নদী ভাঙনে সম্পদশালী থেকে পথের ফকির হয়ে ঘুরছে ফলিমারী চরের যে মানুষ || Folimari Char, Episode 03

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • এককালে মাঠ ভরা চাষের জমি ছিলো, গোয়াল ভরা গরু-মহিষ ছিলো, অর্থ ছিলো, বিত্ত ছিলো, নদী ভাঙনে সব হারিয়ে এখন পথের ফকির। পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছেন ফলিমারী চরের এমন এক ব্যক্তি। আর সেই বাস্তবতাই তুলে ধরেছি এই ভিডিওতে।
    Background Music : Biplab Barua
    Contact :
    sumonmcj@yahoo.com
    #folimari_char #lalmonirhat

ความคิดเห็น • 606

  • @sagorahmed6527
    @sagorahmed6527 ปีที่แล้ว +91

    আরেকটা রিকোয়েস্ট সুমন ভাই আপনে এই রকম কিছু মানুষের পাশে দাঁড়ান তাদের জন্য কিছু করেন, এই মানুষগুলোকে সাহায্য করার মতো কেউ নেই ভাই আপনে যেখানেই যান,,যখনই এইরকম অসহায় মানুষ দেখতে পাবেন তখন পারলে কিছু তাদের সাহায্য করবেন সুমন ভাই,,আমার রিকোয়েস্ট থাকলো সবার ভালোবাসার মানুষ কলিজার টুকরা হয়ে যাবেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন,,,আল্লাহ কখনো আপনের মানিব্যাগ খালি করবে না দুয়া করি 🥰🥰🥰

    • @shazzadrahman7207
      @shazzadrahman7207 ปีที่แล้ว

      Right vi

    • @xtra956
      @xtra956 ปีที่แล้ว

      Ai koster kata guli suney amar chukey jol asey porlo

    • @sagorahmed6527
      @sagorahmed6527 ปีที่แล้ว

      @@xtra956 😪😪

    • @shahparansharif
      @shahparansharif ปีที่แล้ว +2

      আমারও একি কথা। ইউটিউব থেকে প্রতি মাসে না হলে ও ২-৩ লাখ টাকা ইনকাম করে। কিন্তু কাউকে সাহায্য করে না।

    • @rkrrobin7646
      @rkrrobin7646 ปีที่แล้ว +10

      @@shahparansharif সুমন ভাই তার সাধ্যমত সব সময় করে থাকেন। বরং তার মতো ব্লগার দেশে খুজে পাওয়া যায়না। আসলে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

  • @abdulkaderripan1502
    @abdulkaderripan1502 ปีที่แล้ว +34

    পর্ব ৪ এর অপেক্ষায়।
    শুধু সেই দুই জন বৃদ্ধ মানুষদের দেখার জন্য।

  • @sagorahmed6527
    @sagorahmed6527 ปีที่แล้ว +36

    চর খানপুরের মত মায়াই পড়ে গেলাম এই মায়ামাখা গ্রামের রূপ দেখে,🥰,গ্রামের সহজ সরল মানুষগুলো কতই না কষ্ট করে বসবাস করছে এই চরে,,,দেখে খুব কষ্ট লাগলো 😪😥😪

  • @LifeLessonswithVideo
    @LifeLessonswithVideo ปีที่แล้ว +40

    মানুষের দুঃখে তুমি পাশে থাকো; সৃষ্টিকর্তা তোমার দুঃখে পাশে থাকবে.!😊
    - ইনশাআল্লাহ্.!❤,🌸

  • @nazibulmallick999
    @nazibulmallick999 ปีที่แล้ว +30

    ফলিমারী চরের সহায় সম্বলহীন মানুষদের জন্য এই কঠিন সময়ে সুশীল সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য একান্ত প্রয়োজন। ইন শা আল্লাহ তাঁহারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
    আসসালামু আলাইকুম সালাহউদ্দীন সুমন ভাইয়া।
    ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।

    • @nazibulmallick999
      @nazibulmallick999 ปีที่แล้ว +1

      @Kamal Bd বাংলাদেশের বাকী অংশের বিত্তবানদের এগিয়ে আসার কথা বলেছি।

  • @ashrafulislam2404
    @ashrafulislam2404 ปีที่แล้ว +29

    দুনিয়ার মানুষ গুলি আজ আমরা খুবি স্বার্থপর হয়ে গেছি।এতটাই স্বার্থপর হয়েগেছি পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকলেও আমরা কিছু মনে করিনা।আমরা ঠিকি পেট ভরে খাই।দেখে না দেখার অভিনয় করি।আগের মানুষ গুলি অনেক ভাল ছিল তাদের মন কাঁদা মাটির মত নরম ছিল।আর বর্তমানে আমাদের মন পাথরের চাইতে শক্ত। তাই কারু কিছুতে যায় আসেনা আমাদের।

