শুধু নাগরিক নিবন্ধন করলেই আপনি যে কোন জায়গায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না যতক্ষন না আপনার হোল্ডিং কে অনুমোদন করা হয়েছে একথাও জেনে রাখা ভালো যে হোল্ডিং অনুমোদিত না হলে আপনি নিজের নাগরিক প্রোফাইল থেকে বা অন্য কোথাও গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না অর্থাৎ হোল্ডিং অনুমোদিত না হলে ইউনিয়ন ভূমি অফিস ছাড়া কোথাও খাজনা দিতে পারবেন না আর ভূমি অফিস ছাড়া অন্য কোথাও খাতনা দিলে খাজনা পরিশোধ হবে ঠিকই কিন্তু খাজনার দাখিলা পাবেন না
ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার এই ভিডিওটা সেভ করে বার বার শুনেছি এবং আপনার দেখানো পথে এগিয়ে গেছি। কিন্ত অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পূর্বে হোল্ডিং নাম্বার মালিকদের(একাধিক) নাম এবং জমির পরিমাণ দেখাচ্ছে না। মোট টাকার পরিমান দেখালেও জমির পরিমাণ দেখাচ্ছে নামজারী করার আগের খতিয়ানের অংশ। যেমন ঃ আমি আর এস খতিয়ান নং ৮১ থেকে আমার পিতার অংশ (৮১/৩) ২৭
দেখাচ্ছেনা। এখন আমি NIDদিয়ে সরাসরি এবং ভুমি অফিস থেকে হোল্ডিং অনুমোদন নাকরে খাজনা পরিশোধ করলে ভবিষ্যতে কোন জতিলতা সৃষ্টি হবে কিনা। এছাড়া একাধিক মালিকদের নাম কীভাবে একটি মোবাইল নাম্বার থেকে এন্ট্রি করা যাবে, যদি একটু বুঝিয়ে বলতেন।
২৫ বিঘার কম কৃষি জমির ক্ষেত্রে মওকুফ দাখিলা কাটার নিয়ম কী? এজন্য মওকুফ করার জন্য কী ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি আবেদন করতে হবে? নাকি অনলাইনে আবেদর করলে সয়ংক্রিয় ভাবে মওকুফ হবে?
ভাই কারো যদি হোল্ডিং নম্বর আগে থেকেই থোকে তাহলে কি সরাসরি পেমেন্ট অপশন থেকেই খাজনা প্রদান করবে? আর যদি করো হোল্ডিং নম্বর না থাকে সেক্ষেত্রে কি আগে নিবন্ধন করে তারপর প্রোফাইল আপডেট করে এপর ভূমি অফিস থেকে হোল্ডিং নম্বর নিয়ে তারপর খাজনা প্রদান করে দাখিলা সংগ্রহ করা যাবে তাই নয় কি?
জনাব গাউসুল আযম, সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জাানতে চাই, আমাদের সমাজের মানুষ জমি জমা সম্পর্কে এতই স্পর্শকাতর যে, কোন একটি জমির নিজস্ব দাগ, খতিয়ান কিংবা হোল্ডিং নং জানাতে চায় না। অনলাইনে খোলা প্রোফাইল, মোবাইল নং, পাসওয়ার্ড ইত্যাদির মত এত গুরুত্বপূর্ন তথ্য কোন ভূমি মালিক কি অন্য কাউকে শেয়ার করে? জমি ক্রয় করেছি ১৯৯৫ সালে, নানা সীমাবদ্ধতা ও অবহেলার কারনে নামজারি করা হয় নাই। এখনকার নামজারিতে দাতার আইডি কার্ড ফটোকপি, ওয়ারিশান সনদ ইত্যাদি অবশ্য প্রয়োজন, তাতেই দাতাগণ সহযোগীতা করছেন না। জনাব সরকারী কর্ম কর্তা, ভূমি অফিসার, অনুরোথ করছি, বাস্তবতার নিরিখে একটি ভিডিও প্রচার করলেই উপকৃত হইতে পারি। আশা করছি ভুক্তভোগীদের কাতার থেকে বিষয়টি অনুধাবন করিবেন।
স্যার আমি বারো শতক জায়গার নাম জারি করেছি সেই নাম জারি খতিয়ান ওডিসিআর নিয়েও গিয়েছিলাম ভূমি উন্নয়ন কর্মকর্তা অনেক টাকা চায় আইডি খোলার জন্য সে ক্ষেত্রে কি করব
@@gausul_azam তহসিলদার সাহেব মাঠপর্চা চায় হোল্ডিং এড করার জন্য। শরিকানা সম্পত্তি। মাঠপর্চা শরিকদের কাছে আছে। আমার কাছে নেই। এখন আমি কি করবো? কিভাবে মাঠপর্চা বের করবো??
জনাব গাউসুল আযম, সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জানিতে চাই, ডিজিটাল ভূমি মন্ত্রণালয়ের কোন ডিজিটাল টেকনিক আমার জানা থাকিলে তাহা জনস্বার্থে প্রকাশ করুন। যাহা প্রচার করিলেন তাহাতে সাধারণ মানুষ তথা ভূমি মালিকগন কোন ভাবেই উপকৃত হইবে না। আশা করি ব্যবস্থা নিবেন।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিবন্ধন এবং হোল্ডিং খোলার পর ১৪৩০ সালের খাজনা দাবী শুন্য দেখাচ্ছে। এবং পেমেন্ট অপশন নগদ/বিকাশ লিংক শো হচ্ছে না। এক্ষেত্রে কী করণীয়? প্লিজ আমাকে সহযোগিতা করুন।
ভাই আমার বাবার নামে নামজারি এবং হোডিং খোলা আছে। কিন্তু অনলাইনে নামজারি করা হয়নি। এটা কি খাজনা দিতে পাবো কি? এবং কি ভাবে করব বলেন প্লিজ। অার প্রতিটা হোডিং জন্য অালাদা অালাদা নিবন্ধন করতে হবে কি?
