সবচেয়ে ইন্টেলিজেন্ট এন্সার ছিলো ধর্ম আর সংগীত নিয়ে । তিনি ইনিয়ে বিনিয়ে সংগীতকে ধর্মীয় বৈধতা দেয়ার কোনো চেষ্টা করেন নাই । স্ট্রেইট বলে দিয়েছেন । আল্লাহর রহমতের আশাও তিনি করেন । ব্যাপারটা আসলেই চমৎকার
@@integer9655 সেতো স্বীকারই করলো সে ভূল পথেই আছে, আল্লাহ্ চাইলে যাকে খুশি তাকে জান্নাত দিবে যাকে খুশি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে এটাও বলছে আল্লাহ্ চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে। আপনি হয়তো পুরো ভিডিওটা দেখেন নি
পলাশ ভাইয়া আগে থেকেই এমন একজন ভালো মনের মানুষ।মহান আল্লাহপাক তাকে হেদায়েত দান করুন এবং সবকিছু ছেড়েছুড়ে আল্লাহপাকের একান্ত একনিষ্ঠ বান্দা হিসেবে তাকে কবুল করুন।আমিন।
আল্লাহর ওপর এত বিশ্বাস, এত ভরসা খুজে পাচ্ছেন তার কাছে,সেই আল্লাহর জন্য কি এটা ছারা যায় না!যেই আল্লাহর জন্য তার কিছু বান্দা দুনিয়া ত্যাগ করে চলেছে।ইনসআল্লাহ আপনিও পারবেন।
ইন শা আল্লাহ্। আল্লাহ আপনাকে হিদায়াত দিবেন। পরিপূর্ণ ভাবে দ্বীনে ফিরে আসবেন। আপনাকে আল্লাহ অন্তত এই বুঝটা দিয়েছেন যে এই দুনিয়াতে চিরদিন থাকবেন না। আলহামদুলিল্লাহ্ এটাই আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। অনেকে তো ভুলেই গিয়েছে যে মৃত্যু এক অপ্রিয় সত্য। আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করে নিক, চিরস্থায়ী জান্নাতের দিকে এগিয়ে আসার তাওফীক দিক। আমীন।
মালিকইয়াওমিদ্দিন।।।কিয়ামত দিবসের মালিক(বিচারক না!) কাজেই তিনি (মালিক)যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন।এটাই আমার রবের ভালোবাসা।আশা হারালে চলবে না।।।
@@Bodrul1 অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালুও। তার দয়াও অসীম, যে মানুষের চিন্তারও বাইরে।আর এই কারনে আল্লাহ যদি বিচার করেন সাধারণ মানুষ জাতির জাহান্নাম ছাড়া গতি নাই কিন্তু তিনি অত্যন্ত দয়ালু তাই তার অনুগ্রহ ছাড়া মাফ পাবার উপায় নাই।।।
পলাশ ভাই, I’m so impressed, you are so different, so smart, and you have a very clear conception about life! আপনার personality আমাকে খুবই অবাক করলো!!! Young generation should follow you…! (I’m 52 yrs from Texas)! ❤still feel young and love Warfaze too!
