ধরলা নদীর ফলিমারী চরে ভাঙনের দীর্ঘশ্বা'স || কোথায় যাবে মানুষ ? || Folimari Char, Part 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ধরলা নদীর বুকে অবস্থিত এই সবুজ-শ্যামল ফলিমারী চরের মানুষের হদয়ের লাল টকটকে কষ্টদহন দূর দেখা যায় না, অনুধাবনও করা যায় না। গতপর্বে এই চরের মানুষের কষ্টের জীবনের একচিলতে দেখিয়েছি মাত্র। গিতালদহ ব্রিজ দেখে মনসুর ভাইকে অনুসরণ করে এখন প্রবেশ করছি চরের জনবসতির ভেতরে, জানি না আরো কতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছি আমি।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #folimari_char #lalmonirhat

ความคิดเห็น • 421

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 2 ปีที่แล้ว +32

    একদিকে চরের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেমন মুগ্ধ হলাম অন্যদিকে অসহায় দরিদ্র মানুষের দুশ্চিন্তা আর চোখের জল দেখে বড়োই মর্মাহত হলাম ।( নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারত )

  • @Sujon_Shah766
    @Sujon_Shah766 2 ปีที่แล้ว +15

    চরখান পুরের ভিডিও গুলোর মতো এই চরের ভিডিও গুলোও মানুষের মন জয় করবে আশা করছি

    • @sagorahmed6527
      @sagorahmed6527 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন

  • @rajkumarsarkar9008
    @rajkumarsarkar9008 2 ปีที่แล้ว +4

    আমার চর তোমার চর আমাদের ফলিমারির চর, কোচবিহারের ফলিমারি গ্রাম থেকে বাংলাদেশের ফলিমারি গ্রাম দেখলাম । এই নদীটি আমাদের এখান থেকেই গিয়েছে ।

  • @paglahawa
    @paglahawa 2 ปีที่แล้ว +33

    এই ডিজিটাল বাংলাদেশে একদল মানুষের বর্ণনাতীত কষ্ট দেখে আমার চোখে জল এসে গেল। দাবি জানাই সরকারি পদক্ষেপের আর ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে।

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 2 ปีที่แล้ว +3

    সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন যার যার অবস্থান থেকে আসুন আমরা এদের পাশে দাঁড়াই।

  • @shyamaprosadbarman2164
    @shyamaprosadbarman2164 2 ปีที่แล้ว +1

    সুমন ভাইকে ধন্যবাদ জানাই এমন তথ্যসমৃদ্ধ চিত্র তুলে ধরার জন্য,আমি গিতালদহ(ভারত) থেকেই লিখছি।

  • @Everything-zy7tc
    @Everything-zy7tc 2 ปีที่แล้ว +36

    Love from India ❤️
    এদের থেকে যারা সুখে আছি/আছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন।
    আল্লাহ সবাইকে সাহায্য করেন ।

  • @tajalkhan6494
    @tajalkhan6494 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ সত্যি ভাই গ্রামের মানুষ গুলো মন মানষিক অনেক ভাল, মুনসুর ভাই এবং আজিজুল ভাই, তাদের দেখে বুজতে পারলাম, তবে তাদের পাশে আমাদের দেশে অনেক কোটি পতি আছে তারা যুদি একটু সাহায্য করে তাহালে নদী বিলিন হওয়া মানুষ একটু খাবার খেতে পারবে,

  • @narayanchandraghosh4470
    @narayanchandraghosh4470 2 ปีที่แล้ว +7

    অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কথা পরিবেশন করার জন্য, আমি কলকাতার, আমার পূর্ব পুরুষদের বাসস্থান, আপনার এই কাজের জন্য ধন্যবাদ নমস্কার জানাই, আমাদের রক্ত ঐদেশের সাথে মিশে আছে ।।

  • @msaddamhossain
    @msaddamhossain 2 ปีที่แล้ว +191

    আপনার প্রতিটি ভিডিওতে ইংরেজি সাবটাইটেল এখন সময়ের দাবী, একটু টাকা খরচ করে করে বানিয়ে নিন। আপনি বিশ্বসেরা ভ্লগার হবার পথে এগিয়ে যাচ্ছেন! অগ্রীম অভিনন্দন!

