অনেক অপক্ষার অবসান ঘটিয়ে আপডেট পেলাম কলকাতা গিয়ে হারিয়ে যাওয়া একজন বাংলাদেশীর। মাশাআল্লাহ এমন ভাই যেন প্রতিটি বোনের জীবনে থাকে সোহেল ভাই এর কথা শুনে প্রাণটা জুড়িয়ে গেলো। এটো বড় একটা অসুখ জেনেও বোনের চিকিৎসার দায়িত্ব নেয়ার ইচ্ছে পোষণ করেছেন, আল্লাহ সোহেল ভাই এরহায়াত বাড়িয়ে দিন বোনের পাশে থাকার জন্য। আমিন।
ফুপুদের সাথে চেহেরার খুব মিল।ওনার ভাই এর কথা গুলো ভীষণ মর্মস্পর্শী। দোয়া করি আল্লাহ যেন ওনার অসুখ ভালো করে দেন।ভাই বোন মিলে আনন্দ করে আরও দীর্ঘ জীবন কটান।
সোহেল তোমাকে মন থেকে স্যালুট ভাই। তোমার মত এত বড় মনের/হ্নদয়ের ভাই এই পৃথিবীতে আর কয়টা আছে আমার জানা নেই। আল্লাহতালা এই ভাইটিকে নেক হায়াত দান করুন। আমিন
কিবরিয়া ভাই সৃষ্টিকর্তা আপনাকে অনেক ধৈর্য্য তৌফিক দান করেছেন ভিডিওটা দেখতে দেখতে আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আপনি একটু বিরক্ত হন নি । আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থতা সাথে দীর্ঘায়ু দান করেন
ভাই উনি অনেক সহজ সরল, ওনাকে বেশি প্রশ্ন করেন না,তার পরে অসুস্থ। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম এটাই ওনার পরিবার। দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন।
কঠিন বাস্তবতার আঘাতে লাভলি আপু অনেক বুদ্ধিমত্তা এবং বিচক্ষনতার পরিচয় দিয়েছেন। ওনার ফিরে পাওয়া ভাই সোহেল এবং ফুফাত ভাইকে খুবই আন্তরিক মনে হল। অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ যেন লাভলী আপুর সুচিকিৎসার সু ব্যাবস্থা করে দেন এবং এই আপুর মনে অনেক শান্তি দান করেন, এবং ওনাকে নেক হায়াত দান করেন। আনীন।
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও দেখলাম,😭😭😭 মাঝখানে এসে খুবই টেনশন করি ছিলাম কেন বাড়িতে ফিরতে চাচ্ছে না,অনেক সময় নিয়ে এই ভিডিওটা দেখলাম, দেখার পর শেষ মুহূর্তটা দেখে একটু স্বস্তি পেলাম শেষে পযন্ত মিল দেখে মুখে হাসি ফুটল। এই হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই, তবুও পরিবারের সন্ধান পাওয়ার খবরটা শুনলে মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে ওঠে ।
লাভলী আন্টির যদি মা বাবা বেচে থাকতো তাহলে এই ভিডিও টা এতো লম্বা হতো না,, ওনি বার বার মায়ের কথা বলে,, ওনার ভাই বা আত্বীয় স্বজন অনেক বড় মনের মানুষ আমার মনে হলো,,লাভলী আন্টি একটু সহজ সরল, ছেলে মেয়েদের জন্য বা শশুড় বাড়ির লোকের জন্য, মা বাবা চাইতেছে,দোয়া করি আল্লাহ লাভলী আন্টির ক্যান্সার মরণবেদী রোগ টা যেনো ভালো করে দেন,,লাভলী আন্টির জামাই অনেক ভালো মনের মানুষ, ওনার ফ্যামিলে কে আল্লাহ ভালো রাখুক
সম্পুর্ন দেখলাম নিজেই confusion এ পড়ছি , রক্তের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ লাভলী কাকিমার জন্য ওনার শেষ কথা শুনে বোঝা যাচ্ছে,,,, আজ ওনার ভাই সামনে থাকলে লাভলী কাকিমা+ দশর্ক সবাই তূপ্তি পেত ভালোবাসা অবিরাম আপন ঠিকানার জন্য এবং সকল মেম্বার দের জন্য বিশেষ করে যারা পরিচয় পর্ব Share দেয়
সম্পুর্ন ভিডিও দেখলাম শুধু মায়ের কথা বার বার বলতেছে মা থাকলে কতো খুশি হতো আসলে মা না থাকল পৃথিবী অন্ধকার দোয়া করি আল্লাহর কাছে বোনটাকে যেন সুস্থতা দান করেন
আপনি ক্ষুদ্র মানুষ না, মহান মানুষ। মাঝে মাঝে অনেক গর্ব হয় আপনি আমাদের বগুড়ার সন্তান। বাংলাদেশের অনলি ওয়ান। সেলুট আপনাকে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক।
Alhamdulillah .lovee brother is a lovely man .I salute her brother for his love for his sister may allah swt grant everyone this kind of brother .Aameen. .
