Natural Tie Dye using Onion Skins |পিয়াজের খোসা । Vegetable dye

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • আজ পেয়াজের খোসা ও তুত দিয়ে রঙ তৈরি কিভাবে করতে হয় তাই শেয়ার করলাম । পেয়াজের খোসার সাথে আরও কিছু উপাদান মিলিয়ে ভিন্ন কিছু রঙ তৈরির ভিডিও দ্রুতই শেয়ার করব।
    আশাকরি আজকের ভিডিওটি ভাল লেগেছে ।
    সাথে থাকবেন ।
    ধন্যবাদ ।
    কৃত্রিম রঙ আবিষ্কারের আগে প্রাকৃতিক উৎস থেকে রঙ সংগ্রহ করা হত। গাছের ফুল, ফল, পাতা, মূল, কান্ড, বাকল, কীটপতঙ্গ, ঝিনুক ইত্যাদি থেকে যে রঙ পাওয়া যায় সেগুলোর নাম প্রাকৃতিক রঙ। এর মধ্যে গাছগাছালি, লতাপাতা বা ফলমূল দিয়ে যে রঙ তৈরি হয় তাকে ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙ বলা হয়। যেমন শেফালি, পলাশ, কুসুম ইত্যাদি ফুল কিংবা খয়ের থেকে পাওয়া রঙ।
    হরিতকি, মেহেদী, তুলসী, কাঁচা হলুদ, গাঁদা ফুলের পাপড়ি, অর্জুনের ছাল, সুপারি, এ্যালাচ পাতা, লটকন ফলের বীজ, গাবফল, খয়েরসহ নানা উপাদানের নির্যাস থেকে তৈরি হয় ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙ।
    আজ পেয়াজের খোসা ও তুত দিয়ে রঙ তৈরি কিভাবে করতে হয় তাই শেয়ার করলাম । পেয়াজের খোসার সাথে আরও কিছু উপাদান মিলিয়ে ভিন্ন কিছু রঙ তৈরির ভিডিও দ্রুতই শেয়ার করব।
    আশাকরি আজকের ভিডিওটি ভাল লাগবে ।
    সাথে থাকবেন ।
    ধন্যবাদ ।
    Another youtube channel For fashion beauty lifestyle
    / @naimahuq
    Instagram:
    ...
    Facebook:
    / bdnaimastudio
    Music used
    Quiet Place by Jonny Easton
    Link: • Quiet Place - Soft Pia...
    Check out his channel
    Link: wwbbw.youtube....

ความคิดเห็น • 171

  • @nupurcake8614
    @nupurcake8614 2 หลายเดือนก่อน

    ❤❤❤ অনেক সুন্দর হয়েছে আপু ।

  • @qalbafroz1582
    @qalbafroz1582 4 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo, notun akta badhon shikhlam.

  • @sukhita25
    @sukhita25 4 ปีที่แล้ว +1

    onk valo laglo apu ei rokom ro kicu natural dye amder k dekhan & shekhan

  • @sszz3683
    @sszz3683 3 ปีที่แล้ว +1

    onak sundor hoica apu

  • @salmasultana7105
    @salmasultana7105 3 ปีที่แล้ว +1

    Wow! very nice and easy.

  • @sumshunnahar6809
    @sumshunnahar6809 4 ปีที่แล้ว +4

    অনেক সুন্দর হয়েছে। আমি চেষ্টা করব

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      Sumshun Nahar ধন্যবাদ
      সাথে থাকবেন❤️

  • @tonimahamid2236
    @tonimahamid2236 4 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারন

  • @Tahmids_does_Mapping
    @Tahmids_does_Mapping 3 ปีที่แล้ว +1

    ভালো লেগেছে খুব।

  • @bethizaman6155
    @bethizaman6155 4 ปีที่แล้ว +2

    অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো।

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Bethi Zaman অনেক ধন্যবাদ । সাথে থাকবেন আপু।

