একসময় বাংলা গানের প্রতি কেমন একটা ঘৃণা কাজ করতো। কিন্তু যখন থেকে লিরিক্স বুঝতে শিখেছি তখন থেকেই বাংলা গান আমার প্রণের একটা বৃহৎ অংশ হয়ে দাড়িয়েছে। আর এই এডভার্ভের কতদূর শোনর পর মনে হয় আরো কিছুদিন বেচেঁ থাকতে হবে এমন গান শোনার জন্য। আমরা সামাণ্য একটু ব্যাথা পেলেই সিলিংয়ে ঝুলে যাওয়ার প্রয়োজনীয়তা অনূভব করি। কিন্তু এইসব গান যারা গায় তারা কতটা আবেগ দিয়ে গায়। ওপস❣
কতদূর যেতে চাও, বলো কতোটা সীমানা পেরিয়ে? জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় আমায় আর কতোটা বোঝাবে? জানি আজও কথা হেসেই ওড়াবে তবু কেন জানি অপারগ আমি পড়ে থাকি তোমার মাঝে তুমি যে ব্যবধান বলো আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে হয়তো অন্ধ বলতে পারো আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ নেই আর কিছু বলা বাকি এখন নগদে যা আসে চেপে রাখি পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তর বোবা আমি রোজ বলি তুমি মুখ ফেরাও মনে হয় এড়িয়ে যেতে চাও তবু কেন যে পারি না সরে যেতে নামে না স্থবিরতা জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় তবু কেন জানি অপারগ আমি মন তোমার মাঝে পড়ে রয় তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয় কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা হারিয়ে গেছে চাদরে মোড়া দিন রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে এক একটা দিন বছর যেমন তুমিহীন রেখে দিও সযতনে যদি দেখা নাই হয় ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ রেখে দিও সযতনে যদি দেখা নাই হয় ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ নেই আর কিছু বলা বাকি এখন নগদে যা আসে চেপে রাখি পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তর বোবা আমি রোজ বলি তুমি মুখ ফেরাও মনে হয় এড়িয়ে যেতে চাও তবু কেন যে পারি না সরে যেতে নামে না স্থবিরতা জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় তবু কেন জানি অপারগ আমি মন তোমার মাঝে পড়ে রয় তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
২ বার শোনার পর এখন অটোমেটিক লাইনগুলো মুখে চলে আসে। খুবই মারাত্বক লেবেল এর গান এইটা। তবু কেন জানি অপারগ আমি মন তোমার মাঝে পড়ে রয় তোমার মাঝে, তোমার মাঝে এএএ ----- পড়ে রয়
I love the song.. কতদূর যেতে চাও, বলো কতোটা সীমানা পেরিয়ে? জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় আমায় আর কতোটা বোঝাবে? জানি আজও কথা হেসেই ওড়াবে তবু কেন জানি অপারগ আমি পড়ে থাকি তোমার মাঝে তুমি যে ব্যবধান বলো আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে হয়তো অন্ধ বলতে পারো আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ নেই আর কিছু বলা বাকি এখন নগদে যা আসে চেপে রাখি পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তর বোবা আমি রোজ বলি তুমি মুখ ফেরাও মনে হয় এড়িয়ে যেতে চাও তবু কেন যে পারি না সরে যেতে নামে না স্থবিরতা জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় তবু কেন জানি অপারগ আমি মন তোমার মাঝে পড়ে রয় তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয় কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা হারিয়ে গেছে চাদরে মোড়া দিন রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে এক একটা দিন বছর যেমন তুমিহীন রেখে দিও সযতনে যদি দেখা নাই হয় ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ রেখে দিও সযতনে যদি দেখা নাই হয় ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ নেই আর কিছু বলা বাকি এখন নগদে যা আসে চেপে রাখি পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তর বোবা আমি রোজ বলি তুমি মুখ ফেরাও মনে হয় এড়িয়ে যেতে চাও তবু কেন যে পারি না সরে যেতে নামে না স্থবিরতা জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় তবু কেন জানি অপারগ আমি মন তোমার মাঝে পড়ে রয় তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
Well I am from Kolkata... Nevertheless I am a big fan of Arbovirus, Black, John Kabir, Nemesis.... But now from today I am a biggest fan of Adverb. Well lots of love and respect from my Side...
