কেমন ছিলো আমার মেট্রোর অভিজ্ঞতা || Ticket price, Time schedule | Metro Rail in Dhaka 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #hello_bangladesh
    কেমন ছিলো আমার মেট্রোর অভিজ্ঞতা || Ticket price, Time schedule | Metro Rail in Dhaka 2024
    স্বপ্নের মেট্রোরেলের ১ বছর পার হয়ে গেলো। প্রায় ১ বছর পর আজ আমি যাচ্ছি মেট্রোতে চড়ার অভিজ্ঞতা নিতে। ঢাকার মানুষের যানবাহন সমস্যা এবং পথে মানুষের দু:সহ কষ্ট কমিয়ে আনতে মেট্রোরেল ঢাকায় প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয় এবং ২০১৬ সালে কাজ শুরু হয়ে শেষ হয় ২০২২ এর ২৮ ডিসেম্বর। এখন রেগুলার উত্তরা টু মতিঝিল চলাচল করছে স্বপ্নের মেট্রোরেল। ও আর কেনো সব যায়গায় বার বার মেট্রো রেলকে স্বপ্নের মেট্রো রেল বলা হয় তা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
    তো চলেন শুরু করি আজকের মেট্রো Story..
    ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
    এখন বাজে ১২.৫০ এবং আমি মাত্র বাংলাদেশ মুদ্রা জাদুঘর ঘুরে আসলাম। এখন যাচ্ছি মিরপুর ১০ এর মেট্রো স্টেশনে। আগেই বলেছি প্রথম অভিজ্ঞতা, যায় দেখছি তাই ভালো লাগছিলো। স্কেলেটার দিয়ে স্টেশনে উঠার পর প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হচ্ছে অটোমেটেড টিকেট কাউন্টার। আমরা লাইনে দাঁড়িয়ে পরি এবং সেখান থেকেই আমাদের ৩ জনের উত্তরা উত্তর পযন্ত টিকেট সংগ্রহ করি। উত্তরা উত্তর পর্যন্ত জনপ্রতি টিকেট ৪০ টাকা৷ টিকেট মূল্য,টিকেট কাউন্টার এইসব দিকনির্দেশনাগুলা খুব সুন্দর করে দেওয়া আছে স্টেশনে। যেইটা আমার খুবই ভালো লেগেছে। এক যায়গায় লেখা আছে মেট্রোর প্রথম কোচ শুধুমাত্র মহিলাদের জন্য। যাইহোক আমরা টিকেট কেটে, টিকেট শো করে পুনরায় এস্কেলেটর এ করে উপরে উঠি এবং ফাইনালি আমি মেট্রোর প্লাটফর্ম এ। আমি যাস্ট অবাক কারণ মেট্রোর প্লাটফর্ম এতো সুন্দর। মানে আমাদের দেশে এমন কিছু হওয়া সম্ভব এইটা মাথায় আসেনি আমার। স্টেশনের ভেতর থেকে শুরু করে প্লাটফর্ম সব যায়গা নিট এন্ড ক্লিন যেটা আমার সব থেকে ভালো লাগছে। আবারো বলছি ১ বছর হয়ে গেছে আমাদের স্বপ্নের মেট্রোরেলের, তাতেও এতোটা ক্লিন।
    যাইহোক প্রায় ২ মিনিট অপেক্ষার পর চলে আসে মেট্রো। আমি উঠলাম এবং ভেতরে যে কি এক্সাইটেড বলে বুঝাতে পারব না। ছোটবেলায় মুভিতে যা দেখছি বাস্তবে তা আমার সাথে হচ্ছে। বেশ স্মুথলি গেট আটকবে চালু হলো, ১-২ মিনিটের ভেতর পোছে গেলাম পরবর্তী স্টেশনে। আর ২ পাশের যে কি সুন্দর ভিউ। ঢাকা শহরের এমন ভিউ দেখতে হলে অবশ্যই মেট্রোতে উঠতে হবে। আমার মনে হয় মতিঝিল সাইডের থেকে উত্তরা সাইডের ভিউ ঢাকাবাসীর বেশি পছন্দ হবে। চলেন কিছু সিনেমাটিক শট ইঞ্জয় করে আসি।