    • @mihirnag1590
      @mihirnag1590 2 ปีที่แล้ว +4

      পুরোপুরি একমত

    • @roninath1329
      @roninath1329 2 ปีที่แล้ว +3

      Shoho mot vai

    • @aftabjulficar1840
      @aftabjulficar1840 2 ปีที่แล้ว +1

      সঠিক কথা বলছেন

    • @dipanwitaghorami1474
      @dipanwitaghorami1474 2 ปีที่แล้ว

      Akdam

    • @sahmed1533
      @sahmed1533 2 ปีที่แล้ว

      সহমত প্রকাশ করলাম

  • @md_golam_sarwar
    @md_golam_sarwar ปีที่แล้ว +1

    অসাধারণ...অসাধারণ ...অসাধারণ ...... তাদের অবস্থা দেখে খুব কষ্ট যেমন হচ্ছে তেমনি আবার ভালও লাগছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে, সাথে আপনার অসাধারণ বাচনভঙ্গি......

  • @mdmajedul2873
    @mdmajedul2873 2 ปีที่แล้ว +3

    ভাই এই প্রবাসে সারাদিন যখন কাজ করে রুমে এসে আপনার ভিডিও দেখি তখন মনে অফুরন্ত আনন্দ পাই। ভালোবাসা অবিরাম ভাই

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 2 ปีที่แล้ว +5

    Struggle for existence যে এত ভয়াবহ তা অকল্পনীয়। আমরা জানতাম "Survival of the fittest". কিন্তু মানুষের যা দুরবস্থা দেখছি এর হাত থেকে পরিত্রাণের উপায় খুঁজে পেতে সর্বত ভাবে প্রচেষ্টা প্রয়োজন।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

  • @ashrafulislam2404
    @ashrafulislam2404 2 ปีที่แล้ว +3

    সুমন ভাই আপনার অক্লান্ত পরিশ্রমে তুলনাহীন কিছু ফুটেজ যা কখনু কেউ এভাবে তুলে ধরেতে পারিনি আগে।আপনার ভিডিও দেশ মাটি ও মানুষের হৃদয়ের কথা বলে।দোয়া করি সুমন ভাই আপনি অনেক বড় ব্লগার হোন।আর অসুহায় মানুষের পাশে দাঁড়ান।

  • @ashoksutradhar5870
    @ashoksutradhar5870 2 ปีที่แล้ว +31

    নদীর ওপারে গিতালদহ তারপর দিনহাটা শহরে আমার বাড়ি, এই নদী থেকে প্রায় 20কিমি দুরে,কিন্তু এই নদীকে আমি খুব কাছ থেকে দেখেছি কয়েকবার মাছ ধরতে গেছিলাম তখন,এই নদীতে প্রচুর শুশুক ডলফিন দেখায় যায় ,বড় বড় রুই কালবোস মাছ পাওয়া যায়,আর একটা ব্যাপার খুব খারাপ লাগলো সেটা হলো আমাদের ভারত গিতালদহ সীমান্তে চরে বসবাসকারী মানুষের জীবন যাপন অনেক উন্নত ,রাস্তাঘাট পাকা,ঢালাই একদম শহরের সঙ্গে সংযুক্ত করা,নদী ভাঙন রোধে বালির বস্তা ফেলা হয় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে, বাশ দিয়েও রোধ করা হয়, ঢালাই ও করা রয়েছে কিছু এলাকায়,সরকারি নানারকম সুবিধায় পাকা ঘরবাড়ি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষীর ভান্ডার আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে ,কিন্তু বাংলাদেশের চরের মানুষের এতো দুর্দশা দেখে সত্যিই খুব দুঃখিত হলাম । নদী চরে বসবাসকারী তারাও মানুষ তারাও দেশের নাগরিক তাদের সমস্ত সরকারি সুবিধা দেয়া উচিত । এই সমস্ত নদী চরের মানুষের জীবন যাপন উন্নত করার জন্য বাংলাদেশ সরকারের এগিয়ে আসা উচিত যেভাবে আমাদের এদিকে ভারত সরকার এগিয়ে এসেছে।