আমি যখন ব্যাস্ত স্রষ্টার কাছে তোমায় ফিরে পাওয়ার প্রার্থনাতে, তুৃমি তখন দেওয়ালের ওপারে অন্য নারীর মোহতে আবদ্ধ! একবারের জন্যও বুঝতে পারিনি আমার অজান্তে ক্রমশ আমার দুনিয়া এলো-মেলো হয়ে এগিয়ে আসছে আমারই দিকে,,,দিন শেষে তুমি আমায় অভিযোগ করে দূরত্ব চেয়েছিলে আর আমি বরাবরের মতো তোমার সুখ!! এখন তোমার দিন-রাত কাটে নানাবিধ নব সুখে আর আমি দেওয়ালের এপারে অনুভব করে এক একটা দিন বছর যেন,তুমিহীন। ভালোবাসলে ঘৃণা আসে না,,, তোমায় ভালোবেসে তোমার কাছে নিজেকে চূড়ান্ত বেহায়া,সস্তা প্রমাণ করে ছিলাম,আমার সে সকল অনুভূতির তোমাতেই সূচনা তোমাতেই নিহত।
Thanks, Kazi Abdur Rahman Tahsanian for your comment and support :) Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
আমি জানিনা আমি কিভাবে শুরু করবো, এই গানটার সাথে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা জড়িয়ে আছে, কোন একদিন তার সাথে অভিমান করে ২-৩ দিন কথা বলি নাই তখন তাকে এই গানটা দিয়ে আমি অনেক কিছু বুঝানোর চেষ্টা করি, আমরা প্রায়ই এই গানগুলো একসাথে প্লে করে শুনতাম, আর হ্যাঁ বলা হয়নি আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিলো, আসলে তাকে আমি কোন কারণে হারিয়ে ফেলি, হয়তো ভুল টা আমারি ছিলো যাই হোক, সে না থাকুক তার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ADVERB আছে ❤
I have no clue why this song is so underrated instead of having millions of views. People really lost the taste of quality music. I hope you guys get more response. I’ve already listened to this song over 200 times for sure
বাংলাদেশে একমাত্র ব্যান্ড মিউজিক এখনো তার কোয়ালিটি ধরে রেখেছে। সেই উচ্চারন থেকে আজকের এডভার্ব। অবশ্যই বাংলাদেশের ব্যান্ড মিউজিক আমাদের জন্য একটা গর্বের বিষয়। এডভার্বের জন্য অনেক অনেক শুভ কামনা।
নিজেকে খুব শক্ত মনে করতাম। গানটি যতবারেই শুনি নিজেকে অসহায় মনে হয়, অজান্তেই হু হু করে কেদে উঠি এখন, তোমার হিমেল আর শক্ত না অরপি, বাচ্চা হয়ে গেছে হিমেল, বার বার মনে পড়ে আমাদের প্রথম দেখা তোমার জন্য দাড়ায় থাকা সেই শাহ আলি মার্কেটে আর তুমি হঠাৎ করে আমার সামনে এসে মুচকি হাসি দিয়ে বলেছিলা কি চিনতে পেরেছ? আর রিকশা করে জিয়া উদ্যান যাওয়ার সময় যখন অন্যদিকে তাকালাম তোমার ছোট্ট ঠোটের চুমু আমার গালে, আর আমার রাগ চোখে তাকিয়ে থাকা যখন তোমার উড়না সরে যেত বাতাসে। আজ ২ বছর হয়ে গেছে একটা বার মনে পড়ে না আমাকে আমার মত তোমাকে কেউ এত ক্রেজি ভাবে আদৌও কি ভালবাসবে? এই কষ্ট গুলো বয়ে নিয়ে বের হচ্ছি আর তুমি আছ তোমার নতুন লাইফ পার্টনার নিয়ে, মনের কাছে যদি দূরত্ব নাই এই থাকে তাহলে এই বৈষম্যতা কেন? চাপা দুঃখ গুলো নীল শীতল বাতাসের মত নিস্তব্ধ আঘাত দিয়ে যাচ্ছে? ব্যবধান আছে, মনের কাছে দুরুত্বও আছে সেটা তোমার কাছে, আর আমি তুমি ছাড়া দেখছি না কিছু,তোমার মাঝে পড়ে আছি এখনও। একেক্টা দিন বছর যেমন।
২০২০ এ র র কোনো এক সময় আমি প্রচুর ড্রিপ্্রেশনে ছিলাম,আমার কাছে একটা বাটন ফোন ছিলো, আর আমি রেড়িও শুনতাম শুধু। তখনই এই গানের সাথে পরিচয় আমার। এখনও মন খারাপের সময় গুলোতে আমাকে সঙ্গ দেয় এই গানটা, যেমন আজ দিচ্ছে
গত কিছু দিন ধরে এ ব্যান্ডটির বেশ কিছু গান আমার ভিষন ভাল লাগছে। আসা করি দিন যত যাবে আরো সুন্দর গানে তারা সমৃদ্ধ হবে। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো adverb এর জন্য
Here is ADVERB's official music video for "Kotodur'' of the upcoming debut album "PURBAPOR" Download/Stream: melabel.lnk.to/Kotodur Subscribe Adverb Now, bit.ly/SUBSCRIBEAdverb
