শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী ভাই ( সাহেব) ... আপনার যত নাটক দেখি - কেবল অবাক হয়ে দেখি .... ভারতে না থাকলে হয়তো নিশ্চয়ই দূর থেকে হলেও দর্শন করতাম। খুব ভালো থাকুন এই কামনা করি । শ্রদ্ধেয় বৃন্দাবন দাস মহাশয় , শ্রদ্ধেয় আ খ ম হাসান সাহেব কেও আমার প্রনাম জানাবেন । ❤
অসাধারণ.পশ্চিমবাংলার বাংলা সিনেমার থেকে হাজার হাজার গুন্ ভালো. বাংলাদেশের প্রিয় অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী আমার অন্যতম পছন্দের. আ.খ .ম হাসান এর অভিনয়ও খুব মন ছুঁয়ে যায় .ওনাদের মতো অভিনেতাদের আর বৃন্দাবন দাসের মতো লেখক অভিনেতা কে আমাদের টলিউডে ভীষণ প্রয়োজন.আপনাদের অভিনয় আমি অন্ততঃ খুব মিস করি. বাংলাদেশে গিয়ে একবার অন্তত আপনাদের মতো গুণীজনদের সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের.
আশির দশকে যখন আমি খুব ছোট তখন থেকেই বাংলাদেশের নাটকের আমি গুণগ্রাহী, এই নাটক টি যেনো সেই সময়কার এক মুঠো স্মৃতি কে বয়ে নিয়ে এলো। তখনকার দিনে এই রকম আবেগ পূর্ণ নাটক তৈরি হতো। বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাবলু আমার সেই হারিয়ে যাওয়া ছোটবেলা কে ফেরত পাইয়ে দিলেন। আমার শ্রদ্ধা সহ নমস্কার ও সালাম জানবেন।
আখম হাসান বস এর নাটক আমার কাছে প্রিয়। বাংলা নাটকের মধ্যে আখম হাসানের নাটক ভালো লাগে। সাথে তার বন্ধু চঞ্চল চৌধুরীও দারুণ অভিনয় করে থাকেন। এই দুই বন্ধুর অভিনয় সব সময় ফাটাফাটি হয়ে থাকে। বৃন্দাবন দাস এবং সালাহউদ্দিন লাভলু যেমন লেখক পরিচালক তেমনি তাদের অভিনয়। সব মিলিয়ে অসাধারণ হয়েছে এই নাটক। আগেও কয়েকবার দেখেছি এই নাটক।
আল্লাহ এমন মানুষ গুলোর বিবেক বুদ্ধি কবে দিবেন।।। এরা কি শুধুই টাকা নিলো না এরা একটা মা বাবা এর কাছ থেকে তাদের সন্তান,ভাই এর কাছ থেকে একটি বোন, ভবিষ্যত একটা মাকে ও ছিনিয়ে নিল।।।। হে আল্লাহ এদেরকে তুমি এই বোনটির লাস দাফনের আগেই শাস্তি দাও।।।আমিন😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
বৃন্দাবন দাসের রচনায় নির্মিত নাটক এতে থেকে বুঝার কোনোকিছু থাকবেনা এটা কি করে হয়। বৃন্দাবন দাস বাংলাদের সেরা ৫ জন লেখকের তিনি একজন। সে প্রতিভাবান একজন লেখক আমাদের দেশের,
এই নাটকগুলো এক একটা বাস্তব চিত্ত এর মূল্যায়ণ করা খুব কঠিন আমি আমি ইন্ডিয়ার কলকাতা থাকি আমি সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি শুধু যে ভালো লাগে টাই দেখি সেটা কিন্তু না আরো একটা কারণ আছে এই সব নাটক থেকে বহু মুলায়ন জ্ঞান উপার্জন করা যায় এই নাটক টা দেখে আমি সত্যিই খুব গর্বিত যে আমার প্রতিবেশী দেশে বৃন্দাবন দাস এর মতো একজন উচ্চ মানের লেখক আছেন
দাদা বৃন্দাবন দাস এর নাটক হোল পরিচ্ছন্ন বিনোদন আর বিশেষত্ব হছছে- প্রকৃতির প্রচ্ছদে মাটি ও মানুষ এর জীবনের গল্প। এ নাটকে হাসান ভাইয়া শক্তিশালী অভিনয় করেছেন, বিশেষ করে তার পিতা তালুকদার বাড়ীর খাশ কামলা'র নির্যাতিত হয়ে ফেরার গল্প বর্ণনা অসাধারণ। এছাড়া সবার অভিনয়ই ভালো হয়েছে। পুরো টিমকে আমার অন্তর থেকে ধন্যবাদ।💖💖💖
বৃন্দাবন দাস হলেন দ্বিতীয় " শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়" । গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিত্রকর। বাংলাদেশ এর সঙসকৃতির প্রকৃত ধারক ও বাহক। সুন্দর একটি বাস্তব নাটক। অসাধারণ অভিনয়।