  • @onetwoninee129
    @onetwoninee129 2 ปีที่แล้ว +33

    আমার লালমনিরহাট জেলার চরের মানুষের কষ্ট দেখলে দু চোখ বেয়ে জল নেমে আসে।😭
    সুমন ভাইকে ধন্যবাদ

    • @HannanNowab
      @HannanNowab ปีที่แล้ว +2

      আপনার কমেন্ট অনেক ভাল লাগলো ভাই। দোয়া ও শুভকামনা রইলো।

  • @mozammelhaque6934
    @mozammelhaque6934 2 ปีที่แล้ว +5

    অপূর্ব দৃশ্য, চোঁখ ফেরানো বড় দায়,এটাই আমাদের সোনার বাংলাদেশ🇧🇩

  • @manabsarkar9241
    @manabsarkar9241 ปีที่แล้ว

    সুমন দা আমি ভারতের মুশিদাবাদ থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখে থাকি। অরুণাচল থেকে আসম কেরল বাংলাদেশ এবং চরনামখানপুড়ের ভিডিও দেখে আমার মন যেন উতলা হয়ে ওঠে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি কপালে থাকে তাহলে দেখা হবে।

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 ปีที่แล้ว +4

    ওফফফফফফফফ্ কী যে দারুণ উপস্থাপনা, কথাগুলোর প্রতিটা শব্দই মনের ভিতরে দাগ কেটে গেছে। আহা।।।।। কত কষ্ট মানুষের😭😭😭

  • @sohel.bd88
    @sohel.bd88 2 ปีที่แล้ว +12

    সত্যিকার অর্থে গ্রামের মানুষ খুবই সহজ সরল ও ভালো মনে হয়।। আল্লাহ যেনো সবাই কে ভালো রাখেন।। আমিন

  • @sopnohin158
    @sopnohin158 2 ปีที่แล้ว +4

    সহস্র সালাম সুমন ভাই সুন্দর এই অনুষ্ঠানের জন্য । প্রতিটি অনুষ্ঠান চমকপ্রদ । কর্ম সংসহানের জন‍্য এ সমস্ত জায়গায় যাওয়া হয় না।

  • @mduzzalhossain4000
    @mduzzalhossain4000 2 ปีที่แล้ว +4

    সত্যি কথা বলতে কিছু কিছু মানুষের অসহায়ত্ব দেখলে বুকের ভিতর টা হাহাকার উঠে, আল্লাহ তুমি এসব মানুষকে রহমত দান করুন। আপনি ছাড়া যে এসব মানুষের আর কেউ নাই।

  • @thoughtsofalim8746
    @thoughtsofalim8746 2 ปีที่แล้ว +5

    গ্রাম বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer 2 ปีที่แล้ว +7

    আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই।
    তবে এত দারুণ ভিডিওগুলোতে ইংরেজি সাবটাইটেল লাগানো থাকলে বিশ্বের অন্য ভাষাভাষী সম্প্রদায়ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারতো। আশা রাখি এই বিষয়টি ভেবে দেখবেন ভাই। ভালোবাসা নিরন্তর ❤️❤️

  • @shahalomtelecom5482
    @shahalomtelecom5482 ปีที่แล้ว +1

    ধন্যবাদ সুমন ভাই আপনাকে আমরা জানিই নাজে আমাদের দেশে এত কিছু আছে, আসলে জীবনে যতই ব্যস্থই থাকি না কেন আপনার ভিডিও দেখতে বসলেই মনে অফুরন্ত সুখেই ভরে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাযত করুন। আমিন

  • @brojenbasak484
    @brojenbasak484 2 ปีที่แล้ว +2

    সুমন ভাই অনেক দিন পর আবার তোমার ভিডিও পেলাম। চরবাসীর দুর্দশা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এভাবেই তুমি তুলে আনো সমাজের বিভিন্ন চিত্র।

  • @bishnupadabhowmick8177
    @bishnupadabhowmick8177 2 ปีที่แล้ว +3

    সত্যিই প্রকৃতির কি পরিহাস এইসব মানুষদের কতই না কষ্ট কিন্ত মনটা এত পরিষ্কার সচছ আয়নার মত কিন্ত ঈশ্বর তবুও এদের উপর এত জালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে ।কি বলব ভাষায় পাচ্ছিনা শুধু এইটাই বলব ঈশ্বর তুমিই পার এদের রক্ষা করতে।