৩ বছর পর যোগাযোগ হবার পর,ভেবে ছিলাম সে বুঝি আমার মুগ্ধতা এখনো পরে আছে,অপেক্ষাটা বুঝি এই বার শেষ হবে,অভিমান গুলো হারিয়ে যাবে,কিন্তু আসলে হলো তার ভিন্নতা সে বললো তার আমার প্রতি কখনো ভালোবাস জন্ম নেয় নি,সে বললো কিছুই ছিলোনা আমাদের মাঝে,বড্ডো দেরি করে ফেলিছি, আরো কত রঙিন রঙিন কথা,আমি বুঝে গেলাম আমার ঘড়ি কাটা দাড়িয়ে থাকলেও তার ঘড়িকাটা চলমান ছিল,বড়তো হয়েছি অনেক,কোন কথার মানে কি তাতো বুঝি, এই কথা গুলো সে হয়তো কখনো পড়তে পারবে না জানবে ও না, তাও লিখে রাখি নিজের স্মৃতি চারনের জন্য,সব জানা পরও আমি চেয়েছিলাম তার সাথে একদিন মন খুলে কথা বলতে আমাকে চিনাতে, আমি জানি আমাদের আর একটা জন্ম কখনো হবে না, তাই শেষ বারের মতো কিছু স্মৃতি তার আর আমার মাঝে রাখতে,তার কাছে এটা ঘুরতে যাওয়া হলেও আমার কাছে এটা বিরাট এক ভালো লাগা,আমি অনেক দিন ধরে তার অপেক্ষা করেছি জীবনের অনেক সময় হয়ত অপেক্ষা করা হবে এই ভাবে শুধু একটি আশায় সে একদিন বুঝবে, আসলে আমি এই অপেক্ষার মধ্যে একটা আলাদা সুখ খুঁজে পেয়েছি,কেমন জানি ভালো লাগে,যদি তার সাথে সামনাসামনি দেখা হয়,তাহলে এটাই তার সাথে আমার হওয়া শেষ দেখা, আমি তাকে শুধু মনে ভরে দেখতে চাই আর কিছু না, কিন্তু সে আমাকে অনেক অবিশ্বাস করে, তার ভালোবাসার না পাওয়ার আফসোস এর থেকে বড় আফসোস আমার,আমি তার বিশ্বাসটা অর্জন করতে পারলাম না।না সে আমার হলো আর না সে আমাকে অন্য কারো হতে দিলো।
"কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা হারিয়ে গেছে চাদরে মোড়া দিন রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে এক একটা দিন বছর যেমন তুমিহীন" one of best band songs I listened to
"তোমার মাঝে পরে রয়" this one hits at different level when he screams with a pain and goes perfect with the lyrics where emotions expresses pretty good!!
অনেক কথাই বলা হয়নি,হোপ এইগানটা কখনো শুনলে আমার সব কথাই অনুভব করতে পারবা,আল্লাহ না চাইতেই অনেক কিছু দিয়েছিলেন কিন্তু যেটা খুব করে চেয়েছিলাম সেটাই পাওয়া হয় নি।🙂💔
29-05-2023 চূড়ান্ত বিচ্ছেদের সময়ে এই গানটি পেলাম! গানের কথাগুলো জীবনের সাথে মিলে গেলো।জানিনা আজকের এই দূরত্ব আমাদের কতদূরে নিয়ে যায়।সে কখনো যদি এ গান শোনে তবে তাকে জানিয়ে দিতে চাই এ আমার আহত চিৎকার। ভালো থাকুক ভালোবাসার মানুষ টি💗
নেই আর কিছু বলা বাকি এখন নগদে যা আসে চেপে রাখি পরে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তর বোবা...... আমি রোজ বলি তুমি মুখ ফেরাও মনে হয় এড়িয়ে যেতে চাও তবু কেন যে পারি না সরে যেতে নামে না স্থবিরতা জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় 🥀
Good to see it's on again.
😘শিরোনামহীন মানে ভালোবাসা
@shironamhin mane valobasha
Both are love
Legend jokhon legendary gaane comment kore❤❤❤
Shironamhin mane anuvuti & love
💕💖
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা....♥
তোমার অনেক পছন্দের গান ছিলো এই গানটা।এখনো এই গানটা শুনলে তোমার কথা মনে পড়ে। তুমি পাশে নেই কিন্তু গানটা এখনো আমাকে তোমার অস্তিত্বের কথা মনে করিয়ে দেই♥️
Nice comment bro
Nice reply bro
তার পছন্দের ছিল না। কিন্তু তার পরের প্রত্যেক ওয়ার্ড সো related 😅😝
এখন কি আপনার পাশে নেই ,।।😅ভুলে গেছেন কি?😢
গান শুনে আমার কাছে মনে পড়ে যে তার পিছনে কত দি ন ছিলাম 💔🥀🍁
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
These two lines hits me differently.💕
সস্তা গানের যুগে যেসব মানুষ এখানে #ADVERB এর "কত দূর" গান শুনতে আসে তাদের মিউজিক সেন্স প্রিমিয়াম কোয়ালিটির।
প্রতিরাতেই আসি 🖤😁
Setai thik abar etaw Jana ucit music is music
Thik bolseen bhai
Uoo@@mohammadjabedhossain7674
সাথে encore এর স্রোতস্বিনী :)
যখন মনে হয় নতুন প্রজন্মের ব্যান্ডের মধ্যে ৯০ দশকের ব্যান্ডের সেই জৌলুস নেই তখনি এডভার্ব, কনক্লুসনের মত ব্যান্ড সেই ভুল ধারণা ভেঙে দেয়।❤❤❤
🖤
Its adverb..not conclusion
conclusion is also Awesome.