@@sohelgomes9781 বাংলাদেশের টিভি নাটক যদি ইন্ডিয়াতে দেখানো হইত তাহা হইলে ইন্ডিয়ানরা বাংলাদেশী নাটকই দেখিবে এই জন্যে ইন্ডিয়ান সরকার নোংরামি করে আমাদের টিভি চ্যানেল ইন্ডিয়াতে দেখাতে চায় না
মৌটুসি এত্ত natural, খুব ভাল্লাগে। বৃন্দাবন দাসের লেখা আর সালাউদ্দিন লাভলুর পরিচালনা মানেই দুর্দান্ত একটা production হবেই। বৃন্দাবন দাসের লেখার মধ্য দিয়ে সবসময়েই সমাজের কাছে একটা বার্তা যায়।
❤❤❤ সত্যি অসাধারণ একটা নাটক দেখে মনটা স্নিগ্ধ হয়ে গেল ধন্যবাদ এই নাটকের পরিচালক সালাউদ্দীন লাভলু ভাই ও বৃন্দাবন দাশ ভাই আপনারা খুবই গুনি পরিচালক ও অভিনেতা আপনাদের কোন তুলনাই হয়না এই বাংলা দেশের গর্ব আপনারা কারণ আমাদের এই বাংলা দেশের নাটকের মতো আর কোন দেশের নাটক হয়না দোয়া রইলো আপনাদের জন্য আল্লাহ তায়ালা যেন আপনাদের সুস্থতা রাখেন সবসময় আমি মোঃ সেলিম মিয়া আপনাদের সব গুলো নাটক আমার কাছে খুবই ভালো লাগে 😊 ২২/০২/২০২৪
I am fan of Bangladeshi drama.. All the actors are doing acting here are superb talented.. Hope in future we will get lots of good dramas from you..... I am an Indian and proud for Bangladesi dramas
সময় করে প্রতিদিন দেখা লাগে । indian হয়েঔ বাংলাদেশ নাটক প্রেমিক । বৃন্দাবন দাস sir এর প্রতিটি নাটক এ শিক্ষামুলক। moral অফ story টা ই চরম . অরণ্যক নাটক❤❤ গোষ্ঠী দীর্ঘজীবী হও চঞ্চল চৌধুরী দীর্ঘজীবী হও বৃন্দাবন দাস দীর্ঘজীবী হও আখম হাসান দীর্ঘজীবী হও বাংলাদেশ নাটক
Vai, kolkatar movier dhare kase o bangladesh er cinema jete parbena...amader film industry amader jonno bishal lojja...amader gorber jayga amader natok e just...
আমি ভারত থেকে বলছি বাংলাদেশের নাটক দেখে দেখে আমি যেন নাটকের নেশাগ্রস্ত হয়ে গেছি নাটক না দেখলে আমার মনটা ভালো লাগেনা বিবেক জাগানো নাটক ধন্যবাদ সকল কলাকুশলীদের
" সোনা তালুকদারের চরিত্র সৃজন বিশেষ এক মানবিক -- মানসিকতার খোঁজে বৃন্দাবন দাস দক্ষতার উচ্চ শিখরে আরোহীর বিশেষ পরিচয় রেখেছেন । আর সোনা তালুকদারের চরিত্র রূপায়ণে অভিনেতা অপূর্বর অপূর্ব অভিনয় দর্শক কুলকে স্তম্ভিত করে রাখল । ।। ধণ্যবাদ সকলকে সবার জন্য রইলো অজস্র শুভকামনা ।।
আজ তিনটি নাটক দেখলাম ভালো লাগতেছিলো না মনে হচ্ছিলো নাটকের মধ্যে পরে না। যখন বৃন্দাবন দাসের লেখা আর সালাউদ্দিন লাভলু জুটির তৃতীয় পুরুষ দেখলাম কোথায় যেন হারিয়ে গেলাম। জীবন্ত কিংবদন্তি দুজন। নাটকে অভিনয় করা সবাই খুব ভালো করেছে। সব লিজেন্ড এক সাথে।
আমি ভারত থেকে বলছি ۔۔ বাংলাদেশের নাটক সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা আমার নেই ۔۔ তবে কোনোদিন বাংলাদেশ যাওয়ার যদি সুযোগ হয় আর এই অভিনেতাদের যদি একটু দেখা পাই তবে জীবন ধন্য হয়ে যাবে
চমৎকার একটা নাটক সাথে বিনোদনের এক নতুন মাত্রা হিসাবে আবির্ভূত সমস্ত কলাকৌশলী-বৃন্দ এবং অসাধারণ সুন্দর অভিনয়, গল্প ও চিত্রনাট্য-১৪/০৪/২১-বোয়ালমারী, ফরিদপুর।
বৃন্দাবন দাসের লেখা সত্যিই অসাধারণ, তার সাথে চঞ্চল হলে তো পুরো জমে ক্ষীর, চঞ্চল যখন সর্বহারা হয়ে খোলা মাঠে এসে দীর্ঘশ্বাস ছাড়লো, সত্যি অসাধারণ লাগলো জায়গাটা। বিষয়ের চিন্তা থেকেই ঘটে সর্বনাশ, ত্যাগেই সুখ।
শিক্ষামূলক একটি নাটক দেখে অনেক ভালো লাগলো সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য সবাই কে ধন্যবাদ এবং দোয়া শুভ কামনা রইলো আমি একজন প্রবাসী ♥️♥️👍
অসম্ভব সুন্দর একটা নাটক ꫰বাংলাদেশের নাটক বিশ্বের সেরা নাটক ছিল,আছে এবং থাকবে- এই কথার সাথে কারও কি দ্বিমত আছে?
