z 12 ชั่วโมงที่ผ่านมา +22

    আল্লাহু আকবার

  • @MirajMohmiraj
    @MirajMohmiraj 12 ชั่วโมงที่ผ่านมา +8

    ইবনে মাসউদ রাযি. বলেন-
    তোমাদের কেউ যেন দ্বীনের ক্ষেত্রে কারো অন্ধ অনুসরণ না করে; যদি সে ঈমান আনে তাহলে এ ব্যক্তিও ঈমান আনে। আবার সে যদি কাফের হয়ে যায়; তাহলে এ ব্যক্তিও কাফের হয়ে যায়। কেননা মন্দের ভেতরে কোনো রূপ আদর্শ নেই।-(ইলামুল মুআকিয়ীন: ২/১৭৬)

    • @Amygdala57-c8c
      @Amygdala57-c8c 12 ชั่วโมงที่ผ่านมา

      নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
      ‘‘অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে। ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল থাকবে, সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে। আর যার চাষাবাদের যমীন আছে, সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ হে আল্লাহর নবী! যার কোন কিছুই নেই সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ পাথর দিয়ে তার তলোয়ারকে ভোঁতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে।
      অতঃপর তিনি বলেনঃ হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ হে আল্লাহর রাসূল! কেউ যদি আমাকে জোর করে কোন দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই, তাহলে আমার অবস্থা কী হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ‘‘সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে’’

  • @anisurrahman9776
    @anisurrahman9776 12 ชั่วโมงที่ผ่านมา +12

    আমাদের দেশের আলেমদের মধ্যে বিরাট অহ্নংকার ও অসহিষনুতা পরিলক্ষিত হচ্ছে।উভয় গ্রুপের একই অবস্থা। এরা কেউ নিজের ভুল বিবেচনায় না নিয়ে অপরের দোষ অন্বেষনে ব্যস্ত থাকে।ইসলামের শিক্ষা ও আদর্শ থেকে এরা বহু দূরে অবস্থান করছে।

    • @ershadmiah2823
      @ershadmiah2823 12 ชั่วโมงที่ผ่านมา

      আলেমদের কারনে ইসলাম দংশ হচ্ছে

  • @JannatiIslam-z1p
    @JannatiIslam-z1p 12 ชั่วโมงที่ผ่านมา +7

    "যোবায়ের পন্থী" বলে কেহ দাবি করেছে?
    না করে থাকলে নিজেদের থেকে কেন বারবার "যোবায়ের পন্থী" বলছেন।

  • @Sahabaagro
    @Sahabaagro 12 ชั่วโมงที่ผ่านมา +9

    আমরা মুসলিম এটা ভুলে গেছি মুসলমান ভাই ভাই এটা ভুলে গেছে।।

    • @Ms.SaifulIslam-qg5lp
      @Ms.SaifulIslam-qg5lp 11 ชั่วโมงที่ผ่านมา

      ইসলামে ৭২ টি তরিকা !
      তাই যারা সাধারন মুসলিম এত কিছু বুঝে না বা বুঝতেও চায় না তাদের এটা কথা হতে পারে ! কিন্তু যারা ইসলামকে একটু হলেও জানে বা জানার চেষ্টা করে তবে তাদের কাছে তরিকার গুরুত্ব আছে !!

  • @MdLiton-ng4de
    @MdLiton-ng4de 12 ชั่วโมงที่ผ่านมา +4

    সবাই এক হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।। কারন সবাই মুসলিম

  • @abulkalamazad16
    @abulkalamazad16 12 ชั่วโมงที่ผ่านมา +15

    ATN নিউজকে ধন্যবাদ

  • @islamicalomedia7294
    @islamicalomedia7294 12 ชั่วโมงที่ผ่านมา +8

    এরা জুম্মার নামাজের সময় ওলামাদের পিছনে পড়বে, অথচ ওলামাদের বিরুদ্ধে যায়।

    • @mahbubengineer5859
      @mahbubengineer5859 11 ชั่วโมงที่ผ่านมา +1

      ষে ওবামার পিছনে পড়বেন তারাও ত সাদ পন্থী।

    • @saibidurrahman8239
      @saibidurrahman8239 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@mahbubengineer5859 সাদপন্থীদের সাথে আলেম আছে লাখে একজন 😊😊।