বাপরে বাপ!!!! কিবরিয়ার ধৈর্য আছে বলতে হবে। অনেক বার ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু কিবরিয়াকে দেখেছি স্থির। একজন অসাধারণ মনোবিজ্ঞানী বলতে হবে। অনুষ্ঠানের স্বার্থে এতোটা ধৈর্য নিয়ে কাজ করতে আমার জীবনে আমি কাউকে দেখিনি। ধন্য কিবরিয়া আপনি।মাশাল্লাহ অবশেষে সফল হলো।
মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে। জীবনের শুরু থেকে আজ অবধি হারানো আর হারানো, প্রতিটি পদক্ষেপ সংগ্রাম আর সংগ্রাম। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, আমাকে এত বেশি ভালো রাখার জন্য। আলহামদুলিল্লাহ।
ভাইয়ের উচিত তাড়াতাড়ি দেশে এসে বোনের সাথে সাক্ষাৎ করা।কারণ অসুখ টা বড়।হায়াত, মৃত্যু আল্লাহর হাতে। দোয়া করি ভাই, বোনের সাথে সাক্ষাৎ যেন হয়। আল্লাহ মালুম।
আলহামদুলিল্লাহ অবশেষে পুনরায় মিলন মেলা দেখতে এতো ভালো লাগছে বলার মতো না আরিফ ভাই মহিউদ্দিন ভাই অনেক কস্ট করে অনেক বেশি দোয়া রইলো আল্লাহ জেনো সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় ধন্যবাদ কিবরিয়া ভাই কে মনে হইলো একটা বাংলা ছবি দেখলাম ২ ঘন্টার ৩০ মিনিটের কখনও চোখের জল মুছি আবার একলাই হাসি অনেক ভালো লাগলো দোয়া রইলো ভাই আল্লাহ জেনো আপনাকে ভালো রাখে সুস্থ রাখে
লষ্ট এন্ড ফাউন্ড এর পর্ব নাম্বার ৩ এর পর থেকে আজ পযন্ত দেখে আসছি তবে এমন ভিডিও পাইনি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু লাভলী আপার মেন্টালীটি চিন্তা করে বললাম না।একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ স্হায়ী নয়। সবাই কে একদিন চলে যেতে হবে হয়তো আজ না হয় কাল। আল্লাহ তাহালা আপনার মঙ্গল করুক, রোগমুক্ত করুক। ভালো থাকবেন কিবরিয়া ভাইয়া। আপনাকে আমার বয়স যখন ১২-১৩ তখন থেকে রেডিওতে শুনে আসছি। এখন কাতার এ আছি।দোয়া করবেন।
ওনার চিন্তাগুলো মটেও ঠিক নয়, আমি মনে করি কেও কি করবে সেটা দেখে কি হবে সবচেয়ে বর পরিচয় যে একটা পরিবার ফিরে পাওয়া,,,নিজের রক্তের চেয়ে আর বর কিছু নেই,,যার যত কষ্ট হক না কেন পরিবার খুজে পেলে সব ভুলে যাওয়া দরকার,,, আলহামদুলিল্লাহ পরিবার ফিরে পাওয়া জন্য,,, দোয়া রইলো লাভলী আপার জন্য,,,,,
আসসালামু আলাইকুম,ভাইয়া আপনার সকল অনুষ্ঠান(জীবন গল্প, লস্ট এণড পাউন্ড,লাইফ,আপন ঠিকানা) গুলো প্রথম থেকে অদ্যবদী শূনতেছি এবং দেখতেছি।আজকের মতো এতো অশ্রু কখনো গড়িয়ে পড়েনি। দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম অনন্ত আপনাদের জন্য।জয় হোক মানবতার!!! জয় হোক জাগ্রত বিবেকের!!! জয় হোক বাংলার!!!
আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর পরিবারের কাছে ফিরে যাওয়া কি একটা আনন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ সকল হারানো মানুষকে এই অনুষ্ঠানের মাধ্যমে তার পরিবার ফিরিয়ে দেন।
(মানবিক পুলিশ) মনবতার ফেরিওয়ালা শওকত হোসেন ভাইকে বলে ওনার জন্য একটা কৃত্তিম পায়ের ব্যবস্থা করতে পারলে আমার মনে খুবিই ভালো হতো এটা শুধু আমার নিজের একান্ত মত প্রকাশ করলাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏
মাশা আল্লাহ লাভলীর ভাই সোহেল অনেক অনেক দরজো আছে বোনের জন্য আন্তরিক ভালবাসা আছে বলি পবাসি জীবনে থেকে বোনকে আনার জন্য বসে আছে দোয়া রহিল সোহেল ভাইয়া জন্যে আর না বললে হয় না কিবরিয়া ভাই অনেক অনেক দরজো শিল মানুষ ওনার জন্য আজ অসম্ভব কে সম্ভব করছে
যত বড়ই হোক, কোন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। লাভলী আপুর স্বামী অত্যন্ত ভাল মানুষ। আর কিবরিয়া ভাই সেলুট আপনার ধৈর্যের জন্য। পরম ধৈর্য্য ও মমতা দিয়ে ভিডিওটি সুন্দর সমাপ্তির জন্য। দোয়া রইলো।
কিবরিয়া ভাই এখানে আমার মনে হইতেছে আপনার কথার কিছু জায়গায় আপনি যখন বলেন আরো অন্য কোন পরিবার খুঁজে দেখবো নাকি তখন হারিয়ে জাওয়া লোকটার মনের মাঝে একটা সন্দেহ লাগে। আমার মনে হইতেছে এই কথাগুলো বেশি জোর বা পেশার না দিলে ভালো হয়।
,,, কেনো জানিনা ভাইয়া,,, আজকের ভিডিও টা দেখে বুকটা ফেটে গেলো,,, আহা আল্লাহ জখন মুখ তুলে চাইলো,, তখন,, জীবন নামের পাখি টা,,, চলেজেতে চাচ্ছে,,, কিবরিয়া ভাইয়া,, এই বুনটির জন্য কিছু করা জায়না,, জদিও বলছে ভালো আছি,,, কিন্তু অর্থের কষ্ট আর চিকিৎসা চালানোর জন্য হয়তবা অঘাত টাকার দরকার,,, জানিনা,,, বাকি জীবনে কি হবে,,, আল্লাহ ওনাকে বাকি জীবন টা সকলকে নিয়ে ভালো ভাবে বাচতে পারে,,,,,🤲🤲🤲🤲
আমি ইমরান মালয়েশিয়া থেকে। কিবরিয়া ভাই একজন চালাক মানুষ? করণ কেনো এতো মহত কাজগুলো করেন কিবরিয়া ভাই? ভাইয়ের ভিডিও গুলো দেখে চোখে আর পানি নাই? হে আল্লাহ তুমি কিবরিয়া ভাইকে হাজার বছর হায়াত দান করুন আমীন।
"আপন ঠিকানা" র এই দীর্ঘ এপিসোড দেখার পর কিবরিয়া ভাইয়ের জন্য একটা কথাই বলবো: "নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন" আলহমদুলিল্লাহ আপনি ও দারুণ ধৈর্যশীল লোক আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আমীন
এতো সততা এই অনুষ্ঠানের অকল্পনীয়! কিবরিয়া ভাই কে অসংখ্য ধন্যবাদ জানাই।
এই মহিলা তার পরিবার কে মানতে পারেনা কে ন
@@jhgamer8095 ok
কিবরিয়া ভাইয়ের ধৈর্য দেখে আমি মুগ্ধ,,, দোয়া রইল স্যার ❤️
অনেক অপক্ষার অবসান ঘটিয়ে আপডেট পেলাম কলকাতা গিয়ে হারিয়ে যাওয়া একজন বাংলাদেশীর।
মাশাআল্লাহ এমন ভাই যেন প্রতিটি বোনের জীবনে থাকে সোহেল ভাই এর কথা শুনে প্রাণটা জুড়িয়ে গেলো। এটো বড় একটা অসুখ জেনেও বোনের চিকিৎসার দায়িত্ব নেয়ার ইচ্ছে পোষণ করেছেন, আল্লাহ সোহেল ভাই এরহায়াত বাড়িয়ে দিন বোনের পাশে থাকার জন্য।
আমিন।
ফুপুদের সাথে চেহেরার খুব মিল।ওনার ভাই এর কথা গুলো ভীষণ মর্মস্পর্শী। দোয়া করি আল্লাহ যেন ওনার অসুখ ভালো করে দেন।ভাই বোন মিলে আনন্দ করে আরও দীর্ঘ জীবন কটান।
ALHAMDULILLAH
SBAI DOOA KORBEN
আমিন
Amin Bai bole kota
@@abdulkareem4180 💝💝💝
সোহেল তোমাকে মন থেকে স্যালুট ভাই। তোমার মত এত বড় মনের/হ্নদয়ের ভাই এই পৃথিবীতে আর কয়টা আছে আমার জানা নেই।
আল্লাহতালা এই ভাইটিকে নেক হায়াত দান করুন। আমিন
লাভলি আপার ভাই এর কথা সুনে খুসি হলাম অনেক সুন্দর একটা মনআছে আল্লাহ্ তুমি মিলে মিশে রেখো আল্লাহ্ তুমি এই লাভলি আপারে সুস্থ করে দিও