❤❤
|| ফিরবো বললেই ফেরা যায় কী ? ||
-----------------------------------
ভাল থাকুক পৃথিবীর সকল প্রেমিকারা
যাদের হাজারবার ভালোবাসি বলার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে!
গানগুলো শুনে যে পরিমাণ এক্সপেকটেশন বেড়েছে আমাদের, এই এক্সপেকটেশন সবসময় রাখার সুযোগ দিবেন 🤘🏻
অনেক ভালবাসা ❤️
জানো কি তুমি??
মনের কাছে দূরত্ব কিছু নয়🖤🖤
অনেক অনেক ভালোবাসি "এডভার্ব"💥🖤
আপনাদের গান না আর্বোভাইরাসের মত, না আর্টসেলের মত, না ওয়ারফেজের মত,
আপনাদের লিরিক্স প্রতিটাই আ্যাডভার্ব💪🖤🖤🖤
আমাদের এডভার্ব,,,
ভালোবাসা অবিরাম,,,,
গন্তব্য টা দূর বহুদুর ভালোবাসার এডভার্বের,,, এই গানগুলোই ভবিষ্যৎ প্রজন্ম বুকে আকড়ে ধরে অজস্র রাত কাটাবে,,ঠিক আমাদের মত,,,,
Thanks, talib bhai for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
একসময় বাংলা গানের প্রতি কেমন একটা ঘৃণা কাজ করতো। কিন্তু যখন থেকে লিরিক্স বুঝতে শিখেছি তখন থেকেই বাংলা গান আমার প্রণের একটা বৃহৎ অংশ হয়ে দাড়িয়েছে। আর এই এডভার্ভের কতদূর শোনর পর মনে হয় আরো কিছুদিন বেচেঁ থাকতে হবে এমন গান শোনার জন্য।
আমরা সামাণ্য একটু ব্যাথা পেলেই সিলিংয়ে ঝুলে যাওয়ার প্রয়োজনীয়তা অনূভব করি। কিন্তু এইসব গান যারা গায় তারা কতটা আবেগ দিয়ে গায়। ওপস❣
sponspored by desh harbal limited apnar je darache ami bemohito dekha hobe desh harbaler bijoy e
মনের কাছে দূরত্ব কিছু নয় ... শুনতে শুনতে দূরে চলে যাওয়া কেউ একজনের কথা খুব মনে পড়ছে! আসলেই মনের কাছে দূরত্ব কিছু নয়!❤️ ভালবাসি এডভার্ব ❤️❤️
তুমি যে ব্যবধান বলো, আমার কাছে তা, বড্ড ঠুনকো লাগে।
হয়তো অন্ধ বলতে পারো, আমি তুমি কিছু দেখছি না যে।
"ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ" - গানের প্রতিটি লাইন যেন শরীরের রক্তের সাথে মিশে গেছে। 💖
জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয়।
এই লাইনটাই একটা মহাকাব্য 🖤
"জানো কি তুমি মনের কাছে দুরত্ব কিছু নয়"
এই একটা গান শুনে লং ডিস্টেন্স রিলেশনে যাওয়ার সাহস পেয়ে গেছিলাম। থ্যাংকস ইরেশ।
অনেক ভালোবাসি তোমাকে❤️
রিলেশন টা কি এখনো আছে?
@@nazimulprapto ,টিকে না রে ভাই, এইজ, টাইম মানা যায় কিন্তু দূরত্ব না
@@mahadihasan-675 chailei tike rakha jai ☺️
কতদূর যেতে চাও, বলো
কতোটা সীমানা পেরিয়ে?
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
আমায় আর কতোটা বোঝাবে?
জানি আজও কথা হেসেই ওড়াবে
তবু কেন জানি অপারগ আমি
পড়ে থাকি তোমার মাঝে
তুমি যে ব্যবধান বলো
আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে
মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক
মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা
হারিয়ে গেছে চাদরে মোড়া দিন
রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে
এক একটা দিন বছর যেমন তুমিহীন
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
Thanks, Green Arrow for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
@@adverbinfotainment910 amer jiboner onk kharap shomoea ami eakdin eai gaan shuni,tarpor theke protidin amk eai gaan inspire kore
❤
২ বার শোনার পর এখন অটোমেটিক লাইনগুলো মুখে চলে আসে।
খুবই মারাত্বক লেবেল এর গান এইটা।
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে এএএ ----- পড়ে রয়
"তুমি যে ব্যবধান বলো
অামার কাছে তা বড্ড ঠুনকো লাগে
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে।"😍
অসাধারণ লিরিক্স❤❤
এক মিলিয়ন ভিউ এর জন্য অগ্রিম অভিনন্দন। ❤❤❤
যদিও এটা এক বিলিয়ন ভিউ পেলেও অবাক হবো না।❤❤❤
জয় বাংলা কনসার্টের পারফরম্যান্সের পরেই ভক্ত হয়ে গেলাম, গানটা পুরো ভিতরে গিয়ে হিট করেছে।
অনেক অনেক শুভ কামনা আগামীর জন্য।
same
Amio same amio first okhane e sunte pai tarpor thy k amar favorite. R Ami akhon aita mukhoto kore felechi.
