তোমরা নিজেরাই বললে সব ধর্মের "ভিত্তি" একটাই সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই , সৃষ্টিকর্তার কোনো আকার নেই।হ্যাঁ এটা চিরসত্য। ভালো লাগে এটা ভেবে যে প্রতিটি ধর্মের লোকরা এই মূল "ভিত্তি" টা থেকে একটু হলেও সরে গিয়ে সেই সৃষ্টিকর্তার প্রতি ফিল আনার জন্য মূর্তিপূজা করে কিংবা প্রকৃতির বিভিন্ন বস্তুকে পূজা করে , কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে একমাত্র ইসলাম ধর্মই তাদের মূল ভিত্তি থেকে সরে যায়নি সৃষ্টিজগতের সূচনা থেকে সেই মূল ভিত্তিটাকে আকরে ধরে বেঁচে ছিলো, আছে আর ভবিষ্যতেও থাকবে।কোন সত্যিকারের মুসলিম পৃথিবীর কোনো ব্যক্তি ,বস্তু বা মূর্তির সামনে মাথা নত করে না মরে গেলেও না কারন আমরা স্রষ্টার সৃষ্টি।স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে পৃথিবীর কোনো কিছুকেই শরিক করতে পারিনা। আপু তুমি বোঝাতে চাইলে মানুষের কর্মই আসল ধর্ম সেকেন্ডারি, প্রশ্ন হলো যারা সৃষ্টিকর্তার প্রথম আদেশ বা নির্দেশ অমান্য করছে তারা আবার তাদের নিজেদের ভালো কর্মের জন্য সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা কেনো করছে?
@@a1nbriaz983 এমন ভাবে কাউকে আঘাত দিয়ে কথা বললে সৃষ্টিকর্তা নারাজ হবে। আপনি চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন মানা না মানা অন্যর ব্যাপার। কিন্তু ব্যঙ্গ করে কথা বলা একদমই উচিত না।
অবশ্যই নিজের বাড়ির মাটন ভালো লাগবে এটাই স্বাভাবিক। যে যার নিজের পোশাককে ভালো বলব অস্বাভাবিক নয়...। কিন্তু এটাও তো মানতে হবে, যখন শ্রেষ্ঠত্বের কথা উঠে, কোন বাড়ির মাটন ভালো টেস্ট করে দেখা হবে, এবং সেই বাড়ির মানুষকে পুরস্কৃত করা হবে। তখন যদি আপনার বা আমার বাড়ির মাটন তাদের কাছে ভালো না লাগে, আপনি কি করবেন...? নিশ্চয়ই বিক্ষোভ মিছিল করবেন না..? আপনার মেনে নিতে হবে, বাপেরও বাপ থাকে, সেরাদেরও সেরা থাকে, নতুনের ভেতরও নতুনত্ব থাকে...। যখন আল্লাহর সামনে আমরা হাশরের ময়দানে হাজির হব, আল্লাহ বলবেন, প্রত্যেকে প্রত্যেকের রব'কে ডাকো দেখি তারা তোমাদের সাহায্য করতে পারে কিনা! তখন আমরা যারা মাজার বা মূর্তি পূজা করতাম তারা তাদের মঙ্গল-অমঙ্গল কারী রব বলে ডাকবে ( যে যাকে মনে করত অমুক আমাদের বাচাতে, খাওয়াতে, শস্যে বরকত, অমুক জিনিস মুখে মাখলে বা হাতে পড়লে সেটা আমাদের সকল অনিষ্ট থেকে রক্ষা করবে ইত্যাদি ) ..। তখন অমুক পীর বা বাবা, অমুক মা বা সন্তানরা এসে বলবে, হে আমাদের রব আমাদের ক্ষমা করুন, তাদের তো আমরা চিনিই না। তারা আমাদের পায়ে বা মাজারে মাথা নত হয়ে ডাকত আমরা এই বিষয়ে অবগত নই। তারা কিভাবে মানুষ হয়ে মানুষের নিকট এসব বিষয়ে উপকৃত হওয়ার আশংকা রাখত...? এই কথা আমার না, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন...
আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা মানুষকে হিকমত, সৎ উপদেশ দ্বারা তোমার রবের প্রতি আহবান করো.. যদি বোঝো তারা মূর্খ তখন তাদের সালাম দিয়ে বল তোমরা তোমাদের টা নিয়ে থাক আর আমরা আমাদের রবের ইবাদত করি। কারন, মূর্খের সাথে তর্ককারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে...।
আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এবং ইসলাম ধর্ম কখনোই কোনো ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা বলে না, বরং অন্য ধর্মের মানুষরা যাতে নিজ বিবেক খাটিয়ে সঠিকটা বুঝতে পারে, এমন নিদর্শন দেখায় ইসলাম। আর ধন্যবাদ ইসলামিক রিয়াকশনের জন্য।💞
@@sumonmadhusumonmadhu5090 সকল ধর্ম তার নিজ নিজ ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রেষ্ঠ। তাই বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সব ধর্মই হতে পারেনা। ওটা একমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম❤️ আপনি মানুন, কিংবা না মানুন।
দাদা ও দিদি, আপনাদেরকে ইসলাম ধর্ম নিয়ে বেশি বেশি গবেষণা করতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সামনে সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ।
আপু ও ভাইয়া আপনাদের মনে কষ্ট দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের দায়িত্ব শুধু সত্য টা সবাইকে জানানো...!! এখন কথা হল আমরাই যে সত্য এটা কিভাবে বুঝবেন?? আল্ কুরআনে আল্লাহ তায়ালা সর্ব প্রথম যে শব্দ নাজিল করেছেন তা হলো ( ইক্বরা ) যার অর্থঃ- পড়ো (Read) ধর্ম মানার আগে পড়তে অর্থাৎ জানতে বলা হয়েছে.......সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা.... হিন্দু,ইসলাম,খ্রিষ্টান,বৌদ্ধ যেসব ধর্মের মূল কিতাব রয়েছে সেগুলো আস্তে আস্তে পড়ে দেখতে পারেন,,,,তখন হিন্দু ধর্মের কেউ হয়ে কিন্তু পড়বেনা! ......পড়বেন একজন বিবেকবান মানুষ হিসেবে (একজন সত্যসন্ধানী হিসেবে) বিবেকবুদ্ধি বিচার করে যেই ধর্মকে একমাত্র সত্যের ধর্ম মনে হবে সেটাকেই গ্রহণ করবেন (যদি আপনাদের ঠিক মনে হয়) কখনোই জোর বা আদেশ করছি না এটা কেবলই একটা উপদেশ!!! প্রিয় আপু ও ভাইয়া অনেক অনেক ভালো বাসা রইলো❤️