  • @toufikahme
    @toufikahme 2 ปีที่แล้ว +6

    ধন্যবাদ ভাই।
    মানুষের সাধারণ জীবন জাপনের তথ্য তুলে ধরার জন্য।

  • @nurulislamlinemanhowly.8704
    @nurulislamlinemanhowly.8704 2 ปีที่แล้ว +6

    চরের মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ঢাকার মানুষের মধ্যে পার্থক্য রয়েছে।হে আল্লাহ ওনাদের সহায়তা করো।আপনি ভারতে এসে সিলেন কিন্তু দেখা করতে পারলাম না।

  • @arindommallick5330
    @arindommallick5330 2 ปีที่แล้ว +1

    এই চরের জীবন প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মনে দাগ দিয়ে যায় জানি ভাই তুমি ঘুমিয়ে পড়েছো আমি এই ভিডিও দেখা শেষ করলাম ভাই টাটা গুড নাইট ।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ❤️

  • @মান-হূশ
    @মান-হূশ 2 ปีที่แล้ว +2

    সুমন ভাই আমি আর আগের মতো কমেন্ট করতে সুযোগ পাইনা , তাই বলে আপনার কাছথেকে এতটুকুও দুরে সরে যাইনি। নিয়মিত দেখা হয় আপনার সবগুলো ভিডিও ধন্যবাদ।

  • @sagorahmed6527
    @sagorahmed6527 2 ปีที่แล้ว +2

    চর খানপুরের আজিজুল ভাই,,আর এখনকার মনসুর ভাই একদম same মানুষ কতটা কষ্ট থাকার পরেও এত বড় উদার মনের মানুষ তারা দুজন,, আপনের কাছে রিকোয়েস্ট সুমন ভাই,,আপনে এই গ্রামে আবার আসবেন,,, আশা করছি আজিজুল ভাইয়ের মতো,মনসুর ভাইকেও আপন করে নিবেন তাদের সুখ দুঃখ গুলো আমাদের মাঝে তুলে ধরবেন,,,পুরোটা মিল আছে চর খাঁনপুরের মানুষগুলোর সাথে, গ্রামের সাথে,,,আর বিশেষ করে আজিজুল ভাইয়ের সাথে,,মনসুর ভাইয়ের 🥰😘🥰

  • @rakibbiology6777
    @rakibbiology6777 2 ปีที่แล้ว +5

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নদী পারের মানুষের জীবনযাত্রাকে ফুটে তোলার জন্য!! আপনি চাইলে, তিস্তাপারের মানুষকে নিয়ে আর একটা কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরতে পারেন!!! হাজার হাজার হেক্টর জমি তিস্তায় বিলীন হয়ে যাচ্ছে,,,,,,,,,,

  • @mahabubislam2753
    @mahabubislam2753 2 ปีที่แล้ว +3

    সত্যি আপনার ভিডিও থেকে অনেক কিছু গ্রাম বাংলার প্রকৃতি দুঃখ-কষ্ট আমরা দেখতে পারি অন্য কোন ইউটিউব চ্যানেল এরকম দেখা যায় না,,, ❤️😍❤️😃

  • @sohelarman5521
    @sohelarman5521 2 ปีที่แล้ว +8

    অনেক অনেক দোয়া এবং শুভকামনা সুমন ভাইয়ের জন্য আপনার মাধ্যমে অনেক অজানাকে জানতে পারি

    • @MdJamal-ln8bd
      @MdJamal-ln8bd 2 ปีที่แล้ว

      আললা তাদের বাচিয়ে রাখেন

  • @abdussohid3716
    @abdussohid3716 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই ভিডিও টা দেখে খুব মর্মাহত হইলাম দোয়া করি আল্লাহ তায়ালা সবাই কে হেফাজত করুন আমীন

