দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরায় এক কলস পানির জন্য হাহাকার | সোনারগাঁ ইত্যাদি ২০২১

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 424

  • @skkhairuzzaman
    @skkhairuzzaman 2 ปีที่แล้ว +135

    স্যার আপনাকে, আপনার টিম ও কেয়া কসমেটিক লিঃ কে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদানে আপনাদের পরকালে ভালো কিছু করবেন।

    • @CapitalTech
      @CapitalTech 2 ปีที่แล้ว +9

      শুধু দোয়া দিয়ে দায় এড়াতে চেয়েন না...পারলে কেয়া কসমেটিকস পণ্য ইউজ কইরেন।

    • @ZahidJSOfficial
      @ZahidJSOfficial 2 ปีที่แล้ว

      আমাকে সাহায্য করবেন কি আপনারা🙏

    • @rayhanpaki1690
      @rayhanpaki1690 2 ปีที่แล้ว

      @@ZahidJSOfficial kano ki hoica upnar

  • @mrmajadulmrmajadul3915
    @mrmajadulmrmajadul3915 2 ปีที่แล้ว +144

    ইস এখনো মানুষ কতো কষ্টে আছে।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন।

    • @alaminpak8920
      @alaminpak8920 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন

    • @mahamudulhasan6774
      @mahamudulhasan6774 2 ปีที่แล้ว

      Trtttter

    • @ZahidJSOfficial
      @ZahidJSOfficial 2 ปีที่แล้ว

      আমাকে সাহায্য করবেন কি আপনারা🙏একটি সাব আপনার

    • @MdLiton-sb5jk
      @MdLiton-sb5jk 2 ปีที่แล้ว

      নিজের মতলব

  • @জান্নাতুলফেরদাউস-ফ২প

    ইত্যাদি পরিবারকে অসংখ্য ধন্যবাদ এই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইত্যাদি পরিবারের তাদের কাছে কৃতজ্ঞ এই ধরনের আরও ভালো কাজ আপনাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ 🤲❤️

  • @husbanrahman5817
    @husbanrahman5817 2 ปีที่แล้ว +85

    ভিডিও টা দেখে চোখে পানি চলে আসল।
    আল্লাহ তুমি তাদের জীবন ব‍্যবস্থাকে সহজ করে দাও।

  • @maserfan22
    @maserfan22 2 ปีที่แล้ว +32

    যে শব্দ শুনলে উত্তপ্ত রিদয়ও ঠান্ডা হয়ে যায় তা হচ্ছে আযান❤️❤️

  • @riyadvai1999
    @riyadvai1999 2 ปีที่แล้ว +10

    হানিফ সংকেত ভাই বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ এবং সুন্দর ভাবে সাজিয়ে কথা বলে।💝💝💝

  • @riyadvai1999
    @riyadvai1999 2 ปีที่แล้ว +26

    মানুষের কষ্ট দেখে মনের অজান্তেই চেখে পানি চলে আসলো।😭😭😭

    • @yeasinarafat7447
      @yeasinarafat7447 2 ปีที่แล้ว

      Upni ki sotti e Purnima ???

    • @TomalTraveler
      @TomalTraveler 2 ปีที่แล้ว +1

      @@yeasinarafat7447 জি না

  • @mdriasatali5166
    @mdriasatali5166 2 ปีที่แล้ว

    আমরা গাবুরাবাসি বাংলাদেশ থেকে সম্পুর্ন আলাদা একটি জনপদ। বিশেষ করে আমাদের সংসদ সদস্য ও রাজনৈতিক কারণে আজ আমরা প্রতি বছর দুই থেকে তিনবার নোনা পানিতে প্লাবিত হই। বিশেষ করে এতে আমাদের বিশুদ্ধ পানি সহ নানা ধরনের স্বাস্থ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ধন্যবাদ কেয়া কসমেটিকস ও প্রিয় হানিফ স্যার কে।

