এটাতো আপনি তাকবীর দিলেন সালাতে কোন সূরা পড়বেন তাও আপনার জানতে হবে যেকোনো সুরা দিয়ে সালাত হবে না কারণ এক এক সুরার এক এক অর্থ। অতএব সবকিছুর জন্য এক সেট বই কিনে নিয়ে কুরআনের সূরা পড়ে ঈমান এনে সালাত কায়েম করতে হবে QBS TV ইউটুবে সার্চ দিয়ে কুরআনের প্রফেসার থেকে এক সেট বই অনলাইনের মাধ্যমে কিনে কুরআনের সাথে মিলে নিয়ে। একক আল্লাহর ইবাদত করুন। সালামুন আলাইকুম। ধন্যবাদ।
সালামুন আলাইকুম ।ওনার আলোচনা 100 %সত্য। জান্নাত পেতে হলে এই ভাযের কথা গুলি মেনে চলেন। মোল্লারা টাকার বিনিময়ে ওযাজ করেন। যেজন্য তাদের ওযাজে বরকত নাই। ওদের বয়কট করুন ।
@@mr9rana296* আল্লাহ সুবহা-নাহুওয়া তা'য়ালা বিস্তারিত ব্যাখ্যাসহ বিধান হাদীছের কিতাব কুরআন সহজ সরল ভাবে পূর্নাঙ্গ দীন ইসলামের পথ নির্দেশ অনুসরনের জন্য নাযিল করেছেন ! যাহারা কুরআন থেকে বিস্তারিত ব্যাখ্যা বা তাফছির গ্রহণ করে না তাহারাই পাপিষ্ট , পথভ্রষ্ট , কাফির । * একজন আল্লাহ্'র বান্দা বা দাস আল্লাহ্'র কুরআনের বাণী বা হাদীছকে ব্যাখ্যা করার জ্ঞান রাখে না , অদৃশ্য বিষয়েও বিন্দুমাত্র জ্ঞান নাই।
বুঝে পড়বে কিভাবে। কুরআনের অনুবাদে জগাখিচুড়ি পাকিয়ে রেখেছে। আমরা যাতে বুঝতে না পারি তাই একটার অনুবাদ আরেকটা করে রেখেছে। অসংখ্য ভুল।এখন তারা জানে না, কাচা গলা মোমের মত মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা মনে করে অনুবাদ আবার ভুল হয় নাকি এ সম্পর্ক তো কেউ জানেই না কিছু। তাই আপনাদের কাছে আবেদন রইল। আপনারা ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত কুরআনের হুবহু অনুবাদ টি সংগ্রহ করতে পারেন। ১৫ পারা হুবহু অনুবাদ বেরিয়েছে।
রুকু থেকে দাঁড়িয়ে বলতে হবে "রব্বি আদ খিলনি মুদ খলা ছিদকিউ ওয়াখ রিজনি মুখরজা ছিদকিউ অজাআল্লি মিল্লা দুনকা সুলতানা নাছির"। অর্থাৎ (হে আল্লাহ আমাকে সত্যের মধ্যে প্রবেশ করিয়ে আজীবন সত্যের মধ্যে পরিচালিত করুন আর আপনি আমাকে সর্বত্র সাহায্য করুন।এটা পড়া যেতে পারে। আর এক সিজদা থেকে উঠে আর এক সিজদায় যাওয়ার জন্য 😢 পড়তে হবে "রব্বিগফির অরহাম ওয়ানতা খইরুর রহিমিন"।। অর্থাৎ " হে আল্লাহ আমায় খমা করুন,আমায় দয়া করুন তিনি ক্ষমা করলেনএবং তিনি সর্বোচ্চ দয়ালু"।😢
ভাই আপনার আলোচনা সঠিক পথ এর দিকে যাচ্ছে কিন্তু সমস্য হচ্ছে আপনি বললেন যে তাহাজ্জদ নামাজ ফরজ করা হয়েছে এটি সঠিক নয়।আল্লাহ কোরানে তাহাজ্জদ নামাজ অতিরিক্ত করা হয়েছে আপনি বিষয়টি নিয়ে কোরান পড়া দরকার আমি সত্য কথা ভালো বাসি।
পবিত্র কোরআন এ পাঁচ ওয়াক্ত নামাজের উল্লেখ আছে। সুরা রোম আয়াত নং:১৭,তোমরা আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা কর সকাল- সন্ধ্যা আয়াত নং:১৮, তোমরা আল্লাহ মহত্ব ঘোষণা করবে দিনের দ্বিতীয় প্রহরে,আবার যখন তৃতীয় প্রহর শুরু হয় তখন। সুরা হুদ আয়াত নং: ১১৪,তুমি নামাজ প্রতিষ্ঠা কর দিনের দু প্রান্তে আর কিছু রাত অতিবাহিত হওয়ার পর। একটু খেয়াল করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ এই খানে পেয়ে যাবেন।
* আলীম - অর্থ বা মানে ঃ- সর্ববিষয়ে সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ্। ২৭ নং সুরা নমল। আয়াত - ০৬ দেখুন। * আল্লাহ্'র সহজ সরল কুরআন শিখতে , জানতে কোথায় যেতে হবে তা আল্লাহ্ই ভাল জানেন ; আপনার উপদেশ মূল্যহীন । -- আপনার মত পাপিষ্ট পথভ্রষ্ট কাফির পূর্বেও ছিল এখনও আছে কিয়ামত পর্যন্ত থাকবে। -- আল্লাহ্'র নাম লাগানো আল্লাহ্'র একজন বান্দা , বাংলায় প্রবাদের মত - চোরের গলায় আওয়াজ বেশী!
সুরা কাসাস-এর ৩২ নং আয়াতে বুকে হাত বাঁধতে বলা হয়েছে নির্দিষ্ট পরিস্থিতিতে ভয় দূর করার জন্য।ওখানে নামাজের কোনো প্রসঙ্গই নেই। কোন যুক্তিতে ঐ বুকে হাত বাঁধাটা নামাজের মধ্যে টেনে আনলেন? আমি নিজে নামাজের সময় বুকে হাত বাঁধি,তবে তা করি হাদিস মেনে। মোটের উপর আপনার যুক্তিগুলি ভ্রান্ত।
@@bonggojbihonggo991 , মুসলিম ঘোষনাকারী কুরআন মানতে বাধ্য । কুরআন বিধান । বিধি থাকলে বিধান। A টু Z কুরআনের বিধান শর্তহীন মুসলিম মেনে চলবে। অভাব মুক্ত ও সুন্দর জীবনের ফরমূলা ।
ধন্যবাদ আপনাকে। আমাদের বয়স হয়েছে, আমরা দীর্ঘ জীবন পিতা-মাতা ও হুজুরের শেখানো নামাজ পড়ে এসেছি। আপনি প্রকৃত নামাজ কেমন হবে মুখে জানালেন, আপনি যদি লিখিতভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত লিখিত ভাবে জানিয়ে দেন তাহলে সবার শিখে নিতে সুবিধা হবে।
সালামুন আলাইকুম আমার আরেকটি প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন চ্যালেঞ্জ করিয়াছেন তোমরা যদি পারো জিন এবং ইনসান সবাই মিলে আল্লাহর এরকম একটি সূরা তৈরি করা অথবা একটি আয়াত তৈরি কর তোমরা যাহার সাহায্য নিয়ে পারো কিন্তু তোমরা পারবেনা 2:23 আল্লাহর ব্যতীত তাহা হলে মানুষ রচিত সুবাহানাকা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়ালরাব্বিকাল আজিম এইগুলি কিভাবে বানিয়েছেন?
