আপনাদের maximum video আমি দেখেছি,,, আপনার রোড ট্রিপ গুলো অসাধারণ,,, আমারও ইচ্ছা করে long trip করতে, কিন্তু সাহস পাইনা। তার কারণ আমার পুরোনো wagnor আছে,, গাড়ির condition ভালোই আছে, কিন্ত long trip এ বেরিয়ে যদি কোনো mechanical problem এ পরি, সেইজন্য আর সাহস পাইনা,,, তবে গাড়ি নিয়ে আমি নবদ্বীপ আর ডায়মন্ড হারবার গেছিলাম,,, এর থেকে আর দূরে যাওয়ার সাহস পাইনা। তবে আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে।।। 🙏🙏🙏
You did the right thing by complaining to IOC. At least for sometimes they ll stop this practice. It's always better to show all aspects of the tour. It ll help viewers to prepare themselves. Bad good everything sud be part of your video. Don't ignore negative comments it always helps you to be more efficient. God bless you all.
JOY MAA TARA🌺🙏 . Khub valo laglo vlog ta. Onek information pelam . Thank you. R ajke Elam TARA MAA er kache . Apnara je dokan theke pera kine chilen . Sekhan theke amio nebo . R beshi kichu bollam na . All the best 👍. Valo thakben 🙏.
Thanks for sharing most important details about driving in the hills and other experiences. I have done darjeeling road trip twice, the last one was in May this year. My trip was very much like yours - Started with 1 night in Dawaipani, 2 nights in Takdah and 2 nights in Darjeeling. I was looking forward to you driving to Dawaipani as it has been one of the most challenging drive I have experienced. Stay blessed. Happy Living. Better Living 😊
Fantastic presentation. Truly appreciate your being so considerate. I'm from Raiganj, a regular viewer of your channel. Very adorable family you have. Stay blessed forever.❤
Just a update...if we have to hire local car for sight seeing in Darjeeling...it will cost...so we won't get benefit of having own car compared to other people who travelled by train from Kolkata...what do u think?
acha amar ek proshno chilo. apni ki tar por full tank bhoralen ? tahole final bill theke 500 rs adjust korle hot na ? just curious. Thanks for the video & awareness.
ওরা সেই সময় ৫০০ টাকা কোনমতেই ফেরত দিতে চাইছিল না। অগত্যা আমায় গাড়ির ফুল ট্যাংক করানোর পর যে ৫০০ টাকার তেল আমায় না বলে ভরানো হয়েছিল সেটাও আমাকে দিতে হয়েছিল।। পরে বাড়িতে এসে এ ব্যাপারে কমপ্লেন জানানোর পর ৫০০ টাকাটা ফেরত পাই।
Ha,, ekhane ektu emn... ki6u korar nei.. okhane ora omn vabei kore.. r parking er obostha khub kharap.. tao jai paharer preme pore... ka6a ka6i to lov samlano jay na..😂