@@sadiaafrintasfia1834 bad luck, lyrics ta onk complex, vule jai
@@sdjadid3078 ✌️amar mukhoskto ho a giachy
❤❤
কোভিড এর সাময় রেডিওতে শুনেছিলাম , তারপর থিকে রোজ শুনতাম। আজকে অনেক দিন পর শুনছি , অনেক খারাপ সময় যাচ্ছিল তখন আমার, একটা নস্টালজিয়া হয়ে গেলো।❤
Bangladesh"er ek ekta band koliza. Thank u Adverb eto sundor gaan gift dewar jonno
Thanks, Labib Al Zarif for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
Defy,encore
জানো কি তুমি??
মনের কাছে দুরত্ব কিছু নয়....
miss you Ashish
নিজের বর্তমান situation এর সাথে গান টার layrics সম্পূর্ণ মিলে গিসে।
মনের কাছে দূরত্ব কিছু নয়,,, অসাধারণ,,, সত্যি,,,
😶😑😦🙏😭😓😒
I love the song..
কতদূর যেতে চাও, বলো
কতোটা সীমানা পেরিয়ে?
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
আমায় আর কতোটা বোঝাবে?
জানি আজও কথা হেসেই ওড়াবে
তবু কেন জানি অপারগ আমি
পড়ে থাকি তোমার মাঝে
তুমি যে ব্যবধান বলো
আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে
মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক
মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা
হারিয়ে গেছে চাদরে মোড়া দিন
রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে
এক একটা দিন বছর যেমন তুমিহীন
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
মিলে গেল!!
এই গান 1B হলেও অবাক হব না ।
This song deserve it!
খুব সুন্দর । খুব !
Thanks, tasrif khan for your comment and support :)
Keep listening
Kureghor Vai Sosta Lyrics Bad Diya Vlw Kicu Gan Korar Try Koren. ogo re follow koren
Kureghor toder moto faltu artist ekhane comment na korleo cholbe
@@NoOne-tg3xl এভাবে না বলে সুন্দর করেও তো বলা যায়। আপনার উদ্দেশ্য তো কুঁড়েঘর কে জানান দেওয়া। আঘাত করা তো নয়🙂
@@NoOne-tg3xl tor moto useless manus o
জানো কি তুমি??মনের কাছে,দূরত্ব কিছুই নয়।।তবুও কেন জানি,অপারগ আমি,মন তোমার মাঝে পরে রই।।🖤
লিরিক্সটা আমার সাথে একদম মিলে গেল।।
সস্তা গানের যুগে যেসব মানুষ এখানে #Adverb এর "কতদূর গান শুনতে আসে মিউজিক সেন্স প্রিমিয়াম কোয়ালিটির।🖤🤘
মনে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুকে উত্তরে বুবা
আহা কি লেখা দিলো প্রিয় এডবার্ব হৃদয় ছুয়ে গেছে একদম 😍❤️
অসাধারণ।
মিউজিক, লিরিক্স,ভিডিও সবকিছুই দারুণ।
শুভকামনা ফিউচার মেগা স্টারস অফ বাংলাদেশ 👌
Thanks, Sahadat Hossain Rakib for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
I like u
@@adverbinfotainment910 Love you guys.. You are all of such a rockstar man... Joss
ফেসবুক থেকে প্রথমে গানটা শুনলাম,,আর আমার বর্তমান প্ররিস্থিতি সাথে গানের লিরিক পুরো মিলে গেলো,, শুভ কামনা রইল adverb band এর জন্য ❤️❤️
Well I am from Kolkata... Nevertheless I am a big fan of Arbovirus, Black, John Kabir, Nemesis.... But now from today I am a biggest fan of Adverb.
Well lots of love and respect from my Side...
take love from bd bro❤️
আমি যখন ব্যাস্ত স্রষ্টার কাছে তোমায় ফিরে পাওয়ার প্রার্থনাতে, তুৃমি তখন দেওয়ালের ওপারে অন্য নারীর মোহতে আবদ্ধ!
একবারের জন্যও বুঝতে পারিনি আমার অজান্তে ক্রমশ আমার দুনিয়া এলো-মেলো হয়ে এগিয়ে আসছে আমারই দিকে,,,দিন শেষে তুমি আমায় অভিযোগ করে দূরত্ব চেয়েছিলে আর আমি বরাবরের মতো তোমার সুখ!!
