মহিষাসুরমর্দিনী যেমন সকল বাঙালির শোনা উচিত তেমনি আমার মনে হয় এই সিনেমাটিও সকল বাঙালির একবার হলেও দেখা উচিৎ ❤ এক কথায় অনবদ্য 🥹 ইতিহাস,সংলাপ,অভিনয় সব একেবারে মিলে মিশে ছন্দে তালে একাকার 🥹❤️🙏
সিনেমার সংলাপ গুলো এত ভাল বার বার শুনতে ভাল লাগে ॥ আমি কান পেতে শুনে গল্পেরগভীরতা অনুভব করি ঠিক রেডিও শোনার মতন । সিনেমা টা এত ভাল বার বার দেখতে ভাল লাগে যারা এখনো এত ভাল বাংলা সিনেমা দেখে নাই তাদের এটা সত্যি দেখা উচিত ।
সত্যি বাঙালি হয়ে আমি গর্বিত। আর আমাদের মাঝে এনারা সবসময় থাকবেন ♥️আমাদের মহানায়ক উত্তম কুমার মহাশয় ও শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাবু ।।। আর মহানায়ক সবাই হতে পারেনা আমাদের সবসময়ের মহা মহানায়ক একজন ই আমাদের আমাদের সবায়ের গুরু আমাদের প্রাণের উত্তম কুমার ।।।
পরিবর্তন স্বাভাবিক নিয়মে আসলে সেটা গ্রহনযোগ্য, কিন্তু গা জোয়ারি চাপিয়ে দিলে সেটা অপাত্র।। তখনকার সময়ে দাঁড়িয়ে আজকের এই বর্তমান সময় কে নিখুঁতভাবে তুলে ধরছেন। আর প্রতিটা চরিত্র কে এতো সুন্দর জীবন্ত রূপ দিয়েছেন প্রতিজন যা অসাধারণ অনবদ্য।এই সিনেমা টা না দেখলে হয়তো অনেক কিছু দেখা বাকীই থেকে যেতো।
মনে হয় ১৯৭৬ এ পরিবর্তন হয়েছিল, কারণ জানতাম না। এত সমালোচনা উত্তমকুমার মনে হয় জীবনে শোনেননি। তবে মনে হয় ষষ্ঠী বা সপ্তমীর সকালে আবার পুরানো অনুষ্ঠান শুনেছিলাম।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের অসাধারণ সংলাপ বিজড়িত "মহালয়" খুব ভালো লাগলো। উনি আমার প্রণম্য, ওনাকে ছাড়া মহালয় ভাবতেই পারিনা। তৎকালে ওনার গুরুত্ব ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আশা করি। পরিশেষে তোমায় জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রভাত।
Yeah....100 percent.... Probasey mahalaya r din cassette ,CD chaliye Durgapujar vibes nite chaitam... Tarpor thik before pujoy nachte 2 Howrah stn e namtam.... Ma chhute asto baranda theke just like Ma Menoka...
I can't even explain how much I cried listening of Birendra Krishna Bhadra in Mahisashur Mardini. This film made me cry more, last 20 minutes was unbearable. And at the ending, chanting স্তোত্রম by Birendra Krishna Bhadra, ahhhh!! ❤️❤️ সনাতন যতদিন থাকবে, বাঙ্গালী যতদিন থাকবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ততদিন বেঁচে থাকবেন ❤️
অসাধারণ অভিনয়, চোখে জল চলে এসেছে। আজও যেনো বাঙ্গালী সংস্কৃতির মহালয়া সাথে ছেলে খেলা চলছে secularism আর অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে। সেই তুলনায় শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া এক কথায় অতুলনীয়।❤
I am not a hindu but I loved the film so much that I watched it four times. I heard the puja portion on radio many a times since my childhood. I feel it beyond understanding.
উফ্, কি অসাধারণ কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি!! বাস্তবতার নিরিখে প্রত্যেকটি চরিত্র ছিল একেকজন লিজেন্ড!! সবচেয়ে অবাক করেছে,একে অপরের প্রতি তাদের মার্জিত ব্যবহার,যা আজকের দিনে ভাবাই যায় না!! এতদিন মহিষাসুরমর্দিনী ও উত্তমকুমারের লিপে অনুষ্ঠিত বেতার অনুষ্ঠান নিয়ে অনেক ঘটনা শুনেছি, আজকে সিনেমাটি দেখার পর,সমস্ত বিষয়গুলো যেন সম্পুর্নভাবে আত্মস্থ করতে পারলাম!!ধন্য পঙ্কজ মল্লিক,ধন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র,ধন্য বাণীকুমার মহাশয়েরা!! পক্ষান্তরে বলে রাখি,আজকের দিনেও দিনেও আমাদের বাড়িতে রেডিওতেই মহিষাসুরমর্দিনী শোনা হয়।
এক কথায় অসাধারণ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দূর্গাপূজার মহালয়া হল দেবীপক্ষের সূচনা। এই মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর ছাড়া অসম্পূর্ণ।
Ami ekjon 15 bochorer chele kintu aswhineri sharodoprate sune Amaro je feelings hoy ekjon boyosko bektiro nishchoy eki hoy. Emotions sobar khetrei soman beshi kore bangali der khettre. Mahalaya really a proudful emotion of Bengalis and many hats of mine to Birendra Krishna Bhadra.