আরে ভাই। ভুল ধর্মে আছে এটা না বলে ভুল পথে আছে এটা বল। তোরা আসলে কথা বলতে জানোস না। খোচামারা কথা বলস।এখন তোকে যদি কেউ বলে যে তুই ভুল ধর্মে আছিস তোর কি এটা ভালো লাগবে শুনতে।
দিদি এবং দাদা, এখানে কিন্তু ড. জাকির নায়েক সাহেব নিজ থেকে হিন্দু ধর্মকে টানেন নি। যিনি প্রশ্ন করেছেন তিনিই হিন্দু ধর্মকে টেনেছেন। জাকির নায়েক সাহেব উত্তর দিয়েছেন শুধু।
কোন প্রকার জোড় নয় ও এটাকও নয়। আমাদের জাস্ট বিনয়ের সাথে দাওয়াত পৌছানো দরকার আমরা(জাকির নায়ক স্যার)সেটাই করছি। মানা না মানা আপনাদের উপর। এজন্যই আল্লাহ বিবেক দিয়েছেন এবং অবশ্যই আল্লাহ এ সম্বন্ধে বিচার দিবসে জিজ্ঞেস করবেন। 🙏🙏🙏
দাদা শিলাজিৎ এবং দিদি সুদীপ্তা প্রায়ই আপনাদের ভিডিও দেখি আর ভালোলাগে এজন্যই মোটামুটি সাবলীল মতামত প্রকাশ করেন তাই।অনেকেই স্পর্শকাতর বিষয়ে মতামত দিতে চান না হতে পারে ভিউস কমে যাওয়ার আশঙ্কা থেকে। অবশ্যই এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই কেননা আপনাদের ধারণা কিংবা মতামত আমরা পাই।আমি যদি ভুল না বুঝি এখানে আপনি বলতে চাইছেন ধর্ম মূলত মানবতা, অহিংসা এবং শৃঙ্খলা শেখানোর জন্যে। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আমাদের কে যেই আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর ও একটা উদ্দেশ্য আছে, আর সেটি হলো আমরা একমাত্র তাঁরই ইবাদত করব, একমাত্র তাঁরই কাছে সাহায্য চাইবো অন্য কারো কাছে নয়।আর ভিন্ন মতাবলম্বী কারও উপর নিজের মত জোর করে চাপিয়ে দেয়ার কোনো বিধান ইসলামের মধ্যে একেবারেই নেই। দায়িত্ব শুধু একটাই ইসলামের বানী গুলো পৌঁছে দিতে হবে,কে গ্রহণ করল বা করলো না সেটা তাদের নিজস্ব ব্যাপার।
সৃষ্টিকর্তা একজন এবং সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম একটাই।সেটা হলো নিজের ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পন করা। হিন্দু ধর্মে মতে আপনারা অবতার বলেন আমরা নবী-রাসুল বলি।মানুষ যখন সঠিকভাবে সৃষ্টিকর্তার প্রার্থনা থেকে দূরে যায় তখন যুগে যুগে নবী-রাসূল(অবতার) পাঠিয়েছেন। তখন অনেকে বিশ্বাস এনেছেন আবার অনেকে অবিশ্বাস করেছেন।এবং অনেকে নবী রাসূল এসেছিলেন ওনাদের মৃত্যুর পরে ওনার পূজা শুরু করেছেন।যেমন যীশু খ্রীষ্ট একজন নবী ছিলেন কিন্তু খ্রীস্টানরা ওনাকে গড বলে মানে কিন্তু তিনি একবারও বলেননি তিনি গড।সো,,এভাবে বিভিন্ন সময় অসংখ্য নবী পৃথিবীতে এসেছিলেন কিন্তু আল্লাহ ওনাদের একেক সময়ের জন্য পাঠিয়েছিলেন কিন্তু ঐ নবীগণ যখন মারা যায় তখন তারা তাদেরকে ভুল ভাবে তাদেরকে স্বরণ করতে শুরু করে ঐভাবে মূর্তি পূজার শুরু হয় এভাবে বিভিন্ন নবীর অনুসারীরা আল্লাহর মূল কনসেপ্ট টাকে ভুলে গিয়ে বিভিন্ন ধর্মের সৃষ্টি করে কিন্তু আল্লাহর ধর্ম একটাই আল্লাহ একজন ই।আল্লাহ সর্বশেষ নবী হিসেবে(সর্বশেষ অবতার যাকে কলকি অবতার বলে) পাঠিয়েছেন মুহাম্মদ(সঃ) ওনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য কিন্তু আগের নবীর অনুসারীরা ভুল পথে থেকে আর সঠিক পথটা অনুসরণ না করে এভাবে ধর্মের উদ্ভব হয়।কোনটা সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম এটা যাচাই করতে হলে অবশ্যই বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা করতে হবে কোন ধর্মটা সবচেয়ে সায়েন্টিফিক এবং মানবকল্যানের তখন নিজেই উপলব্ধি করতে পারবেন সঠিক পথ কোনটা অর্থাৎ সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম কোনটা।
আপনার মনগড়া কথা বললে তো হবেনা আল্লাহ দিন হলো ইসলাম আল্লাহর কাছে একটা ধর্ম গ্রহণ যোগ্য ইসলাম আল্লাহর দুনিয়ায় একটাই ধর্ম পাঠিয়েছেন ইসলাম আর দুনিয়াতে যার ধর্ম আছে সব ধর্ম বানানো ধর্ম নিজে বানিয়েছেন ধর্ম আপনার সঠিক ধর্ম তালাশ করেন সঠিক ধর্ম হলো ইসলাম জাকির নায়েক যা বলেছেন সব কুরআন থেকে বলেছে এটাই সত্য কথা
সুন্দর কথা, মানুষকে মানুষ জাজ করবে তার জাগতিক কর্মের দ্বারা কিন্তু সৃষ্টিকর্তা জাজ করবে মানুষ তাকে(স্রষ্টা) সঠিকভাবে চিনেছে কিনা, এটাই তার কাছে মুখ্য। কারণ তিনি চাইলেই সকল মানুষকে দোষহীনভাবে সৃষ্টি করতে পারতেন, তাই জাগতিক কাজের চেয়ে বিশ্বাসটাই উনার কাছে মুখ্য।
নবী মোহাম্মদ সাঃ কথা হিন্দু ধর্ম গ্রন্থে বলা হয়েছে, এ সম্পর্কে ডাঃ জাকির নায়েকের লেকচার আছে, ভিডিওটা রিয়াকশন দেন,, ইসলাম সম্পর্কে আর বেশি জানার চেষ্টা করুন, ধন্যবাদ দিদি।
আপনারা এত সুন্দর ইসলামি আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। সব কিছু জানতেছেন তাও অন্ধকারে থেকে যেতে চাইছেন। যেখানে পবিত্র কুরআন হাদিসের বার বার বলা হয়েছে মূর্তি পূজা করা হারাম, এই পৃথিবীর মালিক একজন তিনি মহান আল্লাহ তায়ালা। যাক আর কিছু বলতে চাই না
