একটা জিনিস খেয়াল করলাম প্রায় সবারি ঙ্কুল লাইফে এই গানটি শোনা হযেছে এমনকি আমারো রেডিওতে বেশি শুনতাম 2006 থেকে শুরু এখন 2019 সাল এখনো শুনছি তবুও নতুন লাগছে Thank you Tausif vi আপনার জন্য শুভো কামনা রইলো
আজীবন দাগ থেকে যাবে মনে, ২০০৭ সালে গানটা রিলিজ হওয়ার পর যখন প্রথমবার শুনেছি তখন স্তব্ধ হয়ে গেলামঃ যতদূর মনে পড়ে টানা ৩ ঘন্টা শুনেছিলাম। ঐ মুহুর্তগুলোকে যদি ফিরে পেতাম তাহলে জীবনের সবকিছু দিয়ে হলেও কিনে নিতাম।
২০০৬/৭ কম বেশি নোকিয়া Smartphone তখন হাতে ছিল।আর এই গানটা মোবাইলে ছিল না তা হতেই পারে না। বন্ধুদের আড্ডায় গানটা ছিল।আর কারো মেহেদী রাতে যদি ব্যান্ড আনতো সেখানে এই গানটা গাওয়ার অনুরোধ হত।এখনো মনে পড়ে সে দিন গুলোর কথা।
আমি তখন স্কুলে পড়ি।অসম্ভব পরিমানে রেডিও শুনতাম।এই গানটা অনেকদিন রেডিও টপচার্টে ছিলো। গানটা শোনার পর কি যে কষ্ট হচ্ছে! বয়স সময় ফ্রেমেবন্দি করেও রাখা যায় নাহ!
Israt Jahan Tumpa হুম আমিও রেডিও এডিক্টেড ছিলাম স্কুলে পড়া সময়। রেডিও টুডের টপ চার্টে গান গুলো থাকতো, বৃষ্টি ঝরে যায়, হিমালয় সুনীল বোরনা সাদা -মিনার সরলতার প্রতিমা তুমি আমার ঘুম কোন কারনে বালিকা তুই মেঘলা মেয়ে-পাবেল এই গান গুলো। ইচ্ছে করেই এই গান গুলো বেশি শোনা হয়না, কারন স্কুল জীবনের কথা মনে হয়ে কষ্টটা বেড়ে যায়
I don't know why i feel like crying while listening this song. This tune reminds me a lot of memories! Mesmerising my childhood. Thanks a ton to Towsif for this heartmelting tune ❤️❤️❤️
সেই স্কুল জীবন থেকেই এই গানটির সাথে পথ চলা শুরু করেছি । এই গানটি আমার মোবাইল টিউনে এখনো শুনে আর প্রশ্ন করে এই গানটা এখনো রাখছো । কিন্তু বছর কয়েক হলো এই প্রিয়ো গানটি শুনতে পারি না কারন আমি এখন অষ্ট্রেলিয়াতে থাকি সময় হয়ে উঠে না ধন্যবাদ তৌসিফ ভাই এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য ভালো থাকবেন ।💜💜💛💛💚💚 রেডিও শুনতাম এই গানটি সে সময়ে অনেক হিট ছিলো যাই হোক আবারো শুনতে পেয়ে খুব ভালো লাগলো । নতুন কিছুর জন্য অপেক্ষায় রইলাম ।
সময় টা ২০০৮ ছিল। প্রচুর ব্রিষ্টি হচ্ছিল নানাবাড়িতে খুলনায় । একটা খড়ের চালার নিচে দাড়িয়ে ছিলাম মামার সাথে...মামা গানটা খুব শুনতেন...তখন তো এফএম রেডিওর যুগ ছিল। আমার তখন বয়স ৮ মাত্র ,কিন্তু গানটা কেন জানি খুব ভালো লাগত...আজ ১১ বছর পর আবার শুনে মনটা কেমন জানি করে উঠল....পুরাই নস্টালজিক....সেই গ্রামবাংলার বৃষ্টির কথা মনে পড়ে যায়....
আজ ২০২৩ এ এসেও এই গান শুনছি আর আমাদের সন্তানদের জন্য এই কমেন্ট রেখে গেলাম, তারা এই গান শুনবে আর কমেন্ট পরবে আর ভাববে কেমন গান শুনছে আমাদের পুর্বপুরুষরা🥰
এখনো মনে আছে ২০০৮ সালে কোন এক বৃষ্টিময় রাতে কানে হেডফোন লাগিয়ে শুনেছিলাম নকিয়া ফোন দিয়ে।।আহহহ কোথায় হারিয়ে গেলো সেই সব দিনগুলো বৃষ্টিময় রাতগুলো।।। গানের সাথে পুরো লাইফ জড়িয়ে ছিলো।।গানটা শুনে চোখে পানি চলে আসলো আজকে।।সেই অতীতের সৃতি মনে পরে।।
২০১২ সালে যখন মনপুরা থেকে চট্টগ্রাম চলে আসলাম সব মায়া ত্যাগ করে কিন্তু দেহ চট্টগ্রাম থাকলেও মন ছিলো রেখে আসা প্রিয় জনের কাছে তখন থেকে রোজ রাতে শুনতাম গানটি। এখনো মাঝে মাঝে শুনি কিন্তু রেখে আসা প্রিয় মানুষটি যে আমার হলোনা...!! কিন্তু গানটি এখনো প্রিয়, এখনো নতুন। এক যুগ পার হলেও এই গানের কলিগুলো এখনো সর সময়ের স্মৃতি মনে করিয়ে দেয়।।
বয়স কে আটকে রাখা যায়না, তবে এ গানগুলোর মাধ্যমে স্কুল লাইফ কে অনুভব করতে পারি।। ধন্যবাদ কালজয়ী শিল্পি তৌসিফ, রুমি,হাবিব,হৃদয় খান,ন্যান্সি,বালাম, শুভমিতা,খেয়া এদের কে তাদের সেসময়ের সব গানই স্কুল লাইফের স্মৃতিতে অমলিন।
কিছু জিনিস আছে যেগুলো ভালোবাসাকে মজবুত করে, তার মধ্যে একটা হলো বিশ্বাস, পরস্পরকে সম্মান। তারপরে যেটা ভালোবাসাকে শক্ত করে তা হলো গান। এই গানটা এমনই। সম্মান জানাই ভারত থেকে 🇨🇮