অভাবনীয় এক প্রতিবেদন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর যুগে দাড়িয়ে আজও যদি এই যুগে এইসবের কদর বোঝে সেটা বোধ হয় এই আমাদেরই জেনারেশন। এর পর থেকে সকলেই যেন কেমন অচেনা,অমলিন হয়ে গেছে, হঠাৎ স্ক্রল করতে করতে এলো প্রথমে দ্বিধা বোধ হলেও শেষ অব্দি দেখেই নিলাম...সত্যিই এ এক অভাবনীয় প্রচেষ্টা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতন না কেও ছিলো না কেও জন্মাবে 😌 শেষটা চোখে জল এনে দিলো
পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার replace সম্ভব নয়। বীরেন বাবুর মহালয়া হচ্ছে সে রকম, যেটা না শুনলে পূজো পূজো ভাবই আসে না। অসংখ্য ধন্যবাদ পরিচালককে বাঙালির অনুভূতির জায়গাটাকে এত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আর অভিনয় অসাধারন। অনেকদিন পর পূজোর আগমন মুহূর্তে এমন একটি সিনেমা দেখলাম,যেটা আমার অন্তরের পিপাসা মিটিয়ে দিল।
মহালয়া মানেই কানে আসে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠটা সত্যি আমরা এই সময়ে এসে যখন শুনি তখনি শরীরের লোম খাড়া হয়ে যায় মনে হয় চোখের সামনে মা দুর্গা আর অসুরের যুদ্ধ দেখছি।।এ এক অন্য রকম ভালোবাসা মহানয়ক সিনেমায় ঠিক আছে ।।
Dear Soumik I don't know your present age. Whatever it is, kindly accept my sincere n highest most gratitude & respect for this movie creation. I also offer my heartiest love for giving/remembering/creating the perfect nostalgic traditional feelings at the deep of heart. তোমায় সামনাসামনি দেখার এবং ভালোবাসা ও আন্তরীক শ্রদ্ধা জানানোর ঐকান্তিক বাসনা আজ থেকে বইতে শুরু করলাম। জানিনা এই সাধ পূরণ হবে কিনা। ভালো থেকো সুস্থ থেকো সবসময় আনন্দে থেকো। এবং আমাদের জন্য এমন ধরনের ছায়াছবি অনবরত তৈরি করে চলো। ♥️ জয় ঠাকুর 🙏🏻
বিনম্র শ্রদ্ধা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি এত মূল্যবান একটি সিনেমা তৈরি করার জন্য। আপনার উত্তম জেঠু কে নিয়ে চলে আসা ভুল ধারণা গুলো সম্পূর্ণ ভাবে মানুষের মন থেকে মুছে যাক। প্রতিটি বাঙালীর অবশ্য দেখার মত মর্মস্পর্শী একটি ছবি। প্রতিটি চরিত্রায়ণ যথাযথ ও সম্পূর্ণ রূপে সার্থক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহানায়ক উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, অনিল বাগচী, শশীকান্ত সিনহা, মিস্টার স্টিভেনসন ও মিস্টার ব্যানার্জী, প্রতিটি চরিত্র অভিনেতাদের অক্লান্ত ও ঐকান্তিক প্রচেষ্টায় জীবন্ত হয়ে উঠেছে। তবে একেবারে শেষ পর্বে পিয়ানো ও ভায়োলিন নির্ভর সুরের মূর্ছনা ও তার সঙ্গে উদাত্ত কন্ঠে আমাদের অতি পরিচিত সেই স্তোত্রপাঠ চোখে জল এনে দিল। এ এক অভূতপূর্ব সুখানুভূতি। বাঙালী হিসাবে আরো একবার গর্বিত হলাম।
সত্যি অপূর্ব এক ছবি....এখানে একটা কথা স্পষ্ট সব পুরানো জিনিসের পরিবর্তন হয়না r হওয়াও উচিৎ নয় .....এক কথায় মহিষাসুর মর্দিনী টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র r গলা অনবদ্ধ ❤
What an absolutely outstanding movie. What great men, what great legends. I bow down to each and everyone of them. Aar joto din Durga Puja thakbey, toto din Mahisasurmardini thakbey 🙏🙏
Chokhe jol ashe porlo😭 No body can replace Birenbabu Pankaj babu, Uttam babu, Biren babur proti amar onek shroddha o pronam 🙏 Salute to these Bengali Legends 🫡
