এক কথায় অসাধারণ! প্রত্যেকের কথায় যৌক্তিক, ন্যায়সংগত ও বাস্তবতা। বিগত ২৫/৩০ বছরের পার্বত্য অঞ্চল নিয়ে অনেক টকশো হয়েছে কিন্তু এরকম আলোচনা একটাও দেখিনি পার্বত্য অঞ্চল বিষয় নিয়ে আলোচনা করতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের কে। পতাকা আমাদের, দেশ আমাদের সবশেষে আমরা সবাই বাংলাদেশী। ❤❤❤ We love Bangladesh ❤❤❤
পাহাড় নিয়ে এত সুন্দর আলোচনা এই প্রথম দেখলাম🥰আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। পরিশেষে সবাইকে বলতে চাই:- স্বাধীনতা চাই না, অধিকার চাই। বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, সম্পৃক্ত হতে চাই। সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে। বাঙালিদের বিরুদ্ধে না, অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে। বাংলাদেশ আমার জন্মভূমি, এই দেশের মানুষ হয়ে বাঁচতে চাই।❤️ অতি দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনুন🙏
পাহাড়ীদের স্বকীয়তা ধরে রাখার অর্থ এই নয় যে, তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র হবে। তাহলে তো বাংলাদেশে অনেক সংখ্যা লঘিষ্ঠ জনগণ বাস করে, তাদের সকলের সাথে চুক্তি করতে হবে এবং তাদের জন্য স্বাধীন রাষ্ট্র করে দিতে হবে।
আশরাফ স্যার এবং জ্যোতিময় স্যার আসলেই সুশিক্ষায় শিক্ষিত মানসিকতার বেড়ে ওঠার একজন মানুষ যা তাদের কথাই প্রমান পাওয়া যায়। ধন্যবাদ স্যার আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য। ❤❤❤
@@TahasanKhan-b2cভাই আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন, আমার জায়গায় তো আপনি নেই বুঝবেন কীভাবে? অনেক কিছু জানি, বুঝি, অনেক কিছু বলতে চাই, কিন্তু কিছুই বলতে পারি না, কারণ এখানে কোন শাসন চলে আপনিই জানেন। আমরা সামনে যা দেখি কিন্তু ভিতরে আরেক অন্য জগৎ। সেটা হয়তোবা রাজনীতির বিদ/ জ্ঞানীবীদরা ছাড়া আপনার মত সাধারণ মানুষ বুঝতে পারবে না।
আশরাফ স্যার এবং জ্যোতির্ময় স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমাদের পার্বত্য চট্টগ্রামকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য 🙏 আর মতিন স্যার আপনাকে ও ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য পাহাড়িদের দুঃখ জানতে চাওয়ার জন্য ❤🙏
পুরো সংলাপটা একটু মনযোগ দিয়ে শোনেন।তাহলেই বুঝতে পারবেন সহজে ওখানকার সমস্যাগুলো কি। ১. কারা কোন অধিকারে শত শত বছর ধরে ভোগকৃত জমি সমতলের লোকদের বন্টন করলো?যখন উপমহাদেশে প্রথম বৃটিশরা ভূমি জরিপ করলো,তখন পাহাড়ীদের জমি তো ক্ষতিয়ানভুক্ত করে নাই।বৃটিশ সরকার সেখানে স্পেশাল কমিশন গঠন করে তাদের জমিজমা গোষ্ঠীগতভাবে অধিভুক্ত করছে।এখন আপনার জমি সরকার যদি অন্য কাউকে বরাদ্দ দেয়, আপনি কি করবেন? চুপচাপ সহ্য করবেন? ২.অস্ত্রের মুখে কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যায় না।অস্ত্র দেখিয়ে মানুষের শরীরকে শান্ত করা যায় সাময়িকভাবে,কিন্তু হৃদয় অশান্তই থাকে।এই সমস্যার রাজনৈতিক সমাধান না হলে কোন একদিন তারা আরো বিদ্রোহী হয়ে উঠবে, এবং বিভিন্ন বিদেশী শক্তির সহায়তায় তারা এদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
পার্বত্য চট্টগ্রামের সমস্যার থলের বিড়াল বের করার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আদিবাসীরা কখনো কোনদিন বাংলাদেশ থেকে আলাদা হতে চাই না এবং হবোওনা।
সেনাবাহিনী কথা মতো না চললে পার্বত্য জেলা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করবে তারা, এমনকি অন্য দেশের গোয়েন্দা সংস্থা এসে আমাদের দেশে অস্থিতিশীল করে তুলবে। সেনাবাহিনী থাকা ভালো
ধন্যবাদ এমন একটি সুন্দর সুস্পষ্ট যুক্তিক আলোচনার জন্য।সমস্যার কথা তো অনেক বলা হয়েছে এখন সমস্যা সমাধানের উপায় নিয়ে চিন্তা করা উচিত।যারা দুই তিন প্রজন্ম ধরে আদিবাসীদের জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দিলে তারা নিশ্চই সেটা মানবেনা এবং অবশ্যই অশান্তি সৃষ্টি করবে।এই সমস্যার কি সমাধান আছে?? সেটা আপনাদের মত জ্ঞানী বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তিরাই চিন্তা ভাবনা করে বের করতে পারবেন।সেটেলার যারা আছে তাদের অন্য কোন জায়গায় স্থানান্তরিত করলেও হয়তো তারা আর মানবেনা।দোষ তাদের এটা বলা যায়না দোষ যে সরকার তাদের এখানে এনেছে তার।কোনটা আদিবাসীদের জায়গা সেটা আগে সরকারের খতিয়ে দেখা উচিৎ ছিলো।এখন আমরা আদিবাসীরা এটা বিশ্বাস করি সেটেলার দের পাঠানো হয়েছে আমাদের উপর নির্যাতন দমন নিপিড়নের জন্য এবং এদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য আর সেটেলার রা বারবার আমাদের উপর হামলা সেটা বারবার প্রমাণ করেছে তাহলে তাদের সাথে আমাদের কিভাবে সুসম্পর্ক হওয়া সম্ভব??একইভাবে সেনাদের উপরেও আমাদের মনোভাব এমনই তারা আমাদের দমন এবং এদেশ থেকে নিশ্চিহ্ন করতেই এখানে ঘাটি গেড়ে বসে আছে।আজ নাহোক কাল আমাদের সবাইকে নিশ্চিহ্ন করবে তারা নয়তো টিকে থাকার তাগিদে আমাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে বাধ্য হয়ে মুসলিম বাংগালী হয়ে যেতে হবে।আমরা অস্তিত্ব রক্ষার জন্য অধিকার পাবার জন্য লড়াই করি আলাদা দেশ পাবার জন্য নয়।আমরা বাংলাদেশী কিন্তু বাংগালী না।
Mane ki? Hilly districts er malikana paharider? Bangali ra oikhane thakte parbe na? Ora settler keno hobe? Bangladesher mati te Bangladeshira settler keno hobe? Palestine er concept aikhane use korsen, bujhe korcen?
