হিজাব না পরা নারীদের শনাক্ত করতে গোপন ক্যামেরা লাগাচ্ছে ইরান৷

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2023
  • হিজাব না পরা নারীদের শনাক্ত করতে
    গোপন ক্যামেরা লাগাচ্ছে ইরান৷ ইরানে এমন নারী রয়েছে যারা হিজাব পরে না৷ এদের শনাক্ত করতে প্রকাশ্য স্থানে
    গোপন ক্যামেরা বসাচ্ছে ইরান সরকার৷ গত বছর হিজাব না পরার কারনে 22 বছর বয়সী কুর্দি তরুনি মাহসা আমিনিকে গ্রেপ্তার করে-ছিল পুলিশ৷পুলিশ হেফাজতে মৃত্য হলে দেশজুরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়৷ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ধর্মীয় নিয়ম অনুয়ায়ী আইন গত ভাবে নারীদের চুল এবং মুখমন্ডল আবৃত হিজাব বাধ্যবাধকতা করা হয়৷ দিনটি ছিল 1979 এর 07 মার্চ
    আয়াতোল্লাহ খোমেইনি একটি ডিক্রি বা নির্দেশনামা জারি করেন৷ সকল নারীদের কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে হিজাব পরতে হবে এবং নারীর মাথা না ঢাকলে তার বিচারে সেইসব নারী "নগ্ন" বলে গন্য হবে৷ কিন্তু গত বছর মাহসা আমিনির মৃত্যর পর গড়ে ওঠা তীব্র আন্দোলনের পর এখন কর্তৃপক্ষ নতুন করে নজরদারি বৃদ্ধির উদ্যেক নিচ্ছে৷ ইরানে পর্দা না করা নারীদের ওপর জনগনের আক্রমনের ঘটনাএকেবারে বিরল নয়৷ গত সপ্তাহে ইরানেএকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পরেছিল, যেখানে পর্দা না করার করানে দুজন নারীর গায়ে দই ছুড়ে
    মারছে একজন ব্যাক্তি৷

ความคิดเห็น •