Traveling Boro Kachari Temple .The mysterious history. Borokachari Temple in South 24 pgs.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Traveling Boro Kachari Temple .The mysterious history. Borokachari Temple in South 24 pgs.#travel #tour.
    Your Queries:
    Boro Kachari Mandir
    Boro Kachari Mandir Location
    Boro Kachari Mandir Story
    Boro Kachari Mandir Route
    Boro Kachari Mandir Kolkata
    Boro Kachari Mandir Kivabe jabo
    Boro Kachari Mandir Vlog
    please subscribe my channel Travel Manage 🙏🙏🙏🙏.
    বড় কাছারি নিয়ে একটি ইতিহাস আছে। আলীবর্দী খায়ের শাসনের শেষের দিকে যখন মারাঠা বর্গিরা হানা দেয় তখন সুবর্ণ রায়ের জমিদারির অঞ্চলে থাকা মানুষেরা, ভয় পেয়ে পালিয়ে আসে তারই জমিদারির এক প্রান্তে থাকা এক জঙ্গলে যেটির মধ্যে এক শ্মশান ছিল। কয়েক বছর পর এক সাধু ওই জঙ্গল অতিক্রম করছিল তখন জঙ্গলের মায়ায় ওই সাধু জড়িয়ে পড়ে এবং ওই জঙ্গলে ধ্যানমগ্ন হন সাধু আসার ফলে স্থানীয় বাসিন্দাদের সমস্ত দুঃখ-কষ্ট দূর হতে থাকে। বর্গীদের হানার হাত থেকে বাঁচায় কিছু বছর পরে সাধুর মহাপ্রয়াণের পরে গ্রামের লোকেরা তাকে দাহনা করে সমাধিস্থত করেন ওই গ্রামের শ্মশানে অলৌকিকভাবে ওই সমাধি ক্ষেত্র থেকে একটি গাছের জন্ম হয় গাছটিকে লোকে পুজো করতে থাকে এবং অলৌকিকভাবে তাদের মনস্কামনা পূরণ হতে থাকে। তারপর তারপর গ্রামের লোকেরা লোকেরা বুঝতে পারেন যে ওই সাধু বাবা আসলে স্বয় ং শিব শম্ভু। ভূতনাথ রূপে এখানে ছিলেন ঘটনাটি ঘটেছিল চিকুর বেড়িয়া, যেটি দক্ষিণ ২৪ পরগনা অবস্থিত তারপর এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে যায় এবং এক বড় কাছারির রূপ ধারণ করে এই ইতিহাসটি প্রায় আড়াইশো বছরের পুরনো।

ความคิดเห็น • 1

  • @PinkiSaha-ed1cd
    @PinkiSaha-ed1cd 2 หลายเดือนก่อน

    দারুণ দারুণ লাগলো ব্লগ টা ❤