Na nai💙🇮🇳
শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী ভাই ( সাহেব) ... আপনার যত নাটক দেখি - কেবল অবাক হয়ে দেখি .... ভারতে না থাকলে হয়তো নিশ্চয়ই দূর থেকে হলেও দর্শন করতাম। খুব ভালো থাকুন এই কামনা করি ।
শ্রদ্ধেয় বৃন্দাবন দাস মহাশয় , শ্রদ্ধেয় আ খ ম হাসান সাহেব কেও আমার প্রনাম জানাবেন । ❤
বাংলাদেশের নাটকের মান বাংলাদেশের সিনেমার থেকে কয়েক গুণ ভালো।ভারত থেকে আমরা দেখি নাটকগুলো।
ভারতের ঘরোয়া নাটক গুলোর অযুক্তির কাহিনি গুলো বন্ধ করেন।
ইন্ডিয়া থেকে বলছি, খুব ভালো লাগে এই এই অভিনেতার প্রতিটি নাটক, এখন তো নিজের কলকাতার নাটকের ওপর আগ্রহ হারিয়ে ফেলছি বাংলা দেশের এমন অভিনয় দেখবার পর৷
Thik bolchen
বাংলার নাটক গুলা একটা জিনিস
Brindaban das and salauddin lavlu are the gem of Bangla natok
Thank you💓💓
R8
একরাশ মুগ্ধতা রেখে গেলাম সালাউদ্দিন লাভলু সহ সকল অভিনেতা দের এত সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য ❤️
অসাধারণ.পশ্চিমবাংলার বাংলা সিনেমার থেকে হাজার হাজার গুন্ ভালো. বাংলাদেশের প্রিয় অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী আমার অন্যতম পছন্দের. আ.খ .ম হাসান এর অভিনয়ও খুব মন ছুঁয়ে যায় .ওনাদের মতো অভিনেতাদের আর বৃন্দাবন দাসের মতো লেখক অভিনেতা কে আমাদের টলিউডে ভীষণ প্রয়োজন.আপনাদের অভিনয় আমি অন্ততঃ খুব মিস করি. বাংলাদেশে গিয়ে একবার অন্তত আপনাদের মতো গুণীজনদের সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের.
Dr. Sudipta Mitra আমি কোলকাতায় যেতে চাই। কোলকাতায় আমার বোনধু আছে।
Bangladesh natok very nice in world
Dr. Sudipta Mitra তাহলে আপনি পশ্চিমবাংলার সিনেমা না দেগে বাংলাদেশর নাটক দেখেন
Tomar ki amar Mon chue jai na
thanks dada
আমি ভারত থেকে, বাংলাদেশের নাটক দেখে, পুরো বাংলাতে ডুবে যাই আর মুগ্ধতায় ভাসি...
you should see, "aynabaji, monpura, television" movies, cast by chanchal chowdhury.
ধন্যবাদ আমাদের বাংলা কে ভালোবাসার জন্য
@@nashimshathi4288 hi
ভারতের ঘরোয়া নাটক গুলোর অযুক্তির কাহিনি গুলো বন্ধ করেন।
উফফ চঞ্চল চৌধুরীর সাথে সব চরিত্র গুলো ভীষণ ভাবে যায়,অসাধারণ👍👍👍
very beautiful
❤❤❤❤❤
আশির দশকে যখন আমি খুব ছোট তখন থেকেই বাংলাদেশের নাটকের আমি গুণগ্রাহী, এই নাটক টি যেনো সেই সময়কার এক মুঠো স্মৃতি কে বয়ে নিয়ে এলো। তখনকার দিনে এই রকম আবেগ পূর্ণ নাটক তৈরি হতো। বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাবলু আমার সেই হারিয়ে যাওয়া ছোটবেলা কে ফেরত পাইয়ে দিলেন। আমার শ্রদ্ধা সহ নমস্কার ও সালাম জানবেন।
আখম হাসান বস এর নাটক আমার কাছে প্রিয়। বাংলা নাটকের মধ্যে আখম হাসানের নাটক ভালো লাগে। সাথে তার বন্ধু চঞ্চল চৌধুরীও দারুণ অভিনয় করে থাকেন। এই দুই বন্ধুর অভিনয় সব সময় ফাটাফাটি হয়ে থাকে। বৃন্দাবন দাস এবং সালাহউদ্দিন লাভলু যেমন লেখক পরিচালক তেমনি তাদের অভিনয়। সব মিলিয়ে অসাধারণ হয়েছে এই নাটক। আগেও কয়েকবার দেখেছি এই নাটক।
বৃন্দাবন বাবুর গলার স্বর ও অভিনয় অসাধারণ ।এভাবেই বাংলা ভাষা ছড়িয়ে যাক।।
সত্যিই বৃন্দাবন দাস একজন প্রতিভাবান মানুষ, তার রচনাগুলো অসাধারণ।
Best song..
