ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নাগরিক আই ডি থেকে হোল্ডিং এন্ট্রি ও হোল্ডিং অনুমোদন করার নিয়ম

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 117

  • @arifulkabir8778
    @arifulkabir8778 ปีที่แล้ว +3

    ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করেন।
    যেমনঃ কৃষি, কৃষি২, আবাসিক, শিল্প
    এবং ৮.২৫ একরের নিচে জমির ক্ষেত্রে কী সিলেক্ট করতে হবে বা কী হবে না।
    তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেন প্লিজ প্লিজ প্লিজ।

  • @sajiaafrin4483
    @sajiaafrin4483 ปีที่แล้ว +2

    উক্ত দাবির উপর আপত্তি থাকলে ক্লিক করুন।এর মানে কি?আমার প্রফাইল থেকে সংযুক্ত অনুমোদন খতিয়ান কি বাতিল করা যাবে?বাতিল কিভাবে করব ,যদি বলতেন।

  • @mohiuddinmazumder8818
    @mohiuddinmazumder8818 ปีที่แล้ว +1

    আমার নানি ও আমার মা মারা গেছে, এখন নানির জমি আদালতে মামলা চলমান, ওয়ারিশ হিসেবে আমি খারিজ করতে পারবো কিনা জানাবেন।

  • @GourSunderSarkerHTMagura-zt5li
    @GourSunderSarkerHTMagura-zt5li 9 หลายเดือนก่อน +1

    ভাই আমি খতিয়ান যুক্ত করেছিকন্তু কয়েকটি দাগ থাকলেও মাগ্রএকটিদাগের খাজনানিচ্ছে

  • @utminternetpoint8411
    @utminternetpoint8411 ปีที่แล้ว +1

    আমার বাসার হোলিডং নং যা আছে সেটাই কি হোল্ডিংয়ে দিয়ে দেবো?

  • @md.abulkalamazad7807
    @md.abulkalamazad7807 6 หลายเดือนก่อน +1

    আমার নাগরিক প্রোফাইলে নিজের জমির নতুন খতিয়ান নিয়ে খাজনার জন্য আবেদন করেছি ১৪-০৫-২০২৪ইং তারিখে। এখনো অপেক্ষমান আছে। বর্তমানে আমি দূরে থাকি। ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে কিভাবে অনুমোদন পাব জানালে উপকৃত হব।

  • @taufiqomar2595
    @taufiqomar2595 ปีที่แล้ว +1

    আমার দাদা তার কিছু জমি আমার বাবা ও চাচাকে দলিল করে দিয়েছে এবং আমার চাচা ও বাবা আরও কিছু জমি অন্যদের থেকে কিনেছে। এখন আমার প্রশ্ন হলো আমার বাবা ও চাচা এক সাথে তাদের পুরো জমিগুলো যেহেতু এক মৌজায় রয়েছে সেক্ষেত্রে কি একটি নামজারি আবেদন করে একটি খতিয়ানে সব জমির মালিক আলাদা আলাদা হবে কি? দয়া করে জানাবেন প্লিজ।

  • @moustofakamalbaradeshwori451
    @moustofakamalbaradeshwori451 ปีที่แล้ว +1

    সংস্থার নিবন্ধনের ক্ষেত্রে একাধিক হোল্ডিং কিভাবে যুক্ত করব অনুগ্রহপূর্বক বললে ভাল হত।

  • @mdmohiuddin8644
    @mdmohiuddin8644 ปีที่แล้ว +1

    ভাই আমি নাগরকি কর্নারে খতিয়ান এড করে ছিলাম এবং অপেক্ষামান ছিলো ১ দিন পরে দেখি বাতিল করে দিসে লেখা আসলো জোত ভূল । ভাই এখন আমি কি করবো যদি বলতেন।

  • @kamalkhondokar5102
    @kamalkhondokar5102 26 วันที่ผ่านมา

    আমার ত আগে হোল্ডিং এন্টি করা ছিল,, এখন আগের মোবাইলনম্বর এবং পাসওয়ার্ড দিলে আসে না কেন,