কিবরিয়া ভাই সৃষ্টিকর্তা আপনাকে অনেক ধৈর্য্য তৌফিক দান করেছেন ভিডিওটা দেখতে দেখতে আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আপনি একটু বিরক্ত হন নি । আলহামদুলিল্লাহ,
মহান রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থতা সাথে দীর্ঘায়ু দান করেন
ভাই ফুফু ও ওনার চেহারার মধ্যে অনেক মিল।আল্লাহ তোমি মহান এই বোন টিকে এই কঠিন রোগ থেকে মুক্তি দাও
Ameen
ভাই উনি অনেক সহজ সরল, ওনাকে বেশি প্রশ্ন করেন না,তার পরে অসুস্থ। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম এটাই ওনার পরিবার। দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন।
ভাইয়য়ের কতা সুনে মন ভরে গেলো,, আমাদের এই বোনটিকে আল্লাহ্ সুস্তো করে দিন আমিন
সোহেল সাবকে আমার পক্ষ থেকে একটা সেলুট।এরকম ভাই পৃথিবীতে এখন পাওয়া অসম্ভব।
বোনের প্রতি ভালবাসা দেখে খুব খুশি হলাম! আলহামদুলিল্লাহ
বাংলা সিনেমাও এত এতটা মনযোগ দিয়ে দেখি না ভাই 😍😍😍❤️❤️
একটা সময়ে প্রচন্ড রাগ অনুভব করেছি, হয়েছি বিরক্তি, কিন্তু লাভলির চিন্তার প্রসংশা করি, আলহামদুলিল্লাহ।
দোয়া করি বোনটি সুস্থ্য হয়ে উঠুন।
আপনার সাথে সহমত পোষণ করি।
কঠিন বাস্তবতার আঘাতে লাভলি আপু অনেক বুদ্ধিমত্তা এবং বিচক্ষনতার পরিচয় দিয়েছেন। ওনার ফিরে পাওয়া ভাই সোহেল এবং ফুফাত ভাইকে খুবই আন্তরিক মনে হল। অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ যেন লাভলী আপুর সুচিকিৎসার সু ব্যাবস্থা করে দেন এবং এই আপুর মনে অনেক শান্তি দান করেন, এবং ওনাকে নেক হায়াত দান করেন। আনীন।
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও দেখলাম,😭😭😭 মাঝখানে এসে খুবই টেনশন করি ছিলাম কেন বাড়িতে ফিরতে চাচ্ছে না,অনেক সময় নিয়ে এই ভিডিওটা দেখলাম, দেখার পর শেষ মুহূর্তটা দেখে একটু স্বস্তি পেলাম
শেষে পযন্ত মিল দেখে মুখে হাসি ফুটল।
এই হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই,
তবুও পরিবারের সন্ধান পাওয়ার খবরটা শুনলে মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে ওঠে ।
একটি মাত্র চ্যানেল যেখানে কোন ধরনের টাকা-পয়সা ছাড়া মানুষের মানবতা কাজে দিন দিন এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে RJ Kebria ভাই।
অনেক অনেক ধন্যবাদ জানাই!!
ধন্যবাদ ভাই
@@MdalaUddin-wq2mz শুকরান ভাই।
Right from Assam India
লাভলীর পরিবারের মনটা অনেক অনেক ভালো, ইভেন তার আত্মীয়দের মনটা অনেক ভালো
আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর পরিবারের কাছে ফিরে যাওয়া কি আনন্দ আলহামদুলিল্লাহ।
ধৈর্য ধরে একটু ও স্কিপ না করে দেখে শান্তি পেলাম!
অনেক অনেক শুকরিয়া কিবরিয়া ভাই!
লাভলী আন্টির যদি মা বাবা বেচে থাকতো তাহলে এই ভিডিও টা এতো লম্বা হতো না,, ওনি বার বার মায়ের কথা বলে,, ওনার ভাই বা আত্বীয় স্বজন অনেক বড় মনের মানুষ আমার মনে হলো,,লাভলী আন্টি একটু সহজ সরল, ছেলে মেয়েদের জন্য বা শশুড় বাড়ির লোকের জন্য, মা বাবা চাইতেছে,দোয়া করি আল্লাহ লাভলী আন্টির ক্যান্সার মরণবেদী রোগ টা যেনো ভালো করে দেন,,লাভলী আন্টির জামাই অনেক ভালো মনের মানুষ, ওনার ফ্যামিলে কে আল্লাহ ভালো রাখুক
একটা গান তিন চারবার শুনলে বিরক্ত লাগে, কিন্তু কোরআন পাঁচ ছয়বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়।
সুবহানাল্লাহ 💖💖💖💖💖💖
Vaiya.sob.deeklam.ar.kanna.korlam.bun.tar.allah.hayath.dan.kurun.amin.
আপনাকে শুনতে কে মানা করেছে এখানে আসছেন তেল মারতে আপনি শুনেন কিনা আগে সেটা আগে বলেন ফাইজলামি
baia Quran telawat balo lagle amar channel ta gure asun
.
