আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষ আমার জন্য দীর্ঘ সময়ই বরাদ্দ করেছিলেন৷ কিন্তু আকস্মিক একটা কাজ চলে আসায় আলোচনা করা সম্ভব হয়নি। মঞ্চে উঠতেও মানা করেছিলাম। পরে কর্তৃপক্ষের অনুরোধে হাজিরা দেয়ার উদ্দেশ্যে দুচার মিনিট কথা বলি। ইনশাআল্লাহ পরে কখনো মুসলিম মাইন্ডস থেকেই আলোচনা আসবে ইনশাআল্লাহ
একদম ফালতু আলোচনা হলো। জাস্ট বলার জন্য বলা হলো। এর থেকে ভালো ভাই,নিজের নাম দিবেন না। আপনার থেকে অনেক কোয়ালিটিফুল আলোচনা আশা করি,টুকিটাকি টাচ করা আলাপ না। খুব-ই আশাহত হয়েছি।
ইমরান রায়হান ভাইয়ের বক্তব্য এতো সংক্ষিপ্ত কেনো? উনি সমসাময়িক বাংলা ভাষাভাষী লেখকদের মধ্যে অনেক বড়মাপের ইতিহাসবিদ।❤
শায়েখের বাবাকে ডায়ালাইসিস করতাতে হয় তাই তনি সেদিন ব্যস্ত ছিলেন। এজন্য বেশি সময় দিতে পারেনি। 😢
@@kingkobra.23 উনি কি এতোটুকু সংক্ষিপ্ত আলোচনাই রেখেছিলেন? আমি একটা লম্বা আলোচনা আশা করেছিলাম।
আল্লাহ উনার বাবার অসুস্থতা দ্রুত নিরাময় যেনো করে দেন।
বাকি গুলো সময়ের অভাবে শুনা হয়নি, কিন্তু ইনশা আল্লাহ এটা শুনতেই হবে।
অসন্তুষ্ট হলাম এত ছোট আলোচনা শুনে মুসলিম মাইন্ডের আলহামদুলিল্লাহ সবগুলো শুনেছি কিন্তু এই আলোচনাটা শুনে অসন্তুষ্ট হলাম আলোচনাটা দীর্ঘায়িত হলে ভালো হতো
উনি অত্যন্ত ব্যস্ত ছিলেন। তারপরেও কিছুক্ষণ সময় দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ।
সবার লেকচার এত বড় বড় আর সবচেয়ে আগ্রহ এবং অপেক্ষায় ছিলাম যার লেকচারের তার টা এত ছোট??
এটা কেমন হলো!?
আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষ আমার জন্য দীর্ঘ সময়ই বরাদ্দ করেছিলেন৷ কিন্তু আকস্মিক একটা কাজ চলে আসায় আলোচনা করা সম্ভব হয়নি। মঞ্চে উঠতেও মানা করেছিলাম। পরে কর্তৃপক্ষের অনুরোধে হাজিরা দেয়ার উদ্দেশ্যে দুচার মিনিট কথা বলি। ইনশাআল্লাহ পরে কখনো মুসলিম মাইন্ডস থেকেই আলোচনা আসবে ইনশাআল্লাহ
ইমরান রাইহানের লেখা এত ঝরঝরে! মাশা-আল্লাহ। বারকাল্লহু ফীহ।
মাশাল্লাহ সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় ❤
উনার বক্তব্য মিনিমাম ৩০ মিনিট হওয়া উচিৎ ছিল।
video ta ki edit kore upload dite parbo? audio same thakbe
মাশাআল্লাহ ♥️
জাযাকাল্লাহ
হাকিম হাবিবুর রহমানের সংগ্রহশালা ডাকা বিশ্ববিদ্যালয়য়ের লাইব্রেরিতে দান করা হয়।
❤
Ma sha allah
ভাই ওনার কি কোন ইতিহাসের বই আছে?
বা বাংলার ধারাবাহিক ইতিহাস জানার জন্য কোন বই পরা উচিৎ।
উনার একটা বই আছে নাম: সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম সাহ। বই-টা পড়লে বুঝবেন উনার ইলম এর বাহার।
একদম ফালতু আলোচনা হলো। জাস্ট বলার জন্য বলা হলো। এর থেকে ভালো ভাই,নিজের নাম দিবেন না। আপনার থেকে অনেক কোয়ালিটিফুল আলোচনা আশা করি,টুকিটাকি টাচ করা আলাপ না।
খুব-ই আশাহত হয়েছি।