  • @Checksvlogs5237
    @Checksvlogs5237 3 ปีที่แล้ว +1

    সুন্দর হয়েছে আপু

  • @mahmudakhatunnila5171
    @mahmudakhatunnila5171 3 ปีที่แล้ว +2

    apu onek sundor

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।

  • @subhramunshi597
    @subhramunshi597 4 ปีที่แล้ว +7

    অসাধারণ দিদি।কতো কি যে আপনার কাছে শিখি বলে বোঝাতে পারবোনা।আমার একটা প্রশ্ন ছিলো 3 মিটার কাপড়ে কতটা তুত লাগবে আর কতটা পরিমাণ পিয়াজের খোসা লাগবে যদি একটু বলেন। তুতে তো বিষ তাই থেকে সাবধানতা কিভাবে নেবো।সব ভেজিটেবল রং এর ক্ষেত্রে কি তুত দিয়েই করতে হবে। এগুলি জানালে খুব উপকৃত হবো।ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দিদি।আমি কলকাতা থেকে লিখছি।

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว +6

      কাপড়ের ওজনের উপর নির্ভর করে পেয়াজের খোসা দিতে হবে। কাপড়ের ওজন ১০০ গ্রাম হলে পেয়াজের খোসা হবে ৫০ থেকে ১০০ গ্রাম।পেয়াজের খোসা জালানোর পরে জলের রং যত ডিপ হবে কাপড়ের রং ও ততটা ডিপ হবে।প্রতি ১ গজ কাপড়ের জন্য ১ তোলা তুঁত ।তুঁত এখানে কেমিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে।এছারা পিয়াজের খোসার সাথে কেমিকেল হিসেবে ভিনেগার ও লবন ও ব্যবহার করা হয় তবে প্রতিটি ক্ষেত্রেই রং ভিন্ন হবে।

    • @subhramunshi597
      @subhramunshi597 2 ปีที่แล้ว

      অনেক ধণ্যবাদ আপনাদের,এত সুন্দর ভাবে উত্তর দেবার জন্য।আপনাদের মতো এতো বিস্তারিত উত্তর আমাদের কলকাতার কারোর কাছে পাই নি।আমি আপনাদের একজনগুণমুগ্ধ ছাত্রী। আবারো ও ধণ্যবাদ জানাই আপনাদের।

  • @attiyashandwork4621
    @attiyashandwork4621 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর হয়েছে আপু

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      Afsana Sumsunnahar ধন্যবাদ আপু।
      সাথে থাকবেন❤️

  • @tahminarahman6083
    @tahminarahman6083 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর

  • @mariamsuravi8009
    @mariamsuravi8009 4 ปีที่แล้ว +4

    Apu back round sound ta ekto kom hole onk valo hoy.... Apnar sob vedio amar onk valo lage

  • @taslimhasnat6607
    @taslimhasnat6607 4 ปีที่แล้ว +3

    Khub shundor hoisee apuu🙂🙂

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว +1

      Taslim Hasnat thank you so much.
      Stay safe ♥️

  • @taslimaakther4874
    @taslimaakther4874 3 ปีที่แล้ว +6

    আপু কয় গজ কাপড়ে কতটুকু খোসা লাগবে? আর তুত এর দাম কেমন?

  • @user-tp9gc4hp1o
    @user-tp9gc4hp1o 3 ปีที่แล้ว +1

    আপু আপনার কাজ দেখে খুব মুগ্ধ হয়েছি। একটা প্রশ্ন তুত ছাড়া পেয়াজের পানির সাথে কি অন্য কিছু মিশিয়েছেন। সাদা পানিতে পেয়াজের পাতা দিয়ে ফুটানো দেখানো হয়নি স্কীপ করা হয়েছে। ফুটিয়ে কালার আসার পর দেখানো হয়েছে তাই পশ্নটা করেছি। যদি একটু ক্লিয়ার করতেন আমার বাবুর জন্য বাসায় ট্রাই করে দেখতাম

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      কিছু মেশানো হয়নি। শুধুই পিয়াজের খোসা।

  • @shamsunnahar6469
    @shamsunnahar6469 3 ปีที่แล้ว +1

    Wow apu unbelievable 😍😍

  • @rukhsanaparvin7246
    @rukhsanaparvin7246 3 ปีที่แล้ว

    Wow!