    প্রায় ১০ মিনিটের ভেতর আমরা পৌছায় উত্তরা উত্তর স্টেশনে যেটা কিনা উত্তরা সাইডের শেষ স্টেশন। আমরা স্টেশন থেকে বের হয়ে যায় উত্তরার দিয়াবাড়িতে যেই লেক আছে সেখানে। জনপ্রতি রিক্সা ভাড়া মাত্র ১০ টাকা। আমরা সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটায়, লেকের পাড়ে বসে বেশ ভালোই লাগছিলো এবং সেখানে আমরা কিছু খাবার ট্রাই করি যার টেস্ট খুবই বাজে এইজন্য আপনাদেরকে আর দেখালাম না। আমরা এইবার ফিরে যাচ্ছি মেট্রো স্টেশনের কাছে। লেক থেকে খুবই কাছে উত্তরা সেন্টার স্টেশন, দূর থেকেই দেখা যায় স্টেশনটা তাই আমরা আর রিক্সা না নিয়ে হেটেই চলে যায় স্টেশনে।
    আমার কাছে এই স্টেশনটা একদমি ফাকা মনে হয়েছে এবং চলাচল করে কি যে শান্তি তা বলে বুঝাতে পারব না। দেখেন কি সুন্দর লাগছে স্টেশনটা, কেউ নাই শুধু আমরাই। আমরা আবার টিকেট কাটি, এইবার আমরা ৩ জন যাবো ৩ স্টেশনে কারণ সবার গন্তব্য ভিন্ন। আমি যাবো মিরপুর ১০, এবং ওরা ২ জন যাবে কাজীপাড়া এবং শেওড়াপাড়া। তো সেই হিসেবেই আমরা টিকেট নি।
    মেট্রো রেল ৫ মিনিট পর পর আসে, তাই খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না। ২-১ মিনিট দাড়াতেই চলে আসে। আমরা আবার উঠে পড়ি। কি যে ভালো লাগছে, কি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন আছে এখনো। নিজের দেশের জিনিস এমন সুন্দর থাকলে আসলেই খুবই ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখার পর মেট্রোতে উঠবেন তাদের কাছে অনুরোধ প্লিজ কোনভাবেই মেট্রোকে নোংরা করবেন না।
    ৭-৮ মিনিটে চলে আসি আবার মিরপুর ১০ এ। যেইটা কিনা ঢাকা শহরে কল্পনায় করা যেত না। এমন মেট্রো নেটওয়ার্ক সারা ঢাকায় ছড়িয়ে পড়লে ঢাকাবাসীর দুভোগ অনেকটা লাঘব হবে।
    তো এই ছিলো আজকে আমার স্বপ্নের মেট্রোতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। আমার যেই পরিমাণ ভালো লাগছে তা আমি সেইভাবে প্রকাশ করতে পারি নি। যতটুকু প্রকাশ করেছি তা হয়তো আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।
    আল্লাহ হাফেজ
    Sent
    Write to Khondokar Nurunahar

ความคิดเห็น • 6

  • @toufickshatej687
    @toufickshatej687 8 หลายเดือนก่อน +2

    দেশের গৌরব মেট্রোরেল... ❤

    • @HelloBangladesh
      @HelloBangladesh  8 หลายเดือนก่อน

      আসলেই, আসলেই 🇧🇩❤️

  • @sheikhology2553
    @sheikhology2553 8 หลายเดือนก่อน +1

    বাংলাদেশও অন্যান্য দেশের মতো এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

    • @HelloBangladesh
      @HelloBangladesh  8 หลายเดือนก่อน

      এগিয়ে যাক এগিয়ে যাক ❤️

  • @isratjahan1273
    @isratjahan1273 8 หลายเดือนก่อน +2

    বলেন,"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"😁

    • @HelloBangladesh
      @HelloBangladesh  8 หลายเดือนก่อน

      জয় বাংলা ✊