    • @yunushawlader2367
      @yunushawlader2367 ปีที่แล้ว

      ভাই আসসালামুয়ালাইকুম,, সত্যি কথা বলেছেন,, মানুষের মধ্যে থেকে আজ মনুষ্যত উঠে গেছে,, দুনিয়ার মানুষ গুলো খুবই স্বার্থপর হয়ে গেছে,,যে যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন কোন প্রতিবেশী খাবারের অভাবে মারাও যায়,কার কি যায় আসে,, কথায় আছে আগে নিজেকে বদলান দেখবেন সমাজ বদলে যাবে,,আজ যদি পাশের মানুষ একে অপরের দুঃখ কষ্টের খোঁজ খবর নিতে,, তাহলে আজ সমাজের এ অবস্থা হতো না ,,কি তাদের জীবন সামান্য কচু শাক বিক্রি করে আট টাকা দিয়ে তারা সন্তুষ্ট,, অথচ আমাদের দেশের অনেক অনেক লোক আছে যারা প্রতিদিন হাজার হাজার টাকা অসামাজিক কার্যকলাপ খরচ করে,,অথচ এ থেকে সামান্য কিছু টাকা দিলেই তারা তাদের নিজেদের জীবন যাপন কে পরিবর্তন করতে পারেন,,এর জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে,, কেউই পার পাবো না,, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন,, আমিন

    • @nayonbhuiyan5549
      @nayonbhuiyan5549 ปีที่แล้ว +1

      Bhai Ami kosto pacci

    • @ashrafulislam2404
      @ashrafulislam2404 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ইউনুস ভাই।

  • @abulmannan4877
    @abulmannan4877 ปีที่แล้ว +32

    সুমন ভাই আগের পর্বে দেখতে চোখে পানি চলে এসেছিল আজ ঐ বৃদধ ভাই বোনের জীবন কাহিনী শুনে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গেঞ্জি ভিজতে শুরু করেছে বুঝতে পারি নাই সত্যি ভাই আপনি একজন মহান ব্যক্তি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সবশেষে পরের ভিডিওর জন্য অপেক্ষা করছি

  • @sujitgiri5734
    @sujitgiri5734 ปีที่แล้ว +21

    দাদা আমি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দেখছি। আমি নিয়মিত আপনার সকল ভিডিও দেখে থাকি দাদা সত্যি কার অর্থে আজকের এই পর্বটি দেখে আমি আপনার অনেক বড় ভক্ত হয়ে গেলাম। দাদা তুমি এই রকম মহৎ কাজ চালিয়ে যাও আমারা সব সময় আপনার পাশে আছি। আমার খুব ইচ্ছে অন্তত একবারের জন্য হলেও আপনার সাথে দেখা করার। ভগবান তুমার ম‌ঙ্গল করুক।

    • @nekbar2521
      @nekbar2521 11 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @belamultimedia
    @belamultimedia ปีที่แล้ว +8

    ইনশাআল্লাহ, আমি এই চরে একদিন আসবো, আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়াতে।

  • @dipankarsinha4559
    @dipankarsinha4559 ปีที่แล้ว +17

    ধরলা পারের বৃত্তান্ত ! সচক্ষে দেখলাম চরবাসী মানুষের দুঃখ বেদনার গাথাকাব্য। সুখে থাক সীমান্তের ওপারের মানুষ গুলি। ------------------------ কলকাতা, ভারত থেকে।

  • @budhadevmoitra3669
    @budhadevmoitra3669 ปีที่แล้ว +18

    Suman, "Falimari Char" river erosion report based presentation is of international level. If you send it to National Geographic, I feel,they will gladely accept the presentation.

  • @mdjaved-xk3eu
    @mdjaved-xk3eu ปีที่แล้ว +12

    আমাদের সরকারের এই সবের দিকে কোন খেয়ালে নেই অনেক খারাপ লাগল দেখে এদের জিবনে এত কষ্ট😥😥

  • @anwarhussen737
    @anwarhussen737 ปีที่แล้ว +13

    নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা , ছোট বেলায় বড়দের কাছ থেকে শুনেছিলাম, আর এখন বাস্তবে তা দেখতে পেলাম 😥, আপনাদের জন্য দোয়া আর আর্শীবাদ রইল , আসল সংগ্রামী মানুষ বলে উনাদেরকেই।

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 ปีที่แล้ว +13

    মনুষ্যত্ব মানবিকতা বিবেক বোধ এখনো হারিয়ে যায়নি এই ছিন্নমূল মানুষগুলোর
    মন থেকে। এই মানুষগুলোর দুর্দশা দেখে খুব কষ্ট পেলাম। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আপনার মানবিকতা মুগ্ধ করল।
    ঈশ্বর আপনাকে শক্তি দান করুন। ধন্যবাদ।

  • @goldenfox7514
    @goldenfox7514 ปีที่แล้ว +10

    ভিডিওটা দেখে চোখে জল চলে এলো,সত্যি পৃথিবীতে কতধরণের মানুষ রয়েছে ভাবলেই অবাক লাগে 😢।
    কত কষ্ট এদের😭
    এভাবেই এই মানুষগুলোর পাশে থাকবেন দাদা, ভারতবর্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার জন্য।
    ভগবান আপনার মঙ্গল করুক 🙏🙏

  • @TariqulIslam-vg8wx
    @TariqulIslam-vg8wx ปีที่แล้ว +5

    ঘর নাই,খাবার নাই অথচ উনি কচু এমনিতেই দিয়ে দিচ্ছেন।আল্লাহ তুমি এই নিরীহ মানুষদের সহায় হও।
    আল্লাহ যদি আমাকে সেই সামর্থ্য দেয় তাহলে এমন মানুষের পাশে থাকতে চাই,কিছু করতে চাই।