অনেক দিনের পর গানটি শুনলাম এবং সেই ২০০৯-১০ সালের কথা খুবই মনে পড়েছিল। বিশেষ করে ২০১০ সালের এস, এস,সি পরিক্ষার পরের দিন গুলো যখন আমারা উড়তি বয়সের বালক সব বন্ধুরা দলবেধে এইসব গান গুলো শুনা হত।কোথায় গেলে আমার এই আবেগী মন কোথায় হারালো আমার রঙ্গিন জীবন।
এটি শুধুমাত্র একটি গানই নয়, এই গান আর তউসিফ ভাই এর কণ্ঠের সাথে মিশে আছে আমাদের কিশোর বেলার অজস্র রঙিন স্মৃতগুলো। নস্টালজীক হয়ে গেলাম। স্কুল লাইফের স্মৃতি😑
ফেলে আসা দিনগুলো অনেক ভালো ছিল।রেডিওতে অনেকবার সোনা হয়েছে এই গানটি। কি অসাধারন গান ছিল। বৃষ্টি ঝরে যায়...দুচোখের গোপনে..সখি গো... নিলানা খবর যতনে... আজ আমি ২০২৪ সালে শুনছি। লাইক দিলে আবার শুনবো।
কাগজের নৌকো দেখতে অনেক সুন্দর হয় কিন্তু জলে ভিজালেই ডুবে যায়, তেমনি স্বপ্ন আর কল্পনা অনেক আবেগ-প্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটি বিলন হয়ে যায়।। প্রবাসী কাজিরুল ইসলাম
দীর্ঘ অর্ধ এক যুগের পর আবার গানটা হুট করে শুনে ফেললাম! তখন আবেগ ছিলো এখন হয়তো বয়সের ভারে আবেগ মরে গেছে কিন্তু গানটা শুনে মনে হলো এখনো আমি যথেষ্ট আবেগী!
২০২৪ সালে এসে শুনছি🥰আগে শুনতাম রেডিওতে এফএম এ,সেই ২০১০,দশম শ্রেনীতে থাকাকালীন সময়ে,সবেমাত্র একটু একটু মনে রঙ লাগতে শুরু করেছিল😁সেইসব দিনগুলো খুব মিস করি,মিস করি সেইসব সহপাঠীদের, যাদের সাথে বসে খুব আবেগ নিয়ে গানগুলো শুনতাম😢
সে কাছে থাকা সত্তেও কখনো ছুয়ে দেখতে পারি নি। তার মায়াবি হাসিমাখা মুখটা দূর থেকেই দেখে গেছি। সে এখনো এক অদ্ভুত অনুভূতি। যাকে দেখি না প্রায় ৮ বছর কিন্তু তার প্রতি জমে থাকা ভালোবাসা একটুও কমে নি। যেখানেই থাকুক সুখে থাকুক। ভালো থকুক ফারু🥀
২০২৪ এ এসেও যখন গানটা শুনি তখন ভাবি সেই এফএম রেডিওর যুগটা কতটা কাল্পনিক সুন্দর ছিলো। হেডফোনটাকে ভালো করে কানে গুঁজে বারবার ঠিক করে শোনার চেষ্টা করাটা যেনো আজও স্পষ্ট মনে পরে। নষ্টালজিক না হয়ে উপায় নেই 💞
আমার মনে হয়, আমি এই গানটি লক্ষ বার শুনেছি,আর অনেক কেদেও ছিলাম,,,,তৌসিফের বেশির ভাগ গানই আমাদের অনেকের জিবনের সৃতিতে জরিয়ে আছে,বিশেষ করে প্রেমের সময়ে,,তার অনেক গান আমার মনে মাঝে গাথা হয়ে গেছে,, যা কখনো ভোলার নই,,,আমার হিসেবে তৌসিফের গান গুলো কোটি কোটি ভিও থেকে বেশি হয়েছিল,,,,,মন চাই যদি আবার সেই দিন গুলো ফিরে পেতাম,তৌসিফ যদি আবার এইরকম আরো কিছু গান উপহার দিতো আমাদের কতই না ভালো হতো,,,,,,
এটা গান না। এই হল আমাদের আবেগ যারা ৯০ দশকে জন্মগ্রহণ করা তারাই কেবল এ গানের সৌন্দর্য হারে হারে টের পেয়েছে। গানটা শুনার পর চোখের সামনে ছোটবেলার কাটানো সোনালী দিন গুলি সুতি মূহুর্তের ভেসে উঠল। এফ এম যে কতবার শুনা হত।হাবিব,বালাম,হৃদয়, তৌসিফ, তাহসান, ন্যান্সি,কনা,শিরিন ওরা কোথায় হারিয়ে গেল।
"Tears falling down silently from my eyes, but you didn't want to know why? I kept waiting on your way but you didn't read my mind. Is there any rain falling off the whole day from your eyes thinking of me, did you forget those words which I told you from bottom of my heart, tears falling down silently from my eyes, but you didn't want to know why? Did the year passes just like a day in your eyes or whole day there was a snowy storm, I made you all the requests but you didn't come back, I remain alone. Tears falling down silently from my eyes, but you didn't want to know why? I kept waiting on your way but you didn't read my mind...
Ami tokhon play or nursery te pori....tokhon shunsi first..loved it..akhono best..love u dada..best rain music ever...loved it...dada..tokhon windows xp 2007 e shuni ami..love u..