সালামুন আলাইকুম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনে যে চ্যালেঞ্জ করছে যদি তোমরা পারো এরকম একটা আয়াত বা সূরা অথবা একটি শব্দ তৈরি কর আমি যেটা পবিত্র কুরআন থেকে খুজে পেয়েছি পবিত্র কোরআনের মধ্যে প্রায় ৩৩ বার ৩৪ হাজার ওয়ার্ড আছে আমরা পৃথিবীর মানুষ এই ওয়ার্ডগুলি দিয়ে কথা বলি কারণ আল্লাহপাক ভাষা শেখায় আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন পবিত্র কোরআনের যে শব্দগুলি আমরা যেকোনো কথাই বলি না কেন সে শব্দগুলো পবিত্র কোরআনে আছে। কারণ মানুষের সাধ্য নাই যে নতুন কোন শব্দ তৈরি করবে আল্লাহর সাহায্য ব্যতীত।
জনাব আপনার কথাগুলো খুব যুক্তিসঙ্গত কিন্তু মোল্লারা কি এ নিয়ে হইচই করবে না? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । আপনার নামটা কি বললে খুব ভালো হতো । এ নিয়ে নতুন নতুন লাইভ করুন । শুভকামনা রইল ধন্যবাদ ।
আপনার এই আলোচনা সময় উপযোগী। কিছু মনে নিবননা, হয়তো আমার ভুল হতে পারে ,আপনি মুসলমান বলছেন, কিন্তু আল্লাহ বলেছেন ২২নং সুরা হজ্জ,এর ৭৮ নং আয়াতে,( মুসলিম) ধন্যবাদ আমি সময় পেলেই আপনার আলোচনা শুনে থাকি।
সালামুন আলাইকুম ।মুসলমান আর মুসলিম এর মধ্যে অনেক পার্থক্য। আমরা জন্ম গত ভাবে মুসলমান। যারা কোরান মজিদ মেনে জীবন যাপন করে সে হবে মুসলিম। আল্লাহ মুমিন দেরকে বলেছেন মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না।
সালামুন আলাইকুম, কোরআনের যে আয়াত গুলোর রেফারেন্স আপনি বাংলাতে দিলেন তা কুরআনের আয়াত বলে আমি কেন মেনে নিব। সব ব্যাখ্যায় তো আপনি দিলেন যে নামাজ গুলো কোরআন দিয়ে পড়তে হবে। যাক দুটি প্রশ্নের উত্তর দিন। ১. নামাজের ওয়াক্ত কোরআন থেকে দেখিয়ে দেন। ও সালাত শব্দের অর্থ কি। ২. কোরআনের প্রথম শুদ্ধ বিসমিল্লাহ অর্থ কি একটু বুঝিয়ে দেন। ধন্যবাদ আপনাকে।
সালামুন আলাইকুম তিব তুম ভাই কিন্তু পৃথিবীর সকল আলেমসমাজ তো ৪ নং সূরাহর ১০২/১০৩ আয়াত গুলি পড়ে এ অনুযায়ী সালাত আদায় করতে রাজি না। এখন আমরা কি করতে পারি।আমি দুবাই আছি এখানে সবাই হাদিস অনুযায়ী সালাত পড়ে এখন আমি কি ভাবে সালাত আদায় করতে পারি
কোরআন শরিফের ছালাতের কথার অর্থ আল্লার সাথে সংযোগ করা, আল্লার সাথে সংযোগ করা হলো ,সিঁড়ি দিয়ে উঠে নবীজী র কাছে পৌঁছানো, আর আল্লা কে এক মাত্র আখেরী নবীজী মিয়ারাজ করেছেন,
পৃথিবীতে কোথাও কি প্রচলিত নামাজের বাহিরে কেউ নামাজ পড়ে? সবাই প্রচলিত নিয়মেই নামাজ পড়ছে।আপনি হয়তো বলবেন একা পড়ার জন্য। কিন্তু মসজিদে জামায়াতে কিভাবে একা নামাজ পড়বে!?
