Seaweed অথবা PGR গাছ প্রতিস্থাপন করার অন্তত 10 দিন পর থেকে প্রয়োগ করলে ভালো হয়,গাছ প্রতিস্থাপন করার পর প্রথম যে কুঁড়িটা আসবে সেটা যদি কেটে দাও তাহলে গাছের গ্রোথ আরো ভালো হয়।
আমি এই গাছ গুলি আমাদের বাড়ির কাছেই একটি নার্সারী থেকে কিনেছিলাম ওনারা ID সঠিক বলতে পারেন নি,তাই সবগুলোর ID আমি সঠিক বলতে পারবোনা ।সেই কারনে আমি কোনও ভিডিও তে ID উল্লেখ করিনা।
গাছে micronutrients spary করো এবং টবের মাটিতে সরষের খোল জল প্রয়োগ করো,কি কি উপাদান দিয়ে সরষের খোল জল তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিয়ে তৈরি করে গাছে গাছে প্রয়োগ করলে ফুলের সাইজ বড় হবে।আমি লিঙ্ক দিলাম th-cam.com/video/_YkwwRqEnbU/w-d-xo.htmlsi=Pcbj0jx0bsJGt2jk
গোলাপ গাছের সম্পুর্ণ মাসের পরিচর্যার ভিডিও আছে দেখে পরিচর্যা করো এবং গাছের রুট ট্রিটমেন্ট করো কারণ গোলাপ গাছের রুটের যদি বৃদ্ধি না হয় তাহলে গোলাপ গাছ কখোনই বৃদ্ধি পাবেনা,রুট ট্রিটমেন্টের লিঙ্ক দিলাম দেখে রুট ট্রিটমেন্ট অবশ্যই করো th-cam.com/video/vOeIaeEdkns/w-d-xo.htmlsi=OTDE2s89g4yl2q9A
তোমার টবের মাটি কি খুব বেশি ভিজে হয়ে আছে? যদি খুব বেশি ভিজে হয়ে থাকে তাহলে আর জল দিওনা,টবের মাটি ভালো করে খুসে দেবে তারপর সম্পুর্ণ সূর্যালোকের মধ্যে রেখে দেবে,জল খুব ভালো করে শুখনো হলে তবে আবার জল দেবে,যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো গাছ থেকে তুলে দূরে কোথাও ফেলে দেবে,তারপর গাছে যে কোনো funguside spary করবে,ঠিক তার দুই দিন পর কীটনাশক প্রয়োগ করবে। মিরাকুলান 100 ml এর দাম 100 টাকা ছিল।
নমস্কার madam আমার গোলাপ গাছ গুলিতে first flash complete হয়ে গেছে তারপর আমি light pulling করে দিয়েছি গাছে ছোট ছোট sprouting দেখা দিয়েছে বেশ কিছু সপ্তাহ হয়ে গেল কিন্তু কিছুতেই sprouting গুলি growth নিচ্ছে না এই রকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি কি করবো বুঝতে পারছিনা যদি কিছু help করেন আমাকে তাহলে আমি খুব উপকৃত হব
গ্রোথ না হওয়ার পিছনে অনেক কারন থাকতে পারে,1no-খাবারের অভাবের জন্য 2 no - fungus problem হতে পারে,3 no- pest এর আক্রমন এর ফলে ও হতে পারে, Pest এর আক্রমন হলে কচি পাতা কালো হয়ে যাবে অথবা পাতা কুঁকড়ে যাবে,যদি pest এর আক্রমন না হয় তাহলে টবের মাটিতে মিশ্র সার প্রয়োগ করতে হবে এবং যে কোনও একটি PGR গাছে স্প্রে করুন গাছের গ্রোথ হবে।
দিদি সবে মাএ প্রতিস্থাপন করা গোলাপ গাছে seaweed and pgr ki dao jaba
Seaweed অথবা PGR গাছ প্রতিস্থাপন করার অন্তত 10 দিন পর থেকে প্রয়োগ করলে ভালো হয়,গাছ প্রতিস্থাপন করার পর প্রথম যে কুঁড়িটা আসবে সেটা যদি কেটে দাও তাহলে গাছের গ্রোথ আরো ভালো হয়।
Awesome maam you and your garden keep it up thousand like from my side
Thank you so much
দিদি আমি গোপাল গাছে কুঁড়ি পারে যাচ্ছে
কুঁড়ি তে মাকড়ের আক্রমন হয়েছে তাই কুঁড়ি পড়ে যাচ্ছে,Confidor অথবা কাকা কীটনাশক প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার।
Kon kon ID apnar garden a ache, tar upor ekta video shoot korun.