পৃথিবীর সেরা বিনোদন হলো বাংলা নাটক,,আর সেটা যদি হয় বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাভলুর তাহলে মজাই আলেদা,, আমার প্রিয় পরিচালক বৃন্দাবনদাস।
Uni director na,director holen SalaUddin Lavlu
Bindabon das story writer ....
Right vaiya
আরে আপনি না জেনে কথা বলেন কেন??বৃন্দাবন দাস কখনো পরিচালনা করে না,,সে লেখক নাটক লেখে।
আল্লাহ এমন মানুষ গুলোর বিবেক বুদ্ধি কবে দিবেন।।। এরা কি শুধুই টাকা নিলো না এরা একটা মা বাবা এর কাছ থেকে তাদের সন্তান,ভাই এর কাছ থেকে একটি বোন, ভবিষ্যত একটা মাকে ও ছিনিয়ে নিল।।।। হে আল্লাহ এদেরকে তুমি এই বোনটির লাস দাফনের আগেই শাস্তি দাও।।।আমিন😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
পাবনার ভাষা আমার কাছে খুব ভালো লাগে, আমি ভারত থেকে।
আমরা পাবনার ছেলে
ধন্যবাদ আমাদের জেলার ভাষার প্রশংসা করার জন্য
ধন্যবাদ
পাবনা❤️❤️
Amar mama bare pabna
ইতিহাস সৃষ্টিকারী নাটক,২০২৩ সালে এসে কে কে দেখলেন নাটকটি..?
আমি ভারতীয় দর্শক ❤️❤️✋✋
আমি
ভাই সাকিনসারিসুরি নাটক দেখবেন
Tnx Dada💝
Amio vay
২৪ দেখতেছি
বৃন্দাবন দাসের রচনায় নির্মিত নাটক এতে থেকে বুঝার কোনোকিছু থাকবেনা এটা কি করে হয়।
বৃন্দাবন দাস বাংলাদের সেরা ৫ জন লেখকের তিনি একজন।
সে প্রতিভাবান একজন লেখক আমাদের দেশের,
টিক বলেছেন
Apurba tulonanai। From lndia
এই নাটকগুলো এক একটা বাস্তব চিত্ত এর মূল্যায়ণ করা খুব কঠিন আমি আমি ইন্ডিয়ার কলকাতা থাকি আমি সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি শুধু যে ভালো লাগে টাই দেখি সেটা কিন্তু না আরো একটা কারণ আছে এই সব নাটক থেকে বহু মুলায়ন জ্ঞান উপার্জন করা যায় এই নাটক টা দেখে আমি সত্যিই খুব গর্বিত যে আমার প্রতিবেশী দেশে বৃন্দাবন দাস এর মতো একজন উচ্চ মানের লেখক আছেন
চমৎকার !
সালাহ্ উদ্দিন লাভলু এবং বৃন্দাবন দাস ভাই কে শুভেচ্ছা !!