Ok
@@bedanabegam8301 আমিন
আলহামদুলিল্লাহ।
এই প্রথম আমাদের নওগাঁর একটা ভিডিও দেখলাম।
সবাই মিলে লাভলী আপুর চিকিৎসার খরচ দিব ওনার যতদিন চিকিৎসার প্রয়োজন । প্রবাসী ভাইদের কাছে অনুরোধ একদিনের ইনকাম আমরা এ বোনকে পাঠিয়ে দিব। লাভলী আপুর হায়াত মহান আল্লাহ তায়ালা বারিয়ে দিক এবং সেফা দান করুক । আমিন 🤲
আমিন সুম্মা আমিন।
Yes sir
আমিন
সম্পুর্ন দেখলাম নিজেই confusion এ পড়ছি , রক্তের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ লাভলী কাকিমার জন্য ওনার শেষ কথা শুনে বোঝা যাচ্ছে,,,, আজ ওনার ভাই সামনে থাকলে লাভলী কাকিমা+ দশর্ক সবাই তূপ্তি পেত
ভালোবাসা অবিরাম আপন ঠিকানার জন্য এবং সকল মেম্বার দের জন্য বিশেষ করে যারা পরিচয় পর্ব Share দেয়
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো।
লাভলির ভাইটা অনেক বড় মনের মানুষ এবং বোনকে অনেক ভালো বাসে তার জন্য দোয়া রইলো
আলহামদুলিল্লাহ, অবশেষ পরিবারের সাথে মিল হলো।ভিডিওতে ভাইয়ের হাসিটাতে খুশির ঝলক ছিলো অনেক খুশির।ভিষন ভালো লাগলো।
সম্পুর্ন ভিডিও দেখলাম শুধু মায়ের কথা বার বার বলতেছে মা থাকলে কতো খুশি হতো আসলে মা না থাকল পৃথিবী অন্ধকার দোয়া করি আল্লাহর কাছে বোনটাকে যেন সুস্থতা দান করেন
আমিন, আমিন।
আপনি ঠিক বলেছেন ভাই
ভাই আমি চোখের পানি ধরে রাখতে পারছি না
আপনি ক্ষুদ্র মানুষ না, মহান মানুষ। মাঝে মাঝে অনেক গর্ব হয় আপনি আমাদের বগুড়ার সন্তান। বাংলাদেশের অনলি ওয়ান। সেলুট আপনাকে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক।
হে আল্লাহ বোনটিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এবং এই পরিবারের সাথে মিলেমিশে আজীবন নিজের পরিবার মেনে থাকতে পারে । দোয়া রইল।
বোন মা বাবা সারাজীবন বেঁচে থাকেনা,
এটাই বাস্তব, আর একদিন আমরা সবাই চলে যাবো, ওনার ভাইয়ের কথা শুনে মনে হলো এটাই ওনার পরিবার।
ফুফুর মুখের সাথে অনেকটাই মিল আছে
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও দেখলাম, মাঝখানে এসে খুবই টেনশন করি ছিলাম কেন বাড়িতে ফিরতে চাচ্ছে না,শেষে পযন্ত মিল দেখে মুখে হাসি ফুটল। দোয়া আল্লাহ তাদের ভালো রাখুক আমিন।
পুরা ভিডিও ফুটেজ দেখলাম শেষটা ভালো লাগলো কারণ তারা সকলেই কষ্টের পরে হাসি নিয়ে ঘরে ফিরেছেন । জাযাকাল্লাহ প্রিয় ভাই। আল্লাহ এই বোনকে সুস্থ করে দিন আমিন।
জীবনে এত মনোযোগ দিয়ে লেখা পড়াও করিনি যতোটা মনোযোগ দিয়ে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠান টা দেখি।
লাভলীর ভাইটা অসাধারণ ভালো মানুষ, বোনের জন্য কত আন্তরিক, কত ভালোবাসা।।
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই কিবরিয়া ভাই কে। এত ধ্যের্য নিয়ে সহ্য করার জন্য।
এতো সুন্দর করে মানুষের সাইকোলিজিকার বিষয়টা বুঝাইলেন এর পর ইনশাআল্লাহ সবাই সাহয্য করবে।।
Baghajatin south Kolkata y .. thanks mr kibria for ur beautiful presentation
Alhamdulillah .lovee brother is a lovely man .I salute her brother for his love for his sister may allah swt grant everyone this kind of brother .Aameen. .
একটুও না টেনে পুরো ভিডিওটা দেখলাম। দেখতে দেখতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলো।শেষ পর্যন্ত মিলেছে, আলহামদুলিল্লাহ।
আমার ঘাড় ব্যাথা ধরেছে।
করা
আমি ও পুৰো টা দেখলাম।
আন্টি পুরা ভিডিও কি দেখতে পারছেন😃
আলহামদুলিল্লাহ
আমি ইন্ডিয়ার লিলুয়ায় থাকি।কিবরিয়া ভাইয়ের জন্যে অনেক শুভেচ্ছা থাকলো।
ধন্যবাদ ভাই
আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইলো
Vai apni apnar vidio ta Akbar deken vai
ভাই আপনার ভিডিও এক সেকেন্ড এর জন্য skip করতে পারি না । অনেক শিক্ষা মূলক ।👍🙏🙏❤🥀
রাইট
রাইট
আপু আমি এক মত
১০০%ৰাইট
Mashallah kebria vai. Apnake allah ato doijjo disea .alahamdulillah
আলহামদুলিল্লাহ্ 🤲
সম্পূর্ণ ভিডিও টা দেখলাম 😳
বাপরে বাপ!!!!