সখি গো সূরটা শুনলে কলিজায় গিয়ে লাগে ভাই,কি অদ্ভুত মায়া যে এই গানটাই কি করে বুঝাব।একটা সময় ছিল বৃষ্টির দিন নোকিয়া মোবাইলে কানে হেডফোন লাগিয়ে full সাউন্ডে এই গানটা শুনতাম।অনকে মিস করি জীবন থেকে হারিয়ে যাওয়া অতীতের সেই রোমান্টিক দিন গুলোকে।
কি অবাক লাগে। এক সময় এই গান সুনতাম আর তোমাকে মিস করতাম সাইকেল দিয়ে চলে আসতাম তোমাদের এলাকায়। মধ্যেবিত্ব হওয়ার কারনে হারালাম তোমায়। এখন চাইলেও অনেক কিছু করা সম্ভব কিন্তু একটা তুমি পাওয়া সম্ভব নয়।
আমি CLS, 5, এ থাকতে এক বড় ভায়েব কাছে পড়তে যাই, ভাই ছিলেন নতুন বিবাহিত, আমার বন্ধু অনেক আগে থেকেই তার কাছে পড়তো, আমি প্রথম দিন গিয়েই এই গানটা তার কম্পিউটারে সুনতে পাই, যদি ও তার পরে আর কোন দিন তার কাছে পড়তে যাওয়া হয় নি, কিন্তু সেদিনের পড় থেকে গানটা প্রিয় গান হয়ে যায়, ২০১০ সালের কথা।
স্কুলের স্টুডেন্ট। গান শুনা ছিল আমার বড্ড নেশা ..তৌসিফের গানের কথাগুলো দিয়ে থাকে ভাবতাম ....কিভাবে যে স্মৃতি হারিয়ে যায়.. স্মৃতিগুলো যদি আবার একই ফ্রেমে বাঁধতে পারতাম!!!
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়,,, স্মৃতি রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে তখন একটা লাইক দিলে, নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো. Rabeya Bristy
2008-09 এ এই গান টা এত পছন্দ করতাম আর এত শুনতাম আমাকে ইমপ্রেস করার জন্য আমার উপর ক্রাশ খাওয়া ছেলে টা ও নিজের ওয়েলকাম টিউনে এই গান রাখে,,😆, খুব মিস করি সোনালী দিন 😔
সেই স্কুল জীবনে এই গান শোনা দিন গুলা যেমন ফেরত আসবে না,তেমনি আজকের সময় টাও ১০ বছর পর এমন থাকবে না,আজকের দিন টা পরিবার কে সময় দিন ,ভালবাসুন নিজেকে ,যত্ন নিন,যত্নে থাকুন ❤️
❤️যতোটা ভালোবেসেছি তোকে, ততোটা আর কাউকে বাসিনি...।❤️ 😭যতোটা কান্না করেছি তোর জন্য প্রতি রাতে, ততোটা অশ্রু আর কারোর জন্য ঝরিনি,,,😭 👫যতোটা প্রহর গুনেছি তোর অপেক্ষায়, ততোটা হয়তো আর কারোর জন্যই করিনি,👫 😒কোনোদিন বুঝতেও চাইলি না যে তোকে কতোটা ভালোবাসি...!!!
ক্লাস ৩ তে পড়তাম তখন...... গান টা খুব ভালো লাগতো তখন শুধু শুনা হতো কিন্তু গানের লাইনের সাথে জীবনের অনেক মিল আছে তা বুঝতাম না.... এখন বুঝতেছি এই গানের সাথে জীবনের হাজার ও অনুভূতির মিল রয়েছে যা প্রকাশ করবার মতো নয়... 😊 ২০২১.....
একটা জিনিস খেয়াল করলাম প্রায় সবারি ঙ্কুল লাইফে এই গানটি শোনা হযেছে এমনকি আমারো রেডিওতে বেশি শুনতাম 2006 থেকে শুরু এখন 2019 সাল এখনো শুনছি তবুও নতুন লাগছে Thank you Tausif vi আপনার জন্য শুভো কামনা রইলো
আমি এখনো মনে রাখলাম গান টা। অসাধারণ
এই গান রিলিজ হয় সম্ভবত ২০০৮ এ
হুম ভাই,,,একদম সত্যি
ভাই এক কথায় অসাধারণ
Same bro
আজীবন দাগ থেকে যাবে মনে, ২০০৭ সালে গানটা রিলিজ হওয়ার পর যখন প্রথমবার শুনেছি তখন স্তব্ধ হয়ে গেলামঃ যতদূর মনে পড়ে টানা ৩ ঘন্টা শুনেছিলাম। ঐ মুহুর্তগুলোকে যদি ফিরে পেতাম তাহলে জীবনের সবকিছু দিয়ে হলেও কিনে নিতাম।
True
Right
@@ayeshafaruqui8321 থ্যাংকস।
❤❤❤ same me
Akdom
২০০৬সালের সবচেয়ে জনপ্রিয় একটা গান,এমন কোন আড্ডা ছিল না যে এই গানটা বাজে নাই বা কেউ গায় নাই।মনে পড়ে সে সব কাটানো সময়।
💓💓💓
স্মৃতি রেখে গেলাম যতবার লাইক পড়বে ততবার এসে দেখে যাবো🙂🥀🥺
i love you
assn 2024/9/13/AJ Abar sonty aslam
😊😊😊
🥺🥺🥺🥺
Tq u
২০০৬/৭
কম বেশি নোকিয়া Smartphone তখন হাতে ছিল।আর এই গানটা মোবাইলে ছিল না তা হতেই পারে না। বন্ধুদের আড্ডায় গানটা ছিল।আর কারো মেহেদী রাতে যদি ব্যান্ড আনতো সেখানে এই গানটা গাওয়ার অনুরোধ হত।এখনো মনে পড়ে সে দিন গুলোর কথা।
Memory te chilo Gaan ta...choto belar Kotha Mone pore jay...prem moy chilo somoy gulo...ja hariye felchi onk age...aaaah somoy🥺
২০৩০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম আজ ১/১/২০২২ আজ থেকে যখন ৯ বছর পর ছোটরা কমেন্ট পরবে তখন তারা বুজবে এই গান গুলো আমরা কতটা ভালোবাসতাম 😘😘😘
ভাইয়া এখনকার পোলাপান তো হিন্দি গানে আসক্ত কিন্তু আমি ব্যক্তি জিবনে হাবিনব বালাম তাওসিম রিদয় খান এবং এই গান গুলো এখনো শুনি এগুলোই প্রকৃত গান 🌸
Vai 2030 aste aste apnr comment e khuje Pawa jabe na new comments er vire 😢
হমম
Lats.. Play Again
এই গানগুলো কোটি টাকার গানকে ও হার মানায়❤️❤️❤️
আমি তখন স্কুলে পড়ি।অসম্ভব পরিমানে রেডিও শুনতাম।এই গানটা অনেকদিন রেডিও টপচার্টে ছিলো।
গানটা শোনার পর কি যে কষ্ট হচ্ছে! বয়স সময় ফ্রেমেবন্দি করেও রাখা যায় নাহ!