    • @Dosomething85
      @Dosomething85 9 ชั่วโมงที่ผ่านมา

      @@saibidurrahman8239 tui ekta pagol

    • @mahbubengineer5859
      @mahbubengineer5859 4 ชั่วโมงที่ผ่านมา

      @@saibidurrahman8239 যারা আছেন তাঁরা সুবিধাবাদী না, তারা মনে হয় হক।

  • @FazlKarimMd
    @FazlKarimMd 10 ชั่วโมงที่ผ่านมา +2

    ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি উভয় গ্রুপ এক হয়ে যাবে

  • @rayanpigeonsvlog8520
    @rayanpigeonsvlog8520 12 ชั่วโมงที่ผ่านมา +19

    ভয়াবহ সংঘাত, রক্তপাত এর আশঙ্কা করছি, সেনবাহিনীকে এখনই পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি।

    • @Monerkarigar
      @Monerkarigar 12 ชั่วโมงที่ผ่านมา +1

      সহমত

    • @Amygdala57-c8c
      @Amygdala57-c8c 12 ชั่วโมงที่ผ่านมา

      নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
      ‘‘অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে। ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল থাকবে, সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে। আর যার চাষাবাদের যমীন আছে, সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ হে আল্লাহর নবী! যার কোন কিছুই নেই সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ পাথর দিয়ে তার তলোয়ারকে ভোঁতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে।
      অতঃপর তিনি বলেনঃ হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ হে আল্লাহর রাসূল! কেউ যদি আমাকে জোর করে কোন দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই, তাহলে আমার অবস্থা কী হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ‘‘সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে’’

    • @abulkalamazad16
      @abulkalamazad16 12 ชั่วโมงที่ผ่านมา

      হুম,যুবায়ের পন্থিদের ও হেফাজত কে সন্ত্রাসী বলে ভয় করছি

    • @AshokMukherjee-q2i
      @AshokMukherjee-q2i 11 ชั่วโมงที่ผ่านมา

      তোরা পিকনিক করতে গিয়ে মারামারি করবি আর দোষ দিবি আল্লাহ তাবেনা, নারী ভোগির দল

  • @jubayerhossain7914
    @jubayerhossain7914 12 ชั่วโมงที่ผ่านมา +3

    আর,রক্ত চাই না,আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করুন

  • @ZahidulIslam-vq4vr
    @ZahidulIslam-vq4vr 12 ชั่วโมงที่ผ่านมา +5

    এদের দেখলে ভয়ংকর মনে হয়

  • @mamunuzzaman2284
    @mamunuzzaman2284 11 ชั่วโมงที่ผ่านมา +1

    কোন গ্রুপ না, সকল মুসলমানদের মধ্যে ঐক্য চাই। অনাকাঙ্ক্ষিত কিছু হলে ইসলামের বদনাম হবে।

  • @mdsakerul770
    @mdsakerul770 12 ชั่วโมงที่ผ่านมา +2

    আলহামদুলিল্লাহ, নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত আমার পরামর্শ হলো সকল ছোট্ট রাজনৈতিক দল থেকে ১ জন করে ও বিএনপি থেকে ৫ জন এবং জামায়াতে ইসলাম থেকে ২ জন ও হেফাজত থেকে ১ জন এবং অন্য সুশীল সমাজ থেকে ৩/৫ জন নিয়ে ২০/২৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদের প্রস্তাব করছি, এর ফলে ভবিষ্যতে কেউ একক ভাবে ছাত্র জনতা কে দোষারোপ বা গালি দিতে পারবে না, এবং ভবিষ্যতে সময়ের প্রয়েজনে আবার ও ছাত্র আন্দোলন হলে মানুষ তাদেরকে অবিশ্বাস করবে না, তবে একটা বিশেষ শর্ত যে আজ যে সকল রাজনৈতিক নেতৃত্ব উপদেষ্টা হবে তারা আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না,
    অন্যথায় এই বিপ্লব সরকার কোন ভাবে বিফল হলে তখন এর যাবতীয় দায়ভার আমদেরকেই বইতে হবে, ফলাফল চরম বিশৃঙ্খল একটি বাংলাদেশ দেখতে হবে। যেখানে রাহাজানি, খুন, ধর্ষন, বর্বরতা দুর্ভিক্ষ, অনাহার, অপুষ্টি সব কিছুই নিজের চোখের সামনে দেখতে হবে, সুতরাং আগামী প্রজন্ম কে বাঁচাতে এইটুকু সিদ্ধান্ত নিন, তাতে দেশ ও জনগণ ২টায় রক্ষা পাবে। ইনশাআল্লাহ।