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, সালাত অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়, এই সালাত আদায়ের নিয়ম কানুন কুরআনের বিভিন্ন জায়গা থেকে আলোচনা করা হয়েছে, একটি জায়গায় সুন্দর ভাবে সাজানো গোছানো নেই, এই টা এমন কেন, যখন সেজদা আয়াত নাযিল হয়েছে তখন কি শুধু সেজদার মাধ্যমে সালাত আদায় করা হতো, ভাই আমি হয়ত প্রশ্নটা গুছিয়ে লিখতে পারিনি, যদি আপনি বুঝতে পারেন আমাকে উত্তর জানালে উপকৃত হব
সকালে কুরআন পাঠ করে জানা এবং সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত পরযন্ত বিধান সকলকে জানানো ই হলো সলাত কায়িম করা । জনাব,এই কথাগুলো গভীর ভাবে চিন্তা করতে হবে । এভাবে চলতে গেলে হাত,পা ও মুখ এবং শরীর সব কিছুই সাখখী দিতে পারবে ।
সালামুন আলাইকুম। আপনার অনেক আলোচনা আমি শুনেছি। কোরআনের টেক্সট বোঝাও অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ সালাতের বর্ণনা এইরকম বিচ্ছিন্নভাবে কেন দিলেন। দুইটা তিনটা আয়াতেই তো দিতে পারতেন। আমি মনে করি আপনাকে আরো গভীরে যেতে হবে। আমি আল্লাহর সাথে যে কথা বলছি তার সাংঘর্ষিক কিনা। সালাত এবং নামায এক নয় এটা এখন বুঝতে পারি। আপনি আর একটু ভেবে দেখবেন। আপনার সুখ কামনা করি।
নামাজ শেষে পড়তে হবে "ছালামুন আলাল মুরসালিন,ওয়াখেরি আনিল হামদুলিল্লা হির ব্বিল আল-আমিন"। অর্থাৎ নবীকে ছালাম দিলাম আর আল্লাহর প্রশংসা করে নামাজ শেষ করলাম।
আপনি মোল্লাদের সঙ্গে পারবেন কোরান ভিত্তিক নামাজ সমাজে প্রতিষ্ঠিত করতে ? না। তবে আপনি কি হাল ছেড়ে দিবেন ? না। এখন মুসলিম দুনিয়ার নামাজ মোল্লাদের দারা নিয়ন্ত্রিত, কিছু শিক্ষিত মুসলিম আপনাদের মত কোরান ভিত্তিক নামাজ পড়ার পক্ষে। যেমন আমি। আপনার সব বক্তব্য আমি সমর্থন করি। আল্লাহ আপনাকে শক্তি দিক।
সালামুন আলাইকুম, সালাতে বসে ,সেজদায় এবং রুকুতে কোরানের যে দোয়া ও আয়াত গুলি পড়া হয়,এই গুলির আগে কি সব সময় বিসমিল্লাহির রাহমানির রহিম পড়া লাগবে? একটু জানাবেন প্লিজ।
ভাই সর্বমোট ২ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম এসেছে।। ১ বার আলহামদুলিল্লাহ এক নম্বর আয়াত ।।। আর দ্বিতীয় বার এসেছে সুরা নং ২৭ আয়াত নং ৩০।। একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম বললেই হবে
তাহলে শুধু সুরা ফাতিহা ছাড়া সালাতে কোরান থেকে যাই পাঠ করি না কেন বিসমিল্লাহ বলা লাগবে না এই টাই কি?আর একটা কথা আর এমনি যখন আমরা দোয়া ও সুরা পড়ি তখন কি করব?একটু জানাবেন প্লিজ।
ভাই "আল্লাহ আকবর " শব্দটি কি কুরআনে আছে? যদি থাকে তাহলে কোন সুরার কত নম্বর আছে? জোড়া তালি দিয়ে বলবেন না, হুবহু আল্লাহু আকবর দেখাবেন আর না থাকলে নামাজে কেন পড়বেন? ব্যাখা করবেন প্লিজ।
সালামুআলাইকুম স্যার দুলুক শব্দের অর্থ কি দ্যুলোক শব্দের অর্থ কোন আয়াত থেকে নিলেন নাকি বাহির থেকে বললেন নাকি আপনি নিজে থেকে বললেন নাকি আলেম সাহেব যেটা বলেছেন সেটা কি আপনি বললেন
কোরআনে সালাতের উল্লেখ 82 বার। এখানে আপনি কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা পাবেন না। সূরা রুম আর বনি ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দিয়ে যারা দলিল দেয় আপনি একটু কষ্ট করে দেখেন এটা কখন কোথায় নাযিল হয়েছে। এগুলা মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসার কত বছর আগে এই সূরা নাযিল হয়েছে দেখুন কষ্ট করে। যদি মানুষকে জানাতে চান সালাত সম্পর্কে তাহলে সূরা মারেজ আয়াত ২৩। এখানে দায়েমি সালাতের কথা বলা হয়েছে। তারাই মুসল্লী যারা দায়েমি সালাতে দন্ডায়মান। দায়েম মানে সর্বক্ষণ। এটা কিভাবে মানুষ করবে দায়েমি সালাতটাই বা কি তা মানুষকে বোঝান।
কোরআনের বাক্য জোড়াতালি দিয়ে কথাটা কি ঠিক হয়েছে। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কথা বলাটা ঠিক নয় ভাই আল্লাহর ইচ্ছায় ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা কিভাবে কুরআন থেকে অর্জন করতে পারি ধন্যবাদ
@@arjumankhanom8366ভাইজান সালামুন আলাইকুম। ভাই সুরাহ্ বাকারাহ্ ৪৫ এবং ১৫৩ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা কর সালাতে এবং সবর অবস্হায়। তাহলে সাহায্য চাইবো কার কাছে। আমরা সুরাতুল হামদ্ এ ৫ নম্বর আয়াতে বলি যে আমরা একমাত্র তোমারই বিধিবিধান মানি বা মানবো এবং তোমারই কাছে সাহায্যের চাই বা চাইবো। তাহলে সাহয্য চাইবো কার শিখানো পদ্ধতি তে। যেহেতু আমরা মুর্খ নাদান আমরা কিছু জানি না এবং আমরা সব মাথামোটা। আল্লাহ্ র জ্ঞান অসীম। মনে করিয়েন না যে শুধু কোরানেই আল্লাহ্ র জ্ঞান সীমাবদ্ধ। আল্লাহ্ আলিমুল গায়েব। আল্লাহ্ জানে আমাদের কি প্রয়োজন হতে পারে তার ব্যাবস্হা করা আছে। আমাদের চাইতে হবে তাঁর শিখানো পদ্ধতিতে। আল্লাহ্ যখন যা ইচ্ছা করেন তখন শুধু বলেন হও আর হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
@@arjumankhanom8366সূরা মুজাম্মিল আয়াত নাম্বার: ( 2) কোরআন তেলোয়াত দাঁড়িয়ে পড়ার আদেশ। অতঃপর এই সূরার (20 ) নম্বর আয়াত ওখানে বলা আছে আল্লাহর কিতাবের থেকে যেগুলো সহজ সেগুলো থেকে তেলাওয়াত করো এ কথাটা দুইবার বলা আছে। অতঃপর বনী-ইসরাঈলের (79) নম্বর আয়াত ওখানে তো তাহাজ্জুদ নামাজ হবে না।ওখানেও কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, বুঝে বুঝে এরপরেই একটা দোয়া আছে ওটা পড়তে বলেছে। হুজুররা তো লক্ষ-কোটি নেকি বলে রেখেছে তাহাজ্জুদের নামাজ বলে, মায়াজ আল্লাহ,,,,,
নেদার উত্তর আপনি যে আয়াত বলেছেন তা থেকেও ভালো আয়া ত আছে আর তা হলো সুরা আল ইমরানের ০৭, নং আয়াতের শেষ দিকে বলা আছে "আমান্না বিহি" অরথৎ (আমি ইহা বিশ্বাস করি).এটা সুরা ফতিহার শেষে ও পড়া যেতে পারে।
How do you know that these verses are to be recited during the ritualistic performance of Namaz? The Quran was compiled 20 years after the death of Prophet Muhammad. Salat and Namaz are two different things. Establishing salat is different from that of performing prayers. Please read the Quran before being too confident.
Allah nobike Jayeder strike biye korar kotha sposto kore bolte parlo, kintu anusthanik namajer angovongir kothata sposto kore bolte parlo na? Eta grahonjogyo hote pare na Nabi Muhammad ek jon tar bibi 14 jon eta kemon kore joray joray holo?