  • @MijanurRahman-op8ko
    @MijanurRahman-op8ko 8 หลายเดือนก่อน +1

    আমি গত বছর ১৪৩০ সালে অনলাইনে খাজনা পরিশোধ করেছি। আজকে হচ্ছে 1431 সালের দোসরা বৈশাখ খাজনা পরিশোধ করব দেখছি আপত্তি দাখিল বা অগ্রিম পেমেন্ট এখন কি করার বললে খুশি হতাম

    • @creativemahadi
      @creativemahadi  8 หลายเดือนก่อน

      নতুন বছর পড়লে অন্তত সাত থেকে 10/15 দিন আপডেট হতে সময় লাগে তারপর কাজ না দিতে পারবেন আবার ।

  • @MDSabbirHussain-so1fv
    @MDSabbirHussain-so1fv ปีที่แล้ว +1

    ভূমি অফিসে গিয়েছিলাম
    খাজনা দিতে কিন্তু খাজনা তারা আমার কাছ থেকে নেয় নাই অথবা এর নাম জারি করতে বলবো
    নামজারি করতে ১১ হাজার টাকা লাগবে
    এটা কি কারনে লাগবে একটু বলবেন ভাইয়া

  • @IsrailHossain-j5s
    @IsrailHossain-j5s ปีที่แล้ว +1

    dag number ki automatic jog habe naki dag number likhe dete habe

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার হোল্ডিংটি যদি আগে থেকে এন্ট্রি করা থাকে সে ক্ষেত্রে আপনাকে কিছু লিখতে হবে না ।

  • @mdsohan1660
    @mdsohan1660 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই আমার একটা জমির নামজারি করছি Qr কোগ সব কিছুই ঠিক আছে। কিন্তু আমারা সধারন ভাবে দাগ নাম্বার দিয়ে আনলাইনে চেক করি তখন আগের মালিকের নাম আসে। আমার নামজারি হবার কত দিন এর মধ্যে আগের ঐ টা কেটে আমার টা আসবে অনলাইন এ

  • @souravcom-vx2jj
    @souravcom-vx2jj ปีที่แล้ว +1

    ভাই আমি গতবছর ভূমি অফিসে গিয়ে খতিয়ান, দাখিলা সবকিছু দিয়ে আসছিলাম নিবন্ধনের জন্য এখন লগইন করে দেখি খতিয়ান, দাখিলা সংযুক্তি নেই বলে বাতিল দেখায় এখন কি আমার মুছুন ক্লিক করে নতুন করে সবকিছু এন্ট্রি দিতে হবে না কি খতিয়ান বা দাখিলা সংযুক্তি করলেই হবে।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      জি ভাই নতুন করে আবার এন্ট্রি করুন এবং ভূমি অফিস থেকে সেটা অনুমোদন করাই আনুন

  • @bdhelpbangla9570
    @bdhelpbangla9570 ปีที่แล้ว +1

    ভাইয়া,জমির হোলডিং নম্বর পাচ্ছি না।কেমনে পাবো

  • @maksudulaminchowdhurytosif6132
    @maksudulaminchowdhurytosif6132 ปีที่แล้ว +1

    Vai holding Chara abedon korle upai ki

  • @mdkalamsorkar112
    @mdkalamsorkar112 ปีที่แล้ว +1

    আমি নাগরিক নিবন্ধন করার পর, পেমেন্ট করুন অপশনে গেলাম সেখানে সব পূরন করার পর রকেট বিকাশ এসব আসলো আমি রকেটে ক্লিক করলাম সাবমিট করলাম কিন্তু রকেটে টাকা ছিলোনা,,আবার এখন দেখছি রকেটে বিকাশ অপশন গুলো আর আসছেনা এর কারন কি,, ভাই জানাবেন প্লিজ

  • @al-amin7866
    @al-amin7866 ปีที่แล้ว +1

    ভাই,,,,আমি অনলাইনে আবেদন করব হোল্ডিং নাম্বারের জন্য কিন্তু মৌজার অপশনে আমার এলাকার মৌজা নামটা দেখাচ্ছেনা,, এখন আমি কি করতে পারি

  • @chandanroy1980
    @chandanroy1980 ปีที่แล้ว +1

    Khatian ar holding number ki same??