  • @BlakRahi
    @BlakRahi 12 ชั่วโมงที่ผ่านมา +7

    সব জায়গায় কামড়াকামড়ি হায় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক

    • @Monerkarigar
      @Monerkarigar 12 ชั่วโมงที่ผ่านมา +1

      আমিন

  • @abdulkader922
    @abdulkader922 12 ชั่วโมงที่ผ่านมา +5

    সবাইকে এক হয়ে কাজ করতে হবে

  • @mdkunal6723
    @mdkunal6723 11 ชั่วโมงที่ผ่านมา +6

    দুই পক্ষকে নিষিদ্ধ করা হোক। শান্তির জন্য।

  • @TishaToni83
    @TishaToni83 12 ชั่วโมงที่ผ่านมา +15

    আল্লাহ সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুন 😘

    • @Abdullah-f1b8r
      @Abdullah-f1b8r 12 ชั่วโมงที่ผ่านมา

      Right

    • @AshokMukherjee-q2i
      @AshokMukherjee-q2i 11 ชั่วโมงที่ผ่านมา

      তোরা পিকনিক করতে গিয়ে মারামারি করবি আর দোষ দিবি আল্লাহ তাবেনা, নারী ভোগির দল

  • @mdabuhasan9020
    @mdabuhasan9020 9 ชั่วโมงที่ผ่านมา

    সাংবাদিক ভাইকে আল্লাহ তাআলা জাজা খায়ের দান করুন সঠিক বিষয়টা দেশ ও জাতির সামনে তুলে ধরার জন্য।

  • @BodjaMal
    @BodjaMal 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Alhamdulilelha

  • @muhammadkalam2251
    @muhammadkalam2251 12 ชั่วโมงที่ผ่านมา +8

    জাযাকাল্লাহ

  • @rubayahok
    @rubayahok 10 ชั่วโมงที่ผ่านมา +2

    কোন ব্যক্তিকে নয় আমরা সবাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি

  • @হারাবোবলেএসেছি
    @হারাবোবলেএসেছি 12 ชั่วโมงที่ผ่านมา +2

    কারো ধৈর্য্য নাই,, এরাই মানুষ দের ধৈর্যের উপদেশ দেয়

  • @MdArif-fd1ol
    @MdArif-fd1ol 9 ชั่วโมงที่ผ่านมา +1

    যারা আল্লাহর দ্বীনের প্রশ্নে এক হতে পারে নাই তাঁরা আবার কিসের আলেম। সমাজের প্রতিটা মানুষ আজ মানসিক রোগী আলেম থেকে শুরু করে বাবা খোর পযর্ন্ত।

  • @Lol-zg2uj
    @Lol-zg2uj 9 ชั่วโมงที่ผ่านมา

    বিভিন্ন ধর্মের মানুষ এদেশে মিলেমিশে বসবাস করছে। ভিন্ন আদর্শ থাকলেও ঐক্যের ব্যাপারে আমরা মুসলিম ভাইভাই। এখানে সবার এক হয়ে দেশের কল্যাণে কাজ করা উচিত। তাহলে এদেশে শক্তিশালীভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

  • @ProjuktiBistar
    @ProjuktiBistar 12 ชั่วโมงที่ผ่านมา +1

    এই দুই গ্রুপকে ডঃ জাকির নায়েকের স্কুলে ভর্তি হলে হয়তো সঠিক ইসলাম শিখতে পারবে।

  • @burhansarkar8893
    @burhansarkar8893 9 ชั่วโมงที่ผ่านมา

    আমাদের পরিচয় একটাই আমরা মুসলমান।
    তবে আমাদের আলেম ওলামাদের সম্মান দিতে হবে❤

  • @AlaminHossain-fg8gs
    @AlaminHossain-fg8gs 9 ชั่วโมงที่ผ่านมา

    বাংলাদেশের মানুষ সকল আলেমদের কে এক টেবিলে দেখতে চায়। আমরা সবাই মুসলিম আমরা সবাই ভাই, জুবায়ের- বলেন আর সাদ যাই বলেন দাঁড়ি তো সবার আছে নামায তো সবাই পড়ি তাহলে এত ভাগাভাগি কেন?