  • @mdsahebmdsaheb5469
    @mdsahebmdsaheb5469 ปีที่แล้ว +10

    এই সব মানুষ আমাদের লালমনিরহাট জেলার অতি দরিদ্র মানুষ আল্লাহ তাদের তুমি রক্ষা করো

  • @pal152001
    @pal152001 ปีที่แล้ว +53

    আজ কালি পুজোর সন্ধ্যেতে মনটা ভারাক্রান্ত হলো। খুব ভালো কাজ করছেন সুমন ভাই। জীবন যুদ্ধের চরম অবস্থা দেখানোর জন্য ধন্যবাদ।

    • @anupbiswas6833
      @anupbiswas6833 ปีที่แล้ว +3

      ভাই আমি আপনার সবগুলো ভিডিওই আমি দেখি। কিন্তু আজকের মতো এতো কষ্ট পাই নাই কোনো ভিডিও তে। সত্যিই আজ যে ধনী কাল সে ফকির!😭

    • @playcricketofficialchannel2777
      @playcricketofficialchannel2777 ปีที่แล้ว +1

      দাদা আমি মুসলিম তবে কালীপূজাতে আমার বন্ধুদের সঙ্গে অনেক মজা করেছি।

    • @ornov7977
      @ornov7977 ปีที่แล้ว

      @@playcricketofficialchannel2777 Toi muslim noi toi akta soitan(😡😡😠😠😠

    • @pal152001
      @pal152001 ปีที่แล้ว

      @@playcricketofficialchannel2777 খুব ভালো ভাই।

    • @playcricketofficialchannel2777
      @playcricketofficialchannel2777 ปีที่แล้ว

      thanks

  • @ashikasmed6963
    @ashikasmed6963 ปีที่แล้ว +10

    আহ চোখে পানি এসে গেছে 😥😥 মানুষ দু বেলা খাওয়ার জন্য কত কস্ট করে জীবনে চলে আর ওরা কত সহল সরল মনের মানুষ আল্লাহ তাদের তুলনায় আল্লাহ কত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি উনাদের কে সব সময় রিজিক দিয়ে ভরে দিও সব সময় ভালো রেখো আমিন ছুম্মা আমিন

  • @arindommallick5330
    @arindommallick5330 ปีที่แล้ว +6

    শহরের ইট সিমেন্টের বাড়িতে শান্তি নেই ভাই মনে হয় চরে গিয়ে বাস করি ফলিমারি চর খুব সুন্দর ভালো লাগছে ভিডিও গুলো দেখতে ভালো থেকো টাটা ।

  • @syedmahmud1224
    @syedmahmud1224 ปีที่แล้ว +10

    সালাউদ্দিন সুমন ভাই, চোখ দিয়ে পানি চলে এলো। আহা জীবন আহারে জীবন

  • @sahelyhaque4081
    @sahelyhaque4081 ปีที่แล้ว +8

    দেখে চোখে পানি চলে এসেছে , লিখার ভাষা হারিয়ে ফেলেছি , আল্লাহর কাছে প্রার্থনা যেন তাদের ঠাঁয়ের ব্যবস্থা হয় আর দুই বেলা পেট ভরে খেতে পায় , বাকি জীবন আর কষ্ট না পায়

  • @md.mostafizurrohoman7952
    @md.mostafizurrohoman7952 ปีที่แล้ว +4

    *আহহা! নদীর এ কুল ভাংগে ও কুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা....😣😣😥😥😣😣😥😥..*

  • @jhumurbala9857
    @jhumurbala9857 ปีที่แล้ว +5

    সুমন ভাই আপনাকে উপরওয়ালা এমন সামর্থ্য দিন যেনো এমন দুর্দশায় থাকা মানুষ গুলোর পাশে দাঁড়াতে পারেন। এমন জায়গায় আপনি পৌঁছান একদিন সারা দুনিয়ার মানুষ আপনাকে সার্চ করে আপনার ভিডিও দেখবে। ভালো থাকবেন।

  • @bestgraftingtechniques
    @bestgraftingtechniques ปีที่แล้ว +12

    গ্রাম বাংলার জীবন চিত্র এত সুন্দর ভাবে তুলে ধরেন যা একেবারে অসাধারণ ||

  • @jobayer.ahmed2575
    @jobayer.ahmed2575 ปีที่แล้ว +10

    দুই বৃদ্ধ-বৃদ্ধার সিনটা দেখে চোখের এক কোনে পানি চলে এসেছে, মানুষ কতটা কষ্ট করে জীবনের তাগিদে , ওদের তুলনায় আল্লাহ আমদের কতইনা ভালো রেখেছে, ( আলহামদুলিল্লাহ)

  • @abubakar.siddiquesarkar7025
    @abubakar.siddiquesarkar7025 ปีที่แล้ว +8

    এতো কষ্ট শেষ জীবনে ভাবা যায়! আল্লাহ সহায় হোন।

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 ปีที่แล้ว +7

    সুমন ভাইয়া, সত্যি আপনার এই ভিডিওটি দেখে আমার মনে দুঃখ লাগলো গ্ৰাম বাংলার দুঃখী মানুষের জীবন যাপন দেখে।
    তাদের প্রতি আমার মনে সহানুভূতিশীল জন্ম জমেছে।
    মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে আকুল আবেদন করছি, তিনি যেন এই দুঃখী মানুষদের নিজের হেফাজতে রাখেন। আমিন।