কিবরিয়ার ধৈর্য আছে বলতে হবে। অনেক বার ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু কিবরিয়াকে দেখেছি স্থির। একজন অসাধারণ মনোবিজ্ঞানী বলতে হবে। অনুষ্ঠানের স্বার্থে এতোটা ধৈর্য নিয়ে কাজ করতে আমার জীবনে আমি কাউকে দেখিনি। ধন্য কিবরিয়া আপনি।মাশাল্লাহ অবশেষে সফল হলো।
আসুন আল্লাহর নামে সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই।
বাকিটা আল্লাহর রহমত।
শুকরিয়া মহান আরশের মালিকের প্রতি। আলহামদুলিল্লাহ। "" জীবন! ""
বাকি জীবন আপন জনদের নিয়ে ভালো
কাটুক এই দোয়া রইলো আর এই আপডেট ভিডিও যাদের উছিলায় সফল হয়েছে আল্লাহ সকল কে নেক হায়াত দান করুক আমিন।
Alhamdulillah,Thanks kibria vai.
অনেক ধৈর্য পরে,,, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্, ভিডিও টা দেখত দেখতে হ্নদয় ছুয়ে কখন চোখে 😢 পানি এসেছে বুঝতেই পারিনি 😢😢😢
মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে। জীবনের শুরু থেকে আজ অবধি হারানো আর হারানো, প্রতিটি পদক্ষেপ সংগ্রাম আর সংগ্রাম। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, আমাকে এত বেশি ভালো রাখার জন্য। আলহামদুলিল্লাহ।
Q was
মা নামক শব্দ টা পৃথিবী থেকে চলে গেলে বেঁচে থাকাটা নাম মাত্র হয়ে যায়,কি এক মধুর ভালোবাসা লুকিয়ে থাকে মা এর মাঝে,
Thanks kibria vai.Alhamdulillah
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আরও একটা পরিবার তার সন্তান ফিরে পেল
আলহামদুলিল্লাহ,,, অনেক টেনশনে ছিলাম কি হয় না হয়
মাশাআল্লাহ কি অসীম ধৈর্য্য কিবরিয়া ভাইয়ের। আল্লাহ আপনার ধৈর্য্য আরো বাড়িয়ে দিক।
ভাই আপনার ভিডিও এক সেকেন্ড এর জন্য skip করতে পারি না । অনেক শিক্ষা মূলক ।👍💚💚
same amio
Thanks
আসলে যার মা" নেই, পৃথিবীতে তার সবকিছু অন্ধকার।
মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত।।
Salute kibria bhai, ai sob clint ase akrokom abeg nea, pore Onno rokom mantality.
Koto sundor kore didi ke mone korate chesta korchhe vai ta. Sotty khoob bhalo laglo vai ke dekhe.
লাভলির চিকিৎসা বেবস্হা করা হোক
ভাইয়ের উচিত তাড়াতাড়ি দেশে এসে বোনের সাথে সাক্ষাৎ করা।কারণ অসুখ টা বড়।হায়াত, মৃত্যু আল্লাহর হাতে। দোয়া করি ভাই, বোনের সাথে সাক্ষাৎ যেন হয়। আল্লাহ মালুম।
সৌদি থেকে বাংলাদেশে আসতে বাংলাদেশ থেকে সৌদি যাইতে লাগবে দেড় লক্ষ টাকা। বেটার হবে বোনকে কিছু টাকা দিয়ে চিকিৎসা করানো।
আলহামদুলিল্লাহ ❤️
ইনশাআল্লাহ যত বড় ই হোক দেখবো❤️
সাহস আছে দেখি 🙈
অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য
বার বার মন ভেঙে পড়তেছিলো কখন হ্যা বলবে সব শেষে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ অবশেষে পুনরায় মিলন মেলা দেখতে এতো ভালো লাগছে বলার মতো না আরিফ ভাই মহিউদ্দিন ভাই অনেক কস্ট করে অনেক বেশি দোয়া রইলো আল্লাহ জেনো সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় ধন্যবাদ কিবরিয়া ভাই কে মনে হইলো একটা বাংলা ছবি দেখলাম ২ ঘন্টার ৩০ মিনিটের কখনও চোখের জল মুছি আবার একলাই হাসি অনেক ভালো লাগলো দোয়া রইলো ভাই আল্লাহ জেনো আপনাকে ভালো রাখে সুস্থ রাখে