সংবিধান অনুযায়ী বাঙালীরাই বাংলাদেশের একমাত্র আদিবাসী। সংবিধান লঙ্ঘন করে উপজাতিদের আদিবাসী বলায় আশরাফ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ
@@rezaulhoque76 বাঙালিদের উপজাতি কে বলেছে। বাঙালি হচ্ছে মুল জনগোষ্ঠী। আচ্ছা আপনার আদিবাসী শব্দ নিয়ে সমস্যা হলে। স্ব স্ব জাতি সত্তাকে স্বীকৃতি দেন। কোন সমস্যা হবে না।
আদি basi bole kono কথা নেই, সবাই বাংলাদেশী। আমার মতে সকল নাগরিক সব জায়গায় জমি ক্রয় বিক্রয় বসবাস করতে পারবে। পাহাড়িরা সমতলে ক্রয় করতে পারবে আর আর বাঙালিরাও পাহাড়ে বাড়ি করতে পারবে।
যদি সমতলে পাহাড়ীরা বাস করতে পারে বাডী করতে পারে তাহলে পাহাড়ে আমরা বাস করতে পারবোনা কেন? রাংগামাটি খাগড়াছড়ি কি বাংলাদেশের অংশ নয়। পক্ষপাতদুষ্ট আলোচনা থেকে বিরত থাকা আবশ্যক।
অবশ্যই বাড়ি করতে পারবে, কেন পারবে না। তবে বাড়ি করতে হলে করবে সব আইন-নিয়ম মেনে। আমি যদি আপনার এখানে এসে আপনাকে হঠিয়ে বাড়িঘর তৈরি করি, তাহলে আপনি মেনে নিবেন?
সরকার যাদের কে ৭৯-২০১০ সাল পর্যন্ত, ভুমি হীন, ঘরবাড়ি নাই, এমন লোকদের কে অবৈধ ভাবে জমি দখল করে পুনর্ভাসন করা হয়েছে। রেশন এর লোভে, ভুমির লোভে, তাদের কে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কে সরকার পুনর্ভাসিত সেটেলার বলে।
কতটুকু জানেন পাহাড় সম্পর্কে। বাইরে থেকে দেখতে পাহাড় অনেক সুন্দর। আমরা যারা পাহাড়ে বসবাস করে আসছি আমরা বাস্তবতা জানি। কতটুকু জিম্মি আমরা বাঙালিরা পাহাড়ি সন্ত্রাসীদের কাছে। বাজারে একটা মুরগি বিক্রি করতে গেলেও চারটা দলকে চাঁদা দিতে হয়। ওদের বিরুদ্ধে যে কথা বলবে তাকে পরদিন আর খুঁজে পাবেন না। আর কত সত্যতা লাগবে আপনাদের। এসির মধ্যে বসে পাহাড়িদের জন্য মায়াকান্না দেখাবেন না। আসুন পাহাড়ে দেখুন বাস্তবতা তারপর কথা বলবেন।
মুরগি বিক্রিতে যে চাদাবাজদের টাকা দেন এদের সৃষ্টি করেছে কে কে প্রশ্রয় দিচ্ছে তাদের নাম বলেন। পার্বত্য এলাকায় সব হাটবাজার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে কেউ যদি নিরাপত্তা বাহিনীর নাকের ডগায় চাদাবাজি করে আপনারাই বলেন তার দায়ভার কার। আশরাফ ভাই ঠিকই বলেছেন তাদের পৃষ্ঠপোষকতা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
পার্বত্য চট্টগ্রামে বাঙালিরাই শান্তিবাহিনীকে ট্যাক্স দিয়ে চলতে হয় তারা সরকারকে একদিক দিয়ে ট্যাক্স দেয় অন্যদিক দিয়ে শান্তি বাহিনীকে ট্যাক্স দিতে হয়
মিঃ আশরাফ সাহেব জ্ঞানপাপীর মতো কথা বলেছেন। উনি দেশের স্বনামধন্য সশস্ত্র বাহিনীকে দোষী সাব্যস্ত করে বক্তব্য উপস্থাপন করেছেন। দেশের প্রচলিত শাসন ব্যবস্থারও সমালোচনা করা হয়েছে বলে মনে হয়েছে। মিঃ আশরাফ মনে হয় সমাজতন্ত্রের সমর্থক। সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলায় সঠিক কাজ করে থাকবেন।