মাঝে মাঝে চোখে জল এসে যাচ্ছে। আমি বাঙালি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাঙলার ফল। পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।
বাংলা সিনেমা শুভসিস বাবুকে চিরকাল ভাঁড় সাজিয়ে রাখলেও উনি প্রমান করেছেন উনি কত বড়ো মাপের শিল্পী এই অভিনয় দেখার পরে হয়তো অনেক পরিচালক বুঝবেন তাঁদের পরিচালক হবার যোগ্যতা নেই। কিন্তু শুভাশিস বাবুর অভিনেতা হবার যোগ্যতা প্রশানাতীত।
প্রণাম জানায় আজকের এই পূর্ণ দিনে সেই মহান এবং এক ও অবিনশ্বর কন্ঠস্বরকে 🙏🙏,,, শ্রী শ্রী ব্রীরেন্দ্র কৃষ্ণ ভদ্র 🙏শ্রী শ্রী পঙ্কজ মল্লিক জীর চরণে শত সহস্র কোটি প্রণাম🙏♥️💐🎶🌻জয় মা🙏🎹
কিছু সিনেমা মানুষকে কাদায়, এই সিনেমাটা আমাকে কাঁদিয়েছে। আমাদের হৃদয়ে চির অম্লান থাকুক ধীরেন বাবু এই মহিষাসুর মর্দীনি,মাতৃপক্ষে আগমনী হয়ে উঠুক আরও সুন্দর ❤️
Finally FINALLY I watched the whole movie in one go. From the year it came out I have intended so many times to watch it full at once... never happened until noe. Thank you so much for uploading this, I am so, SO Grateful! really!!
Why this movie is not hit . This is a epic movie ..I think this type of movie is very rare ...please don't delete this ... We don't know sir birendra but we know his "strotro path",by this we know him little bit..my one of my all time favorite Movie
Nothing is permanent but যতদিন পৃথিবী থাকবে যতদিন বাঙালি থাকবে যতদিন দুর্গাপুজো হবে ততদিন বীরেন বাবু থাকবেন ততদিন মহিষাসুরমর্দিনী থাকবে❤❤❤
এটাই ঠিক কথা
Chomotkaar ktha bollen dada amra tader legacy ke aage niye cholbo
এখানে মহানায়ক যাকে বড়দা বলে ডাকলো তার নাম কী!?
@@pinkiahona9062 Hemanta Mukharjee... renowned singer.
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় ছাড়া মহালয়ার সকালের সূর্যোদয় অসম্ভব ...
অসাধারণ কমেন্ট।
1000 টা লাইক দেওয়ার ইচ্ছে হচ্ছে।
@@tarunbiswas4091 🙏🙏
আজ 2 October মহালয়া এতো সুন্দরতম দিনে এত সুন্দর প্রোগ্রাম দেখে সত্যিই মন ভরে গেলো আর দুটো চোখের কোনে জল চলে এলো। সত্যিই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গলায় মহালয়া শুনলে মনে হয় পুজো চলে আসলো😌 ❤
এখানে মহানায়ক যাকে বড়দা বল্লেন তার নাম কি!?
হেমন্ত মুখোপাধ্যায়@@pinkiahona9062
@@pinkiahona9062 উনি হলেন হেমন্ত মুখোপাধ্যআয়।
মহিষাসুরমর্দিনী যেমন সকল বাঙালির শোনা উচিত তেমনি আমার মনে হয় এই সিনেমাটিও সকল বাঙালির একবার হলেও দেখা উচিৎ ❤
এক কথায় অনবদ্য 🥹
ইতিহাস,সংলাপ,অভিনয় সব একেবারে মিলে মিশে ছন্দে তালে একাকার 🥹❤️🙏
ধন্যবাদ এই চলচ্চিত্রটি TH-cam এ post করার জন্য।।
শেষের পাঠটা শুনে চোখে জল এসে গেল। আহা,"আশ্বিনের শারদ প্রাতে"।
Ekdum thik kotha
Sotti 🥹
Amaro
একই অবস্থা 🥺😭
যত দিন বাঙালী থাকবে বীরেন্দ্র বাবুর কন্ঠ ওমর হয়ে থাকবে , আর মহানায়ক একজন থাকবেন none other than our UTTAM KUMAR
Ei sob heritage kissu thakbena bhai Tram bodho hoyegelo purono bole.... kondin dekhbo pujotai purono bole thak naibaollam
সিনেমার সংলাপ গুলো এত ভাল বার বার শুনতে ভাল লাগে ॥ আমি কান পেতে শুনে গল্পেরগভীরতা অনুভব করি ঠিক রেডিও শোনার মতন । সিনেমা টা এত ভাল বার বার দেখতে ভাল লাগে যারা এখনো এত ভাল বাংলা সিনেমা দেখে নাই তাদের এটা সত্যি দেখা উচিত ।
অবশই। দাদা আপনিই ঠিক বলছেন
এখানে মহানায়ক যাকে বড়দা বল্লেন তার নাম কি?
