অ্যালোভেরা না থাকলে দুই মুঠো পরিমাণ নিমপাতা এবং চারটি রসুনের কোয়া একসাথে পেস্ট করে একলিটার জলে মিশিয়ে গাছে পর পর তিনদিন স্প্রে করতে হবে আবার একসপ্তাহ পর একই ভাবে স্প্রে করতে হবে ।এই ভাবে যদি স্প্রে করতে থাকো গাছে আর কোনো পোকামাকড় থাকবে না।
Barshar time e ami ekta same yellow hibiscus enechilam....amar otate sab pata jhore geche r notun pata berotei kharab hoe pore jacche. Plant ta ekhono thik achhe but growth ekdam hocche na. Ki treatment korbo pls bolo...
টবের কিনারা বরাবর মাটি কিছুটা পরিমাণ বার করে নাও তারপর টবের ফাঁকা জায়গাতে 250gm গোবরসার অথবা ভার্মিকম্পোস্ট এবং টবের সাইজ অনুযায়ী DAP দানা,এক চামচ চা পাতা একসাথে মিশিয়ে ভর্তি করে দাও,তারপর টব থেকে যে মাটি বার করেছিলেন সেটা আবার উপরে দিয়ে দাও এবং গাছটিকে সম্পুর্ণ সূর্যালোকের মধ্যে রেখে দাও,একদিন ছাড়া জল প্রয়োগ করো,জানুয়ারি মাসের শেষের দিকে নতুন গ্রোথ শুরু হয়ে যাবে।
Thankyou di 🙏🙏
Khub upokar holo go ❤
ধন্যবাদ
Love you dear 💕💕💕💕💕💕 thank you so much
Most welcome
চলে এলাম তোমার পরিবারে
গোবর সারের জায়গাতে ভার্মি কম্পোস্ট দেওয়া যাবে? খোলাম খুঁচি কি দিয়ে বানান জানাবেন
ভার্মিকম্পোস্ট ব্যবহার করা যাবে,পুরানো টব ভাঙা দিয়ে খোলাম কুচি তৈরি করি।
ধন্যবাদ
@@Naturewithlabani thank you r didivai jader barite alovera gach nei tara ki use krbe spray krte?
অ্যালোভেরা না থাকলে দুই মুঠো পরিমাণ নিমপাতা এবং চারটি রসুনের কোয়া একসাথে পেস্ট করে একলিটার জলে মিশিয়ে গাছে পর পর তিনদিন স্প্রে করতে হবে আবার একসপ্তাহ পর একই ভাবে স্প্রে করতে হবে ।এই ভাবে যদি স্প্রে করতে থাকো গাছে আর কোনো পোকামাকড় থাকবে না।
@@Naturewithlabani achaa ধন্যবাদ।
সপ্তাহে একদিন করে নিম অয়েল ব্যবহার করি
Barshar time e ami ekta same yellow hibiscus enechilam....amar otate sab pata jhore geche r notun pata berotei kharab hoe pore jacche. Plant ta ekhono thik achhe but growth ekdam hocche na. Ki treatment korbo pls bolo...
টবের কিনারা বরাবর মাটি কিছুটা পরিমাণ
বার করে নাও তারপর টবের ফাঁকা জায়গাতে 250gm গোবরসার অথবা ভার্মিকম্পোস্ট এবং টবের সাইজ অনুযায়ী DAP দানা,এক চামচ চা পাতা একসাথে মিশিয়ে ভর্তি করে দাও,তারপর টব থেকে যে মাটি বার করেছিলেন সেটা আবার উপরে দিয়ে দাও এবং গাছটিকে সম্পুর্ণ সূর্যালোকের মধ্যে রেখে দাও,একদিন ছাড়া জল প্রয়োগ করো,জানুয়ারি মাসের শেষের দিকে নতুন গ্রোথ শুরু হয়ে যাবে।
দিদি শীতের কুয়াশায় কি গাছ কি ঢেকে রাখতে হয়?
ঢেকে রাখতে হবেনা।
গাছের টপ তো সবসময় ভিজে থাকছে
জল দিতেই লাগছে না
রিপোর্টিং করার পর গাছ শুকিয়ে গেছে ড্রেনহোল ঠিক আছে জল দিলে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু মাটি সব সময় ভিজে থাকছে
মাটিতে কি কি উপাদান মিশিয়ে ছিলে?
প্রথমে গাছের গোড়া থেকে পুরো মাটি ছাড়িয়ে নিয়ে তারপর মাটিতে 50% ভারবি কম্পোজ দিয়ে আর কোকোপিট মিশিয়ে রিপোরটিং করেছিলাম