সালামুন আলাইকুম।
মানবতার মুক্তি আন্দোলন
#হিযবুত_তাওহীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ।
মাশা-আল্লাহ।
খুব সুন্দর আলোচনা।
Thank you for actual matter
সালামুন আলাইকুম খুব সুন্দর আলোচনা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সালামুন আলাইকুম খুব সুন্দর আলোচনা ❤❤
না বুঝেই সুন্দর বলতেছেন কেন ?
Pls ref the structure n rituals of Quranic salah.Thanks
আল্লাহু আকবার দুই বার
আকীমুস্ সালা দুই বার( 2:43)
আল্লাহু আকবার দুই বার
লা ইলা-হা ইল্লাল্লা-হু দুই বার (47:19)
এটাতো আপনি তাকবীর দিলেন সালাতে কোন সূরা পড়বেন তাও আপনার জানতে হবে যেকোনো সুরা দিয়ে সালাত হবে না কারণ এক এক সুরার এক এক অর্থ। অতএব সবকিছুর জন্য এক সেট বই কিনে নিয়ে কুরআনের সূরা পড়ে ঈমান এনে সালাত কায়েম করতে হবে QBS TV ইউটুবে সার্চ দিয়ে কুরআনের প্রফেসার থেকে এক সেট বই অনলাইনের মাধ্যমে কিনে কুরআনের সাথে মিলে নিয়ে। একক আল্লাহর ইবাদত করুন। সালামুন আলাইকুম। ধন্যবাদ।
দুই বারের কথা তো পেলাম না
Well done god bless true word from London
Thanks bro
আজকের পাওয়া এই তথ্য আসলে কি সত্য ?
অবশ্যই সত্য এতে কোন সন্দেহ নাই।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মাশাল্লাহ নামাজে সুন্দর আলোচনা করার জন্য স্যারকে অনেক ধন্যবাদ আমি সেটাই চেয়েছিলাম
ভাই সচিত্র একটি ভিডিও প্রদান করুন।
CONGRATULITION, VAI
Salamun alaikum
সালামুন আলাইকুম ।ওনার আলোচনা 100 %সত্য। জান্নাত পেতে হলে এই ভাযের কথা গুলি মেনে চলেন। মোল্লারা টাকার বিনিময়ে ওযাজ করেন। যেজন্য তাদের ওযাজে বরকত নাই। ওদের বয়কট করুন ।
আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনের কত নম্বর আয়াত এটা একটু বলেন
অধিকাংশ মানুষই মুমিন হয় নাই হবেনা।
সূরা ইউসূফ/১২নং আয়াত ১০৩।
কুরআনের সত্য কথা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনসকে।জানার বিষয় সুরা ফাতিহা এর ৭নং আয়াতের অর্থ সহ আলোচনা জানতে চায়।
Salamun alikum tibtum. Bashir, Bakergonj
সালামুন আলাইকুম ভাইজান কি ভাবে বই গুলি পেতে পারি একটু জানাবেন,,
Really Really true
❤❤❤❤❤
কুরআন ই যথেষ্ট মুসলমানদের জন্য তাই বাংলা তাফসির সহ বুঝে কুরআন পড়ার অনুরোধ রইলো সকল মুসলমান ভাই বোনদের।
Tafsir porte gelei bipode porben.
Sudhu Bangla Ortho pore jaben Quran e apnake guide Korte thakbe
@@mr9rana296* আল্লাহ সুবহা-নাহুওয়া তা'য়ালা বিস্তারিত ব্যাখ্যাসহ বিধান হাদীছের কিতাব কুরআন সহজ সরল ভাবে পূর্নাঙ্গ দীন ইসলামের পথ নির্দেশ অনুসরনের জন্য নাযিল করেছেন ! যাহারা কুরআন থেকে বিস্তারিত ব্যাখ্যা বা তাফছির গ্রহণ করে না তাহারাই পাপিষ্ট , পথভ্রষ্ট , কাফির ।
* একজন আল্লাহ্'র বান্দা বা দাস আল্লাহ্'র কুরআনের বাণী বা হাদীছকে ব্যাখ্যা করার জ্ঞান রাখে না , অদৃশ্য বিষয়েও বিন্দুমাত্র জ্ঞান নাই।
বুঝে পড়বে কিভাবে। কুরআনের অনুবাদে জগাখিচুড়ি পাকিয়ে রেখেছে। আমরা যাতে বুঝতে না পারি তাই একটার অনুবাদ আরেকটা করে রেখেছে। অসংখ্য ভুল।এখন তারা জানে না, কাচা গলা মোমের মত মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা মনে করে অনুবাদ আবার ভুল হয় নাকি এ সম্পর্ক তো কেউ জানেই না কিছু। তাই আপনাদের কাছে আবেদন রইল। আপনারা ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত কুরআনের হুবহু অনুবাদ টি সংগ্রহ করতে পারেন। ১৫ পারা হুবহু অনুবাদ বেরিয়েছে।
রুকু থেকে দাঁড়িয়ে বলতে হবে "রব্বি আদ খিলনি মুদ খলা ছিদকিউ ওয়াখ রিজনি মুখরজা ছিদকিউ অজাআল্লি মিল্লা দুনকা সুলতানা নাছির"। অর্থাৎ (হে আল্লাহ আমাকে সত্যের মধ্যে প্রবেশ করিয়ে আজীবন সত্যের মধ্যে পরিচালিত করুন আর আপনি আমাকে সর্বত্র সাহায্য করুন।এটা পড়া যেতে পারে।
আর এক সিজদা থেকে উঠে আর এক সিজদায় যাওয়ার জন্য 😢 পড়তে হবে "রব্বিগফির অরহাম ওয়ানতা খইরুর রহিমিন"।। অর্থাৎ " হে আল্লাহ আমায় খমা করুন,আমায় দয়া করুন তিনি ক্ষমা করলেনএবং তিনি সর্বোচ্চ দয়ালু"।😢
মৌখিক নয় সরাসরি সালাত আদায় করার ভিডিও দিন যাতে আমরা শিখতে পারি,,
আমরা কোরআন মোতাবেক কি ভাবে সালাত পড়বো এ সালাত আমাদের কে শিখিয়ে দিলে খুশি হতাম।
আপনার কথায় যুক্তি আছে। তবে কি ভাবে নামাজ পড়বো সেই নিয়ম দিয়ে একটি বই তৈরি করেন।
ভাই আপনার আলোচনা সঠিক পথ এর দিকে যাচ্ছে কিন্তু সমস্য হচ্ছে আপনি বললেন যে তাহাজ্জদ নামাজ ফরজ করা হয়েছে এটি সঠিক নয়।আল্লাহ কোরানে তাহাজ্জদ নামাজ অতিরিক্ত করা হয়েছে আপনি বিষয়টি নিয়ে কোরান পড়া দরকার আমি সত্য কথা ভালো বাসি।
Appreciate
চ্যার আপনে যদি সম্পত্বি বন্টনের ব্যপারে একটু বলতেন কোর আনথেকে অনেক উপকৃত হতাম দিন সম্পর্কে,
Md Irfan Habib, Kaliachak,Malda.W.B.