চুক্তি ছিল তৎকালীন ভারত সরকার এবং বাংলাদেশের আওয়ামী লীগের হাসিনা সরকারের যৌথ প্রযোজনায় একমাত্র "আমি"শান্তির জন্য একটা কিছু করেছি প্রচার প্রচারণা চালানোর জন্য মঞ্চায়িত নাটিকা। এই চুক্তি বৈষম্যমূলক চুক্তি যেখানে বাংলাদেশের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলা হয়েছে, পুন'বাসিত বাংলাদেশি বাংগালীদের অবহেলা-অবজ্ঞা করা হয়েছে।পাহাড় সমতল সবার সমান অধিকারের বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশী। নদীভাংগন সহ বিভিন্ন কারণে বাস্তুচ্যুত পুন',বাসিত বাংলাদেশের মানুষকে সেটেলার বলা ঠিক নয়। অতি আবেগি হয়ে জন্মলগ্ন থেকে উপজাতি /ক্ষুদ্র নৃগোষ্ঠী হটাৎ আদিবাসী দাবি তুলে বিভেদের মাত্রা বাড়ানো হচ্ছে।আন্তর্জাতিক এবং আঞ্চলিক আধিপত্যবাদি পরিস্থিতিতে কয়েক ডজন অস্ত্রধারী সন্ত্রাসীদের রেখে পাব'ত্য অঞ্চল সেনামুক্ত করার তথাকথিত বাম ঘড়ানার সুশীল সমাজের চিন্তা দেশকে খন্ড-বিখন্ড করা।
আসরাফ সার একটা সঠিক তথ্য হচ্ছে আমাদের খাগড়াছড়ির জেলায় উপজেলা দীঘিনালায় আমাদের ওইদিকে কোন কিছু জিনিস নিলে সেনাবাহিনীর permission লাগে এক বস্তা সিমেন্ট,ইট তিন নিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আরও আমরা ওইদিকে ইচ্ছা করলে ও ঘর বাড়ি বিল্ডিং তুলতে পারিনা কি কারনে জানেন সাধানা টিলা নামে একটা বুদ্ধ বিহার আছে সেনাবাহিনী সেতেলাররা ওটা দখল নিতে চাই সেই জন্য বুদ্ধবিহারে যেন কোনো উন্নতি করতে না পারি
এক কথায় অসাধারণ! প্রত্যেকের কথায় যৌক্তিক, ন্যায়সংগত ও বাস্তবতা। বিগত ২৫/৩০ বছরের পার্বত্য অঞ্চল নিয়ে অনেক টকশো হয়েছে কিন্তু এরকম আলোচনা একটাও দেখিনি পার্বত্য অঞ্চল বিষয় নিয়ে আলোচনা করতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের কে। পতাকা আমাদের, দেশ আমাদের সবশেষে আমরা সবাই বাংলাদেশী। ❤❤❤ We love Bangladesh ❤❤❤
আশরাফ স্যার, জোর্তিময় স্যার ও মতিন স্যারকে অসংখ্য ধন্যবাদ পাহাড়ের সমস্যাগুলো নিয়ে সুন্দর আলোচনার জন্য।
অসংখ্য ধন্যবাদ, আশরাফ & জ্যোতির্ময় বড়ুয়া স্যারদের, আমাদের মনেের কথাগুলো বলে দেওয়ার জন্য।
পাহাড় কি আপনাদের নিজস্ব? তাহলে সমতল থেকে কেউ ঘুরতে গেলে সেনা বাহিনী ছাড়া কেন যাওয়া যায় না
@@imrantarik8998 ei kotha ta hosse juju asse .tai sena bahini k jiggasa korun
@@nationalfather6691 আপনাদের মূল সমস্যা কি ভুমি নাকি অন্য কিছু
@@imrantarik8998 পাহাড় ওদের ই। তোদের কে কেউ যেতে বলে নি।
পাহাড়ে যারা বাঙালি আছে তাদের কি সেনাবাহিনী প্রটেকশন নিয়ে চলাফেরা করতে হয়।এখানে সেনাবাহিনী তাদের লাভের জন্য এই ইস্যু তৈরি করে রেখেছে।@@imrantarik8998
কূভ কুভ সুন্দদর আলোচনা... কতৃপক্ষের সুনজর কামনা করছি...🙏🙏🙏
ধন্যবাদ শ্রদ্ধেয়, আশরাফ ও জ্যোতিময় বড়ুয়া স্যার কে, সঠিকভাবে পার্বত্য চট্রগ্রাম ও সেনা শাসনের সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য
😂😂😂সেনা বাহিনী জিন্দাবাদ
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
দুইজনের কথাবার্তা অনেক ভালো লেগেছে
@@mmmbb369 কেএনএফ, জেএসএস, ইউপিডিএফ এরা কারা.??