  • @World-Travels
    @World-Travels ปีที่แล้ว +2

    আমাদের জমির খতিয়ানে ৮ জনের নাম উল্লেখ আছে। কিন্তু হোল্ডিং ক্লিক করলে মালিকের নাম একজনের দেখায়। তারপর বিস্তারিত মাঝে ক্লিক করলে ৮ জন্য মালিকের নাম দেখায়। এই ৮ জন মালিকের নামের মধ্যে আমার নামও আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে,কিভাবে আমি আমার একক ভাবে দাখিলা দিতে পারব?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      হ্যাঁ ভাইয়া খতিয়ানে আপনার নাম থাকলে আপনার নাম ধরে একক ভাবে খাজনা দিতে পারবেন কোন সমস্যা নাই ।

  • @saifulislammintu802
    @saifulislammintu802 ปีที่แล้ว +1

    দাগ অনুযায়ী শেষে মোটজমি কতটুকু থাকলে প্রশ্নের সম্মুখিন হওয়া লাগতনা।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      জি ভাই ঠিক বলেছেন

  • @abdussatter9525
    @abdussatter9525 ปีที่แล้ว +1

    একদম সত্যি কথা।

  • @rezaulkarim4692
    @rezaulkarim4692 ปีที่แล้ว +1

    ভাই সর্ব সেস খাতিয়ান বলতে মিউটেশন খাতিয়ান, জানাবেন

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি নতুন ভিডিওতে

  • @ARIFULISLAM-zv5sx
    @ARIFULISLAM-zv5sx 9 หลายเดือนก่อน +1

    নতুন খারিজ খতিয়ানের হোল্ডিং কিভাবে পাব?

  • @Mdkabir-lc2mw
    @Mdkabir-lc2mw ปีที่แล้ว +1

    জমির মালিক আমি ও আমার স্ত্রী সে ক্ষেত্রে আমি আমার আইডি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবো কিনা

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      জি ভাই পারবেন

  • @kamrulgalery157
    @kamrulgalery157 ปีที่แล้ว +1

    আমি একটা সমস্যায় আছি।
    এই যে,
    আমার ১৪২৯ বাংলা সনের খাজনা পরিশোধ থাকা সত্ত্বেও সর্বশেষ কর পরিশোধের সাল ১৪২৮ বাংলা দেখাচ্ছে। এখন এর সমাধান কি??। এবং আমি এই দাবির উপরে আপত্তি করেছি। ইউনিয়ন ভূমি অফিস থেকে নিষ্পত্তি দিয়েছে এরপর ও সিষ্টেমে ঠিক হয় নাই এখন আমি কি করবো। এখানে টাকা কোনো সমস্যা না। আমি ১৪২৯ বাংলায় ও দুই দুই বার খাজনা পরিশোধ করতে হয়েছে। এক বার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ক্যাস পেমেন্ট করেছি। আরেক বার অনলাইনে পেমেন্ট করেছি পত্যেক বার ১৪২৮/১৪২৯ সনের খাজনা পরিশোধ করতে হয়েছে। এখন আবার ১৪২৯/১৪৩০ সনের খাজনার দাবি করতেছে।এখন কিভাবে সমাধান করা যায়?। এর কি কোনো সমাধান আছে??।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      কি ভাই এর সমাধান আসছে আপনি আমার নেক্সট ভিডিও দেখবেন আপনার এটা নিয়ে বিস্তারিত বলে দিব ধন্যবাদ

  • @sajalchandradas8992
    @sajalchandradas8992 ปีที่แล้ว +1

    আমার নামজারি খতিয়ান প্রস্তুত হলো দুইদিন হয়েছে। এখন হোল্ডিং এর জন্য কিভাবে আবেদন করবো?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      এই ভিডিওটি দেখেন ভাই th-cam.com/video/1kxbj6PrETM/w-d-xo.html