  • @samihaazadi8491
    @samihaazadi8491 3 ปีที่แล้ว

    very nice apu

  • @majbaulhasan8603
    @majbaulhasan8603 4 ปีที่แล้ว +1

    Nice

  • @bimalranjandutta.8041
    @bimalranjandutta.8041 3 ปีที่แล้ว

    Excellent

  • @sharminaktershepa8067
    @sharminaktershepa8067 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপু

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว +1

      Sharmin Akter Shepa সাথে থাকবেন আপা❤️

  • @aparnadas9814
    @aparnadas9814 3 ปีที่แล้ว

    Very nice

  • @nazninakter7377
    @nazninakter7377 7 หลายเดือนก่อน

    Ami 4goj jorjet nil colour kapore Kalo Rog diya batik korte cae, koto tuku madicin r rong lagbe?

  • @sabnajgazi6904
    @sabnajgazi6904 4 ปีที่แล้ว +1

    অসাধারণ বুবু

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      sabnaj Gazi সাথে থাকবেন আপা❤️

  • @izdiharvlogs3445
    @izdiharvlogs3445 4 ปีที่แล้ว +1

    Thanks apu

  • @areefakarim9035
    @areefakarim9035 4 ปีที่แล้ว

    superb

  • @safrintuli5804
    @safrintuli5804 4 ปีที่แล้ว +3

    Thank you Apu😚

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      safrin tuli most welcome apu.
      Stay safe & stay with me ♥️

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      safrin tuli most welcome apu.
      Stay safe & stay with me ♥️

  • @beladey4310
    @beladey4310 3 ปีที่แล้ว

    Aamar khub valo legese aamio banabo

  • @roksanaakter2180
    @roksanaakter2180 ปีที่แล้ว

    ভাল লেগেছে, ড্রাগন ফলের খোসা দিয়ে কি করে রং করা যায়, জানাবেনplz

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      খোসায় কষ থাকতে হবে।ড্রাগন ফলের খোসায় কষ নাই। রং হবার কথা না।

  • @polinaakter5546
    @polinaakter5546 4 ปีที่แล้ว +2

    নতুন বন্ধু হলাম

  • @mishukhondoker1467
    @mishukhondoker1467 4 ปีที่แล้ว +4

    What is tooth

  • @evaakter5261
    @evaakter5261 4 ปีที่แล้ว +4

    apu ami holud deya korache dhula colour halka hoya jai holuder satha lobon deyachelam.rog paka hoba kivaba

    • @shyamalidey2255
      @shyamalidey2255 3 ปีที่แล้ว

      Amit aerial peasantry uttara Jan Taylor chichi.

    • @shyamalidey2255
      @shyamalidey2255 3 ปีที่แล้ว

      আমি ও এই প্রশ্নের উত্তর জানতে চাইছি।প্লিজ বলুন।

  • @Malumamma
    @Malumamma ปีที่แล้ว

    খুব ভাল লাগল… please জানান যে তুঁত কে English এ কী বলে … আর online কী নামে পাব… আমি India তে Bangalore এ থাকি…
    Eco printing এর সহজ video করলে খুব উপক্রিত হবো…ভালবাসা রইল

  • @elma63302
    @elma63302 4 ปีที่แล้ว +1

    Assalamu alaikum.
    Apu tie die er color gula ki je kono patil a golano jai?jemon vat color boil korte gele ki je kono patil e kora jabe?naki alada patil ache?pls janaben apu.

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      না আপু যে কোন পাত্রে করা উচিৎ না ।
      কেমিকেল গুলো আমাদের জন্য ক্ষতিকর। টাইডাই এর জন্য আলাদা পাত্র ব্যবহার করবেন।

    • @elma63302
      @elma63302 4 ปีที่แล้ว

      @@bangaldh thanks apu. Arektu help apu. Apu ronger hishab ki kapor badhar por ja thake tar goj hishab kore nibo naki 3 goj hishab korai rong nibo.badhar por ja hoi.