@@pinkiahona9062 Mone hoche V Balsara
মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাবু 🙏🙏🙏❤
জয় মা দূর্গা 🔱🚩
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অনেক দিন পর একটা ক্লাস মুভি দেখলাম। ধন্যবাদ সবাইকে।
সত্যি বাঙালি হয়ে আমি গর্বিত। আর আমাদের মাঝে এনারা সবসময় থাকবেন ♥️আমাদের মহানায়ক উত্তম কুমার মহাশয় ও শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাবু ।।। আর মহানায়ক সবাই হতে পারেনা আমাদের সবসময়ের মহা মহানায়ক একজন ই আমাদের আমাদের সবায়ের গুরু আমাদের প্রাণের উত্তম কুমার ।।।
এই ইতিহাস টা শুনেছিলাম, আজকে দেখলাম। ❤❤❤❤❤। গায়ে কাঁটা দিয়ে উঠলো শেষের দিকে।
পরিবর্তন স্বাভাবিক নিয়মে আসলে সেটা গ্রহনযোগ্য, কিন্তু গা জোয়ারি চাপিয়ে দিলে সেটা অপাত্র।।
তখনকার সময়ে দাঁড়িয়ে আজকের এই বর্তমান সময় কে নিখুঁতভাবে তুলে ধরছেন।
আর প্রতিটা চরিত্র কে এতো সুন্দর জীবন্ত রূপ দিয়েছেন প্রতিজন যা অসাধারণ অনবদ্য।এই সিনেমা টা না দেখলে হয়তো অনেক কিছু দেখা বাকীই থেকে যেতো।
Ekdam tai.
Ota "OPACCHO"
মনে হয় ১৯৭৬ এ পরিবর্তন হয়েছিল, কারণ জানতাম না। এত সমালোচনা উত্তমকুমার মনে হয় জীবনে শোনেননি। তবে মনে হয় ষষ্ঠী বা সপ্তমীর সকালে আবার পুরানো অনুষ্ঠান শুনেছিলাম।
Sashthi
ইন্দিরা কংগ্রেসের দালালির পুরস্কার।
সেই ছোটবেলা থেকে শুনছি, প্রতি মহালয়াতে মনে হয় নতুন করে শুনছি। From Bangladesh. 🇧🇩🇧🇩🇧🇩
শুভাশীষ চক্রবর্তী..... এক কথায় অনবদ্য্য👍
ও মশাই, চক্রবর্তী নয়, মুখার্জি। মুখোপাধ্যায় 😅
শুভাশীষ মুখার্জি 🙏
Darun korechhen..👍👍👍
আজ মহালয়া ...youtube উওমবাবুর গান শুনতে শুনতে .. scroll করে video টা পেলাম ... Facebook কিছু অংশ দেখেছি...আজ পুরোটা দেখলাম.. কাঞন মল্লিকের কথাগুলো মন ছুঁয়ে গেল ❤️
শেষের দিকটা পুরো কেঁদেই
ফেললাম..🥺😭😭 আর কিছু বলার মতো ভাষা নেই..!
