Cockatiel Breeding Tips | Cockatiel Bird Breeding Tips in Bangla | Cockatiel Breeding Formula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ย. 2023
  • Cockatiel Breeding Tips | Cockatiel Bird Breeding Tips in Bangla | Cockatiel Breeding Formula
    How to breed cockatiel in bangla. Cockatiel breeding tips. How to breed cockatiel bird in hindi. Cockatiel new adult pair breeding tips. How to breed cockatiel bird. Cockatiel successfully breeding. Cockatiel successfully breeding tips. How to breed cockatiel successfully. How to make cockatiel bird breeding. Cockatiel breeding tips. How to breed cockatiel at home. How to breed cockatiel birds. Cockatiel new pair breeding tips.
    ককাটেল পাখি পালন ও ককাটেল পাখির ব্রিডিং বিষয়ক এই কন্টেন্ট এ আপনি জানবেন আপনি আপনার ককাটেল পাখিকে কিভাবে ব্রিট করাবেন মানে ককাটেল পাখিকে কিভাবে ডিম বাচ্চা করাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশাকরি ককাটেলের ব্রিডিং নিয়ে আপনার আর কোন প্রব্লেম থাকবে না। ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে কাকটেল পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত ১ মাস রেখে দেন। এর পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন ‌। এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। তবে ককাটেল পাখির জোড়া দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়স হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন। এর থেকে কম বয়সী পাখিকে দিয়ে বিল্ডিং করানো যায় না। মেয়ে পাখিটার বয়স 15 মাস হলে সবচাইতে ভালো হয়। আবার একটা পাখি যদি আরেকটা পাখির থেকে বড় ছোট হয় সে ক্ষেত্রে তেমন কোন সমস্যা নেই । আর খেয়াল রাখবেন যেন একই মা-বাবার দুইটা বাচ্চা জোড়া দেয়া না হয়। পাখিগুলোকে একসাথে দেওয়ার দুই সপ্তাহ পর খাচার ভেতর একটা হাঁড়ির বা ব্রিডিং বক্স ব্যবস্থা করে দিন। ককাটেল পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি ভেতরে ১২ ইঞ্চির মত জায়গা আছে এরকম হারি বা ব্রিডিং বক্স হলেই হয়। তারমানে আপনার পাখির জন্য যেই ব্রীডিং বক্স অথবা হারি কিনবেন সেটা অবশ্যই 12 ইঞ্চি সাইজের হতে হবে। বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্যই ককাটেল পাখির জন্য 12 ইঞ্চি সাইজের ব্রিডিং বক্স প্রেফার করা হয়। ককাটেল পাখির জন্য যেমন বড় সাইজের ব্রিডিং বক্স দিতে হয় তেমনি খাচা টাও কিন্তু বিশাল বড় হতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে 18 ইঞ্চি বাই 36 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা। তারমানে খাঁচার দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রস্থ 36 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চি হওয়াটা সবচাইতে ভালো। তবে