আপু ইসলাম এক আল্লাহকে ইবাদত করতে শেখায়।আর সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তা যখন সর্বশেষ কিতাব নাজিল করে এবং বলে দেয় এটাই তোমাদের পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা তখন আপনাকে সেটাই মেনে নিতে হবে।
তোমাদের রিয়েকশন টা ভালো ছিলো। কিন্তু একটা ভুল কথা বলে ফেললে। সেটা হচ্ছে, এখানে কিন্তু ড. জাকির নায়েক হিন্দু ধর্মকে টানেননি। যিনি প্রশ্ন করেছেন, তিনিই হিন্দু ধর্ম নিয়ে,মূর্তিপুজা নিয়ে প্রশ্ন কিরেছেন
যখন আল্লাহ্ পাক আমাদের সকলের পুর্ব পুরুষ হযরত আদম (আ:) সৃষ্টি করে সৃষ্টির সেরা হিসাবে ঘোষনা করেছেন তখন ইবলিশ তা মানতে নারাজ কারন আল্লাহ্ আমাদের পিতা আদম (আ:) শ্রেষ্ঠত্ব দান কররেন তাই তখন ইবলিশ শপথ করে বলেছে হে আল্লাহ্ আদম সন্তান কে সাথে নিয়ে জাহান্নামে যাবো তখন আল্লাহ্ পাক বলেছেন আমি নবী রাসুল প্রেরন করে বনী আদম কে রাস্তা দেখাবো যারা আমার প্রেরিতো নবী রাসুলের পথ অনুসরণ করবে তারা জান্নাতি আর যারা নবী রাসুলের পথ অনুসরণ না করবে তারা তোমার সাথে জাহান্নামে যাবে আমি তোমাকে আর তোমার অনুসারীদের কে দিয়ে জাহান্নাম পরিপুর্ণ করবো।
ধর্ম ভাই একটাই সেটা হলো নিজের ইচ্ছাকে ইশ্বরের কাছে সমার্পন করা। আর ধর্ম শুধু শৃঙ্খলার জন্য নয়। ধর্ম একটা জীবন ব্যবস্থা সেটা রাজনৈতিক, সামাজিক, বৈবাহিক, সবকিছু সবকিছু ধর্মের ভিতরে থাকবে। কারন তোমার জীবন জীবন ব্যবস্থা কেমন হবে সেটা আপনার সৃষ্টিকর্তা ভালো জানেন তাই এটাই চুড়ান্ত জীবন ব্যবস্থা।
জি দাদা আমাদের ইসলাম ধর্মেও আছে সব ধর্ম কে সব ধর্মের মানুষ কে সম্মান দিতে হবে ইসলামের দাওয়াত অন্য ধর্মের মানুষের কাছে পৌছে দিতে হবে। এরপর যার ভালো লাগবে সে মানবে, যার ভালো না লাগলে মানবে না। কিন্তু কোন ধর্ম অপমান করা যাবে না।
আপু কোন ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ আর একটা কথা হলো যে আপনার যদি ইসলাম ধর্ম ভালো লাগে আপনার মনে যদি কোরআনের বাণী ভালো লাগে থাকে তাহলে তাহলে ভালো আমাদের অনেক হিন্দু ভাই-বোন আছে যারা মুসলমান ধর্ম কে ভালবাসে কিন্তু তারা কখনো নিজের ধর্ম টাকে আপনি চেঞ্জ করতে চায় না এটাও আপনাদের ইচ্ছা আমাদের দাওয়াত দেওয়ার কথা আমরা দাওয়াত দিব আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের ভিডিও দেখি অনেক ভালো লাগে আমি বাংলাদেশ থেকে বলছি
এখানে জাকির নায়েক ত অন্য ধর্মকে ছোট করেন নি, একজন হিন্দু বোন জিজ্ঞেস করেছিল, সে কিন্তু হিন্দু ধর্ম এর কথা বলেনি, কোরআন এ মূর্তি পূজা সম্পর্কে কি বলা আছে সেটা সম্পর্কে বলেছেন।
লেখাটা পরবেন👉👉👉পৃথিবীতে একজন মানুষের জন্ম যে ধর্মেই হোক না কেন বালেগ হওয়ার পরে তাকে সব ধর্ম সম্পর্কে জানতে হবে.. কারন হলো অামি যেই ধর্মে জন্ম গ্রহন করেছি এই ধর্ম পরিপূর্ণ সঠিক কিনা তা জানতে হবে এবং কোন ধর্ম শ্রেষ্ঠ সেই ধর্মের অনুসারী হতে হবে,,যারা সঠিক ধর্মের অনুসারী হবে তারা দুনিয়া ও পরকালে সফলকামী,,আল্লাহ বলেন আমি মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছি তাই অামাদের জানতে হবে,,অাল্লাহ তায়ালা বলেন ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম...অাপনি এখন ঠিক করেন কোন ধর্মের অনুসারী হবেন.. অাল্লাহ তায়ালা বলেন ব্রেইন মগজের হিসাব হবে পরকালে হাসরের মাঠে
সঠিক ধর্ম জানতে সব ধর্মের গ্রন্থ গুলা পড়েন। বিশেষ কর হিন্দু ধর্মের বেদ, ইহুদিদের, খ্রিষ্টানদের, মুসলিমদের ধর্ম গ্রন্থ। এই কয়টা ধর্মের গ্রন্থ পড়লেই সঠিকটা পেয়ে যাবেন।
জাকির নায়েক আপনাদের ধর্ম কে ছোটো করেন নাই আপনারা একটু চিন্তা করেন যে মুর্তির পুজা করেন সেই মুর্তি কি আপনাদের সত্যি কিছু দিতে পারে যেই মুর্তি আপনারা তৈরী করেন সেটা আপনাদের স্রষ্টা হয় কি করে আপনারাই তো তার স্রষ্টা
এখানে কোনো ধর্ম কে ছোট করা হয়নি কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি টা বলে কাঁদানো টা উত্তম। আপনারা সব ধর্ম গুলো ভালো ভাবে যাচাই করুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোন টা সঠিক ধর্ম আর কোন টা ভুল।।
আসলে জোরের কিছু নাই আর সম্মান মানে এই না যে আল্লাহ এর আইনের বিরুদ্ধে ধর্ম মানবেন আসলে এখন বুঝতেছেন না কবরে যখন প্রশ্ন করা হবে তখন বুঝবেন আর আফসোস করবেন কারণ সত্যের পথ খুঁজে নিতে হয় কিন্তু আপনারা ভুল পথে আছেন বাবা মা কিংবা প্রজন্মের ঐতিহ্য ধরে রাখতে এমন করছেন আবারো বলছি আপনারা ভুল পথে আছেন পরকালে যখন আটকে যাবেন তখন বুঝবেন আর কিছু বলার নাই আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক ধন্যবাদ ভালো থাকবেন