আসসালামু আলাইকুম, ভাই। আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে আমার কাছে হোল্ডিং নাম্বার চাচ্ছে। কিন্তু আমার নামজারি খতিয়ানে হোল্ডিং নাম্বার নেই। এখন আমি কি করবো?
অনলাইন না এটা কৃষকের মরন ফাঁদ ৪ একর জমির খাজনা ৪০০০০০/ চল্লিশ হাজার টাকা। কৃষি জমির খাজনা মাপ ছিল। ২/টাকা ছিল সেটা কি নতুন করে বৃদ্ধি করা হয়েছে ? কোন শ্রেনির জমির কত খাজনা, সুদ জানতে চাই।
ইউনিয়ন ভূমি অফিস নিবন্ধিত খতিয়ান সমন্বয় করার আগেই যদি পেমেন্ট অপশন থেকে হোল্ডিং নাম্বার ব্যবহার করে খাজনা পরিশোধ করা হয়, আর সেই খাজনার মূল দাখিলা কি নিবন্ধিত দাতার প্রোফাইলে পাওয়া যাবে...??? তহশিলদার সমন্বয় করার আগেই পাওয়া যাবে কি??? ,,
জনাব গাউসুল আযম, সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জানিতে চাই, ডিজিটাল ভূমি মন্ত্রণালয়ের কোন ডিজিটাল টেকনিক আপনার জানা থাকিলে তাহা জনস্বার্থে প্রকাশ করুন। যাহা প্রচার করিলেন তাহাতে সাধারণ মানুষ তথা ভূমি মালিকগন কোন ভাবেই উপকৃত হইবে না। আশা করি ব্যবস্থা নিবেন। এই ভিডিও একেবারেই অবাস্তব।
স্যার, সরকারের ভুমি কর পাইলেই ত হল।উন্মুক্ত করে দেওয়া হক যে কেউ যাতে খাজনা অনলাইনে দিতে পারে, এখন বিভিন্ন বাহানা দিয়ে বেশি নেয়, না হলে আইন দেখায় যেমন, খারিজ করে খাজনা নিতে হবে, স্যার খাজনা রশিদ নিয়ে bontoknama দলিল করে দখল অনুযায়ী সুবিধা মতো রেজিষ্ট্রেশন করবে,তার পরে খারিজ করে নিবে ।প্লিজ রিপ্লাই
আপনি যখন অনলাইন পেমেন্ট ক্লিক দিসেন সাথে সাথে বিকাস/রকেট ইত্যাদি চলে আসছে আমার আসে না কেন।প্রোফাইল কি ১০০% হতে হবে নাকি বাবার নামে নিন্বন্ধন করতে হবে ??জমি বাবার নামে আমি খাজনা দিতে চাইছিলাম
আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি জমি ক্রয় করেছি ২০০৬ সালে। এখন আমি নামজারির, আবেদন, করবো। কিন্তু আবেদনে কি দাতার মোবাইল এবং এন,আই,ডি, নাম্বার না দিলে চলবে। না অবশ্যই দিতে হবে।
আসসালামুয়ালাইকুম।স্যার খারিজ খতিয়ান গুলো সিরিয়াল অনুযায়ী দেখায়না কেন যেমন আমার খারিজ খতিয়ান নং ৭০০ কিন্তু এর আগের খতিয়ান নং দেখা যায় এবং পরের খতিয়ান নং দেখা যায়! কিন্তু ৭০০ নং খতিয়ান দেখা যায় না কেন।এর কারণ কি দয়া করে জানাবেন প্লিজ।
মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির প্রোফাইল আইডি লগিন পাসওয়ার্ড জানা নেই। ভূমিকর পরিশোধের জন্য সরাসরি এনআইডি দিয়ে ভূমিকর পরিশোধ করে কি দাখিলা কপি কিভাবে পাব?
আপনি যে সিস্টেমে দিসেন আমি সেটা ফলো করে দিতে পারি নাই।আমি পেমেন্ট অপশনে ক্লিক করলে আর কোন কিছু আসে না।আর আপনি যখন পেমেন্ট অপশনে ক্লিক করছেন তখন পেমেন্ট করার অপশন চলে আসছে।আমার পেমেন্ট অপশন আসে না কেন।দয়া করে জানাবেন আমার খুব দরকার।আপনাকে ধন্যবাদ
নাগরিক নিবন্ধন ছাড়াই গত ১০/১/২৩ ইং তারিখে একটি জমির ১৪১৭-১৪২৯(১২বছরের) কর দেই যার পরিমাণ ছিল ৮২ টাকা এবং পরবর্তীতে খতিয়ান এবং ওয়ারিশ সনদ যুক্ত করে নাগরিক নিবন্ধন করায় অনলাইন থেকেই কর পরিশোধের দাখিলা বুঝিয়া পাই।ভূমি অফিস যেতে হয় নাই।নতুন বাংলা সন শুরু হওয়াতে নাগরিক নিবন্ধন থেকে নতুন বছরের কর দিয়ে গিয়ে দেখি ১৪১৭ সাল থেকেই বকেয়া দেখাচ্ছে যার পরিমাণ ৩২০৬ টাকা।কেন এমন হলো বুঝলাম না,এবং আমার করণীয় কি??বি:দ্র:আমার পক্ষে ভূমি অফিস যাওয়া এখন সম্ভব নয় কারণ আমি অন্য জেলায় এবং বেশ দূরে থাকি।আশা করি উত্তর পাবো
একজন নাগরিক তার নিজের প্রফাইল থেকে কত টাকা পযর্ন্ত ভুমি উন্নয়ন কর পরিশধ করতে পারবে। যদি পঞ্চাশ হাজারের বেশি খাজনা আসে। তাহলে কি নাগরিক কর্ণার থেকে দেওয়া যাবে কি। দয়া করে জানাবেন। ইনশাআল্লাহ্
ভাই সাহেব, নায়েব স্যার অনুমোদন না দিলেও কি দাখিলা প্রোফাইল এ আসবে না যদি আসতো তবে মালিকের প্রোফাইলের মাধ্যমে সাময়িক রশিদ পেলেও মূল রশিদ প্রোফাইল এ আসছে না দয়া করে দাখিলাটি সংগ্রহ করার নিয়ম বলে দিবেন।
আসসালামু আলাইকুম, স্যার আমার জমি কিনা 4 মাস আগে তো সে ক্ষেত্রে করে রশিদ হাতে লিখিত এবং আমি এখনো নামজারি করিনি, এখন নামজারি আবেদন করার সময় হোল্ডিং নাম্বার আমি কত দেব এবং কিভাবে দেব।
উত্তরাধিকার এর অপশন এ গিয়ে আমার পিতার নাম অন্তর্ভুক্ত করলাম আবার উত্তরাধিকার পত্ত এড না করলে আমি তো খাজনা দিতে পারব না।????? আমার তো উত্তরাধিকার সনদ তো নেই। তাইলে তো ভূমি অফিসে গিয়েই কাজ করা লাগবে????