  • @tanjinaislam9878
    @tanjinaislam9878 2 ปีที่แล้ว +1

    আমার পছন্দের মানুষগুলোর মধ্যে একজন সালাউদ্দিন সুমন ভাইয়া😊😊।প্রিয় চ্যানেল গুলোর একটি 😊।ধন্যবাদ বড় ভাইয়া আপনার বদৌলতে নিজের দেশের বিভিন্ন জায়গা আর ভৌগলিক অবস্থা আর সেখানকার মানুষ সম্পর্কে একটা ধারনা হয়। ❤️❤️❤️

  • @alamgirhossain7832
    @alamgirhossain7832 2 ปีที่แล้ว +6

    এতো কষ্টের পরেও তাদের মুখে মধুর হাসি।। আললাহ তায়ালার প্রতি অগাধ বিশ্বাস।। আললাহ চরবাসীর সবাইকে তার রহমত দিয়ে বাঁচিয়ে রাখুক।। আমিন।

  • @tusharrabby9684
    @tusharrabby9684 2 ปีที่แล้ว +1

    আপনার গ্রামিন এই ভিডিও গুলো না ভাই সত্যি অনেক ভালো লাগে।
    মানুষের কষ্টের চিত্র সবার সাথে তুলে ধরেন আপনি সুমন ভাই।
    অনেক ইউটিউবার দেখি ভাই কিন্তু আপনার মত এমন দেখি না,আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো ভাই।
    ❤️

  • @MdRabbi-tu7bn
    @MdRabbi-tu7bn 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ চড়ার মানুষ মানসিকভাবে অনেক শক্তিশালী আল্লাহ তৌফিক দান করুক

  • @jaman413
    @jaman413 2 ปีที่แล้ว +2

    সেই গীতালদহ বাজারে আমার বাড়ি... সত্যি ধরলা নদী খুব ভয়ংকর... ধরলা নদীর পাড়ে আমার বাড়ি❤️❤️

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 2 ปีที่แล้ว +2

    সালাউদ্দিন সুমন ভাইয়ের একটা ভিডিওর জন্যে অধীর আগ্রহে বসে থাকি সবসময়। আমার এতটাই ভাল লাগে সালাউদ্দিন সুমন ভাইয়ের প্রত্যেকটা ভিডিও, বলে বোঝাতেই পারব না।

  • @nafizaakter845
    @nafizaakter845 2 ปีที่แล้ว +1

    ভিডিওগুলো দেখলে আর আপনার কথা শুনলে চোখ দিয়ে পানি অটোমেটিক চলে আসে আপনার জন্য অনেক শুভকামনা সবসময় ভালো থাকবেন❤❤

  • @madhumondal7939
    @madhumondal7939 ปีที่แล้ว

    এত আন্তরকিতা সতি ্য ভাল লাগলো ❤

  • @sagorahmed6527
    @sagorahmed6527 2 ปีที่แล้ว +3

    সুমন ভাই এই ভিডিওটা চর খাঁনপুরের ভিডিওর মত লাগলো,,মন ছুঁয়েছে আমার এত মায়ামাখা রূপ গ্রামগুলোর🥰 কিন্তু এই মানুষগুলো এত কষ্টে বসবাস করছে দেখে মনটা খারাপ হয়ে যায় 😪😥

  • @sahmed1533
    @sahmed1533 2 ปีที่แล้ว +2

    ভালোবাসা অবিরাম,, নিয়মিত দর্শক ❤️❤️❤️

  • @wthdgafuce1726
    @wthdgafuce1726 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ
    হে আল্লাহ আপনি আমাদের
    অনেক ভাল রেখে চেন

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 2 ปีที่แล้ว +5

    নদীর পাড়ে মানুষের জন্য দোয়া রইল ধন্যবাদ ভাই

  • @ajayjana8630
    @ajayjana8630 2 ปีที่แล้ว +4

    সতোই দাদা, খুবই মায়া, লাগে, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🙏🏻দীপাবলির প্রীতি শুভেচ্ছা রইলো দাদা, বাংলা, ভারত, কে

  • @mehadihassanshuvo1899
    @mehadihassanshuvo1899 2 ปีที่แล้ว

    আহ ভাই চরের মানুসের কষ্ট যেমন আমাকে কষ্ট দেয়। তেমন চরের ভ্লগগুলো আমার খুব ভালো লাগে