Israt Jahan Tumpa এ গান টা আমার ফেভারিট
mahadi sandip gazi fb
Israt Jahan Tumpa 😒😒😒😒😒😒😒,,I agree ✌✌
হুম
mahadi sandip gazi fb
Israt Jahan Tumpa হুম আমিও রেডিও এডিক্টেড ছিলাম স্কুলে পড়া সময়। রেডিও টুডের টপ চার্টে গান গুলো থাকতো,
বৃষ্টি ঝরে যায়,
হিমালয়
সুনীল বোরনা
সাদা -মিনার
সরলতার প্রতিমা
তুমি আমার ঘুম
কোন কারনে
বালিকা
তুই মেঘলা মেয়ে-পাবেল
এই গান গুলো। ইচ্ছে করেই এই গান গুলো বেশি শোনা হয়না, কারন স্কুল জীবনের কথা মনে হয়ে কষ্টটা বেড়ে যায়
সেই ছোটবেলা কেটেছে গানগুলো শুনে।এই সময়ে এসে যখন গানগুলো শুনছি তখন সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি।সত্যি এই জিনিসটা বলে বুঝানোর মতো নাহ❤
❤❤
I don't know why i feel like crying while listening this song.
This tune reminds me a lot of memories! Mesmerising my childhood.
Thanks a ton to Towsif for this heartmelting tune ❤️❤️❤️
Yeah, me too 🥺
Same😔
Same
too 🥲
Same
সোমা
আজও তৌসিফের "বৃষ্টি ঝরে যায়" এগানটি শুনলে তোমার আমার সেই নদীর ঘাটের কথা মনে পড়ে যায়......ভালো থেকো আমার সারাজীবনের ভালোবাসা।
তাকে কি হারিয়ে ফেলেছেন?
@@hertbroker7880 কেও কাওকে হারায় না মানুষ নিজেই তার নিজ নিজ জগতে হারিয়ে যায়
@@saadbintowhid8226 Right
ভালো থেকো আমার সারা জীবনের ভালবাসা এই কথাটা হ্রদয়ে আঘাত করেছে ভাই..!💔😢
ভালো থাকুক নিজ থেকে হারিয়ে যাওয়া মানুষ গুলু..!😢💔
HERT BROKER uu
সেই স্কুল জীবন থেকেই এই গানটির সাথে পথ চলা শুরু করেছি । এই গানটি আমার মোবাইল টিউনে এখনো শুনে আর প্রশ্ন করে এই গানটা এখনো রাখছো । কিন্তু বছর কয়েক হলো এই প্রিয়ো গানটি শুনতে পারি না কারন আমি এখন অষ্ট্রেলিয়াতে থাকি সময় হয়ে উঠে না ধন্যবাদ তৌসিফ ভাই এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য ভালো থাকবেন ।💜💜💛💛💚💚 রেডিও শুনতাম এই গানটি সে সময়ে অনেক হিট ছিলো যাই হোক আবারো শুনতে পেয়ে খুব ভালো লাগলো । নতুন কিছুর জন্য অপেক্ষায় রইলাম ।
sme problem bro ami amirakay thakate ay song amaro sona hoy na
@@mdsajibmia3750 আমারও একই অবস্থা, মঙ্গল গ্রহের মাউন্ট অলিম্পাসে থাকার কারণে শুনতে পারি না
২০০৬ সাল থেকে শুনতেছি,
২০২৪ সালে এসেও গান টি নতুন লাগছে❤️❤️
কে রে তুই?
সে স্কুল লাইফ থেকে, প্রথম প্রেমের অনুভূতি গুলো যেন এই গানটি বাড়িয়ে দিয়েছিল😍
Sajjad Amir
Amaro prio gaan ata
Sajjad Amirওও
আমার ও একই অনুভূতি।
School ar cholage jebon tar moto sundur jebon ar hoy na
প্রকৃতির ডাকে বৃষ্টি এখনো হয় কিন্তু স্কুল
জীবনে প্রথম প্রেমে পড়ার অনুভূতি টা আজ নেই,নেই বাটন ফোনে মেমোরি কার্ডে বাজা বৃষ্টির সময়ে এই গানটা শোনার সেই রিদয় স্পর্শকাতর অনুভূতি টা 🙂
Touchy song n that childhood 😊
আপনার কমেন্টটা হার্টে টাচ করলো ভাই,অনেক মিস করি বৃষ্টির সাথে সেই রোমান্টিক দিন গুলোকে।
Right
সময় টা ২০০৮ ছিল। প্রচুর ব্রিষ্টি হচ্ছিল নানাবাড়িতে খুলনায় । একটা খড়ের চালার নিচে দাড়িয়ে ছিলাম মামার সাথে...মামা গানটা খুব শুনতেন...তখন তো এফএম রেডিওর যুগ ছিল।
আমার তখন বয়স ৮ মাত্র ,কিন্তু গানটা কেন জানি খুব ভালো লাগত...আজ ১১ বছর পর আবার শুনে মনটা কেমন জানি করে উঠল....পুরাই নস্টালজিক....সেই গ্রামবাংলার বৃষ্টির কথা মনে পড়ে যায়....