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone ปีที่แล้ว +3

    যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡

  • @emdadulhoque6217
    @emdadulhoque6217 ปีที่แล้ว +7

    আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো ভাই,আপনার মতো মানসিকতার মানুষ,যদি প্রতিটি দেশের রানীতিবিদরা হতেন কতনা ভালো হতো,

  • @potheprantore9478
    @potheprantore9478 ปีที่แล้ว +1

    আমিও গিয়েছিলাম ওখানে। এই চরকে সাবলম্বী করতে ক্রিস্টাল ওপেন স্কাউটের শাহরিয়ার স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি ৩দিন সার্ভে করেছিলাম চরের মানুষদের জীবনযাপনের উপর। তাদের কষ্টের অনেকটা আমার জানা। সত্যি খারাপ লাগে মানুষের অসহায়ত্বের গল্প গুলো শুনলে।

  • @DubaiKing2
    @DubaiKing2 ปีที่แล้ว +20

    শুধু অর্থ সম্পদ থাকলেই ধনী হয় না । মনের দিক দিয়ে যারা বড় হয় তারাই প্রকৃত ধনী। তাদের কষ্টের কথা শুনে মনের অজান্তেই চোখের পানি চলে আসলো

  • @helloearth9413
    @helloearth9413 ปีที่แล้ว +2

    ভাই আপনার ভিডিও দেখে উপকৃত হইলাম।
    এই ভিডিও দেখে জীবন চলতে সহায়ক হবে।
    আপনাকে ধন্যবাদ।

  • @mdsohelhossain6459
    @mdsohelhossain6459 ปีที่แล้ว +5

    হে আল্লাহ্ আপনিই অসহায়দের একমাত্র আশ্রয়স্থল।

  • @mdbillalhossein8684
    @mdbillalhossein8684 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম এইসব চর এলাকার গরম গরিব মানুষ দৃশ্যগুলা দেখলে মনে খুবই কষ্ট লাগে ধন্যবাদ সুমন ভাই

  • @creationMK
    @creationMK ปีที่แล้ว +3

    জানালা দরজা সব বন্ধ তাও বাইরের ভ'য়াব'হ বাতাস আর বৃষ্টির শব্দে বুক কেঁ!পে উঠতেছে। পথে থাকা মা'নু'ষ আর কুকুর বিড়ালগুলোর না জানি কি অবস্থা! 🙂

  • @razayekhan3127
    @razayekhan3127 ปีที่แล้ว +7

    কত কষ্টের মধ্যে কত্ত বড় মন তাদের।😢

  • @লিখনরায়
    @লিখনরায় ปีที่แล้ว +4

    নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম ভাই ভিডিও দেখতে, পুরো ভিডিও টা এখন মনোযোগ দিয়ে দেখবো ভাই

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ💕

    • @লিখনরায়
      @লিখনরায় ปีที่แล้ว

      @@SalahuddinSumon অনেক অনেক ধন্যবাদ ভাই আমার কমেন্ট এর রিপ্লাই দেয়ার জন্য । সত্যি আপনার কথা অনুসারে বলতে হয় এই দ্বীপের অভ্যন্তরের মানুষ এর অবস্থা মন দুঃখ ভারাক্রান্ত করে দেয় 😢
      একই জেলার বাসিন্দা হয়েও এই চরের মানুষ এর জীবন যাত্রা সম্পর্কে কোনো ধারণা ছিলো না এতদিন, আপনার মাধ্যমে এই চরের সম্পর্কে জানা যাচ্ছে । অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য । ফলিমারি চরের বাকি পর্বগুলোর অপেক্ষায় রইলাম

    • @md.salmanfarsi
      @md.salmanfarsi ปีที่แล้ว

      ​@@SalahuddinSumon পারলে ওনাদের কিছু সহযোগিতা করুন।ওই গ্রামের সকল এমন গরীবদের পাশে দারান আল্লাহ পরকালে আপনার পাশে থাকবে ভাই।😭😭😭😭

  • @almamun1112
    @almamun1112 ปีที่แล้ว +2

    হায়রে মানুষের জীবন কত বিচিত্রাময়, জীবন কতটা কষ্টের আর সংগ্রামী তা এদের দেখলে বোঝা যায়, ধন্যবাদ সুমন ভাই কে, একটা অনুরধ যদি পারেন বিকাশের মাধ্যমে সবার কাছ কিছু টাকা নিয়ে চরের লোকদের সাহিয্য করুন, আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

  • @hasanmizi2854
    @hasanmizi2854 ปีที่แล้ว +2

    Apnar number ta den ami Saudi Arabia theke bolteci vai

  • @DVST23
    @DVST23 ปีที่แล้ว +7

    This video made me cry. The life of senior citizens and the guy who lost his parents, can't even make a supplication from their graveyard as the river is about to demolish that part of the land, too. Only Allah SWT can help those people. A great appreciation goes to Sumon bhai for making a spectacular blog. Keep doing this kind of good work bhai

  • @milonhossain4914
    @milonhossain4914 ปีที่แล้ว +3

    এ জন্যই হাদিসে বলেছে তুমি যেমন আছো বলো আলহামদুল্লিলাহ বলো।
    আর তোমার থেকে যারা যারা দুর অবস্থাই আছে তাদের দিকে তাকাই দেখো ।
    তাদের থেকে তুমি অনেক সুখে আছো শান্তিতে আছো। এই ভিডিও চিত্র দেখার পর থেকে ভাবছি যে আমি কত সুখে আছি আলহামদুল্লিলাহ।

  • @mdsaifulkhan1338
    @mdsaifulkhan1338 ปีที่แล้ว +4

    সুমন ভাই আপনি কি এখন আর "সময় টিভিতে" চাকুরী করেন না???