@@avijitsasmal9623 বেটার লিভিং এ যেগুলো বলেছে, সেটা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন, উপরে ওঠা গাড়িকে পেপারের দেয়া, পার্কিং সমস্যা, ওখানে লোকাল ড্রাইভার অ্যাসোসিয়েশন জোর খাটায় পার্কিং দিতে চায় না কোথাও, সাইট সিন করা খুব প্রবলেম হয়ে যায়, নিজের গাড়ি নিয়ে টাইগার হিল যাওয়া খুব চাপের হয়ে যায়। আমাকে এক জায়গায় ইউটার্ন করতে দেয়নি, আমি রিভার্স করে ঘুরিয়ে আনতে গেলে পেছনে গাড়ি দিয়ে আটকে দিয়ে ছিল, এরপর গাড়ি থেকে নেমে এসে তিন-চারজন ড্রাইভার আমার সঙ্গে চড়াও হয়, সঙ্গে আমার ছয় বছরের ছেলে ওয়াইফ ছিল, আমার ওয়াইফ গাড়ি থেকে নেমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখে ওদের মধ্যে একজন ড্রাইভার যে আমার গাড়ি গাড়ি রেখে আটকে দিয়েছিল, সে পুরো ড্রিঙ্ক করে কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না, সে আমার গাড়িতে ক্রমশ ঘুষি মেরে হিট করতে থাকে, এরপর রেইন গার্ড টি ভেঙে দেয়। আমার ওয়াইফ বলে আপনি ড্রিঙ্ক করে মাতলামি করছেন কেন। আপনি কি এগুলো করতে পারেন? লোকাল ড্রাইভাররা, ওই ড্রাইভার কে সাপোর্ট করছিল। পাশের দোকানদাররাও শুধু দেখছিল, একজন পুলিশ সে ফলো করেছিল। সে এসে আমাদেরকে সাহায্য করে, ওখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে সাহায্য করেছিল। পুলিশটি সঠিকটা বুঝেছিল। যে হোটেলে ছিলাম তারাও চেয়েছিল আমি লোকাল গাড়ি নিয়েই সিন করি, আমাকে বলেছিল আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি ড্রাইভাররা কি করে খাবে। আমি করোনার সময় 2020 সালে গিয়েছিলাম। যেহেতু করোনার সময়, সব সাইট সিন করবার স্পর্ট গুলি খালি ছিল, অর্থাৎ নিজের গাড়ি নিয়ে ঘোরা যায়। হোটেল ম্যানেজার বলেছিল আপনি লোকাল গাড়ি নিয়ে ঘুরুন। আমার ওয়াইফ হেলথ এ সার্ভিস করে, আমি একজন স্কুল টিচার। দুজনেই গভারমেন্ট সার্ভিস করি। হোটেল ম্যানেজার বলে এবং সমস্ত স্টাফরা সঙ্গে ছিল ,বলল আপনাদের মতন মানুষ যদি এইভাবে গাড়ি নিয়ে চলে আসে, তাহলে আমাদের কি হবে। আমি বললাম এখন তো আপনাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, ট্রেন বাস ঠিকঠাক চলছে না, তার থেকে বেটার আমাদের মতন মানুষ যদি আপনাদের এখানে আসে তাহলে ট্যুরিজম ব্যবসাটা কিছুটা চাঙ্গা থাকে। আমাকে বলল আপনাদেরকে বুঝতে হবে না আমাদের কিভাবে চলবে, আমি বললাম, কেউ যদি না আসে তার থেকে বেটার যদি নিজের গাড়ি নিয়ে কেউ আসতে পারে, সেটাই আরো ভালো। আমি ওদেরকে বোঝাতে পারিনি।
আমি গিয়েছিলাম 2020 সালে করোনার সময়। আমি ,আমার ওয়াইফ, আমার 6 বছরের ছেলে। ওখানে লোকাল ড্রাইভাররা খুব খারাপ ব্যবহার করেছিল আমার সাথে, গাড়ি রিভার্স করতে দেয়নি এক জায়গায়, পেছনে অন্য একটি গাড়ি দিয়ে গাড়ি আর করে রেখেছিল, যাতে আমি গাড়ির রিভাস করে না যেতে পারি, এরপর পেছনের গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে আমার গাড়িতে জোরে জোরে ঘুসি মেরে হিট করতে থাকে, আমার গাড়ির রেইন গার্ড ভেঙে দেয়, আমার ওয়াইফ গাড়ি থেকে বেরিয়ে ওনাকে বোঝানো চেষ্টা করে, দেখে ও প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ককরে আছে, অন্যান্য লোকাল গাড়ির ড্রাইভাররা ওই গাড়ির ড্রাইভার কে সাপোর্ট করেছিল। পাশের দোকানদাররা দেখে মজা নিচ্ছিল। আমি এসে হোটেলে ম্যানেজার কি সব জানাই, ম্যানেজার বলল এখানে সাইট সিন করতে গেলে নিজেদের করা যাবে না। আমি বললাম এখন তো সব ফাঁকা চারিদিকে কোন লোকজন নেই, যেহেতু করোনার সময়, আমি ওদেরকে বোঝাতে পারিনি। এছাড়াও এমন কিছু সমস্যা আছে যা এখানে বোঝানো সম্ভব নয়। আমাকে এমন কিছু বলেছিল আপনাদের মতন মানুষ যদি গাড়ি নিয়ে এখানে এভাবে চলে আসে তাহলে এখানকার মানুষ তারা কি করে খাবে। আমি বললাম ট্রেন বাস সব বন্ধ যদি কেউ এইভাবে আসে তাহলে তো ট্যুরিজম ব্যবসাটা অনেক চাঙ্গা থাকবে। আমাকে বলল সেটা আপনাকে ভাবতে হবে না,আপনি এসেছেন লোকাল গাড়ি নিয়ে ঘুরুন।