এখন তোমার দিন-রাত কাটে নানাবিধ নব সুখে আর আমি দেওয়ালের এপারে অনুভব করে এক একটা দিন বছর যেন,তুমিহীন।
ভালোবাসলে ঘৃণা আসে না,,, তোমায় ভালোবেসে তোমার কাছে নিজেকে চূড়ান্ত বেহায়া,সস্তা প্রমাণ করে ছিলাম,আমার সে সকল অনুভূতির তোমাতেই সূচনা তোমাতেই নিহত।
তুমি যে ব্যবধান বল আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে ❤️
Thanks, Kazi Abdur Rahman Tahsanian for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে,আবার শুনতে আসবো গানটি..............❤❤
suinen na vai. somosaa nai 😅
একটানা ৩০ বার এর বেশি শুনতেছি তার পর ও আরো ইচ্ছে করে শুনতে, ভালোবাসা রইলো
আমিও এমন করি কোন গান ভালো লাগে সারাদিন শুনি
আমি জানিনা আমি কিভাবে শুরু করবো, এই গানটার সাথে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা জড়িয়ে আছে, কোন একদিন তার সাথে অভিমান করে ২-৩ দিন কথা বলি নাই তখন তাকে এই গানটা দিয়ে আমি অনেক কিছু বুঝানোর চেষ্টা করি, আমরা প্রায়ই এই গানগুলো একসাথে প্লে করে শুনতাম, আর হ্যাঁ বলা হয়নি আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিলো, আসলে তাকে আমি কোন কারণে হারিয়ে ফেলি, হয়তো ভুল টা আমারি ছিলো যাই হোক, সে না থাকুক তার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ADVERB আছে ❤
১ম বার আপ্লডেই ডাউনলোড করে রেখেছিলাম এখন দেখি আবার এসেছে ইউটিউব এ😍😍😍😍
Thanks, Gazi mahdi hasan for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
একেকটা কথা মিলে যায় নিজের সাথে
যেন কথাগুলো আমিই বলছি অনেক আবেগ আর কষ্টের সাথে❤️ধন্যবাদ এডভার্ব এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্যে❤️ভালোবাসা রইলো❤️
I have no clue why this song is so underrated instead of having millions of views. People really lost the taste of quality music. I hope you guys get more response. I’ve already listened to this song over 200 times for sure
Music buste hole music lover hote hoy..amader des er beser vag manus gan na bujhe e sune
I am also heared it at least 50 times.. It’s not a music It's a emotion.
@samiaha exactly an underrated song😢
I'm listening more then 2000 times 😍😍
2.3 million now
বাংলাদেশে একমাত্র ব্যান্ড মিউজিক এখনো তার কোয়ালিটি ধরে রেখেছে। সেই উচ্চারন থেকে আজকের এডভার্ব। অবশ্যই বাংলাদেশের ব্যান্ড মিউজিক আমাদের জন্য একটা গর্বের বিষয়। এডভার্বের জন্য অনেক অনেক শুভ কামনা।
নিজেকে খুব শক্ত মনে করতাম। গানটি যতবারেই শুনি নিজেকে অসহায় মনে হয়, অজান্তেই হু হু করে কেদে উঠি এখন, তোমার হিমেল আর শক্ত না অরপি,
বাচ্চা হয়ে গেছে হিমেল,
বার বার মনে পড়ে আমাদের প্রথম দেখা তোমার জন্য দাড়ায় থাকা সেই শাহ আলি মার্কেটে আর তুমি হঠাৎ করে আমার সামনে এসে মুচকি হাসি দিয়ে বলেছিলা কি চিনতে পেরেছ?
আর রিকশা করে জিয়া উদ্যান যাওয়ার সময় যখন অন্যদিকে তাকালাম তোমার ছোট্ট ঠোটের চুমু আমার গালে, আর আমার রাগ চোখে তাকিয়ে থাকা যখন তোমার উড়না সরে যেত বাতাসে।
আজ ২ বছর হয়ে গেছে একটা বার মনে পড়ে না আমাকে আমার মত তোমাকে কেউ এত ক্রেজি ভাবে আদৌও কি ভালবাসবে?
এই কষ্ট গুলো বয়ে নিয়ে বের হচ্ছি আর তুমি আছ তোমার নতুন লাইফ পার্টনার নিয়ে,
মনের কাছে যদি দূরত্ব নাই এই থাকে তাহলে এই বৈষম্যতা কেন? চাপা দুঃখ গুলো নীল শীতল বাতাসের মত নিস্তব্ধ আঘাত দিয়ে যাচ্ছে? ব্যবধান আছে, মনের কাছে দুরুত্বও আছে সেটা তোমার কাছে,
আর আমি তুমি ছাড়া দেখছি না কিছু,তোমার মাঝে পড়ে আছি এখনও। একেক্টা দিন বছর যেমন।
tumi acho ami achi cholo eksathe preme poreh nachi kemon acho pachi?tumi amar hobu valobachi
মনের চিলেকোঠায় তুমি ছাড়া আর তো কেউ নেই।আজও মন তোমার মাঝে পড়ে রয়
The future of Bangladesh band music is in good hands. Tremendous composition.