  • @nahidalam6699
    @nahidalam6699 11 ชั่วโมงที่ผ่านมา +2

    কি আশ্চর্য। এরা নাকি মুসলমান দাবি করে

  • @MuhammadAbdullah-pw5kv
    @MuhammadAbdullah-pw5kv 12 ชั่วโมงที่ผ่านมา +5

    অধিকাংশ আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে

  • @MdIsmail-uc9jk
    @MdIsmail-uc9jk 11 ชั่วโมงที่ผ่านมา

    ভাই একটু মসজিদের ভিতরে যদি ভিডিও কইরা দেখাইতেন তাহলে একটু ভালো হইতো।

  • @surjoChakma-g5z
    @surjoChakma-g5z 12 ชั่วโมงที่ผ่านมา +1

    এভাবে দলাদলি না করে সবাই একসাথে ইসলাম প্রচার করুন। আপনাদের এই দলাদলির জন্য আজ সবাই ইসলাম কে নিয়ে কটাক্ষ করছে। আল্লাহ কে ভয় করুন দুনিয়ায় এই দলাদলি থেকে বিরত থাকুন আমার রাসুলুল্লাহ সাঃ এর দেখানো পথে হাঁটুন

  • @mdmobarokhossain3393
    @mdmobarokhossain3393 11 ชั่วโมงที่ผ่านมา +1

    সাদিয়ানিলীগ

  • @mnayem2226
    @mnayem2226 12 ชั่วโมงที่ผ่านมา +1

    কাকরাইল মসজিদের ইতিহাসে সবচেয়ে বড়ো জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ,

  • @ইসলামিকপ্রেরণা-ফ৩শ
    @ইসলামিকপ্রেরণা-ফ৩শ 11 ชั่วโมงที่ผ่านมา

    { وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ }
    [Surah Al-Ḥashr: 10]
    Abu Bakr Zakaria:
    আর যারা তাদের পরে এসেছে, তারা বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! নিশ্চয় আপনি দয়ার্দ্র, পরম দয়ালু।’

  • @jahangirhossain9725
    @jahangirhossain9725 4 ชั่วโมงที่ผ่านมา

    একটি কথা কেন বলছেন না ? যে আজ সাদ পন্থীদের জোড় এসতেমা এবং আজ থেকে ১৫ দিন তারা কাকরাইল মারকাজে অবস্থান করবেন। পরবর্তী ১৫ দিন আবার জোবায়ের পন্থীরা কাকরাইল মারকাজে অবস্থান করবেন। এটা পূর্ব নির্ধারিত রুটিন।

  • @AbuBkkr-w6s
    @AbuBkkr-w6s 12 ชั่วโมงที่ผ่านมา +3

    আজ থেকে তিন দিন আগে ফয়সালা হয়ে গেছে আগে যেভাবে চলছিল ওই ভাবেই চলবে আর প্রথম এস্তেমা ওলামায়ে কেরামদের মাধ্যমে হবে হিসেবেই তিন দিন আগের ফয়সালা অনুযায়ী ফয়সালা হয়েছে।নতুন নাটকের কোন অবকাশ নেই।

    • @msabujdnj7551
      @msabujdnj7551 12 ชั่วโมงที่ผ่านมา

      Right.
      মিডিয়া কেন এমন নিউজ করছে বোঝা মুসকিল।

  • @shahin80
    @shahin80 11 ชั่วโมงที่ผ่านมา

    😊 আমাদেরকে হতে হবে আল্লাহ ও আল্লাহর রাসূলের পন্থী। যার কাছ থেকে আমরা কোরআন হাদিসের সঠিক কথা আলোচনা ও পথ পাবো তার সাথে আমরা আছি

  • @Shohannur-tb7vh
    @Shohannur-tb7vh 12 ชั่วโมงที่ผ่านมา +3

    খবর পাঠককে বলতে চাই ধর্ম উপদেষ্টার অনুরোধে হকপন্থী আলেম-ওলামারা সরে গেছে

    • @SakilMahmud-f8b
      @SakilMahmud-f8b 12 ชั่วโมงที่ผ่านมา

      Asen na kno.kela hobe

    • @tamimeikbal2049
      @tamimeikbal2049 12 ชั่วโมงที่ผ่านมา

      লেজ গুজিয়ে চলে গেছে, আল্লাহ না করুন, যদি থাকতো কত তেল ছিলো, তাদের তা বের করা হতো।