@@avijitsasmal9623 আপনাকে লোকাল ড্রাইভাররা পার্কিং করতে দেবে না, অধিকাংশ ড্রাইভাররা চেপে দেয়, যে গাড়ি আগে উঠবে তার প্রেফারেন্স দিতে চায় না, সমতলের গাড়ি যেন পাহাড়ে না যায় এটাই ওরা চায়। তবে আমি দার্জিলিং বাদে,প্রায় ছুটি পেলে পাহাড়ে চলে যাই।
500 INR ফেরত পাওয়ার লড়াই এটা নয়,সেটা IOCL কে বুঝতে হবে,কাস্টমার এর harrasment এর কম্পেনসেশন দেওয়া উচিত আইওসিএল পক্ষের।অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনাকে হৃদয় থেকে অভিনন্দন।
আমরা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করি হয়তো অনেকেই আমাদের এ ব্যাপারে নেগেটিভ কমেন্ট করে কিন্তু কিছু মানুষের এতে অনেক সুবিধা হয়। যাতে যেকোনো পরিস্থিতিতে সঠিক পথ অবলম্বন করতে পারে।।
একটা দুর্দান্ত পাহাড়ি সিরিজ দেখলাম পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইব।
পেট্রোল পাম্পের এরকম অভিজ্ঞতার আমিও সম্মুখীন হয়েছি আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Good and commendable job done by you by lodging protest against this malpractice rampant in most of the petrol pump.
Thank you so much for your support 🙏
আপনাদের সব ভিডিওই দেখি আর একটা বড় ট্যুর এর পরে আপনারা যে summary করেন সেটা খুব ভালো লাগে।
আপনাদের maximum video আমি দেখেছি,,, আপনার রোড ট্রিপ গুলো অসাধারণ,,, আমারও ইচ্ছা করে long trip করতে, কিন্তু সাহস পাইনা। তার কারণ আমার পুরোনো wagnor আছে,, গাড়ির condition ভালোই আছে, কিন্ত long trip এ বেরিয়ে যদি কোনো mechanical problem এ পরি, সেইজন্য আর সাহস পাইনা,,, তবে গাড়ি নিয়ে আমি নবদ্বীপ আর ডায়মন্ড হারবার গেছিলাম,,, এর থেকে আর দূরে যাওয়ার সাহস পাইনা। তবে আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে।।। 🙏🙏🙏
খুবই উপকৃত ভিডিও পরের ভিডিওর জন্য অনেক শুভেচ্ছা রইল।
Sohan is very cute and adorable child god bless you.
Eagerly waiting for your next road trip I am addicted to these videos.
You did the right thing by complaining to IOC. At least for sometimes they ll stop this practice. It's always better to show all aspects of the tour. It ll help viewers to prepare themselves. Bad good everything sud be part of your video. Don't ignore negative comments it always helps you to be more efficient. God bless you all.
Thank you so much for your lovely support 😊
This video is very helpful for us thank you so much for sharing.
JOY MAA TARA🌺🙏 . Khub valo laglo vlog ta. Onek information pelam . Thank you. R ajke Elam TARA MAA er kache . Apnara je dokan theke pera kine chilen . Sekhan theke amio nebo . R beshi kichu bollam na . All the best 👍. Valo thakben 🙏.
জয় মা তারা। খুব ভালো প্যারা দোকানটা। ভালো করে মায়ের দর্শন করে ফিরুন।
@BetterLiving ha khub valo vabe dekhlam MAA ke
Amar puro video ta besh valo legeche... khubai informative... Sohon babu to onek boro hoye gelo.. Valo thaben..