Inspired..!! Pashe Thakben
Perfect song for long distance relationship! ❤
Once a famous person said,
When you are happy you enjoy music. But when your are sad you understand the lyrics.
see you again ...
kichu bolbo na !! thanks adverb
এই গানটি প্রথম শুনছিলাম ফেসবুকে।প্রথম শুনেই প্রেমে পড়ে যাই,কিন্তু নাম ছিল না গানের।অনেক খুঁজার পর নামটা পেলাম। uffff......osthir bro
Thanks, Mahib Nahian for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
২০২০ এ র র কোনো এক সময় আমি প্রচুর ড্রিপ্্রেশনে ছিলাম,আমার কাছে একটা বাটন ফোন ছিলো, আর আমি রেড়িও শুনতাম শুধু। তখনই এই গানের সাথে পরিচয় আমার। এখনও মন খারাপের সময় গুলোতে আমাকে সঙ্গ দেয় এই গানটা, যেমন আজ দিচ্ছে
একদিন তুমি গানটা শুনতে বলেছিলে , আজ তুমি চলে গেলেও গানটা ঠিকই আছে ❣️
গত কিছু দিন ধরে এ ব্যান্ডটির বেশ কিছু গান আমার ভিষন ভাল লাগছে।
আসা করি দিন যত যাবে আরো সুন্দর গানে তারা সমৃদ্ধ হবে।
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো adverb এর জন্য
প্রতিটা কথা যেন বিশুদ্ধ সত্য, যা অনুভব করবে হাজার প্রেমিক।
Here is ADVERB's official music video for "Kotodur'' of the upcoming debut album "PURBAPOR"
Download/Stream: melabel.lnk.to/Kotodur
Subscribe Adverb Now, bit.ly/SUBSCRIBEAdverb
Niketan theke valovasha 😍😘
Bhaia ami ki song ta facebook e ekta chobi diye audio add kore uploade korte pari ?
Love u ❤😍vai😍😍
Bast one😍😍
Best wishes❤
সত্যি মনের কাছে দূরত্ব কিছু নয় ❤️❤️❤️ heart teach line
❤❤❤ অনেক বার শুনে ফেললাম।
গানের সহ গানের কারিগরদের প্রেমে পড়ে গেছি!🙄😑
এই গানটা প্রথম শুনি রেডিও তে গতবছর, প্রতিদিন ৪-৫ বার দিত এখন রেডিও টা নেই তবে আমি অনেক মিস করি সেই সময়গুলো❤️
তুমি যে ব্যবধান বলো
আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে (-.-)
আমি একটা কমেন্ট করে যাচ্ছি। কারন,
কেউ যখন লাইক দিবে আর নোটিফিকেশন আসবে আবার গানটা শুনতে আসবো🥀💯❤️
কেন জানি এই গানটা শুনলে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয়। কারণ এই গানের প্রতিটি কথা আমার মনে কথা। ধন্যবাদ ভাই
What a mon!
তবু কেন জানি অপারগ আমি
পড়ে থাকি তোমার মাঝে
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়! ❤️
মনের কাছে দূরত্ব কিছু নয়, তবে মনের টান দুইদিক থেকেই থাকতে হয়, একদিক দিয়ে মনের টান থেকে কি লাভ!
Right
৩ বছর পর যোগাযোগ হবার পর,ভেবে ছিলাম সে বুঝি আমার মুগ্ধতা এখনো পরে আছে,অপেক্ষাটা বুঝি এই বার শেষ হবে,অভিমান গুলো হারিয়ে যাবে,কিন্তু আসলে হলো তার ভিন্নতা সে বললো তার আমার প্রতি কখনো ভালোবাস জন্ম নেয় নি,সে বললো কিছুই ছিলোনা আমাদের মাঝে,বড্ডো দেরি করে ফেলিছি, আরো কত রঙিন রঙিন কথা,আমি বুঝে গেলাম আমার ঘড়ি কাটা দাড়িয়ে থাকলেও তার ঘড়িকাটা চলমান ছিল,বড়তো হয়েছি অনেক,কোন কথার মানে কি তাতো বুঝি, এই কথা গুলো সে হয়তো কখনো পড়তে পারবে না জানবে ও না, তাও লিখে রাখি নিজের স্মৃতি চারনের জন্য,সব জানা পরও আমি চেয়েছিলাম তার সাথে একদিন মন খুলে কথা বলতে আমাকে চিনাতে, আমি জানি আমাদের আর একটা জন্ম কখনো হবে না, তাই শেষ বারের মতো কিছু স্মৃতি তার আর আমার মাঝে রাখতে,তার কাছে এটা ঘুরতে যাওয়া হলেও আমার কাছে এটা বিরাট এক ভালো লাগা,আমি অনেক দিন ধরে তার অপেক্ষা করেছি জীবনের অনেক সময় হয়ত অপেক্ষা করা হবে এই ভাবে শুধু একটি আশায় সে একদিন বুঝবে, আসলে আমি এই অপেক্ষার মধ্যে একটা আলাদা সুখ খুঁজে পেয়েছি,কেমন জানি ভালো লাগে,যদি তার সাথে সামনাসামনি দেখা হয়,তাহলে এটাই তার সাথে আমার হওয়া শেষ দেখা, আমি তাকে শুধু মনে ভরে দেখতে চাই আর কিছু না, কিন্তু সে আমাকে অনেক অবিশ্বাস করে, তার ভালোবাসার না পাওয়ার আফসোস এর থেকে বড় আফসোস আমার,আমি তার বিশ্বাসটা অর্জন করতে পারলাম না।না সে আমার হলো আর না সে আমাকে অন্য কারো হতে দিলো।
So sad bro💔
গান টা একাই একটা উপন্যাস!