Sei school life a shuna...r ekhon koto bochor par hoye gelo...eto bochor por ei gan shune mone hocche somoy dhore rakha jeto jodi.
Amio khulna r meye khub miss kori sei dinguli..
কেউ কি আছেন যারা ২০২৪ সালে এসে এই গানটা শুনছেন???❤
Ami
Hu.m❤
Nilana khobor jotone😢
Amio
Ami ak jon achi protek din e shuni....
আজ ২০২৩ এ এসেও এই গান শুনছি আর আমাদের সন্তানদের জন্য এই কমেন্ট রেখে গেলাম, তারা এই গান শুনবে আর কমেন্ট পরবে আর ভাববে কেমন গান শুনছে আমাদের পুর্বপুরুষরা🥰
সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেলো ।। কি নস্টালজিক ছিলো । আর ফিরে আসবে না দিন গুলো ২০০৯/২০১০
১ যুগ পেড়িয়ে, ভালবাসা অবিরাম ♥
তৌসিফ ভাই। কই তুমি। একদম আড়ালে চলে গেলা। ২০২৩ ও তোমার গানে মুগ্ধ হই
অনেক প্রিয় গান ছিল আছে এখনো! এ্যালবাম বের হওয়ার পর ২০টাকা দিয়ে ক্যাসেট কিনেছিলাম।সবসময় পুরা ভলিউম দিয়ে গানটা শুনেছি।খুব মিস করি সেই সোনালি অতীত কে😭😭😭😲
Amio same vai
এখনো মনে আছে ২০০৮ সালে কোন এক বৃষ্টিময় রাতে কানে হেডফোন লাগিয়ে শুনেছিলাম নকিয়া ফোন দিয়ে।।আহহহ কোথায় হারিয়ে গেলো সেই সব দিনগুলো বৃষ্টিময় রাতগুলো।।। গানের সাথে পুরো লাইফ জড়িয়ে ছিলো।।গানটা শুনে চোখে পানি চলে আসলো আজকে।।সেই অতীতের সৃতি মনে পরে।।
সাইপ্রাস নিকোশিয়া শহর দিয়ে যখন হেঁটে যেতাম কাজ শেষ করে তখন এই গানটি কানে হেডফোনটা দিয়ে শুনতাম আজও মনে পড়ে সেই সব দিনগুলোর কথা 😢
২০১২ সালে যখন মনপুরা থেকে চট্টগ্রাম চলে আসলাম সব মায়া ত্যাগ করে কিন্তু দেহ চট্টগ্রাম থাকলেও মন ছিলো রেখে আসা প্রিয় জনের কাছে তখন থেকে রোজ রাতে শুনতাম গানটি। এখনো মাঝে মাঝে শুনি কিন্তু রেখে আসা প্রিয় মানুষটি যে আমার হলোনা...!! কিন্তু গানটি এখনো প্রিয়, এখনো নতুন। এক যুগ পার হলেও এই গানের কলিগুলো এখনো সর সময়ের স্মৃতি মনে করিয়ে দেয়।।
বয়স কে আটকে রাখা যায়না, তবে এ গানগুলোর মাধ্যমে স্কুল লাইফ কে অনুভব করতে পারি।। ধন্যবাদ কালজয়ী শিল্পি তৌসিফ, রুমি,হাবিব,হৃদয় খান,ন্যান্সি,বালাম, শুভমিতা,খেয়া এদের কে তাদের সেসময়ের সব গানই স্কুল লাইফের স্মৃতিতে অমলিন।
আজকে দুপুরে নারায়ণগঞ্জ বৃষ্টি হচ্ছিলো... হঠাৎ গানটা মনে পড়ে যায়।
এরপর আবার ভুলে গেছিলাম, এখন আবার মনে পড়লো তাই শুনতে এলাম গানটা ❤❤❤
কিছু জিনিস আছে যেগুলো ভালোবাসাকে মজবুত করে,
তার মধ্যে একটা হলো বিশ্বাস, পরস্পরকে সম্মান। তারপরে যেটা ভালোবাসাকে শক্ত করে তা হলো গান। এই গানটা এমনই।
সম্মান জানাই ভারত থেকে 🇨🇮
এটা কি ভারতের ফ্লাগ,,🇨🇮🇨🇮🇨🇮
২০০৬ সালে রেডিও তে সুনছি খুব ভাল লাগে আজও
হুম
আমার ও অনেক পছন্দের এক্টা গান..!
2006 ar gan?
এটা ২০০৬ এর গান?
অনেক দিনের পর গানটি শুনলাম এবং সেই ২০০৯-১০ সালের কথা খুবই মনে পড়েছিল। বিশেষ করে ২০১০ সালের এস, এস,সি পরিক্ষার পরের দিন গুলো যখন আমারা উড়তি বয়সের বালক সব বন্ধুরা দলবেধে এইসব গান গুলো শুনা হত।কোথায় গেলে আমার এই আবেগী মন কোথায় হারালো আমার রঙ্গিন জীবন।
যখন ক্লাস ৫ এ ছিলাম তখন গানটি বেরিয়েছিল অনেক শুনতাম
এখন কলেজ শেষ পর্যায়ে এখনো গানটি শুনি
❤️❤️🙏
এস এস সি পরীক্ষার আগে গানটি রিলিজ হয়েছিল।।খুব শুনতাম,নিজে নিজেও গুন গুন করতাম।।আহা!!সোনালী দিন ❤️❤️
এটি শুধুমাত্র একটি গানই নয়, এই গান আর তউসিফ ভাই এর কণ্ঠের সাথে মিশে আছে আমাদের কিশোর বেলার অজস্র রঙিন স্মৃতগুলো। নস্টালজীক হয়ে গেলাম। স্কুল লাইফের স্মৃতি😑
ফেলে আসা দিনগুলো অনেক ভালো ছিল।রেডিওতে অনেকবার সোনা হয়েছে এই গানটি। কি অসাধারন গান ছিল। বৃষ্টি ঝরে যায়...দুচোখের গোপনে..সখি গো... নিলানা খবর যতনে...