সত্যি মাঝে মাঝে আমরাই পুরনো ভিডিও গুলো দেখি আর ওর দিকে তাকাই মনে হয় ছেলে বড় হচ্ছে আর আমরা ওর সাথে সাথে বুড়ো-বুড়ি হচ্ছি 😀
Thanks for sharing most important details about driving in the hills and other experiences. I have done darjeeling road trip twice, the last one was in May this year. My trip was very much like yours - Started with 1 night in Dawaipani, 2 nights in Takdah and 2 nights in Darjeeling. I was looking forward to you driving to Dawaipani as it has been one of the most challenging drive I have experienced.
Stay blessed. Happy Living. Better Living 😊
Thank you so much 😊। Driving is really challenging in hills but also enjoyable
Congratulations better living for 75 k subscribers.
Me and my family are watching your video from Delhi lots of best wishes.
Fantastic presentation. Truly appreciate your being so considerate. I'm from Raiganj, a regular viewer of your channel. Very adorable family you have. Stay blessed forever.❤
Dada tomar video sob somoy dekhi khub valo lage dada ,
অসংখ্য ধন্যবাদ 😊
Thanks for all this good information. We are about to start our next trip but this time we are going to drop our daughter at her training centre.❤❤❤❤
Have fun!
Thanks for all the informations and suggestion ❤
next road trip korun vishakapatnam . darun rasta and vizag shohor ta darun ashe pashe onek dekhar jyaga ache
খুবই তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দারুন এক রোড ট্রিপ সিরিজ নিয়ে আসতে চলেছি সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে।
I am new subscriber in your family watching your each and every videos and also very impressive.
Thank you so much for this information video
Very informative 👍
Congratulations for 75k subscribers
আপনাদের ভিডিও দেখে আমিও ঘুরে এলাম figo নিয়ে ! অনেক ধন্যবাদ
বাহ খুব ভালো লাগলো এটা শুনে। খুব তাড়াতাড়ি দারুন একটা রোড ট্রিপ সিরিজ নিয়ে আসতে চলেছে। আশা করি ভালো লাগবে।
@ ❤️
Same experience I had also in our Darjeeling trip
Lots of love for you Sohan ❤️
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সমস্ত বিষয়টির ওপর আলোকপাত করার জন্য।
Just a update...if we have to hire local car for sight seeing in Darjeeling...it will cost...so we won't get benefit of having own car compared to other people who travelled by train from Kolkata...what do u think?
শিলিগুড়ি পর্যন্ত গাড়ি নিয়ে গিয়ে তারপর অন্য ব্যবস্থা করলেও হয়।
acha amar ek proshno chilo. apni ki tar por full tank bhoralen ? tahole final bill theke 500 rs adjust korle hot na ? just curious. Thanks for the video & awareness.
ওরা সেই সময় ৫০০ টাকা কোনমতেই ফেরত দিতে চাইছিল না। অগত্যা আমায় গাড়ির ফুল ট্যাংক করানোর পর যে ৫০০ টাকার তেল আমায় না বলে ভরানো হয়েছিল সেটাও আমাকে দিতে হয়েছিল।। পরে বাড়িতে এসে এ ব্যাপারে কমপ্লেন জানানোর পর ৫০০ টাকাটা ফেরত পাই।
আমরা প্রথমবার যখন দার্জিলিং গিয়েছিলাম তখন আমাদের অভিজ্ঞতাও ভালো হয়নি রাস্তাও খুব খারাপ ছিল।
তোমাদের সঙ্গে একদম একমত এবার ভাবছি গাড়ি নিয়ে যাব কিনা।
Kindly make a plan for Sikkim also.
Ha,, ekhane ektu emn... ki6u korar nei.. okhane ora omn vabei kore.. r parking er obostha khub kharap.. tao jai paharer preme pore... ka6a ka6i to lov samlano jay na..😂
সেটাই দেখলাম।
দার্জিলিং গাড়ি চালানোর অভিজ্ঞতাকে পুরোপুরি সহমত জানাচ্ছি, আমার একই রকম অভিজ্ঞতা হয়েছে ,আমি তো নিজের গাড়ি নিয়ে কোনদিন আর দার্জিলিং যাব না।
Keno???