  • @Hossainmdshuvo
    @Hossainmdshuvo ปีที่แล้ว +1

    ইউনিয়ন ভূমি সহকারি কর্ম কর্তার আইডিতে কিভাবে ঢুকতে হবে এটা তো বললেন না

  • @rabbykhan1340
    @rabbykhan1340 ปีที่แล้ว +1

    ভাইয়া সকল মালিকের টাকা আলাদা আলাদা কিভাবে দেওয়া যাই এরকম একটা ভিডিও বানান

  • @MDRidoyHossain-bq9hr
    @MDRidoyHossain-bq9hr ปีที่แล้ว +1

    Vi amar ID te bokeyar hoyos 2bochor dekhay but David dekhay na r payment option o ase na Ami tahole kivabe payment korbo amar bokeyar gula, hablar onek upokrito hoitam vaia,,,

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে সঠিকভাবে আপনার হোল্ডিংটি অনুমোদন করে আনুন

  • @SHARIF363
    @SHARIF363 ปีที่แล้ว +1

    ভাই, নাগরিক কর্নার একাউন্ট একবার খুলছিলাম, যখন দেশে ছিলাম, সিম কার্ডটা সাথে করে নিয়ে আসছি, এখন আরেক নাম্বার দিয়ে চেষ্টা করতেছি, খোলে না কেন ভাই, লেখা আসে মোবাইল নাম্বার এন আই ডি ইতিমধ্যে বিদ্যমান আছে। একটু সহযোগিতা করবেন। পাসওয়ার্ড ভুলে গেছি।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাকে ওই সিমে উঠেই পাঠানো লাগবে তারপর পাসওয়ার্ড রিকভারি করা যাবে তাছাড়া তো করা যায় না ভাই এর জন্য এই সিমটা চালু করে ওই সিমে একটা এসএমএস যাবে ওটিপি যাবে তারপর ওটা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন

  • @mdsarwar1605
    @mdsarwar1605 ปีที่แล้ว

    ভাই আমি একটি নিবন্ধন করছি কিন্তু হোল্ডিং মেনুতে ক্লিক করলে অনুমোদন আসে না

  • @ramproshad65
    @ramproshad65 ปีที่แล้ว +1

    খতিয়ানে মালিকের নামের গরমিল আছে এখন কি অ্যাপ্রুভ করবে সমন্বয় করবে না

  • @mustafizurrahman8768
    @mustafizurrahman8768 ปีที่แล้ว +1

    আমি প্রবাসী এবং আমার NID নাই। আমার দশ বছরের খাজনা বাকি। এখন কি করে খাজনা দেবো।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার পাসপোর্টের ফটোকপি আমার কাছে দিয়েন দেখি নাগরিক নিবন্ধন করা যায় কিনা ।

    • @mustafizurrahman8768
      @mustafizurrahman8768 ปีที่แล้ว +1

      @@creativemahadi জন্ম নিবন্ধন আছে আমার কাছে

    • @mustafizurrahman8768
      @mustafizurrahman8768 ปีที่แล้ว +1

      জন্ম নিবন্ধন দিয়ে কি খাজনা দেওয়া যাবে?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      @@mustafizurrahman8768 না জন্ম নিবন্ধন দিয়ে হবে না

    • @mustafizurrahman8768
      @mustafizurrahman8768 ปีที่แล้ว

      @@creativemahadi আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামী বছর ফেব্রুয়ারিতে এসে NID করে খাজনা দিব ইনশাআল্লাহ। তবে এরি কোন অসুবিধা হবে কিনা জমি নিয়ে? কারণ কেউ কেউ বলতেছে তিন বছর খাজনা দিলে জায়গা খাজ হয়ে যাবে। দয়া করে সত‍্যটা জানাবেন।Allah bless you.

  • @MD.MehediHasan-o9c
    @MD.MehediHasan-o9c ปีที่แล้ว +1

    ভূমি অফিসে না গিয়ে হোল্ডিং নাম্বার খুলা যায়?