আজ আমি ২০২৪ সালে শুনছি। লাইক দিলে আবার শুনবো।
কাগজের নৌকো দেখতে অনেক সুন্দর হয় কিন্তু জলে ভিজালেই ডুবে যায়, তেমনি স্বপ্ন আর কল্পনা অনেক আবেগ-প্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটি বিলন হয়ে যায়।।
প্রবাসী কাজিরুল ইসলাম
Kotha ta valo laglo
কত দিন,কত রাত যে এই গানটা শুনেছি হিসেব ছাড়া।
শুধুমাত্র এই গানটা আপনার ম্যাক্সিমাম গানগুলো শুনেছি।
এখনো খুবই ভালো লাগে।
2019 শুনলাম আর মনে পরে গেলো
কিছু পুরনো সেই দিন গুলো 😞
সময় খুব তারাতাড়ি শেষ হয়ে জায়
দীর্ঘ অর্ধ এক যুগের পর আবার গানটা হুট করে শুনে ফেললাম! তখন আবেগ ছিলো এখন হয়তো বয়সের ভারে আবেগ মরে গেছে কিন্তু গানটা শুনে মনে হলো এখনো আমি যথেষ্ট আবেগী!
এই গান আমার অনেক প্রিয় 😘😘😘
কারণ এই গান টা ছোট বেলার👶👶👶
স্মৃতি মনে করিয়ে দেয় আমার 😨😨🤢
কোথায় হারিয়ে গেলো সংগীত জগতের নক্ষত্র 😢
ডা. তৌসিফ
কলেজ লাইফের গান।।।love u tawsif
Hi
ছোট বেলায় শোনা গান ২০২৪ এ এসেও শুনছি- কেউ কমেন্টে লাইক দিলে বা রিপ্লে দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো
❤
আমার খুব প্রিয় একটা গান ❤❤❤❤
গানটা এড়িয়ে যাই...
গান্টা শুধু তার কথাই মনে করিয়েই কষ্ট দেয় যাকে মনে করতে চাই না..
আমার ও
ছোটবেলা থেকে তৌসিফ আসিফ বালাম এদের গান শুনেই বড় হইছি😘
বালাম ও তৌসিফ এর গান শুনেই গান বুঝতে শিখি এখনো তাদের গান ছাড়া ভালো লাগেনা
Listening after about 10 years later. Missing those college days so bad. After came in USA didn’t managed time to listen all those favorite songs. 😭
বৃষ্টি - চা - সৃতিচারণ = এই গানটা জাস্ট ওয়াও😱💝
2007 এর খুব প্রিয় একটা গান কতটা পছন্দের তা বলার ভাষা জানা নেই 🥰🥰এখনও শুনি 🥰🥰সেই দিন গুলো আর কখনও ফিরে আসবে না😣😣
২০২৪ সালে এসে শুনছি🥰আগে শুনতাম রেডিওতে এফএম এ,সেই ২০১০,দশম শ্রেনীতে থাকাকালীন সময়ে,সবেমাত্র একটু একটু মনে রঙ লাগতে শুরু করেছিল😁সেইসব দিনগুলো খুব মিস করি,মিস করি সেইসব সহপাঠীদের, যাদের সাথে বসে খুব আবেগ নিয়ে গানগুলো শুনতাম😢
চেম ক্লাস,,,,💝
এই গানটি যে সময় শুনি তখন আমার বয়স ১৪বছর।... আজও শুনি০১/০৭ ২০২০
Same
তাই!
আমিও ভাই পুরোনো প্রেম মনে পরে যাই
তখন আমি মনে হয় মাত্র ক্লাস সিক্সে পড়ি, এই গানটা আজকে এত্ত বছর পরে আবারও শুনলাম। এইটা কি অন্যরকম ভাললাগা কাজ করছে তা ভাষায় ব্যাক্ত করার মত না ভাই 😘😘🤩
সে কাছে থাকা সত্তেও কখনো ছুয়ে দেখতে পারি নি।
তার মায়াবি হাসিমাখা মুখটা দূর থেকেই দেখে গেছি।
সে এখনো এক অদ্ভুত অনুভূতি।
যাকে দেখি না প্রায় ৮ বছর কিন্তু তার প্রতি জমে থাকা ভালোবাসা একটুও কমে নি।
যেখানেই থাকুক সুখে থাকুক।
ভালো থকুক ফারু🥀
সেইম!!
আপনি মাত্র আট বছর। আমি বিশ বছর।।
Onek kosto ty na ami o same 😢😢😢
২০০৯ সালের কিছু স্মৃতি মনে পড়ে গেল।
হাবিব,তৌসিফ, বালাম, হৃদয় খান
এরাই ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলা গানকে রক্ষা করেছিল,,, পাইরেসির কারণে তারাও হারিয়ে গেলো।😒
Bro...Arifin rumi o ace vitore...tnq
Sathe topu o ache aro onk singer e ache jara oi somoy valo kisu gan amader upohar diese .
আরফিন রুমির কথা ভুলে গেলেন ভাই
Sumon, anila, mila,fuad, bappa, Kona o chilo...
