Banalata Express - বনলতা এক্সপ্রেস | Fastest Non stop train of Dhaka to Rajshahi | 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ২০১৯ সালের ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে কিছুদিন চলার পর ১৭ই জুলাই ২০১৯ তারিখে ট্রেনটির রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। এর কিছু দিন পর ২০২০ সালের জানুয়ারির প্রথম দিকে এর পিটি ইনকার কোচ চিলাহাটী ঢাকা রুটের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন কে দিয়ে ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ বনলতা এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হয়।
    পূর্বে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকার তৈরি অত্যাধুনিক কোচ দ্বারা বনলতা এক্সপ্রেস চলাচল করতো। বর্তমানে ট্রেনটি ভারত থেকে আমদানিকৃত ব্রডগেজ অত্যাধুনিক এলএইচবি কোচ দ্বারা চলাচল করে থাকে। ট্রেনটির বর্তমান লোড ১৩/২৬। এই ১৩টি কোচের মধ্যে ৭টি নন এসি চেয়ার/শোভন চেয়ার কোচ, ২টি এসি স্লিপার কোচ/কেবিন, ২টি এসি চেয়ার কোচ/স্নিগ্ধা এবং ২ টি পাওয়ারকার+লাগেজ ক্যারিয়ারের সুবিধা সংবলিত গার্ডব্রেক কোচ।
    বর্তমানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতার ট্রেন বনলতা এক্সপ্রেস এবং সিল্কসিটি এক্সপ্রেস।
    ২০২৩ সালের ঈদুল আজহার সময় যাত্রীচাপ কমাতে ট্রেনটিতে অতিরিক্ত ৪টি কোচ সংযুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে ২টি এসি স্লিপার/কেবিন, ১টি এসি চেয়ার/স্নিগ্ধা এবং ১টি নন এসি চেয়ার/শোভন চেয়ার। যার ফলে ট্রেনটি তখন ১৭/৩৪ লোডে চলেছিল।
    (অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
    ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
    রাজশাহী
    -----------------------------------------------------------------------
    আমার সাথে সোশ্যাল সাইডে এড হতে পারেন-
    → Instagram Page Link - / _a_nik
    →Facebook Page Link - / saikatahmedanik.official
    → Facebook Account - / saikatahmed.anik1
    Thanks for watching my video and subscribe my channel.
    #banalata_express #bdrailway #rajshahiblog

ความคิดเห็น • 15

  • @saadmohammad৯২০০
    @saadmohammad৯২০০ ปีที่แล้ว +1

    চোখের পাওয়ার নষ্ট করে কেউ এই ভিডিও দেখবেনা।তবু আমি কষ্ট করে দেখলাম।

    • @representingbangladesh
      @representingbangladesh  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে আগামীতে শীঘ্রই আরো ভালো কাজ করবো।
      দোয়া করবেন....

  • @aminurmedicinetips1067
    @aminurmedicinetips1067 6 หลายเดือนก่อน +1

    মেীচাক রতনপুর রেলওয়ে স্টেশন কি থামে ভাই আমি ঢাকা সফিপুর যাব।

    • @representingbangladesh
      @representingbangladesh  5 หลายเดือนก่อน

      জ্বি না থামে না। কেবল মাত্র মাঝে মাঝে ক্রসিং থাকলে স্টপেজ দেয়...

  • @user-ju5lg3fy6g
    @user-ju5lg3fy6g หลายเดือนก่อน +1

    জয়দেবপুর থেকে ট্রেনের ভাড়া কত ইশ্বরদি

    • @representingbangladesh
      @representingbangladesh  หลายเดือนก่อน

      মধুমতী, চিত্রা এক্সপ্রেস বর্তমানে ইশ্বরদী ভাড়া ৫১৫ টাকা জনপ্রতি।

  • @siam.m
    @siam.m 11 หลายเดือนก่อน +1

    Background music ta ki?

    • @representingbangladesh
      @representingbangladesh  11 หลายเดือนก่อน

      Description এ মিউজিক লিংক দেওয়া আছে। একটু চেইক করে নিলে ভালো হয়...

  • @saadmohammad৯২০০
    @saadmohammad৯২০০ ปีที่แล้ว +1

    তা না হলে বাকিগুলোতে কাজ হয়ে যেত।

  • @rifatahmed89
    @rifatahmed89 11 หลายเดือนก่อน +1

    ট্রেন তো বিভিন্ন স্টেশনে থামে তো ননস্টপ হলো কীভাবে

    • @representingbangladesh
      @representingbangladesh  11 หลายเดือนก่อน

      সিংগেল লাইনে মাত্রাতিরিক্তভাবে ক্রসিং এর কারণে এমন অবস্থা বর্তমানে। না চাইতেও দেখা যায় যে ৪-৫ টা স্টেশনে স্টপ থাকতে হচ্ছে।
      এটা বড়ই হতাশাজনক,যেখানে সকল ট্রেনের বনলতাকে সাইড দেওয়ার কথা।
      এটা নিয়ে আরো একটি পূর্ণাঙ্গ ভিডিও আসবে ইনশাআল্লাহ।

    • @rifatahmed89
      @rifatahmed89 11 หลายเดือนก่อน +1

      @@representingbangladesh বাংলাদেশের মানুষ এখন ননস্টপ বলতে কেবল সুবর্ণ কিংবা সোনার বাংলা কেই বুঝে।

    • @representingbangladesh
      @representingbangladesh  11 หลายเดือนก่อน +1

      ঐ দুটো বলাই যাই, দেশের ১&২ নাম্বার সেরা ট্রেন 💜

    • @representingbangladesh
      @representingbangladesh  10 หลายเดือนก่อน

      ❤️

  • @saadmohammad৯২০০
    @saadmohammad৯২০০ ปีที่แล้ว +1

    ভাই আপনার ভিডিও কোয়ালিটি খারাপ এবং খুবই খারাপ।