  • @mcn5232
    @mcn5232 2 ปีที่แล้ว

    সুমন ভাই আমি আপনার অনেক বিডিও দেখেছি। আপনার চরখান পুরের দু'টি বিডিও দেখেছি। আজ ফুলিমারীর টাও দেখলাম। বিডিওটা মাঝ পথে থামিয়ে গুগল আরথ এ চরটি দেখলাম। মানুষের দুঃখ কষ্ট এবং সঙরাম দেখে খুবই খারাপ লাগে। ওদের দুঃখের জীবন দেখানোর জন্য ধন্যবাদ।।

  • @subradav7511
    @subradav7511 2 ปีที่แล้ว

    খুব ভাললাগলো।এরকম মানুষের পাশে যদি একটু দাড়ানো যায়।

  • @julkernayeen9471
    @julkernayeen9471 2 ปีที่แล้ว +32

    আজিজুল ভাইয়ের মতো মনসুর ভাইকেও সাহায্য করার আহবান জানাচ্ছি আপনার সামর্থ অনুযায়ী

  • @mdrafi4246
    @mdrafi4246 2 ปีที่แล้ว +5

    খুবই বেদনাদায়ক পরিস্থিতি,
    চরের মানুষরা যেন জীবন ধারণের পথ খুঁজে পায়,
    ইনারাই হলেন জীবন সংগ্রাম এর বীর সৈনিক।

  • @mamunmiah1896
    @mamunmiah1896 2 ปีที่แล้ว +1

    অপেক্ষাই করছিলাম এই ভিডিও টির জন্য

  • @mdrafi4246
    @mdrafi4246 2 ปีที่แล้ว +8

    ভালো মানুষের সাথে সাক্ষাৎ ভালো মানুষেরই হয়।
    আপনাদের দুজনেরই মনোকামনা যেন পূর্ণ হয় এই আশা করি। ❤❤❤❤❤❤❤

  • @tareqislam4960
    @tareqislam4960 2 ปีที่แล้ว +6

    আমাদের সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ বলে আমি মনে করি

  • @mdshamimhasan239
    @mdshamimhasan239 2 ปีที่แล้ว +2

    আয় আল্লাহপাক তাদের কে আপনি কুদরতি ভাবে হেফাজত করুন,আমিন

  • @aftabjulficar1840
    @aftabjulficar1840 2 ปีที่แล้ว +3

    এই মানুষ গুলো খুব কষ্ট করে বেঁচে আছেন, আল্লাহ আপনাদের ভাল দান করুক আমিন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনাকে ধন্যবাদ,

  • @mehedihasanniloy4654
    @mehedihasanniloy4654 2 ปีที่แล้ว

    লালমনিরহাট এ বাসা আমার সুমন ভাই, কিন্তুু এইরকম অবস্থা একটুও জানতাম না, আপনার ভিডিও দেখেই বুঝতে পারলাম । ধন্যবাদ ভাই এই সব জায়গায় তুলেধরার জন্য ।

  • @shakibkh7847
    @shakibkh7847 2 ปีที่แล้ว +1

    চরের মানুষের জন্য অসম্ভব কিছু ভালো বাসা রলো

  • @abdulmonaf376
    @abdulmonaf376 2 ปีที่แล้ว +5

    আল্লাহ তুমি তাদের হেফাজতের মালিক দেখে মনে বড় কস্ট লাগলো

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G 2 ปีที่แล้ว +19

    একদিন হলেও চরের মানুষের কষ্ট টা চরে গিয়ে তাদের সাথে ভাগ করে নিতে চাই 🥲😢

  • @justchallengetv2938
    @justchallengetv2938 2 ปีที่แล้ว

    আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি । একবার ভাবুন তো এদের কথা।হে আল্লাহ তুমি সকলের সমস্যা দূর করে দাও ।

  • @mdharun9226
    @mdharun9226 2 ปีที่แล้ว +3

    সত্যিই খুব কষ্টের জীবন যাপন রে ভাই।।

  • @islamkamrul6256
    @islamkamrul6256 2 ปีที่แล้ว +3

    চরের মানুষের কষ্ট দুঃখ দুর্দশা দেখলে মনে হয় আমরা কতইনা সুখে আছি আলহামদুলিল্লাহ

  • @MarjanMusicianbd
    @MarjanMusicianbd 2 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও কিন্তূ চরের লোকের জন্য কষ্ট লাগে

