জগন্নাথ বিগ্রহ || Idol of God || Nrisingha Prasad Bhaduri || History of Rathayatra Part-7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @jayantachatterjee2854
    @jayantachatterjee2854 2 ปีที่แล้ว +12

    আহা , অসাধারণ । প্রতিটি পর্বে সমৃদ্ধ হয়ে চলেছি ।

  • @rainbow560037
    @rainbow560037 2 ปีที่แล้ว +4

    অপূর্ব আলোচনা। যেন মধু‌ঃক্ষরণ হচ্ছে। কি অপূর্ব জগন্নাথ র বর্ণনা। "অখণ্ড মন্ডলাকারং", "সর্ব্বদা সাক্ষীভূতম" 🙏🌸🙏

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 ปีที่แล้ว +2

    ধন্য ,ধন্য করে দিলেন ।কোন জনমের কিছু পূর্নের ফলে আপনার ব্যাখ্যা শোনার সুযোগ পেলাম।যেখানে মানুষ সার্থ ছাড়া কিছু। বোঝে না ।সে খানে অঝোর ধারায় পাষাণের গায়ে জল পরার মতো । আপনার ব্যাখ্যা গুলো ।প্রণাম নেবেন ভালো খুব ভালো থাকবেন । এই অসহায় দের জন্য ।

  • @saikatsain1218
    @saikatsain1218 ปีที่แล้ว +2

    আমরা অনেক ভাগ্যবান আপনাকে এভাবে শুনতে পাচ্ছি।আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

  • @sumitachakrabarty1527
    @sumitachakrabarty1527 6 หลายเดือนก่อน +1

    অসাধারণ আলোচনা🙏আহা আহা 🙏জয় জগন্নাথ প্রভু 🙏সমৃদ্ধ হলাম 🙏🙏🙏

  • @mitachatterjee454
    @mitachatterjee454 2 ปีที่แล้ว +8

    জগন্নাথ দেবের উপর এত সুন্দর ব্যাখ্যা এর আগে আমার শোনা হয়নি। অনেক কিছু জানতে পারলাম। সব ই ওনার ইচ্ছা। এত ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করার ক্ষমতা ঁআমার মতো মানুষের নেই। ওনার চরনে শতকোটি প্রনাম ।আপনাকেও জানাই আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ। 🙏🙏

  • @mukuacharyya4517
    @mukuacharyya4517 2 ปีที่แล้ว

    আহা।কি।অপূর্ব।এতদিনের।অপেক্ষার। অন্ত।হলো।আমিনন্দিত।হলাম।সমৃদ্ধ।হলাম।সুস্থ।থাকুন।ভালো।থাকুন।আরো।জানতে।চাই।পূর্ণ।হতে।চাই।অন্তর।ভরে।উঠুক। কানায়।কানায়।

  • @JhumaDeSarkar
    @JhumaDeSarkar 6 หลายเดือนก่อน

    Ki j apurbo kotha sunlam , bole bojhate parbo na, kotodin janar ecche chilo, puron holo...onek sroddhya pronam apna k.

  • @goodthoughtspradiplahiri4636
    @goodthoughtspradiplahiri4636 2 ปีที่แล้ว +3

    ।। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি ।।
    খুবই সুন্দর আপনার উপস্থাপনা।
    জয় শঙ্খগদাধর।

  • @lidearbivash1188
    @lidearbivash1188 2 ปีที่แล้ว +1

    পূরবী চক্রবর্তী জগন্নাথ দেবের উপর এতো অপূর্ব ব‍্যাখ‍্যা আগে কখনো শুনিনি। অসম্ভব ভালো লাগছে।আরো শুনতে ইচ্ছে করছে। জগন্নাথের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানই। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন।

  • @surupasaha6124
    @surupasaha6124 ปีที่แล้ว

    অপূর্ব আলোচনা, খুব ভালো লাগল, আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানাই স‍্যার 🙏🙏🙏