পাহাড় নিয়ে এত সুন্দর আলোচনা এই প্রথম দেখলাম🥰আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।
পরিশেষে সবাইকে বলতে চাই:-
স্বাধীনতা চাই না, অধিকার চাই।
বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, সম্পৃক্ত হতে চাই।
সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে।
বাঙালিদের বিরুদ্ধে না, অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে।
বাংলাদেশ আমার জন্মভূমি, এই দেশের মানুষ হয়ে বাঁচতে চাই।❤️
অতি দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনুন🙏
পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আন্তরিক ভাবে কাজ করতে হবে। আমরা পাহাড়ি বাংগালি সবাই একসাথে শান্তিতে থাকতে চাই।
ঠিক তোমরা বেশি বাচ্ছা গাচ্চা দিয়ে পরিবেশটা বড় করো বোন
বয় পাবে না আমরা ৬২ জেলার লোক রা বেচে আছি আমরা মনে যাই নাই বোন
Jara Bangali tara Muslim na
ধন্যবাদ ব্যারিস্টার আশরাফ স্যার ওজ্যোতির্ময় স্যারকে । পার্বত্য চট্টগ্রাম ও সেনাশাসনের সঠিক তথ্য তুলে ধরার জন্য 🥰🙏
মেজর সাহেবকে ধন্যবাদ দিবেন না ! উনি কি মিথ্যা কিছু বলেছে নাকি ?
পাহাড়ীদের স্বকীয়তা ধরে রাখার অর্থ এই নয় যে, তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র হবে। তাহলে তো বাংলাদেশে অনেক সংখ্যা লঘিষ্ঠ জনগণ বাস করে, তাদের সকলের সাথে চুক্তি করতে হবে এবং তাদের জন্য স্বাধীন রাষ্ট্র করে দিতে হবে।
@@LoneRamblerNiponজ্বি
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।
আপনাদের
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর তথ্য সঠিকভাবে তুলে ধরার জন্য।
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
অত্যন্ত ন্যায়, যৌক্তিক ও মুক্ত আলোচনার জন্য সকলকে অসংখ্য সাধুবাদ।
এখানে শান্তি বাহিনী ছাড়া বাকিসব উপদল সেনাবাহিনীর তৈরী
❤thik
Akdom right
চমৎকার আলোচনা। সবাইকে ধন্যবাদ। আর পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যা আশু সমাধান হোক। দেশে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল মানুষ স্বাধীনতা ভোগ করুক।
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
জ্যোতির্ময় স্যার ও আসরাফ স্যার কে ধন্যবাদ জানাই ন্যায়, সততা ও সৎসাহসিকতার সাথে নিরপেক্ষ যুক্তি দেখানোর জন্য🙏🙏🙏
আমরা এরকম ই দেশ চাই
Right on point 👏👏
সঠিক আলোচনা। সুন্দর আলোচনা 🙏🙏🙏🙏🙏
আশরাফ স্যার এবং জ্যোতিময় স্যার আসলেই সুশিক্ষায় শিক্ষিত মানসিকতার বেড়ে ওঠার একজন মানুষ যা তাদের কথাই প্রমান পাওয়া যায়।
ধন্যবাদ স্যার আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য। ❤❤❤
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
নিজের পক্ষে গেলে এমনই সবকিছু
@@TahasanKhan-b2c ঠিক বলেছেন, পাহাড়ি উপজাতি সন্ত্রাসী হাটাও দেশ বাঁচাও,
পক্ষে গেলেই সুশিক্ষায় বেড়ে ওঠে আর বিপক্ষে গেলে অশিক্ষিত এমন মন মানসিকতা হতে ফিরে আসুন
@@TahasanKhan-b2cভাই আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন, আমার জায়গায় তো আপনি নেই বুঝবেন কীভাবে? অনেক কিছু জানি, বুঝি, অনেক কিছু বলতে চাই, কিন্তু কিছুই বলতে পারি না, কারণ এখানে কোন শাসন চলে আপনিই জানেন।
আমরা সামনে যা দেখি
কিন্তু ভিতরে আরেক অন্য জগৎ।
সেটা হয়তোবা রাজনীতির বিদ/ জ্ঞানীবীদরা ছাড়া আপনার মত সাধারণ মানুষ বুঝতে পারবে না।
সত্যতা তুলে ধরার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি🙏
আশরাফ স্যার এবং জ্যোতির্ময় স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 🙏❤️ আমাদের পার্বত্য চট্টগ্রামকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য 🙏 আর মতিন স্যার আপনাকে ও ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য পাহাড়িদের দুঃখ জানতে চাওয়ার জন্য ❤🙏
আশরাফের মতো এই ধরনের বুদ্ধিজীবী যে-ই দেশে আছে সেই দেশের সমস্যা সমাধান হবেনা বরঞ্চ সমস্যা আরো বাড়বে আর জ্যোতিময় বড়ুয়া একজন দেশদ্রোহী
নিজের মতের সাথে না মিললে সবাই কে দেশদ্রোহী ই লাগে🥱🥱
ভাই আপনি সঠিক বলেছেন
পুরো সংলাপটা একটু মনযোগ দিয়ে শোনেন।তাহলেই বুঝতে পারবেন সহজে ওখানকার সমস্যাগুলো কি।
১. কারা কোন অধিকারে শত শত বছর ধরে ভোগকৃত জমি সমতলের লোকদের বন্টন করলো?যখন উপমহাদেশে প্রথম বৃটিশরা ভূমি জরিপ করলো,তখন পাহাড়ীদের জমি তো ক্ষতিয়ানভুক্ত করে নাই।বৃটিশ সরকার সেখানে স্পেশাল কমিশন গঠন করে তাদের জমিজমা গোষ্ঠীগতভাবে অধিভুক্ত করছে।এখন আপনার জমি সরকার যদি অন্য কাউকে বরাদ্দ দেয়, আপনি কি করবেন? চুপচাপ সহ্য করবেন?