সে গান না গাইলে আপনি এই ভিডিও দেখতে আসতেন না। আপনি নিজে ওয়ারফেইজ এবং পলাশের গান শুনেছেন বলেই এখানে এসেছেন, তাই নয় কি? তাই আগে নিজে গান শুনা বন্ধ করুন জনাব।
মহান আল্লাহ তায়ালা যে কাজ করতে নিষেধ করেছেন তা বুঝতে পেরে বারবার সে কাজ করে ক্ষমা চাইলেই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন বোধহয় এই ধারণা পোষণ করাটাও আল্লাহ তায়ালার সাথে তাকাব্বরি দেখানোর শামিল। মহান আল্লাহ তায়ালা আমাদের সঠিক ধর্মীয় জ্ঞান দান করুন এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন।
মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন,তরুণ প্রজন্ম উনার কাছ থেকে অনেক শেখার আছে,আমরা যে যেই প্রফেশনেই থাকিনা কেন ইচ্ছা করলে ধর্মীয় পথ অনুসরণ করা যায়,আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন আমিন।
দারুণ ব্যক্তি আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আপনাকে গান বাজনা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ধর্মকে শক্তভাবে পালন করার তাওফিক দান করুন আমিন
Ameen
মাশাআল্লাহ আল্লাহ তায়ালা গান বাজনা ছাড়িয়ে মুয়াজ্জিন হিসাবে কবুল করুক
আমিন
আমিন
খুবই চমৎকার লেগেছে নূর ভাইয়ের কথা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক
সবচেয়ে ইন্টেলিজেন্ট এন্সার ছিলো ধর্ম আর সংগীত নিয়ে । তিনি ইনিয়ে বিনিয়ে সংগীতকে ধর্মীয় বৈধতা দেয়ার কোনো চেষ্টা করেন নাই । স্ট্রেইট বলে দিয়েছেন । আল্লাহর রহমতের আশাও তিনি করেন । ব্যাপারটা আসলেই চমৎকার
AMEEN 💓
Alhamdulillah ❤
আল্লাহ কি বলেছেন যে প্রতিদিন হারাম কাজ করে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে? হারাম যা তা হারাম। নিজের ভালো লাগা হারাম কে নিয়ে হালাল বানালে হবে?
কিয়ামতের আগে মানুষ গান বাজনা কে হালাল মনে করবে।আল হাদীস।
সুরা লোকমানে ৬নং আয়াতে আল্লাহ ব'লেছেন যারা গান বাজনা করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
জাহান্নাম থেকে বাচতে হলে অবশ্যই এ পেশা ছাড়তে হবে।
❤নুর মানে, ইসলামের নুরে আলোকিত একজন মানুষ হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন।
Amin
Amin❤❤❤❤
মহান রব তাঁর নেক বান্দাদের মধ্যে তাকে শামিল করুন। 😊
সত্যি মুগ্ধ হওয়ার মতো কথা বার্তা।
অনেক ভালো লাগলো তাঁর চমৎকার কথাগুলো।
শুভ কামনা রইলো।
মহান আল্লাহ পাক তাঁর সহায় হোন।
আলহামদুলিল্লাহ ! জাজাকাল্লাহ খাইরান ! আল্লাহপাক আপনাকে হেদায়াত করুন! দুনিয়াবি মোহ থেকে মুক্ত করুন! আমিন!
দারুণ যুক্তিতে কথা বলছেন তিনি।আল্লাহ্ কার ডাক কবুল করে একমাত্র আল্লাহ্ ভালো যানেন
ভাই সে কি আসলেই সঠিক পথে আছেন? তাহলে ঘুসখোর কি দোষ করলো সেও তো ঘুষ খেয়ে আল্লাহর নিকটে ক্ষমা চায়।
@@integer9655 সেতো স্বীকারই করলো সে ভূল পথেই আছে, আল্লাহ্ চাইলে যাকে খুশি তাকে জান্নাত দিবে যাকে খুশি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে এটাও বলছে আল্লাহ্ চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে। আপনি হয়তো পুরো ভিডিওটা দেখেন নি
ভাল করে শুনুন ভাই,,, তার পর,,, বলেন ভাই
আসসালামু আলাইকুম ভাইয়া @@integer9655আশা করি বুজবেন কি বুজাতে চেয়েছি🤔
@@integer9655 আপনি বেহেস্তের ঠিকাদারি নিয়েছেন, হারাম হালালের ঠিকাদারি নিয়েছেন আপনি একাই বেহেস্তে চলে যান দোয়া করি।
পলাশ ভাই আপনাকে ভয়েস অসাধারণ। আপনার সুন্দর জীবন দর্শন থেকে আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো। আপনার প্রত্যেকটি স্বপ্ন পূরণ হোক দোয়া করি।
পলাশ ভাই, আপনার কথাগুলো খুবই ভাল লাগল। আল্লাহ আপনার মনের আশাগুলো পুরন করুক।
আলহামদুলিল্লাহ! আল্লাহ ভাইকে হেদায়েত দান করেছেন।
হেদায়েত স্বয়ং আল্লাহ্ থেকে আসে,আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।❤️
আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করুক।
আমিন সুম্মা আমিন 💚
মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহতালা দ্বীনের পথে কবুল করুক।
পলাশ ভাইয়া আগে থেকেই এমন একজন ভালো মনের মানুষ।মহান আল্লাহপাক তাকে হেদায়েত দান করুন এবং সবকিছু ছেড়েছুড়ে আল্লাহপাকের একান্ত একনিষ্ঠ বান্দা হিসেবে তাকে কবুল করুন।আমিন।
আল্লাহর ওপর এত বিশ্বাস, এত ভরসা খুজে পাচ্ছেন তার কাছে,সেই আল্লাহর জন্য কি এটা ছারা যায় না!যেই আল্লাহর জন্য তার কিছু বান্দা দুনিয়া ত্যাগ করে চলেছে।ইনসআল্লাহ আপনিও পারবেন।
একটু সময় হোক
হয়তোবা সাংঘর্ষিক না।পুরোটাই সাংঘর্ষিক।
আমার মনে হয় ভাই আসলেই ভালো মানুষ এবং আল্লাহ ভাইকে সহ আমাদের হেদায়েত দান করুন❣️
What a beautiful realisation. ❤ May Allah grant your wishes.