  • @sudiptapramanik3956
    @sudiptapramanik3956 2 ปีที่แล้ว

    আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন দাদা। আমার কৃতজ্ঞতা জানাই।

  • @shrijitadutta
    @shrijitadutta ปีที่แล้ว

    Apurbo Sir.🙏 chotobela theke Bartaman potrikar pujabarshiki te apnar lekhagulo pore baro hoachi r sekhan theke e amar mythology r proti interest. Aj apnar chanel ta prothom bar dekhlam,ato bachor apnar lekha porechi aj sunlam, apurbo laglo.. Pronam neben.🙏

  • @aditichatterjee6226
    @aditichatterjee6226 2 ปีที่แล้ว +7

    Sir I request to continue this kind of knowledgeable discussions more.... I pray to God for ur long life and health. So that we can know our puran. Because I find we hardly know anything.... 🙏🙏🙏

  • @sreeparnabiswas2033
    @sreeparnabiswas2033 2 ปีที่แล้ว

    অসাধারণ আপনার কথা। আপনার লিখা মোটামুটি সব বই আমার কাছে আছে ও পড়েছি। 🙏 কিন্তু শুনতে ও খুব ভালো লাগছে। প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি। অবতারদের কথা শুনবার আগ্রহ রইলো। অনেক অনেক ধন্যবাদ ও প্রনাম জানবেন। 🙏 🙏 🙏 🙏

  • @jagadishkoner8650
    @jagadishkoner8650 2 ปีที่แล้ว +2

    স‍্যার কি শুনিলাম মন প্রাণ ভরে গেল।

  • @tapatisensarma1452
    @tapatisensarma1452 2 ปีที่แล้ว

    পরবর্তী আলোচনার অপেক্ষায় রইলাম।খুব সুন্দর বিশ্লেষন।🙏🙏🙏🙏

  • @muktimaity7646
    @muktimaity7646 2 ปีที่แล้ว +5

    সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।জয় জগন্নাথ।

  • @Picklu17Arna
    @Picklu17Arna 2 ปีที่แล้ว

    আমি একজন সাধারণ ব্যাক্তি , আপনার কথা গুলো আমার কাছে অমৃত মতো লাগছে ,আমি জানি না আমি কতটা আত্মস্থ করতে পারছি , তবে আপনি যা বলছেন তাতে অন্তর শুদ্ধি করণ হচ্ছে হয় তো আমার ,আপনি সুস্থ এবং ভালো থাকুন। . আপনার সমস্ত কথা আমি মন দিয়া শুনে খুব শান্তি পাই , আজ আমি ধন্য আপনার কথা শুনে। আপনি আরো অনেক জ্ঞান দান করুন এটা আমার অনুরোধ।🙏🤲

  • @pulakbasu8848
    @pulakbasu8848 2 ปีที่แล้ว

    আপনাকে অনেক প্রনাম। ভীষন ভালো লাগল

  • @hiyagoswami2130
    @hiyagoswami2130 2 ปีที่แล้ว +27

    আমাদের বাড়িতে আপনার প্রায় সব বই ই আছে। যদিও আমি সব গুলো এখনও পড়ে উঠতে পারিনি । সত্যি, খুব ঋদ্ধ হচ্ছি। কারণ, এখন বাঙ্গালী তো জ্ঞানের ভান্ডার নিয়ে বসে এরকম আলোচনা, আড্ডা, গল্প করতে ভুলেই গেছে। চারদিকে কেমন একটা shallow culture. তাই খুব ভালো লাগছে। অনুরোধ থাকল, শঙ্কর ও শঙ্করী কে নিয়ে এরকম গল্প, উপাখ্যান ও আলোচনা এরপর শুনতে চাই....

