এই জমিদার বাড়িতে দেবদাস ছবির চিত্রায়ন করা হয়েছিল || ARAPARA JOMIDAR BARI || MUNNI'S VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়ায় এই জমিদার বাড়ি অবস্থিত। রাই মোহন সাহা ও শশী মোহন সাহা নামে দুই ভাই এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। এখানে দুটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, একটি করা হয়েছিল অন ১৯০০ সালে, পরবর্তীতে আরেকটি ১৯৩৭ সালে করা হয়েছিল।পরবর্তীতে যে প্রাসাদ তৈরি করা হয়েছিল সেটি তে লেখা রয়েছে রাই নিকেতন আর একদম উপরের লেখা রয়েছে RM house যা ইংরেজি অক্ষরে লেখা। এই প্রাসাদ গুলোর প্রবেশ পথে রয়েছে সিংহের মূর্তি এবং দশটি নারীমূর্তি যা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। জমিদারবাড়ির প্রবেশপথে আরো রয়েছে সবুজ পানাপুকুর ও মন্দির।
    #arapara_jomidarbari #savar #আড়াপাড়া_জমিদারবাড়ি #dhaka

ความคิดเห็น • 28