Salamun Aalaikum Sir ,
Zanajar Namajer niyom niye Qur'an theke alochona korle upokrito hotam
প্রচলিত সালাতের শুরু করেন কে?
আমার একটা,নামাজ,শিখা,বইদিবেন।
Tahole salate 2: 125 ayat mana jabena ?
সালাতের বিষয় যে ভাবে ব্যাক্ষা দিলেন, তার মধ্যে আপনরও মনগড়া অনেক উক্তি আছে, আর আপনি কোরআনের উচ্চারণ সঠিক করে নিয়েন !!!!
কোরআনে কত ওয়াক্ত নামাজ আসছে, যদি জানাতেন উপকিত হতাম
পবিত্র কোরআন এ পাঁচ ওয়াক্ত নামাজের উল্লেখ আছে।
সুরা রোম আয়াত নং:১৭,তোমরা আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা কর সকাল- সন্ধ্যা
আয়াত নং:১৮, তোমরা আল্লাহ মহত্ব ঘোষণা করবে দিনের দ্বিতীয় প্রহরে,আবার যখন তৃতীয় প্রহর শুরু হয় তখন।
সুরা হুদ আয়াত নং: ১১৪,তুমি নামাজ প্রতিষ্ঠা কর দিনের দু প্রান্তে আর কিছু রাত অতিবাহিত হওয়ার পর।
একটু খেয়াল করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ এই খানে পেয়ে যাবেন।
দয়া করে বলবেন আল্লাহু আকবার কুরআনের কোন সূরায় আছে
সুরা হজ্জ আয়াত ১২
আপনাকে মুছলিম হওয়ার জন্য আহবান জানাচ্ছি এবং কোরআনকে জানাবুঝার জন্য একজন উচ্ছ শিক্ষিত আলেমের নিকটে যান । আল্লাহ আপনাকে হেদায়েত দিন ।
* আলীম - অর্থ বা মানে ঃ- সর্ববিষয়ে সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ্।
২৭ নং সুরা নমল। আয়াত - ০৬ দেখুন।
* আল্লাহ্'র সহজ সরল কুরআন শিখতে , জানতে কোথায় যেতে হবে তা আল্লাহ্ই ভাল জানেন ; আপনার উপদেশ মূল্যহীন ।
-- আপনার মত পাপিষ্ট পথভ্রষ্ট কাফির পূর্বেও ছিল এখনও আছে কিয়ামত পর্যন্ত থাকবে।
-- আল্লাহ্'র নাম লাগানো আল্লাহ্'র একজন বান্দা , বাংলায় প্রবাদের মত - চোরের গলায় আওয়াজ বেশী!
সুরা কাসাস-এর ৩২ নং আয়াতে বুকে হাত বাঁধতে বলা হয়েছে নির্দিষ্ট পরিস্থিতিতে ভয় দূর করার জন্য।ওখানে নামাজের কোনো প্রসঙ্গই নেই।
কোন যুক্তিতে ঐ বুকে হাত বাঁধাটা নামাজের মধ্যে টেনে আনলেন?
আমি নিজে নামাজের সময় বুকে হাত বাঁধি,তবে তা করি হাদিস মেনে।
মোটের উপর আপনার যুক্তিগুলি ভ্রান্ত।
আসুন কুরআন বিধান হিসাবে মেনে চলি ।
কোরআন কোনো বিধান ( ফরজ বা বাধ্যতামূলক আইন) নয়, উপদেশ, যা কোরআনে যাকে ইচ্ছা পালন করতে বলা হয়েছে, যার ইচ্ছা পালন করবেনা৷
@@bonggojbihonggo991 , মুসলিম ঘোষনাকারী কুরআন মানতে বাধ্য । কুরআন বিধান । বিধি থাকলে বিধান। A টু Z কুরআনের বিধান শর্তহীন মুসলিম মেনে চলবে। অভাব মুক্ত ও সুন্দর জীবনের ফরমূলা ।
কুরআনের নামাজ সিখার জন্য কুনো বই আছে কি থাকলে জানালে ভাল হতো
কুরানের সালাত হলো দায়েমি সালাত।এই বিষয়ে বিস্তারিত জানতে হলে বক্তা কাজী জাবির আহমেদের লেকচার শুনুন।উনার চ্যানেলের নাম সুফি আত্মদর্শন।
সালামুন আলাইকুম
ধন্যবাদ আপনাকে। আমাদের বয়স হয়েছে, আমরা দীর্ঘ জীবন পিতা-মাতা ও হুজুরের শেখানো নামাজ পড়ে এসেছি। আপনি প্রকৃত নামাজ কেমন হবে মুখে জানালেন, আপনি যদি লিখিতভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত লিখিত ভাবে জানিয়ে দেন তাহলে সবার শিখে নিতে সুবিধা হবে।
সালামুন আলাইকুম আমার আরেকটি প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন চ্যালেঞ্জ করিয়াছেন তোমরা যদি পারো জিন এবং ইনসান সবাই মিলে আল্লাহর এরকম একটি সূরা তৈরি করা অথবা একটি আয়াত তৈরি কর তোমরা যাহার সাহায্য নিয়ে পারো কিন্তু তোমরা পারবেনা 2:23 আল্লাহর ব্যতীত তাহা হলে মানুষ রচিত সুবাহানাকা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়ালরাব্বিকাল আজিম এইগুলি কিভাবে বানিয়েছেন?