    • @sujaybiswas8654
      @sujaybiswas8654 2 ปีที่แล้ว

      Doyakora Onar boigulir nam and publisher janan bn plez goa thka bolci

    • @hiyagoswami2130
      @hiyagoswami2130 2 ปีที่แล้ว +3

      কথা অমৃতসমান
      কৃষ্ণা কুন্তী ও কৌন্তেয়
      মহাভারতের ছয় প্রবীণ
      কলিযুগ
      মহাভারতের প্রতিনায়ক
      মহাভারতের অষ্টাদশী
      ইত্যাদি ইত্যাদি
      এগুলো সবই online এ available.

    • @sujaybiswas8654
      @sujaybiswas8654 2 ปีที่แล้ว +2

      @@hiyagoswami2130 🙏

    • @sumitanandy3077
      @sumitanandy3077 2 ปีที่แล้ว +1

      @@hiyagoswami2130 Mahavarater nari,etao khub sundar

    • @hiyagoswami2130
      @hiyagoswami2130 2 ปีที่แล้ว +1

      হ্যা....

  • @kalyankumarbhanja1846
    @kalyankumarbhanja1846 6 หลายเดือนก่อน

    স্যার প্রণাম নেবেন । আপনার পান্ডিত্যে আপনি স্বমহিমায় উজ্জ্বল।

  • @ankurpanda2988
    @ankurpanda2988 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ এই বিশ্লেষণ এর জন্য, আর জানাই প্রণাম

  • @kaveryroy4592
    @kaveryroy4592 ปีที่แล้ว

    Asadharan tomer ei videota mon vore galo dada

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 2 ปีที่แล้ว +1

    কি ভালো যে লাগছে,"মধুর তোমার শেষ যে না পাই...."

  • @sarbarimukherjee7724
    @sarbarimukherjee7724 2 ปีที่แล้ว

    মুগ্ধ হয়ে শুনলাম

  • @archanadebnath2642
    @archanadebnath2642 2 ปีที่แล้ว

    খুব ভাল লাগল, আমার প্রনাম নেবেন ।🙏

  • @abadhootpanda1937
    @abadhootpanda1937 6 หลายเดือนก่อน

    আমি আপনাকে প্রণাম করি l জয় জগন্নাথ স্বামী 🙏

  • @anjangoswami9947
    @anjangoswami9947 2 ปีที่แล้ว +10

    Golden informative speech. Thank you, sir 🙏

  • @tanmoymondal3776
    @tanmoymondal3776 2 ปีที่แล้ว

    স্যার ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো

  • @sudeshnasarkar7457
    @sudeshnasarkar7457 2 ปีที่แล้ว

    Opoorbo....sune dhonyo hochhi, ridhho hochhi.....pronaam apnake

  • @suparnabanerjee581
    @suparnabanerjee581 2 ปีที่แล้ว

    Oshadharon 🙏

  • @AtasiRakshit
    @AtasiRakshit 23 วันที่ผ่านมา

    Just awesome sir 🙏🙏🙏🙏🙏

  • @rajibdhar3148
    @rajibdhar3148 2 ปีที่แล้ว

    Osadharan dada, mugdha holam, pronam neben

  • @alokdas8558
    @alokdas8558 2 ปีที่แล้ว

    বড় ভালো লাগলো। পরবর্তী উপাখ্যান শোনার আগ্রহ নিয়ে বসে রইলাম।

  • @anoptimisticsmile..6439
    @anoptimisticsmile..6439 2 ปีที่แล้ว

    অসাধারণ🙏🙏 কতটা আত্মস্থ করতে পারছি জানিনা,তবে আপনি যা নিজ মুখে বলছেন তা শুনেই ধন্য আমি। খুব ভালো থাকবেন স্যার। প্রণাম🙏🙏

  • @somnathkarmakar7080
    @somnathkarmakar7080 2 ปีที่แล้ว +2

    excellent, please continue for long long times

  • @monalisadas4527
    @monalisadas4527 ปีที่แล้ว

    Apurbo bakha.. Apni amar pranam neben 🙏

  • @ratnamandal5327
    @ratnamandal5327 6 หลายเดือนก่อน

    অসাধারণ আরো আরো আরও চাই, R খুব ভালো থাকবেন আপনি..❤

  • @shubhajyotidas7043
    @shubhajyotidas7043 2 ปีที่แล้ว

    Apurbo apurbo... Sir... Jagannath er preme pore jacchi🙂

  • @pradipbanerjee9730
    @pradipbanerjee9730 2 ปีที่แล้ว

    দাদা অনেক 🙏🙏🙏 আপনাকে। আমি।ধন্য।
    এইভাবে আপনার আলোচনা শুনতে পাব
    তা ভাবতে পারিনি।