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের অসাধারণ সংলাপ বিজড়িত "মহালয়" খুব ভালো লাগলো। উনি আমার প্রণম্য, ওনাকে ছাড়া মহালয় ভাবতেই পারিনা। তৎকালে ওনার গুরুত্ব ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আশা করি।
পরিশেষে তোমায় জানাই আন্তরিক অভিনন্দন।
সুপ্রভাত।
আহহ্ এই ছবিটা এই ছবির সংলাপগুলো অভিনয় গুলো মন ছুঁয়ে দিলো।
বাঙালি সংস্কৃতি সেরা। সত্যি ভাই বাঙালি হয়ে গর্বিত।
Jishu Sengupta has done an Extraordinary job in this film which is unbelievable..❤😊🎉.His acting skill calls in a great applausement..😊
Uttam babu hisabe prosenjit er theke Jishu onek besi grohonjoggo
আমি খুব গর্বিত যে আমি এখন আকাশবাণীর যুববাণী বিভাগের একজন RJ 😊♥️❤️
চিরকালীন কন্ঠ , যতদিন বাঙালি আছে , শারদীয়া মায়ের আবাহন আছে , ততদিন জীবিত থাকবেন এই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব গণ । প্রণাম জানাই তাদের !🙏🙏🙏
অনেক দিন পর একটা অসাধারণ বাংলা সিনেমা দেখলাম।❤❤❤
অসাধারণ একটি আকাশ বানী সম্প্রচার অনুষ্ঠানটি কোন দিন বন্ধ না হক 🙏🙏🙏এই আশা রাখি। আর এই সিনেমা টি আগামী প্রজন্মকে ধরে রাখতে পারে।❤
অনেকদিন পর নিশ্চুপ হয়ে এই সুন্দর দারুন মুভিটা দেখলাম সত্যি জেন পরানটা ঠান্ডা হয়ে গেল
অসাধারণ .... বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর কোনো replace hoy na
Right
Thik bolechen dada❤
Yeah....100 percent.... Probasey mahalaya r din cassette ,CD chaliye Durgapujar vibes nite chaitam... Tarpor thik before pujoy nachte 2 Howrah stn e namtam.... Ma chhute asto baranda theke just like Ma Menoka...
I can't even explain how much I cried listening of Birendra Krishna Bhadra in Mahisashur Mardini.
This film made me cry more, last 20 minutes was unbearable. And at the ending, chanting স্তোত্রম by Birendra Krishna Bhadra, ahhhh!! ❤️❤️
সনাতন যতদিন থাকবে, বাঙ্গালী যতদিন থাকবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ততদিন বেঁচে থাকবেন ❤️
আবারও emotional হয়ে পরলাম
(বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র) কোটি কোটি প্রণাম আপনাকে sir🙏🏻🙏🏻🙏🏻
সিনেমা টা দেখতে গিয়ে আমার গা পুরো কাঁটা দিয়ে উঠেছে,কি অনবদ্য সংলাপ আর *অশ্বিনের শারদপ্রাতে* এ যেনো প্রত্যেক বাঙালির রক্তে, হৃদয়ে মিশে আছে....❤❤❤
অসাধারণ অভিনয়, চোখে জল চলে এসেছে। আজও যেনো বাঙ্গালী সংস্কৃতির মহালয়া সাথে ছেলে খেলা চলছে secularism আর অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে।
সেই তুলনায় শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া এক কথায় অতুলনীয়।❤
Excellent film, just speechless…
Birendra Krishna Bhadra & Pankaj Kumar Mullick are both immortal like our Mahishashurmardini…
বুক ভরা কষ্ট আর চোখের জলে এই মুভি টা দেখলাম🙏🙏🙏 প্রতিটি মানুষের কাছে বেঁচে থাকুক এই স্মৃতি❤❤❤❤
কতোদিন ধরে এই মুভিটা খুজছিলাম❤❤
I am not a hindu but I loved the film so much that I watched it four times. I heard the puja portion on radio many a times since my childhood. I feel it beyond understanding.
যতবার এই পৃথিবীতে আসতে পারি যেন বাঙালি সন্তান হয়ে জন্মাতে পারি ।।❤🥹🩵
উফ্, কি অসাধারণ কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি!! বাস্তবতার নিরিখে প্রত্যেকটি চরিত্র ছিল একেকজন লিজেন্ড!! সবচেয়ে অবাক করেছে,একে অপরের প্রতি তাদের মার্জিত ব্যবহার,যা আজকের দিনে ভাবাই যায় না!! এতদিন মহিষাসুরমর্দিনী ও উত্তমকুমারের লিপে অনুষ্ঠিত বেতার অনুষ্ঠান নিয়ে অনেক ঘটনা শুনেছি, আজকে সিনেমাটি দেখার পর,সমস্ত বিষয়গুলো যেন সম্পুর্নভাবে আত্মস্থ করতে পারলাম!!ধন্য পঙ্কজ মল্লিক,ধন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র,ধন্য বাণীকুমার মহাশয়েরা!!