২০২৪ এ এসেও যখন গানটা শুনি তখন ভাবি সেই এফএম রেডিওর যুগটা কতটা কাল্পনিক সুন্দর ছিলো।
হেডফোনটাকে ভালো করে কানে গুঁজে বারবার ঠিক করে শোনার চেষ্টা করাটা যেনো আজও স্পষ্ট মনে পরে।
নষ্টালজিক না হয়ে উপায় নেই 💞
আমার মনে হয়, আমি এই গানটি লক্ষ বার শুনেছি,আর অনেক কেদেও ছিলাম,,,,তৌসিফের বেশির ভাগ গানই আমাদের অনেকের জিবনের সৃতিতে জরিয়ে আছে,বিশেষ করে প্রেমের সময়ে,,তার অনেক গান আমার মনে মাঝে গাথা হয়ে গেছে,, যা কখনো ভোলার নই,,,আমার হিসেবে তৌসিফের গান গুলো কোটি কোটি ভিও থেকে বেশি হয়েছিল,,,,,মন চাই যদি আবার সেই দিন গুলো ফিরে পেতাম,তৌসিফ যদি আবার এইরকম আরো কিছু গান উপহার দিতো আমাদের কতই না ভালো হতো,,,,,,
Hazar bar shunchi....aaaah somoy 🥺
আমার বয়স এখন ৬০,,যখন প্রথম গানটি বাজারে আসে তখন থেকেই গানটির সাথে আছি,,,আজও গানটি সেভাবেই ভাললাগে।
শুভকামনা তৌসিফ কে।
2006 সালে এই গান একটা ইতিহাস করেছিলো। আজ ২০২০ সালের এপ্রিল মাসে কোয়ারেন্টাইন ডে গুলোতে ১৪ বছর আগের স্মৃতিগুলো মুহূর্তেই সজীব হয়ে উঠলো।
Shetai bhai... 2006 er gan.. kintu title a likha 2017... bepar ta valo laglo na..!
আজকে ও শুনছি
এটা গান না। এই হল আমাদের আবেগ যারা ৯০ দশকে জন্মগ্রহণ করা তারাই কেবল এ গানের সৌন্দর্য হারে হারে টের পেয়েছে। গানটা শুনার পর চোখের সামনে ছোটবেলার কাটানো সোনালী দিন গুলি সুতি মূহুর্তের ভেসে উঠল। এফ এম যে কতবার শুনা হত।হাবিব,বালাম,হৃদয়, তৌসিফ, তাহসান, ন্যান্সি,কনা,শিরিন ওরা কোথায় হারিয়ে গেল।
"Tears falling down silently
from my eyes, but you didn't
want to know why?
I kept waiting on your way
but you didn't read my mind.
Is there any rain falling off the whole day from your eyes thinking of
me, did you forget those words
which I told you from bottom of
my heart, tears falling down silently
from my eyes, but you didn't
want to know why?
Did the year passes just like a day
in your eyes or whole day there was a snowy storm, I made you all
the requests but you didn't come
back, I remain alone.
Tears falling down silently
from my eyes, but you didn't
want to know why?
I kept waiting on your way
but you didn't read my mind...
good job
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Superb
Ami tokhon play or nursery te pori....tokhon shunsi first..loved it..akhono best..love u dada..best rain music ever...loved it...dada..tokhon windows xp 2007 e shuni ami..love u..
এই গানটি যেই দিন শুনেছি তখন আমি অনেক ছোট।
সেই দিনটা এখনও মনে পরে সেই দিন গাড়ীতে বসে বসে শুনছিলাম এই গানটা সেইদিন ও প্রচুর বৃষ্টি পরছিল।
সেই পুরোনো স্মৃতি মনেপড়ে। আহা কি সোনালী দিন ছিলো
২০১৯ সালে কে কে শুনেছেন গানটি লাইক মি
ami
ami
Ami
ami
hmm👌👌
সখি গো সূরটা শুনলে কলিজায় গিয়ে লাগে ভাই,কি অদ্ভুত মায়া যে এই গানটাই কি করে বুঝাব।একটা সময় ছিল বৃষ্টির দিন নোকিয়া মোবাইলে কানে হেডফোন লাগিয়ে full সাউন্ডে এই গানটা শুনতাম।অনকে মিস করি জীবন থেকে হারিয়ে যাওয়া অতীতের সেই রোমান্টিক দিন গুলোকে।
কি অবাক লাগে। এক সময় এই গান সুনতাম আর তোমাকে মিস করতাম সাইকেল দিয়ে চলে আসতাম তোমাদের এলাকায়। মধ্যেবিত্ব হওয়ার কারনে হারালাম তোমায়। এখন চাইলেও অনেক কিছু করা সম্ভব কিন্তু একটা তুমি পাওয়া সম্ভব নয়।
আমি CLS, 5, এ থাকতে এক বড় ভায়েব কাছে পড়তে যাই, ভাই ছিলেন নতুন বিবাহিত, আমার বন্ধু অনেক আগে থেকেই তার কাছে পড়তো, আমি প্রথম দিন গিয়েই এই গানটা তার কম্পিউটারে সুনতে পাই, যদি ও তার পরে আর কোন দিন তার কাছে পড়তে যাওয়া হয় নি, কিন্তু সেদিনের পড় থেকে গানটা প্রিয় গান হয়ে যায়, ২০১০ সালের কথা।
যদি পৃথিবীর সকল ভালোবাসা জিতে যেত তবে হয়তো এসব গানের জন্ম হত না❤
২০২৪ এসে আবার গানটার মায়ায় পড়ে গেলাম😊
My Favorite Song.School Life Theke Tausif er Gan Suni.