রেকর্ডিং খতিয়ানের হোলি নম্বর না জানা থাকলে সমস্যা নেই শুধু খতিয়ান নম্বর দিয়ে কঠিন যুক্ত করবেন কিন্তু খারিজ খতিয়ান হলে অবশ্যই হোলির নাম্বার জানা থাকতে হবে
শুধু নাগরিক নিবন্ধন করলেই আপনি যে কোন জায়গায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না যতক্ষন না আপনার হোল্ডিং কে অনুমোদন করা হয়েছে একথাও জেনে রাখা ভালো যে হোল্ডিং অনুমোদিত না হলে আপনি নিজের নাগরিক প্রোফাইল থেকে বা অন্য কোথাও গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না অর্থাৎ হোল্ডিং অনুমোদিত না হলে ইউনিয়ন ভূমি অফিস ছাড়া কোথাও খাজনা দিতে পারবেন না আর ভূমি অফিস ছাড়া অন্য কোথাও খাতনা দিলে খাজনা পরিশোধ হবে ঠিকই কিন্তু খাজনার দাখিলা পাবেন না
ভূমি উন্নয়ন কর সংক্রান্ত অনন্য ভিডিওতে এবিষয়টি পরিষ্কারভাবে বলা আছে
ধন্যবাদ এ গুরুত্বপূর্ন তথ্যটি দেয়ার জন্য।
জনাব, আপনার ভিডিও ইনট্রো মিউজিকটি খুব সুন্দর লাগে আমার কাছে। ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এই দখিলা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা, উপজেলা মদন । জেলা নেএকোনা । বিভাগ ময়মনসিংহ , মোঃ লালন খান
আপনাকেও ধন্যবাদ
ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার এই ভিডিওটা সেভ করে বার বার শুনেছি এবং আপনার দেখানো পথে এগিয়ে গেছি। কিন্ত অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পূর্বে হোল্ডিং নাম্বার মালিকদের(একাধিক) নাম এবং জমির পরিমাণ দেখাচ্ছে না। মোট টাকার পরিমান দেখালেও জমির পরিমাণ দেখাচ্ছে নামজারী করার আগের খতিয়ানের অংশ। যেমন ঃ আমি আর এস খতিয়ান নং ৮১ থেকে আমার পিতার অংশ (৮১/৩) ২৭
দেখাচ্ছেনা। এখন আমি NIDদিয়ে সরাসরি এবং ভুমি অফিস থেকে হোল্ডিং অনুমোদন নাকরে খাজনা পরিশোধ করলে ভবিষ্যতে কোন জতিলতা সৃষ্টি হবে কিনা। এছাড়া একাধিক মালিকদের নাম কীভাবে একটি মোবাইল নাম্বার থেকে এন্ট্রি করা যাবে, যদি একটু বুঝিয়ে বলতেন।
আপনার পিতার নামে খারিজ খতিয়ান টি অনুমোদন না থাকলে করতে পারবেন না
১৪৩১ সালের কর পরিশোধ করতে গিয়েছিলাম। এখন দেখাচ্ছে "পেমেন্ট অনুরোধটি ভূমি অফিস কর্তৃক বাতিল করা হয়েছে"। বাতিলের কারন দেখাচ্ছেঃ 22;ltk এখন আমি কি করবো।
আপনার গত বছর দেয়া থাকলে তো কোন অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই আপনি ওই আইডিতে ঢুকেও অটোমেটিক খাজনা১৪৩১ এর দিতে পারবেন
২৫ বিঘার কম কৃষি জমির ক্ষেত্রে মওকুফ দাখিলা কাটার নিয়ম কী? এজন্য মওকুফ করার জন্য কী ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি আবেদন করতে হবে? নাকি অনলাইনে আবেদর করলে সয়ংক্রিয় ভাবে মওকুফ হবে?
হলে অনুমোদনের সময় ভূমি কর্মকর্তা খাজনার রেট ধার্য করে থাকেন সেরের অনুযায়ী খাজনা দিতে হবে সার বেশি হলে আপত্তি জানান
আসসালামু আলাইকুম সার,
মসজিদ কমিটির পক্ষ থেকে বা ওয়াকফ মতোয়াল্লির পক্ষ থেকে ভুমির খাজনা কিভাবে আদায় করব দয়া করে একটি ভিডিও দিলে উপকৃত হব ।
আপনি আপনার এনআইডি একটি কর্পোরেট সিম সহ ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন
ভাই কারো যদি হোল্ডিং নম্বর আগে থেকেই থোকে তাহলে কি সরাসরি পেমেন্ট অপশন থেকেই খাজনা প্রদান করবে? আর যদি করো হোল্ডিং নম্বর না থাকে সেক্ষেত্রে কি আগে নিবন্ধন করে তারপর প্রোফাইল আপডেট করে এপর ভূমি অফিস থেকে হোল্ডিং নম্বর নিয়ে তারপর খাজনা প্রদান করে দাখিলা সংগ্রহ করা যাবে তাই নয় কি?