  • @chandnifazal3104
    @chandnifazal3104 3 ปีที่แล้ว +2

    Apu natural vabe red colour kmne krbo?

  • @mst.nilufaryasmin3107
    @mst.nilufaryasmin3107 3 ปีที่แล้ว +1

    আপু এখানে কি পাটের সুতা ব্যবহার করেন?

  • @focusmultimedia5374
    @focusmultimedia5374 4 ปีที่แล้ว +1

    nic

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      focus multimedia thanks

  • @nilufarupa179
    @nilufarupa179 ปีที่แล้ว +1

    আপু চুলা কি অফ করে তিন মিনিট করে ডুবাচ্ছেন

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      জ্বি।

  • @travelme5088
    @travelme5088 3 ปีที่แล้ว +2

    কতটুকু কাপড়ে = কতটুকু পানি লাগবে, মানে কত লিটার ? আর ১চামচ তুত কতটুকু পানিতে গুলানো হয়েছে ? জানাবেন pls

  • @sharminsultanamou510
    @sharminsultanamou510 3 ปีที่แล้ว

    Apu red colour ar vegetable dye ki die krte hbe?

  • @fahadhussain2286
    @fahadhussain2286 3 ปีที่แล้ว +4

    আপু তুঁত জিনিস টা কি একটু যদি বলতেন প্লিজ

    • @Taracraftsworld
      @Taracraftsworld 3 ปีที่แล้ว +1

      তুতে বলে আমাদের এলাকায়, পান সুপারি যারা বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়

    • @anikaakter8495
      @anikaakter8495 3 ปีที่แล้ว +1

      CuSO4 (copper sulphate) ke tut bole

  • @mehernigarerany9344
    @mehernigarerany9344 3 ปีที่แล้ว +1

    গরম পানিতেই কাপড় দিতে হবে?নাকি ঠান্ডা করে এরপর চুবাতে হবে?

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว +1

      Mehernigar Erany গরম পানিতে দিতে হবে।

  • @evaakter5261
    @evaakter5261 4 ปีที่แล้ว +2

    oneck valo hoycha.ai kaporar name ki ar goj proti dam koto

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Eva akter এটা ভয়েল কাপড়

    • @evaakter5261
      @evaakter5261 4 ปีที่แล้ว +1

      @@bangaldh apu ami a porjonto joto gula tie die korache sob55 tk goj ar vowel kapor.oi kapor ki thik acha

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Eva akter ঠিক আছে।
      যে কাপড়ে গ্লেজ বেশি সে কাপড় রং করার পরেও সুন্দর গ্লেজি হয়। কাপড়ের নিজস্ব গ্লেজ থাকে।ভাল কাপড় গুলো দেখতে সুন্দর দেখায়।

  • @nurunnahar1818
    @nurunnahar1818 ปีที่แล้ว

    peyager khosa ki cula jalano obostay korte hobe?

  • @rubaiyakhan76
    @rubaiyakhan76 4 ปีที่แล้ว

    Oshadharon ,but toot kothay pabo apu?

  • @hemangginysateleir9337
    @hemangginysateleir9337 4 ปีที่แล้ว +1

    কালার কি ইউজের পর হালকা হয়ে যায়?

  • @sadiaafrinnusrati4585
    @sadiaafrinnusrati4585 4 ปีที่แล้ว +1

    Apu tia color er kapore garo sobuj krte ki color er color kinte hobe ???

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      ডিপ সবুজ করলেই হবে।

  • @ariyanislam5198
    @ariyanislam5198 3 ปีที่แล้ว

    Apu tuth ar pori borte fitkari dile hobe ki bolbon plz

  • @afsanakhan6035
    @afsanakhan6035 2 ปีที่แล้ว

    Blue CLR jete diyechen seta kothay pabo??