@@avijitsasmal9623 বেটার লিভিং এ যেগুলো বলেছে, সেটা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন, উপরে ওঠা গাড়িকে পেপারের দেয়া, পার্কিং সমস্যা, ওখানে লোকাল ড্রাইভার অ্যাসোসিয়েশন জোর খাটায় পার্কিং দিতে চায় না কোথাও, সাইট সিন করা খুব প্রবলেম হয়ে যায়, নিজের গাড়ি নিয়ে টাইগার হিল যাওয়া খুব চাপের হয়ে যায়। আমাকে এক জায়গায় ইউটার্ন করতে দেয়নি, আমি রিভার্স করে ঘুরিয়ে আনতে গেলে পেছনে গাড়ি দিয়ে আটকে দিয়ে ছিল, এরপর গাড়ি থেকে নেমে এসে তিন-চারজন ড্রাইভার আমার সঙ্গে চড়াও হয়, সঙ্গে আমার ছয় বছরের ছেলে ওয়াইফ ছিল, আমার ওয়াইফ গাড়ি থেকে নেমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখে ওদের মধ্যে একজন ড্রাইভার যে আমার গাড়ি গাড়ি রেখে আটকে দিয়েছিল, সে পুরো ড্রিঙ্ক করে কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না, সে আমার গাড়িতে ক্রমশ ঘুষি মেরে হিট করতে থাকে, এরপর রেইন গার্ড টি ভেঙে দেয়। আমার ওয়াইফ বলে আপনি ড্রিঙ্ক করে মাতলামি করছেন কেন। আপনি কি এগুলো করতে পারেন? লোকাল ড্রাইভাররা, ওই ড্রাইভার কে সাপোর্ট করছিল। পাশের দোকানদাররাও শুধু দেখছিল, একজন পুলিশ সে ফলো করেছিল। সে এসে আমাদেরকে সাহায্য করে, ওখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে সাহায্য করেছিল। পুলিশটি সঠিকটা বুঝেছিল। যে হোটেলে ছিলাম তারাও চেয়েছিল আমি লোকাল গাড়ি নিয়েই সিন করি, আমাকে বলেছিল আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি ড্রাইভাররা কি করে খাবে। আমি করোনার সময় 2020 সালে গিয়েছিলাম। যেহেতু করোনার সময়, সব সাইট সিন করবার স্পর্ট গুলি খালি ছিল, অর্থাৎ নিজের গাড়ি নিয়ে ঘোরা যায়। হোটেল ম্যানেজার বলেছিল আপনি লোকাল গাড়ি নিয়ে ঘুরুন। আমার ওয়াইফ হেলথ এ সার্ভিস করে, আমি একজন স্কুল টিচার। দুজনেই গভারমেন্ট সার্ভিস করি। হোটেল ম্যানেজার বলে এবং সমস্ত স্টাফরা সঙ্গে ছিল ,বলল আপনাদের মতন মানুষ যদি এইভাবে গাড়ি নিয়ে চলে আসে, তাহলে আমাদের কি হবে। আমি বললাম এখন তো আপনাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, ট্রেন বাস ঠিকঠাক চলছে না, তার থেকে বেটার আমাদের মতন মানুষ যদি আপনাদের এখানে আসে তাহলে ট্যুরিজম ব্যবসাটা কিছুটা চাঙ্গা থাকে। আমাকে বলল আপনাদেরকে বুঝতে হবে না আমাদের কিভাবে চলবে, আমি বললাম, কেউ যদি না আসে তার থেকে বেটার যদি নিজের গাড়ি নিয়ে কেউ আসতে পারে, সেটাই আরো ভালো। আমি ওদেরকে বোঝাতে পারিনি।