  • @maitreyeesentgupta2248
    @maitreyeesentgupta2248 2 ปีที่แล้ว

    অপূর্ব বিশ্লেষণ। আমার প্রণাম।

  • @arindammsd
    @arindammsd 2 ปีที่แล้ว +1

    🙏🙏 জয় জগন্নাথ। অপূর্ব লাগলো। শবর রাজের নীল মাধব, রাজার জগন্নাথ কেমনে হয় জানতে পারলে ভালো লাগতো। জগন্নাথদেবের দারূব্রহ্ম সম্বন্ধে কিছু আলোকপাত করলে অনেক অজানা ধরা দেয়। নমষ্কার।

  • @adipbose5680
    @adipbose5680 2 ปีที่แล้ว

    Asadharan bisletion

  • @kalidasghosh1112
    @kalidasghosh1112 2 ปีที่แล้ว

    আপনাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত
    এখন তো আমাদের বই পরতে ইচ্ছে করেনা
    আপনাকে পেয়ে অনেক কিছুই জানলাম।
    অনেক শুবিধে হল।নমস্কার নেবেন দাদা

  • @manasdas8383
    @manasdas8383 2 ปีที่แล้ว

    অসাধারণ আলোচনা। প্রণাম নেবেন।

  • @srabonichakroberty5319
    @srabonichakroberty5319 2 ปีที่แล้ว +2

    আমি আপনার একনিষ্ঠ ভক্ত ।আপনার পত্র পত্রিকায় দেখলেই আকর্ষিত হৈ।প্রণাম জানবেন ।
    খুব ভালো লাগছে ।আরো তথ্য জানতে চাই ।🙏🙏🙏

  • @manasbanerjee259
    @manasbanerjee259 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো।তব কথামৃতম্

  • @MinakshiChatterjee-qs1cj
    @MinakshiChatterjee-qs1cj 6 หลายเดือนก่อน

    Apurba apanar explanation. Khub kasto hoy ja jibon onekta paria Elam athocho kichui Jana holo na. Apana ke asonkho pranam