সঠিক
Akhono ki ai vabe DEWA jai
জি
Jomi korton korbo ki vabe
জমি কর্টন আপনার কাজ না, ভূমি অফিসের কাজ
স্যার শুরু থেকে লাষ্ট ১৪৩০ সাল পর্যান্ত খাজনা পরিশোধ করলাম কিন্তুু এখন আবার নয় বৎসর বাকি দেখায় তাতে করনিও কি
আপনার রশিদ নিয়ে ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করলে সংশোধন করে দিবে
আপনাকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
ভাই একাধি মালিক থেকে একজন খাজনা পরিশোধ করবে কিন্তু হচ্ছে না
এর আগ তো online খাজনা দিয়েছি কিন্ত এখন হচ্ছে না কেন
এলইডি ট্যাক্স অ্যাপ এ গিয়ে চেষ্টা করুন
২০.৫ এখানে কতটুকু জমি বোঝাচ্ছে জানাবেন প্লিজ ভাই।
এ সংখ্যার পরে কি লেখা আছে এ একর না শতক
জনাব গাউসুল আযম,
সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জাানতে চাই, আমাদের সমাজের মানুষ জমি জমা সম্পর্কে এতই স্পর্শকাতর যে, কোন একটি জমির নিজস্ব দাগ, খতিয়ান কিংবা হোল্ডিং নং জানাতে চায় না। অনলাইনে খোলা প্রোফাইল, মোবাইল নং, পাসওয়ার্ড ইত্যাদির মত এত গুরুত্বপূর্ন তথ্য কোন ভূমি মালিক কি অন্য কাউকে শেয়ার করে? জমি ক্রয় করেছি ১৯৯৫ সালে, নানা সীমাবদ্ধতা ও অবহেলার কারনে নামজারি করা হয় নাই। এখনকার নামজারিতে দাতার আইডি কার্ড ফটোকপি, ওয়ারিশান সনদ ইত্যাদি অবশ্য প্রয়োজন, তাতেই দাতাগণ সহযোগীতা করছেন না। জনাব সরকারী কর্ম কর্তা, ভূমি অফিসার, অনুরোথ করছি, বাস্তবতার নিরিখে একটি ভিডিও প্রচার করলেই উপকৃত হইতে পারি। আশা করছি ভুক্তভোগীদের কাতার থেকে বিষয়টি অনুধাবন করিবেন।
দাতার আইডি কার্ডে কোন প্রয়োজন হয় না। ওয়ারিশ সনদ তো আপনি নিজেই জোগাড় করতে পারবেন। আরও কিছু জানতে চাইলে। যোগাযোগ করুন ০১৮২০১৬০০০১
স্যার আমি বারো শতক জায়গার নাম জারি করেছি সেই নাম জারি খতিয়ান ওডিসিআর নিয়েও গিয়েছিলাম ভূমি উন্নয়ন কর্মকর্তা অনেক টাকা চায় আইডি খোলার জন্য সে ক্ষেত্রে কি করব
আপনার খারিজ খতিয়ান কত সালের?
স্যার ১৪৩০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করলাম এখন আবার বাকি দেখাচ্ছে নয় বৎর অথছ খাজনা শুরু হলো তিন বৎসর
আপনার উত্তর দেয়া আছে
আমার একাউন্টে খতিয়ান এড করেছি কিন্তু স্থানীয় ভূমি কর্মকর্তা হোল্ডিং এড করছেন না। এখন আমি কি করতে পারি??
আপনি তহসিলদারের নিকট যোগাযোগ করেন
@@gausul_azam তহসিলদার সাহেব মাঠপর্চা চায় হোল্ডিং এড করার জন্য। শরিকানা সম্পত্তি। মাঠপর্চা শরিকদের কাছে আছে। আমার কাছে নেই। এখন আমি কি করবো? কিভাবে মাঠপর্চা বের করবো??
খাজনা অনেক বছরের হয়ে গেলে আপত্বি কিভাবে দাঁখিল করতে হবে সেটার ভিডিও দিবেন
আপত্তি দেয়ার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে
আসসালামুয়ালাইকুম ভাই খতিয়ানে মোবাইল নাম্বার ভুল হয়ে গেলে কিভাবে সংশোধন করা যায়।
ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন
হোল্ডিং নং না থাকলে কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবো??
ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করুন।
স্যার আমি যে নাম জারি করেছি সে নাম জানি খতিয়ানে হোল্ডিং নাম্বার উল্লেখ নেই সে ক্ষেত্রে কিভাবে অনলাইনে কাজ না পরিশোধ করব দয়া করে একটি ভিডিও বানাতে
হোল্ডিং নাম্বার বাদ দিয়ে শুধু খতিয়ান নাম্বার দিয়ে খাজনার আবেদন করুন
আমার দাদার জমি এখনো খতিয়ান অনলাইন ভুক্ত হয়নি,আমি কি অনলাইন নিবন্ধন করে খাজনা দিতে পারবো....?
ওই মৌজার গেজেট প্রকাশ হলে পারবেন।
Bi online payment a jaya thame jasse payment kora jasse naa
Akhon ki korar ase ?
Janaben
০১৮২০১৬০০০১
জনাব গাউসুল আযম,
সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জানিতে চাই, ডিজিটাল ভূমি মন্ত্রণালয়ের কোন ডিজিটাল টেকনিক আমার জানা থাকিলে তাহা জনস্বার্থে প্রকাশ করুন। যাহা প্রচার করিলেন তাহাতে সাধারণ মানুষ তথা ভূমি মালিকগন কোন ভাবেই উপকৃত হইবে না। আশা করি ব্যবস্থা নিবেন।
আপনার প্রশ্ন বুঝিনাই
মৃত পিতার নামের সম্পত্তির খাজনা সরাসরি প্রদান করা যাবে কিনা?