    • @abdulmomen5236
      @abdulmomen5236 12 ชั่วโมงที่ผ่านมา +1

      তুই হেফাজতের সন্ত্রাসী ঘরে বসে থাক

    • @AbdurRahim-mo9nl
      @AbdurRahim-mo9nl 11 ชั่วโมงที่ผ่านมา

      তুমি কে মিয়া সাব, মারামারি লেগে গেলে কতক্ষন টিকবে।​@@SakilMahmud-f8b

  • @সাধারণজ্ঞানটুয়েন্টি
    @সাধারণজ্ঞানটুয়েন্টি 12 ชั่วโมงที่ผ่านมา +4

    এই বছর নিষিদ্ধ করা হোক। যদি তারা দুই দল এক হয় তাহলে সামনে বছর পালন করবে আর যদি এক না হতে পারে তাহলে নিষেধাজ্ঞা জারি রাখতে হবে।

  • @MojahidChowdhury
    @MojahidChowdhury 12 ชั่วโมงที่ผ่านมา +2

    মাশা-আল্লাহ

  • @hgmdabusaid8209
    @hgmdabusaid8209 9 ชั่วโมงที่ผ่านมา

    ব্যক্তি পূজা থেকে আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন

  • @mdatikhowladar5484
    @mdatikhowladar5484 12 ชั่วโมงที่ผ่านมา +6

    আলহামদুলিল্লাহ ❤❤

    • @ershadmiah2823
      @ershadmiah2823 12 ชั่วโมงที่ผ่านมา

      আলেমদের কারনে ইসলাম দংশ হচ্ছে

  • @mdmosharaf1015
    @mdmosharaf1015 8 ชั่วโมงที่ผ่านมา

    ইসলাম ধর্ম শান্তির ধর্ম এ ধর্মকে নিয়ে যারা বিশৃঙ্খলা করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত কর

  • @worldvisiontv9249
    @worldvisiontv9249 8 ชั่วโมงที่ผ่านมา

    শান্তিপূর্ণ সব কিছুই সুন্দর, তাবলিগ হোক রাজনৈতিক মুক্ত, হেফাজত মুক্ত

    • @HamidurRahman-o1c
      @HamidurRahman-o1c 8 ชั่วโมงที่ผ่านมา +1

      জারজ সন্তান মুক্ত।

  • @jubayerahmed1807
    @jubayerahmed1807 11 ชั่วโมงที่ผ่านมา

    এই অবস্থা যতই বাড়বে ইসলামের সুন্দর নস্যাৎ হবে ❤❤

  • @SelimReza-up9us
    @SelimReza-up9us 11 ชั่วโมงที่ผ่านมา

    কার জন্য এই রাস্তায় অবস্থান??? আল্লাহ বা নবীর জন্য যদি না হয়, নিশ্চয় হিসাবের সম্মুখীন হতে হবে।

  • @alaminmiya3592
    @alaminmiya3592 12 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤️❤️❤️

  • @Well_wisher99
    @Well_wisher99 9 ชั่วโมงที่ผ่านมา

    বাতেল বিতাড়িত আলহামদুলিল্লাহ

  • @Ana_mushafir_l4k
    @Ana_mushafir_l4k 12 ชั่วโมงที่ผ่านมา +2

    মাশাআল্লাহ

  • @noorulislam4838
    @noorulislam4838 12 ชั่วโมงที่ผ่านมา +1

    এস্তেমা চির তরে বন্ধ করা হোক জাতি চায়না এস্তেমা

  • @MdSohel-gi9hh
    @MdSohel-gi9hh 9 ชั่วโมงที่ผ่านมา

    কাকরাইল মসজিদ থেকে মাওলানা জুবায়ের সাহেবের সঙ্গীরা কই গেল

  • @FM-hm4il
    @FM-hm4il 12 ชั่วโมงที่ผ่านมา +1

    হিংসা প্রতিহিংসা ইসলাম সমর্থন করে না।

  • @aryanahmedfb1
    @aryanahmedfb1 7 ชั่วโมงที่ผ่านมา

    ব্যক্তিপূজারী ছেড়ে নিজে যতটুকু বোঝো ততটুকু আমল কর। এবং ভালো আলেম ওলামার কাছে যাও