  • @buslovingforbd3270
    @buslovingforbd3270 2 ปีที่แล้ว +5

    ইত্যাদি কে অনেক অনেক ধন্যবাদ,
    অসহায় দের পাশে দাঁড়া নোর জন্য
    ইত্যাদি অনেক প্রিয়,, আপনাদের এসব উদ্যোগ দেখে ইত্যাদির প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়,,,,
    ধন্যবাদ হানিই সংকেত স্যার কে এত সুন্দর একটা অনুষ্ঠান এত দিন দরে পরিচালনা করে আশার জন্য 🖤🖤

  • @kamrulislam5346
    @kamrulislam5346 2 ปีที่แล้ว

    এই ভিডিও টা আমার কাছে খুব ভাল লেগেছে। গাবুরা হলো আমার খুব পরিচিত। আমি কাছ থেকে দেখেছি এখানকার মানুষের কত সমস্যা, বিশেষকরে পানির সমস্যা। ভাল লাগলো ইত্যাদির এই উদ্দোগ। ধন্যবাদ ইত্যাদি, ধন্যবাদ কেয়া কসমেটিকস।

  • @mbvlogs1144
    @mbvlogs1144 2 ปีที่แล้ว +7

    ঈশ্বরের কাছে প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি যেন সেসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়। হরে কৃষ্ণ 🙏

  • @bipulhossain432
    @bipulhossain432 2 ปีที่แล้ว +8

    মানবতার জয় হোক 🙋‍♂️
    ধন্যবাদ ইত্যাদি কে❣️

  • @lifestyle0.1-z9f
    @lifestyle0.1-z9f 2 ปีที่แล้ว +8

    ইসলাম একমাত্র ধর্ম।
    যেখানে হাসলে সওয়াব,
    কাঁদলে গুনাহ্ মাফ।
    -সুবহানআল্লাহ

  • @dr.ataurrahmanashique5812
    @dr.ataurrahmanashique5812 2 ปีที่แล้ว +2

    যাজাকাল্লাহ্ বরাবরের মতই ইত্যাদি টিমকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা 💗❤️💛💚💙💜💖❣️💟💕💞💓🌹🌹

  • @mdshoag5797
    @mdshoag5797 2 ปีที่แล้ว +1

    কখনো ভাবিনাই আমাদের দেশেও ভারতের মতো।
    তবে হনিফ সংকেত স্যার আমাদের দেশের গর্বিত মানুষ।
    ধন্যবাদ কেয়া কসমেটিক লিঃ কে

  • @mdsumon-vm6cm
    @mdsumon-vm6cm 2 ปีที่แล้ว +7

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এমন ছিন্নমূল মানুষ মানুষ গুলো কে সহযোগিতা করার জন্য। আপনি মহান

  • @rikonpal1029
    @rikonpal1029 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ সংকেত স্যার এবং কেয়া কসমেটিকস লিমিটেড কে এ রকম একটি সচিত্র তথ্য দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আর কিছু অসচ্ছল পরিবারকে পানির ট্যাংক দিয়ে সাহায্য করার জন্য। আমি আশাবাদী ইত্যাদির মাধ্যমে এই প্রতিবেদন দেখে দেশের অনেক বিত্তশালী এই গাবুরা ইউনিয়ন বাসিন্দাদের পানির অভাব ঘোচাতে সাহায্য করবেন।

  • @MuhammadAlEmran
    @MuhammadAlEmran 2 ปีที่แล้ว

    আমরা শহরে কত সুখে আছি তাই না? পানির জন্য মানুষ কত কষ্ট করে। প্রথমত ইত্যাদিকে ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেয়ার জন্য।
    আসুন আমরা সকলে নিজ স্থান থেকে অন্যের পাশে দারাই।

  • @meshrefbang8415
    @meshrefbang8415 2 ปีที่แล้ว

    আমার বয়স ২৮ আমি বঝের হওয়ার পর থেকে ইত্যাদি দেখছি এবং অনেক অসাধ্য কাজ সাধন করেছে এই ইত্যাদি এবং হানিফ সংকেত স্যার।

  • @rajibmia1124
    @rajibmia1124 2 ปีที่แล้ว +5

    অনেক ভালো কাজ স্যার,,,,,
    দোয়া রইলো আপনার জন্যে অনেক বেচে থাকেন আপনি আর অনেক দিন বেচে থাকুক আপনার এই ইত্যাদি অনুষ্ঠান যাতে এ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে💞

