চাঁদ,সূর্য আর আমাদের প্রকৃতির অপূরূপ সৌন্দর্য 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে, প্রকৃতির মায়া যেন আছড়ে আছে প্রতিটি কোণে। তাইতো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য, একেক সময় একেক রূপ ধারণ করে। এদেশের প্রাকৃতির রূপে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন, তার সঠিক হিসেব জানা নেই। আমাদের এই দেশটা ঠিক ছবির মতন সুন্দর।
    কখনো ছবি দেখেছেন? যেখানে শিল্পীরা রং তুলির মাধ্যমে কোন বাস্তব চিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে? আমাদের এই দেশটা ঠিক তেমনি। এদেশের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে রয়েছে নানান ধরণের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান। তাই ভৌগলিক কারণে হলে ও এদেশের প্রকৃতি তাই একেক সময় একেক রূপ ধারণ করে। এদেশের হরেক রকম আবহাওয়া, এদেশের প্রকৃতিতে ভিন্ন রূপ নিয়ে এসেছে।
    ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও এদেশের প্রাকৃতিক দৃশ্য কখনো আপনাকে নিরাশ করবে না। এদেশের বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরণের পর্যটকের আবির্ভাব ঘটে আমাদের এই দেশে।
    কিন্তু আপনি জানেন কি? প্রকৃতি কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। আপনার দৈনন্দিন জীবন যখন দমকল কর্মজীবনের বেড়াজালে পিষ্ট হবে, যখন জনজীবন বিপন্ন প্রায় হবে ঠিক তখন খানিকটা প্রাকৃতিক রূপের সান্নিধ্য আপনার সমস্ত ক্লান্তি,সমস্ত কষ্ট আপনাকে ভূলিয়ে দেবে। এদেশের বিস্তীর্ণ গ্রাম বাংলার সৌন্দর্য, পাহাড় পর্বতের সান্নিধ্য, এদেশের প্রাকৃতিক দৃশ্য মাঝে আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে। প্রকৃতি এক নিমিষেই আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে আপনাকে শান্ত করে তুলবে। কারণ প্রকৃতি আমাদের বিনয়ী হতে শেখায়। প্রকৃতি আপনাকে নতুন করে শেখাবে। নতুন ভাবে বাঁচতে শিখাবে।
    আমাদের এই দেশ প্রাকৃতিক দৃশ্যের মতনই সুন্দর। এদেশের যত উত্তরে যাওয়া যায়, ততো সমতল ভূমি। যত দক্ষিণে যাওয়া যায়, চারদিকে শুধু পানি। এমনি পুরো দেশটা মনে হয় রূপ কথার মতো সুন্দর। এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত স্থানের অভাব নেই।
    👉👉আমার নিজের উঠানো প্রকৃতির অপূরূপ সৌন্দর্যের কিছু ছবি। 😍😍
    যদিও আমি কোনো ফটোগ্রাফার না! শুধু ভালো লাগা থেকেই উঠানো।🙂
    মোবাইল ফোন দিয়েই উঠানো সব😎

ความคิดเห็น •