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 ปีที่แล้ว +4

    আল্লাহ তা'আলা এই নদীর ভাঙ্গন থেকে সকলকে রক্ষা করুক আমিন

  • @nelsoncakma8213
    @nelsoncakma8213 ปีที่แล้ว +2

    Vai....apnar vedio dekhe kub emotional Hoye gelam....apnar proti valobasa roilw....sundor protibedon

  • @amirhasan330
    @amirhasan330 ปีที่แล้ว +2

    পদ্মানদীর মাঝি গল্পে আছে নদী আমাদের যা দিয়েছে তার চেয়ে কেড়ে নিয়েছে বেশি।

  • @muhammadhasinoorrahman7300
    @muhammadhasinoorrahman7300 ปีที่แล้ว +1

    নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, ‍হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই নিজের বিলাদত শরীফ উনার আলোচনা মুবারক করেছেন।
    =================================================
    উত্তর: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার সুমহান বিলাদত শরীফ সর্ম্পকে আলোচনা করেছেন-
    দেশের সকল মাদ্রাসাসমূহে পঠিত হাদীছ শরীফ-এর বিখ্যাত ও নির্ভরযোগ্য কিতাব “মেশকাতুল মাছাবীহ এর ৫১৩ পৃষ্ঠায় “ ফাযায়েলে সাইয়্যিদুল মুরসালীন ” নামক অধ্যায়ে উল্লেখ আছে,
    عن حضرت عرباض بن سارية رضى الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال انى عبد الله وخاتم النبيين وان آدم لمنجدل فى طينته وسأخبركم عن ذلك دعوة أبى ابراهيم عليه السلام وبشارة حضرت عيسى عليه السلام ورؤيا امى التى رأت، وكذلك امهات النبيين يرين، وأن ام رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام
    অর্থ: “হযরত ইরবাজ ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তখন থেকে আল্লাহ পাক উনার আবদ তথা হাবীব এবং আমি খাতামুন নাবিইয়ীন তথা আখিরী নবী নিশ্চয়ই যখন হযরত আদম আলাইহিস সালাম তিনি মৃত্তিকায় অবস্থান করছিলেন। তোমাদের নিকট খবর পৌঁছেছে ওই ব্যাপারে যে আমি হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার দোয়া মুবারক, আমি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সুসংবাদ এবং আমি আমার মা (হযরত আমিনা আলাইহাস সালাম) উনার স্বপ্ন মুবারক। যা আমার সম্মানিত মা জননী তিনি মুবারক স্বপ্ন দেখেছেন অনুরূপ স্বপ্ন হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের জননীগণ উনারাও দেখেছিলেন। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ-এর ক্ষনে উনার সম্মাণিত মা হযরত আমিনা আলাইহাস সালাম তিনি এক নূর মুবারক দেখতে পান। সেই নূর মুবারক-এর আলোয় শাম তথা সিরিয়ার রাজ প্রাসাদ আলোকিত হয়েছিলো। সুবহানাল্লাহ!
    (সহীহ ইবনে হিব্বান: হাদীস ৬৪০৪, মুসতাদরেকে হাকীম: হাদীস ৩৬২৩, সিয়ারু আলামীন আননুবুলা পৃষ্ঠা ৪৬, মুসনাদে তয়লাসী: হাদীস ১২৩৬, মুসনাদে বাযযার ৪১৯৯, দালায়েলুন নুবুওওয়াত-১ম খন্ডের ৮৩ পৃষ্ঠা ,শোয়াবুল ঈমান-২য় জিঃ, ১৩৪ পৃষ্ঠা, শরহুসসুন্নাহ ও মসনদে আহমাদ)
    নিম্নে কতিপয় কিতাবের নাম দেয়া হলো:
    1. দালায়েলুন নবুওয়াত লি ইমাম বায়হাক্বী
    2. সহীহ ইবনে হিব্বান
    যেখানে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই নিজের পবিত্র বিলাদত শরীফ উনার আলোচনা মুবারক করেছেন, সেখানে আমরা করলে এটা বিদয়াত হবে কেন?
    সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক:
    সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
    আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
    রাজারবাগ দরবার শরীফ।
    #90DaysMahfil
    sm40com

  • @shortshow3820
    @shortshow3820 10 หลายเดือนก่อน +1

    দাদা আপনি কবে আসছেন ফলিমারিতে ?
    আমি জানলে আপনার সঙ্গে অবশ্যই দেখা করতে যেতাম ।
    এই ভিডিও টা দেখে আমার অনেক আপসোস হলো।
    আমার বাড়ির পাশে এসেছিলেন কিন্তু আমি জানতে পারলাম না 😢
    আমার বাড়ি কোচবিহার 🇮🇳
    আপনার দাওয়াত রইলো অন্তত একটিবার রাজার শহর কোচবিহারে আসার জন্য

  • @musefahmed6383
    @musefahmed6383 ปีที่แล้ว +1

    এই ভিডিও আমাকে কাঁদিয়েছে!
    বাস্তব জীবনের কঠিন কাহিনী ধনীদের কঠিন প্রাণে একটু লাগবে কী?