পক্ষান্তরে বলে রাখি,আজকের দিনেও দিনেও আমাদের বাড়িতে রেডিওতেই মহিষাসুরমর্দিনী শোনা হয়।
এক কথায় অসাধারণ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দূর্গাপূজার মহালয়া হল দেবীপক্ষের সূচনা। এই মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর ছাড়া অসম্পূর্ণ।
এই সময়ের সিনেমা দেখলাম না, যেন সেই সময়ে ফিরে গেলাম। মহান সব ব্যাক্তিদের দেখলাম। ডায়লগগুলো সুন্দর, সকলের অভিনয়ও।
Legendary Subhashish sir . A 💎 of Bengali Cinema 🙏
স্যার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আপামর বাঙালির এক নক্ষত্র হয়ে থাকবেন। বাঙালি যতদিন থাকবে ততদিন এই এক ট্রেন্ড থাকবে।
Ami ekjon 15 bochorer chele kintu aswhineri sharodoprate sune Amaro je feelings hoy ekjon boyosko bektiro nishchoy eki hoy. Emotions sobar khetrei soman beshi kore bangali der khettre. Mahalaya really a proudful emotion of Bengalis and many hats of mine to Birendra Krishna Bhadra.
অপূর্ব খুব সুন্দর কন্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যত দিন বাচবো ততো দিন শুনবো দূর্গা পূজার মহালয়া বীরেন্দ্র কৃষ্ণের কন্ঠ। ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভাশীষ বাবু মহাশয়ের অভিনয়ের তুলনা হয় না
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র "মহালয়া" সূর্যের মতো স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল।❤
আমরা কিন্তু মহিষাসুর মর্দিনী শুনবো বলিনা, বলি মহালয়া শুনবো। মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী আর মহিষাসুর মর্দিনী মানেই পঙ্কজ বাবু আর বীরেন বাবু। সবাইকে আগাম শারদীয়া শুভেচ্ছা।
ওটা ভুল বলেন ।
একদমই ভুল বলেন।
আজ মহালয়ার দিনে সিনেমা টি দেখলাম!
2 অক্টোবর 2024
আমিও
Amio
Amio dekhlam aaj
Same
Amio
অভাবনীয় এক প্রতিবেদন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর যুগে দাড়িয়ে আজও যদি এই যুগে এইসবের কদর বোঝে সেটা বোধ হয় এই আমাদেরই জেনারেশন। এর পর থেকে সকলেই যেন কেমন অচেনা,অমলিন হয়ে গেছে, হঠাৎ স্ক্রল করতে করতে এলো প্রথমে দ্বিধা বোধ হলেও শেষ অব্দি দেখেই নিলাম...সত্যিই এ এক অভাবনীয় প্রচেষ্টা।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতন না কেও ছিলো না কেও জন্মাবে 😌
শেষটা চোখে জল এনে দিলো
পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার replace সম্ভব নয়। বীরেন বাবুর মহালয়া হচ্ছে সে রকম, যেটা না শুনলে পূজো পূজো ভাবই আসে না। অসংখ্য ধন্যবাদ পরিচালককে বাঙালির অনুভূতির জায়গাটাকে এত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আর অভিনয় অসাধারন। অনেকদিন পর পূজোর আগমন মুহূর্তে এমন একটি সিনেমা দেখলাম,যেটা আমার অন্তরের পিপাসা মিটিয়ে দিল।
মহালয়া মানেই কানে আসে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠটা সত্যি আমরা এই সময়ে এসে যখন শুনি তখনি শরীরের লোম খাড়া হয়ে যায় মনে হয় চোখের সামনে মা দুর্গা আর অসুরের যুদ্ধ দেখছি।।এ এক অন্য রকম ভালোবাসা মহানয়ক সিনেমায় ঠিক আছে ।।
Dear Soumik
I don't know your present age. Whatever it is, kindly accept my sincere n highest most gratitude & respect for this movie creation. I also offer my heartiest love for giving/remembering/creating the perfect nostalgic traditional feelings at the deep of heart.