ইন শা আল্লাহ্। আল্লাহ আপনাকে হিদায়াত দিবেন। পরিপূর্ণ ভাবে দ্বীনে ফিরে আসবেন। আপনাকে আল্লাহ অন্তত এই বুঝটা দিয়েছেন যে এই দুনিয়াতে চিরদিন থাকবেন না। আলহামদুলিল্লাহ্ এটাই আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। অনেকে তো ভুলেই গিয়েছে যে মৃত্যু এক অপ্রিয় সত্য।
আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করে নিক, চিরস্থায়ী জান্নাতের দিকে এগিয়ে আসার তাওফীক দিক। আমীন।
ছোট ভাই তোমার মনের আশা আল্লাহ পুরুনকরেন
চোখে পানি চলে আসতে চাচ্ছিল।
আসলে আল্লাহ!!!
আপনার কন্ঠে আজান খুব সুন্দর।
আপনাকে আল্লাহ হেফাজত করুন। ❤🤲🤲
আপনার কথা শুনে অনেক অনেক ভাল লাগল। গান করেন জেনেও আপনার জন্যে মন থেকে দোয়া চলে আসল। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক এটাই প্রার্থনা।
ভালো মন মানুষীকতা মাশা আল্লাহ
আল্লাহ কবুল করুক❤
মালিকইয়াওমিদ্দিন।।।কিয়ামত দিবসের মালিক(বিচারক না!) কাজেই তিনি (মালিক)যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন।এটাই আমার রবের ভালোবাসা।আশা হারালে চলবে না।।।
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?"
(Qur'an 95: 8)
আর তোমার ও‘য়াদা সত্য আর তুমি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক।’"
(Qur'an 11: 45)
@@Bodrul1 অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালুও। তার দয়াও অসীম, যে মানুষের চিন্তারও বাইরে।আর এই কারনে আল্লাহ যদি বিচার করেন সাধারণ মানুষ জাতির জাহান্নাম ছাড়া গতি নাই কিন্তু তিনি অত্যন্ত দয়ালু তাই তার অনুগ্রহ ছাড়া মাফ পাবার উপায় নাই।।।
Well said, brother. Proud of you. Allahumma barik.
কথাগুলো খুব খুব ভালো লাগলো। পলাশ নূর একজন মাটির মানুষ।
Kotha shune monta vore gelo... Allah amader sobai ke khoma koruk o kobul koruk... Ameen.
মহান আল্লাহ আপনাকে আপনার মত করে দেখেন, আমাকে আমার মত করে দেখেন। হয়তো তিনি মাফ করেও দিতে পারেন।
অসাধারণ বাক্য।
❤❤❤ পলাশ নূর ভাই ❤️❤️❤️
আল্লাহ তাআলা আপনার শেষ ইচ্ছা পূর্ণতা দান করুক। আমিন
আল্লাহ আপনার নেক মকছেদ গুলো পুরন করতে সাহায্য করুন আমীন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে জীবন চলার তৌফিক দান করুন আমীন।
পলাশ ভাই, I’m so impressed, you are so different, so smart, and you have a very clear conception about life! আপনার personality আমাকে খুবই অবাক করলো!!! Young generation should follow you…! (I’m 52 yrs from Texas)! ❤still feel young and love Warfaze too!