  • @munnaahmed5936
    @munnaahmed5936 ปีที่แล้ว +1

    বাই পতিটা জমিনের আলাগ আলাগ হলডিং নাম্বার তাকে না কি একটা

  • @salehahmedjongi606
    @salehahmedjongi606 ปีที่แล้ว +1

    পুকুরের খাজনা দেওয়ার ক্ষেত্রে হোল্ডিং কি লাগবে?

    • @ismatarabegumatbamuniagps6096
      @ismatarabegumatbamuniagps6096 ปีที่แล้ว

      অপেক্ষামান করার পর আমি পে মেন্ট করতে পারছিনা শুধু নিবন্দিত দেখায় তাহলে কিভাবে খাজনা পেমন্ট করব।

  • @lipiakter7034
    @lipiakter7034 ปีที่แล้ว +1

    আমাকে একটা পরামশ দেন ভাই। পরামশটা হলো। আমি ওয়ারিশ সুএে ৩ শতাংশ মালিক হই আমার নামে নামজারি না করে আমার দুই সন্তানকে ২ শতাংশ লিখে দেই। এখন আমি ও আমার সন্তানের নামে কি নামজারি করতে পারবো কিভাবে করবো প্লিস বলবেন।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      জি পারবেন কোন সমস্যা নাই দুজনেই খরচ করতে পারবেন কোন সমস্যা নাই নাম জানি করা যাবে

  • @sankarbabu976
    @sankarbabu976 ปีที่แล้ว +1

    মৃত্যু পিতা অনেক দিন খাজনা দেয়নি, একমাত্র সন্তান নামজারি না করে এমনকি হোল্ডিং না পেয়ে খাজনা কিভাবে পরিশোধ করবে? প্লিজ জানাবেন। অগ্রীম ধন্যবাদ।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      জানতে হবে আপনার খতিয়ান কি রেকর্ডিং খতিয়ান না খরিস খতিয়ান

  • @bachelorbrotherblog8540
    @bachelorbrotherblog8540 ปีที่แล้ว +1

    মালিকের নাম মিল নাই কিন্তু ভুল করে সমন্বয় করে ফেলছি এখন বাতিল করা যাবে কি?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      হ্যাঁ ভাই বাতিল করা যাবে ।

  • @ronobirahmed6678
    @ronobirahmed6678 ปีที่แล้ว +1

    হোল্ডিং নাম্বার নিয়ে আপনার আগের ভিডিওটি দেখে রাতে হোল্ডিং সাবমিট করে সকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন দিলে এক ঘন্টার মধ্যে আমার হোল্ডিং হয়ে যায় এবং আমি ঘরে বসেই কর পরিশোধ করেছি,আমাকে যেতেও হয়নি এবং হোল্ডিং নাম্বারের জন্য কাউকে এক টাকাও দিতে হয়নি। ধন্যবাদ আপনাকে এবং আমার এলাকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে। তিনি কিন্তু আমার পরিচিতও না।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      হ্যাঁ ভাইয়া এটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার কাজ এবং কর্তব্য তাই তিনি এটা করে দিয়েছে কোন প্রশ্ন না করে আর আপনি এটার বিষয়ে জানেন বিধায় খুব সহজে করে নিতে পেরেছেন ।

    • @ronobirahmed6678
      @ronobirahmed6678 ปีที่แล้ว +2

      আপনার কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যে সমস্যা গুলো নিয়ে আপনাদের কাছে বেশি আসে সেগুলো নিয়ে ভিডিও বানাবেন তাতে আমরাও উপকৃত হবো আর আপনারও চ্যানেল একদিন অনেক বড় হবে।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว +1

      @@ronobirahmed6678 ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মোতামতের জন্য, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও অনেক পাবেন ।

  • @user-tf4bd6vu9p
    @user-tf4bd6vu9p ปีที่แล้ว +1

    বিস্তারিত বাটুন কিল্কি করলে খাজনা ক ই টাকা আর দেখাই না অপেক্ষামান বাটুন চাপ দিলে কিছুই দেখাই না কারণ
    কি জানতে পারি ভাইয়া