অসাধারণ সবার অভিনয় কিন্তুু বূন্দাবন দাশের কথা ভুলার নয় তিনি একজন অসাধারণ লেখক তার প্রতিটি নাটক কিছু না কিছু শিখার আছে আর ধন্যবাদ সালাউদ্দিন লাভলু ভাই
দাদা বৃন্দাবন দাস এর নাটক হোল পরিচ্ছন্ন বিনোদন আর বিশেষত্ব হছছে- প্রকৃতির প্রচ্ছদে মাটি ও মানুষ এর জীবনের গল্প। এ নাটকে হাসান ভাইয়া শক্তিশালী অভিনয় করেছেন, বিশেষ করে তার পিতা তালুকদার বাড়ীর খাশ কামলা'র নির্যাতিত হয়ে ফেরার গল্প বর্ণনা অসাধারণ। এছাড়া সবার অভিনয়ই ভালো হয়েছে। পুরো টিমকে আমার অন্তর থেকে ধন্যবাদ।💖💖💖
বৃন্দাবন দাসের সব নাটক খুব ভালো বানায় হারকিপটে নাটক আমি এখনো ভুলিনি সাকিন সারিসরি আরো আনেক নাটক আছে আমি ভারত থেকে বলছি 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
রংয়ের মানুষ নাটকটি অারো বেশি বিনোদন দিবে হাসি কান্নার এক বিরাট সমাহার
অামার দেখা সেরা নাটক
😄😄😄😄
সাকিন সারি সুরি নাটক বাংলাদেশের সেরা নাটক
@@mohammedfarukgazi4915 সাকিন সারিসুরি সবচেয়ে সেরা
'উড়ে যায় বকপক্ষী' নাটকটি দেখবেন।
বৃন্দাবন দাস হলেন দ্বিতীয় " শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়" ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিত্রকর। বাংলাদেশ এর সঙসকৃতির প্রকৃত ধারক ও বাহক। সুন্দর একটি
বাস্তব নাটক। অসাধারণ অভিনয়।
আমি ভারত থেকে বলছি বাংলাদেশের নাটক দেখে ভারতের সিনেমা ভুলেই গেছি
ধন্যবাদ, মাঝে মাঝে ভারত এর সিনেমা দেখবেন একবারে ভুলে যাইয়েন না
ধন্যবাদ অশেষ
সাকিন সারিসুরী, হাড়কিপটে, মোহর শেখ নাটক দেখবেন।।।
Sotti
@@sohelgomes9781 বাংলাদেশের টিভি নাটক যদি ইন্ডিয়াতে দেখানো হইত তাহা হইলে ইন্ডিয়ানরা বাংলাদেশী নাটকই দেখিবে এই জন্যে ইন্ডিয়ান সরকার নোংরামি করে আমাদের টিভি চ্যানেল ইন্ডিয়াতে দেখাতে চায় না
মৌটুসি এত্ত natural, খুব ভাল্লাগে। বৃন্দাবন দাসের লেখা আর সালাউদ্দিন লাভলুর পরিচালনা মানেই দুর্দান্ত একটা production হবেই। বৃন্দাবন দাসের লেখার মধ্য দিয়ে সবসময়েই সমাজের কাছে একটা বার্তা যায়।
❤❤❤ সত্যি অসাধারণ একটা নাটক দেখে মনটা স্নিগ্ধ হয়ে গেল ধন্যবাদ এই নাটকের পরিচালক সালাউদ্দীন লাভলু ভাই ও বৃন্দাবন দাশ ভাই আপনারা খুবই গুনি পরিচালক ও অভিনেতা আপনাদের কোন তুলনাই হয়না এই বাংলা দেশের গর্ব আপনারা কারণ আমাদের এই বাংলা দেশের নাটকের মতো আর কোন দেশের নাটক হয়না দোয়া রইলো আপনাদের জন্য আল্লাহ তায়ালা যেন আপনাদের সুস্থতা রাখেন সবসময় আমি মোঃ সেলিম মিয়া আপনাদের সব গুলো নাটক আমার কাছে খুবই ভালো লাগে 😊 ২২/০২/২০২৪
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি চঞ্চল চৌধুরীর অভিনয় খুব উচু মানের।
মোশাররফ করিম বস।
নাটকগুলা জীবন থেকে নেওয়া, দেখলেই মন-প্রাণ জুড়িয়ে যায়----
I am fan of Bangladeshi drama.. All the actors are doing acting here are superb talented.. Hope in future we will get lots of good dramas from you..... I am an Indian and proud for Bangladesi dramas
Thank you very much for watching our Bangladesh drama
ভাল লাগে।আমার বাংলার গ্রামীণ ঐতিহ্য নিয়ে নাটক গুলো।ধন্যবাদ সালাউদ্দিন লাভলু এবং বৃন্দা বন দাস কে।তারা উভয় সুপার হিরু।
বৃন্দাবন দাস নাটক নির্মাতাদের মধ্যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
অশেষ ধন্যবাদ লাভলু ভাই বৃন্দাবন দাসকে, আসলে তারা সব সময় বাস্তবধর্মী নাটক বানায়
আমাদের দেশের মহিলারা কতোবড় বেকুব বাংলাদেশের এতো সুন্দর নাটক রেখে ইন্ডিয়ার পালতু চিরিয়াল দেখে বৃন্দাবনদাস কে ধন্যবাদ
Ekdom right but 90% mohila
Purush Ra o dekhe
বাজে বাজে জিনিগুলো মহিলারা বেশী পছন্দ করে ।
বেসির ভাগ কমেন্টস এই ভারতীয়। দেখে খুব ভালো লাগে।
ইন্ডিয়া বাংলাদেশ থেকে মুভিতে এগিয়ে থাকলেও নাটকে নাহ
তোমার কথা খুব ভালো লাগলো
🤣🤣
সময় করে প্রতিদিন দেখা লাগে । indian হয়েঔ বাংলাদেশ নাটক প্রেমিক । বৃন্দাবন দাস sir এর প্রতিটি নাটক এ শিক্ষামুলক। moral অফ story টা ই চরম . অরণ্যক নাটক❤❤ গোষ্ঠী দীর্ঘজীবী হও চঞ্চল চৌধুরী দীর্ঘজীবী হও বৃন্দাবন দাস দীর্ঘজীবী হও আখম হাসান দীর্ঘজীবী হও বাংলাদেশ নাটক
Ekdom thik bolechho
Vai, kolkatar movier dhare kase o bangladesh er cinema jete parbena...amader film industry amader jonno bishal lojja...amader gorber jayga amader natok e just...