  • @sikhachakraborty5403
    @sikhachakraborty5403 2 ปีที่แล้ว

    আপনি আমার প্রণাম নেবেন🙏🙏
    খুব ভালো লাগছে শুনতে। মহাভারত আমার খুব প্রিয় রামায়ণ ও।। আমি মনে প্রাণে এই গ্রন্থ দুটিকে বিশ্বাস করি ।সত্য এবং ইতিহাস মনে করি । কিন্তু কিছু প্রশ্ন মনকে খুব উৎপাত করে। তার উত্তর ঠিক মত পাইনা। যদিও এখানে শ্রী জগন্নাথের কথা হচ্ছে।তবুও আমি কয়েকটি প্রশ্ন রাখছি এই ভেবে যে আপনার থেকে নিশ্চই কখনো না কখনো
    এর উত্তর পাবো।
    ১. মহাভারতের যুদ্ধে নকুল কাকে বধ তথা পরাস্ত করেন?
    ২. একজন মানুষ যিনি সশরীরে স্বর্গে যেতে পারেন , তাঁকে অভ্যর্থনা করার জন্যে ইন্দ্রা দি দেবগন রথ নিয়ে আসেন তাঁর কোনও পূজা আমরা কি কোনও অনুষ্ঠানে করি? যুধিষ্ঠিরের নামে কোথাও কি কোনও মন্দির আছে? অবশ্য এটা ও সত্যি যে তিনি ভাইদের ছাড়া থাকতে পারতেন না।তাই মন্দির থাকলে বা পূজা হলে এই পাঁচজনের উদ্দেশ্যেই হবে।
    ৩. শ্রী কৃষ্ণ লীলা সংবরণ করেন একজন সাধারণ মানুষের মতো অথচ যুধিষ্ঠির পায়ে হেঁটে স্বর্গে চলে গেলেন। বলরাম যোগবলে দেহত্যাগ করলেন । সেই দেহত্যাগের দৃশ্যেও দেবতার মতো, হাজার ফণাযুক্ত সাপ তাঁর মুখ থেকে বেরিয়ে সাগরে যাচ্ছে। যেটুকু জানি তাই বলছি। শ্রী কৃষ্ণের দেহত্যাগ প্রসঙ্গে এইরকম কোনও কিছু নেই । কেন?
    ৪. পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীমের নামে অজস্র জায়গা।ভীম শিলা, ভীম গো রা, ভীম পুল, ভীম বেটকা আরও এরকম অনেক জায়গা ।সবগুলো এখন মনে আসছেনা। বাকি ভাইদের নামে নেই কেন? থাকলেও সেগুলি কোথায়?
    আপনাকে অনেক প্রশ্ন করলাম। কিছু মনে করবেন না। খুব জানতে ইচ্ছে করে। তাই এই দুঃসাহস করে ফেললাম।
    পুনরায় প্রণাম জানাই🙏
    শিখা চক্রবর্তী
    Konnagar

  • @AMIT_KASSYAP
    @AMIT_KASSYAP 2 ปีที่แล้ว +2

    নীলাচলে সুভদ্রা যে বিমলা শক্তি, একথা সত্য। বিশেষতঃ তান্ত্রিক মতে।

    • @souvikdasmahapatra2317
      @souvikdasmahapatra2317 2 ปีที่แล้ว +1

      না। মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আর মা বিমলা হলেন পিঠ ভৈরবী মহিশমর্দিনী। অবশ্য দুই অভেদ ।

  • @moushumidas5086
    @moushumidas5086 2 ปีที่แล้ว

    অদ্ভুত সুন্দর। অনেক অপেক্ষায় ছিলাম,আরো শুনব, আরো জানবো। আপনাকে প্রণাম। 🙏

  • @aninditakumar8844
    @aninditakumar8844 2 ปีที่แล้ว +1

    মনেহয় যেনো শুনেই যাই ।

  • @papiyaghosh2499
    @papiyaghosh2499 ปีที่แล้ว

    Asadharan

  • @keyachoudhury6619
    @keyachoudhury6619 ปีที่แล้ว

    Asadharon Asadharon

  • @somachakraborty8646
    @somachakraborty8646 2 ปีที่แล้ว

    কী অপূর্ব কথকতা, কৃষ্ণকথা!