আমি গিয়েছিলাম 2020 সালে করোনার সময়। আমি ,আমার ওয়াইফ, আমার 6 বছরের ছেলে। ওখানে লোকাল ড্রাইভাররা খুব খারাপ ব্যবহার করেছিল আমার সাথে, গাড়ি রিভার্স করতে দেয়নি এক জায়গায়, পেছনে অন্য একটি গাড়ি দিয়ে গাড়ি আর করে রেখেছিল, যাতে আমি গাড়ির রিভাস করে না যেতে পারি, এরপর পেছনের গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে আমার গাড়িতে জোরে জোরে ঘুসি মেরে হিট করতে থাকে, আমার গাড়ির রেইন গার্ড ভেঙে দেয়, আমার ওয়াইফ গাড়ি থেকে বেরিয়ে ওনাকে বোঝানো চেষ্টা করে, দেখে ও প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ককরে আছে, অন্যান্য লোকাল গাড়ির ড্রাইভাররা ওই গাড়ির ড্রাইভার কে সাপোর্ট করেছিল। পাশের দোকানদাররা দেখে মজা নিচ্ছিল। আমি এসে হোটেলে ম্যানেজার কি সব জানাই, ম্যানেজার বলল এখানে সাইট সিন করতে গেলে নিজেদের করা যাবে না। আমি বললাম এখন তো সব ফাঁকা চারিদিকে কোন লোকজন নেই, যেহেতু করোনার সময়, আমি ওদেরকে বোঝাতে পারিনি। এছাড়াও এমন কিছু সমস্যা আছে যা এখানে বোঝানো সম্ভব নয়। আমাকে এমন কিছু বলেছিল আপনাদের মতন মানুষ যদি গাড়ি নিয়ে এখানে এভাবে চলে আসে তাহলে এখানকার মানুষ তারা কি করে খাবে। আমি বললাম ট্রেন বাস সব বন্ধ যদি কেউ এইভাবে আসে তাহলে তো ট্যুরিজম ব্যবসাটা অনেক চাঙ্গা থাকবে। আমাকে বলল সেটা আপনাকে ভাবতে হবে না,আপনি এসেছেন লোকাল গাড়ি নিয়ে ঘুরুন।
@@avijitsasmal9623 আপনাকে লোকাল ড্রাইভাররা পার্কিং করতে দেবে না, অধিকাংশ ড্রাইভাররা চেপে দেয়, যে গাড়ি আগে উঠবে তার প্রেফারেন্স দিতে চায় না, সমতলের গাড়ি যেন পাহাড়ে না যায় এটাই ওরা চায়। তবে আমি দার্জিলিং বাদে,প্রায় ছুটি পেলে পাহাড়ে চলে যাই।
ভ্রমণপিপাসু মানুষের কাছে দার্জিলিং এক অনন্য অনুভূতি।
বেড়াতে যাওয়া আবার দৈনন্দিন কাজে ফিরে আসা তারপরে কিছু সময় পরে আবার বেড়াতে যাওয়া। এই নিয়েই তো সবার জীবন চলে।
আমাদের জনসাধারণকে আরও সচেতন হতে হবে তবেই এই বিষয়গুলো বন্ধ হবে।
এইরকম পেট্রোল পাম্পের স্ক্যাম বন্ধ হওয়া উচিত
দার্জিলিং আমাদের বাঙ্গালীদের কাছে সব সময় আকর্ষণীয়। কিন্তু সেখানে ড্রাইভারদের ব্যবহার আশাহত করে।
500 INR ফেরত পাওয়ার লড়াই এটা নয়,সেটা IOCL কে বুঝতে হবে,কাস্টমার এর harrasment এর কম্পেনসেশন দেওয়া উচিত আইওসিএল পক্ষের।অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনাকে হৃদয় থেকে অভিনন্দন।
আমরা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করি হয়তো অনেকেই আমাদের এ ব্যাপারে নেগেটিভ কমেন্ট করে কিন্তু কিছু মানুষের এতে অনেক সুবিধা হয়। যাতে যেকোনো পরিস্থিতিতে সঠিক পথ অবলম্বন করতে পারে।।
Darjeeling roads are not for beginners
দাদা আপনার পাহাড়ে চালানোর দক্ষতাকে কুর্নিশ জানাই।