আপনারা ইসলামীক ভিডিও দিচ্ছেন এতে আমরাও শিখতে পারছি এবং আপনারাও শিখতে পারছেন, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের আমাদের হয়েছে। আল্লাহর নিকট আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিবো। আল্লাহ বলেছেন কারো ধর্ম কারো উপর চাপিয়ে দিওনা, যারা চাপিয়ে দেয় তাদেরকে আমি নিন্দা জানাই।
আপনাদেরকে বলবো প্রথমে বেদের চার খন্ড পড়েন পরবর্তীতে কোরআনের অনুবাদ পড়েন। বলছিনা মুসলিম হয়ে যান, তবে কোরআন পড়ার পর ডিসিশন নিয়েন। ভাই-বোন তোমরা একবার ভেবে দেখো।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন । ধন্যবাদ 🙏
তোর বাবের মুর্তি বানাবো
তোমরা নিজেরাই বললে সব ধর্মের "ভিত্তি" একটাই সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই , সৃষ্টিকর্তার কোনো আকার নেই।হ্যাঁ এটা চিরসত্য। ভালো লাগে এটা ভেবে যে প্রতিটি ধর্মের লোকরা এই মূল "ভিত্তি" টা থেকে একটু হলেও সরে গিয়ে সেই সৃষ্টিকর্তার প্রতি ফিল আনার জন্য মূর্তিপূজা করে কিংবা প্রকৃতির বিভিন্ন বস্তুকে পূজা করে , কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে একমাত্র ইসলাম ধর্মই তাদের মূল ভিত্তি থেকে সরে যায়নি সৃষ্টিজগতের সূচনা থেকে সেই মূল ভিত্তিটাকে আকরে ধরে বেঁচে ছিলো, আছে আর ভবিষ্যতেও থাকবে।কোন সত্যিকারের মুসলিম পৃথিবীর কোনো ব্যক্তি ,বস্তু বা মূর্তির সামনে মাথা নত করে না মরে গেলেও না কারন আমরা স্রষ্টার সৃষ্টি।স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে পৃথিবীর কোনো কিছুকেই শরিক করতে পারিনা।
আপু তুমি বোঝাতে চাইলে মানুষের কর্মই আসল ধর্ম সেকেন্ডারি, প্রশ্ন হলো যারা সৃষ্টিকর্তার প্রথম আদেশ বা নির্দেশ অমান্য করছে তারা আবার তাদের নিজেদের ভালো কর্মের জন্য সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা কেনো করছে?
@@a1nbriaz983 এমন ভাবে কাউকে আঘাত দিয়ে কথা বললে সৃষ্টিকর্তা নারাজ হবে। আপনি চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন মানা না মানা অন্যর ব্যাপার। কিন্তু ব্যঙ্গ করে কথা বলা একদমই উচিত না।
অবশ্যই নিজের বাড়ির মাটন ভালো লাগবে এটাই স্বাভাবিক। যে যার নিজের পোশাককে ভালো বলব অস্বাভাবিক নয়...। কিন্তু এটাও তো মানতে হবে, যখন শ্রেষ্ঠত্বের কথা উঠে, কোন বাড়ির মাটন ভালো টেস্ট করে দেখা হবে, এবং সেই বাড়ির মানুষকে পুরস্কৃত করা হবে। তখন যদি আপনার বা আমার বাড়ির মাটন তাদের কাছে ভালো না লাগে, আপনি কি করবেন...? নিশ্চয়ই বিক্ষোভ মিছিল করবেন না..? আপনার মেনে নিতে হবে, বাপেরও বাপ থাকে, সেরাদেরও সেরা থাকে, নতুনের ভেতরও নতুনত্ব থাকে...। যখন আল্লাহর সামনে আমরা হাশরের ময়দানে হাজির হব, আল্লাহ বলবেন, প্রত্যেকে প্রত্যেকের রব'কে ডাকো দেখি তারা তোমাদের সাহায্য করতে পারে কিনা!
তখন আমরা যারা মাজার বা মূর্তি পূজা করতাম তারা তাদের মঙ্গল-অমঙ্গল কারী রব বলে ডাকবে ( যে যাকে মনে করত অমুক আমাদের বাচাতে, খাওয়াতে, শস্যে বরকত, অমুক জিনিস মুখে মাখলে বা হাতে পড়লে সেটা আমাদের সকল অনিষ্ট থেকে রক্ষা করবে ইত্যাদি ) ..। তখন অমুক পীর বা বাবা, অমুক মা বা সন্তানরা এসে বলবে, হে আমাদের রব আমাদের ক্ষমা করুন, তাদের তো আমরা চিনিই না। তারা আমাদের পায়ে বা মাজারে মাথা নত হয়ে ডাকত আমরা এই বিষয়ে অবগত নই। তারা কিভাবে মানুষ হয়ে মানুষের নিকট এসব বিষয়ে উপকৃত হওয়ার আশংকা রাখত...? এই কথা আমার না, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন...
আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা মানুষকে হিকমত, সৎ উপদেশ দ্বারা তোমার রবের প্রতি আহবান করো.. যদি বোঝো তারা মূর্খ তখন তাদের সালাম দিয়ে বল তোমরা তোমাদের টা নিয়ে থাক আর আমরা আমাদের রবের ইবাদত করি।
কারন, মূর্খের সাথে তর্ককারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে...।
যেটা সত্য সেটাই বলেছে। সত্য অনুসন্ধান করা আপনাদের কাজ। আল্লাহ পাক আপনাদের সত্য জানার তৌফিক দান করুন।
ডাঃ জাকির নায়েক যা বলেছে, কোরআন থেকে বলেছে, সত্য কথা, এখানে কোন ধর্মকে ছোট করার বিষয় নয়।
Right
আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এবং ইসলাম
ধর্ম কখনোই কোনো ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা বলে না, বরং অন্য ধর্মের মানুষরা যাতে নিজ বিবেক খাটিয়ে সঠিকটা বুঝতে পারে, এমন নিদর্শন দেখায় ইসলাম।
আর ধন্যবাদ ইসলামিক রিয়াকশনের জন্য।💞
সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর স্রেষ্ট ধর্ম
@@sumonmadhusumonmadhu5090 oboshoi sokol dormo tar nijer kache srechto
@@sumonmadhusumonmadhu5090 সকল ধর্ম তার নিজ নিজ ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রেষ্ঠ। তাই বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সব ধর্মই হতে পারেনা। ওটা একমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম❤️
আপনি মানুন, কিংবা না মানুন।
ঠিক
@@sumonmadhusumonmadhu5090 সনাতন ধর্মে ইশ্বর কয়টা???
