জাসপ্রীত বুমরার বায়োগ্রাফি । Biography of Jasprit Bumrah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • বর্তমান পেস বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ অত্যন্ত বুদ্ধিমান বোলার। এমনকি শেষ ওভারে প্রতিপক্ষের ৭ বা ৮ রান প্রয়োজন হলেও সেই ম্যাচে বল করে তিনি জিতিয়ে দিতে পারেন। তাঁর পুরো নাম জাসপ্রীত জাসবিরসিং বুমরাহ। Jassi, JB, ইয়র্কার কিং নামে ডেকে থাকেন তাঁর ভক্তরা। জাসপ্রীত ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদ শহরে জন্মগ্রহণ করেন।
    তাঁর পিতার নাম জাসবির সিং ও মায়ের নাম দিলজিত বুমরাহ। মাত্র ৫ বছর বয়সে বুমরাহ তাঁর বাবাকে হারান। কলেজ প্রিন্সিপাল মা তাঁকে সবসময় সমর্থন দিয়ে গেছেন। জাসপ্রীতের একমাত্র বোনের নাম জুহিকা বুমরাহ। তিনি পেশায় একজন শিক্ষক।
    বুমরাহ আহমেদাবাদের নিরমান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন আনুমানিক ৭২ কেজি।
    প্রথম শ্রেণির অভিষেক ম্যাচেই তিনি ৭ উইকেট নিয়েছিলেন। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স কোচ জন রাইট সৈয়দ মোশতাক আলী ট্রফিতে জাসপ্রীত বুমরাহকে প্রথম দেখেন এবং সেই বছরই বুমরাহকে আইপিএল দলে নিয়ে নেন। মূলত সেটাই ছিল বুমরার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট।
    ২০১৬ সালের ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাসপ্রীত বুমরার। এক ইন্টারভিউতে জাসপ্রীত বলেছিলেন যে লাসিথ মালিঙ্গা তাঁকে ইয়র্কার বল শিখিয়েছেন।
    ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী বর্তমানে তিনি প্রতিবছর ৭ কোটি টাকা পান। সাথে রয়েছে প্রতি ম্যাচ খেলার জন্য ম্যাচ ফি। ম্যাচ ফি হিসেবে বুমরাহ প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ, ODI এর জন্য ৬ লাখ ও টি-টোয়েন্টির জন্য ৩ লাখ টাকা করে পারিশ্রমিক পান।
    ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন। ১২ কোটি টাকার বিনিময়ে ২০২২ আইপিএল খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে। এখন পর্যন্ত আইপিএল থেকে তাঁর মোট আয় ৪৪ কোটি ৯০ লাখ টাকা এবং তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১৮ মিলিয়ন ডলার বা ১৩০ কোটি টাকা প্রায়।
    বুমরার জার্সি নাম্বার ৯৩। তিনি মাঠে খুবই আক্রমণাত্মক থাকেন। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পছন্দ করেন। তাঁর পছন্দের বলের মধ্যে ইয়র্কার অন্যতম। অবসর সময়ে গান শুনেন।
    জসপ্রীত ২০২১ সালের ১৫ মার্চ সানজানা গনেশান কে বিয়ে করেন। সানজানা পেশায় একজন স্পোর্টস হোস্ট। ২০১২ সালে তিনি Bachelor of Technology পাশ করলেও ২০১৩ সালের “Femina Miss India Pune” এর ফাইনালিস্ট ছিলেন। পরবর্তীতে Sports Host হিসেবে স্টারস স্পোর্টসে যোগ দেন।
    Jasprit Bumrah, Jasprit Bumrah Bio, Jasprit Bumrah Biography, Jasprit Bumrah Bangla, Jasprit Bumrah Bangla Biography, Bio of Jasprit Bumrah, Jasprit Bumrah Bangla video, Jasprit Bumrah Family, জাসপ্রীত বুমরা, জাসপ্রীত বুমরার পরিবার, জাসপ্রীত বুমরার স্ত্রী, জাসপ্রীত বুমরার ইনকাম, জাসপ্রীত বুমরার জীবনী, জাসপ্রীত বুমরার জীবনগল্প, জাসপ্রীত বুমরার ইতিহাস

ความคิดเห็น •