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G 2 ปีที่แล้ว +13

    সত্যি ই খুব কষ্ট তাদের 😥😢 গতকাল ঠিক এই সময়েই ভিডিও টা দেখার পর মনটা কেঁদে উঠেছিলো 😥😭 আল্লাহ তাদের রক্ষা করুক এই কামনা করি।

  • @sbssheikh92
    @sbssheikh92 2 ปีที่แล้ว +6

    সুমন ভাই আপনার পর্ব গুলো অনেক অনেক ভালো লাগে 🖤🥀❤️

  • @volashiluser-sx1iw3qc1g
    @volashiluser-sx1iw3qc1g ปีที่แล้ว

    এই মানুষগুলো জীবনযাপন দেখলে সত্যিই সুমন ভাই হৃদয়টা কেঁপে ওঠে কত কষ্ট কত অসহায় জীবন যাপন করে তারা

  • @ggjjfhuggchgcghfghj8486
    @ggjjfhuggchgcghfghj8486 2 ปีที่แล้ว +3

    আল্লাহ সর্ব শক্তি মান।

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 2 ปีที่แล้ว +5

    আহা কি অসহায় নদীর তীরের মানুষেরা,,, বিত্তশালী মানুষ আপনাদের দান সদকা এদের কে সাহায্য করে উপকার করুন

  • @hossentofajjal
    @hossentofajjal หลายเดือนก่อน

    নিশ্চুপ চেয়ে দেখি আর বাকরুদ্ধ হই।
    আপনি সেরা সুমন ভাই❤️

  • @lonely_boys-
    @lonely_boys- 2 ปีที่แล้ว +5

    আপনার গচ্ছিত কথাটা এত সুন্দর অসাধারণ লাগে

  • @alam2001
    @alam2001 2 ปีที่แล้ว +3

    Endless thanks sumon Bhai. Hardly few people have a third eye to look through.. you have that eye.
    Salute you bro.
    Sumon from Mymensingh

  • @Omiislam69
    @Omiislam69 2 ปีที่แล้ว +5

    ভাই আপনার ভিডিও দেখে মনে হয় বাংলাদেশ অনেক সুন্দর

  • @abdussohid3716
    @abdussohid3716 2 ปีที่แล้ว +1

    আল্লাহ তায়ালা চর বাসি মানুদের হেফাজত করুন আমীন সুম্মা আমীন

  • @NirapodVlog
    @NirapodVlog 2 ปีที่แล้ว +3

    আপনার তথ্য চিত্র গুলো যেনো মানুষের মনের কথা বলে,
    ভালোবাসা নিবেন ভাইয়া ❤️❤️❤️

  • @mdbillal2912
    @mdbillal2912 2 ปีที่แล้ว +1

    চরের মানুষের দেখলে মনে হয় আল্লাহপাক আমাদের না কত সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ

  • @Bangladesh-c7k
    @Bangladesh-c7k 2 ปีที่แล้ว +2

    অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে দেখছি ভালো লাগছে তবে ভাঙ্গোনে মনও ভাঙ্গছে

  • @Hamidul57
    @Hamidul57 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই কেমন আছেন? বিমানবন্দরে দেখা ও কথা বলে অনেক ভাল লাগলো

  • @সাজ্জাদ-ন২ম
    @সাজ্জাদ-ন২ম 2 ปีที่แล้ว +11

    আপনার ভাগ্য ভাল ভাই; আজিজুল ভাই, মনসুর ভাই এর মতো মানুষ পেয়ে যান🙂

  • @shahinazbegum4403
    @shahinazbegum4403 2 ปีที่แล้ว +1

    Salam. Real picture of river eroded people, their pain, hardship of life, struggle is painful despite of that they are smiling their hospitality is amazing. Thank you for portraying.