  • @জহিরুলজহিরুল-দ৭গ
    @জহিরুলজহিরুল-দ৭গ ปีที่แล้ว +1

    সুমন ভাই আমাদের রংপুর অঞ্চলের মানুষ,বলে কথা ভাই এদের মন আছে কিন্তু,ধন নেই এই ধরলা ও তিস্তা, নদী আমাদের রংপুর অঞ্চলকে চিরদিনের জন্য, অচল করে, দিয়েছে

  • @alam2001
    @alam2001 ปีที่แล้ว +7

    Sumon Bhai... How precious the blessing of these poor people? Could you ever express the true feelings helping the helpless fellows ? Is there any measuring unit that can measure the tears of heartbroken sorrows ?
    Do appreciate you for filming these unseen hero's who are fighting against reality since long .
    Sumon from Mymensingh

  • @Mdismail-nz1fu
    @Mdismail-nz1fu ปีที่แล้ว +5

    মানুষ যে কত কষ্টে আছে আল্লাহ মাবুদ

  • @robiulhasan5031
    @robiulhasan5031 ปีที่แล้ว +1

    আমার গ্রামের বাসায়ও একটা গাভী আমার আম্মা সেইটা লালন-পালন করেন ১ কেজি মতো দুধ হয়।। অর্ধেক বিক্রি করে দেয় এবং আর অর্ধেক বাসায় খাওয়া হয়।।।

  • @mrmhr4952
    @mrmhr4952 ปีที่แล้ว +2

    ভাই সামর্থ্য থাকলে তাদের মতো মানুষদের একটু বাড়িয়ে সাহায্য কইরেন।

  • @najmushshakib853
    @najmushshakib853 ปีที่แล้ว +3

    ভাই আমার বাসা লালমনিরহাট,,, কিন্তু এই ফলিমারি চরের কথা আপনার ভ্লগের মাধ্যমে প্রথম জেনেছি,,,,, খুব খারাপ লাগলো চরের মানুষের দুঃখ দুর্দশা দেখে।

  • @KKarmakar_94
    @KKarmakar_94 ปีที่แล้ว +3

    আমি নদীর এপারে India কোচবিহারে থাকি, প্রত্যেকটা video দেখি আপনার প্রথম থেকেই। আজ চোখে জল এসে গেল বৃদ্ধ মহিলা ও তার ভাইকে দেখে । সত্যি মনে হচ্ছে ওনারা কতটা কষ্টে জীবনযাপন করছেন, ভগবান/আল্লাহ/ঈশ্বর আমাদের অনেক ভালো রেখেছেন । যার কখনোই সেভাবে মূল্য দি না । ক্ষমতা থাকলে আমিও আপনার মত সাহায্যের হাত বাড়িয়ে দিতাম ।

  • @RamDas-kg2ns
    @RamDas-kg2ns ปีที่แล้ว +4

    সুমন ভাই আমি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগনা থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষের জীবনে সুখ দুঃখ এবং তাদের বিবেক মনুষ

    • @RamDas-kg2ns
      @RamDas-kg2ns ปีที่แล้ว

      মনুষ্যত্ব বোধ তূলে ধরার জন্য

  • @amirhasan330
    @amirhasan330 ปีที่แล้ว +2

    সুমন ভাই এ অঞ্চলের মানুষ কতটা উদার অতিথি পরায়ণ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন।

  • @ibrahimalisiddik3864
    @ibrahimalisiddik3864 ปีที่แล้ว +3

    এই চর আমার বাড়ি থেকে প্রায় ৪০ কিঃমিঃ দূরে হবে ( ভারত )

  • @AhmedKhan-oh3ge
    @AhmedKhan-oh3ge ปีที่แล้ว +1

    الحمدلله رب العالمين
    حمداكثيرا
    والصلاه والسلام على اشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى اله وصحبه اجمعين
    سبحان الله وبحمده سبحان الله العظيم
    اللهم صّلِ وسَلّمْ عَلۓِ نَبِيْنَا مُحَمد ﷺ
    والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ
    آمين
    لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
    أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه
    أعوذبالله السميع العليم من الشيطان الرجيم
    رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون
    ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
    اللهم آمين ثم اميين

  • @খুঁজেপাওয়াগল্প
    @খুঁজেপাওয়াগল্প ปีที่แล้ว +2

    দোয়া করি আপনাকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক ভাই। আপনি যে ভাবে বৃদ্ধ মা এবং বাবাটাকে সাহায্য এবং দরদ দেখিয়েছেন ভাই। এটা দেখে সত্যিই মনে পড়ে গেল। পৃথিবীতে এখনো ভালো মানুষ আচে যারা অসহায় মানুষের পাশে দারায়।😔

  • @alareenhotelapartment9566
    @alareenhotelapartment9566 ปีที่แล้ว +1

    @Free Motion Firoz vai ,@Salahuddin Sumun Vai parley onader jonno kicu korban

  • @swapanrana141
    @swapanrana141 ปีที่แล้ว +2

    এতদিন আমার মনে হয়েছিল আমার মত অবাঘা মানুষ মনে হয় আর কেউ নেই। এই ভিডিও টা দেখার পর আমি অনুভব করলাম এদের কষ্টের কাছে আমার কষ্ট কিছুই নয়। ভালো থাকুক এই অভাবী মানুষ গুলো এই দোয়াই করি পরম করুণা ময়ের কাছে।