২.অস্ত্রের মুখে কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যায় না।অস্ত্র দেখিয়ে মানুষের শরীরকে শান্ত করা যায় সাময়িকভাবে,কিন্তু হৃদয় অশান্তই থাকে।এই সমস্যার রাজনৈতিক সমাধান না হলে কোন একদিন তারা আরো বিদ্রোহী হয়ে উঠবে, এবং বিভিন্ন বিদেশী শক্তির সহায়তায় তারা এদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
@@chandanmondal5368 যারা এ-ই দেশকে আলাদা করতে চায় তাদেরকে কঠিন ভাবে দমন করা উচিৎ এর কোন বিকল্প নেই
ধন্যবাদ মুক্তবাক সত্য আলোচনা তুলে ধরার জন্য।✊
কথা গুলো যুক্তি সংগত।। আশরাফ স্যার ও জোতিময় স্যারে কথা পাহাড়ি মনে কথা।।
এই চ্যানেল ভালো মানের বিচারবুদ্ধি সম্পন্ন, যাঁরা পাহাড় সম্পর্কে জানে এদেরকে নিয়ে এসেছেন, চ্যানেল ২৪ কে ধন্যবাদ,
পার্বত্য চট্টগ্রামের সমস্যার থলের বিড়াল বের করার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আদিবাসীরা কখনো কোনদিন বাংলাদেশ থেকে আলাদা হতে চাই না এবং হবোওনা।
আদিবাসী কারা...
আলাদা হয়ে যাইবা কই? আমাদের দেশে যা খুশি তাই করছ ।আর শোন তোমরা আদিবাসী না স্রেফ রিফিউজি আমরা তোমাদের যথেষ্ট প্রিভিলেজ দিয়ে ফেলসি উপজাতি বলে
ইউটিউব এর কমেন্ট চেক করলেই বুঝতে পারবেন ওরা কেমন নিরিহ। ওরা এই বাংলার ছেঁটেলার হয়ে আমাদের ই বলে ছেটেলার ।চাকমাদের ওপর থেকে সব মায়া উঠে গেছে।
সেনাবাহিনী কথা মতো না চললে পার্বত্য জেলা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করবে তারা, এমনকি অন্য দেশের গোয়েন্দা সংস্থা এসে আমাদের দেশে অস্থিতিশীল করে তুলবে। সেনাবাহিনী থাকা ভালো
আশরাফ কায়সার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর বিরুদ্ধে কোন প্রমাণ ছাড়া মনগড়া যে অভিযোগ অপবাদ দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাই
পাগল, লজ্জা করেনা তোমার, আদিবাসী বাঙালি দাবি করে
সাংবাদিক আশরাফ সাহেব ও জ্যোতির্ময় বড়ুয়াকে ধন্যবাদ পাহাড়ের প্রকৃত সত্য ও সমাধানের পথ দেখানোর জন্য।
এরকম যৌক্তিক আলাপ দেখতে দেখতে কখন যে ১ ঘন্টার কাছাকাছি সময় পার হয়ে গেলো..টেরই পেলাম নাহ! এক কথায় অসাধারণ!
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
অনুষ্ঠানটি উপস্থাপনা এবং উপস্থাপকের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুন্দর।
ধন্যবাদ এমন একটি সুন্দর সুস্পষ্ট যুক্তিক আলোচনার জন্য।সমস্যার কথা তো অনেক বলা হয়েছে এখন সমস্যা সমাধানের উপায় নিয়ে চিন্তা করা উচিত।যারা দুই তিন প্রজন্ম ধরে আদিবাসীদের জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দিলে তারা নিশ্চই সেটা মানবেনা এবং অবশ্যই অশান্তি সৃষ্টি করবে।এই সমস্যার কি সমাধান আছে?? সেটা আপনাদের মত জ্ঞানী বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তিরাই চিন্তা ভাবনা করে বের করতে পারবেন।সেটেলার যারা আছে তাদের অন্য কোন জায়গায় স্থানান্তরিত করলেও হয়তো তারা আর মানবেনা।দোষ তাদের এটা বলা যায়না দোষ যে সরকার তাদের এখানে এনেছে তার।কোনটা আদিবাসীদের জায়গা সেটা আগে সরকারের খতিয়ে দেখা উচিৎ ছিলো।এখন আমরা আদিবাসীরা এটা বিশ্বাস করি সেটেলার দের পাঠানো হয়েছে আমাদের উপর নির্যাতন দমন নিপিড়নের জন্য এবং এদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য আর সেটেলার রা বারবার আমাদের উপর হামলা সেটা বারবার প্রমাণ করেছে তাহলে তাদের সাথে আমাদের কিভাবে সুসম্পর্ক হওয়া সম্ভব??একইভাবে সেনাদের উপরেও আমাদের মনোভাব এমনই তারা আমাদের দমন এবং এদেশ থেকে নিশ্চিহ্ন করতেই এখানে ঘাটি গেড়ে বসে আছে।আজ নাহোক কাল আমাদের সবাইকে নিশ্চিহ্ন করবে তারা নয়তো টিকে থাকার তাগিদে আমাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে বাধ্য হয়ে মুসলিম বাংগালী হয়ে যেতে হবে।আমরা অস্তিত্ব রক্ষার জন্য অধিকার পাবার জন্য লড়াই করি আলাদা দেশ পাবার জন্য নয়।আমরা বাংলাদেশী কিন্তু বাংগালী না।
Mane ki? Hilly districts er malikana paharider? Bangali ra oikhane thakte parbe na? Ora settler keno hobe? Bangladesher mati te Bangladeshira settler keno hobe? Palestine er concept aikhane use korsen, bujhe korcen?
সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা
সত্যি কথা উল্লেখ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্যার 🫡🫡
Bai manjur al matin you are first protester qouta ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুবই সুন্দর আলোচনা... ২ আলোচকের কথা খুবই ভালো লেগেছে আশরাফ ও জৌতিময় বড়ুয়ার🫡❤️
জ্যোতির্ময় স্যার এবং আশরাফ স্যারকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে আপনাদের মত উদার মানবিক মানুষ আছেন বিধায় আমারা আদিবাসীরা বেচে আছি এখন অব্ধি
ধন্যবাদ, ব্যারিস্টার জ্যোতির্ময় স্যার কে সত্য কথা উপস্থাপন করার জন্য
Thank astaf sar and jotermoy sarkay
সময়োপযোগী আলোচনা, ভালো লাগলো, সকলকে ধন্যবাদ।
তোদের দমন করবে আমাদের সেনা।তোদের সায়ত্তশাসন দিব না
হাল ছেড়োনা।।
মেজর এমদাদ স্যার কে অসংখ্য ধন্যবাদ
আশরাফ স্যার আর বড়ুয়া স্যার ধন্যবাদ ❤️
চ্যানেল ২৪ অনেকটাই চ্যানেল ৭১ হয়ে যাচ্ছে!
শ্যমল দত্তের মতো তারাও পেয়েছে আশরাফ কায়সার!!
প্রতিরাতে একি গেস্ট!!
আশরাফ স্যার এবং জ্যোতির্ময় স্যারকে ধন্যবাদ আমাদের মনের কথা তুলে ধরার জন্য ❤️
সংবিধান অনুযায়ী বাঙালীরাই বাংলাদেশের একমাত্র আদিবাসী। সংবিধান লঙ্ঘন করে উপজাতিদের আদিবাসী বলায় আশরাফ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ
সুন্দর আলোচনা
পাহাড়তো পাহাড়িদের বাপ দাদার সম্পত্তি নয়।পাহাড় বাংলাদেশের সকল বৈধ নাগরিকের সম্পত্তি। এখানে সবাই বসবাস করার অধিকার রাখে।
সেনাবাহিনীর প্রটেকশন ছাড়া পাহাড়ে ঘুরতে যাওয়া যায়না কেন?ওখানে সেনাবাহিনী ছাড়া নিরাপদ না আমরা।
সেনাবাহিনীকে সরান আপনি পাহাড়ে ঘুরে যান আাপনার নিরাপত্তার দায়িত্ব আদিবাসীদের
Asraf kaiser & jotirmoy Barua bhai... Thank you paharer sotto tule anar jonno...
Thank you... ❤ বিষয়টা এত সুন্দর করে উপস্থাপনের জন্যে। সমস্যা ও সমাধানের পথ।
অসাধারণ হয়েছে ❤
Jeta aabal marka jamuna tv kichu korte pare nai sheta channel 24 kore dekhalo... salute 🫡.. dhonnobad channel 24
উপস্থাপক স্যারকে মনের গভীর স্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি...🙏🙏
হ্যা,আমরা আদিবাসী আমরা বাংলাদেশি❤️❤️❤️🇧🇩🇧🇩
তোদের, কেএনএফ, ইউপিডিএফ, জেএসএস চাঁদাবাজী, অস্ত্রের ঝনঝনানী এদের কথা কেন বলিসনা 😡
আপনারা যদি আদিবাসি হন, তাহলে বাংগালীরা কি উপজাতি???
উপজাতি
@@rezaulhoque76 বাঙালিদের উপজাতি কে বলেছে। বাঙালি হচ্ছে মুল জনগোষ্ঠী। আচ্ছা আপনার আদিবাসী শব্দ নিয়ে সমস্যা হলে। স্ব স্ব জাতি সত্তাকে স্বীকৃতি দেন। কোন সমস্যা হবে না।
মূল কাহিনি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
উপজাতিরাও বাংলাদেশী মুলজাতিরাও বাংলাদেশী।
একই বাগানে বৈচিত্র্যময় ফুল।
❤️🇧🇩
ful hoiya ki hoibo tara to alada desh chay
আদি basi bole kono কথা নেই, সবাই বাংলাদেশী। আমার মতে সকল নাগরিক সব জায়গায় জমি ক্রয় বিক্রয় বসবাস করতে পারবে। পাহাড়িরা সমতলে ক্রয় করতে পারবে আর আর বাঙালিরাও পাহাড়ে বাড়ি করতে পারবে।
কিনবে কিভাবে?কার থেকে?
খুব সুন্দর আলোচনা করছেন আশরাফ স্যার ও জোটিময় স্যার কে অনেক অনেক ভালবাসা রইল,,আমরা শান্তি চাই সংঘর্ষ চাই না।
সেনাবাহিনীর উপস্থিতি না থাকলে কালকের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি ফিরে আসবে।
দেশের নিরাপত্তার সেনা বাহীনি দরকা আছে তবে সেনা শাসন নয়
আশরাফ স্যার ও জোতির্ময় স্যারকে অনেক ধন্যবাদ সত্য ঘটনা তুলে ধরার জন্য❤❤❤❤।
আপনারা বাস্তবতা তুলে ধরেছেন। আর মেজর সাহেবের চরিত্রতো বদলাতে পারেনি।
Mon moto na holei valona? Eta kmn achoron?
absolutely
Apnara ken BDR mara suru korlen.
Uskani to apnare Prothom dilen.er por tO ache varoter uckani.
