আমিরুল মোমেনীন মানিকের লেখক পরিচিত…. আমিরুল মোমেনীন মানিক। তিনি প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি. প্রেস। তিনিই প্রথম বাংলাদেশে ইউটিউব জার্নালিজমের ধারণা উপস্থাপনা করেন। সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যকর্মী হিসেবেও নিজেকে সমান্তরালে প্রতিষ্ঠিত করেছেন মানিক। কর্মদ্যোমী মানিকের জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার এক নিভৃত শ্যামল গাঁও গোবিন্দপুর নাংলা কাঠপাড়া গ্রামে। তার পিতা বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ জামালউদ্দিন ছিলেন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক। মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং পরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স করেন মানিক। ২০০০ সালে মেলান্দহ বার্তা নামের একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন আমিরুল মোমেনীন মানিক। এরপর দৈনিক সোনার দেশসহ বেশ ক’টি পত্রিকায় কাজ করেন তিনি। তিনি ভারতের এনডিটিভি’র নির্বাহী প্রযোজক অভিজিৎ দাশগুপ্তের কাছ টিভি সাংবাদিকতার হাতেখড়ি নেন। ২০০৬ সালে বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হন। বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন দিগন্ত টেলিভিশনে। ছিলেন তিনি মাই টিভির বার্তা সম্পাদক। সাংবাদিকতার বাইরে টিভি টক-শো, উপস্থাপনা এবং খবরপাঠ করেন। আমিরুল মোমেনীন মানিক ইতোমধ্যে জীবনমুখী ও ব্যতিক্রমী গানের কণ্ঠশিল্পী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন । বাংলাদেশ ও ভারতে জীবনমুখী গানের জগতে তার রয়েছে ব্যাপক পরিচিতি। দুই বাংলার নন্দিত সঙ্গীত শিল্পী নচিকেতার সঙ্গে তার গাওয়া গান ‘আয় ভোর’, বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের বাইরে আমিরুল মোমেনীন মানিক গদ্য লেখক হিসেবেও পরিচিত। সমাজের নানা অসঙ্গতি ও বাস্তবতা তিনি তুলে ধরেন সমকালীন ব্যঙ্গ-বিদ্রæপের মাধ্যমে। ২০১২ সালের বইমেলায় ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ তরুণদের মধ্যে সর্বোচ্চ বিক্রিত বই। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর ২৪টি গ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কয়েকটি এ্যাওয়ার্ড। উল্লেখযোগ্য হলো: রয়টার্স মেকিং টিভি নিউজ এ্যাওয়ার্ড, ইউনেস্কো ক্লাব জার্নালিজম এ্যাওয়ার্ড, জাতীয় জাদুঘর শিল্পী সম্মাননা, উদীচী ইতিহাস প্রতিযোগিতা পুরস্কার, সাঁকো এ্যাওয়ার্ড, ভিন্নমাত্রা এ্যাওয়ার্ড, শের-ই বাংলা স্বর্ণপদক, আরশীকথা সম্মাননা (ত্রিপুরা, ভারত), সাংস্কৃতিক সম্মাননা, (পশ্চিমবঙ্গ-ভারত ২০১৭), ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা।
ধন্যবাদ সাংবিদিক ভাইজান আমার ছোটবেলার সময় সেই পল্লীতে মিশে আছে ।আজ ও সেই স্মৃতি মনে করে বেশ খানিকটা দখল করে নেয় ।এক সময় আমি ও ভাবতাম বিমান চড়ার গল্প ও স্বপ্ন ।
একটি স্বপ্নের পল্লী নিয়ে কবিতা রচনা করছি। এই ভিডিওটি দেখার পর লেখার প্রেরণা সমৃদ্ধ হলো। আদরণীয় আমিরুল মোমেনীন মানিক মহাশয় আমাদের (আমার) প্রেরণা, প্রণোদনা ও পথ চলার পথে অন্যতম পথে নির্দেশনা! তাঁর প্রতি হৃদয়ের অকৃত্রিম,শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর...!