  • @milonhasan6320
    @milonhasan6320 2 ปีที่แล้ว

    সত্যি মনটা জড়িয়ে গেল

  • @moyazzemhossain5529
    @moyazzemhossain5529 2 ปีที่แล้ว

    আপনার করা প্রায় প্রত্যেকটা ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে।

  • @alifahammed9598
    @alifahammed9598 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনে ভিডিও গুলো খুব আনন্দ লাগে আমার খুব ভালো লাগে আমি সবসময় আপনার ভিডিও দেখতে ইচ্ছে করে প্রতি দিন সুমাইয়া কুষ্টিয়া

  • @subratadoluiofficial3431
    @subratadoluiofficial3431 2 ปีที่แล้ว +8

    আমি ভারত থেকে দেখছি । কিন্তু বাংলাদেশ , বাংলাদেশের মানুষদের খুব ভালো লাগে আমার । একবার যাবোই বাংলাদেশে , কেউ কি আমাকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করবেন ওখানে যাওয়ার জন্য

  • @kiranmoymandal9678
    @kiranmoymandal9678 2 ปีที่แล้ว

    Sukh dukha mile mise akaker ai chorer jivan jatra dekhe mon ta bhari hoya galo, Suman Bhai thanks. Pune Maharashtra India

  • @জহিরুলজহিরুল-দ৭গ
    @জহিরুলজহিরুল-দ৭গ 2 ปีที่แล้ว +3

    ঠিক এ ধরনের আমাদের অবহেলিত রংপুরের তিস্তা নদীর তীরে এর চেয়েও অনেক বেশি ভয়াবহ অবস্থা ধরলা নদী আমাদের তিস্তা নদীর পাশের বন্ধু

  • @rickypalma7481
    @rickypalma7481 2 ปีที่แล้ว

    Ek kothay oshadharon apnar video gulo.

  • @SaidulIslamAH
    @SaidulIslamAH 2 ปีที่แล้ว +2

    সরকারি উদ্যেগে চরকে রক্ষার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি। যেখানে মানুষের বসবাস সেই চরকে সুরক্ষিত করুন।

  • @asf3878
    @asf3878 2 ปีที่แล้ว

    সত্যি ভাষা হারিয়ে পেলেছি,,, কি বলবো,, আল্লাহ আপনি সহায়ক হোন

  • @সাজ্জাদ-ন২ম
    @সাজ্জাদ-ন২ম 2 ปีที่แล้ว +1

    এই জন্যই গ্রামের মানুষ আপন মনে হয়।

  • @ruhinisarkar1248
    @ruhinisarkar1248 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার ভিডিও গুলো খুব খুব খুব সুন্দর আমি সব ভিডিও গুলো দেখি এবং আপনার কথা বলার ভাষাগুলো খুব সুন্দর ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি ❤️❤️❤️

  • @ubnobangladesh8868
    @ubnobangladesh8868 ปีที่แล้ว +1

    They are real human
    May Allah bless 🙏🏼 them Amin

  • @BD-Sohel-Rana
    @BD-Sohel-Rana 2 ปีที่แล้ว

    ভালোবাসা অবিরাম দাদা ভাই আপনার ভিডিওর অপেক্ষা তাকি দোয়া রইল ভাই ❤️❤️❤️❤️

  • @jotansarker3190
    @jotansarker3190 2 ปีที่แล้ว +2

    আহ!
    মানুষ কত কষ্টে আছে, আর আমাদের কত কিছু চাই।
    কিছু মানুষের মাথা গোজার জন্যই চিন্তায় মরে 😭

  • @NorthExploreBD
    @NorthExploreBD 2 ปีที่แล้ว +2

    আজিজুল ভাই আর এখানে মনসুর ভাই.. ভূলে যাওয়ার মত নয়!!

  • @muradhussain1708
    @muradhussain1708 2 ปีที่แล้ว +1

    আল্লাহ আপনি এই গরিব অসহায় চোরের মানুষ গুলোর উপর রহমত করেন আমিন

  • @sakibulislam4605
    @sakibulislam4605 2 ปีที่แล้ว +3

    ভাই আমাদের বাড়িও কপতক্ষ নদীতে চলে গেছে । প্রতি নিয়তো আমাদের গ্রাম (চাকলা, প্রাতনগর, আশারশুনি, সাতক্ষীরা ) নদী চলে যাচ্ছে এবং প্রতি বছর কয়েক বছর বন্যা ও জলচ্ছাস হয়।