  • @saidurrahman4020
    @saidurrahman4020 ปีที่แล้ว +2

    ,সুমন ভাই আপনার ভিডিও দেখে চোখের কোনে জ্বল এসে গেল , আমি নিজও
    পদ্মার ভাঙ্গনে সব হারিয়েছি।

  • @sudipmukherjee3008
    @sudipmukherjee3008 ปีที่แล้ว +2

    পারতাম না, সত্যি পারতাম না, এই চিত্র কে আপনি যে ভাবে তুলে ধরেছেন আমার পক্ষে একে ক্যামেরায় বন্দী করতে পারা যেত না। ওই বৃদ্ধ/বৃদ্ধার কাহিনী শুনে মন খারাপ হয়ে গেল। সব হারিয়েও কত উদার ওনাদের মন। সত্যি যার কিছুই নেই তার হারানোর ভয়ও নেই।

  • @safikulsk8106
    @safikulsk8106 ปีที่แล้ว +3

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আল্লাহতালা যেন এই চর এর বাসিন্দাদের সুস্থতা দান করুক আমিন

  • @MdMahabub-ji5mv
    @MdMahabub-ji5mv ปีที่แล้ว +1

    সুমন ভাই আপনার ভিডিও সব গুলি দেখি। কোনো দিন মনে হয়না কমেন্ট করছি। আজ ভিডিও দেখে চোখে পানি চলে আসলো। কিন্ত আজ কমেন্ট নাকরে পারছিনা। তবে সনোভুতি দেখে সাহাজ্জের হাত দেখে খুব ভালো লাগলো। এই ভাবে মানুষের পাশে থাকেন। আল্লাহ আপনার পাশে থাকবে

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 ปีที่แล้ว +4

    নদী ভাঙ্গন মানুষের পাশে সবাই সাহায্য করেন ধন্যবাদ সুমন ভাইকে

  • @jannatislam1492
    @jannatislam1492 ปีที่แล้ว +1

    Apner ay vedio te valo view hobe kinto apni matro 500 taka delen ay boyshko manos goloke 250 kore.apner income to valo akto base deleo parten.othocho oy Bridha apnake free shak dechilen.

  • @superjohnks
    @superjohnks ปีที่แล้ว +1

    কেউ ৫টাকা দেয় । ৫,১০টাকা পেলেই তারা খুব খুশি ই।।

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 ปีที่แล้ว +7

    সত্যি মানুষ গুলো সব সময় প্রতিকূলতার সাথে সংগ্ৰাম করে জীবন অতিবাহিত করছে যেটা অত্যন্ত বেদনাদায়ক।

  • @srk1358
    @srk1358 ปีที่แล้ว +2

    মুনসুর ভাই গ্রামবাংলার আসল হিরো। স্যালুট ভাই আপনাকে

  • @desh9599
    @desh9599 ปีที่แล้ว +2

    চোখের জল ধরে রাখতে পারলাম না।।।

  • @ojantaALsadi
    @ojantaALsadi ปีที่แล้ว +1

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করে উনাকে হেল্প করা যায় তা আমি করতে চাই

  • @ranjitchakraborty6094
    @ranjitchakraborty6094 ปีที่แล้ว +2

    প্রিয় সুমন , আপনার ' চর জীবন ' নিয়ে করা ভ্লগের দুটো পর্ব দেখলাম । চমৎকার ভিডিওগ্রাফি । কিন্ত চর-বাসী দের জীবন-পাঁচালি দেখে আমার যেটা মনে হল , তা হল " নদীর চরে বাস / সঙ্গী সর্বনাশ "।
    ভাই, ভাল থাকবেন , সুস্থ থাকবেন ।

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 ปีที่แล้ว +1

    😢😢 ki korun kahini ...monta khub bharakranto hoe gelo .

  • @enamulhaque5506
    @enamulhaque5506 ปีที่แล้ว +2

    এখনো সময় আছে যেটুকু আছে ততোটুকু বাচানো সম্ভব। যদি দেশের ১০০ কোটিপতি ধনী মানুষেরা এগিয়ে আসে। এই মানুষগুলোকে বাচানো সম্ভব যারা অবৈধ ভাবে ধনী হয়েছেন সময় এসেছে সেগুলোকে কাজে লাগানোর। আল্লাহ চরের মানুষ গুলোকে সকল বিপদ থেকে রক্ষা করুন। আমিন!!!

  • @Zakir_Hossain
    @Zakir_Hossain ปีที่แล้ว +2

    চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।

  • @bddarkarfinjoy3704
    @bddarkarfinjoy3704 ปีที่แล้ว +2

    আল্লাহ্ সবাইকে সঠিক পথে চলার তওফিক দান করুন 🥺🥺🥺❣️

  • @ibrahimalisiddik3864
    @ibrahimalisiddik3864 ปีที่แล้ว +3

    সুমন ভাই আপনার উদারতা সত্যি ভীষণ ভাবে হৃদয় ❤️ লাগানো 🌺🌺🌺🌺🌺

  • @jahurulislam8390
    @jahurulislam8390 ปีที่แล้ว +1

    ভাই, এ পরিস্থিতি বলে বুঝানোর ভাষা নেই। বাস্তবতা এর চেয়েও ভয়ানক।

  • @anupbiswas6833
    @anupbiswas6833 ปีที่แล้ว +2

    ভাই আমি আপনার সবগুলো ভিডিওই আমি দেখি। কিন্তু আজকের মতো এতো কষ্ট পাই নাই কোনো ভিডিও তে। সত্যিই আজ যে ধনী কাল সে ফকির!😭