❤❤❤, your thoughts are are from your heart.
Khub sundor montobbo❤ allah apnar moner asha puron koruk ❤
যাযাখাল্লাহ ভাই❤
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ । অনেক অনেক ভালো ছেলে...!
বাংলাদেশে এমন ছেলে দরকার কমপক্ষে ১০ লাখ......❤❤❤❤...........
অসাধারণ ♥️
আসসালামু আলাইকুম, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। মহান রাব্বুল আলামিন আপনার সকল নেক মাকসুদ পূর্ণ করুন। ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন, শুভকামনা রইল আপনার প্রতি.... আল্লাহ হাফেজ
আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করুন। খুব ভালো একটা ইচ্ছে।
এছাড়াও আট বছর মসজিদে আজান দিলে আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো পুরস্কারের প্রতিশ্রুতি আছে।❤❤❤
কোন সূরার কত নাম্বার আয়াতের অনুবাদ!!??
আট বছর আজান দিলে? ভাই এটা কীভাবে জানেন?
দেশের প্রতি ভালোবাসা এই বিষয়টা সবারি থাকা উচিত। আমিও রংপুরের ছেলে ❤️❤️❤️
চমৎকার পলাশ ভাইয়ের হাসি মাখা কথাগুলো💚 আগেও শুনেছি।
❤❤ গান ছেড়ে দিলে ভালো হবে❤❤
সে গান না গাইলে আপনি এই ভিডিও দেখতে আসতেন না। আপনি নিজে ওয়ারফেইজ এবং পলাশের গান শুনেছেন বলেই এখানে এসেছেন, তাই নয় কি? তাই আগে নিজে গান শুনা বন্ধ করুন জনাব।
Ya Allah Rabbul Alamin apni ama k una k khoma korun.❤
Amazing may Allah accept your intention
পলাশ তোমার জীবনবোধ সত্যি আমাকে আবাক করলো, ভালো থাকতেই সরে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। Build - merge & exit ...তোমার রিটায়ারমেন্ট প্ল্যান সফল হোক আর আমাদের সেলিব্রেটিরা তোমার মত করে ভাবতে শিখুক কামনা করছি । ভালো থেক
May Allah bless you bhai and take close to him ❤
Rangpur love you Polas.
Apner gojol sunar opakkha ay roilam
এমন চমৎকার অনুভূতি সম্পন্ন তরুনকে মহান আল্লাহ কবুল করুন দ্বীনের পথে। উনার চিন্তা চেতনা বিপথগামী ও দ্বীনের পথ বিচ্যুত ধ্যান ধারনার পথে তরুন সমাজকে দ্বীনের পথে উৎসাহ যোগাবে। মহান আল্লাহ কবুল করুন।
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো
অসাধারণ কথা বলেছেন ভাই। আল্লাহ আপনার জীবন সহজ করুক
I have been so much happy to hear you. May Allah bless you!
অনেক সুন্দর একটা মানুষ কথা গুলো খুব ভালো লাগলো।
অসাধারণ আপনার কথাগুলো আল্লাহ আপনাকে কবুল করুক,আমিন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন
Aha vhaiya sroddha bere gelo❤️
মাশাল্লাহ ❤ আপনার মত আমারও সপ্ন দেশের বাড়ি🎉
Allah tomar ecca puron korben insha'Allah
আল্লাহ আপনার মনের চাওয়া পুরন করুন।।
আল্লাহ যেন আপনাকে কবুল করেন।
অসাধারণ ব্যক্তিত্ব, বক্তব্য, দর্শন!!!
আপ্লুত, অভিভুত!!!