Adverb বরাবর পছন্দের শীর্ষে।
অসংখ্য ধন্যবাদ প্রান্ত ভাই ও তাঁর দলকে।
সত্যিই অন্য রকম একটা শান্তি পাই Adverb এর প্রতিটা গানে।
গানটা এতো ভালো কেন? 😍💖🌸
Thanks, Nima Sadia for your love and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
৯০ দশকের মায়ায় জড়িয়ে রেখেছি নিজেকে। এটা আমার গর্ব।🎧💙🥰
২০২১
"কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা
হারিয়ে গেছে চাদরে মোড়া দিন
রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে
এক একটা দিন বছর যেমন তুমিহীন"
one of best band songs I listened to
জীবন থেকে নেয়া । লিরিক্স এর কথা গুলো আমার বাস্তবতার সাথে মিলে যায়।
Same brother
অসাধারণ! চার মাস আগে প্রথম শুনেছি। এখনো নিয়মিত শুনা হয়। বার বার শুনতে ইচ্ছা হয়😍
আমার শোনা সেরা গানের একটি হলো এই গানটি,,, মনে হয় ২ হাজার বার শুনেছি গানটা তারপরেও নতুন লাগে। জীবনের সাথে মিল পাই যখন গানটা শুনি।
গান্টির কথার সাথে জীবন এর সৃতির সাথে এত টা মিল ,অকল্পনীয়,আমার অনুভুতি কে শব্দ দেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ , খুবি প্রীয় একটি গান
অসাধারণ একটা গান❤
যত শুনি ততই ভালো লাগে❤
ভালোবাসা অবিরাম❤
সময়ের সাথে সবই বদলায়,বদলায় না এই গানগুলোর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি 🌻🌼
"তোমার মাঝে পরে রয়" this one hits at different level when he screams with a pain and goes perfect with the lyrics where emotions expresses pretty good!!
যতই শুনি! মন ভরে না😍
অসাধারণ একটা গান😍😍
Vocal টা জোস👌
অনেক কথাই বলা হয়নি,হোপ এইগানটা কখনো শুনলে আমার সব কথাই অনুভব করতে পারবা,আল্লাহ না চাইতেই অনেক কিছু দিয়েছিলেন কিন্তু যেটা খুব করে চেয়েছিলাম সেটাই পাওয়া হয় নি।🙂💔
রেখে দিও সযতনে যদি দেখা না-ই হয়,
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ!! 🖤
Prema pore gelam😍 valobasha obiram❤❤
আমার ব্যান্ড, আমাদের ব্যান্ড...
বাংলার ব্যান্ড, বাংলাদেশের ব্যান্ড...
বাংলা গান, প্রাণের গান... 😍
The sense of music❤️🥀
অন্যরকম ভালো লাগা😇
ভাই, সত্যি খুব ভালো লেগেছে। পত্রিকা মোড়ানো মেয় টা। 💌 আরো অনেক কিছু লিখতে মনে চাই, কিন্তু কি করার আমার তো এতো হাজার শব্দ জানা নাই।
Adverb Deserves Millions!
Thanks, Schandra Tech for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
Now see bro
29-05-2023
চূড়ান্ত বিচ্ছেদের সময়ে এই গানটি পেলাম! গানের কথাগুলো জীবনের সাথে মিলে গেলো।জানিনা আজকের এই দূরত্ব আমাদের কতদূরে নিয়ে যায়।সে কখনো যদি এ গান শোনে তবে তাকে জানিয়ে দিতে চাই এ আমার আহত চিৎকার।
ভালো থাকুক ভালোবাসার মানুষ টি💗
Damn lyrics 💜
তোমার মাঝে পরে রয় ❤
Thanks, Fahim Sikder for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
জানো কি তুমি ,
মনের কাছে দূরত্ব কিছু নয় 💔🖤
মনে হয় কৈশর এর ৯০ দশকে ফিরে গেলাম।শুভ কামনা থাকল।
Thanks, Jamil Riad for your comment and support ❤.
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
রেখে দিও সযত্নে যদি দেখা নাই হয়,ভেবে নিও আমি তোমাকেই অন্তনিল
Long distance relationship 🖤💙🖤💙🖤 যত বার শুনি তোমার কথা মনে পড়ে 🖤💙💙🖤
pritomo asha kori valo acho akash er thikanai na lekha ekhon batash er thikanai chiti lekho karon long distance reationship pe ami tomai valobashi
রেখে দিও স্বযতনে, যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তুুমাতেই অন্তহীন
Such a deep lyrics
Mark ‼️❣️
❤জানো কি তুমি...!
Not bad! It's actually great. Keep it bros! Love
ভালোবাসার আরেকটি ব্যান্ড❤️❤️
ভাই সেরা😍
আগামী দিনের শুভকামনা 😍
Thanks, rasel islam for your comment and support ❤.
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পরে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা......
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয় 🥀
Lyrics ta marattok chilo ❤
Thanks, murad sarjid for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe to our channel. - Adverb