ধন্যবাদ, গানের কথাগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকে অইখানে চেক করলে পেয়ে যাবেন। এই দেশ আমার, এ মাটি আমার তাই তো তারে এতো ভালবাসি | এই চাঁদ আমার, এই সুরুজ আমার তাই তারে ছুয়ে গেছে রোদের হাসি || ⊕ এই আঁকাবাকা মেঠো পথের ধারে একতারাটির সুর আমায় ডাকে মুগ্ধ করেছে যেন এই আমাকে যেথায় রাখাল বসে বাজায় বাশি|| ⊕এই পদ্মা মেঘনা আর ইছামতী জীবনের গান যেন সোনায় নিধি এমন মধুর দেশ পাবে কোথায় যেথায় সবুজ শোভে বারমাসি||
খুব ভালো হয়েছে অথৈ
খুব সুন্দর গেয়েছে ।
ধন্যবাদ দিদি
🥰🥰
গানের কথাগুলো পেতে পারি? প্লিজ
ধন্যবাদ, গানের কথাগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকে অইখানে চেক করলে পেয়ে যাবেন।
এই দেশ আমার, এ মাটি আমার
তাই তো তারে এতো ভালবাসি |
এই চাঁদ আমার, এই সুরুজ আমার
তাই তারে ছুয়ে গেছে রোদের হাসি ||
⊕ এই আঁকাবাকা মেঠো পথের ধারে
একতারাটির সুর আমায় ডাকে
মুগ্ধ করেছে যেন এই আমাকে
যেথায় রাখাল বসে বাজায় বাশি||
⊕এই পদ্মা মেঘনা আর ইছামতী
জীবনের গান যেন সোনায় নিধি
এমন মধুর দেশ পাবে কোথায়
যেথায় সবুজ শোভে বারমাসি||