  • @babyslove6532
    @babyslove6532 3 ปีที่แล้ว +1

    তুত ব্যাতিত ফিটকিরি বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে ।।

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      ফিটকিরিতে অন্য রং হবে।

  • @rubaiyakhan152
    @rubaiyakhan152 2 ปีที่แล้ว

    Apu rong er dokane toot keo cenei na,ekhon ki korbo?

  • @jannatunnaim4643
    @jannatunnaim4643 3 ปีที่แล้ว +1

    আপু! ব্লকের রং দিয়ে কি বাটিক করা যাবে? প্লিজ জানাবেন আপু!

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      ব্লক ও বাটিকের রং সম্পূর্ন ভিন্ন।
      ব্লকের রং দিয়ে বাটিক হবে না।

    • @jannatunnaim4643
      @jannatunnaim4643 3 ปีที่แล้ว

      @@bangaldh ধন্যবাদ আপু!

  • @hasinabegum6680
    @hasinabegum6680 4 ปีที่แล้ว +1

    Koto tuku kapore kototuku piaj er khosha onek prosno koreche uttor dilana keni?

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      কাপড়ের ওজনের উপর নির্ভর করে পেয়াজের খোসা দিতে হবে। কাপড়ের ওজন ১০০ গ্রাম হলে পেয়াজের খোসা হবে ৫০ থেকে ১০০ গ্রাম।পেয়াজের খোসা জালানোর পরে পানির রং যত ডিপ হবে কাপড়ের রং ও ততটা ডিপ হবে।প্রতি ১ গজ কাপড়ের জন্য ১ তোলা তুঁত ।তুঁত এখানে কেমিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে।

    • @hasinabegum6680
      @hasinabegum6680 4 ปีที่แล้ว

      @@bangaldh 100 gram kapore tut koto tuku dite hobe

  • @anonnams8630
    @anonnams8630 2 ปีที่แล้ว

    আপু পিয়াজের খোসা ও তুতের পরিমান জানালে খুব ভালো হতো.......

  • @mssmasud9949
    @mssmasud9949 4 ปีที่แล้ว

    Liquid colour diye tai dey kore dekhan please

  • @nusratjahan3734
    @nusratjahan3734 4 ปีที่แล้ว +1

    আপু বাটিক করার জন্য কি কাপড় ব্যবহার করা হয় প্লিজ জানালে আমি করতাম

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว +1

      NUSRAT Jahan সুতি কাপড় টাই ডাই এর জন্য ভাল। আর যত ভাল কাপড় নিবেন তত সুন্দর রং আসবে।

    • @nusratjahan3734
      @nusratjahan3734 4 ปีที่แล้ว +1

      আপু বয়েল গজ কাপড়ে করা যাবে

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      NUSRAT Jahan অবশ্যই করা যাবে।

  • @fahmida747
    @fahmida747 3 ปีที่แล้ว

    আপু রঙ কি টেকশই হবে জানাবেন প্লিস আর ফিক্সার ব্যবহার করা লাগবে কিনা?

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      Jevabe dekhiyesi se vabei korben
      Tekshoi hobe

  • @santopakhi4988
    @santopakhi4988 ปีที่แล้ว

    কি বলবো কিচ্ছু বলার নাই। আমি কান্দুম এহন আমি কেন পারিনা এগুলি করতে।😂😂😂😂

  • @soniatalukdar7159
    @soniatalukdar7159 4 ปีที่แล้ว +1

    Gas ki on thakbe apu??

  • @mitalk7272
    @mitalk7272 4 ปีที่แล้ว +3

    Can u pls translate in hindi or english or add english wordings in video!What is the Blue thing you added in water?

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Mital K thanks so much. The blue things are “copper sulphate”.
      Stay safe..

    • @shahanaislam2311
      @shahanaislam2311 3 ปีที่แล้ว +2

      ভাল লাগলো আপু,,এই প্রথম আপনার বাটিক করা দেখে ইচ্ছা হচ্ছে করার,,কিন্তু,এই টুথ কোন দোকানে পাব,,বা অন্য কোন নাম আছে কি না,,

  • @rumonislam316
    @rumonislam316 4 ปีที่แล้ว +1

    Apu akgoj kapore kototuko tut r paijer kusha dibo?