❤❤ আহা স্কুল লাইফ এর দিন গুলা
আমার প্রথম অনুভতি,, গানটিতে জড়িয়ে আছে,, তাকে বলতে পারিনি তখনো,, কিন্তু গানটা আমাকে অনেক কিছু শিখিয়েছে🥰 তারপর গানের ভাষা থেকে ভালোবাসা জাগ্রত হয়েছিলো,🥰
আমিও আপনার মতো একি পথের পথিক...🙃
Ai gan gulo sunle kuv icche kore abar puruno din gulote fire jai
সবসময় প্রিয়👌💝 আগের কথা মনে পড়ে যায় এক সময় যে কতো পরিমানের প্রিয় আর কতো যে শুনেছি, অনেক অনেক প্রিয়
Oneek valolage ganta❤❤
Md Atik Sylhet ...mone pore ২000 to 20010. tokon fm radio te gaan gulu suntam ki j valo lagto...mone hoy fire jai sai din gulate.....
Amr most fvt ❤️
Best part hocche song er tune ta just 👌
বাংলার আগের গানগুলোর মধ্যে মনকাড়া মনকাড়া একটা ব্যপার ছিল।
তখন ক্লাস ৯ এ পড়তাম গানটি প্রথম যখন শুনি । প্রায়ই শুনতাম গান টি । এত্ত ভালো লাগে । এখন যখনই বৃষ্টি হয়, তখনই এই গান শুনি ।
বাহিরে বৃষ্টি পরছে, আর শুনছি খুব ভালোলাগছে❤
স্কুলের স্টুডেন্ট। গান শুনা ছিল আমার বড্ড নেশা ..তৌসিফের গানের কথাগুলো দিয়ে থাকে ভাবতাম ....কিভাবে যে স্মৃতি হারিয়ে যায়.. স্মৃতিগুলো যদি আবার একই ফ্রেমে বাঁধতে পারতাম!!!
Old is Gold
বৃষ্টি ঝরে যায় দু'চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
কিছু কিছু গান আসলে পুরানো হবার নায় ! love you Tausif vai 2011 সালে আমি খুব ছোট ছিলাম এখন ২০২২ প্রায় এক যুগ হয়ে গেছে কিন্তু আনভুতি গুলো একেই আছে !
কারা তারা যারা 2020 সালেএসেও এই গানটি শুনেছেন😌😌
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়,,, স্মৃতি রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে তখন একটা লাইক দিলে, নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো. Rabeya Bristy
আমার খুব পছন্দের একটি গান ,গানটা যত বার শুনি ততবার ভাল লাগে।
এই গানটা আমার প্রিয় মানুষের জন্য স্মৃতি রেখে গেলাম যদি কেউ লাইক দেয় আবার ফিরে এসে দেখব
2008-09 এ এই গান টা এত পছন্দ করতাম আর এত শুনতাম আমাকে ইমপ্রেস করার জন্য আমার উপর ক্রাশ খাওয়া ছেলে টা ও নিজের ওয়েলকাম টিউনে এই গান রাখে,,😆, খুব মিস করি সোনালী দিন 😔
Same....
You are Lucky person
@@hasibhamid306 তাই নাকি??
@Anjuman Begum ইয়েস ❤️
সত্যি কোন ছেলে এমন করে যাকে সে অনেক পছন্দ করে তার জন্য।
আমার খুব প্রিয় একটি গান।
oh school time :( 2007/2008 :( missing those days.. missing u my fst love
😢
আজ প্রথম গানটা শুনলাম।সত্যিই গানটা খুব অসাধারন 😍😍😍
অবশ্যই বৃষ্টি আসলে গানটা শুনি কেননা তাতে মনটা ভালো হয়ে যায় ।
সেই স্কুল জীবনে এই গান শোনা দিন গুলা যেমন ফেরত আসবে না,তেমনি আজকের সময় টাও ১০ বছর পর এমন থাকবে না,আজকের দিন টা পরিবার কে সময় দিন ,ভালবাসুন নিজেকে ,যত্ন নিন,যত্নে থাকুন ❤️
❤️যতোটা ভালোবেসেছি তোকে,
ততোটা আর কাউকে বাসিনি...।❤️
😭যতোটা কান্না করেছি তোর জন্য প্রতি রাতে,
ততোটা অশ্রু আর কারোর জন্য ঝরিনি,,,😭
👫যতোটা প্রহর গুনেছি তোর অপেক্ষায়,
ততোটা হয়তো আর কারোর জন্যই করিনি,👫
😒কোনোদিন বুঝতেও চাইলি না যে তোকে কতোটা ভালোবাসি...!!!
Nice
Faysal Ahmed Munshi
+Forhad Hasan ঊঊঈঊ।
ভাল বাসার মানুষ জখন দুরে চোলে জায়া। তখন এই গানটা সুনলে সব ছিতি মনে পোরেজায়। তার কথা মনে পরে অনেক।
nazmin ali
Ji vay apni thik e bolechen.....?
কারো মুখে গানটি শুনতাম প্রতিরাতে, কখোনো রেডিওতে শুনিনি, তার মুখে শুনা, এখন শুনছি আগের সৃতি গুলো মনে পরে৷ ২০১০ এ শুনতাম
2024 ,এ কে কে শুনছেন 💜
Ami my favorite songs
দারুণ একটা গান ❤
I think that time I on school..and just lost my first love... thanks that song...
2023 সালেও পছন্দের তালিকার গান❤
সেই বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এখনো শুনি
ক্লাস ৩ তে পড়তাম তখন...... গান টা খুব ভালো লাগতো তখন শুধু শুনা হতো কিন্তু গানের লাইনের সাথে জীবনের অনেক মিল আছে তা বুঝতাম না.... এখন বুঝতেছি এই গানের সাথে জীবনের হাজার ও অনুভূতির মিল রয়েছে যা প্রকাশ করবার মতো নয়... 😊
২০২১.....
আমার অনেক পছন্দের একটা গান,, আমি বৃষ্টির দিনে ঘরে সুয়ে সুয়ে একা একা এই গান সোনি,,,,,,,,,, আদিল শরিফ,,,,,,
এই গানগুলো কখনো পুরোনো হবে না।
আহ পুরোনো দিনগুলো 😢😢
We are 90s kids 🧒 😢
We are getting old😢😢