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার সর্বশেষ কর আদায়ের সাল যদি ৩০ থাকে ১৪৩০ তাহলে আপনার বিস্তারিত গেলে কিছুই দেখাবে না ।

  • @sakibislamictv9620
    @sakibislamictv9620 ปีที่แล้ว +1

    ভাই অন্য জেলা কাজ করে দিতে পারবেন।

  • @sajalchandradas8992
    @sajalchandradas8992 ปีที่แล้ว +1

    ভাইয়া হোল্ডিং নং টা কোথায় থেকে দিছেন?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      হোল্ডিং নম্বর ইউনিয়ন ভূমি অফিস থেকে দিয়েছে ।

    • @sajalchandradas8992
      @sajalchandradas8992 ปีที่แล้ว +1

      @@creativemahadi ভিডিওতে আপনি হোল্ডিং নং এর অপশন পূরণ করলেন।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      @@sajalchandradas8992 হা করলাম তো?

    • @sajalchandradas8992
      @sajalchandradas8992 ปีที่แล้ว +1

      @@creativemahadi হোল্ডিং নং তো পাইলে বসাবো।
      এখনও তো হোল্ডিং নং পাই নি

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      @@sajalchandradas8992 আরে ভাই হোলি নাম্বার পায়তে হলে তো আমরা কি এই ভূমি অফিসে যেতে হবে ।

  • @SucessMantraHINDI
    @SucessMantraHINDI ปีที่แล้ว

    ভাই আমার খতিয়ান বাতিল করা হয়েছে এখন করনিয় কি

  • @bedarulislam7513
    @bedarulislam7513 ปีที่แล้ว +1

    নিবন্ধন ফি 200/- টাকা, সারাদিন বসে থেকে যখন কোন কম্পিউটার দোকান থেকে রশিদ না পায় তখন আবার ভুমি অফিসে গিয়ে দিতে হয় খুশি ভাতা 100/- টাকা + ভূমি ট্যাক্স ! সত্যিই কি তাই! কি সৎ চিন্তাভাবনা।

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      ভাই আমরা তো তা করি না আমাদের এখানে রিকোয়েস্ট আসলে আমার এপ্রুভ করে দি ।

    • @Md.SamirulIslam-r2p
      @Md.SamirulIslam-r2p ปีที่แล้ว

      হোল্ডিং এন্ট্র না করে নিবন্ধন করি এখন ভূমি অফিস কি হোল্ডিং খুলে অনুমোদন করবে

  • @sudhangsubiswas4113
    @sudhangsubiswas4113 ปีที่แล้ว +1

    ভাইয়া ভূমি অফিসার অনুমোদন করার পরেও পেমেন্ট অফসশ আসে না কি করনীয়

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      প্রবলেম চলছে মাঝে মাঝে

    • @MDRidoyHossain-bq9hr
      @MDRidoyHossain-bq9hr ปีที่แล้ว

      Caiga apnar somossa solve hoyeche naki r sole hole kivabe korlen janaben ektu, amar ID o dame somossa hocce but star Kono video o pacci na r solve o hocce na

  • @md.ibrahimhossain1994
    @md.ibrahimhossain1994 ปีที่แล้ว +1

    এক এক খতিয়ানের জন্য এক এক হোল্ডিং নাম্বার??
    বাসা বাড়ির যে হোল্ডিং সেই হোল্ডিং নাম্বার নাকি??

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      ভাই বাসা বাড়িতে যেই হোল্ডিং নাম্বার দেওয়া থাকে মানে আপনার দরজার সাথে বা দেয়ালের সাথে সেটা হল ইউনিয়ন কাউন্সিলের টেক্স আদায়ের জন্য একটা হোল্ডিং নাম্বার দেয় সেটা আর জমির জন্য মাঠের জমি বা বাড়ির জমি সেটার জন্য আলাদা হোল্ডিং নাম্বার হয়

  • @shahayakhwan2024
    @shahayakhwan2024 ปีที่แล้ว +1

    ভাই প্রত্যেকটা আলাদা আলাদা খতিয়ানের জন্য আলাদা হোলডিং নাম্বার থাকে?