এই গল্পে সত্য অনেক বাস্তবিক মিল পাই আামাদের এলাকার গ্রামে এরকম বহুতলোক এভাবে ধংষ হয়েছে
আমি ভারত থেকে বলছি বাংলাদেশের নাটক দেখে দেখে আমি যেন নাটকের নেশাগ্রস্ত হয়ে গেছি নাটক না দেখলে আমার মনটা ভালো লাগেনা বিবেক জাগানো নাটক ধন্যবাদ সকল কলাকুশলীদের
সব বড়লোকের ছেলেরা যদি এমন হতো... কি একটা সোনার দেশ ই না গড়ে উঠতো...
ক্ষনিকের পৃথিবীতে এত লোভ করে কি হবে। এই পর্যন্ত আমার দেখা সেরা একটা শিক্ষনীয় নাটক। ♥️
Rrthu
Asadharan. Samajik. Sab. Kalanka Jugjug. Dhore. Kalsite poregachhe.
Akhanto Rakhsas Sabai Natakei Asab Dekhte Pawajay Bastab. Akdam. Nanga. Ulanga. Samaj. O. DalalSampraday
@@anjanabanerjee1452 অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@@tonmoychowdhury1135 ধন্যবাদ ভাই।
" সোনা তালুকদারের চরিত্র সৃজন
বিশেষ এক মানবিক -- মানসিকতার
খোঁজে বৃন্দাবন দাস দক্ষতার উচ্চ
শিখরে আরোহীর বিশেষ পরিচয়
রেখেছেন ।
আর সোনা তালুকদারের চরিত্র
রূপায়ণে অভিনেতা অপূর্বর অপূর্ব
অভিনয় দর্শক কুলকে স্তম্ভিত
করে রাখল ।
।। ধণ্যবাদ সকলকে
সবার জন্য রইলো অজস্র
শুভকামনা ।।
আমার বারি ভারতে আমার বাংলা দেশের কথা খুব ভালো লাগে ।বাংলা নাটকের মাধোমে সেই আনন্দ পাই
বাংলাদেশ আমার অহংকার
পাবে না কে বাংলাদেশের নাটক হলো বিশ্ব সেরা।
দাওয়াত রইল বাংলাদেশে আসার যন্য।।
আপনারা বাংলা বোজেন
আপনাকে ধন্যবাদ
অসাধারণ অভিনয়। সমাজের বাস্তবিক চরিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️🥰
আমার ভারতে কেন যে এমন গুণী শিল্পীরা জন্মালেন না এটাই আমার আক্ষেপ থেকে গেল❤️❤️
ভারতের ঘরোয়া নাটক গুলোর অযুক্তির কাহিনি গুলো বন্ধ করেন।
শিক্ষামূলক নাটক।বৃন্দাবন বাবু ও চঞ্চল বাবুর অভিনয় অসাধারন।
সত্যি কথা ভাই বাংলা মুভির চেয়ে অনেক বেশি ভালো ।ধন্যবাদ আপনাকে ভাইয়া
MB.madhobi.biswes. madhodi u
Chanchal is a very good actor ,
I am a indian
🇮🇳💜🇧🇩Awesome akta natok. Akhomo Hasan bhai Chanchal da my favourite actor. Thank you very much.💚💙💛💟🇮🇳
আজ তিনটি নাটক দেখলাম ভালো লাগতেছিলো না মনে হচ্ছিলো নাটকের মধ্যে পরে না। যখন বৃন্দাবন দাসের লেখা আর সালাউদ্দিন লাভলু জুটির তৃতীয় পুরুষ দেখলাম কোথায় যেন হারিয়ে গেলাম। জীবন্ত কিংবদন্তি দুজন। নাটকে অভিনয় করা সবাই খুব ভালো করেছে। সব লিজেন্ড এক সাথে।
অপূর্ব চঞ্চল চৌধুরী এবং আ খ ম হাসান দুজনেই আমার খুব পৃয় শিল্পী দুজনকেই আমার বিনীত নমসকার
মোশারফ করিম.?