তোমায় সামনাসামনি দেখার এবং ভালোবাসা ও আন্তরীক শ্রদ্ধা জানানোর ঐকান্তিক বাসনা আজ থেকে বইতে শুরু করলাম। জানিনা এই সাধ পূরণ হবে কিনা।
ভালো থেকো সুস্থ থেকো সবসময় আনন্দে থেকো। এবং আমাদের জন্য এমন ধরনের ছায়াছবি অনবরত তৈরি করে চলো। ♥️
জয় ঠাকুর 🙏🏻
প্রণম্য ব্যক্তি,, দ্বিতীয় কেউ ঐ স্থান নিতে পারবে না কখনো।।
❤❤❤🙏🙏🙏🙏
বিনম্র শ্রদ্ধা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি এত মূল্যবান একটি সিনেমা তৈরি করার জন্য। আপনার উত্তম জেঠু কে নিয়ে চলে আসা ভুল ধারণা গুলো সম্পূর্ণ ভাবে মানুষের মন থেকে মুছে যাক। প্রতিটি বাঙালীর অবশ্য দেখার মত মর্মস্পর্শী একটি ছবি। প্রতিটি চরিত্রায়ণ যথাযথ ও সম্পূর্ণ রূপে সার্থক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহানায়ক উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, অনিল বাগচী, শশীকান্ত সিনহা, মিস্টার স্টিভেনসন ও মিস্টার ব্যানার্জী, প্রতিটি চরিত্র অভিনেতাদের অক্লান্ত ও ঐকান্তিক প্রচেষ্টায় জীবন্ত হয়ে উঠেছে। তবে একেবারে শেষ পর্বে পিয়ানো ও ভায়োলিন নির্ভর সুরের মূর্ছনা ও তার সঙ্গে উদাত্ত কন্ঠে আমাদের অতি পরিচিত সেই স্তোত্রপাঠ চোখে জল এনে দিল। এ এক অভূতপূর্ব সুখানুভূতি। বাঙালী হিসাবে আরো একবার গর্বিত হলাম।
খুব সুন্দর বলেছেন
সত্যিই বাঙালি হিসেবে জন্ম নিয়ে খুবই গর্বিত 😊
উত্তম কুমার মহানায়ক🙏🏻
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মহালয়ার নায়ক, মহানায়ক সব❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
সত্যি অপূর্ব এক ছবি....এখানে একটা কথা স্পষ্ট সব পুরানো জিনিসের পরিবর্তন হয়না r হওয়াও উচিৎ নয় .....এক কথায় মহিষাসুর মর্দিনী টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র r গলা অনবদ্ধ ❤
অসাধারণ ছবি!সকল চরিত্রের অভিনয় ও সংলাপের ছন্দে অভিভূত হয়েছি💖
কিছু সৃষ্টি র বদল হয় না, তা অবিনশ্বর হয়েই থেকে যায় । আজো সকালে আমরা সবাই শুনেছি যতোদিন মা আসবেন ততদিন ই আগমনীবার্তা নিয়ে মহিষাসুরমর্দিনী থাকবেই। 🌷
What an absolutely outstanding movie. What great men, what great legends. I bow down to each and everyone of them. Aar joto din Durga Puja thakbey, toto din Mahisasurmardini thakbey 🙏🙏
Chokhe jol ashe porlo😭
No body can replace Birenbabu
Pankaj babu, Uttam babu, Biren babur proti amar onek shroddha o pronam 🙏
Salute to these Bengali Legends 🫡
On this auspicious day of Mahalaya dated 02/10/2024, I will revisit this comment each year as a ritual and watch the movie.
Aaj abar gorbo holo ..ami to opodartho..ei gorbo to taderi daan....ami bangali...ei gorbo ..ei bhalolaga taderi daan...tara sottii mohaan....tader jonno sottiii gorbo holo .... chokher kona bhije jaachhe...ei program tar jonno onek onek dhonnobaad...aantorik dhonnobaad 🙏
মাঝে মাঝে চোখে জল এসে যাচ্ছে। আমি বাঙালি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাঙলার ফল। পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।
বাংলা সিনেমা শুভসিস বাবুকে চিরকাল ভাঁড় সাজিয়ে রাখলেও উনি প্রমান করেছেন উনি কত বড়ো মাপের শিল্পী
এই অভিনয় দেখার পরে হয়তো অনেক পরিচালক বুঝবেন তাঁদের পরিচালক হবার যোগ্যতা নেই। কিন্তু শুভাশিস বাবুর অভিনেতা হবার যোগ্যতা প্রশানাতীত।
Seta herbert ei spastho hoye giyechilo
শুভাশিষ বাবুর মেঘে ঢাকা তারা নাটক টা একবার দেখবেন পারলে। উনি কোন লেবেলের অভিনেতা আরো ভালো ভাবে বুঝতে পারবেন
প্রণাম জানায় আজকের এই পূর্ণ দিনে সেই মহান এবং এক ও অবিনশ্বর কন্ঠস্বরকে 🙏🙏,,, শ্রী শ্রী ব্রীরেন্দ্র কৃষ্ণ ভদ্র 🙏শ্রী শ্রী পঙ্কজ মল্লিক জীর চরণে শত সহস্র কোটি প্রণাম🙏♥️💐🎶🌻জয় মা🙏🎹
বাংলা সিনেমা তে এই রকম সিনেমা খুব কম হয়েছে । এতো সিনেমা নয় যেন চোখের সামনে ঘটছে ঘটনাগুলো .....সত্যিই অসাধারন ......