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই আমিরুল মুমেনিন মানিক,কেমন আছেন,? আপনাকে ফাস্ট টাইমে দিগন্ত টেলিভিশনের রিপোটারের মাধ্যমে চিনতে পারি, সেই তখন থেকে আপনাকে ফলো করে যাই, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো অনেক ভালো লাগছে, অনেক কৌতুহল ছিল আপনার বাবা-মা কেমন আপনার দেশের বাড়ি কোথায় তা জানার জন্য, খুব কষ্টে আপনাকে আমি ফোনে নক করতে পেয়ে যাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ লোককে কি এত বিষয়ে প্রশ্ন করা যায়, আজকে তার সব জবাব দিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ, আল্লাহ চাইলে ইনশাল্লাহ একসময় আপনার সাথে সাক্ষাত করব আরো ভালোভাবে জানবো, 💝💝💝💝💝💓💓🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💝💝💝💝💝💝💝
আবাদি জমি নষ্ট করে বসতবাড়ি এবং নগরায়ন ভারতীয় আগ্রাসনের চাইতেও ভয়ংকর মুমিন ভাই আবাদি জমি রক্ষা করার জন্য আপনি এ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করবেন
আমিরুল মোমেনীন মানিকের লেখক পরিচিত….
আমিরুল মোমেনীন মানিক। তিনি প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি. প্রেস। তিনিই প্রথম বাংলাদেশে ইউটিউব জার্নালিজমের ধারণা উপস্থাপনা করেন।
সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যকর্মী হিসেবেও নিজেকে সমান্তরালে প্রতিষ্ঠিত করেছেন মানিক। কর্মদ্যোমী মানিকের জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার এক নিভৃত শ্যামল গাঁও গোবিন্দপুর নাংলা কাঠপাড়া গ্রামে। তার পিতা বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ জামালউদ্দিন ছিলেন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক। মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং পরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স করেন মানিক।
২০০০ সালে মেলান্দহ বার্তা নামের একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন আমিরুল মোমেনীন মানিক। এরপর দৈনিক সোনার দেশসহ বেশ ক’টি পত্রিকায় কাজ করেন তিনি। তিনি ভারতের এনডিটিভি’র নির্বাহী প্রযোজক অভিজিৎ দাশগুপ্তের কাছ টিভি সাংবাদিকতার হাতেখড়ি নেন। ২০০৬ সালে বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হন। বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন দিগন্ত টেলিভিশনে। ছিলেন তিনি মাই টিভির বার্তা সম্পাদক। সাংবাদিকতার বাইরে টিভি টক-শো, উপস্থাপনা এবং খবরপাঠ করেন। আমিরুল মোমেনীন মানিক ইতোমধ্যে জীবনমুখী ও ব্যতিক্রমী গানের কণ্ঠশিল্পী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন । বাংলাদেশ ও ভারতে জীবনমুখী গানের জগতে তার রয়েছে ব্যাপক পরিচিতি।
দুই বাংলার নন্দিত সঙ্গীত শিল্পী নচিকেতার সঙ্গে তার গাওয়া গান ‘আয় ভোর’, বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের বাইরে আমিরুল মোমেনীন মানিক গদ্য লেখক হিসেবেও পরিচিত। সমাজের নানা অসঙ্গতি ও বাস্তবতা তিনি তুলে ধরেন সমকালীন ব্যঙ্গ-বিদ্রæপের মাধ্যমে। ২০১২ সালের বইমেলায় ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ তরুণদের মধ্যে সর্বোচ্চ বিক্রিত বই। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর ২৪টি গ্রন্থ।
কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কয়েকটি এ্যাওয়ার্ড। উল্লেখযোগ্য হলো: রয়টার্স মেকিং টিভি নিউজ এ্যাওয়ার্ড, ইউনেস্কো ক্লাব জার্নালিজম এ্যাওয়ার্ড, জাতীয় জাদুঘর শিল্পী সম্মাননা, উদীচী ইতিহাস প্রতিযোগিতা পুরস্কার, সাঁকো এ্যাওয়ার্ড, ভিন্নমাত্রা এ্যাওয়ার্ড, শের-ই বাংলা স্বর্ণপদক, আরশীকথা সম্মাননা (ত্রিপুরা, ভারত), সাংস্কৃতিক সম্মাননা, (পশ্চিমবঙ্গ-ভারত ২০১৭), ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা।
আমার বাড়িও জামালপুর🥰
বাংলার মুখ, বাংলার জল , বাংলার কথা,যার সুনিপুণ উপস্থাপনায় শুনি তিনি আমাদের আমিরুল মমিনিন মানিক । ভালো থাকুন। ধন্যবাদ
💝💝💝💝💝💝💝🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💝💝💝💝💝💝💝
বিস্তারিত দিলে আরও বেশী ভালো হতো। যেমন জন্ম সাল, স্কুল কলেজের নাম, ভাইবোন কতজন, স্ত্রী সন্তান এই সব আরকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার শিকড় বসতভিটা কে অনেক ভালো বাসেন।
আমরা যারাই আজকে প্রবাসে থেকে এ অনুষ্ঠানটি দেখছি,সবারই নিজ গ্রাম বাংলার কথা খুব মনে পড়ছে।কত হারানো সৃতিই ভেসে উঠছে।
অসাধারন ! সেলিউট ভাইয়া ,
আপনার আব্বা আম্মা এবং সকলকে অনেক অনেক সালাম এবং দোআ ।
গ্রাম বাংলা ও শৈশব নিয়ে ব্যতিক্রমী আয়োজন নিয়ে আমিরুল মোমিনীন মানিকের এই অতীত স্মৃতিকথাটি সত্যি অসাধারণ লেগেছে...
আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো ❤❤❤❤
আমার প্রিয় মানিক ভাই
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।।।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
This is called proper parenting how sweet !
আমিরুল মোমিন মানিক ভাইয়ের এই ভিডিওটি দেখে আমার শৈশবের স্মৃতি খুব মনে পরে গেল। ধন্যবাদ মানিক ভাইকে।
আপনাকে ধন্যবাদ। আপনার কল্যাণ কামনা করছি আল্লাহর নিকট।
চমৎকার সৃতিচারণ
মুগ্ধ হলাম । ধন্যবাদ নির্মাতাকে...
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
অসাধারণ প্রতিবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ ❤❤❤
Daroon laglo. Donnobad
ভালো লাগলো... ধন্যবাদ।
ধন্যবাদ সাংবিদিক ভাইজান আমার ছোটবেলার সময় সেই পল্লীতে মিশে আছে ।আজ ও সেই স্মৃতি মনে করে বেশ খানিকটা দখল করে নেয় ।এক সময় আমি ও ভাবতাম বিমান চড়ার গল্প ও স্বপ্ন ।
যেমন মানিক ভাই, তেমন ওনার গ্রাম, অনেক সুন্দর।
সালাম ।মানিক ভাই ।একমাএ ছোটভাই তারনাম মানিক । আপনার অনেক কিছূই দেখি ।আদী শেকড়ৈর টান দেখে মূগধো হলাম । সবার ই শেকড়কে ধরে রাখা উচিত । ভালো থাকবেন ।যাযাকাললাহ ।
ইস আপনার পাশে যদি আমাদের বাড়ি হতো।
আপনার কন্ঠে দশ মাস দশ দিন গানটা কত বার শুনেছি।
গ্রাম সম্পর্কে না জানলে জীবন অসম্পূর্ণ থাকে।
মানিক ভাই অসাধারণ
খুব সুন্দর বাবা মানিক অতিত কে ভুলোনি তোমাকে অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
Alhamdulillah
আহ! অত্যন্ত সুন্দর❤❤❤❤
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
এমন সন্তান থাকা সত্যি ভাগ্যের ব্যাপার।আপনারা রত্ন গবা মা বাবা।অনেক সৌভাগ্যবান।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
একটি স্বপ্নের পল্লী নিয়ে কবিতা রচনা করছি। এই ভিডিওটি দেখার পর লেখার প্রেরণা সমৃদ্ধ হলো। আদরণীয় আমিরুল মোমেনীন মানিক মহাশয় আমাদের (আমার) প্রেরণা, প্রণোদনা ও পথ চলার পথে অন্যতম পথে নির্দেশনা! তাঁর প্রতি হৃদয়ের অকৃত্রিম,শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর...!