ওয়ারিশ সূত্রে অনলাইনে আবেদন করুন
ভাই ওরিশ সুএে পাওয়া জমি ২ পচা মোট জমি ৪৬ শতাংশ ২০১৫ সালে নাম খারিজ করি নাম খরিজ এ ৪ শতাংশ পাই এখন আরো ১০ টা পর্চা পাাই এখন আমি কি করবো জন৷ উপকৃতহতো
প্রশ্ন বুঝি নাই ০১৮২০১৬০০০১
ভুমি উন্নয়ন কর কত সাল থেকে শুরু হচ্ছে
1383 সাল থেকে
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিবন্ধন এবং হোল্ডিং খোলার পর ১৪৩০ সালের খাজনা দাবী শুন্য দেখাচ্ছে। এবং পেমেন্ট অপশন নগদ/বিকাশ লিংক শো হচ্ছে না। এক্ষেত্রে কী করণীয়? প্লিজ আমাকে সহযোগিতা করুন।
আমারে একই সমস্যা।কি করতে হবে?
ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন
ভাই আমার খতিয়ান সব ঠিক আছে কিনতু হলডিং আমার নাম হবে গোলাপ মিয়া হয়েছে গোলাম মিয়া এখন খাজনা দিলে কি ঠিক হবে। সঠিক পরামর্শ চাই।
আপনার আইডি কার্ডে কি নাম আছে
স্যার, খাজনা রশিদ কি ইউনিয়ন ভুমি অফিস জমা দিতে হবে?
এই খাতনার রসিদ আপনার কাছে রাখতে হবে
Beguni color er option to nai
নিবন্ধিত নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বার দিয়ে কি খাজনা পরিশোধ করা যাবে?
না
না
ভাইয়া আমি সরাসরি পেমেন্ট করছি কিন্তূ তার আইডিতে মুল রশিদ জমা হয় না কেন
হোল্ডিং অনুমোদন করেছিলেন। ০১৮২০১৬০০০১
আমি খারিজ করেছি এখন খাজনা দিব কিভাবে হিসাব নং কোথায় পাব।
ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আগে হোল্ডিং খোলে নি
Nice video
Thanks
ভাই আমার বাবার নামে নামজারি এবং হোডিং খোলা আছে। কিন্তু অনলাইনে নামজারি করা হয়নি। এটা কি খাজনা দিতে পাবো কি? এবং কি ভাবে করব বলেন প্লিজ। অার প্রতিটা হোডিং জন্য অালাদা অালাদা নিবন্ধন করতে হবে কি?
একজনের জন্য একবারে নিবন্ধন করলেই হবে প্রোফাইলে ঢুকে আলাদা আলাদা খতিয়ান সংযুক্ত করলেই হবে।
আসসালামু আলাইকুম, ভাই। আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে আমার কাছে হোল্ডিং নাম্বার চাচ্ছে। কিন্তু আমার নামজারি খতিয়ানে হোল্ডিং নাম্বার নেই। এখন আমি কি করবো?
নামজারি খতিয়ান অবশ্যই হোল্ডিং নাম্বার থাকবে। না থাকলে ভূমি অফিসে যোগাযোগ করুন
Holding number i to nai...dibo kemne
হোল্ডিং খোলার জন্য ভূমি অফিসে যোগাযোগ করুন
অনলাইন না এটা কৃষকের মরন ফাঁদ ৪ একর জমির খাজনা ৪০০০০০/ চল্লিশ হাজার টাকা। কৃষি জমির খাজনা মাপ ছিল। ২/টাকা ছিল সেটা কি নতুন করে বৃদ্ধি করা হয়েছে ? কোন শ্রেনির জমির কত খাজনা, সুদ জানতে চাই।
ইউনিয়ন পর্যায়ে কৃষি জমির খাজনা মওকুফ
ভাইযয়া আামর কোন নম্বর দিযে নিবন্ধন করা তা জানা নেই। এখন সরাসরি পেমেন্ট করে কিভাবে রসিদ অনলাইন থেকে পাবো
আপনার কয়টা সিম সব নাম্বার দিয়ে লগইন করার চেষ্টা করুন সফল না হলে 16122 তে কল করুন
একদিনে একসাথে কয়টা খতিয়ানের খাজনা কাটা যায়।
যত খুশি
হোল্ডিং জানা নাই। সমাধান কি?
নামজারি খতিয়ান হলে হোল্ডিং লেখা থাকে অথবা পূর্বের খাজনা রশিদে holding পাবেন
এক খতিয়ানে একাধিক নাম থাকলে এক নামে খাজনা পরিশোধ করা যাবে
আগে দেওয়া যেত এখন পুরোটাই দিতে হবে
জনাব, হোল্ডিং নাম্বার কোথায় কিভাবে পাওয়া যাবে দয়া করে জানাবেন।
নামজারি খতিয়ান এর হলে নামা দেওয়া থাকে। আর রেকর্ডিং খতিয়ান হলে পূর্বের রশিদে পাবেন।
দাখিলার নাম ভুল হলে কি করে ঠিক করতে হবে নায়েব পারছেনা ঠিক করতে
ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন
ইউনিয়ন ভূমি অফিস নিবন্ধিত খতিয়ান সমন্বয় করার আগেই যদি পেমেন্ট অপশন থেকে হোল্ডিং নাম্বার ব্যবহার করে খাজনা পরিশোধ করা হয়, আর সেই খাজনার মূল দাখিলা কি নিবন্ধিত দাতার প্রোফাইলে পাওয়া যাবে...??? তহশিলদার সমন্বয় করার আগেই পাওয়া যাবে কি??? ,,
ওই মালিকের যেকোনো একটি হোল্ডিং সমন্বয় করা থাকলেই পাওয়া যাবে
জনাব গাউসুল আযম,
সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জানতে চাই, সদ্য নামজারি কৃত খতিয়ানের হোল্ডিং নং কিভাবে অনলাইনে পাওয়া যাইবে, নাকি ভূমি অফিসে যাইয়া টাকা লেনদেন এর মাধ্যমেই সম্পন্ন করিতে হইবে? জানাইলে জনগন হিসাবে উপকৃত হইব। অপেক্ষায় রহিলাম।
হোল্ডিং খোলার জন্য ভূমি অফিসে যেতে হবে কিন্তু ভূমি অফিসে কোন টাকা পয়সা লাগবে না
ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওরা একটা হোন্ডিং খুলে দিবে আপনাকে
উনারা হোল্ডিং নাম্বার দিতে চায় না সেই জন্য কি করতে পারি
Nice
Thanks
১৪ দিন হলো আবেদন করেছি কিন্তু সেটা অপেক্ষমান অবস্থায় রয়েছে সে ক্ষেত্রে করণীয় কি?