  • @lipibloom2385
    @lipibloom2385 2 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো উদ্যোগতা দেখে....ইত্যাদির জয় হউক।এই সাথে সাথে বড় বড় সকল কম্পানিও এগিয়ে আসুন দেশের সার্থে দশের সার্থে।

  • @mosarrafhossain2807
    @mosarrafhossain2807 2 ปีที่แล้ว

    আল্লাহ্ আমাদের কতো সুখে রেখেছে আসলে এই প্রতিবেদনের মাধ‍্যমে বুঝতে পারলাম। এই জন‍্য আল্লাহ্ কে ধন‍্যবাদ।

  • @rmcmarketing4559
    @rmcmarketing4559 2 ปีที่แล้ว

    ইত্যাদি আছে বলেই হয়তো আমরা অনেক কিছু জানতে পারছি। ধন্যবাদ ইত্যাদির পুরো টিম কে। বিশেষ করে ধন্যবাদ জানায় হানিফ সংকেত স্যারকে। এতো সুন্দর একটা অনুষ্ঠানের আমাদের কে উপহার দেওয়ার জন্য।

  • @matraders426
    @matraders426 2 ปีที่แล้ว

    প্রিয় হানিফ সংকেত তার সম্পুর্ন উপস্থাপনায় একটাও ইংরেজিতে কথা বলেন নি....অসাধারণ লাগলো ♥️♥️♥️♥️

  • @amshamimosman6039
    @amshamimosman6039 2 ปีที่แล้ว +1

    যত ইত্যাদি দেখি ততই মুগ্ধ হই সেলুট স্যার

  • @prodipkanti73
    @prodipkanti73 2 ปีที่แล้ว +3

    অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং কেয়া কসমেটিক লিমিটেড কে,
    এতো বড় মহান কাজ করার জন্য।
    আসুন সবাই মিলে পাশে থাকা এই রকম অসহায় মানুষের পাশে দাঁড়াই।
    God Bless you

  • @shuaibahmed3814
    @shuaibahmed3814 2 ปีที่แล้ว +10

    যারা সামান্যে কষ্টের কারনেই নিজের জিবনের উপর অতিস্ট হয়ে যায়😭
    তাদের দেখা উচিত বেচে থাকার জন্যে মানষের কতই না সংগ্রাম করতে হয়

  • @shawonhossain1844
    @shawonhossain1844 2 ปีที่แล้ว

    হানিফ সংকেত ও ইত্যাদি কেয়া কসমেটিকস এর জন্য দোয়া ও শুভকামনা রইলো

  • @sohaibgolder4213
    @sohaibgolder4213 2 ปีที่แล้ว

    একটু বেচে থাকার লড়াইয়ে মানুষের কইত না কষ্টে আছে।তিন চার ঘন্টা ব্যয় করতে হয় এক কলসি পানির জন্য কতই না কষ্ট মা বোনদের।
    সত্য মনের অজান্তেই চোখে পানি চলে আসলো 😭😭😭😭
    ধন্যবাদ ইত্যাদি পরিবারকে😊

  • @MasudRana-ug9cm
    @MasudRana-ug9cm 2 ปีที่แล้ว +1

    মাসাআল্লাহ ধন্যবাদ ইত্যাদির পরিচলক কে এমন একটি মহাত কাজ করার জন্য,👉 শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ👈 থেকে বলছি ।

  • @youtubechannelsohanur
    @youtubechannelsohanur 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কেয়া কসমেটিকস লিমিটেড অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক বড় বড় কোম্পানি আছে যারা কোন সময় চোখে পড়ে না মনের ভেতর খুব ভালো লাগলো

  • @nopurahmed1651
    @nopurahmed1651 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কাছে কোটি কোটি শুকরিয়া আমরা কত সুখে আছি তারপরেও একটু কষ্ট পেলে তোমরা বলেছিলে আমাদের মত কষ্ট কাহারো নাই এই মায়েদের কষ্ট দেখে মনে হচ্ছে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নাই আবারো কোটি কোটি শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ

  • @shajahanhossain3535
    @shajahanhossain3535 2 ปีที่แล้ว

    ইত্যাদি কে অনেক অনেক ধন্যবাদ মানুষের পাশে দাঁড়ানোর জন্য

  • @mdmuazzem3886
    @mdmuazzem3886 2 ปีที่แล้ว

    সত্যিই আপনি খুব সহজেই প্রাকৃতিকভাবেই সহজ প্রকাশনার

  • @yasminaktar6257
    @yasminaktar6257 2 ปีที่แล้ว

    দেশে এই একটাই অনুষ্ঠান রয়েছে বিশুদ্ধ যতদিন হানিফ সংকেত স্যার বেঁচে থাকবেন ততদিন হয়তো এই অনুষ্ঠানের পরিপূর্ণ মর্যাদা থাকবে অনার দীর্ঘ হায়াত কামনা করছি

  • @mainuddin2536
    @mainuddin2536 2 ปีที่แล้ว

    স্যার,,, আপনার কিছু প্রতিবেদন দেখলে চোখের পানি আর দরে রাখতে পারি না,,, আপনি মহান।

  • @shimuvlogz
    @shimuvlogz 2 ปีที่แล้ว +2

    সত্যি দেখে চোখে পানি চলে অাসলো।একটু পানির জন্য এতোটা কষ্ট করে সবাই।

  • @mdsojibimran9176
    @mdsojibimran9176 2 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ কেয়া কসমেটিক কে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ।

  • @hawladerhomoeocomplex
    @hawladerhomoeocomplex 2 ปีที่แล้ว

    হাফেজে কোরআনদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি প্রতিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি স্যারকে। ধন্যবাদ

  • @mdmashiur699
    @mdmashiur699 2 ปีที่แล้ว

    ইত্যাদি নামে ম্যগাজিন অনুষ্ঠিত টিতে অনেক অনেক ভালো কিছু করে ।আজ অনেক ভালো লাগলো।

  • @kamalhossein8026
    @kamalhossein8026 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। আমাদেরকে তুমি অনেক ভালো রেখেছো আল্লাহ। আল্লাহ তুমি সহায় হও তাঁদের ( এই বিপদগ্রস্ত মানুষের) উপর।

  • @mdkobirahmad5397
    @mdkobirahmad5397 2 ปีที่แล้ว

    প্রিয়, হানিফ স্যার,, সত্যি আপনি,আপনারা এবং কেয়া কসমেটিকস পরিবার মানবতার সঠিক কান্ডারী,আর যারা টিভি টকশোতে

  • @anwarhossain4750
    @anwarhossain4750 2 ปีที่แล้ว

    ধন্যবাদ কেয়া কসমেটিকস ও আমার প্রিয় উপস্থাপক হানিফ সংকেত কে 👍💞

  • @nazmulhasan5354
    @nazmulhasan5354 2 ปีที่แล้ว +1

    আমার বাসা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা আমি আপনার এই অনুষ্ঠানটি সরাসরি দেখেছি মুন্সিগঞ্জ ইকোট্যুরিজম সেন্টারে, আমার বাসা গাবুরার পার্শ্ববর্তী ইউনিয়ন মুন্সিগঞ্জ ইউনিয়নে।
    হানিফ স্যার আপনার জন্য সবসময় শুভকামনা

  • @abdullahalmizan8622
    @abdullahalmizan8622 2 ปีที่แล้ว +1

    You are just an amazing personality...may you live long.....এবং আপনার হাত ধরেই এরকম আরো অনেক অনেক মানুষের উপকার হোক।

  • @khokonmollah9955
    @khokonmollah9955 2 ปีที่แล้ว

    কেয়া কসমেটিক এবং ইত্যাদিকে অন্তরের অন্তস্থ থেকে অসংখ্য মোবারকবাদ।

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 2 ปีที่แล้ว

    ধন্যবাদ মিস্টার হানিফ সংকেত কে। তার মাধ্যমে সাতক্ষীরার গ্রামাঞ্চলের লোকদের পানির সংকট সম্পর্কে জানতে পারলাম।

  • @mdliton7201
    @mdliton7201 2 ปีที่แล้ว

    বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ আসুন আমরা এমন সব কোম্পানিগুলোর পন‍্য ব‍্যবহার করি যারা অস‍্যহায় মানুষের পাসে থাকে