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      কাপড়ের ওজনের উপর নির্ভর করে পেয়াজের খোসা দিতে হবে। কাপড়ের ওজন ১০০ গ্রাম হলে পেয়াজের খোসা হবে ৫০ থেকে ১০০ গ্রাম।পেয়াজের খোসা জালানোর পরে পানির রং যত ডিপ হবে কাপড়ের রং ও ততটা ডিপ হবে।প্রতি ১ গজ কাপড়ের জন্য ১ তোলা তুঁত ।তুঁত এখানে কেমিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে।

  • @salamliza956
    @salamliza956 2 ปีที่แล้ว

    Pani kotokon jal debo naki bondo kore kapor jal debo

  • @aysharahim5492
    @aysharahim5492 3 ปีที่แล้ว +1

    Tut ki gorom panite dibe apu plz bolen

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      Aysha Rahim হ্যা আপু গরম পানিতে দিবেন।

  • @salamliza956
    @salamliza956 2 ปีที่แล้ว

    Tut ta ki apu onno namta bolen cinlamna

  • @bilkisakter6471
    @bilkisakter6471 4 ปีที่แล้ว +1

    আপু এই লকডাউনে তুত কোথায় পাব

  • @mdrajib-nq3ul
    @mdrajib-nq3ul 3 ปีที่แล้ว +3

    আপু তুত কোথায় পাবো

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      রং এর দোকানেই পাবেন।

  • @samihakundu463
    @samihakundu463 3 ปีที่แล้ว

    তুঁত জলে ফোটাবার কারণ টা কি ম্যাম.. যদি বলেন?

  • @biplobkeya765
    @biplobkeya765 2 ปีที่แล้ว

    Tut koi paya jabe

  • @isratjahan4583
    @isratjahan4583 2 ปีที่แล้ว

    Apu ei colour gulo koto din kapore thake ?

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      উঠবে না।

  • @letslearn383
    @letslearn383 4 ปีที่แล้ว +1

    আপু লাল রং চাইলে প্রাকৃতিক কি ব্যাবহার করতে হবে?

  • @swornodharahandicrafts2312
    @swornodharahandicrafts2312 4 ปีที่แล้ว +1

    বহুদিন পর ভিডিও দিলেন

  • @evaakter5261
    @evaakter5261 4 ปีที่แล้ว +1

    chula ki bondho na jolcha

  • @saswatidas1165
    @saswatidas1165 3 ปีที่แล้ว

    তুতে র বদলে অন্য কি দেওয়া যেতে পারে

  • @sumaiasvloges
    @sumaiasvloges 3 ปีที่แล้ว

    তুত না দিলে হবে?

  • @misjuliakhter1654
    @misjuliakhter1654 3 ปีที่แล้ว +1

    আপু তুতের পরিবর্তে ফিটকিরি দিলে কি হবে।

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      হবে। অন্য রং হবে।

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      অন্য রং হবে।

  • @ayeshasiddikabubly8552
    @ayeshasiddikabubly8552 2 ปีที่แล้ว

    তুথ কোথায় পাওয়া যায়

  • @afsanakhan6035
    @afsanakhan6035 2 ปีที่แล้ว

    Tuth ta ki apu??

  • @sudiptosarkar4559
    @sudiptosarkar4559 4 ปีที่แล้ว +1

    Signing नहीं है

  • @abulhasan6767
    @abulhasan6767 4 ปีที่แล้ว +1

    আপু রং কি পাঁ।কা হবে নাউঠে যাবে

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      পাকা হবে। উঠবে না।

  • @luckyislam7274
    @luckyislam7274 3 ปีที่แล้ว

    Apu tuth ke?