আলহামদুলিল্লাহ
সম্পূর্ণ ভিডিও দেখলাম, দোয়া করি আল্লাহ লাভলী আপাকে সুস্থতা দান করুক। আমিন
আলহামদুলিল্লহ,এটাই লাভলী আপার পরিবার।আল্লাহ তাকে সুস্থতা দান করুক।আর সুহেল ভাইয়ের বোনের প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগলো।
আল্লাহ পাক যেন সকল হারানো মানুষকে তাদের পরিবার মিলিয়ে দেন। আমিন
লষ্ট এন্ড ফাউন্ড এর পর্ব নাম্বার ৩ এর পর থেকে আজ পযন্ত দেখে আসছি তবে এমন ভিডিও পাইনি।
অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু লাভলী আপার মেন্টালীটি চিন্তা করে বললাম না।একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ স্হায়ী নয়।
সবাই কে একদিন চলে যেতে হবে হয়তো আজ না হয় কাল।
আল্লাহ তাহালা আপনার মঙ্গল করুক, রোগমুক্ত করুক।
ভালো থাকবেন কিবরিয়া ভাইয়া। আপনাকে আমার বয়স যখন ১২-১৩ তখন থেকে রেডিওতে শুনে আসছি।
এখন কাতার এ আছি।দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ, লাভলী তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরিয়ে পেল তার জন্য কিবরিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ্
একন একটু শান্তি পেলাম ওনার পরিবার কে আল্লাহ মিলাইছেন।
কি সুন্দর একটি নাম হযরত মোহাম্মদ (স.) লাইক হবে,,,❤❤
অনেক অপেক্ষার পর পেলাম🇧🇩🇮🇹🇮🇹
আলহামদুলিল্লাহ ভাই যদি ও সময় বেশি লাগছে কিন্তু খুব ভালো লাগলো লাষ্টে
অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাইকে❤❤❤❤
খুব ই কস্টজনক, সহ্য করা কঠিন, ধন্যবাদ কিবরিয়া ভাই,
এই বোন অসুস্থ আমরা যারা দর্শক আছি সবাই সাহায্যের হাত বারিয়ে দেন। বোনটির জন্য দোয়া রইল আমিন
P⁰
ভাই আললাহ সহায় হউন।
RIGHT
জীবন নাটকের চেয়েও নাটকীয় কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ ফিরে পেয়েছে।
ওনার চিন্তাগুলো মটেও ঠিক নয়, আমি মনে করি কেও কি করবে সেটা দেখে কি হবে সবচেয়ে বর পরিচয় যে একটা পরিবার ফিরে পাওয়া,,,নিজের রক্তের চেয়ে আর বর কিছু নেই,,যার যত কষ্ট হক না কেন পরিবার খুজে পেলে সব ভুলে যাওয়া দরকার,,, আলহামদুলিল্লাহ পরিবার ফিরে পাওয়া জন্য,,, দোয়া রইলো লাভলী আপার জন্য,,,,,
আসসালামু আলাইকুম,ভাইয়া আপনার সকল অনুষ্ঠান(জীবন গল্প, লস্ট এণড পাউন্ড,লাইফ,আপন ঠিকানা) গুলো প্রথম থেকে অদ্যবদী শূনতেছি এবং দেখতেছি।আজকের মতো এতো অশ্রু কখনো গড়িয়ে পড়েনি। দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম অনন্ত আপনাদের জন্য।জয় হোক মানবতার!!!
জয় হোক জাগ্রত বিবেকের!!!
জয় হোক বাংলার!!!
উনি বড় ধরণের ভুলের ভিতর আছে, মা, বাবা কারো চিরদিন বেঁচে থাকেনা।উনি এখন যাবেন উনার ছোট ভাইয়ের জন্য।ছোট ভাইটাকে অবহেলা করছেন।
Uni sorol soja lok. Abar osuththo.
