১৫৪ (tomra ja balo tai balo) তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥ এই পাগল হাওয়া কী গান-গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥ সে গান আমার লাগল যে গো লাগল মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে। ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া এমন ক'রে লাগে আজি আমার নয়নে॥
এত ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। শুধু বলব অসাধারণ।
আমারা বাঙালিরা গর্বিত যে গুরুদেবের এই সমস্ত গান এই বিখ্যাত সব শিল্পীদের কন্ঠে শুনছি।
Hemanta mukherjee and he..... ...... Both are outstanding
কী অসম্ভব ভালোলাগার গান। ধন্যবাদ।
খুবই সুন্দর
১৫৪ (tomra ja balo tai balo)
তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে।
আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥
এই পাগল হাওয়া কী গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে গো লাগল মনে,
আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে।
ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া
এমন ক'রে লাগে আজি আমার নয়নে॥
Osadharan 🙏👏🙏
নমস্কার দাদা। আপনার কাছে মান্না দে সাহেবের গাওয়া অমর গীতিগুচ্ছ পুর এ্যালবমটা আপ্লোডের অনুরোধ রইল।আশা করি আমার অনুরোধ আপনি রাখবেন ধন্যবাদ।🙏
Onaar tulona to uni nijei.
Ta thik akdom pagol kora gaan aha🎵🎹🎧🙃🍃💗