  • @rupalideb1144
    @rupalideb1144 2 ปีที่แล้ว

    Asadharan..Pronam🙏🙏

  • @PradiptasRagamusic
    @PradiptasRagamusic 2 ปีที่แล้ว

    অপূর্ব ব্যাখ্যা। সমৃদ্ধ হলাম।

  • @bivadeb9940
    @bivadeb9940 7 หลายเดือนก่อน +1

    জয় জগন্নাথ ।

  • @supriyamondal9189
    @supriyamondal9189 2 ปีที่แล้ว

    দারুন

  • @somasatpatisannigrahi3217
    @somasatpatisannigrahi3217 2 ปีที่แล้ว

    আপনার শ্রী চরণে আমার প্রণাম

  • @amitamukherjee.5088
    @amitamukherjee.5088 ปีที่แล้ว

    Joy gurudeb,,joy nitai joy jogonnath,,,

  • @gourkumar8992
    @gourkumar8992 ปีที่แล้ว

    প্রণাম 🙏

  • @kalloldey5610
    @kalloldey5610 2 ปีที่แล้ว

    Koto kichu janbar ache sir apnar theke ❤️🙏❤️

  • @cjauria
    @cjauria 2 ปีที่แล้ว

    So fascinating....sacred 🙏🏻

  • @tuyaibiswas2368
    @tuyaibiswas2368 2 ปีที่แล้ว +2

    Great fan sir 👏

  • @sarmisthadeb6256
    @sarmisthadeb6256 ปีที่แล้ว

    Joy Jognath joy Jognath joy Jognath,
    🙏🙏🌼🌺🌼🙏🙏🌺🙏🙏

  • @subirghosh190
    @subirghosh190 2 ปีที่แล้ว

    Excellent

  • @ratnadityadutta5895
    @ratnadityadutta5895 2 ปีที่แล้ว

    Khub Sundar darun

  • @prithweejitchattopadhyay1995
    @prithweejitchattopadhyay1995 2 ปีที่แล้ว +3

    নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে,
    বলভদ্রা সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।
    জয় জগন্নাথ 🙏🏻🙏🏻🙏🏻

  • @jhumurbanerjee8109
    @jhumurbanerjee8109 2 ปีที่แล้ว

    Sir er sob kotha sunei protinioto somridho hochhi..
    🙏🙏🙏

  • @maharaj2021
    @maharaj2021 2 ปีที่แล้ว

    কি লিখবো জানিনা। কি ভাবছি দিশাহারা। এটাই কি চৈতন্য স্বরূপ। তাহলে আমি যেনো এই ভাবেই থাকতে পারি। বড়ো ভালো মানুষ আপনি। আবার যেনো ফিরে আসেন, তাড়াতাড়ি, ঠিক ঐখানে, ঐ বাড়িতেই, আপনার প্রিয় বালিশ বিছানা পাতা ঘরে। 🙏🙏

  • @swapnabanerjee6108
    @swapnabanerjee6108 2 ปีที่แล้ว

    অসাধারণ বলেন 🙏🙏

  • @swastikdev8908
    @swastikdev8908 ปีที่แล้ว +1

    Darubrambha murtim pranab tanu dharam sarva vedanta saram,
    Bhaktanam kalpavriksham bhavajala tarani sarvatatwanutatwam.
    Dhyayet nityam kalikalusha nashi neelsailadhinatham
    The wooden Brambh having Om as the body, is the essence of all the vedanta upnishads,
    He is the wishfulfilling tree for the devotees and the boat to cross the ocean of samsaar.
    When meditated upon it destroys the darkness of kaliyuga

  • @ranjitasaha1347
    @ranjitasaha1347 2 ปีที่แล้ว

    Apni emon video aro banan r amra somriddho hoi

  • @goldenlabRozy
    @goldenlabRozy 2 ปีที่แล้ว

    Pronam 🙏🙏🙏

  • @soumyakantiganguly9255
    @soumyakantiganguly9255 2 ปีที่แล้ว

    Sir any updates on your katha Amritasaman

  • @somabandyopadhyay9067
    @somabandyopadhyay9067 2 ปีที่แล้ว

    দারুব্রহ্ম বিষয়ে কিছু জানাবেন খুব আগ্রহ নিয়ে রইলাম, প্রণাম নেবেন। জয় গুরু জয় মা।

  • @dulalkabiraj4513
    @dulalkabiraj4513 2 ปีที่แล้ว

    Jai Jagannath

  • @shishirchakraborty248
    @shishirchakraborty248 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @anupamchattopadhyay3781
    @anupamchattopadhyay3781 2 ปีที่แล้ว

    আপনি বলুন ।আমাদের সমৃদ্ধ করুন ।আমরা কতটা জ্ঞান নিতে পারব জানি ন কিন্তু যেটুকু পারি সে টুকুই লাভ ।আপনাকে অজস্র ধন্যবাদ ।