আল্লার কাছে লাখ কোটি শুকরিয়া আমি মুসলিম ❤️
দাদা ও দিদি, আপনাদেরকে ইসলাম ধর্ম নিয়ে বেশি বেশি গবেষণা করতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সামনে সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম ঘরের ছেলে❤️
দাদা,দিদি আপনাদের কাছে রিকুয়েষ্ট থাকবে পড়ার জন্য হলে ও একবার কুরআন এর পুরু বাংলা অনুবাদ টা পড়বেন প্লিজ।
কেনো তোদের কোরান পড়তে হবে, তোরা গীতা পড়িস
Rit
Right...
Thik vai
তুই কয়বার পড়ছিস?
আপু ও ভাইয়া আপনাদের মনে কষ্ট দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের দায়িত্ব শুধু সত্য টা সবাইকে জানানো...!!
এখন কথা হল আমরাই যে সত্য এটা কিভাবে বুঝবেন??
আল্ কুরআনে আল্লাহ তায়ালা সর্ব প্রথম যে শব্দ নাজিল করেছেন তা হলো ( ইক্বরা ) যার অর্থঃ- পড়ো (Read)
ধর্ম মানার আগে পড়তে অর্থাৎ জানতে বলা হয়েছে.......সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা.... হিন্দু,ইসলাম,খ্রিষ্টান,বৌদ্ধ যেসব ধর্মের মূল কিতাব রয়েছে সেগুলো আস্তে আস্তে পড়ে দেখতে পারেন,,,,তখন হিন্দু ধর্মের কেউ হয়ে কিন্তু পড়বেনা!
......পড়বেন একজন বিবেকবান মানুষ হিসেবে (একজন সত্যসন্ধানী হিসেবে)
বিবেকবুদ্ধি বিচার করে যেই ধর্মকে একমাত্র সত্যের ধর্ম মনে হবে সেটাকেই গ্রহণ করবেন (যদি আপনাদের ঠিক মনে হয়)
কখনোই জোর বা আদেশ করছি না এটা কেবলই একটা উপদেশ!!!
প্রিয় আপু ও ভাইয়া অনেক অনেক ভালো বাসা রইলো❤️
রাইট আপু 😊😊
প্রথমত ধর্মনিয়ে বারাবারি করি না।আপনারা ভালো মানুষ হতে পারেন কিন্তু ভুল ধর্মে আছেন।আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আমিন।
আরে ভাই। ভুল ধর্মে আছে এটা না বলে ভুল পথে আছে এটা বল। তোরা আসলে কথা বলতে জানোস না। খোচামারা কথা বলস।এখন তোকে যদি কেউ বলে যে তুই ভুল ধর্মে আছিস তোর কি এটা ভালো লাগবে শুনতে।
লাভ ইউ জাকির স্যার🌹🌹🌹🌹🌹
বন্ধু ধর্ম একটাই,যার যার ধর্ম তার তার বলে কিছু নেই। সত্য একটাই সত্য দুটো নয় 🤲
❤❤
💯💯💯🫡
আপনাদের দুইজনকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি।আপনাদের ভিডিও গুলো ভালো লাগে।আল্লাহ আপনাদের হেদায়াত দিক।
এইরকম আরো জাকির নাইকের ভিডিও দেখতে চাই
দিদি এবং দাদা, এখানে কিন্তু ড. জাকির নায়েক সাহেব নিজ থেকে হিন্দু ধর্মকে টানেন নি। যিনি প্রশ্ন করেছেন তিনিই হিন্দু ধর্মকে টেনেছেন। জাকির নায়েক সাহেব উত্তর দিয়েছেন শুধু।
Hmm taito
রাইট
Right vai,,, amoi atai bole....
হুম 👍
Right
আপনার ধর্মকে ছোট করা হয়নি,, শুধু আপনার বিবেককে নাড়িয়ে দেয়া হয়েছে। সত্য জানার চেষ্টা করেন। মুক্তি মিলবে ইনশাআল্লাহ
সৌদি আরব থেকে দেখছি,,, আপনাদের জন্য ভালোবাসা রইলো,,, 💙❤️💜🌹💚❣️
আপনারা সত্যকে খোঁজার চেষ্টা করুন। দেখবেন ইসলাম ধর্মই একমাত্র সত্য ও শান্তির ধর্ম।
তোর বাব রে বল,শান্তির ধর্ম হচ্ছে সনাতন ধর্ম
@@sumonmadhusumonmadhu5090 th-cam.com/video/b2RdYQhuwkg/w-d-xo.html
Quran - chapter 3 verse 19 - The only religion is acceptable for Almighty god is Islam.
@@sumonmadhusumonmadhu5090 tora morle bujbe jahanam ready ace toder Jono saidin ta mone rakbe amr Kotha gula
আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক ইসলামের পথে আসার জন্য
মৃত্যু জীবনের শেষ নয় আসল জীবনের শুরু।।
তাই এই জীবন আমাদের জন্য পরিক্ষা,
কোন প্রকার জোড় নয় ও এটাকও নয়।
আমাদের জাস্ট বিনয়ের সাথে দাওয়াত পৌছানো দরকার আমরা(জাকির নায়ক স্যার)সেটাই করছি।
মানা না মানা আপনাদের উপর।
এজন্যই আল্লাহ বিবেক দিয়েছেন এবং অবশ্যই আল্লাহ এ সম্বন্ধে বিচার দিবসে জিজ্ঞেস করবেন।
🙏🙏🙏
কিছু বলার নাই আল্লাহ তোমাদেরকে নেক হেদায়েত দেয়।
সিদ্ধান্ত দেওয়ার মত ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা দরকার।কাউকে ছোট করছি না।।।❤️❤️❤️🇧🇩
সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ সব গুনাহ মাফ করে বাট শিরকের গুনাহ কখনো মাফ করবে না আপু
আলহামদুলিল্লাহ, এইজন্য যে আমি একজন মুসলিম ❤️
দাদা শিলাজিৎ এবং দিদি সুদীপ্তা প্রায়ই আপনাদের ভিডিও দেখি আর ভালোলাগে এজন্যই মোটামুটি সাবলীল মতামত প্রকাশ করেন তাই।অনেকেই স্পর্শকাতর বিষয়ে মতামত দিতে চান না হতে পারে ভিউস কমে যাওয়ার আশঙ্কা থেকে। অবশ্যই এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই কেননা আপনাদের ধারণা কিংবা মতামত আমরা পাই।আমি যদি ভুল না বুঝি এখানে আপনি বলতে চাইছেন ধর্ম মূলত মানবতা, অহিংসা এবং শৃঙ্খলা শেখানোর জন্যে। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আমাদের কে যেই আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর ও একটা উদ্দেশ্য আছে, আর সেটি হলো আমরা একমাত্র তাঁরই ইবাদত করব, একমাত্র তাঁরই কাছে সাহায্য চাইবো অন্য কারো কাছে নয়।আর ভিন্ন মতাবলম্বী কারও উপর নিজের মত জোর করে চাপিয়ে দেয়ার কোনো বিধান ইসলামের মধ্যে একেবারেই নেই। দায়িত্ব শুধু একটাই ইসলামের বানী গুলো পৌঁছে দিতে হবে,কে গ্রহণ করল বা করলো না সেটা তাদের নিজস্ব ব্যাপার।
Thanks vai sondor kotha bolchen
ইন্নাদ্দিনা ইন্দাল্লিহিল ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম।
ধর্মের বিষয় তোমাদের কথা বলা উচিৎ নয়।দুজনেই ধর্মের বিষয় অনভিজ্ঞ
এ রকম ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ,, ইউসুফ জুলেখা প র্ব দেখতে চাই, দাদা ও দিদি, plz plz plz অনুরোদটা রাখেন।।
যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তাঁরাই মূর্তি পূজা করে ( ভগবৎ গীতা অধ্যায় ৭, অনুচ্ছেদ ২০ নম্বর ) ।রেফারেন্স সহ দিলাম ।
Donnobad vai,,ai reference hindu vaidar dakhanor jonno...