আমি এই গাছ গুলি আমাদের বাড়ির কাছেই একটি নার্সারী থেকে কিনেছিলাম ওনারা ID সঠিক বলতে পারেন নি,তাই সবগুলোর ID আমি সঠিক বলতে পারবোনা ।সেই কারনে আমি কোনও ভিডিও তে ID উল্লেখ করিনা।
Thankyou di,onek upokar holo 🙏❤️
Welcome sister 💝
Nice vedeo 🎉🎉Amer notun Gase full sunlight pore terporo fullf fote coto coto
গাছে micronutrients spary করো এবং টবের মাটিতে সরষের খোল জল প্রয়োগ করো,কি কি উপাদান দিয়ে সরষের খোল জল তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিয়ে তৈরি করে গাছে গাছে প্রয়োগ করলে ফুলের সাইজ বড় হবে।আমি লিঙ্ক দিলাম
th-cam.com/video/_YkwwRqEnbU/w-d-xo.htmlsi=Pcbj0jx0bsJGt2jk
Didi thips and mites insecticide ki dibo
এই সমস্যার সমাধান Imidacloropid গ্রুপের যে কোনও ওষুধ আমি confider pesticide ব্যবহার করি আমার গাছে।
Didi tumi arpor aktu indoor plant nea video korbe??khub valo hoi
👍
Amar golap gache groth niche na ki kortechobe akhun.
গোলাপ গাছের সম্পুর্ণ মাসের পরিচর্যার ভিডিও আছে দেখে পরিচর্যা করো এবং গাছের রুট ট্রিটমেন্ট করো কারণ গোলাপ গাছের রুটের যদি বৃদ্ধি না হয় তাহলে গোলাপ গাছ কখোনই বৃদ্ধি পাবেনা,রুট ট্রিটমেন্টের লিঙ্ক দিলাম দেখে রুট ট্রিটমেন্ট অবশ্যই করো
th-cam.com/video/vOeIaeEdkns/w-d-xo.htmlsi=OTDE2s89g4yl2q9A
New kuri ber hoy tarpore kurir uporer side shukiye jay ebong aar kuni new growth hoy na. Any solution?
গোলাপ গাছে খুব মাকড়ের আক্রমন হয় তাই প্রতি সপ্তাহে confider অথবা kaka কীটনাশক প্রয়োগ করলে এই সমস্যা আর হয়না ।
গোলাপ গাছের কলম কি অ্যলা ডালের সঙ্গে করা হয়?
হাইব্রিড গোলাপ গাছের কলম দেশি গোলাপ গাছের সাথে করা হয়।
Seaweed to rashayanik na ??Tay na?
Seaweed রাসায়নিক নয় যেহেতু রাসায়নিক সার DAP সাথে মিশিয়ে প্রয়োগ করেছি সেই কারণেই রাসায়নিক সার বলেছি।
Oo achha
দিদি গোলাপ গাছের পাতা হলুদ হয়ে খুলে যাচ্ছে এবং শুকনো হয়ে যাচ্ছে কি করি
কিছু ভালো , কম দামের কিছু ভালো কিটনাশক কি আছে
আর ,milraculan prise
তোমার টবের মাটি কি খুব বেশি ভিজে হয়ে আছে? যদি খুব বেশি ভিজে হয়ে থাকে তাহলে আর জল দিওনা,টবের মাটি ভালো করে খুসে দেবে তারপর সম্পুর্ণ সূর্যালোকের মধ্যে রেখে দেবে,জল খুব ভালো করে শুখনো হলে তবে আবার জল দেবে,যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো গাছ থেকে তুলে দূরে কোথাও ফেলে দেবে,তারপর গাছে যে কোনো funguside spary করবে,ঠিক তার দুই দিন পর কীটনাশক প্রয়োগ করবে।
মিরাকুলান 100 ml এর দাম 100 টাকা ছিল।
@Naturewithlabani কি কিটনাশক দিবো
Confider pesticide প্রয়োগ করতে পারো অথবা কাকা কীটনাশক প্রয়োগ করতে পারো, যে কোনও একটি তবে funguside কিন্ত অবশ্যই প্রয়োগ করবে।
নমস্কার madam আমার গোলাপ গাছ গুলিতে first flash complete হয়ে গেছে তারপর আমি light pulling করে দিয়েছি গাছে ছোট ছোট sprouting দেখা দিয়েছে বেশ কিছু সপ্তাহ হয়ে গেল কিন্তু কিছুতেই sprouting গুলি growth নিচ্ছে না এই রকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি কি করবো বুঝতে পারছিনা যদি কিছু help করেন আমাকে তাহলে আমি খুব উপকৃত হব
গ্রোথ না হওয়ার পিছনে অনেক কারন থাকতে পারে,1no-খাবারের অভাবের জন্য
2 no - fungus problem হতে পারে,3 no- pest এর আক্রমন এর ফলে ও হতে পারে,
Pest এর আক্রমন হলে কচি পাতা কালো হয়ে যাবে অথবা পাতা কুঁকড়ে যাবে,যদি pest এর আক্রমন না হয় তাহলে টবের
মাটিতে মিশ্র সার প্রয়োগ করতে হবে এবং যে কোনও একটি PGR গাছে স্প্রে করুন
গাছের গ্রোথ হবে।