  • @mselmanur2987
    @mselmanur2987 2 ปีที่แล้ว +1

    আমার জিবনে একটাই সপ্ন ছিল, হানিফ সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে , আমার জিবনে উনি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনেক ভালোবাসী আপনাকে,

  • @bisteyaktar1384
    @bisteyaktar1384 2 ปีที่แล้ว +1

    হে মহান আল্লাহ আমাদের মতো সবাইকে ভালো রাখেন

  • @abdullahalnoman4622
    @abdullahalnoman4622 9 หลายเดือนก่อน

    বাংলাদেশে যদি কোন রুচিসম্মত অনুষ্ঠান থাকে যার মাধ্যমে মানুষের উপকার হয় সেটি ইত্যাদি।

  • @abirhasan3260
    @abirhasan3260 ปีที่แล้ว

    স্যালুট💞💞 ইত্যাদিকে, এবং হানিফ সংকেত স্যার কে 💞💞💞

  • @jibonmahato3667
    @jibonmahato3667 2 ปีที่แล้ว

    আমাদের দেশের মানুষ পানির জন্য এরকম কষ্ট করে। আর আমাদের যাদের বাসায় পানি রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা পানি অপচয় করি। ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো।

  • @sunnohridoy3002
    @sunnohridoy3002 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ইত্যাদিকে এমন মানবতার কাজ গুলো করার জন্য

  • @mdshamimahamed7789
    @mdshamimahamed7789 2 ปีที่แล้ว

    হঠাৎ করেই চোখের কোনায় পানি চলে আসলো।১৯/০১/২০২২ ইং আমি মোঃশামীম আহমেদ দুবাই থেকে।

  • @mddidarulislam7781
    @mddidarulislam7781 2 ปีที่แล้ว +1

    এগিয়ে আসি নিজ নিজ উদ্যোগে দূর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাড়াই

  • @asadrahman7494
    @asadrahman7494 2 ปีที่แล้ว

    সত্যিই অনেক কষ্টের,, বিষয়টা তুলে ধরার জন্য জন্য স্যারকে অনেক ধন্যবাদ..! আর আমি সাতক্ষীরার ছেলে।

  • @MUHAMMAD-im4mp
    @MUHAMMAD-im4mp 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা কত বড় নিয়ামতে আমাদের রাখছে আর তারা😭

  • @BangladeshiTrainView
    @BangladeshiTrainView 2 ปีที่แล้ว

    অনেক অনেক ভালোবাসা রইল 💌
    অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য...

  • @mdkamaluddinsorder1312
    @mdkamaluddinsorder1312 2 ปีที่แล้ว

    ধন্যবাদ। আপনাদের ভালো কাজগুলো আমার খুব ভালো লাগে।

  • @NacherRani
    @NacherRani 2 ปีที่แล้ว

    এটি আমাদের পাশের উপজেলা।আমরা দেখেছি এখানকার পানির জন্য হা হা কার।ধন্যবাদ হানিফ স্যার আপনার প্রতিবেদন এবং সহযোগীতার জন্য।

  • @noobgamig90
    @noobgamig90 2 ปีที่แล้ว +2

    অনেক ধন‍্যবাদ স‍্যার সুন্দর আলোচনার জন‍্য

  • @amansordar6372
    @amansordar6372 2 ปีที่แล้ว

    হানিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এসব অসহায় মানুষের কথা তুলে ধরার জন্য

  • @khaledmasud4761
    @khaledmasud4761 2 ปีที่แล้ว

    আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরোও বেড়ে গেলো

  • @M247E
    @M247E 2 ปีที่แล้ว

    ধন্যবাদ কেয়া কসমেটিককে। এত এত ভালো কাজ করার জন্য।
    আসলে দেশের কিছু শীর্ষস্থানীয় কোম্পানি আছে যারা চটকদার বিজ্ঞাপন দেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে যার ফলে গ্রাহকরা সহজেই আকৃষ্ট হয় ঐসব প্রোডাক্ট কিনতে।
    বাট কেয়া কসমেটিক এত এত ভালো কাজ করার পরেও তারা আজ প্রচার বিমুখ!🥺