  • @MDSayem-b5g
    @MDSayem-b5g 11 ชั่วโมงที่ผ่านมา

    ইনশাআল্লাহ বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবকে বিশ্ব ইজতেমায় দেখতে চাই

  • @nishanahmed7409
    @nishanahmed7409 9 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah ❤❤❤

  • @MuktaAktar-re4er
    @MuktaAktar-re4er 9 ชั่วโมงที่ผ่านมา

    সারা পিথিবি নিজামুদ্দিন সাদ সাহেব আসবেই ইনশাআল্লাহ সাদ হক

  • @AbuAyubAnsary-r2w
    @AbuAyubAnsary-r2w 8 ชั่วโมงที่ผ่านมา

    মনে হচ্ছে ঈদের আনন্দ যেতে পারলাম না ভাই খুবই খারাপ লাগতেছে

  • @MDIQBAL-rr1du
    @MDIQBAL-rr1du 12 ชั่วโมงที่ผ่านมา

    হে আল্লাহ, সব মুসলমানদের এক হওয়ার তাওফিক দান করেন। আমিন,,

  • @Asdblog1919
    @Asdblog1919 11 ชั่วโมงที่ผ่านมา

    কোন পন্থী থাকবে না৷ সব বন্ধ যতক্ষণ না তারা মীমাংসা করে।🇧🇩🇧🇩

  • @tasnovaislam7999
    @tasnovaislam7999 12 ชั่วโมงที่ผ่านมา

    এগুলো বন্ধ করে দেওয়া হোক। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই।

  • @SaifulSaiful-m3n
    @SaifulSaiful-m3n 10 ชั่วโมงที่ผ่านมา

    আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ

  • @fiazhasan5335
    @fiazhasan5335 12 ชั่วโมงที่ผ่านมา +2

    এমনিতেই দেশের অবস্থা ভালো না তার উপর যত নাটক

    • @Monerkarigar
      @Monerkarigar 12 ชั่วโมงที่ผ่านมา

      আমিও এটাই ভাবতাছি

  • @md.yasinsheikh5991
    @md.yasinsheikh5991 10 ชั่วโมงที่ผ่านมา

    উনারা সাধারণ মানুষকে কিভাবে বোঝায়। নিজেদের মধ্যেই তো বুঝ নেই

  • @mdasraful858
    @mdasraful858 11 ชั่วโมงที่ผ่านมา

    সবাইকে বলছি আমি আপনার দল পক্ষ নানি আওয়াজ তুলুন আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহর পক্ষে আছি আল্লাহ মহান

  • @mdabdullha3828
    @mdabdullha3828 11 ชั่วโมงที่ผ่านมา

    আল্লাহ আরও কত কিছু দেখবো এই দেশে

  • @mdjames8562
    @mdjames8562 7 ชั่วโมงที่ผ่านมา

    আলহামদুলিল্লাহ আমিন

  • @mohammadjayed86
    @mohammadjayed86 12 ชั่วโมงที่ผ่านมา +1

    অল্প সময়ের কারণে আমরা অনেকেই চট্টগ্রাম থেকে যেতে পারেনি আমাদের দুর্ভাগ্য

    • @ershadmiah2823
      @ershadmiah2823 12 ชั่วโมงที่ผ่านมา

      আলেমদের কারনে ইসলাম দংশ হচ্ছে

  • @mdshafiqulislam9131
    @mdshafiqulislam9131 12 ชั่วโมงที่ผ่านมา +1

    আল্লাহ বিভাদকারীদের কে হেদায়েত দান কর

  • @MdAshik-d3q
    @MdAshik-d3q 10 ชั่วโมงที่ผ่านมา +1

    চলবে আন্দোলন গড়ে তুলো

  • @raihanahamed6910
    @raihanahamed6910 9 ชั่วโมงที่ผ่านมา

    আল্লাহ, সবাই তো মুসলিম, এখানে আবার কিসের সাদ আর কিসের জুবায়ের😢😢😢

  • @AhmedNur-wg9fx
    @AhmedNur-wg9fx 8 ชั่วโมงที่ผ่านมา

    এগুলো হচ্ছে ভন্ডামি ছাড়া আর কিছুই না কিসের স্বাদ পন্থী আর কিসের জোবায়ের পন্থী পন্থী হতে হবে রাসুল পন্থি