সালামুন আলাইকুম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনে যে চ্যালেঞ্জ করছে যদি তোমরা পারো এরকম একটা আয়াত বা সূরা অথবা একটি শব্দ তৈরি কর আমি যেটা পবিত্র কুরআন থেকে খুজে পেয়েছি পবিত্র কোরআনের মধ্যে প্রায় ৩৩ বার ৩৪ হাজার ওয়ার্ড আছে আমরা পৃথিবীর মানুষ এই ওয়ার্ডগুলি দিয়ে কথা বলি কারণ আল্লাহপাক ভাষা শেখায় আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন পবিত্র কোরআনের যে শব্দগুলি আমরা যেকোনো কথাই বলি না কেন সে শব্দগুলো পবিত্র কোরআনে আছে। কারণ মানুষের সাধ্য নাই যে নতুন কোন শব্দ তৈরি করবে আল্লাহর সাহায্য ব্যতীত।
ইয়াকুব আলাই ছললাম পুএ সকল নিয়া ইচুব কে চেয়ারে বসে সিজদা করলেন কি ভাবে
জনাব আপনার কথাগুলো খুব যুক্তিসঙ্গত কিন্তু মোল্লারা কি এ নিয়ে হইচই করবে না? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । আপনার নামটা কি বললে খুব ভালো হতো । এ নিয়ে নতুন নতুন লাইভ করুন । শুভকামনা রইল ধন্যবাদ ।
আপনার এই আলোচনা সময় উপযোগী। কিছু মনে নিবননা, হয়তো আমার ভুল হতে পারে ,আপনি মুসলমান বলছেন, কিন্তু আল্লাহ বলেছেন ২২নং সুরা হজ্জ,এর ৭৮ নং আয়াতে,( মুসলিম) ধন্যবাদ আমি সময় পেলেই আপনার আলোচনা শুনে থাকি।
সালামুন আলাইকুম ।মুসলমান আর মুসলিম এর মধ্যে অনেক পার্থক্য। আমরা জন্ম গত ভাবে মুসলমান। যারা কোরান মজিদ মেনে জীবন যাপন করে সে হবে মুসলিম। আল্লাহ মুমিন দেরকে বলেছেন মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না।
কোরআন কে অনুস্বরন কর।।। অনেক আয়াতে বলেছেন আল্লাহ তায়ালা
সালামুন আলাইকুম, কোরআনের যে আয়াত গুলোর রেফারেন্স আপনি বাংলাতে দিলেন তা কুরআনের আয়াত বলে আমি কেন মেনে নিব। সব ব্যাখ্যায় তো আপনি দিলেন যে নামাজ গুলো কোরআন দিয়ে পড়তে হবে। যাক দুটি প্রশ্নের উত্তর দিন।
১. নামাজের ওয়াক্ত কোরআন থেকে দেখিয়ে দেন। ও সালাত শব্দের অর্থ কি।
২. কোরআনের প্রথম শুদ্ধ বিসমিল্লাহ অর্থ কি একটু বুঝিয়ে দেন।
ধন্যবাদ আপনাকে।
❤❤❤❤❤❤
সালামুন আলাইকুম তিব তুম ভাই কিন্তু পৃথিবীর সকল আলেমসমাজ তো ৪ নং সূরাহর ১০২/১০৩ আয়াত গুলি পড়ে এ অনুযায়ী সালাত আদায় করতে রাজি না। এখন আমরা কি করতে পারি।আমি দুবাই আছি এখানে সবাই হাদিস অনুযায়ী সালাত পড়ে এখন আমি কি ভাবে সালাত আদায় করতে পারি
আপনাকে আল্লাহ জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন আল্লাহর কুরআন কে অনুসরণ করতে হবে দুনিয়াতে কোন মানুষের আনুগত্য করা যাবে না
আপনি চাইলে ঘরে একা সালাত পড়তে পারবেন৷ কোরআনে এর অনুমতি আছে আমি ও ঘরে একা সালাত পড়ি
দুই সেজদার মাঝে পড়া যাবে --
সুরা মুমিনুলের শেষ আয়াত ১১৮ / " রাব্বীগফির ওয়ারহাম ওয়াআনতা খাইরুর রা'হিমিন -- হে আমার রব , আপনি ক্ষমা করুন, দয়া করুন ্আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু "।
Thanks a lot.
ভাই তার সাথে যোগ করুন। সোবহানা রাব্বী আনা অর্থ, আমার রব পবিত্র
যথার্থ বলেছেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ।
একা নামাজ পড়তে হলে কি নেদা দিতে হবে? আর সুরা কি মনে মনে নাকি আওয়াজ করে পড়তে হবে জানালে উপকৃত হবো।
নামাজের বিবারন পাবেন সুরা নিসার ১০১ আয়াতে ভাল ভাবে গবেসনা করুন ২ রাকাত
আদম আঃ এর সময় থেকেই সালাত প্রচলিত আছে সুতরাং সালাত নতুন কিছু নয় ,
কুরআন অনুযায়ী কি গান বাজনা হারাম ?
সালামুন আলাইকা ভাই আল্লাহ তো সব জোড়াই জোড়াই করেছেন তা হলে পাচ টাইম ছলাত বেজোড় এটা কি বলবেন?
আপনি আবার সালামুন আলাইকা বললেন কেন???সাধারণ মানুষের বেলায় কুম হবে একমাত্র শুধু নবির বেলায় কা হবে।
কোরআন শরিফের ছালাতের কথার অর্থ আল্লার সাথে সংযোগ করা, আল্লার সাথে সংযোগ করা হলো ,সিঁড়ি দিয়ে উঠে নবীজী র কাছে পৌঁছানো, আর আল্লা কে এক মাত্র আখেরী নবীজী মিয়ারাজ করেছেন,
যেহেতু মসজিদে বর্তমান প্রচলিত নামাজে নামাজ পড়ে কিন্তু কুরআন ভিত্তিক নামাজ পড়তে হলে জামাতে নামাজ পড়বো কিভাবে মসজিদে পরবো
পৃথিবীতে কোথাও কি প্রচলিত নামাজের বাহিরে কেউ নামাজ পড়ে? সবাই প্রচলিত নিয়মেই নামাজ পড়ছে।আপনি হয়তো বলবেন একা পড়ার জন্য। কিন্তু মসজিদে জামায়াতে কিভাবে একা নামাজ পড়বে!?
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, সালাত অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়, এই সালাত আদায়ের নিয়ম কানুন কুরআনের বিভিন্ন জায়গা থেকে আলোচনা করা হয়েছে, একটি জায়গায় সুন্দর ভাবে সাজানো গোছানো নেই, এই টা এমন কেন, যখন সেজদা আয়াত নাযিল হয়েছে তখন কি শুধু সেজদার মাধ্যমে সালাত আদায় করা হতো, ভাই আমি হয়ত প্রশ্নটা গুছিয়ে লিখতে পারিনি, যদি আপনি বুঝতে পারেন আমাকে উত্তর জানালে উপকৃত হব
সালামুন আলাইকুম তিবতুম মোবারাকাতান তোয় বাহ। মাগুরা 😊
সকালে কুরআন পাঠ করে জানা এবং সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত পরযন্ত বিধান সকলকে জানানো ই হলো সলাত কায়িম করা । জনাব,এই কথাগুলো গভীর ভাবে চিন্তা করতে হবে । এভাবে চলতে গেলে হাত,পা ও মুখ এবং শরীর সব কিছুই সাখখী দিতে পারবে ।
আপনার এই এটাই সঠিক,, আল্লাহ সালাত কায়েম বলতে বুজিয়েছেন কোরানের বিধান হুকুম আহকাম এইসব প্রচার করা জারি করা,,
জনাব, ছানার জায়গায় কি পড়বো??