  • @AZAM-UDDIN-DC
    @AZAM-UDDIN-DC 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ্‌ 1K হতে আর কিছু সামান্য কিছু সদস্য লাগে
    ইনশাআল্লাহ হয়ে যাবে

  • @mddawudkhan4081
    @mddawudkhan4081 2 ปีที่แล้ว

    আল্লাহ আমাদেরকে হাজারগুন ভালো রাখছেন এদের কষ্ট দেখলে আমার খুব মন পুড়ে কত কষ্ট করে এরা আল্লাহ আমাকে যদি কখনো তৌফিক দেন গরিব মানুষদের জন্য কিছু করব

  • @billalhossain1636
    @billalhossain1636 2 ปีที่แล้ว

    স্যালুট হানিফ সংকেত ভাই এবং কেয়া কসমেটিকসকে।

  • @The_daily_mirror
    @The_daily_mirror 2 ปีที่แล้ว +2

    আল্লাহ পাক,,, আমাদেরকে অনেক ভালো রেখেছেন। যে যার যায়গা থেকে বলুন ✅ আলহামদুলিল্লাহ 🥀

  • @tyty5931
    @tyty5931 2 ปีที่แล้ว

    ইত্যাদি কে হানিফ সংকেত চারকে ধন্যবাদ জানাই

  • @parthagh260
    @parthagh260 2 ปีที่แล้ว +1

    হাইয়ের জীবন!!
    পৃথিবীতে এতো কষ্ট হয় জানলে কেউ আসত না😭😭

  • @MRifad-yf8jn
    @MRifad-yf8jn 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশে থাকি।
    কিন্তু এমন অসহায় মানুষের সম্পর্কে কিছু জানতাম না 😭😭😭।
    বাংলাদেশের নিউজ চ্যানেল গুলো কে ভাইরাল হলো।
    কোথায় সেফুদা কি করছে সেটা নিয়ে পড়ে থাকে।
    ধন্যবাদ হানিফ সংকেত কে।
    এমন বাস্তবতার নিরিখে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য

  • @alammohd3962
    @alammohd3962 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ইত্যাদি, ধন্যবাদ হানিফ সংকেত স্যার…🥰
    অনেক ধন্যবাদ কেয়া কসমেটিকস 💐

  • @smbappy5615
    @smbappy5615 2 ปีที่แล้ว

    স্যার, অসংখ্য ধন্যবাদ কেয়া কসমেটিকস এবং ইত্যাদি অনুষ্ঠানকে

  • @sumonmadbar7780
    @sumonmadbar7780 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ স্যার আাপনাকে ও কেয়া কসমেটিকস কে অনেক অনেক ধন্যবাদ।

  • @mmrashed4896
    @mmrashed4896 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা কতো ভালো রাখছেন কতো পানী নস্ট করি,, 😭😭এখন থেকে আর পানি নস্ট করবো না

  • @rakibhossain588
    @rakibhossain588 2 ปีที่แล้ว

    ধন্যবাদ কেয়া কস্মেটিক লিঃ কে এবং হানিফ সংকেত স্যার আপনাকে

  • @shahinahmed4457
    @shahinahmed4457 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ইত্যাদি টিমকে এরকম পানির ট্যাংক শভাকে দেওয়ার জন্য

  • @joyrana8696
    @joyrana8696 2 ปีที่แล้ว

    আপনাদেরএই মহত কাজের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা

  • @mdmehedi6344
    @mdmehedi6344 2 ปีที่แล้ว

    কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ দোয়া রইলো ভাই

  • @creativeskills709
    @creativeskills709 2 ปีที่แล้ว

    ইত্যাদিকে এই জন্যেই ভালোবাসি অনেক অনেক

  • @owasibahmed4257
    @owasibahmed4257 2 ปีที่แล้ว +11

    আর হতভাগা আমরা যে পানি অপচ য় করি😔😔😔

  • @sohel_vai117
    @sohel_vai117 2 ปีที่แล้ว

    স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে ছোট বেলায় যেমন দেখেছি এখনো তেমন আছেন

  • @NurulIslam-jn1oq
    @NurulIslam-jn1oq 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনার কাছে ক্ষমা চেয়ে,শুকরিয়া প্রার্থনা করছি......