  • @khursidkhan1988
    @khursidkhan1988 ปีที่แล้ว

    হে আল্লাহ এই অসহায় মানুষগুলিকে তুমি তোমার রহমতের ছায়া প্রদান করো। আল্লা ভালো রাখো জাতি বর্ন নির্বিশেষে সকল মানব জাতীকে।

  • @ritonahmed4212
    @ritonahmed4212 ปีที่แล้ว +1

    bai ami 500 tk diye samanno help korte chai

  • @haideralikhan5978
    @haideralikhan5978 ปีที่แล้ว +1

    কাঁদিয়ে দিলেন ভাই। আপনার নির্মিত প্রায় সকল কন্টিনগুলি আমি দেখার চেষ্টা করি। খুব ভালো লাগে। এই কনটেনটি তার মধ্যে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে। অসহায় গরিব মানুষের সাথে আপনি কাজ করছেন। শ্রেষ্ঠ আপনি ধন্য আপনি আমরাও দেখে ধন্য।

  • @subhajitdeb5781
    @subhajitdeb5781 ปีที่แล้ว +2

    Khub practical video..

  • @narayonray616
    @narayonray616 ปีที่แล้ว +3

    fast comment Dada ♥️🙏

  • @brrbbb
    @brrbbb ปีที่แล้ว +1

    Birat beya lagil bura buri duitar obostha dekhi..

  • @mdshamimhasan239
    @mdshamimhasan239 ปีที่แล้ว +3

    আহ মানুষ গুলোর জীবন কত কষ্টের ভীষন দুঃখ লাগলো,তাদের দিক তাকালে আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ

  • @ojantaALsadi
    @ojantaALsadi ปีที่แล้ว +1

    ভাইয়া আমি ওনাকে হেল্প করতে চাই তা কিভাবে করব

  • @banebd
    @banebd ปีที่แล้ว +1

    ভিডিও টা দেখে কান্না করে দিয়েছি😣😣

  • @daudislam6315
    @daudislam6315 ปีที่แล้ว +1

    আমরা যারা সুখে আছি তারা ঘুরে এসব মানুষদেরকে দেখা দরকার জীবনকে উপলব্ধি করা দরকার।

  • @jibonroy9944
    @jibonroy9944 ปีที่แล้ว +1

    আমার জেলা লালমনিরহাট সদরে মাঝে মাঝে ঘুরতে যাই মোগলহাট। সুমন দাদা আজকে ভিডিও দেখে মনে অনেক কষ্ট লাগছে। এই ভাবে নতুন করে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @longjourney414
    @longjourney414 ปีที่แล้ว +1

    বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল হয় শুনেছি, ইনশাহআল্লাহ এই অসহায় মানুষগুলোর মাথায় হাত বুলিয়ে দোয়া করাটা আল্লাহ কবুল করবেন।

  • @mustafijurrahaman6305
    @mustafijurrahaman6305 ปีที่แล้ว +1

    আমি এই ভিডিওটা দেখে ভাষা হারিয়ে ফেললাম বোবা হয়ে গেলাম, আল্লাহকে অশেষ শুকরিয়া যে আমাদেরকে যেভাবে রেখেছে অনেক ভালো আছি,

  • @ferdoustapos
    @ferdoustapos ปีที่แล้ว +1

    মানুষের জীবন -যুদ্ধের সত্যিই দুঃখ ভারাক্রান্তে ভরা.

  • @sudebroy4289
    @sudebroy4289 ปีที่แล้ว +1

    সুমন দা আমি ভারত থেকে বলছি । প্রণাম নেবেন জানি না আপনি আমার কমেন্ট টা পড়বেন কিনা তবুও বলছি । আপনার সব ভিডিও আমি নিয়মিত দেখি । ঘর বাড়ি হারা দিদিটার জন্য কিছু করতে পারলে মনে খুব শান্তি পেতাম। এখন থেকে কি আমি কিছু সাহায্য করতে পারি দিদিটার জন্য ।

    • @ParadiseGarden
      @ParadiseGarden ปีที่แล้ว

      তোর নিজের দেশে বহু অসহায় হিন্দু পরিবার আছে। তাদের সাহায্য কর। তোর " আল্লাহ" তোকে আশীর্বাদ দেবে।

  • @jibonahmed6688
    @jibonahmed6688 ปีที่แล้ว +2

    ভাইজান এই ভিডিও দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ

  • @niaymat312
    @niaymat312 ปีที่แล้ว +1

    কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি 😭
    আহ জিবন। আল্লাহ ভালো রাখুক‌ তাদের

  • @abdulhoque7216
    @abdulhoque7216 ปีที่แล้ว +2

    সুমন ভাই সত্যি একজন ভালো মনের মানুষ। বাংলার মানুষের সুখ দুঃখের জীবন তুলে ধরার জন্য। সত্যি মানুষ কত লড়াই করে বেঁচে আছে। আল্লাহ তাদের প্রতি সহায় হোন। ধন্যবাদ আপনাকে সুমন ভাই।