  • @kakolichakravarty9245
    @kakolichakravarty9245 3 ปีที่แล้ว

    Tut er kono onno naam ache ki

  • @mahiskitchen712
    @mahiskitchen712 4 ปีที่แล้ว +1

    আপু এই রঙ এর স্থায়ীত্ব কেমন

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      টেকসই।উঠবে না।

  • @mssmrity6843
    @mssmrity6843 3 ปีที่แล้ว +1

    তুত কি আপু ,আর কোথায় পাবো

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      তুঁত নীল রং এর মিছরির মত দেখতে।তুতের অন্য নাম কপার সালফেট।
      রং এর দোকানে পাবেন।

  • @artwithbikash.1238
    @artwithbikash.1238 3 ปีที่แล้ว +1

    রং টা আরও গাঢ় কিভাবে করা যাবে?

    • @sayadashanjida6367
      @sayadashanjida6367 3 ปีที่แล้ว

      Tute othoba apni vitkere te vegeya rakte paren. Joto rakben toto garo hobe.

  • @MDRasel-st4yp
    @MDRasel-st4yp 3 ปีที่แล้ว

    Apu ki kaporer upor batik kore

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      সুতি।

  • @nusratsultana4766
    @nusratsultana4766 3 ปีที่แล้ว

    আপু আপনার কাছে সরাসরি শেখা কি যাবে?আপনি কোথায় থাকেন?

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      Dhaka Rampura

  • @ayeshaakther4450
    @ayeshaakther4450 3 ปีที่แล้ว

    তুত কোথায় পাবো

  • @muntahamousumi8129
    @muntahamousumi8129 3 ปีที่แล้ว

    Mehedi dia Kore dekhaben.

  • @roneyakter3335
    @roneyakter3335 4 ปีที่แล้ว +5

    আপু তুঁত কী???

  • @salauddinsami3039
    @salauddinsami3039 3 ปีที่แล้ว

    আপু তুত না দিয়ে ফিটকিরি দিলে হবে না

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      অন্য রং হবে ।

  • @SHAKILAHMED-ht5kk
    @SHAKILAHMED-ht5kk 3 ปีที่แล้ว +1

    Kaporer goj koto apu kutai pabo

  • @Sweetgirl-sr8ei
    @Sweetgirl-sr8ei 4 ปีที่แล้ว +1

    apu tooth blte ki toothpaste diyechen?

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Sweet girl না আপু এটা নীল রং এর দানা জাতিও অনেকটা তাল মিছরির মত।অনেকে তুতে ও বলে থাকে। আপনি ব্লক বাটিকের রং এর দোকানে যেয়ে তুত বললেই হবে।

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว

      Sweet girl ধন্যবাদ

    • @asmaakter4612
      @asmaakter4612 4 ปีที่แล้ว

      আপু তুত কি আমাকে বলবেন

  • @fatemajahan4802
    @fatemajahan4802 4 ปีที่แล้ว +1

    আপু কতটুকু পানির মধ্যে কতটুকু তুত দিতে হবে

    • @bangaldh
      @bangaldh  4 ปีที่แล้ว +1

      Fatema jahan প্রতি ১ গজ কাপড়ের জন্য ১ তোলা তুঁত নিতে হবে। পানির পরিমান হবে কাপড় খুব ভাল ভাবে ডুবে যায় এমন।

  • @misjuliakhter1654
    @misjuliakhter1654 3 ปีที่แล้ว

    রং উঠে যাবে না আপু

  • @shyamalidey2255
    @shyamalidey2255 3 ปีที่แล้ว

    টাই এণ্ড ডাই এর রঙ পাকা করতে লবন আর কী ব্যবহার করবো প্লিজ জানাবেন ।

  • @shahajadikumkum9616
    @shahajadikumkum9616 3 ปีที่แล้ว

    tut er price koto,,apu

    • @bangaldh
      @bangaldh  ปีที่แล้ว

      কম। কত সঠিক মনে নেই।

  • @suraiyashifa5274
    @suraiyashifa5274 3 ปีที่แล้ว +1

    তুতের দাম কত?

    • @bangaldh
      @bangaldh  3 ปีที่แล้ว

      সঠিক দাম মনে পড়ছে না। তুতের দাম কম।

    • @suraiyashifa5274
      @suraiyashifa5274 3 ปีที่แล้ว

      রং টেকসই দিবে??উঠবে না??