  • @FgG-g6o
    @FgG-g6o 12 ชั่วโมงที่ผ่านมา +4

    নিষিদ্ধ করে দিলে ভালো

  • @mdmizankhan6375
    @mdmizankhan6375 8 ชั่วโมงที่ผ่านมา

    মাওলা সাদ সাহেব বিশ্ব আমির তাকে বাংলাদেশে চাই

  • @mohammadakborhossian2807
    @mohammadakborhossian2807 12 ชั่วโมงที่ผ่านมา

    এই সময় প্রয়েজন আছে মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্ব।

  • @Kazibashiruddin-y1o
    @Kazibashiruddin-y1o 11 ชั่วโมงที่ผ่านมา

    কোথায় গেছে হেফাজত, আসো আসো এবার,

  • @MdFerdousAlom-q1w
    @MdFerdousAlom-q1w 12 ชั่วโมงที่ผ่านมา +2

    আমিন

  • @Md.kamrulKabir-zk8tl
    @Md.kamrulKabir-zk8tl 9 ชั่วโมงที่ผ่านมา

    বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল যাদের নেতা নিয়ে কখনো এইভাবে দ্বন্দ্ব হয় না এবং দীর্ঘদিন দুই পক্ষ নিয়ে কখনোই আন্দোলন বা মারামারি সংঘাত হয়নি তাই আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী হক তাই সবাই জামাতে ইসলামী ছায়াতলে আসা উচিত

    • @shahidmazumder2625
      @shahidmazumder2625 7 ชั่วโมงที่ผ่านมา

      siffiner zuddho keno hoyechilo? zekhanei hok thakbe sekhane batil akromon korbe. khati jiniseroi sobsomi bejal ber hoi. asa kori bishoita bujechen.

  • @kawsarahmad7505
    @kawsarahmad7505 9 ชั่วโมงที่ผ่านมา

    আলহামদুলিললাহ❤❤❤

  • @Reality7686
    @Reality7686 9 ชั่วโมงที่ผ่านมา

    আমরা অনেকেই আসতে পারিনি

  • @mufarriz
    @mufarriz 11 ชั่วโมงที่ผ่านมา

    এখানেও ঝামেলা পাকাচ্ছে দিল্লির লোক। ওদের ছাড়েন রে ভাই

  • @marufakhatun8718
    @marufakhatun8718 11 ชั่วโมงที่ผ่านมา

    দুটো কেই বাদ দেওয়া উচিত

  • @abdullahalshawon5388
    @abdullahalshawon5388 12 ชั่วโมงที่ผ่านมา +2

    তামাশার একটা সীমা থাকা দরকার

    • @BTFBLACK444
      @BTFBLACK444 12 ชั่วโมงที่ผ่านมา

      তরা তামাশা করস

  • @hironhossain4289
    @hironhossain4289 10 ชั่วโมงที่ผ่านมา

    আল্লাহ উভয় পক্ষকে হেদায়েত দান করুন

  • @MdIbrahim-v6d6x
    @MdIbrahim-v6d6x 12 ชั่วโมงที่ผ่านมา

    সাংবাদিক ভাই সংবাদ প্রচার করেন তো সুন্দর করে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম প্রচেষ্টা সমঝোতা করল এটা বলবেন না

  • @suzaulislam9263
    @suzaulislam9263 12 ชั่วโมงที่ผ่านมา

    সমঝোতা করতে পারে না এরা?আল্লাহ এদের সঠিক বুঝ দান করুন।

  • @ShamsuUddin-dj5qt
    @ShamsuUddin-dj5qt 11 ชั่วโมงที่ผ่านมา

    আল্লাহ সকল মুসলমানকে এক করে দেন

  • @MdYousup-j7q
    @MdYousup-j7q 11 ชั่วโมงที่ผ่านมา

    সাত পন্থীদেরকে জাগা দেওয়া হবে না

  • @authenticmedia9617
    @authenticmedia9617 10 ชั่วโมงที่ผ่านมา

    মারহাবা 😅😅😅

  • @AbukawsarRahi-y5u
    @AbukawsarRahi-y5u 12 ชั่วโมงที่ผ่านมา

    আমল করা থেকে এখন মানুষ দলাদলি করা পছন্দ করে বেশি 🫵

  • @MizanurRahman-h5d
    @MizanurRahman-h5d 12 ชั่วโมงที่ผ่านมา +2

    জুবায়ের পন্থী মুর্দাবাদ 😈, সাদ পন্থী জিন্দাবাদ ❤❤❤