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
এইভাবে যারা মা বাবার দোয়া পায় এবং ভালো সন্তানের সার্টিফিকেট ও পায় তারা সৌভাগ্যবান।🎉
অসাধারণ
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
প্লেনের ছায়ায় বা ছায়া দেখে দৌড়ানো রেয়ার স্মৃতি!!!!
আমার সামি চল্লিশ বছর paris থেকেও গ্রামের প্রতি ভীষণ টান ছিল। প্রতিবছর গ্রামে যেত।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩@@ManikMusic
❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভালোবাসা অবিরাম
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই আমিরুল মুমেনিন মানিক,কেমন আছেন,? আপনাকে ফাস্ট টাইমে দিগন্ত টেলিভিশনের রিপোটারের মাধ্যমে চিনতে পারি, সেই তখন থেকে আপনাকে ফলো করে যাই, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো অনেক ভালো লাগছে, অনেক কৌতুহল ছিল আপনার বাবা-মা কেমন আপনার দেশের বাড়ি কোথায় তা জানার জন্য, খুব কষ্টে আপনাকে আমি ফোনে নক করতে পেয়ে যাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ লোককে কি এত বিষয়ে প্রশ্ন করা যায়, আজকে তার সব জবাব দিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ, আল্লাহ চাইলে ইনশাল্লাহ একসময় আপনার সাথে সাক্ষাত করব আরো ভালোভাবে জানবো, 💝💝💝💝💝💓💓🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💝💝💝💝💝💝💝
❤🌹💐🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভাই এটা তো মানিকগঞ্জ ❤
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আমার স্নেহের ছোট ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন 🎉
অনেক ধন্যবাদ
Nice
অনেক ধন্যবাদ
❤❤
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
গ্রামের কোন পরিচয় পেলাম না । কোন জেলার কোন গ্রাম ?
ভাইয়া গ্রামের বাড়ি কোন জেলায় ❤
জামালপুর জেলা মেলান্দহ উপজেলা
কোন ইউনিয়ন
এটার ঠিকানা কোথায়?
জামালপুর।
মনে কয় গায়ে ফিরা যাই
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
Jiboner Golpo,subhonkorer faki 😢
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
আমার প্রিয় একজন ভালো সত্যি বাদি, ভদ্রমানুষ,তবে ওনারা আপনাদের সঙ্গে কেন থাকে না,
Akon kar onekae gram cana na kintu Grama boro HOA somossa
ভাই আপনার বাড়ি মেলান্দহের কোথায়?
গোবিন্দপুর নাংলা
আবাদি জমি নষ্ট করে বসতবাড়ি এবং নগরায়ন ভারতীয় আগ্রাসনের চাইতেও ভয়ংকর মুমিন ভাই আবাদি জমি রক্ষা করার জন্য আপনি এ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করবেন
চেঞ্জ টিবির এস এম রতন কি আপনার ভাই???
হ্যাঁ
মিউজিক কি হারাম নয়?
মিউজিক বা আনন্দ হারাম হবে কেন ?
নস্টালজিক
Mathir shodha ghondho, after ☔️
অনেক ধন্যবাদ ও ভালোবাসা
মানিক ভাই,মা বাবার ঘরটা রঙ করে দিবেন।
ছবির মত গ্রাম মানিক ভাইয়ের