সর্বনিম্ন 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 18 সাইজের খাঁচা ব্যবহার করতেই হবে। ১, পাখিকে ব্রীডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা। কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার ককাটেল পাখির খাঁচা তে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগ বালাই ও সম্ভাবনা 75 শতাংশ কমে যাবে । শুধুমাত্র এই দুইটা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা দুই থেকে তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখি দরবারে সুস্থ থাকবে। ২, এবার আসুন আমরা জেনে নেই কমার্শিয়াল ব্রিডাররা কিভাবে পাখির ব্রিডিং কোর্স করায় আসুন আমরা এর ধাপগুলো এবার জেনে নেই ‌। পুরো কোর্স টা করাতে 20 জোড়া পাখির জন্য আপনার সর্বোচ্চ 300 থেকে 400 টাকা খরচ হবে। 1, ব্রীডিং কোর্সের প্রথম ধাপেই পাখিকে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে তার মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করা হয়। এই কাজটা করার জন্য 1 লিটার পানির সাথে 5 মিলি অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে টানা সাতদিন পাখিকে খাওয়াতে হবে। এবং ভিনেগার মিশ্রিত পানি প্রতিদিন সকালে খেতে দিয়ে রাতের বেলা ফেলে দিতে হবে। সাত দিন পর থেকে স্বাভাবিক পরিষ্কার পানি চলবে। এইটা পাখির শরীর থেকে সব রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে। ২, ককাটেল পাখির ব্রিডিং কোর্সের দ্বিতীয় ধাপে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করানো হয়। এই কোর্সটা করানোর জন্য ক্যালপ্লেক্স ভেট নামক ওষুধ ব্যবহার করতে হয়। তাছাড়া যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা এই অষুধটার গ্রুপের নাম যেকোনো ভেটেরিনারি দোকানে বললে আপনি সংগ্রহ করতে পারবেন। ক্যালপ্লেক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি পরিমাণ ক্যালপ্লেক্স মিশিয়ে টানা সাতদিন খাওয়াতে হবে। তারপর থেকে স্বাভাবিক পানি চলবে। ককাটেল পাখির ডিম বাচ্চা করার ক্ষেত্রে ক্যালসিয়ামের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অভাবে পাখির ডিম শক্ত হয় না । 3, এই দুইটা কোর্স সম্পূর্ণরূপে কমপ্লিট করার পর পাখিকে মাল্টিভিটামিন এর কোর্স করানো হয়। মাল্টিভিটামিন আপনি যে কোন পাখির দোকান থেকে ভালো একটা কিনে নিতে পারেন। আর এটা খাওয়ানোর সময় টানা সাতদিন পানির সাথে যে কোন একটা মাল্টিভিটামিন মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে। তবে ওইসব মিশ্রিত পানি চার পাঁচ ঘণ্টার বেশি দিয়ে রাখা যাবেনা। এটা খাওয়ানো হয়ে গেলে আপনার পাখিগুলো পুরোপুরি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে পাখিকে প্রতি মাসে পর পর কয়েকদিন করে মাল্টিভিটামিন আপনি নরমালি ও খাওয়াতে পারেন। এটা পাখির জন্য ভালো।
    #cockatielbreedingtips
    #Cockatielbreedinformula
    #cockatiel