Right
Hmm
সত্য বড় কঠিন ঠিক বলেছেন ধন্যবাদ
আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা আমাকে একজন মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমিন
জাকির নায়েকের লেকচার আরো চাই পিলিজ ধন্যবাদ আপনাদের
সৃষ্টিকর্তা একজন এবং সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম একটাই।সেটা হলো নিজের ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পন করা। হিন্দু ধর্মে মতে আপনারা অবতার বলেন আমরা নবী-রাসুল বলি।মানুষ যখন সঠিকভাবে সৃষ্টিকর্তার প্রার্থনা থেকে দূরে যায় তখন যুগে যুগে নবী-রাসূল(অবতার) পাঠিয়েছেন। তখন অনেকে বিশ্বাস এনেছেন আবার অনেকে অবিশ্বাস করেছেন।এবং অনেকে নবী রাসূল এসেছিলেন ওনাদের মৃত্যুর পরে ওনার পূজা শুরু করেছেন।যেমন যীশু খ্রীষ্ট একজন নবী ছিলেন কিন্তু খ্রীস্টানরা ওনাকে গড বলে মানে কিন্তু তিনি একবারও বলেননি তিনি গড।সো,,এভাবে বিভিন্ন সময় অসংখ্য নবী পৃথিবীতে এসেছিলেন কিন্তু আল্লাহ ওনাদের একেক সময়ের জন্য পাঠিয়েছিলেন কিন্তু ঐ নবীগণ যখন মারা যায় তখন তারা তাদেরকে ভুল ভাবে তাদেরকে স্বরণ করতে শুরু করে ঐভাবে মূর্তি পূজার শুরু হয় এভাবে বিভিন্ন নবীর অনুসারীরা আল্লাহর মূল কনসেপ্ট টাকে ভুলে গিয়ে বিভিন্ন ধর্মের সৃষ্টি করে কিন্তু আল্লাহর ধর্ম একটাই আল্লাহ একজন ই।আল্লাহ সর্বশেষ নবী হিসেবে(সর্বশেষ অবতার যাকে কলকি অবতার বলে) পাঠিয়েছেন মুহাম্মদ(সঃ) ওনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য কিন্তু আগের নবীর অনুসারীরা ভুল পথে থেকে আর সঠিক পথটা অনুসরণ না করে এভাবে ধর্মের উদ্ভব হয়।কোনটা সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম এটা যাচাই করতে হলে অবশ্যই বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা করতে হবে কোন ধর্মটা সবচেয়ে সায়েন্টিফিক এবং মানবকল্যানের তখন নিজেই উপলব্ধি করতে পারবেন সঠিক পথ কোনটা অর্থাৎ সৃষ্টিকর্তার মনোনিত ধর্ম কোনটা।
Ekdom right khota ta bolecen apni🥰🥰💜💜💜
Tik bolecen vai
একদম রাইট 100%👍👍👍
- আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।
যা হোক, পৃথিবীর সকল মানবকে সৃষ্টি করেছেন, তাই আল্লাহর এটা সিদ্ধান্ত, আল্লাহর দাবী, হক,
জাকির স্যার আপনাদের ধর্মকে ছোট করেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল তাই তিনি উত্তর দিয়েছেন।
আপনার মনগড়া কথা বললে তো হবেনা আল্লাহ দিন হলো ইসলাম আল্লাহর কাছে একটা ধর্ম গ্রহণ যোগ্য ইসলাম আল্লাহর দুনিয়ায় একটাই ধর্ম পাঠিয়েছেন ইসলাম আর দুনিয়াতে যার ধর্ম আছে সব ধর্ম বানানো ধর্ম নিজে বানিয়েছেন ধর্ম আপনার সঠিক ধর্ম তালাশ করেন সঠিক ধর্ম হলো ইসলাম জাকির নায়েক যা বলেছেন সব কুরআন থেকে বলেছে এটাই সত্য কথা
তোমাদের কাছে বানি পৌঁছে গেছে, মানা না মানা তোমাদের ব্যাপার মুসলিমদের দ্বায়িত্ব শুধু পৌঁছে দেওয়া
আপনার দুইজনকে বলছি এসব ভিডিও রিঅ্যাকশন দেওয়ার আগে ধর্মীয় বিষয়ে আরো পড়াশোনা করা উচিত।
Thanks Zakir naik video daor jonno
জাকির নায়েক ভিডিও বেশি করে দেন
আপনারা দুজনকেই ইসলাম সত্য ধর্মের প্রতি আহবান জানাই।
ডঃ জাকির নায়েক হলেন আল্লাহ তায়ালা সৃষ্টি এক জীবন্ত কম্পিউটার
আরও জাকির নায়েকের লেকচার চাই
আমি নিজে ও মুসলমানের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিচ্ছি দয়া করে নিজে অনুসন্ধান করুন🌹🌹
আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যাকে দিবে না সে হবে না, তাকে যতরকম যুক্তি তর্ক দিবেন না কেন সে বুঝবে না।
হিন্দু ধর্মে হযরত মুহাম্মদ (সা:) এর কথা নিয়ে জাকির নায়েকের এর রিয়াকশন দেবেন প্লিজ।
ডক্টর জাকির নায়েকের কথা 100% সত্যি
জাকির নায়েকের লেকচার আরো শুনবেন তাহলে আপনার অন্তরের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন
আমার জানা মতে হিন্দু, খৃষ্টান,বোদ্ধ,তাদের ধর্মছেড়ে মুসলিম হতে দেখেছি।মুসলিম কোন ব্যক্তি হিন্দু বা খৃষ্টান হয়নি।
ভাই এটা আপনার ভুল ধারণা পৃথিবীর বহু
মানুষ ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্ম বেছে নিয়েছেন
কোরআনে অমুসলিমদের কথা। বেশি বলা হয়েছে। তোমরা কোরআন এপ ইনস্টল করে পড় তাহলে জানতে পারবে। তোমরা কতটা ভুলের মধ্যে রয়েছে।
Apnara tik pothe taklei hoyce