কিসের আবেদন করেছেন
ভুমি উন্নয়ন কর
এক খতিয়ানে যদি জমির মালিক ৩ জন হয়, তাহলে প্রত্যেকে কি আলাদা আলাদা অংশের খাজনা দিতে পারবে? জানালে উপকৃত হবো।
পারবে
সি এস এবং এস.এর জমির দাগ কী পূর্বে একই ছিলো কী?
হ্যাঁ
সাবেক দাগে ১৪২০ পর্যন্ত খাজনা দেওয়া হয়েছে। এখন হাল দাগের হিসাব কি হবে?
আমরা ১৪২১ থেকে আপনার হালদা হিসাব কাউন্ট হবে
@@gausul_azam ধন্যবাদ
জনাব গাউসুল আযম,
সালাম নিবেন। ধন্যবাদ আপনার এই ভিডিও র জন্য। আমি জানিতে চাই, ডিজিটাল ভূমি মন্ত্রণালয়ের কোন ডিজিটাল টেকনিক আপনার জানা থাকিলে তাহা জনস্বার্থে প্রকাশ করুন। যাহা প্রচার করিলেন তাহাতে সাধারণ মানুষ তথা ভূমি মালিকগন কোন ভাবেই উপকৃত হইবে না। আশা করি ব্যবস্থা নিবেন। এই ভিডিও একেবারেই অবাস্তব।
আপনার প্রশ্ন বুঝিনা
খাস খতিয়ানে এর ভূমি উন্নয়ন কর কি অনলাইনে দেয়া যাবে। আমি আবেদন করেছিলাম কিন্তু খাস খতিয়ান এর কারণে বাতিল করে দিয়েছে
না
স্যার আমি সরাসরি অনলাইনে পেমেন্ট করিলাম! কিন্তু দাখিলা অপশনে কিছু নেই সাদা কারণ কি জানালে উপকৃত হব ধন্যবাদ
আপনি কি সাময়িক রশিদা পাননি?
@@gausul_azam জিনা
হোলড়িং খতিয়ান অপেক্ষামান দেখায়! অনুমোদন দেয়নি করণীয় কি দয়া করে জানাবেন
স্যার, সরকারের ভুমি কর পাইলেই ত হল।উন্মুক্ত করে দেওয়া হক যে কেউ যাতে খাজনা অনলাইনে দিতে পারে, এখন বিভিন্ন বাহানা দিয়ে বেশি নেয়, না হলে আইন দেখায় যেমন, খারিজ করে খাজনা নিতে হবে, স্যার খাজনা রশিদ নিয়ে bontoknama দলিল করে দখল অনুযায়ী সুবিধা মতো রেজিষ্ট্রেশন করবে,তার পরে খারিজ করে নিবে ।প্লিজ রিপ্লাই
খাজনা রশিদ আদালতে মালিকানার অন্যতম প্রমাণ হিসেবে বিবেচিত হয় উন্মুক্ত করলে সমস্যা আরো বাড়তে পারে
আমি সরকারি মৎস্য অফিস এর খাজনা কীভাবে দিবো? আমি চাকুরীজীবি আমিতো জমির মালিক না।
আপনি ভূমি অফিসে গিয়ে আপনার সংস্থা নামে নিবন্ধন করে নিবেন এরপর খাজনা দিবেন
স্যার নাগরিক নিবন্ধনে হোল্ডিং যদি অপেক্ষমান হয়, তবে কি দাখিলা পাবো?
না
আপনি যখন অনলাইন পেমেন্ট ক্লিক দিসেন সাথে সাথে বিকাস/রকেট ইত্যাদি চলে আসছে আমার আসে না কেন।প্রোফাইল কি ১০০% হতে হবে নাকি বাবার নামে নিন্বন্ধন করতে হবে ??জমি বাবার নামে আমি খাজনা দিতে চাইছিলাম
উত্তরাধিকারসূত্রে খাজনা দিতে পারবেন
অনলাইনে নিজের নামে নিবন্ধন করে, অন্যের জমির কর অর্থাৎ খাজনা পরিশোধ করা যাবে কিনা?
না
আমি একজনের ভুমি কর দিয়েছি কিন্তু এখনো খাজনা রশিদ পায়নি, রেজিষ্ট্রেশন করেছি তবুও হয়না।
ভূমি অফিসে যোগাযোগ করুন
আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি
জমি ক্রয় করেছি ২০০৬ সালে।
এখন আমি নামজারির, আবেদন,
করবো। কিন্তু আবেদনে কি দাতার মোবাইল এবং এন,আই,ডি, নাম্বার না দিলে চলবে। না অবশ্যই দিতে হবে।
না দিলেও চলবে। আপনার নাম্বার দিলে চলবে।
ভাই আপনি সরাসরি পেমেন্ট দেখাচ্ছেন ওটা তো আসে না কি করব
আপাতত বন্ধ আছে
আসসালামুয়ালাইকুম।স্যার খারিজ খতিয়ান গুলো সিরিয়াল অনুযায়ী দেখায়না কেন যেমন আমার খারিজ খতিয়ান নং ৭০০ কিন্তু এর আগের খতিয়ান নং দেখা যায় এবং পরের খতিয়ান নং দেখা যায়! কিন্তু ৭০০ নং খতিয়ান দেখা যায় না কেন।এর কারণ কি দয়া করে জানাবেন প্লিজ।
আপনি কোন ওয়েবসাইট থেকে দেখছেন। ০১৮২০১৬০০০১
সরাসরি জাতীয় পরিচয় ব্যাবহার করে পেমেন্ট করার হয়েছিল এখন ২য় বার ডাওনলোড করার কোন পদ্ধতি আছে?