ความคิดเห็น • 18

  • @ShowrovIslam-vq4ki
    @ShowrovIslam-vq4ki 24 วันที่ผ่านมา

  • @Muhammad-Nahid
    @Muhammad-Nahid 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @user-bv2zh1ls3d
    @user-bv2zh1ls3d หลายเดือนก่อน

    Dada amar single lady kocatail bird ache kono male nei last 10 days ago dim diyeche kono male charai

    • @BdHobbies
      @BdHobbies  หลายเดือนก่อน

      Female cockatiel breeding mood a asle male charai dim pare, ata kono problem na

  • @Priya-cp8sp
    @Priya-cp8sp 2 หลายเดือนก่อน

    ভাইয়া আমার গ্রে মেল ককাটেল সারাক্ষন ব্রিডিং বক্স এ যেয়ে বসে থাকে বাট ফিমেল টা মাঝে মাঝে ভিতরে যায় বাট ডিম পারছে না , আমি যার কাছ থেকে নিয়েছি সে বলছে বাসায় ব্রিডিং বক্স দিলেই নাকি ডিম পারবে কিন্তু আজেক ২ সপ্তাহ হয়ে গেছে ডিম্ পারছে না এখন কী করতে পারি প্লিজ জানাবেন

    • @BdHobbies
      @BdHobbies  2 หลายเดือนก่อน +2

      নতুন জায়গায় সেটাপ হতে একটু সময় নিবে। অপেক্ষা করুন ডিম পারবে ইনশাআল্লাহ

  • @user-ij2sm4hs9y
    @user-ij2sm4hs9y 4 หลายเดือนก่อน +1

    ভাই আমার এক জোরা কোকাটেল পাখি আছে। আমি এডাল্ট পাখি কিনেছি। আমার পাখি ব্রিড্রিং বক্স এ ডুকে না 😢আমার মনে হয় ব্রিড্রিং বক্স বেশি সাইডে দিয়ে এবং অন্ধকার তাই ডুকে না? কিন্তু ব্রিড্রিং বক্সে উকি দেয়। আমি ব্রিড্রিং বক্স দিয়েছি ৪মাস হয়েছে। আমার পাখি মেটিং করে না কিন্তু মেল ফিমেল কনফার্ম আবার সিস দিয়ে ডাকাডাকি করে। আমি দোকানদারের কাছে বললাম সমস্যার কথা তিনি বললো ব্রিড্রিং কোর্স কোরানোর জন্য বললো আমি (ই-সেল ও ক্যালপ্লেক্স) কিনেছি এবং কোর্স করাইতেছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার পাখি কি ব্রিড্রিং কোর্স করা কি ব্রিড্রিং বক্সে ডুকবে ডিম বাচ্চা করবে?একটু জানাবেন🙏🙏🙏

    • @BdHobbies
      @BdHobbies  4 หลายเดือนก่อน +2

      আপনার প্রথম কাজ হলো দুটি পাখি পাশাপাশি করে আলাদা আলাদা খাচায় ১ মাস রেখে দিন এবং এর মধ্যে ব্রিডিং কোর্স করিয়ে ফেলুন। ১ মাস পর জোড়া দিবেন, ইনশাআল্লাহ জোড়া নিয়ে নিবে

    • @BdHobbies
      @BdHobbies  4 หลายเดือนก่อน +1

      অনেক সময় একই মা বাবার বাচ্চা থেকে জোড়া দিলে এই সমস্যা হয়ে থাকে

    • @user-ij2sm4hs9y
      @user-ij2sm4hs9y 4 หลายเดือนก่อน +1

      @@BdHobbiesআমার পাখি জোরা সিস দিয়ে ডাকে কিন্তু মেটিং করে না এবং ব্রিড্রিং বক্সে ডুকে না কিন্তু ব্রিড্রিং বক্সে উকি দেয়

    • @user-ij2sm4hs9y
      @user-ij2sm4hs9y 4 หลายเดือนก่อน +1

      @@BdHobbies রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ❤️❤️

    • @user-ij2sm4hs9y
      @user-ij2sm4hs9y 4 หลายเดือนก่อน +1

      ব্রিড্রিং বক্স সাইডে দিয়েছি এবং অন্ধকার তাই ডুকে না??

  • @vipervlogs9433
    @vipervlogs9433 หลายเดือนก่อน

    দাদা বলছি যে আমার কাছে ২টা ককটেল পাখি আছে.. আমার ১বন্ধু আমায় দিয়েছে কিন্তু ও বলছে ওরা ভাই বোন টাই ওদের বাচ্চা হবে না.. এটা কি সত্যি? আমায় একটু ভালো করে বুঝিয়ে দিন না প্লিজ. আমি সেই বুঝি ওদের পার্টনার নেবো 😢

    • @BdHobbies
      @BdHobbies  หลายเดือนก่อน

      অনেক সময় ভাই বোন পাখির জোড়া দিলে পাখির অসুস্থ অথবা প্যারালাইসিস বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে তাই ভাই বোন পাখি জোড়া দেওয়া ঠিক না।

    • @vipervlogs9433
      @vipervlogs9433 หลายเดือนก่อน

      @@BdHobbies তবে আমায় ওদের পার্টনার আনতে হবে তাই তো??

  • @premdilwale5651
    @premdilwale5651 6 หลายเดือนก่อน

    Vai amar akta somossa hocche aktu kotha chilo tomar sathe aktu no ta debe ?
    আমার কাছে দুটো পুরুষ ককাটেল পাখি আছে। আর একটা মেয়ে ককাটেল আছে
    কিন্তু দাদা আমি দেখছি দুটো পুরুষ পাখি হাড়ির মাথায় বসে মিটিং করছে দুটোই পুরুষ। এটা ঠিক কি মানে হতে পারে আমি বুঝতে পারছি না ।একটু যদি তোমার সাহায্য পেতাম
    আপনি যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিতেন তাহলে আমি আপনাকে একটা ভিডিও পাঠাতে পারতাম তাহলে আপনার আমাকে বুঝিয়ে দিতে সহজ হতো দাদা আমি খুবই চিন্তিত।