Radio Janabani community radio of purulia||রেডিও জনবাণী পুরুলিয়ার মানুষের মনের কথা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • আপনারা শুনছেন রেডিও নিত্যানন্দ জনবাণী। পুরুলিয়ার বিস্তৃত এলাকার মানুষের কাছে বিনোদনের এক নতুন দিগন্ত নিয়ে এসেছে এই কমিউনিটি রেডিও। লৌলাড়া কলেজের মধ্যে একটি প্রাচীন ইমারতে ২০১০ সালে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি। স্বল্প পরিসরে শুরু হলেও এখন এটি মহীরুহের আকার ধারন করেছে। জেলার বিভিন্ন শিল্পী এখানে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাচ্ছেন। নানা ধরনের অনুষ্ঠানও করছেন তারা। পুরুলিয়ার একটা বড় অংশ ছাড়াও বাঁকুড়া জেলার পশ্চিম প্রান্তে শোনা যায় নিত্যানন্দ জনবাণীর অনুষ্ঠান। পুরুলিয়ার একমাত্র এই কমিউনিটি রেডিওতে বাংলার সাথে সাথে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাঁওতালী ভাষাকেও। বিনোদন এবং সচেতনতা প্রসার এই উদ্দেশ্যকে সাধন করাই তাদের লক্ষ্য বলে জানান এখানকার কর্ণধার চণ্ডীদাস মুখোপাধ্যায়। প্রতিদিনই ভোর ছটা থেকে রাত নটা পর্যন্ত টানা অনুষ্ঠান প্রচারিত হয় নিত্যানন্দ জনবাণী থেকে। শুধু রেকর্ডেড নয় দিনের একটা উল্লেখযোগ্য সময় এখান থেকে প্রচার করা হয় লাইভ অনুষ্ঠানও। নির্ঘন্ট মেনে যাবতীয় অনুষ্ঠানের সূচি সাজানো হয়। সময় জঙ্গলমহল চ্যানেলকে এনিয়ে বিস্তৃত ভাবে জানান রেডিও স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার ইমন কল্যান সেন। তিনি বলেন পুরুলিয়া জেলায় সাঁওতালী ভাষাভাষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। নিত্যানন্দ জনবাণী তার অনুষ্ঠানসুচির একটা বড় অংশ এই ভাষায় সম্প্রচার করে থাকে। বিনোদনের সাথে সাথে সাঁওতালী ভাষায় কৃষি, পশুপালন এবং দৈনন্দিন স্বাস্থ্যবিধি নিয়েও করা হয় নানান অনুষ্ঠান।এছাড়াও কন্যাশ্রী এবং নারী প্রগতি বিষয়ক অনুষ্ঠানও করা হয় এখানে। এলাকার গ্রামের মানুষজন জানান এই অনুষ্ঠান শুনে দারুনভাবে লাভবান হয়েছেন তারা। বদলাচ্ছে তাদের জীবনযাত্রাও।
    Samay Junglemahal is a channel which gives all information about Junglemahal area of West Bengal and Jharkhand.
    #Radio ,#communityradio ,#samayjunglemahal ,#সময়জঙ্গলমহল ,#পুরুলিয়া ,

ความคิดเห็น • 1