সালামুন আলাইকুম। আপনার অনেক আলোচনা আমি শুনেছি। কোরআনের টেক্সট বোঝাও অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ সালাতের বর্ণনা এইরকম বিচ্ছিন্নভাবে কেন দিলেন। দুইটা তিনটা আয়াতেই তো দিতে পারতেন। আমি মনে করি আপনাকে আরো গভীরে যেতে হবে। আমি আল্লাহর সাথে যে কথা বলছি তার সাংঘর্ষিক কিনা। সালাত এবং নামায এক নয় এটা এখন বুঝতে পারি। আপনি আর একটু ভেবে দেখবেন। আপনার সুখ কামনা করি।
বসে প্রচলিত তাশাহুদের পরিবর্তে পড়াযেতে পারে" শাহিদাল্লাহু আন্নাহু লাইলাহা ইল্লাহু অল মালাইকাতু অ উলুলইলমি কইমাম বিল কিস্ত, লাইলাহা ইল্লাহুঅল আজিজুল হাকিম। ইন্নাদ্দিনা ঈনদাল লাহিল ইসলাম।
আশহাদু আল্লাইলাহা ইল্লাললাহু অহাদহু লাশরিক আলা লাহুল মুলক অলাহুল হামদু অহুওআলাকুল্লি সাইন কদির।
সুবহানাল্লা আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিললাহিল হামদ, হাসবুনাল্লাহি ওয়া নিয়া মুল ওয়াকিল, ইয়া জাল জালালি অল একরাম, ইয়া হাইয়ু ইয়া কায়ুম বিরহমাতিকা আস্তাগিছ"।😮
নামায়ের গঠন প্রক্রিয়াগুলো ধারাবাহিকবাবে বর্ণনা করলে উপকৃত হব।
নামাজ শেষে পড়তে হবে "ছালামুন আলাল মুরসালিন,ওয়াখেরি আনিল হামদুলিল্লা হির ব্বিল আল-আমিন"। অর্থাৎ নবীকে ছালাম দিলাম আর আল্লাহর প্রশংসা করে নামাজ শেষ করলাম।
আপনি মোল্লাদের সঙ্গে পারবেন কোরান ভিত্তিক নামাজ সমাজে প্রতিষ্ঠিত করতে ?
না। তবে আপনি কি হাল ছেড়ে দিবেন ?
না। এখন মুসলিম দুনিয়ার নামাজ মোল্লাদের দারা নিয়ন্ত্রিত, কিছু শিক্ষিত মুসলিম আপনাদের মত কোরান ভিত্তিক নামাজ পড়ার পক্ষে।
যেমন আমি। আপনার সব বক্তব্য আমি সমর্থন করি। আল্লাহ আপনাকে শক্তি দিক।
সালামুন আলাইকুম, সালাতে বসে ,সেজদায় এবং রুকুতে কোরানের যে দোয়া ও আয়াত গুলি পড়া হয়,এই গুলির আগে কি সব সময় বিসমিল্লাহির রাহমানির রহিম পড়া লাগবে? একটু জানাবেন প্লিজ।
ভাই সর্বমোট ২ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম এসেছে।। ১ বার আলহামদুলিল্লাহ এক নম্বর আয়াত ।।। আর দ্বিতীয় বার এসেছে সুরা নং ২৭ আয়াত নং ৩০।। একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম বললেই হবে
তাহলে শুধু সুরা ফাতিহা ছাড়া সালাতে কোরান থেকে যাই পাঠ করি না কেন বিসমিল্লাহ বলা লাগবে না এই টাই কি?আর একটা কথা আর এমনি যখন আমরা দোয়া ও সুরা পড়ি তখন কি করব?একটু জানাবেন প্লিজ।
We offer five times prayers according to our dearest prophet (sm). Allah says in The Quran oh believers you have to obey Allah and Prophet (sm).
❤
নামাজ সম্পর্কে যার কোন ধারণা নাই এমন ব্যাক্তি কে এই আয়াত দিলে সে নামাজ পরতে পারবে। আপনি কি এমন টা মনে করেন।
সালাত কত ওয়াক্ত আয়াতসহ জানাবেন, ধন্যবাদ
সালাত ছয় ওয়াক্ত। ফজর জহর আসর মাগরিব এশা ঘাসকিল লাইল বা কেয়ামুল লাইল
@@গাছওপাখিরখামারসালাতের নির্দিষ্ট কোন ওয়াক্ত নাই। যখন প্রয়োজন হবে তখনই সালাত করে ফেলবেন। না করলেই গুনাহগার হবেন।
আল্লাহু আকবার এর আয়াত নাম্বার কত?
ভাই "আল্লাহ আকবর " শব্দটি কি কুরআনে আছে? যদি থাকে তাহলে কোন সুরার কত নম্বর আছে? জোড়া তালি দিয়ে বলবেন না, হুবহু আল্লাহু আকবর দেখাবেন আর না থাকলে নামাজে কেন পড়বেন? ব্যাখা করবেন প্লিজ।
আমরা,যারা,সাধারন,মানুষ,আমাদের,দিকে,তাকিয়ে,আপনারা,কোরান,থেকে,সঠিক,নিওমে,সলাতের,নিওম,বোই,আকারে,পোচার,কোরৃন,যারা,আপনারা,কৃরান,পচার,কোরছেন,এটা,আপনাদের,উপোর,আমাদের,দাবি,জাতে,আমরা,সফল,হতে,পারি,কারন,আমরা,বিসসাস,করি,যে, কোরআন,সত্য
সালামুআলাইকুম স্যার দুলুক শব্দের অর্থ কি দ্যুলোক শব্দের অর্থ কোন আয়াত থেকে নিলেন নাকি বাহির থেকে বললেন নাকি আপনি নিজে থেকে বললেন নাকি আলেম সাহেব যেটা বলেছেন সেটা কি আপনি বললেন
যৌক্তিক।
এত দিন বলে আসলেন যে assalamualaikum এখন বলছেন salamun alaikum , ব্যাপারটা কী?
কোরানে কি ক্লিন সেভের কোনো উদাহরণ আছে স্যার???
দাড়ি রাখতে হবে এমন কোন আয়াত নাজিল করেননি আল্লাহ তায়ালা
ক্লিন সেভ কি আর ক্লিন গোঁফ সেভ কি? সেটা নিয়ে আল্লাহ এর কোনো মাথাব্যথা নেই।
কোরআনে সালাতের উল্লেখ 82 বার। এখানে আপনি কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের কথা পাবেন না। সূরা রুম আর বনি ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দিয়ে যারা দলিল দেয় আপনি একটু কষ্ট করে দেখেন এটা কখন কোথায় নাযিল হয়েছে। এগুলা মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসার কত বছর আগে এই সূরা নাযিল হয়েছে দেখুন কষ্ট করে।
যদি মানুষকে জানাতে চান সালাত সম্পর্কে তাহলে সূরা মারেজ আয়াত ২৩। এখানে দায়েমি সালাতের কথা বলা হয়েছে। তারাই মুসল্লী যারা দায়েমি সালাতে দন্ডায়মান। দায়েম মানে সর্বক্ষণ। এটা কিভাবে মানুষ করবে দায়েমি সালাতটাই বা কি তা মানুষকে বোঝান।
নামাজের ভিডিও দেন
Well said
ভাইজান,২নং সুরা বাকারার ১৭৭ নং আয়াত টি মানসুখ হয়েছে নাকি হলে নাসেখ আয়াত কোনটি জানাবেন Pls.