না
মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির প্রোফাইল আইডি লগিন পাসওয়ার্ড জানা নেই। ভূমিকর পরিশোধের জন্য সরাসরি এনআইডি দিয়ে ভূমিকর পরিশোধ করে কি দাখিলা কপি কিভাবে পাব?
আপনি মৃত ব্যক্তির ওয়ারিশদের নামে একটা প্রোফাইল খুলুন
@@gausul_azam ভাই, মৃত ব্যক্তির ওয়ারিশদের প্রোফাইলে দাখিলে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি করব
নাগরিক নিবন্ধন করা না থাকলে অনলাইনে নিবন্ধন ছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান করে ভূমি অফিসে না গিয়ে কি ভাবে মূল দাখিলা অনলাইন থেকে ডাউনলোড করা যাবে?
যে খতিয়ান খাজনা দিবেন সে মালিক তার ওয়ারিশ দ্বারা খতিয়ান যুক্ত করে ভূমি অফিস থেকে অনুমোদন করে নিতে হবে
Holding number kibabe pelam
ভূমি অফিসে গিয়ে
সরাসরি পেমেন্ট করুন অপশনটি পাওয়া যাচ্ছে না। সমাধান জানাবেন
বন্ধ করে দেওয়া হয়েছে
খাজনা কতো আসছে সেটা বুঝবো কিভাবে? বিকাশে ৬৬ টাকা দিলেন এটা কিসের ভিত্তিতে দিলেন। হোল্ডিং নম্বর পাবো কিভাবে?
আপনার হোল্ডিং নাম্বার জানা না থাকলে পেমেন্ট ও করতে পারবেন না
এটাতো আরো ডাবল কাজ করা লাগতেছে এর চাইতে সরাসরি আইডি লগইন করে ওইখানেই পরিশোধ করা ভালো।
নিবন্ধন করা সম্ভব হলে নিবন্ধন করে দেওয়াটাই উত্তম
আপনি যে সিস্টেমে দিসেন আমি সেটা ফলো করে দিতে পারি নাই।আমি পেমেন্ট অপশনে ক্লিক করলে আর কোন কিছু আসে না।আর আপনি যখন পেমেন্ট অপশনে ক্লিক করছেন তখন পেমেন্ট করার অপশন চলে আসছে।আমার পেমেন্ট অপশন আসে না কেন।দয়া করে জানাবেন আমার খুব দরকার।আপনাকে ধন্যবাদ
হোল্ডিং অনুমোদন না থাকল পেমেন্ট অপশন পাবেন না'
নাগরিক নিবন্ধন করার কতদিনের মধ্যে হোল্ডিং অনুমোদন হয়।
সাধারণত তিন কার্যদিবসের মধ্যে অনুমোদন হয় দেরি হলে ভূমি অফিসে যোগাযোগ করুন
ভূমি অফিস হোল্ডিং নাম্বার না দিলে কি করার
নাগরিক নিবন্ধন ছাড়াই গত ১০/১/২৩ ইং তারিখে একটি জমির ১৪১৭-১৪২৯(১২বছরের) কর দেই যার পরিমাণ ছিল ৮২ টাকা এবং পরবর্তীতে খতিয়ান এবং ওয়ারিশ সনদ যুক্ত করে নাগরিক নিবন্ধন করায় অনলাইন থেকেই কর পরিশোধের দাখিলা বুঝিয়া পাই।ভূমি অফিস যেতে হয় নাই।নতুন বাংলা সন শুরু হওয়াতে নাগরিক নিবন্ধন থেকে নতুন বছরের কর দিয়ে গিয়ে দেখি ১৪১৭ সাল থেকেই বকেয়া দেখাচ্ছে যার পরিমাণ ৩২০৬ টাকা।কেন এমন হলো বুঝলাম না,এবং আমার করণীয় কি??বি:দ্র:আমার পক্ষে ভূমি অফিস যাওয়া এখন সম্ভব নয় কারণ আমি অন্য জেলায় এবং বেশ দূরে থাকি।আশা করি উত্তর পাবো
আপনার নিবন্ধিত প্রোফাইলে ঢুকে অনলাইনে আপত্তি দিন সঙ্গে খাজনা রশিদ টি সংযুক্ত করে দিন
হোল্ডিং না পেলে কিভাবে কর পরিশোধ করব
আপনার খতিয়ানে হোল্ডিং নাম্বার দেয়া থাকবে। ০১৮২০১৬০০০১
@@gausul_azam খতিয়ান ও হোল্ডিং নাম্বার কিভাবে পাব
ভূমি মালিকের নিবন্ধন আগে করতে হবে, না কি? ভূমি মালিকের নিবন্ধন ছাড়া হচ্ছে না
আপনার প্রশ্ন বোঝা হচ্ছে না
অনলাইনে কর দিবো কিভাবে নাগরিক নিবন্ধন করা হয়েছে ১৫ দিন কিন্তু এখনো হোল্ডিং নম্বর পাইনি।
আপনার নামজারি হওয়ার পর ভূমি অফিসে হোল্ডিং খোলার জন্য গিয়েছিলে
@@gausul_azam আমি বিগত ১৩ বছর ধরে ভুমি অফিসে গিয়ে খাজনা দিয়ে আসছি শুধু এবছর অনলাইনে দিতে চেয়েছি
একজন নাগরিক তার নিজের প্রফাইল থেকে কত টাকা পযর্ন্ত ভুমি উন্নয়ন কর পরিশধ করতে পারবে। যদি পঞ্চাশ হাজারের বেশি খাজনা আসে। তাহলে
কি নাগরিক কর্ণার থেকে দেওয়া যাবে কি।
দয়া করে জানাবেন। ইনশাআল্লাহ্
25,000 ঊর্ধ্বে হলে ব্যাংক পেমেন্ট অপশনে যেতে হবে
যদি নিবন্ধিত মোবাইল আর পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কি করতে হবে??