মহান আল্লাহ তায়ালা যে কাজ করতে নিষেধ করেছেন তা বুঝতে পেরে বারবার সে কাজ করে ক্ষমা চাইলেই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন বোধহয় এই ধারণা পোষণ করাটাও আল্লাহ তায়ালার সাথে তাকাব্বরি দেখানোর শামিল। মহান আল্লাহ তায়ালা আমাদের সঠিক ধর্মীয় জ্ঞান দান করুন এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন।
Ma sha Allah !! May Allah fulfill his dream
You are such a good guy...allah bless you... brother..❤️
মাশাআল্লাহ - বেলা শেষে সবাই ইসলামের ঘরেই আসবে
আল্লাহ কবুল করুন....❤❤❤
অসাধারণ অসাধারণ অসাধারণ।
আপনার কথা গুলো সেরা জ্ঞানী মানুষের মতো
পছন্দের একজন মানুষ ❤
আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হবে
বাহ কি সুন্দর কথাগুলো ❤
শুভ কামনা রইলো পলাশ ভাই 💞
দারুন, আল্লাহ আমাদের ধার্মিক করে দেন
You are right.May Allah grant u for deen al Islam.
Love from rangpur❤
মাশাল্লাহ্ ❤️
সুন্দর একটি জীবনের গাইড লাইন ভালো লাগলো
চমৎকার কথাবার্তা উনার।
ভালো লাগলো।
Ma Sha Allah ❤
Bhai aapnar kotha golo Moone Gia lagche...
ALLAH apnar moner aasa poron korok.
Aamin.
So simple life is d best life....
মা শা আল্লাহ। ❤❤❤
মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন,তরুণ প্রজন্ম উনার কাছ থেকে অনেক শেখার আছে,আমরা যে যেই প্রফেশনেই থাকিনা কেন ইচ্ছা করলে ধর্মীয় পথ অনুসরণ করা যায়,আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন আমিন।
Onar azan jodi kew na shune thake.....sune dekhun. So soothing. i loved it so much.
মাশাআল্লাহ্, নূর ভাইকে আল্লাহ্ তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন। আমীন
শেষ জীবনে ভালো হয়ে যাব এই চিন্তাধারাই মানুষের জীবনটাকে পরিপূর্ণ বিনষ্ট করে দেয়। আল্লাহ্ আমাদের বুঝার তৌফিক দান করুণ। আমিন
আল্লাহ্ তাঁকে ক্ষমা করুন, একজন পূর্ণ মুমিনের জীবন দান করুন।
আল্লাহ আপনার পথ চলা সহজ করুন
I also left music ... May Almighty Allah Bless You ...❤❤❤...
Why did music did any harm to you
Mugdhotay mon vore gelo...oshadharon
Love from rangpur
ইনশাআল্লাহ, আমরা আপনার ধার্মিক চিন্তাধারার বাস্তবায়নে পাশে আছি।
A true gentle man❤️
আল্লাহ আপনাকে ইসলামের কাজে কবুল করে নিক, আমিন।
তাঁর কথাগুলো স্পষ্টভাবে বিনয়ী। শুভকামনা রইলো 🎉🎉
Ekjon singer er ekti exceptional thoughts. Dhormo niye gorbo korar moto artist rare. Many things to learn from him. .
মাশাল্লাহ ভাইয়া আপনার কথাগুলো ভালো লাগছে, আগে ফ্যান ছিলাম এখন আরও শ্রদ্ধা বাড়লো।আসলে এভাবে কেও বলেনা যে যারটা সঠিক মনে করে।
দোয়া করি আল্লাহ্ আপনার মনের আশা পুরণ করুন আমিন।
আল্লাহ হিদায়াত দান করুন
সংগীতের উদ্দেশ্য যখন নেতিবাচক বা মানুষের বিপথগামীতার কারণ, মানব অকল্যাণ সেই সঙ্গীত নিষিদ্ধ!
কিন্তু ইতিবাচক সমস্ত সঙ্গীত এবং সূর ইসলামে অনুমোদিত!
বাদ্যযন্ত্র নিষিদ্ধ ওনারা যেগুলো ব্যবহার করেন।
@@momohiuddinhasan8058
দয়া করে হাদিসের reference এবং পবিত্র কোরআন থেকে উল্লেখ করুন!
ধন্যবাদ
@@momohiuddinhasan8058 Ji
আহারে! 😂
আল্লাহ তা'আলা তার ইচ্ছা টা পূরন করুন। তাকে নেককার একজন বান্দা হিসেবে আল্লাহ কবুল করুন। আমীন