কেন মেজর সত্যি কথা বলতে তাই?
@@junainauzain2191 😂😂
Thank a lot sir🎉
দেশে এখনও সুশীল সমাজ সুনাগরিক আছেন তা আপনারাই প্রমান।আপনারা আছেন বলেই দেশটা কিছুটা হলেও সুন্দর রয়েছে।আপনাদের জন্য ভালোবাসা দোয়া রইল।
অনেক সুন্দর আলোচনা ♥️♥️♥️
যদি সমতলে পাহাড়ীরা বাস করতে পারে বাডী করতে পারে তাহলে পাহাড়ে আমরা বাস করতে পারবোনা কেন?
রাংগামাটি খাগড়াছড়ি কি বাংলাদেশের অংশ নয়।
পক্ষপাতদুষ্ট আলোচনা থেকে বিরত থাকা আবশ্যক।
এটাই সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত।
অবশ্যই বাড়ি করতে পারবে, কেন পারবে না। তবে বাড়ি করতে হলে করবে সব আইন-নিয়ম মেনে।
আমি যদি আপনার এখানে এসে আপনাকে হঠিয়ে বাড়িঘর তৈরি করি, তাহলে আপনি মেনে নিবেন?
আপনি ওদের জায়গা দখল করলে কি বাড়ি বানাতে পারবেন ?
@@AnnoyedFrog-wu1ziপুরো পাহাড় কি আপনাদের বাপের?
আপনাদের থেকে অনুমতি নিতে হবে
সুন্দর আলোচনা। এটাই সত্যি এটাই বাস্তব
কিছু কিছু কুলঙ্গার পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের কে টক শো তে কথা বলতে সুযোগ দিয়ে আপনারা একই ষড়যন্ত্রের অংশিদার হবেন না।
ধন্যবাদ স্যার। সঠিক তথ্য টা উপস্থাপন করার জন্য 🙏🙏🙏
ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে, আপনারা বাস্তবতা তুলে ধরেছেন। আর মেজর সাহেবের চরিত্রতো বদলাতে পারেনি। কারণ কথায় আছে কুত্তার লেজ কখনো সোজা হয় না।
Sar dar wellcome💖💖💖🌹🤲🕋masaAllho
আশরাফ ভাইকে বলবো পাহাড়ে গিয়ে কিছুদিন থাকতে।
শুধু সেনা সেনা করলে হবে নাহ!
গত ইলেকশনে আওয়ামী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সেনাবাহিনী মারছিলো?
Nice discussion....all the best
শিক্ষিত মানুষের শিক্ষিত কথা,সালাম সার
অসংখ্য ধন্যাবাদ খুবই সুন্দর আলোচনা
মেজর সাহেব কেবল সেনাচোখেই দেখে যাচ্ছেন আর সেইফ থাকতে চাচ্ছেন
হুম ঠিকই বলেছেন সব রাজনীতিবিদদের ওখানে পাঠিয়ে দেয়া হোক , কি করে আমরা দেখব😂😂😂
onek sundor alochona
আশরাফ ভাই, সেটলার বলতে আপনি কাদের কে বুঝাতে চেয়েছেন।???
সরকার যাদের কে ৭৯-২০১০ সাল পর্যন্ত, ভুমি হীন, ঘরবাড়ি নাই, এমন লোকদের কে অবৈধ ভাবে জমি দখল করে পুনর্ভাসন করা হয়েছে। রেশন এর লোভে, ভুমির লোভে, তাদের কে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কে সরকার পুনর্ভাসিত সেটেলার বলে।
এইখানে মূর্খ দের কমেন্ট দেখছি না। সত্য ঘটনা তুলে ধরছেন। ধন্যবাদ দুইজন কে
উপস্থাপককে জানাতে চাই বাংলাদেশের কোন জায়গায় আদিবাসী নাই যারা আদিবাসী দাবি করে তারা সবাই সেটেলার মায়ানমার থেকে বিতাড়িত হওয়া জাতী
যদি আদিবাসীদের নিয়ে বৈষম্য হতো তাহলে জ্যোতির্মর বড়ুয়া হাইকোর্টের আইন জীবি হয়লো কিভাবে।
সবাইকে ধন্যবাদ সত্যনিষ্ঠ বক্তব্য তুলে ধরার জন্য।
আশরাফ নিশ্চয়ই কাহারও এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন
Tor baper suddo gusti..k
Sotti kota bolle desh birodi 😂
সব কিছু নিয়ে তো সন্দেহ
ধন্যবাদ মহোদয় সুন্দর উপস্থাপন রাখা জন্য।
Exactly asrrauf sir, u are right...