Mohela boka
আহারে মা মা মা আপু মা চিরদিন বেঁচে থাকে না আপনাকে নেক হায়াত দান করুন আমিন
আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর পরিবারের কাছে ফিরে যাওয়া কি একটা আনন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ সকল হারানো মানুষকে এই অনুষ্ঠানের মাধ্যমে তার পরিবার ফিরিয়ে দেন।
আলহামদুলিল্লাহ অনেক কষ্ট টের পড়ে পাওয়া গেল। কিবরিয়া সাহেব আপনাকে ধন্যবাদ
কিবরিয়া ভাই, আপনি যখন বলেছেন আজ থেকে আমি আপনার ভাই, আমি কেঁদে ফেলেছি, আল্লাহ আপনাকে কোটি কোটি বছর নেক হায়াৎ দিন /
আল্লাহ তুমি এই আপুটা কে নেকহায়াত বারিয়ে দাও সব ত কেরে নিলা মা, বাবা, এখন ভাই বোনোর ভালোবাসা জন্য
আলহামদুলিল্লাহ
সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন ঐ আপুটাকে সুস্থ রাখে সেই দোয়াই করি
আলহামদুলিল্লাহ কিব্রিয়া ভাই আল্লাহ আপনাকে বেশি বেশি হায়াত দান করুক আমিন 🤲🤲🤲
(মানবিক পুলিশ) মনবতার ফেরিওয়ালা শওকত হোসেন ভাইকে বলে ওনার জন্য একটা কৃত্তিম পায়ের
ব্যবস্থা করতে পারলে
আমার মনে খুবিই ভালো হতো
এটা শুধু আমার নিজের একান্ত মত প্রকাশ করলাম
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏
সহমত
@@jannatulferdoush7110 ধন্যবাদ বোন
আমরা সবাই মিলে ইকটু চেষ্টা করি এই মেসেজটি যেনো
আমাদের সবার প্রিয় কিবরিয়া ভাই এবং
মানবিক শওকত ভাই যেনো দেখে
মাশা আল্লাহ লাভলীর ভাই সোহেল অনেক অনেক দরজো আছে বোনের জন্য আন্তরিক ভালবাসা আছে বলি পবাসি জীবনে থেকে বোনকে আনার জন্য বসে আছে দোয়া রহিল সোহেল ভাইয়া জন্যে আর না বললে হয় না কিবরিয়া ভাই অনেক অনেক দরজো শিল মানুষ ওনার জন্য আজ অসম্ভব কে সম্ভব করছে
এতো ধৈর্য নিয়ে আজ পর্যন্ত কোনো মুভি ও দেখি নাই।। ৫ ঘন্টা হলেও বিরক্ত হতাম না 🌹🌹
আমিও
Onek kosto laglo deke atuo Gonta laglo
যত বড়ই হোক, কোন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। লাভলী আপুর স্বামী অত্যন্ত ভাল মানুষ। আর কিবরিয়া ভাই সেলুট আপনার ধৈর্যের জন্য। পরম ধৈর্য্য ও মমতা দিয়ে ভিডিওটি সুন্দর সমাপ্তির জন্য। দোয়া রইলো।
কিবরীয়া ভাইয়ের নিকট অনুরোধ থাকবে পরবর্তীতে এই বোনের স্বামীকে নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও করার জন্য ; এই পরিবারের জন্য মানবিক সহযোগিতা একান্তই জরুরী ;
আলহামদুলিল্লাহ ।
ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন ।
কিবরিয়া ভাই এখানে আমার মনে হইতেছে আপনার কথার কিছু জায়গায় আপনি যখন বলেন আরো অন্য কোন পরিবার খুঁজে দেখবো নাকি তখন হারিয়ে জাওয়া লোকটার মনের মাঝে একটা সন্দেহ লাগে। আমার মনে হইতেছে এই কথাগুলো বেশি জোর বা পেশার না দিলে ভালো হয়।
,,, কেনো জানিনা ভাইয়া,,, আজকের ভিডিও টা দেখে বুকটা ফেটে গেলো,,, আহা আল্লাহ জখন মুখ তুলে চাইলো,, তখন,, জীবন নামের পাখি টা,,, চলেজেতে চাচ্ছে,,, কিবরিয়া ভাইয়া,, এই বুনটির জন্য কিছু করা জায়না,, জদিও বলছে ভালো আছি,,, কিন্তু অর্থের কষ্ট আর চিকিৎসা চালানোর জন্য হয়তবা অঘাত টাকার দরকার,,, জানিনা,,, বাকি জীবনে কি হবে,,, আল্লাহ ওনাকে বাকি জীবন টা সকলকে নিয়ে ভালো ভাবে বাচতে পারে,,,,,🤲🤲🤲🤲
আলহামদুলিল্লাহ ভাই সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল
অপেক্ষা মৃত্যুর ছেয়ে কস্ট তাই এখন কিছু শান্তো হলাম কিবরিয়া ভাইর এই ভিডিও দেখে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।। ভিডিও টা ২ ঘন্টা হলেও ভিডিও টা দেখে স্বার্থক।শেষে মিল তো পরিবারের সাথে😍😍😍😍😍
Worth watching .better than Films & natoks.
আমি ইমরান মালয়েশিয়া থেকে। কিবরিয়া ভাই একজন চালাক মানুষ? করণ কেনো এতো মহত কাজগুলো করেন কিবরিয়া ভাই? ভাইয়ের ভিডিও গুলো দেখে চোখে আর পানি নাই? হে আল্লাহ তুমি কিবরিয়া ভাইকে হাজার বছর হায়াত দান করুন আমীন।
"আপন ঠিকানা" র এই দীর্ঘ এপিসোড দেখার পর কিবরিয়া ভাইয়ের জন্য একটা কথাই বলবো: "নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন"
আলহমদুলিল্লাহ
আপনি ও দারুণ ধৈর্যশীল লোক
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
আমীন