ধন্যবাদ সৌমিক স্যার ....
কিছু সিনেমা মানুষকে কাদায়, এই সিনেমাটা আমাকে কাঁদিয়েছে।
আমাদের হৃদয়ে চির অম্লান থাকুক ধীরেন বাবু এই মহিষাসুর মর্দীনি,মাতৃপক্ষে আগমনী হয়ে উঠুক আরও সুন্দর ❤️
Very underrated movie. Great film with great performances.
মহালয়ার শারদপ্রাতে কে কে দেখছেন??? Please like❤
Ai matro dekha sesh holo ✅✌
❤❤.. Ami
*Suna 🥰
Ami dekche
Deklam
Sotti asadharan ❤ আজ মহালয়ার দিনে দেখলাম ।অনুভব করতে পারছি ।
মহালয়ার দিনে সত্যি মনটা ভালো হয়ে গেলো .. এত সুন্দর অভিনয়
Thanks for uploading. মন ভরে গেল।
মহালয়ার সাত দিন আগে সিনেমাটি দেখে শেষ করলাম
25.09.2024
আমি 26/07/24 এ দেখলাম
29/07/24
29/09/2024
01/10/2024
2/10/24 sokal 4 te😊
Ajker dine ei acting r khuje paoa jayna. Darun laglo❤
চোখে জল চলে এল। আমি গর্বিত আমি বাঙ্গালী ❤
Finally FINALLY I watched the whole movie in one go. From the year it came out I have intended so many times to watch it full at once... never happened until noe. Thank you so much for uploading this, I am so, SO Grateful! really!!
খুব ভালো লাগলো অসাধারণ direction ❤❤
অনেক অজানা তথ্যও জানা গেল
I love you so much to all members of this movie and all original artists of mahishasurmardini❤❤❤❤❤
❤❤❤❤ all present time legends play the role of past time legends... Great
Koto bochor dhore ei movie ta khujchilam. Thank You
অনেকদিন ধরে খুঁজছিলাম; বেশ ভালো একটা মুভি।
Mahalayar dine ei masterpiece dekhe mon vore gelo... 2nd oct, 2024
Why this movie is not hit . This is a epic movie ..I think this type of movie is very rare ...please don't delete this ... We don't know sir birendra but we know his "strotro path",by this we know him little bit..my one of my all time favorite
Movie
প্রত্যেক বছর দেখি। আজকের দিনে। দেখবোই।
আজ এই সিনেমাটি দেখলাম ৪দিন পর আবার মহালয়াটা শুনবো ঠিক মহালয়ার দিন ভোরবেলা
Even Uttom Kumar realised.....Birendra Krishna Bhodro was unreplaceable
Incredible...watched it second time ❤
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার আইডল,আমি ব্রাহ্মণ হইয়েও জানাই ওনার চরণে প্রণাম 🙏যতদিন এই পৃথিবী থাকবে উনি অমর থাকবেন মহিষাসুর মর্দিনী মধ্য দিয়ে।।
Pure example of how modern culture eats away traditional culture. Some old cultures should be left untouched
Ekdom
Bangla cinema khob kom dekhi ekhon , kintu eta sotti mon chuye gelo
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর কন্ঠে মহালয়........ আহা নস্টালজিয়া❤❤
A greatest movie ever made in Bengali Cinema, Prosenjit & Subhasish are amazing !
শেষ মুহূর্তে চোখে জল আনার মত
বাঙালী ও দূর্গা পুজো যতদিন থাকবে ততদিন থেকে যাবে এই অনুষ্ঠান
শেষটাই চোখে জল চলে এলো অসাধারণ
finally on youtube. thanks a lot. hats off production team
আপনার কন্ঠে একটা মাদকতা আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জি। প্রণাম রইল বাংলাদেশ থেকে গুরুজি ❤️
Nobody can replace his legacy.... ❤❤❤. Jotodin bachbo ter golai Mahalaya sunbo. 🙏
উফফ অপূর্ব অভিনয় মন জুড়িয়ে গেলো, দারুন সিনেমা, চন্ডীপাঠ শুধুমাত্র বিড়ন্দ্রাকৃষ্ণ ই মানায় ✌️
Watching this movie at 4.50 a.m 2024 at the day of mahalaya
উফ, গায় কাঁটা দিয়ে ওঠে। যুগ পরিবর্তন হয়েছে কিন্তু এই শিহরণ একই রয়ে গেছে 🔥❤️