এতো ভালো একটা নাটকে, অনেকেই আনলাইক দিসে।এরা মনে হয় স্টার জালসা,জিবাংলার কটকটি ভক্ত
আসলে হয়তো এরা কোনটায় চাপলে লাইক আর কোনটায় চাপলে আনলাইক হয় সেটা জানেনা।
ডিজলাইক দেয়া অনলাইন জবের ফল ভাই।
আনিসুল হক বরুন উরফে মান্নান ভাইয়ের ফ্যান কে কে আছেন? উনার অভিনয় কিন্তু অসাধারণ খুবই ন্যাচারাল অভিনেতা 💕
আমি ✋✋✋
আছি
aci
বৃন্দাবন দাসের কি অসাধারণ লেখা, আমি বিস্মিত!!!
এই নাটক গুলো দেখে বাংলা নাটকের প্রেমে পড়ে গিয়েছে
Jomidarir ja vab ajj first dekhlam but osadharan...
Love from India ❤️❤️
Ami india thaki ami, প্রত্যেকদিন বাংলাদেশ নাটক দেখি খুব খুব ভালো লাগে
ভাই আপনাকে অনেক ধন্যবাদ বাংলা নাটক এর সাথে থাকুন,,,
দুর্দান্ত একটা নাটক।চঞ্চল চৌধুরী- নাট্য জগতে সাড়া জাগানো একটি উজ্বল নক্ষত্র।
এরকম উজ্বল নক্ষত্র জাতি ধর্মের ভেদাভেদের আঘাতে কোনদিন ম্লান হবেনা।
মোইজূল হক-প ব . ভারত।
Wow...বাংলাদেশের নাটক মানেই বিশের সেরা নাটক
বৃন্দাবন দাসের লেখা অভিনয় ও কন্ঠস্বর খুব ই ভাল। আখম হাসান দারুন। চঞ্চল চৌধুরী অনবদ্য
এইসব নাটক বার বার দেখা যায়। এখন নিয়ে কতবার দেখছি তার কোন সঠিক হিসাব নাই।
08-08-2021
From K.S.A
আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি চঞ্চল চৌধুরীর নাটক খুব ভালো লাগে। এবং চঞ্চল চৌধুরীর আরো ভালো ভালো নাটক দেখতে চাই।
গ্রামের নাটক সত্যিই অসাধারণ বিশেষ করে আখম হাসান ও চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লেগেছে
Tritio purush.....ei natakti te Brindabon bhai er obhinoy chomotkaar..ato natural ebong opurbo sundor bhabe choritroti phutiye tulechhen.... Onyorao bhalo kintu taader obhinoyer oto scope nei ei natake.
Sobaikei obhinandan janachhi. Team work khub bhalo. Mamar meyer
khikhil kore haashi......darun.
Sobaike bhalobasa janachhi.
AKM bhai ......babar jontronar katha mone kore je kanna ....bhari sundor.
Bhalo theko sobai.
Kolkata theke Susmita di.
আমি ভারত থেকে বলছি ۔۔ বাংলাদেশের নাটক সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা আমার নেই ۔۔ তবে কোনোদিন বাংলাদেশ যাওয়ার যদি সুযোগ হয় আর এই অভিনেতাদের যদি একটু দেখা পাই তবে জীবন ধন্য হয়ে যাবে
আমি কুলটি
আর আমরা কিন্তু আপনাদের মুভির ফ্যান।
ভাই আপনার সাথে যোগাযোগ করা যাবে কী
সম্পত্তি আর মানুষ এক হয়া গেলে ভালোবাসা অনেক কঠিন হয়া যায়! কি হেব্বি ডায়লগরে বাবা।
Chanchal choudhury most versatile actor of Bangladesh...love from India❤️
এতো সুন্দর একটা নাটক কমেন্ট না করে পারলাম না 💛
Chanchal Chowdhury is a genius.. legend.. natural actor like Mahanayak Uttam Kumar
ন্যাচারাল একটিং সবার,আর সবাই একজনের চেয়ে একজন এক্সপার্ট। সত্যিই অসাধারণ 🇧🇩🇧🇩🇧🇩
ami India thake bolchi,,, bangladeshi natok, and Bangladesh cricket team k onek balobasi❤️ 🇧🇩🏏🇮🇳🏏❤️
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বৃন্দাবন দাদা,,এরকম একটা গল্প দেয়ার জন্য
নাটকটা থেকে অনেক কিছু শিক্ষাৱ আছে ''বাংলা নাটক পৃথিবিৱ সেৱা
সালাউদ্দিন লাবলু ও বৃন্দাবন দাস এক কথাই অসাধারণ
ভাই আমি ইনডিয়াই থাকি আপনাদের নাটক দেকতে আমার খুব ভালো লাগে সো Tnx###
ভাই ইন্ডিয়া থেকে দেখছি
২০০০ সাল থেকে ২০৯৯ সালের ভিতরে কেউ যদি এই নাটক টি দেখে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন
2099 porjonto hajira dile ki apni dekhte paben
🙌
গাজা খেয়ে কমেন্ট করলে এমনই
বাংলাদেশের গ্রামীণ নাটক গুলো,, পৃথিবীর শ্রেষ্ঠ নাটক।
চমৎকার একটা নাটক সাথে বিনোদনের এক নতুন মাত্রা হিসাবে আবির্ভূত সমস্ত কলাকৌশলী-বৃন্দ এবং অসাধারণ সুন্দর অভিনয়, গল্প ও চিত্রনাট্য-১৪/০৪/২১-বোয়ালমারী, ফরিদপুর।
নাম্বার ওয়ান অভিনেতা চঞ্চল চৌধুরী।
অামার প্রিয় একজন অভিনেতা তাকে আমি অসম্ভব ভালবাসি। তার নাটক আমি মিস করি না কোন সময় ভুলেও।
salahuddin lavlu, brindabon das, chanchal chowdhury darun combination........