ভালোবাসার আরেক নাম ডঃ জাকির নায়ক
সুন্দর কথা, মানুষকে মানুষ জাজ করবে তার জাগতিক কর্মের দ্বারা কিন্তু সৃষ্টিকর্তা জাজ করবে মানুষ তাকে(স্রষ্টা) সঠিকভাবে চিনেছে কিনা, এটাই তার কাছে মুখ্য।
কারণ তিনি চাইলেই সকল মানুষকে দোষহীনভাবে সৃষ্টি করতে পারতেন, তাই জাগতিক কাজের চেয়ে বিশ্বাসটাই উনার কাছে মুখ্য।
নবী মোহাম্মদ সাঃ কথা হিন্দু ধর্ম গ্রন্থে বলা হয়েছে, এ সম্পর্কে ডাঃ জাকির নায়েকের লেকচার আছে, ভিডিওটা রিয়াকশন দেন,, ইসলাম সম্পর্কে আর বেশি জানার চেষ্টা করুন, ধন্যবাদ দিদি।
যদি মুসলিম হয়ে যান।আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন।ইন্সাআল্লাহ।
আল্লহু গাফুরুর রহিম।
পাপ ক্ষমা করা উচিত নয়
এখানে কিন্তু নিজের মনগড়া কথা বলা হয়নি এখানে আল্লাহতালার দেওয়া কোরআনের কথা বলা হয়েছে সত্যিটা বলা হয়েছে।
দাদা আপনারা কোরান শরিফ বাংলা অনুবাদ গুলো পড়ে বুঝতে পারবেন
আমি জাহান্নামের ভয়ে মুসলিম হয়েছি, এই ভিডিওটার রিয়াকশন চাই।
সকল ধর্মের বই পড়েন, তাহলে বুঝবেন, ভুল না সঠিক সব বুঝে যাবেন।
আপনারা এত সুন্দর ইসলামি আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। সব কিছু জানতেছেন তাও অন্ধকারে থেকে যেতে চাইছেন। যেখানে পবিত্র কুরআন হাদিসের বার বার বলা হয়েছে মূর্তি পূজা করা হারাম, এই পৃথিবীর মালিক একজন তিনি মহান আল্লাহ তায়ালা। যাক আর কিছু বলতে চাই না
আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আমিন
আপু ইসলাম এক আল্লাহকে ইবাদত করতে শেখায়।আর সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তা যখন সর্বশেষ কিতাব নাজিল করে এবং বলে দেয় এটাই তোমাদের পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা তখন আপনাকে সেটাই মেনে নিতে হবে।
তোমাদের রিয়েকশন টা ভালো ছিলো। কিন্তু একটা ভুল কথা বলে ফেললে। সেটা হচ্ছে, এখানে কিন্তু ড. জাকির নায়েক হিন্দু ধর্মকে টানেননি। যিনি প্রশ্ন করেছেন, তিনিই হিন্দু ধর্ম নিয়ে,মূর্তিপুজা নিয়ে প্রশ্ন কিরেছেন
রাইট
যখন আল্লাহ্ পাক আমাদের সকলের পুর্ব পুরুষ হযরত আদম (আ:) সৃষ্টি করে সৃষ্টির সেরা হিসাবে ঘোষনা করেছেন তখন ইবলিশ তা মানতে নারাজ কারন আল্লাহ্ আমাদের পিতা আদম (আ:) শ্রেষ্ঠত্ব দান কররেন তাই তখন ইবলিশ শপথ করে বলেছে হে আল্লাহ্ আদম সন্তান কে সাথে নিয়ে জাহান্নামে যাবো তখন আল্লাহ্ পাক বলেছেন আমি নবী রাসুল প্রেরন করে বনী আদম কে রাস্তা দেখাবো যারা আমার প্রেরিতো নবী রাসুলের পথ অনুসরণ করবে তারা জান্নাতি আর যারা নবী রাসুলের পথ অনুসরণ না করবে তারা তোমার সাথে জাহান্নামে যাবে আমি তোমাকে আর তোমার অনুসারীদের কে দিয়ে জাহান্নাম পরিপুর্ণ করবো।
ধর্ম ভাই একটাই সেটা হলো নিজের ইচ্ছাকে ইশ্বরের কাছে সমার্পন করা। আর ধর্ম শুধু শৃঙ্খলার জন্য নয়। ধর্ম একটা জীবন ব্যবস্থা সেটা রাজনৈতিক, সামাজিক, বৈবাহিক, সবকিছু সবকিছু ধর্মের ভিতরে থাকবে। কারন তোমার জীবন জীবন ব্যবস্থা কেমন হবে সেটা আপনার সৃষ্টিকর্তা ভালো জানেন তাই এটাই চুড়ান্ত জীবন ব্যবস্থা।
জাকির নায়েকের উপর আরও রিয়েকশন দিন
ভাইয়া -আপু আপনারা প্লিজ দয়া করে শ্রেষ্ঠ মানুষেরা পর্ব ৪ এটা রিএকশন দেন প্লিজ।🙏🙏🙏
ধর্ম আসলেই একটায়
আপনারা জাকির নায়েকের কম্পেয়ারিটিভ রিলিজন লেকচার সিরিজ গুলো শুনুন
আল্লাহ সবার কপালে হেদায়েত রাখে না
জি দাদা আমাদের ইসলাম ধর্মেও আছে সব ধর্ম কে সব ধর্মের মানুষ কে সম্মান দিতে হবে
ইসলামের দাওয়াত অন্য ধর্মের মানুষের কাছে পৌছে দিতে হবে।
এরপর যার ভালো লাগবে সে মানবে, যার ভালো না লাগলে মানবে না।
কিন্তু কোন ধর্ম অপমান করা যাবে না।
আপনারা যদি এখনো মুসলমান হন,,তাহলে হয় তো আল্লাহ আগের গুনাহ গুলো মাপ করতে পারেন ❤️❤️❤️❤️
আপু কোন ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ আর একটা কথা হলো যে আপনার যদি ইসলাম ধর্ম ভালো লাগে আপনার মনে যদি কোরআনের বাণী ভালো লাগে থাকে তাহলে তাহলে ভালো আমাদের অনেক হিন্দু ভাই-বোন আছে যারা মুসলমান ধর্ম কে ভালবাসে কিন্তু তারা কখনো নিজের ধর্ম টাকে আপনি চেঞ্জ করতে চায় না এটাও আপনাদের ইচ্ছা আমাদের দাওয়াত দেওয়ার কথা আমরা দাওয়াত দিব আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের ভিডিও দেখি অনেক ভালো লাগে আমি বাংলাদেশ থেকে বলছি
ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
এখানে জাকির নায়েক ত অন্য ধর্মকে ছোট করেন নি, একজন হিন্দু বোন জিজ্ঞেস করেছিল, সে কিন্তু হিন্দু ধর্ম এর কথা বলেনি, কোরআন এ মূর্তি পূজা সম্পর্কে কি বলা আছে সেটা সম্পর্কে বলেছেন।
hello ami Qatar theke dekhchi,from Bangladesh
I love Dr Zakir Naik❣️❣️❣️
লেখাটা পরবেন👉👉👉পৃথিবীতে একজন মানুষের জন্ম যে ধর্মেই হোক না কেন বালেগ হওয়ার পরে তাকে সব ধর্ম সম্পর্কে জানতে হবে.. কারন হলো অামি যেই ধর্মে জন্ম গ্রহন করেছি এই ধর্ম পরিপূর্ণ সঠিক কিনা তা জানতে হবে এবং কোন ধর্ম শ্রেষ্ঠ সেই ধর্মের অনুসারী হতে হবে,,যারা সঠিক ধর্মের অনুসারী হবে তারা দুনিয়া ও পরকালে সফলকামী,,আল্লাহ বলেন আমি মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছি তাই অামাদের জানতে হবে,,অাল্লাহ তায়ালা বলেন ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম...অাপনি এখন ঠিক করেন কোন ধর্মের অনুসারী হবেন.. অাল্লাহ তায়ালা বলেন ব্রেইন মগজের হিসাব হবে পরকালে হাসরের মাঠে
আলহামদুলিল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছে।
Oxford University তে জাকির নায়েকের একটা লেকচার আছে,ওইটা নিয়ে ভিডিও তৈরি করেন।।
আজকে আমার মন ভালনেই এই ভিডিও তে একটা reaction চাই
সঠিক ধর্ম জানতে সব ধর্মের গ্রন্থ গুলা পড়েন। বিশেষ কর হিন্দু ধর্মের বেদ, ইহুদিদের, খ্রিষ্টানদের, মুসলিমদের ধর্ম গ্রন্থ। এই কয়টা ধর্মের গ্রন্থ পড়লেই সঠিকটা পেয়ে যাবেন।
প্রতিটি শিশু মুসলিম হয়েই জন্মগ্রহণ করে কিন্তু মুসলমান ঘরে জন্ম হলে জন্মের পর শিশুর কানে আজান দেয়া হয় আলহামদুলিল্লাহ
ভবিষ্য পুরাণা নিয়ে জাকির নায়েকের রিয়াকশন দেবেন প্লিজ
জাকির নায়েক আপনাদের ধর্ম কে ছোটো করেন নাই আপনারা একটু চিন্তা করেন যে মুর্তির পুজা করেন সেই মুর্তি কি আপনাদের সত্যি কিছু দিতে পারে যেই মুর্তি আপনারা তৈরী করেন সেটা আপনাদের স্রষ্টা হয় কি করে আপনারাই তো তার স্রষ্টা
এখানে কোনো ধর্ম কে ছোট করা হয়নি
কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে
সত্যি টা বলে কাঁদানো টা উত্তম।
আপনারা সব ধর্ম গুলো ভালো ভাবে যাচাই করুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোন টা সঠিক ধর্ম আর কোন টা ভুল।।
আমি জানতাম ড.জাকির নায়েকের উত্তর শুনে এদের কিছু বলার থাকবে না
ধর্ম নিয়ে আরো পড়া শোনা করেন, সকল ধর্ম নিয়ে, তাহলে নিজেই বুজতে পারবেন
সত্যি সবার উপরে, সৃষ্টিকর্তা সবাইকে ভালো মন্দ বোঝার গেয়ান দিয়ে দিছি, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কি সত্যি
আসলে জোরের কিছু নাই আর সম্মান মানে এই না যে আল্লাহ এর আইনের বিরুদ্ধে ধর্ম মানবেন আসলে এখন বুঝতেছেন না কবরে যখন প্রশ্ন করা হবে তখন বুঝবেন আর আফসোস করবেন কারণ সত্যের পথ খুঁজে নিতে হয় কিন্তু আপনারা ভুল পথে আছেন বাবা মা কিংবা প্রজন্মের ঐতিহ্য ধরে রাখতে এমন করছেন আবারো বলছি আপনারা ভুল পথে আছেন পরকালে যখন আটকে যাবেন তখন বুঝবেন আর কিছু বলার নাই আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক ধন্যবাদ ভালো থাকবেন
ইসলামেই আল্লাহ প্রদত্ত একমাত্র সত্য ধর্ম, অন্য সব মানুষের বানানো, যার কোন ভিত্তি নেই।
আল্লাহ নির আকার নোন তিনি তার মতো
আপনারা খব ভালো
আপনারা ইসলামীক ভিডিও দিচ্ছেন এতে আমরাও শিখতে পারছি এবং আপনারাও শিখতে পারছেন, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের আমাদের হয়েছে। আল্লাহর নিকট আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিবো। আল্লাহ বলেছেন কারো ধর্ম কারো উপর চাপিয়ে দিওনা, যারা চাপিয়ে দেয় তাদেরকে আমি নিন্দা জানাই।
আপনাদেরকে ইসলামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
Dr zakir Nike video chai
I love prophet mohammad( sw)
আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে শাস্তি দিবেন না সত্য পৌঁছানো ব্যাতীত।যেমন আপনাদের কাছে পৌঁছে গেল এই ভিডিওর মাধ্যমে।এখন সত্যকে আঁকড়ে ধরা আপনাদের দায়িত্ব।
আপনাদেরকে বলবো প্রথমে বেদের চার খন্ড পড়েন পরবর্তীতে কোরআনের অনুবাদ পড়েন। বলছিনা মুসলিম হয়ে যান, তবে কোরআন পড়ার পর ডিসিশন নিয়েন।
ভাই-বোন তোমরা একবার ভেবে দেখো।