  • @madhumitamitra4035
    @madhumitamitra4035 2 ปีที่แล้ว

    🙏

  • @aninditarc8594
    @aninditarc8594 2 ปีที่แล้ว

    কত কিছু জানতে পারলাম 🙏

  • @jagannathsutradhar8175
    @jagannathsutradhar8175 2 ปีที่แล้ว

    শতসহস্র প্রণাম আপনার চরণে।

  • @sourishbandyopadhyay6005
    @sourishbandyopadhyay6005 2 ปีที่แล้ว +6

    প্রসঙ্গে থাক বা নাই থাক যাই বলছেন তাই জানতে পারছি আর সমৃদ্ধ হচ্ছি
    আপনি আপনার মত করে আমাদের শেখান আর আমরা শিখি
    প্রনাম নেবেন

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 ปีที่แล้ว

    সেদিন একজনের বাড়ী জগন্নাথ বিগ্রহ ২৫০ বছরের পুরনো পূজোয় শিব নারায়ণ দূর্গা বলরাম ও শেষে নৃসিংহ দেবতার উদ্দেশ্যে পাদ্য অর্ঘ নিবেদন করলেন পুরোহিত মশাই।

  • @tanmoymondal7161
    @tanmoymondal7161 2 ปีที่แล้ว

    কাকাবাবু আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ রইল আপনি মতুয়া ধর্ম নিয়ে বলবেন
    আমার খুবই জানার ইচ্ছে রয়েছে ____
    অপেক্ষায় রইলাম 🙏🏻

  • @kuntalchaki4152
    @kuntalchaki4152 2 ปีที่แล้ว +1

    সত্যি বলছি আমি জীবনে আমার বাবার শিক্ষক জাতীয় শিক্ষক শ্রী কমলেন্দু ভট্টাচার্য মহাশয় বাদে এরকম কারো কাছে কিছু শুনিনি।

  • @pradiptamandal5715
    @pradiptamandal5715 ปีที่แล้ว

    অকন্ঠস্য কন্ঠে......মহাকবির নামটি যদি বলেন স্যার উপকৃত হই।

  • @arindammondal3456
    @arindammondal3456 6 หลายเดือนก่อน

    Sir, chaitanya charitamrita er kon publication ta porbo?

  • @swastikdev5320
    @swastikdev5320 2 ปีที่แล้ว

    ADBHUT JAGANANTH!!!!

  • @manjusreeroy2911
    @manjusreeroy2911 8 หลายเดือนก่อน

    ❤🙏🙏

  • @ratnabalidutt3487
    @ratnabalidutt3487 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @triptidas4159
    @triptidas4159 2 ปีที่แล้ว

    আমরা সমৃদ্ধ হচ্ছি।প্রনাম নেবেন।

  • @souravdas1710
    @souravdas1710 8 หลายเดือนก่อน

    akarneshya karne kothong bishwa mala......ei strotram er tak naam ki ?

  • @suvomoymukherjee2998
    @suvomoymukherjee2998 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ratnabanerjee7423
    @ratnabanerjee7423 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @JaiHind89-n7n
    @JaiHind89-n7n 2 ปีที่แล้ว +3

    আহা!আপনার কথায় প্রাণ জুড়ে যায়!আপনি শুধু লেখক নন।সাধক।

  • @2shubho
    @2shubho 2 ปีที่แล้ว +2

    আপনি একটা সংস্কৃত কোর্স করালে অনেকে উপকৃত হবে

  • @rekhapathak79
    @rekhapathak79 2 ปีที่แล้ว +1

    স্যার, প্রণাম নিবেন। অপরাধ ক্ষমা করবেন, আপনি প্রায় সময় বলেন, আপনি অপ্রসঙ্গে চলে যাচ্ছেন। আপনার এ দীনতা সঠিক নয়। আপনি যা বলেন, সবই প্রাসঙ্গিক। আপনার কথা থেকে যে কী ভাবে সমৃদ্ধ এবং আনন্দ লাভ করি, তা বুঝানোর ও ভাষা নেই আমার। আমি রেখা পাঠক কানাডা হতে আপনার বক্তব্য শুনে থাকি। পুনঃ প্রণাম জানাই।