salauddin lablu... u r really so much talent....
খুবই মজার ধারাবাহিক নাটক হাড় কিপ্টে দেখে আমি অতিশয় আনন্দিত হয়েছি।
"এই সোনা ঠিক হওয়ার সোনা না" চরম ডায়ালগ
জন্ম থেকেই সে খাদ নিয়া জন্মাইছে।
অসাধারণ সুন্দর সালাউদ্দিন লাভলু ভাই এবং বৃন্দাবন দাস ভাই কে ধন্যবাদ 😊
অশেষ ধন্যবাদ সালাউদ্দিন লাভলু ভাই,,,,,, ❤❤
অসাধারন, ভালোবাসা সালাউদ্দিন লাভলুর জন্য।❤❤
I am from India... Bangladesher natok dekhte Amar khub Valo lage
ভালোবাসার জায়গা বাংলাদেশ
বৃন্দাবন দাসের লেখা সত্যিই অসাধারণ,
তার সাথে চঞ্চল হলে তো পুরো জমে ক্ষীর,
চঞ্চল যখন সর্বহারা হয়ে খোলা মাঠে এসে দীর্ঘশ্বাস ছাড়লো, সত্যি অসাধারণ লাগলো জায়গাটা।
বিষয়ের চিন্তা থেকেই ঘটে সর্বনাশ, ত্যাগেই সুখ।
Bangladeshi drama is the strongest drama in the world
Gopal seal from india
Outstanding academic mind-blowing unparallel incredible excellent brilliant drama . From Kolkata 💕💓💓❤️
বাস্তব অবস্থা সমাজের। আমার ছোট ভাইকে আল্লাহ জেন হেদায়েত করে।
Osadharan natok love from India theke❤️
আ খ ম হাসান ভাই মানেই অসাধারণ আভিনয়
শিক্ষামূলক একটি নাটক দেখে অনেক ভালো লাগলো সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য সবাই কে ধন্যবাদ এবং দোয়া শুভ কামনা রইলো আমি একজন প্রবাসী ♥️♥️👍
বাহ! অসাধারন একদম সমাজের বাস্তব চিত্র।ভালো লাগলো।আর জুয়া খেলার সময় শালা এজন্যই সাইডে লোক রাখতে নাই।
আমার প্রিয় পাবনা জেলা ধন্য কারণ চনচল এর মতো একজন অভিনেতা পেয়েছি।
বাংলা মুভির চেয়ে শত গুনে ভাল বাংলা নাটক
yes. you said really very well and true
Bangla Deash p
bangla natok is very good
bangla sex
Bangla Deash
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা খুবই চমৎকার একটা নাটক।
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিজ পড়ে অন্য কে দাওয়াত দিয়া।
Tui ki halay hagol? Namaz e bal hoy
Inshallah vi
এত সুন্দর নাটকটি 2021 সালে এসেও কে কে দেখলেন🌹🌹♥️♥️🙏🙏
কথা বলা শিখতে একটা মানুষের প্রায় দুই বছর লাগে, কিন্তু কার সামনে কীভাবে কথা বলতে হয় তা শিখতে অনেকের সারাজীবনও কম পরে যায়
Khub sundor brindabon das babu ke many many thanks .. khub valo writings
পৃথিবীর সব ঝগড়ার মূল কারণ একটাই সম্পদ।
বৃন্দাবন দাসের অসাধারণ অভিনেতা,হিন্দুস্তান থেকে বলছি দাদা।
আমি একজন ভারতীয়,বংলা দেশের নাটক আমার ভালো লেগেছে ।
সেই সিরাজগঞ্জ জুট মিল কথা মনে করে দিলেন বৃন্দাবন দা সত্যি অসাধারণ অভিনয় করেছেন আমি সত্যি কারের একজন ভক্ত ভালো থাকবেন শিলিগুড়ি ভারত থেকে
সিরাজগন্জে বাড়ী ছিলো নাকি