জ্যোতির্ময় বড়ুয়াকে বলতে চাই, আমিও একমত আপনার সাথে যে যখানে ইচ্ছে যাবে তাহলে বাঙালিরা কি আর্মির প্রটেকশন ছাড়া পাহাড়ে ঘুরতে পারে।
Pahar e giye sovab choritro thik rakhle obossoi parben vai
অনেক অনেক ধন্যবাদ স্যার।
সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।
কতটুকু জানেন পাহাড় সম্পর্কে। বাইরে থেকে দেখতে পাহাড় অনেক সুন্দর। আমরা যারা পাহাড়ে বসবাস করে আসছি আমরা বাস্তবতা জানি। কতটুকু জিম্মি আমরা বাঙালিরা পাহাড়ি সন্ত্রাসীদের কাছে। বাজারে একটা মুরগি বিক্রি করতে গেলেও চারটা দলকে চাঁদা দিতে হয়। ওদের বিরুদ্ধে যে কথা বলবে তাকে পরদিন আর খুঁজে পাবেন না। আর কত সত্যতা লাগবে আপনাদের। এসির মধ্যে বসে পাহাড়িদের জন্য মায়াকান্না দেখাবেন না। আসুন পাহাড়ে দেখুন বাস্তবতা তারপর কথা বলবেন।
মুরগি বিক্রিতে যে চাদাবাজদের টাকা দেন এদের সৃষ্টি করেছে কে কে প্রশ্রয় দিচ্ছে তাদের নাম বলেন। পার্বত্য এলাকায় সব হাটবাজার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে কেউ যদি নিরাপত্তা বাহিনীর নাকের ডগায় চাদাবাজি করে আপনারাই বলেন তার দায়ভার কার। আশরাফ ভাই ঠিকই বলেছেন তাদের পৃষ্ঠপোষকতা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
Very nice conversation & respect all of you🙏
আশরাফ দাদা আর জ্যোটিময় দাদা প্রতি শুভেচ্ছা ❤
আপনাদের অসংখ্য ধন্যবাদ
মেজর এমদাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ তিনি সত্য কথাগুলো বলেছেন এবং বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি।
আমি প্রথমেই বলেছি, একজন মামুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিনিময়ে মামলা হবে। প্রশাসন ব্যবস্থা নিবে। তা না করে, মিছিল কেন করতে হবে?
মিছিল করে প্রতিবাদ জানিয়েছে - অপরাধ কোথায়?
পাহাড়ে এরকম অনেক ঘটনা ঘটেছে বাঙালীদের সাথে।
আমি পাহাড়ের লোক, সত্যি কথা হলো এই প্রতি বারই ঝামেলাট সৃষ্টি হয়েছে পাহাড়ি সশস্ত্র সংগঠন এর মধ্য দিয়ে।
পার্বত্য চট্টগ্রামে বাঙালিরাই শান্তিবাহিনীকে ট্যাক্স দিয়ে চলতে হয় তারা সরকারকে একদিক দিয়ে ট্যাক্স দেয় অন্যদিক দিয়ে শান্তি বাহিনীকে ট্যাক্স দিতে হয়
Thanks for everything
ধন্যবাদ আশরাফ আঙ্কেল জোতির্ময় বড়ুয়া কে সত্য তথ্য উপস্থাপন করার জন্য
সুন্দর কথা
পাহাড়ে সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র কারা দিচ্ছে?
India
Armi dese
Armi dese
সেনাবাহিনীর দিচ্ছে
মিঃ আশরাফ সাহেব জ্ঞানপাপীর মতো কথা বলেছেন। উনি দেশের স্বনামধন্য সশস্ত্র বাহিনীকে দোষী সাব্যস্ত করে বক্তব্য উপস্থাপন করেছেন। দেশের প্রচলিত শাসন ব্যবস্থারও সমালোচনা করা হয়েছে বলে মনে হয়েছে। মিঃ আশরাফ মনে হয় সমাজতন্ত্রের সমর্থক। সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলায় সঠিক কাজ করে থাকবেন।
চুক্তি ছিল তৎকালীন ভারত সরকার এবং বাংলাদেশের আওয়ামী লীগের হাসিনা সরকারের যৌথ প্রযোজনায় একমাত্র "আমি"শান্তির জন্য একটা কিছু করেছি প্রচার প্রচারণা চালানোর জন্য মঞ্চায়িত নাটিকা। এই চুক্তি বৈষম্যমূলক চুক্তি যেখানে বাংলাদেশের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলা হয়েছে, পুন'বাসিত বাংলাদেশি বাংগালীদের অবহেলা-অবজ্ঞা করা হয়েছে।পাহাড় সমতল সবার সমান অধিকারের বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশী। নদীভাংগন সহ বিভিন্ন কারণে বাস্তুচ্যুত পুন',বাসিত বাংলাদেশের মানুষকে সেটেলার বলা ঠিক নয়। অতি আবেগি হয়ে জন্মলগ্ন থেকে উপজাতি /ক্ষুদ্র নৃগোষ্ঠী হটাৎ আদিবাসী দাবি তুলে বিভেদের মাত্রা বাড়ানো হচ্ছে।আন্তর্জাতিক এবং আঞ্চলিক আধিপত্যবাদি পরিস্থিতিতে কয়েক ডজন অস্ত্রধারী সন্ত্রাসীদের রেখে পাব'ত্য অঞ্চল সেনামুক্ত করার তথাকথিত বাম ঘড়ানার সুশীল সমাজের চিন্তা দেশকে খন্ড-বিখন্ড করা।
রাইট সার
আসরাফ সার একটা সঠিক তথ্য হচ্ছে আমাদের খাগড়াছড়ির জেলায় উপজেলা দীঘিনালায় আমাদের ওইদিকে কোন কিছু জিনিস নিলে সেনাবাহিনীর permission লাগে এক বস্তা সিমেন্ট,ইট তিন নিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আরও আমরা ওইদিকে ইচ্ছা করলে ও ঘর বাড়ি বিল্ডিং তুলতে পারিনা কি কারনে জানেন সাধানা টিলা নামে একটা বুদ্ধ বিহার আছে সেনাবাহিনী সেতেলাররা ওটা দখল নিতে চাই সেই জন্য বুদ্ধবিহারে যেন কোনো উন্নতি করতে না পারি
জ্যোতির্ময় স্যারকে অনেক ধন্যবাদ
আমরা এই দেশের মানুষ আমরা চাই সেনাবাহিনী থাকবে