১৬১২২ যোগাযোগ করুন
স্যার এক জনের আইডি হতে অন্য জনের মুর রশিদ খুজে পাইনা।
যার খতিয়ান তার নামের প্রোফাইল ছাড়া অন্য কোন প্রোফাইল থেকে রশিদ পাবেন না
ভাই সাহেব, নায়েব স্যার অনুমোদন না দিলেও কি দাখিলা প্রোফাইল এ আসবে না যদি আসতো তবে মালিকের প্রোফাইলের মাধ্যমে সাময়িক রশিদ পেলেও মূল রশিদ প্রোফাইল এ আসছে না দয়া করে দাখিলাটি সংগ্রহ করার নিয়ম বলে দিবেন।
ওই হোল্ডিং টি কোন না কোনভাবে ভূমিক কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নিয়ে নিতে হবে
আসসালামু আলাইকুম, স্যার আমার জমি কিনা 4 মাস আগে তো সে ক্ষেত্রে করে রশিদ হাতে লিখিত এবং আমি এখনো নামজারি করিনি, এখন নামজারি আবেদন করার সময় হোল্ডিং নাম্বার আমি কত দেব এবং কিভাবে দেব।
আপনার বিক্রেতার খারিজ খতিয়ানের হোল্ডিং নাম্বার লেখা আছে
@@gausul_azam স্যার ওয়ারিশ সূত্রে মালিক তার খারিজ খতিয়ান করা নাই।
কিন্তু স্যার অন্যের profile এ কিভাবে ঢুকবো
আপনার আইডি পাসওয়ার্ড জানা থাকতে হবে
amr baba o maa name e ekta flat ae. Baba mara gesen. ekn ami tax ki bhabe dibo. Age manually babar (gong) name e tax ditam.
আপনার মা পুরো জমির খাজনা দিতে পারবে
@@gausul_azam bhai city porcha dia apply korsi nisse na . reject kore disse. 2 bar upload korlam.
হন্ডিল করা না থাকলে সামরিক রশিদ থেকে মূল রশিদ ভূমি অফিসে না গিয়ে পাব কি ভাবে
হোল্ডিং করা না থাকলে রশিদ ভূমি অফিস থেকেই নিতে হবে
যদি নিবন্ধন নাা থাকে তাহলে কিভাবে ভূমি রশিদ পাওয়া যাবে।
আপনাকে ভূমি অফিস থেকে সংগ্রহ করতে হবে
হল্ডিং এনট্রি না করলে দাখিলা পাওয়া যাবে না।আর হল্ডিং এনট্রি থাকলে নাগরিক করনার থেকে ই দাখিলা পাওয়া যাবে। এল ডি ট্রেক যাওয়া প্রোয়োজন নাই
আপনাকে ধন্যবাদ
একই কথা profile থাকতেই হবে
ধন্যবাদ
উত্তরাধিকার এর অপশন এ গিয়ে আমার পিতার নাম অন্তর্ভুক্ত করলাম আবার উত্তরাধিকার পত্ত এড না করলে আমি তো খাজনা দিতে পারব না।????? আমার তো উত্তরাধিকার সনদ তো নেই। তাইলে তো ভূমি অফিসে গিয়েই কাজ করা লাগবে????
আপনার উত্তরাধিকার সনদ থাকবে না কেন। ০১৮২০১৬০০০১
1/3/23ই খাজনা আদায় করলাম 10000হাজার রশিদ দেছে 2085টাকার ভলিউম খাতা চেক করে দেখি 1070টাকা কি করতে পারি 😢
ভূমি অফিসে যোগাযোগ করুন
জমির খারিজ না থাকলে খাজনা দেয়া যায় না?
না
স্যার খারিজ করা জমির অথবা খারিজ না করার জমির হোল্ডিং নাম্বার কিভাবে পেতে পারি ?
আপনি নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে পারেন
শালার বেটারা উত্তর দেয়না ইউনিয়নের দেয় না তাহলে কিভাবে হোল্ডিং নাম্বার পেতে পারি নামজারি হোল্ডিং নাম্বার দিয়া কি খাজনা পরিশোধ করা যাবে
খুলনা জেলার পাইকগাছা উপজেলার একটা হোল্ডিং ও বিনা টাকায় অনুমোদন হয় না।টাকা না দিলে আবেদন গুলো বাতিল করে দেয়।করনিয় কি?
বাতেলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকে অযথা বাতিল করলে এসিল্যান্ড ও ইয়নও কাছে অভিযোগ করুন
অনলাইন পেমেন্টে দাবি শুন্য দেখাচ্ছে। করনীয় কি?
আপনার 1430পরিষদ আছে
নিচের দিকে চালান নং না আশার কারণ কি?
আপনি যে টাকা পরিশোধ করেছেন সেটার একটা ডকুমেন্টস এখানে সরকারি চারা নাম্বার লেখা থাকে
@@gausul_azam paid hoise but chalan number ashe nai keno?
৪ মার্চ ২০২৩ এর উপরে চালান নং আশে নাই কেনো? ভূমি উন্নয়ন কর এর রশিদ টা দেখুন।
ধন্যবাদ
লগইন করলে এই অপশনটি আসে না।
এটা বন্ধ হয়ে গেছে
এখনতো এই ডাইরেক্ট পেমেন্ট কাজ করচে না, নিবন্ধন করতে বলে
এখন নিবন্ধন অবশ্যই করতে হবে
ভিডিও দেখে যা বুঝলাম তাতে নিবন্ধিত প্রোফাইলে যেতে হবে.... তাহলে আলাদা পেমেন্ট করে লাভ কি?
ধন্যবাদ
হোল্ডিং নাম্বার জানা না থাকলে করনীয় কি
রেকর্ডিং খতিয়ানের হোলি নম্বর না জানা থাকলে সমস্যা নেই শুধু খতিয়ান নম্বর দিয়ে কঠিন যুক্ত করবেন কিন্তু খারিজ খতিয়ান হলে অবশ্যই হোলির নাম্বার জানা থাকতে হবে