Thank You. Thank you All.
Nazrul mostofa vai apni sora bakarar ses 2 ayat pat vul koresen
You r right. But say salat i/ o namaz
সালামুআলাইকুম আমার একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে 80% লোক গ্রামে থাকে তারা তো কোরআন তেলাওয়াত করতে পারে না তাহলে তারা কিভাবে উচ্চারণ করবে আরবি শব্দগুলি
আল্লাহ বলেছেন নামাজে দাড়িয়ে কোরান পাঠ করতে। আল্লাহ কি বলেছেন কোরানের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাক্য ও শব্দ এনে জোড়া তালি দিয়ে নামাজ পড়তে?
কোরআনের বাক্য জোড়াতালি দিয়ে কথাটা কি ঠিক হয়েছে। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কথা বলাটা ঠিক নয় ভাই আল্লাহর ইচ্ছায় ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা কিভাবে কুরআন থেকে অর্জন করতে পারি ধন্যবাদ
@@qm285 l
আললাহ কোন আয়াতে বলছেন নামাজে দাঁড়িয়ে কোরআন পাঠ করতে । সুরা ও আয়াত বললে উপকার হতো । দয়া করে জানাবেন ।
@@arjumankhanom8366ভাইজান সালামুন আলাইকুম। ভাই সুরাহ্ বাকারাহ্ ৪৫ এবং ১৫৩ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা কর সালাতে এবং সবর অবস্হায়। তাহলে সাহায্য চাইবো কার কাছে। আমরা সুরাতুল হামদ্ এ ৫ নম্বর আয়াতে বলি যে আমরা একমাত্র তোমারই বিধিবিধান মানি বা মানবো এবং তোমারই কাছে সাহায্যের চাই বা চাইবো। তাহলে সাহয্য চাইবো কার শিখানো পদ্ধতি তে। যেহেতু আমরা মুর্খ নাদান আমরা কিছু জানি না এবং আমরা সব মাথামোটা। আল্লাহ্ র জ্ঞান অসীম। মনে করিয়েন না যে শুধু কোরানেই আল্লাহ্ র জ্ঞান সীমাবদ্ধ। আল্লাহ্ আলিমুল গায়েব। আল্লাহ্ জানে আমাদের কি প্রয়োজন হতে পারে তার ব্যাবস্হা করা আছে। আমাদের চাইতে হবে তাঁর শিখানো পদ্ধতিতে। আল্লাহ্ যখন যা ইচ্ছা করেন তখন শুধু বলেন হও আর হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
@@arjumankhanom8366সূরা মুজাম্মিল আয়াত নাম্বার: ( 2) কোরআন তেলোয়াত দাঁড়িয়ে পড়ার আদেশ। অতঃপর এই সূরার (20 ) নম্বর আয়াত ওখানে বলা আছে আল্লাহর কিতাবের থেকে যেগুলো সহজ সেগুলো থেকে তেলাওয়াত করো এ কথাটা দুইবার বলা আছে। অতঃপর বনী-ইসরাঈলের (79) নম্বর আয়াত ওখানে তো তাহাজ্জুদ নামাজ হবে না।ওখানেও কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, বুঝে বুঝে এরপরেই একটা দোয়া আছে ওটা পড়তে বলেছে। হুজুররা তো লক্ষ-কোটি নেকি বলে রেখেছে তাহাজ্জুদের নামাজ বলে, মায়াজ আল্লাহ,,,,,
নাবী বা রসুলদের পরিবার বলতে ঐ রসুল থেকে সূরূ করে নিচের দিকে বুঝায় কিনা,দয়া করে জানাবেন।
০২/১৩১ আসলামতু লি- রাব্বিল আ'লামীন -- আমি সকল সৃষ্টির রবের নিকট আত্নসমর্পণ করলাম ।
ঢাল তলোয়ার নিয়ে প্রচলিত সালাত আপনারা বলেন নামাজ পড়া যায় কি?সালাত অথ কি আর নামাজ অথ কি একটু বলবেন?
* সালা-মুন আলাইকুম তিব্বতুম মূবা-রাকাতান তাইয়িবাতান।
আল্লাহু আকবার কুরআনে আছে?
আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তারের জন্য। নামাজেরও বংশ বিস্তার আছে? যদি থাকে তবে নামাজের নারীকে আর পূরুষ কে?
অসংখ্য ধন্যবাদ,,
আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছে চন্দ্র সূর্য আল্লাহ ওকে সেজদা করে তাহলে সেজদা করে দেখেছেন তাহলে নামাজের মধ্যে কিভাবে আসে এটা কোন সেজদা দয়া করে জানাবেন
নেদার উত্তর আপনি যে আয়াত বলেছেন তা থেকেও ভালো আয়া ত আছে আর তা হলো সুরা আল ইমরানের ০৭, নং আয়াতের শেষ দিকে বলা আছে "আমান্না বিহি" অরথৎ (আমি ইহা বিশ্বাস করি).এটা সুরা ফতিহার শেষে ও পড়া যেতে পারে।
বিসমিল্লা ........ রহীম কি কুরআনে আছে? থাকলে কোন সূরা/আয়াত?
জী ভাই আছে।
সুরা ফাতেহার এক নং আয়াত।
(বিসমিল্লাহির রহমানের রাহিম) ।
@@sanjidanur3123
'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সূরা ফাতিহার এক নম্বর আয়াত নয়।
০১:০১
ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ
আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন।
সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।
How do you know that these verses are to be recited during the ritualistic performance of Namaz? The Quran was compiled 20 years after the death of Prophet Muhammad. Salat and Namaz are two different things. Establishing salat is different from that of performing prayers. Please read the Quran before being too confident.
আরো পরিস্কার ভাবে বললে বুঝতে সুবিধা হয়।।
"সলা😮মুন আলাল মুরসালিন" এই আয়াতটা শুধু আমার আখেরি নবী মহম্মদ (সঃ) এর উপর পড়া হয়েছে। আপনি ভালো করে আয়াতটা বুঝুন।
নামাজের আকামত ইসলামের পাঁচ স্হম্ভকে নিয়ে করা যায় কি না ভেবে দেখেন।৷
Allah nobike Jayeder strike biye korar kotha sposto kore bolte parlo, kintu anusthanik namajer angovongir kothata sposto kore bolte parlo na? Eta grahonjogyo hote pare na
Nabi Muhammad ek jon tar bibi 14 jon eta kemon kore joray joray holo?