  • @rlpkhoksa1761
    @rlpkhoksa1761 6 หลายเดือนก่อน +1

    ভুমি অফিসে নিবন্ধন করতে দুই শত টাকা লাগে । আপনি হয় তো জানেন না ।

    • @creativemahadi
      @creativemahadi  6 หลายเดือนก่อน

      সমন্বয় বা অনুমোদন করতে তো টাকা লাগার কথা না ভাইজান

  • @imranmiya5005
    @imranmiya5005 ปีที่แล้ว +1

    nice video vaiya

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাইয়া

    • @imranmiya5005
      @imranmiya5005 ปีที่แล้ว

      @@creativemahadi ভাইয়া প্লিজ আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বার পাওয়া যাবে

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      @@imranmiya5005 আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন সেখান থেকে আমাকে কল করতে পারেন বা এসএমএস করতে পারেন

    • @imranmiya5005
      @imranmiya5005 ปีที่แล้ว +1

      ভাইয়া আমি আপনার ভিডিওগুলো অনেক দিন ধরে দেখি তবে আজকে আমি আপনার ফেসবুক পেজে জয়েন হলাম

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      @@imranmiya5005 ধন্যবাদ ভাইয়া যে কোন সময় যে কোন প্রবলেমে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন । যদি পারেন একটু ফেসবুকের ভিডিওটা শেয়ার করে দিব ধন্যবাদ ।

  • @ArifKhalifa.
    @ArifKhalifa. ปีที่แล้ว +1

    খতিয়ানের নামের সাথে NID মিল না থাকলে করনীয় কি??

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      ইউনিয়ন কাউন্সিল থেকে আপনার নামের প্রত্যয় নিয়ে আসতে হবে । সে প্রত্যয়ন দিয়ে আপনি কাজ করতে পারবেন কোন সমস্যা হবে না ।

  • @tangirahmed649
    @tangirahmed649 ปีที่แล้ว +1

    বাবা মায়ের নামের খতিয়ান এর খাজনা নিজের আইডি থেকে কিভাবে দেওয়া যায়??

    • @joy.nct15
      @joy.nct15 ปีที่แล้ว

      ওয়ারিশ সনদ লাগবে

  • @sheikhshakil710
    @sheikhshakil710 ปีที่แล้ว +1

    ভাই বাসায় বসে হোল্ডিং নাম্বার খোলা যায় না

  • @sagordipo5488
    @sagordipo5488 ปีที่แล้ว +1

    সমন্বয় করা মিলনা থাকলে কি করব?

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      আপনার কমেন্টটি বুঝি নাই ভাই

  • @KoilashChandraRoy
    @KoilashChandraRoy 7 หลายเดือนก่อน +1

    ভাই আপনার সাথে কথা বলতে চাই

    • @creativemahadi
      @creativemahadi  7 หลายเดือนก่อน

      আপনি আমার ফেসবুকে ফলো দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ।

  • @arifislam2772
    @arifislam2772 8 หลายเดือนก่อน +1

    মাউসের শব্দ বন্ধ করে ভিডিও করার জন্য অনুরোধ করছি।

  • @salekahmed2903
    @salekahmed2903 ปีที่แล้ว +1

    ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে কিভাবে অনুমোদন করানো যায়? পারলে সেটা বলুন

    • @creativemahadi
      @creativemahadi  ปีที่แล้ว

      ভূমি অফিসে না গিয়ে আপনার অনুমোদন করার জন্য ইউনিয়ন ভূমির সহকারী কর্মকর্তার ফোন নম্বর ম্যানেজ করে তার সাথে যোগাযোগ করে অনুমোদন করে নিতে হবে

    • @ShahKamal-dv6lc
      @ShahKamal-dv6lc ปีที่แล้ว

      taka chay ki korbo
      @@creativemahadi

  • @moustofakamalbaradeshwori451
    @moustofakamalbaradeshwori451 ปีที่แล้ว +1

    ভাই দয়া করে আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে কি?