  • @MdAshraful-rz1yh
    @MdAshraful-rz1yh 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ জানাই ইত্যাদি টিম কে

  • @familytree8960
    @familytree8960 2 ปีที่แล้ว +2

    পানির পিপাসা লাগলেই কল চেপে পানি খাই। আর এরা পানির জন্য এত কস্ট করে। আল্লাহ সবার কস্ট দূর করে দিন😭😭

  • @sumonali628
    @sumonali628 2 ปีที่แล้ว

    ধন্যবাদ কেয়া কসমেটিকস লিমিটেড কে আরো ধন্যবাদ হানিফ ভাইকে

  • @shibbirahmedloshkor9188
    @shibbirahmedloshkor9188 2 ปีที่แล้ว

    আপনাদের মহত কাজ দেকে খুব ভাল লাগল💙💙

  • @nasirahmed451
    @nasirahmed451 2 ปีที่แล้ว +1

    স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
    এই অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আপনার জন্য রইরো সবসময় শুভ কামনা।

  • @mdgolamazad9958
    @mdgolamazad9958 2 ปีที่แล้ว

    Sraddah r voktir shathe bolci salam apnader ai valo kajer jonno

  • @miatanvir2946
    @miatanvir2946 2 ปีที่แล้ว

    মহোদয় আপনাকে অনেক ভালোলাগে।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🌹💝

  • @মুকতারনীলপরী
    @মুকতারনীলপরী 2 ปีที่แล้ว

    পানি জন্য কত কষ্ট করতে হয়. আর আমারা কত পানি অপচয় করি. আল্লাহ্ আমাদের ক্ষমা করে দিও এবং আমাদের হিসাব সহজ করে দিও.

  • @hossainmosharof4944
    @hossainmosharof4944 2 ปีที่แล้ว

    আমাকে যদি আল্লাহ পাক তৈফিক দিতো তাইলে জনাব হানিফ সংকেত ভাইয়ের মাধ্যমে এমন অসহায় লোকদের প্রতিনিয়ত সাহায্যর হাত বারিয়ে দিতাম।। আল্লাহ সবাইকে তৈওফিক দাও।

  • @pkdfaridpur8197
    @pkdfaridpur8197 2 ปีที่แล้ว

    স্যার আপনাকে, আপনার টিম ও কেয়া কসমেটিক লিঃ কে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদানে আপনাদের পরকালে ভালো কিছু করবেন।💝💝💝

  • @SunRiseTVPress-ex9qz
    @SunRiseTVPress-ex9qz 2 ปีที่แล้ว

    আমার প্রানের ইউনিয়ন গাবুরা ইউনিয়ন।
    শ্যামনগর,সাতক্ষীরা।

  • @SumonAhmed-ie7qs
    @SumonAhmed-ie7qs 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনি আমাদেরকে অনেক ভাল রেকেছেন আলহাম্দুলিল্লা

  • @MDHasan-tb4tr
    @MDHasan-tb4tr 7 หลายเดือนก่อน

    বাংলাদেশের এমপি মন্ত্রী মাথায় লাথী মারিম মুই হানিফ সংকেত ও কেয়া কসমেটিকসের কাছে এসে শিখতে হবে মানুষের জন্য কিভাবে ভালো কাজ করতে হাজার হাজার সালাম জানাই হানিফ সংকেত কে আমি মালয়েশিয়ান প্রবাসি❤❤❤

  • @mselmanur2987
    @mselmanur2987 2 ปีที่แล้ว

    হানিফ সংকেত এর দেখানো পথে চলছে বাংলাদেশের অনেক ইউটিউবার, এবং সাধারণ অসাধারন অনেক মানুষ, ধন্যবাদ আমার প্রিয় হানিফ সাহেবকে, আপনার বিকল্প কি আমারা পাব,

  • @Akash-3s
    @Akash-3s 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অনেক ভালো রাখছেন।

  • @niharika-media
    @niharika-media 2 ปีที่แล้ว

    আসলেই আমাদের এখানে খাবার পানির অনেক কষ্ট। আমি বর্তমানে আছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পাশের উপজেলা কালিগঞ্জ এ।😓